এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 61.95.144.10 | ১২ নভেম্বর ২০০৯ ০৭:৪৩419401
  • পঞ্চান্ন হাজার শিল্প কাদের জন্য বন্ধ? সিপিএমের জন্য। তাদের মূল কোন গুণটি এর জন্য দায়ী? মিলিটান্ট ট্রেডইউনিয়নিজম। একটু আধটু মার।

    এই টে মোটামুটি আপাতত: জোটের সুর। তো মিলিটান্ট ট্রেড ইউনিয়নিজম এর অন্য যাঁরা সমর্থক তাঁরা এখন জোটের সঙ্গী। এবং শ্রমিক কো-অপেরাটিভ দ্বারা শিল্প উদ্ধার (কিছুটা মালিকদের ছাড় দিয়ে), প:ব: উদ্ধারে জোটের বামপন্থী বন্ধুরা দিদি-প্রণবদার কাছে এই মডেলটি প্রস্তাব করে দেখতে পারেন। আশা করা যায়, সমর্থক মিডিয়ায় এটাকে রুগ্ন শিল্পের ক্ষেত্রে অস্তর্থক প্রস্তাব হিসেবে দেখা হবে, কিছু কিছু যাকে বলে ফ্ল্যাশ পয়েন্টে, যেমন ডানলপ একটা ক্যান্ডিডেট। তাতে কাজ হোক না হোক, পলিটিক্স টা করা যাবে। তবে লাভ জনক সংস্থায়, মিলিটান্সী একটু অন্য গোত্রের হতে হবে। কারণ কে না জানে লাভজনক পাবলিক সেকটর সংস্থায় জনগণের অংশগ্রহণ বাড়ানোর একমাত্র উপায়, স্টক ট্রেডিং। তবে আবার লাভ জনক ব্যক্তিগত ম্যানেজমেন্টের ব্যবসায় জনগণের অংশগ্রহণের মডেল হল, ধীরুভাই য়ের প্রতি মানুষের বিশ্বাস। ইত্যাদি :-) এ সকলি অতি বিপ্লবী। আদি নিবাসের অপবিত্রতা, মুছে গেছে সুদু সহাবস্থানে।

    অবশ্য না আমি ভুল বলছি, বিভিন্ন আদিবাসী না থাকলে মিলিটান্সী যে কোন মুহুর্তে খারাপ হয়ে যাবে, যতক্ষণ না, অনাদিবাসী সকলে তিনোমূল হয়ে যাচ্ছেন। দিবে আর নিবে মিলাবে মিলিবে। আর ধরে নিছি, সমস্ত মালিকেরা ১০-১৫-১৮-২০ পার্সেন্ট রেখে সব কো-অপেরেটিভদের ছেড়ে দেবেন, প: বঙ্গের সংবেদনশীল শিল্পপতি আর যাই হোক কম নেই, প্রত্যহ তাঁদের বর্তমান, প্রতিদিন, জাগো বাংলা, আবাপ তে দেখা যাচ্ছে।

    আরেকটা দিক আছে, ইংরেজি কাগজে শ্রমিক কো অপেরাটিভের ভিসনের নিন্দে, আর বাংলা পত্রিকায় নতুন ভোরের স্বপ্ন দেখানো যাবে। একই সঙ্গে। কারণ বিপ্লব একটি মঞ্চ, সেই মঞ্চে তিন পায়া প্রতিক্রিয়শীল, খালি চতুর্থ পায়া হল আদর্শে ন্যুব্জ, মিডিয়া :-)

    একটা রিজনেবলি ভালো পত্রিকা হয়ে উঠতে চেষ্টা করা পত্রিকায়, চুড়ান্ত বোগাস লেখার এই গুণ, শার্প reaction হবে, সকলে reaction এ ব্যস্ত হবে, এবং লেখাটাকে বেসিকালি কেউ বাজে বলবে না, এবং এই তো কত প্রশ্ন তুলে আনলো ইত্যাদি বলবে। এবং কালে কালে আর পাঁচটা সফল মিডিয়ার মত আকর্ষনীয় বাজে লেখা ছাপিয়ে, টকিং পয়েন্ট থেকে যাবে।
  • aka | 24.42.203.194 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:১০419402
  • আমিও পড়ি, ভালোই লাগে তো। চিন্তা নেই খারাপ হলেই হানুদা ধরবে। মানে হানুদাও পড়ে। ;)
  • aranya | 98.221.52.119 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:২০419403
  • পুরুলিয়ার স্পঞ্জ আয়রণ কারখানা গুলোর ছড়ানো বিষ আমিও দেখেছি, সেই কালো আস্তরণ। মনে হয় মেন স্ট্রীম মিডিয়ায় এর ওপর কিছু লেখাও পড়েছি, যদিও কাজের কাজ কিছু হয় না। পরিবেশ মন্ত্রক-কে চাপ দিতে হবে, এগুলো বন্ধ করার জন্য, চাপ দেওয়ার কাজটা সুভাষ বাবু এবং অন্যান্য পরিবেশবিদ, NGO-রা করতে পারেন, রাজনৈতিক দল গুলো বোধহয় করবে না। কারখানা বন্ধ হলে কিছু লোকের রুজি মারা যাবে, তাও হয়ত এগুলো বন্ধ হওয়াই ভাল, কে জানে :(
    একটা বাচ্চা মেয়ে বাবার জীবন বাঁচানোর জন্য তার সিপিয়েম ছাড়ার পোস্টার লিখছে, এটা একটা অসীম লজ্জার, দু:খের ব্যাপার, কোন অ্যাঙ্গেল থেকেই এটাকে সিপিয়েমের অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রকাশ হিসেবে দেখান যায় না, ত্রিদিব বাবু এখানে কি বলতে চাইছেন, আমার মাথার ওপর দিয়ে গেল। মাওবাদীরা আদিবাসী বা গরীব মানুষের ওপর সিপিয়েম (বাংলায়), কংগ্রেস (ছত্তিশগড়ে) - ইত্যাদি সরকারী পার্টির অত্যাচারের সশস্ত্র প্রতিবাদ করছে, এই পর্যন্ত বুঝি, violence-কে সমর্থন না করলেও, কিন্তু বাচ্চাগুলোর ঐ পোস্টার লেখা অতি কট্টর মাওবাদীকেও লজ্জায় অধোবদন করবে, যদি না অক্ষর কথামত সেও desensitized হয়ে গিয়ে থাকে।
    ত্রিদিবের বিশ্লেষণটা বাদ দিলে, শর্মিষ্ঠার চিঠিটা কিন্ত খুবই মর্মস্পর্শী। আমার মত পোড় খাওয়া পাব্লিক-কেও বেশ নাড়া দিল, কিছুক্ষণ মন খারাপ। জানি এই মন খারাপের স্থায়িত্ব আজ রাতে ঘুমিয়ে পড়া অব্দি। বন্ধ চা বাগানের শ্রমিকরা না খেয়ে থাকছে, মারা যাচ্ছে জানতাম, জনদরদী টাটাদের চা বাগানের শ্রমিকদেরও যে একই অবস্থা তা এই চিঠি পড়ার আগে অব্দি আমি অন্তত জানতাম না।
  • pi | 128.231.22.89 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:২২419404
  • হনুদা, আরো মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ানিজমের লাইন নিয়ে চলা দলবলের লোক ও তো ঐ কারখানা বন্ধের জন্য সিপিএম কে দায়ী করে। সে দায় নিশ্চয় মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ানিজমের উপর চাপায় না তার :)

    আর, লেখাটির শেষের দিকে তৃণমূলের ভূমিকা ও তা নিয়ে লেখিকার যা বক্তব্য, সেটা পড়ার পর তোমার পোস্টে ঐ লেখার ই রেফারেন্স টেনে ঐ তিনোমূলাতঙ্ক ছড়ানো দেখে মনে হল, কিছু মনে কোরোনা, তোমার পোস্টটা বোধহয় একটু নী-জার্ক রিঅ্যাকশন।
  • Ishan | 173.26.17.106 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:২৭419405
  • পাঠে কি একটু গোলমাল হচ্ছে?

    লেখায় ছিল : 'তাতে সেই বাচ্চা মেয়েটির কী হবে, যে ভয়ে ও অপমানে কাঁদতে কাঁদতে, নিজের কাঁচা হাতে পোস্টার লিখছিল, "আমার বাবা আর সিপিএম করবে না'। সে তো মহাকরণেও থাকে না, তার চারদিকে তো কমান্ডোর বৃত্ত নেই।'

    এটা তো হিংসাটাকে বা পোস্টার লেখাটাকে জাস্টিফাই করা হচ্ছে বলে আমার মনে হলনা। বরং উল্টোটাই বলা হয়েছে মনে হল।
  • pi | 128.231.22.89 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩২419406
  • *তারা
  • h | 203.99.212.224 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৩৭419407
  • হাঁটু প্রসঙ্গে, পাই কে একটাই কথা বলার। আমার জীবনের সেরা বারোটি বছর আমি মাঠে ময়দানের রাজনীতিতে দিয়েছি। মহান কিসু করি নি। তবে রাজনৈতিক বিতর্কে এনগেজ করতে অসুবিধে হয় না। আমার হাঁটু একটু কম কাঁপে। বর্ধিত পুঁজিবাদী ওজন ও বহন করছে।

    মিলিটান্ট ট্রেড ইউনিয়নিজম এর সমর্থক রা, মিলিটান্ট ট্রেড ইউনিয়নিম কেন ট্রেড ইউনিয়নিজমের সমস্ত ভার্সনের বিরোধীদের সঙ্গে সিপিএমী কারণে যূথবদ্ধ। এটা বলতে কি আশচর্য্য আমার হাঁটুর তেমন আপত্তি নেই।
  • pi | 128.231.22.89 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪২419408
  • আচ্ছা, এবার লেখাটায় তিনোমূল প্রসঙ্গে বলো। :)
  • h | 203.99.212.224 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫৭419409
  • আগে পরের সেন্টেন্স গুলো পড়লে আমার যা মনে হয়েছে আমি তাই বললাম। একটা বাজে লেখাকে নিয়ে, এত আলোচনা ভাবা যায় না। যত সিপিএমী :-)
  • a x | 143.111.22.23 | ১৩ নভেম্বর ২০০৯ ০৩:৩১419411
  • ত্রিদিব বাবুর লেখায় এই চিঠির ঘটনা আরো কিছু জায়গায় বেরিয়েছে দেখলাম -
    http://www.iuf.org/cgi-bin/dbman/db.cgi?db=default&uid=default&ID=6316&view_records=1&ww=1&en=1

    যে এটা পাঠিয়েছে, তার ফরওয়ার্ডটাও টুকে দিলাম, ঐ মিলিট্যান্ট ট্রেডইউনিয়ানিজম ইত্যাদি লেখার সময়, এবং সেটাকেই "জোটের সুর" বলে চালানোর সময় লক-আউটের গপ্পটা ফসকে গেছে ।

    The article below is an example of the growing strike of capital against labour. A fact to keep in mind while you read this: over the past few decades, in India, the total number of work days lost every year due to lock-outs is much higher than due to strikes. Lock-outs are engineered by capital; strikes are organized by labour. Hence, this is a sign of the relative loss of the power of labour vis-a-vis capital.


  • Guruchandali | 59.164.99.32 | ১৫ নভেম্বর ২০০৯ ১০:৫৯419412
  • -------------------------------------------------------------------------
    প্রকাশিত হল টাটকা খবর : মোহম্মদ, বিড়াল ও হাজতবাস ইত্যাদি
    -------------------------------------------------------------------------
  • Bratin | 117.194.96.114 | ১৫ নভেম্বর ২০০৯ ২২:৪৮419413
  • শমীকের লেখা পড়লাম। খুব দু:খ লাগল । আজকের দিনে ও এই রকম একপেশে বিচার ভাবা যায় না। সত্যি আমরা দিন দিন কোথায় যাচ্ছি.....
  • r | 125.18.104.1 | ১৬ নভেম্বর ২০০৯ ১৩:৫৪419414
  • সামরানের লেখাটা খুব ভালো লাগল।
  • dipu | 207.179.11.216 | ১৬ নভেম্বর ২০০৯ ১৪:১৭419415
  • টুকরো খাবার, টাটকা খবর দুটোই খুব ভালো লেগেছে। বাংলাদেশী ব্লগ যাদের পড়ার সময় হয় না, তাদের কথা ভেবে আরিফুর রহমানের খবরটার ফলোআপ করা হোক।
  • Arpan | 216.52.215.232 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:০৯419416
  • এবারের দুটো লেখাই অত্যন্ত ভাল হয়েছে।
  • vikram | 193.120.76.238 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:১৭419417
  • নৈব নৈব চিতই, অতি, অত্যন্ত ভালো হয়েছে।
  • Guruchandali | 59.164.191.238 | ১৬ নভেম্বর ২০০৯ ২২:০৯419418
  • -----------------------------------------------------------------------
    প্রকাশিত হল টাটকা খবর - ডুয়ার্সের ডায়রি : দ্বিতীয় কিস্তি
    -----------------------------------------------------------------------
  • SB | 114.31.249.105 | ১৭ নভেম্বর ২০০৯ ১৮:৪৮419419
  • ডুয়ার্সের ডায়ারি খুব মনযোগ সহকারে পড়ছি। উত্তর বঙ্গের চা বাগানগুলোতে একটা সময়ে অনেক ঘুরেছি। সত্যি বলতে কি এর থেকেও খারাপ খারাপ ধরনের ব্যাপার ঘটতে দেখেছি, শুনেছি আরো কঠিন কিছু ঘটনার কথা। একটা ছোট্ট ঘটানার কথা share করি।

    'কুলি' রা দিনের শেষে চায়ের পাতা গুলো উল্টে দেয়, তার ওজন হয়, সেই ওজন টুকে রাখে 'বাবুরা', সপ্তাহান্তে সারা সপ্তাহের মজুরি 'কুলি' কে দেওয়া হয়।

    যেদিন বৃষ্টি হয়, পাতাগুলো ভেজা থাকে, আর তাই "বাবুরা" ১৫% - ২০% কম ওজন লিখে রাখে, কারন পাতা ভেজা থাকলে তো ঐ এক্সট্রা জলের ওজনটা বাদ দিতে হবে!! এই শ্রমিকরা যে ভিজে ভিজে কাজ করলেন, কতজনের শরীর খারাপ হল, বেশী ওজন বইতে হল পাতা গুলো ভিজে যাওয়াতে, সেসব নিয়ে কারোর কোন খেয়াল নেই!

    তাছারাও ছিল লেখাপড়া না জানা শ্রমিকদের ঠকিয়ে কম ওজন লেখা।

    এসব নিজের চোখেই দেখা। উত্তর বঙ্গে আর আসামে। অবশ্য এই শ্রমিকদের সচেতন করতে শুনেছি অনেক বছর লেগে গেছে। সারা বছর বামপন্থি ট্রেড উনিয়ান গুলো কাজ করত, আর ভোটের সময় আগের দু তিন দিন মদ খাইয়ে পয়সা দিয়ে কংগ্রেস ভোটগুলো তুলে নিত। যদিও এই কিছুদিন আগে দেখলাম সেই ট্র্যাডিশন এখনো চলছে, এই পঞ্চায়েত ইলেক্সানের সময় দেখলাম দক্ষিন চব্বিশ পরগনার উস্তি - মগরাহাট অঞলে গ্রামে গ্রামে সপ্তাহখানেক ধরে ভোজ চলল, খাসির মাংশ আর মদের, free for পরিবর্তনকামী families
  • banerjee | 59.93.204.231 | ১৭ নভেম্বর ২০০৯ ১৯:০৪419420
  • "সারা বছর বামপন্থি ট্রেড উনিয়ান গুলো কাজ করত, আর ভোটের সময় আগের দু তিন দিন মদ খাইয়ে পয়সা দিয়ে কংগ্রেস ভোটগুলো তুলে নিত। যদিও এই কিছুদিন আগে দেখলাম সেই ট্‌র্‌যাডিশন এখনো চলছে, এই পঞ্চায়েত ইলেক্সানের সময় দেখলাম দক্ষিন চব্বিশ পরগনার উস্তি - মগরাহাট অঞলে গ্রামে গ্রামে সপ্তাহখানেক ধরে ভোজ চলল, খাসির মাংশ আর মদের, freefor পরিবর্তনকামী families ।" (SB)

    Satyi, Jejanoganatoiharamjada, taderjonnokicchhunakoresojabrindabanjaoauchit.
  • SB | 114.31.249.105 | ১৭ নভেম্বর ২০০৯ ১৯:১১419422
  • ব্যানার্জি বাবু, নতুন স্ট্র্যাটেজি ভাবুন, এর পরে খাওয়াবেন, কিন্তু আপনার হারামজাদা "জনগন" হজম করে উল্টো দিকে ভোট দিয়ে দেবে। ঠিক যেরকম কেস চা বাগানগুলোতে হয়েছিলো :-)
  • a x | 76.247.246.200 | ১৭ নভেম্বর ২০০৯ ২১:৪৬419423
  • সামরান, পাত পেড়ে বসে গেলাম :-) কিন্তু সত্যি ধনেশ পাখি খায়?
  • Arijit | 61.95.144.122 | ১৮ নভেম্বর ২০০৯ ১১:৫০419424
  • হুঁ - ধনেশ মেরে খেয়েই প্রায় এক্সটিংক্ট করে দিয়েছে। আমি আন্নামালাই রিজার্ভ ফরেস্টে খান দুই দেখেছিলুম।
  • banerjee | 59.93.199.92 | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:৫৭419425
  • ব্যানার্জি বাবু, নতুন স্‌ট্‌র্‌যাটেজি ভাবুন, এর পরে খাওয়াবেন, কিন্তু আপনার হারামজাদা "জনগন" হজম করে উল্টো দিকে ভোট দিয়ে দেবে। ঠিক যেরকম কেস চা বাগানগুলোতে হয়েছিলো :-) (এসসবি)

    ঠীক বলছেন, যা হচছে আরকি চারদিকে।অতাই না?
    এসব হারামজাদা জনগনের কারনে কেন যে বাম টরেড ইউনিয়নের নেতারা অত পরিশরম করলেন, বুঝি না।অসেই তো শেশে ভোট দেবে ওদের। তবে বরিনদাবনে বুক করছেন ওরা, শোনা যাচছে।
    অর আমি কাকে খাওয়াব, আমি বোধহয় ভোট দি না বলে আমায় কেউ খাওয়ায়ও না। খাওয়াব কি, সাতদিন একটানা খাসি খেতে চাইলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমাদের এলাকায় অমন যদি খাওয়াত। হায় রে।অখাসির মাংস বড় ভাল খাই। মুরগী কেমন তরকারির মত লাগে।
  • SB | 114.31.249.105 | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:৫৯419426
  • ধনেশ পাখি উপাদেয় খাবারের মধ্যে একদম প্রথম দিক থেকে প্রথম, অবশ্য এসব গল্পে শোনা/পড়া, তখনকার দিনে পাখি শিকারীরা ধনেশকেই প্রথম পছন্দ বলে মনে করত।

    একটা উদ্ভট খাবারের নাকি অসা স্বাদ, বাছুরের জিব!! কেউ খেয়েছে?
  • d | 117.195.32.212 | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৩৪419427
  • ইইইক্‌ক্‌ক্‌স্‌স! অত্তবড় একটা জিভ ভীষণই কেমন যেন দেখতে।
    আমি একজনকে খেতে দেখেছি। :( :(

    আর এখানেও অক্ষ না পাল্লিন কে যেন একটা খেয়েছে।
  • dd | 122.167.36.156 | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৩৯419428
  • বাছুর ?

    আমার ধারনা ষাঁড়? Ox tongue। শুনেছি কাঁচা এবং মিহি করে গুঁড়ো করা থাকে। রান্নাও করে না। বোধয় ইউরোপে বেশী চলে।

    Ox tail soup ও তো খায়। সাহেবরা।

    আরেন্না, আমি খাই নি। কোথায় পাবো? ধুর, কোন্নগরেই যাই নি তো জুরিখে গিয়ে ষাঁড়ের ইসে টিসে কি করে খাবো? সব শোনা কথা।
  • a x | 143.111.22.23 | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪৬419429
  • হুঁ খেয়েছি। মেক্সিকান রান্না হয়, তাতে ঐ মাংসের ঝোলের মত বেশ টুকরো টুকরো থাকে। পাবলানো চিলি টিলি দিয়ে খেতে খুব খারাপ না। ইহাকে লেঙ্গুয়া বলে। তবে মাঝে মাঝে ঠিকমত করে জিভের ছাল ছাড়ানো না থাকলে নিজের জিভে গরুর জিভের টেস্ট বাড ঠেকলে কেমন লাগতে পারে ভেবে খাওয়া উচিৎ।

    মেক্সিকান পদ্ধতিতে গরুর মাথাও নাকি উপাদেয় - বার্বাকোয়া। ঢিমে আঁচে বেশ অনেকক্ষণ রান্না করে।
  • a x | 143.111.22.23 | ১৮ নভেম্বর ২০০৯ ২১:৪৭419430
  • ox tail দিয়ে অত্যন্ত ভালো জামাইকান রান্না হয়। মাংসটা নরম তুলতুলে আর মাঝে একটাই হাড়।
  • SB | 59.93.201.163 | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২৫419431
  • ox tongue তো বিক্ষ্যাত, আমি একজনের কাছে বাছুরের জিবের কথা শুনেছিলাম, এক লালমুখো সহেবই বলেছিল সেখানে যদিও এই খাবারটা নিষিদ্ধ ছিল;-)

    যারা গরু খেতে পছন্দ করেন, তাদের জন্যে টুকরো খবর - বারুইপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মের গায়ে পাবেন "আসমা", যে কাউকে জিগালেই দেখিয়ে দেবে। গরু connoisseurরা সামনের weekend দেখে চলে যান চেখে আসুন, যারা বাইরে, তারা কোলকাতা আসলে একবেলার প্ন্যান করে ফেলুন।

    otherwise জীবনে একটা দু:খ থেকে যাবে!!
  • Ishan | 12.163.39.254 | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২৭419433
  • বারুইপুরে গরু না শুয়োর খেয়ে আমার এক বন্ধুর মাথায় পোকা হয়েছিল (রোগটার ডাক্তারি নামটা যেন কি একটা)। কাজেই সাবধান। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন