এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 0 | 194.3.18.6 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২৫421193
  • কবিতা মেশানো গদ্যে সিনেমার রিভিউ লেখাটা প্রথমে ইন্দ্রনীলের লেখায় দেখি। টিমও দেখলাম সের'ম লিখেছে। ভালো হয়েছে।
    রঙ্গনের লেখাও পড়লাম। বেশ ভালো আর মজার।
    বিক্রমের রম্যরচনার মোড়কে কবিতাগুলো বেশ লাগলো।
  • 0 | 194.3.18.6 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৩421204
  • সোমনাথের লেখা ছুঁয়ে গেলো।
    গ্লোবাল রিসেশন আর কবিতার কোটেশন নিয়ে লিপিকরের রম্যরচনা দারুণ। সাধুভাষার জন্যে আরও মজার লেগেছে :-)
  • pi | 72.83.84.203 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১421215
  • ছাপাখানার যেসব ভূতেরা এখনো রয়ে গেলেন তাঁদের ধরে ধরে কাল পর্শু করে তাড়ানো হবে।
    আর এবারের ট্রেনটা কোনো কোনো লেখক মিস করেছেন। তাঁদের নিয়ে আসছে আরেকটি ট্রেন, সামনের হপ্তাতেই। :)
  • 0 | 194.3.18.6 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১421226
  • বা: আনন্দসংবাদ! দুটো টাইপো দেখলাম ভূমিকাতেই - পনিপথ, অয়োজন

    সামরানের লেখা পড়ে কয়েক মাস আগের পড়া দময়ন্তীর একটা লেখা মনে পড়লো, সেই নকশাতোলা আসনে বসতে না পারার কষ্টের কথা। তসলিমার লেখাতেও এরকম দেখেছি। মনখারাপ করানো লেখা। কলম, কিবোর্ড অক্ষয় হোক।

    অন্যরকম কিছু পড়ার আশা থাকে কৃষ্ণকলির লেখা থেকে, সেটা এবারেও পেলাম। তিনটে সংলাপের টুকরো নিয়ে কিছুটা অণুগল্পের মতো। ভালো লেগেছে।
  • kd | 59.93.242.36 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫২421237
  • সোমনাথের লেখা পড়লুম। খুব ভালো লাগলো।

    ঈশেনের কলের হেঁচ্‌কির এত ভালো ব্যবহার আগে কেউ এর'ম করতে পারেনি। 'তারা এইসব নির্জনতায় যশষংভশফ ঢ়বঁড়নরপ করতে থাকে' - আহা, আহা! so appropriate! কনগ্র্যা' সোমনাথ।

    তবে একটা ছড়িয়েছো, মেজর। বেরি বেরি ইন্সাল্টিং। 'জগুবাজারে অটো'? তবে তুমি গাঁয়ের লোক, জানোনা বোধহয় - শহরে অটো, সাইকেল রিস্কা ইত্যাদি চলে না, ওগুলো গাঁ-গঞ্জ মফস্বলের জিনিস:)

    এবার বাকীগুলো পড়ি।

  • dd | 122.167.32.59 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪২421248
  • পুরোনোদের( বৈজয়ন্ত/ বিক্রম/ কলি.... ইত্যাদিরা ) নিয়ে আর নতুন কিছু বলার নেই।

    যারা নতুন (অথবা নতুন নামে লিখলেন) যেমন দুই সোমনাথ, ঋতেন, সুমন্ত্র, লিপিকর - এঁদের প্রত্যেকটি লেখাই খুব ভালো লাগলো। বোধয় পুজোর বাজার তাই বেশীর ভাগ লেখাই মোর চন্ডালি দ্যান গুরু। সুখপাঠ্য ও লঘুপাচ্য। একটা ফুর ফুরে হাসি।

    বা:।
  • vikram | 193.120.76.238 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০২421256
  • সোমনাথ রায়, অতি ভালো লিখেছে। আমার পছন্দ হইচে।
  • tkn | 122.161.63.229 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৭421257
  • ভেবেছিলাম পুজোর কটাদিন আরাম করে পুজোসংখ্যা পড়ব। সে তো হয়ে উঠল না। পুজো ইস্পেশাল আমার এবছরের প্রথম পুজোসংখ্যা। সবটা পড়লাম। খুব খুব খুব ভালো লাগল। হাসি, হিউমার, ব্যথা, ভালো লাগা, তির্যক আনাচ কানাচ, সবই মাপমতো।
    'অদ্ভুত ইন্দ্রজালে' "ফুল ফুল ফুলকুমারী" পড়ে খুব ছোটোবেলার একটা স্মৃতি তুরতুরিয়ে সামনে এলো। পরে লিখব সে গল্প।
    'আধুনিক বাংলা কবিতা লেখার কল' খুললেই ছন্দজল। খুব ভালোলেগেছে।
    'দু প্যান্ডেলের মাঝখানটায়' পা রাখলাম
    'অন্যরকম দিন' সত্যিই অন্যরকম ভালোলাগার
    'পোড়া ক্যাম্পাস' বেশ ছটফটে ক্যাম্পাসীয়
    বাকি সব লেখাও, একই রকম, ভালো লাগলো পড়ে।

    নির্মেদ ছিমছাম ঝরঝরে পুজো ইস্পেশাল... পড়ুন ও পড়ান (ইচ্ছা করল বলতে :-) )
  • dipu | 118.95.116.175 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৬421258
  • নিতাই আর টিমদার লেখাদুটো পড়লুম। ভালো লাগলো। বিফোর নাইট ফলস-এ হাবিয়ের বারদেম হেবি অ্যাক্টো করেছিল। মনে পড়ে গেল।

    বাকিগুলো পরে পড়ব।
  • 0 | 194.3.18.6 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৪:২৭421194
  • সেই দিল্লীপ্রবাসের পর্বগুলো থেকেই শমীকের স্মৃতির গদ্যের সহজ ফ্লুয়িডিটি ভালো লাগে। এটাও সের'ম।
    অর্পনেরটা ছোট্টর মধ্যে মুচমুচে। একটা কথা স্ট্রাইক করলো - ""বাকি থাকল উপাদানটিকে ইষৎ নন-ন্যারেটিভ ফর্মে গড়েপিটে নেওয়াটুকু। তাতেই ... ... খুঁজে বেড়ানো নান্দনিকতার সেইসব বিপন্ন আশ্রয়।''
    সুমেরুর লেখা থেকে আশা মতো অন্যরকম ভালোলাগার স্বাদ পেলাম। পুরোনো স্মৃতি, টুকটাক হিউমার, ওর নিজস্ব স্টাইলে কবিতা মেশানো গদ্য... সব মিলেমিশে আছে।

  • r | 198.96.180.245 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৬:১৫421195
  • শমীক, শিবনিবাস দক্ষিণ চব্বিশ পরগণায়??
  • shyamal | 24.117.233.39 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৩421196
  • সব লেখা পড়িনি। তবে দুটো লেখা এখনো পর্যন্ত ভালো লেগেছে। শমীক আর সামরান। দুটোরই বৈশিষ্ট্য হল সৎ, সরল লেখা। নিজের উপলব্ধি থেকে লেখা, কৃত্রিম নয়।

  • 0 | 194.3.18.6 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৪৫421197
  • ঋতেনের আর সুমন্তের মজাদার স্মৃতিচারণা ভালো লাগলো।
    সোমনাথের রম্যরচনাও দারুণ ... সাবজেক্টটাও ইউনিক!
  • anaamik | 59.164.187.156 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৫421198
  • কৃষ্ণকলির লেখাটা খুব ভালো লাগলো।
  • arjo | 168.26.215.13 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৪421199
  • সোমনাথ রায়ের লেখাটি ভালো লাগল।

  • san | 123.201.53.4 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২১421200
  • সোমনাথ রায়ের লেখাটা ভাল লাগল। টিমের লেখাও, অন্যরকম, অন্যরকম।

    সুমন্তের লেখার ফ্লো চমৎকার।

    উলোটপুজো/ভূমিকাটা কি অন্য কারুর লেখা?

  • a x | 143.111.22.23 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৮421201
  • টিম, বিক্রম আর সোমনাথ (রায়)এর লেখা ভালো লাগল, যদিও ওটা সাইকাডেলিক হবে, সাইকো, না :-)
    আর জগুবাজারে তো হরদম অটো চলে!

    সুমেরুর ইয়ো ইয়ো লেখা ছেড়ে গেল, টানলনা।

    আর হ্যাঁ কলির লেখা, আলাদা করে না বলে উপায় নেই। ভালো লাগল, সুন্দর লাগল এসব দিয়ে কিছুই বলা যাবেনা, স্রেফ আলাদা, অন্যরকম লাগল।
  • Samik | 117.194.3.21 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০২421202
  • পাঁড় নাস্তিক। তাও যে কেন দশমীর দিনে একটুখানি হলেও চোখে জল আসে, কে জানে!

    পোচ্চুর ছবি তুলেছি। পরে তুলে দেব। দিল্লি ফিরে।
  • vikram | 212.129.76.117 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৭421203
  • পড়ে ফেললাম। পুজো ইস্পেশাল ভালো হইচে। সব মিলিয়ে। এবারে পাঠকের অপেক্ষা।
  • san | 123.201.53.4 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:২৬421205
  • আরে। 'হওয়ালেই সব হয় , শুধু একটি অপাপবিদ্ধ চাঁপাফুলের অপেক্ষা' :-)
    দিব্যি !
  • M | 59.94.2.140 | ২৯ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৩421206
  • আমি শেষ থেকে শুরু করলুম, শমিকের টা পড়ে একটা ঘটনা মনে পরে গেলো, একবার মধ্যমগ্রামে কি একটা কাজে গেসলুম, ওখানে এখন ও ভ্যান চলে, আর ভ্যানে চড়েই দুম পটাস হয়ে গেছিলাম। ভ্যান ওয়ালা এতো রাগ করলো বলার নয়, বলে কিনা এখানকার জমিদাররাও ভ্যানে চড়ে, আপনি কোত্থেলে এলে গো? উপস!
  • kd | 59.93.246.41 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০০:১৮421207
  • সোমনাথ, সরি, ভুলভাল ক্রিটিসাইজ করার জন্যে। নেহাৎ অক্ষ ধরিয়ে দিলো। জগুবাজার লিখতে আমি আমার পাড়ার (ভবানীপুরের) জগুবাজার ভেবেছিলুম। অন্য কোথাও যে জগুবাজার থাকতে পারে সেটা তখন মাথায় আসে নি।
  • Du | 65.124.26.7 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৩:০৮421208
  • সোমনাথ, শমীক আর কলি পড়লাম। ভীষণ ভালো ।
  • kali | 76.114.64.110 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৩:২৬421209
  • সবগুলো এখনও পড়া হয়নি। যা পড়েছি তার মধ্যে ভিকি, টিম, সোমনাথ (দাশগুপ্ত) আর সুমন্ত খুব ভালো লাগলো। বাকি পরে বলছি।
  • tania | 65.115.93.98 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৫:৫৮421210
  • দুরন্ত! সোমনাথ রায়ের লেখাটি অসা লাগল। ঋতেন ও সুমন্তও খুব ভালো। আরও লেখো। জমিয়ে লেখো। তবে ঊলোটপুজো আমার ভালো লাগেনি। কেমন জোর করে চ্যাংড়ামি মনে হয়েছে।
  • aridam | 59.93.255.184 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৬:২০421211
  • বিক্রম স্যারের কবিতার "মানে বই"- দারুণ।
    সোমনাথ- ভালো।
  • Aranya | 98.221.52.119 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ০৭:০৬421212
  • কে যেন বলল 'এরকম একটা শারদ সংখ্যা বিনে পয়সায় পড়তে পাওয়া যাচ্ছে, ভাবতেই আশ্চর্য লাগে' - সত্যিই তাই। এখনো অব্দি যেগুলো পড়েছি -
    . অলীক বাস্তব .. - বেশ ভাল
    . ত্রিনয়ন.. - এটা এত ভাল, এত ছুঁয়ে যায়, আপিসে কাজের মধ্যে না পড়াই উচিত
    . পোড়া ক্যাম্পাস - বেশ ভাল
    . দু প্যান্ডেলের.. - ভাল
    . অন্য রকমের দিন - বেশ ভাল
    . প্যান্ডেল লোকাল - ভাল
    . শালুক.. - এটা পড়তে ভাল লাগে, কবিতা ইত্যাদি, খুবই ক্ষমতাবান লেখক বোঝাই যায়, কিন্ত লেখাটা যেন দাঁড়ায় নি, ঠিক দানা বাধে নি মনে হচ্ছে, আর একবার পড়তে হবে
  • tatin | 130.39.149.146 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১০:০১421213
  • ম্যাডক্স থেকে বেরিয়ে অটো ক'রে নেতাজীভবন গিয়ে মেট্রো ধরতাম মনে হচ্ছিল, তাই জগুবাজারের অটো ভাবা, অনেক দিন আগের কথা ওসব, চার্মিনারের দামের মতো ভুলও হতে পারে। :( এখন মনে হচ্ছে অটোগুলো হাজরা যেতো।

  • tatin | 130.39.149.146 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১০:০২421214
  • আজকাল রীতেন লিখছে না চন্দ্রিল লিখছে না বলে দিলে আমি বুঝতে পারিনা। আর, কলিদির লেখায় আমার মতোন একটা চরিত্র খুঁজে পেয়ে বেশ উৎফুল্ল হলাম, প্রকৃতপ্রস্তাবে পশুপাখির প্রকৃত মোক্ষ খাবার প্লেটেই :D এমনকী জীবন্দা যখন পেঁচার ইঁদুর খাবার গপ্প লেখেন সেইটা পদ্য হয়ে যায়

    বিক্রমের ইন্‌স্‌ট্‌রাকশন মেনে একটা কবিতা নামানোর ইচ্ছে রইলো---

    সামরণ হুদা আর বৈজয়ন্তর লেখাদুটো জাস্ট একঘর লাগলো
  • Bratin | 125.18.104.1 | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৭421216
  • আমরা যখন বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়তাম (৯৪-৯৬)তখন কিন্তু হাজরা মোড় থেকে একটু এগিয়ে অটো দাঁড়িয়ে থাকতো।ওখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি অবধি। এখন অবশ্য জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন