এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জুজুবাদ : অলস অস্তিত্বের সংকট

    dd
    অন্যান্য | ২১ জুলাই ২০০৯ | ৭৭৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • demba ba | 121.241.218.132 | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৯415769
  • এটার ক্ষেত্রে জি এম ফুড না অরগ্যানিক ফুড? দুটো আলাদা কিন্তু। সেন মহাশয়ে অরগ্যানিক ফুড সাধারণ সবজির তিন-চার গুণ দামে বিকোত।
  • dd | 110.234.159.216 | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৭415770
  • জি এম ফুড,জি এম ফুড।

    অর্গানিক ফুডে ব্যাপক কৃমি থাকে, ই কলাই জীবানু থাকে। এইত্তো কদিন আগে অর্গানিক শসা খেয়ে ইউরোপে কতো লোকে মরে গেলো। কিন্তু কোনো এমেন্সি না থাকায় দ্রোহসীদের কিছু হেলদোল হয় নি। (স্ক্রোল করে উপরে দেখুন)

    জি এম ফুড চাই, এমেনসি চাই। নইলে কিচ্ছু জমছে না।
  • a x | 138.249.1.202 | ০৭ জুন ২০১২ ২২:৫৭415771
  • http://www.infowars.com/5-million-farmers-sue-monsanto-for-7-7-billion/

    5 Million Farmers Sue Monsanto for $7.7 Billion

    Launching a lawsuit against the very company that is responsible for a farmer suicide every 30 minutes, 5 million farmers are now suing Monsanto for as much as 6.2 billion euros (around 7.7 billion US dollars). The reason? As with many other cases, such as the ones that led certain farming regions to be known as the ‘suicide belt’, Monsanto has been reportedly taxing the farmers to financial shambles with ridiculous royalty charges. The farmers state that Monsanto has been unfairly gathering exorbitant profits each year on a global scale from “renewal” seed harvests, which are crops planted using seed from the previous year’s harvest.
  • একক | 24.99.216.240 | ০৮ জুন ২০১২ ০৭:০৩415772
  • অর্গানিক ফুড খেয়ে মরা তো ভালো.
    আসল সমসস্যা টা বায়ো-ম্যাগ্নিফিকাশন. একটু একটু করে আপনার মধ্যে পাপ থুরি ডিডিটি আর হেভি মেটাল জমবে এবং তারপর আপনারে যে খাবে খাবে তার মধ্যে জমবে . পাপ বাপ কে ছার্বেনা.
    অর্গ্যানিক ফুড খেয়ে পটল তুললে এট-লিস্ট প্রসেস টা এট্টু স্লো হবা . মন্দ কি .
  • pi | 118.12.173.94 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৭415773
  • জুজুবাদ নিয়ে কিছু কাটাছেঁড়া ঃ)

    http://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2013/sep/16/climate-change-contrarians-5-stages-denial

    In the 1990s, Christy and Spencer created a data set of lower atmosphere temperatures using measurements from satellite instruments. These initially seemed to indicate that the atmosphere was not warming, leading Christy, Spencer, and their fellow contrarians to declare that the problem didn't exist. Unfortunately, it turned out that their data set contained several biases that added an artificial cooling trend, and once those were corrected, it was revealed that the lower atmosphere was warming at a rate consistent with surface temperature measurements.

    Most climate contrarians have come to accept that the planet has warmed significantly. Unfortunately many have regressed back into Stage 1 denial through the new myth that global warming magically stopped 15 years ago (most recently exemplified by David Rose in the Mail on Sunday). The error in that argument involves ignoring about 98 percent of the warming of the planet, most of which goes into heating the oceans. When we account for all of the data, global warming actually appears to be accelerating..... ইত্যাদি ইত্যাদি।
  • Ekak | 125.115.139.226 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৯415774
  • হুম ,শেয়ার কচ্চি ।
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ১৯:৫৪415775
  • ওকে ফুড এলার্জি । ঐ বিখ্যাত লেফ্ত লিবারাল আর এলার্জি নিয়ে ব্লগটা পেলাম না। মার্কেটে আছে শিওর।(বদলে পেলাম আপার বডি স্ট্রেন্থ আর বাম রাজনীতি করার নেগেটিভ কোরিলেশান।এটা কিন্তু একটা সিরিয়াস স্টাডি, ইউরোপে কোথাও, চাইলে পরে দেব)।

    বদখট এলার্জিতে সোস্যাল স্টেটাস বাড়ে এটা ফ্যাক্ট। পাড়াতুতো দিদির লাভ্যরেন্জ ম্যারেজ। জামায়ের কি খাতির। পাকা দেখায় "গ্লুটেন" শব্দটা বলার পরেই শ্বশুর সানাই অর্দার দেন। তারপর একে একে বৌভাতে চিংড়ি মাছ, আইসক্রীম, চীনেবাদাম, পদে পদে চমক । বাড়িতে হুলুস্থুল, 'বেস্ট জামাই ওফ দ্য ডেকেড" আর বোন টি লাফিয়ে লাফিয়ে রান্নঘর থেকে এসে চোখ গোল গোল করে উগ্রে যাচ্ছে তেনার সফলতার ইতিহাস- যেখানে কলেজ লেভেল বক্সিং-এর সাথে সমান তাল দিচ্চে শাকে চুলকুনি। একটা গেসিং গেম চলছে, নেক্স্ট কি আসবে। আমি একটু মনক্ষুন্ন হয়ে ছাদে একা "নিষ্ফল হ্তাশ" পোসে দাড়িয়ে আছি, আর ভাবছি, আমার তো সালা হাতের পাঁচ ঐ ফুলকফিতে গ্যাস, ওদিকে আড়চোখে দেখি মাসীমা আসছে, ডাকছে পাকোড়া করেছি। আমি খুব আশা নিয়ে বল্লাম, আমার একটা গ্যাস্ট্রিক কন্ডিশান, মাসীমা শুধু " আমেরিকায় গিয়ে অনেক বদলে গেছিস ঋদ্ধি" বলেই হাওয়া। তাই ব্যাপারটা একটু সাবজেক্ট-স্পেসিফিক ও বটে।
  • π | ১০ নভেম্বর ২০১৩ ২০:১০415777
  • ঋদ্ধি, ঃ)))
  • π | ১০ নভেম্বর ২০১৩ ২০:১৪415779
  • আমার এব্যাপারে রেলা নেবার মত দারুণ একটা সুযোগ ছিল, অ্যানাফাইলেকটিক শক অব্দি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়, সেটা এমন একটা জিনিসে যে তাই নিয়ে পাড়ায় বা শ্বশুরবাড়িতে কোন সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধির উপায় নাই ঃ(
  • riddhi | ১০ নভেম্বর ২০১৩ ২১:০০415780
  • আমার ছিল বাসে ট্যাক্সিতে বমির ধাত। রেলা তো নয়ই, পদে পদে হ্যাটা। কিছু কেসে দেখেছি এগুলো ১৬-১৭ বয়সে কেটে যায়। প্রতাপশালী বাড়ার দাপটে, ছুটকো ছাটকা জিনিস হয়তো পালাই। সেকেন্ড ইয়ারে কলেজ পিকনিকে বাসে উঠতে গিয়ে দেখলাম, (তখন মোটামুটি ধাতস্থ) র‌্যাগিং পান্ডা সিনিয়ার এভোমিন চাইছে। দেখে হেব্বি আনন্দ হয়েছিল।
  • দেব | 111.217.113.162 | ১১ নভেম্বর ২০১৩ ২২:১২415781
  • রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যা সব শুনলাম বোধহয় এখানে দেওয়া যায়। উৎপাদন চালু হলে সুন্দরবনের বারোটা বাজবে। আর ব্যাকগ্রাউন্ডে এনটিপিসি-ভারত সরকারের চক্রান্ত!
  • π | ১২ নভেম্বর ২০১৩ ০০:০১415782
  • কেন, সুন্দরবনের কোন ক্ষতি হবেনা বলছেন ?
  • দেব | 111.217.113.162 | ১২ নভেম্বর ২০১৩ ০০:৫৬415783
  • পাইদি তাপবিদ্যুৎকেন্দ্রর দূষণ সম্বন্ধে আমার ভাল ধারণা নেই। কোন বিপদ নেই এমন নয় তবে এই ধরনের আর পাঁচটা ইস্যুতে যেমন হয়, কিছুটা সত্যি কিছুটা বাড়ানো এটাতেও সেরকম একটা রেসপন্স আসছে লোকজনের।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ০০:৫৮415784
  • কোন রেসপন্সগুলো বাড়ানো মনে হচ্ছে ? আর এপারে তো এই নিয়ে সেরকম কোনো রেসপন্সই দেখছি না।
  • দেব | 111.210.221.90 | ১২ নভেম্বর ২০১৩ ০১:২৮415785
  • এই যে - "যে বিপুল পরিমান পারদ নির্গমন ঘটবে সেটা সুন্দরবনের গোটা প্রাণীকূলকে অচিরেই বিনষ্ট করবে।"

    এত পারদ? অচিরেই বিনষ্ট করবে? সম্পূর্ণ ফনাকে?

    ব্যবসায়িক দিকটা নিয়েও আছে - 'ভারতের আসল লাভ হবে প্রকল্পের সুদে টাকা খাটিয়ে, চড়া দামে যন্ত্রাংশ ক্রয় করিয়ে এবং আরও নানান উপায়ে প্রকল্পব্যায়ের মাঝে বিপুল পরিমান মুনাফার বন্দোবস্ত করে।'

    http://www.guruchandali.com/default/2013/08/30/1377803280000.html#.UoEwKeXRlLc

    ভারতে গোটা পঁচিশেক হাজার মেগাওয়াটের তাপবিদ্যুৎকেন্দ্র আছে বোধহয়। পরিবেশ দূষণ আছে অবশ্যই কিন্তু যা যা পড়লাম ওখানে, সেগুলো সব ঠিক হলে এখানেও কিছুতো খবর হত।

    এ আমার অশিক্ষিত চোখে দেখে মনে হচ্ছে জুজু আছে কিছুটা।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ০২:৩২415786
  • সুন্দরবনের মত জায়গার এরকম কাছাকাছি কোন কেন্দ্র আছে ?
  • দেব | 59.136.236.123 | ১২ নভেম্বর ২০১৩ ০৭:৫০415787
  • বনভূমির কাছে সাঁওতালডিহি আছে। পুরুলিয়ায়। তবে এই ব্যাপারে কিছু কাউন্টারপয়েন্ট পেয়েছি। মূল টইটাতে দিচ্ছি।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ১৩:০৯415790
  • মূল টইতে এই লেখাটা দেবার জন্য দেববাবুকে ধন্যবাদ।
    এখানেও থাক।
    http://opinion.bdnews24.com/bangla/2013/11/09/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE/

    'সুন্দরবনের মতো সংরক্ষিত বনাঞ্চল থেকে মাত্র ১৪ কিমি দূরে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা নিরাপদ নয়। এমনকি যে ভারতীয় কোম্পানি এনটিপিসি’র সঙ্গে যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে সেই ভারতের ইআইএ গাইডলাইন অনুসারেও কোনো সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিমির মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ গ্রহণযোগ্য নয়।'
  • sch | 132.160.114.140 | ১২ নভেম্বর ২০১৩ ১৭:৩২415791
  • EIA রিপোর্ট টা দেখলাম একটু, সেখানে একটা কথা লেখা আছে স্টাদির terms of Reference সম্বন্ধে

    "Evaluate the impact on environment in line with Bangladesh and/or World Bank
    requirement for the coal power plant and transmission line to ensure that the power
    generation facilities and transmission facilities can be designed, constructed and
    operated in compliance with all applicable environmental requirements"

    অর্থাৎ বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত অনুশাসন ও নিয়মাবলীই শুধু না - ওয়ার্ল্ড ব্যাঙ্কের নির্ধারিত বিধিও মানতে হবে। আমার সামান্য যেটুকু জ্ঞান আছে তাতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের গাইডলাইন খুব কড়া। তাহলে ধরে নিতে হয় রিপোর্টে কিছু ভুল তথ্য বা সত্যি নয় এমন তথ্য দেওয়া হয়েছে। সেটা ধরতে পারলে কিন্তু প্রজেক্ট ঘেঁটে দেওয়া যাবে কেস টেস করে নইলে শুধু আন্দোলনে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। রিপোর্টটা কিন্তু খুব স্ট্রং না । :)

    রিপোর্টে বলছে "the Sapmari Katakhali site is located 4 km away from the ECA boundary, 14km away from the Sundarbans, and 70km away from the world heritage site. Navigability of Passur river, low
    density of settlement, direction of prevailing wind, feasibility of coal transportation system,
    less chances of impact on air quality beyond the project boundaries, are the prime factors in
    selecting the Sapmari Katakhali site"

    ECA হল ecologically critical area

    এবার রিপোর্টের ২১ (total page ৬৫) পাতায় বলছে "As per the Rule, no industry shall be constructed within the 10 km extended zone of the Sundarbans. The proposed power plant site is located 4 km away from the 10 km extended zone of ECA. Therefore, the project obliges the Rules for protecting the Sundarbans."

    Citing of Industry r গপ্পে কিন্তু বেড়িয়ে গেল এখানে। তবে গলতা অন্যখানে

    "1-hr and 24-hr Ground Level Concentration (GLC) of SOx and NOx have been estimated
    using USEPA approved SCREEN 3.0.0 model. The model predicts maximum Ground Level
    Concentration (1-hr and 24 hr) at 1.5 km down wind direction which is within the project
    area. However, beyond the project area emitted SOx, NOx and SPM dispersion will be below
    the ambient air quality standard. The contribution (GLC) of SOx and NOx in the ambient
    standards would be insignificant to have impact on air quality."

    এতবড়ো মাপের প্ল্যান্টের জন্যে ISCST বা ওই ধরণের উন্নত স্ব্যফতোয়ার ব্যবহার করা হয় সাধারণতঃ যেগুলো লংটার্ম এফেক্ট বেটার দেয়। ডিজিটাল এলিভেশান ইউজ করা উচিত। এইটুকু খুব বেশী আশা করা নয়

    "Acquisition of 1,834 acre (742.20 ha) of land mostly using for shrimp farming and one
    season rice cultivation may reduce crop production of the locality. During operation phase,
    the impact of the plant on surrounding agricultural land would be minimum. On the other
    hand, use of ash may increase land fertility as well as crop production. The plant shall be
    operating with automated monitoring system and central controlling system to prevent any
    accidental event."

    "use of ash may increase land fertility" - ভীষণ বিতর্কিত বিষয়

    "Disturbance to habitats of birds and mammals in Sundarbans, dolphins, crocodiles in Passur
    River and their migration are also considered during coal transportation. The route of coal
    transportation is exactly same used for Mongla port and the width of the Passur river is
    more than 2 km inside the Sundarbans. Moreover, adoption of biodiversity conservation
    program, proper management plant and enforcement of ECR 1997, IMO Conventions, and
    other relevant environmental regulations will keep the habitants sustainable for dolphins or
    crocodile."

    এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করা যায়। ভাগলপুরে গঙ্গার থেকে একটা নতুন ইনটেক তৈরী করার প্রস্তাব পাম্প করে পানীয় জল নেওয়ার জন্যে। Asian Development Bank এর ফান্ডিং ছিল বলে সরকারকে ADB বাধ্য করে পাম্পের জল নেওয়ার আওয়াজে ওখানে স্থানীয় জল শুশুকদের (রিভার দলফিন) কোনো অসুবিধা হবে কি না জানার জন্যে। এখানে মনে হয় না সেরকম কোনো স্টাডি করা হয়েছে ( ৬০০ পাতার রিপোর্ট, এখনো পাই নি)
  • sch | 132.160.114.140 | ১২ নভেম্বর ২০১৩ ১৭:৫৪415792
  • "Coal transportation may have impact on Dolphins and their activities. However, the impact
    would be minor as the shipping and barging activities shall be operated along the existing
    navigational route. Management plan has been formulated to avoid impacts on Dolphin
    communities as minimum as possible that shall be followed during coal transportation."

    আর "Monetary valuation is generally difficult for ecosystems, including forest damages"

    - নাঃ এরপর আর কোনো টেকনিক্যাল আলোচনা সম্ভব না। এটা হাইট। গোটা রিপোর্টের গন্ডগোলের জায়গাগুলো may বা might এ ভর্তি । -জানি না এই কাজে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কোনো ভূমিকা আছে কি না - এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের হাতে গেলে কি হবে জানি না
  • π | ০১ এপ্রিল ২০১৪ ১৮:৫৪415793
  • জুজুবাদীদের জন্য, নতুন রিপোর্টঃ

    Global warming poses a growing threat to the health, economic prospects, and food and water sources of billions of people, top scientists said in a report that urges swift action to counter the effects of carbon emissions.
    The latest report from the U.N. Intergovernmental Panel on Climate Change (IPCC) says the effects of warming are being felt everywhere, fuelling potential food shortages, natural disasters and raising the risk of wars....
    https://in.news.yahoo.com/global-warming-threat-heightened-latest-un-report-025434058.html

    এবং, ভারতের কী হবে ?
    India's high vulnerability and exposure to climate change will slow its economic growth, impact health and development, make poverty reduction more difficult and erode food security, a new report by scientists said on Monday.
    The latest report from the U.N. Intergovernmental Panel on Climate Change (IPCC) stresses the risks of global warming and tries to make a stronger case for governments to adopt policy on adaptation and cut greenhouse gas emissions.
    "This is the most extensive piece of science done on climate adaptation up until now," Aromar Revi, one of the lead authors of the report, told a news conference. "The key issue as far as India is concerned is vulnerability and exposure." ....

    Freak weather patterns will not only affect agricultural output and food security, but will also lead to water shortages and trigger outbreaks of water and mosquito-borne diseases such as diarrhea and malaria in many developing nations.
    "All aspects of food security are potentially affected by climate change including food access, utilisation of land, and price stability," said Revi, adding that studies showed wheat and rice yields were decreasing due to climatic changes.
    The IPCC lead authors said India, like many other developing nations, is likely to suffer losses in all major sectors of the economy including energy, transport, farming and tourism

    https://in.finance.yahoo.com/news/climate-change-threatens-indias-economy-ipcc-154206034--sector.html
  • Ekak | 24.99.224.114 | ০২ এপ্রিল ২০১৪ ১২:৩৬415794
  • উড লাইক টু নো হোয়াট দে মীন বায় "Freak weather patterns " । হোয়াট মেড দেম কন্ক্লুদ দ্য চেঞ্জেস আর ফ্রীক ,নট ইন আ রেগুলার ইভলুসনারী কার্ভ । আই এক্সেপ্ট দ্যাট থিংস আর চেঞ্জিং , নো ডাউট । বাট লাইফ অন আর্থ হ্যাস কাম থ্রু থাউসন্দ্স অফ চেঞ্জেস ইন ওয়েদার কন্ডিশন ,তেম্পারেব্চার ,ক্লাইমেট এন্ড অল ইন প্রিভিয়াস টাইমস । সায়েন্তিস্ত্স আর প্রজেক্তিং মডার্ন চেঞ্জেস ইন সাচ আ ফ্যাশন হুইচ দেপিক্ত্স দ্য হিউম্যান -মেড চেঞ্জেস ইন আ আউট অফ দ্য সিস্টেম ম্যানার । দিস ইস নট টোটালি একসেপ্টেবল ,ইফ নট ফুল্লি । দ্য হোল সিস্টেম ,বায় দ্য ভার্চু অফ বিইং আ সিস্টেম মাস্ট হ্যাভ আ ইন্তার্ব্যালান্সিং হুইচ গিভস থ্রু ওয়ান হ্যান্ড এন্ড টেক্স থ্রু আদার । অয়েল ,ফিউ পার্টস অফ হিউম্যান পপুলেশন মে এক্তিন্ক্ত অর পার্টস অফ ভেজিতেষণ মে টার্ন ইনটু ডেসার্ট বাট হাউ কাম দে মেক সিউওর দ্যাট দ্যা হোল ফেনোমেনা ইস নাথিং বাট আ গেম অফ কাউন্টার ব্যালান্সিং । দেয়ার মে বি হিউম্যান ইনপুট ইন ইট বাট ইটস দ্য পার্ট অফ দ্য সিস্টেম । হোয়াট আই ফায়ন্দ দ্যাট মাদার অর্থ ইস জাস্ট ইন আ মুড অফ রি শাফ্লিং এন্ড সাম পিপল হু আর ওয়ারিদ টু প্লে উইথ আ নিউ সেট অফ কার্ডস আর জাস্ট পুশিং আদার্স টু স্টপ দিস ফেনোমেনা ,হুইচ ইস মোর আনন্যাচারাল ।
  • pi | 24.139.209.3 | ০২ এপ্রিল ২০১৪ ১৪:১৭415795
  • ওরে বাবা, এম্নি বাংলা হরফে ইন্জিরি কপচাস কেনে ??
  • b | 135.20.82.164 | ০২ এপ্রিল ২০১৪ ১৮:২৮415796
  • সিরিয়াস হলে বাঙালীরা সচরাচর ইংরিজি বলে।
  • pi | 24.139.209.3 | ০২ এপ্রিল ২০১৪ ১৮:৩৫415797
  • একক, তুই যেগুলো বললি, সেই সম্ভাবনাগুলো একদম শুরুতে ধরে নিয়েই বিজ্ঞানেরা এগোন। ওটাই এবং এই 'ন্যাচারাল' প্রসেসের থেকে কোন বিচ্যুতি ঘটছে কিনা সেটাই মাপেন। তোর ইন্টারেস্ট থাকলে যেকোন পেপার পড়ে দেখতে পারিস, কীভাবে মাপা হয়েছে। কিন্তু কন্ক্লুশন হল, বিচ্যুতিটা হয়েছে, আর সেটা হিউম্যান ইন্টারভেনশনের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে।
  • Ekak | 24.99.119.242 | ০৩ এপ্রিল ২০১৪ ১২:১৭415799
  • হিউম্যান ও পার্ট অফ দ্য সিস্টেম । বন্যা -ভূমিকম্প যেমন সেভাবে গ্লোবাল ওয়ার্মিং কে দেখতে অসুবিধে কোথায় ? বিচ্যুতি হয়নি তো বলিনি কোথাও । মানুষের দেওয়া ইনপুট কে ধরেই তো "ন্যাচারাল " । কিছু জায়গা জলে ভেসে যাবে ডুবে যাবে কিছু জায়গা জেগে উঠবে ,নতুন লোকবসতি হবে ।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:১৬415801
  • মানুষের দেওয়া ইনপুট ধরেই 'ন্যাচারাল ' '! মানুষ যখন নেচারের বিরুদ্ধে যাচ্ছে, যে যাওয়াটা একটা বড় মাত্রায় নেচারকে প্রভাবিত করছে তখনো !

    বন্যার পিছনে মানুষের কাজকর্মের ভূমিকা থাকলেও সেভাবেই দেখা হয় তো আর তাই নিয়ে ব্যবস্থা নেবারও কথা হয়। ব্যবস্থা অনেক সময়ই নেওয়া হয়না, সেটা আলাদা কথা। এই যেমন , উত্তরাখণ্ডের এবারের দুর্যোগ। কোনটা শুধুই প্রকৃতির রোষ আর কোনটায় মানুষের ক্রিয়াকলাপও দায় রাখে, সেই হিসেব করবো না ! হিউম্যান ইন্পুটই তো কন্ট্রোলের জায়গা, যেটুকু সম্ভব আটকাবার জায়গা।
    এখন যদি বলিস, এগুলো আটকাবার কোন প্রয়োজন নেই, সেটা অন্য মার্গের দর্শন হয়ে যাবে ভাই। তাতে করে তো মনে হয় অসুখবিসুখ আটকাতে চাওয়ার জন্য ভ্যাকসিক নেওয়ারও দরকার থাকেনা, অসুখ হলে ওষুধবিষুধ খাবারও দরকার থাকেনা। কিছু লোক মরবে , কিছু লোক বেঁচে থাকবে, এই তো ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন