এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আধুনিক কবিতা আর আম জনতা

    shyamal
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০০৯ | ১৭৬০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 125.18.104.1 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০৬421693
  • কবিতা সাধারণত: লম্বা ধরনের হয়
    (অন্তত: আমজনতা কবিতা বলতে তাই বোঝে)
    অর্থাৎ ফর্দ, দুপাট্টা বা বিস্কুটের মত-
    একদিক থেকে শুরু, তো অন্যদিকে শেষ।

    আমি একটা গোল কবিতা খুঁজছি-
    যার শুরুও নেই, এবং শেষও নেই,
    বা যেখান থেকে ইচ্ছে শুরু করি
    এবং যেখানে ইচ্ছে শেষ করি।

    এটুকু বোঝা গেলে পরের কবিতাটা লিখব।
  • tkn | 122.161.165.140 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২৪421694
  • বোঝা গেছে.. পরেরটা?
  • arjo | 168.26.215.13 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৪421695
  • টেক্কা
    ইগালিতেদোক্কা
    তেসরা

    একটি গোল কবিতা। চেষ্টা করতে দোষ কি?
    (এই পোস্টটাকে ইগনোর মারবেন প্লিজ, সকাল সকাল বাচালতা কার ভালো লাগে।)

  • arjo | 168.26.215.13 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৬421696
  • মানে আমার নিজের কথা বলেছি আর কি। ভুল বুইয়েন না। (আমি নিজেই আজকাল ভুল বুইছি তো কি)।
  • rabaahuta | 121.241.111.12 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৭421697
  • আমি পৈট্রি লিখতে পারি। তার অন্ত্যমিল থাকে, মানেও প্রায় বোঝা যায়। তবে চৌকো।
    ---------------------------------------------
    আঁটি গুনে গুনে আম জনগণ করেছে কালাতিপাত
    কাব্য পড়েনি পদ্য বোঝেনি কিরকম গাম্বাট

    আম জনগন দেখে নাই ফিরে আকাশের বকপাঁতি
    কবিকে দেয়নি ক্ষুধায় খিচুড়ি দেখায়েছে ঝাঁটা লাথি
    শুনে নাই তারা কিরকম বাঁশী বাজায় গোষ্ঠে কানু
    শুনে নাই তারা হৃদয়ের কথা শুনেছে কুমার শানু
    যেইদিন কবি ক্ষুধায় কাতর তৃষ্‌ণায় আঁকুপাঁকু
    শিভাস রিগাল একটি ফোঁটাও দিলনা কবির কাকু
    যেই রজনীতে মার্কিন দেশে চলে গেল কবি প্রিয়া
    বন্ধুরা সবে বাড়ি চলে গেলে অন্য রাস্তা দিয়া
    যেই রজনীতে এসেছে কবির স্বপ্নে বাসবদত্তা
    লিখিয়াছে কবি, আসল কাহিনী, পাত্তা'র পরে পাত্তা

    প্রকৃত সারসী উড়ে চলে গেছে কবিকে নিকটে দেখে
    জলপুলিশেরা তুলে দিল তারে অলকানন্দা থেকে
    তবুও কবিতা কল্পলতিকা কবির মানসভূমে
    বাংলু বিয়ারে, ঘিয়েতে পোলায়ে, জাগরনে আর ঘুমে
  • r | 125.18.104.1 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫৬421698
  • যেভাবে কবিতা লেখা হয়

    কবিতার সাথে আমার দেখাসাক্ষাৎ খুব কম- সে তার মত থাকে,আমি আমার মত থাকি।
    তারও অন্য খদ্দের আছে, আর আমারও অকাজেরও বেশি সময় নেই।
    তবে মাঝেমধ্যে খুব পেলেটেলে যাই।
    এ টি এমে গিয়ে শব্দ তুলি
    (আজকাল প্রচুর জালি হচ্ছে, এ টি এমেও!)
    কোনটা সহজে খুচরো হবে, কোনটা পুরো পেমেন্টে লাগবে-
    সব হিসেব রাখতে হয়।
    তারপর আর কি? যা হয় সাধারণত:।
    তবে ঐ- মাসে কয়েকটা দিনই, পেলেটেলে-
    নইলে কবিতার সাথে আমার খুব একটা দেখাসাক্ষাৎ নেই।
  • Arpan | 216.52.215.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৮421700
  • এত কিছু থাকতে শেষে এটিএমে? ট্র্যানজ্যাকশন স্লিপের পেছনে ছাড়া (লেখা) বেরোয় না বুঝি? : ০
  • tkn | 122.162.42.123 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৮421699
  • অন্ত্যমিল নেই, মানে বোঝাগেছে। শুধু অক্ষরের সহবাস? না তো! তবে? এটা কি?

    ওয়েল, আমার তরফ থেকে ঐ ভাঙা, কিছুতেই যুক্তক্ষরে না দাঁড়াতে চাওয়া শব্দের উৎস
  • r | 125.18.104.1 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:১৪421701
  • কাউন্টারে বোদামার্কা টেলারের মুখ দেখলে চোঁয়া ঢেকুর ওঠে,
    ভিক্ষে করা অভ্যেস করি নি কোনোদিন,
    অতএব যাবতীয় কবিতাটবিতার জন্য
    ঠান্ডা ঘরে বসা নির্বাক মেশিনের কাছেই আমার সব ঋণ।
  • Arpan | 216.52.215.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২০421703
  • বেশ। তবে টেকনিকালি একটা ভুল আছে। মেশিন নির্বাক নয়। নিজের ভাষায় নানারকম আওয়াজ-টাওয়াজ করে বটে। শ্যামলবাবু পড়লে রেগে যাবেন। কুড বি রিপ্লেসড উইথ নির্মোক।
  • r | 125.18.104.1 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৪421705
  • তবে শ্যামলবাবু অত চিন্তা না করলেও পারেন। নিকানোর পারার সাম্প্রতিক কবিতার বই "How to Look Better and Feel Great"-এর তিনটি পংক্তি হল-

    STOP RACKING YOUR BRAINS
    nobody reads poetry nowadays
    it doesn’t matter if it’s good or bad


    পরবর্তী পদ্যটিও ভালো লাগতে পারে-

    FOUR DEFECTS that my Ophelia won’t forgive me for:
    old
    lowlife
    communist
    and National Literature Prize

    (My family may be able to forgive you
    for the first three
    but never for the last)
  • tkn | 122.162.42.123 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৪421704
  • নির্বাক = বাক্যহীন, মৌনী

    আওয়াজ মানেই বাক্য না তো।
  • Arpan | 216.52.215.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৯:২৬421706
  • আরে বললাম তো নিজের ভাষায়। বুঝতে পারি না বলে স্ক্রিনে ট্র্যানস্লেটেড বাক্য আসে। :-)
  • omnath | 117.194.197.205 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৩421707
  • স্পেস কিভাবে দিতে হয় শিখিয়ে দাও, তাহলে 'গাছ" লিখে দোবো। :-)

    মামুর কলে স্পেসবিহীন লিখবো না। :-)
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৬421708
  • <&nbsp;>
  • dipu | 59.164.188.225 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৮421710
  •  
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:১৮421709
  • <&nbsp;>
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:২১421711
  • হা হা হা দীপু, হয় নি হয় নি

    <&nbsp;>

    এইবার হয়েছে। :-)
  • Arpan | 65.194.243.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:২৫421712
  • এইটা কি ওমনাথ বলল? সোমনাথ বললে ভরসা পেতাম। ;-)

    মোটমাট একটা স্পেসের জন্য একটা <&nbsp> বসাতে হবে। ব্যস। লিখে ফেলো।
  • Arpan | 65.194.243.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩১421714
  • ঠিক হল না। মানে জিনিসটা   হবে।
  • Arpan | 65.194.243.232 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩২421715
  • ধুস। বাড়ি গেলাম। :(
  • Somnath | 117.194.197.205 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৫421716
  • গাছ
    অমিয় চক্রবর্তী

    এই যারে জানি সে তো হাওয়া নয়,
    মর্মরে অরণ্যে যার উতলা গভীর পরিচয়।
    নয় আলো,
    জ্যোতি:স্পর্শে ছন্দোময় যার মুগ্‌ধ বন্দনা সাজাচ্ছো
    ফাল্গুনী আকাশে
    ফুলের উচ্ছাসে।
    মাটির গোপন তলে শিকড়ে যে-প্রাণরস বয়
    এতো তাও নয়;
    এই যে সহজ আজ একান্ত আপন
    বনস্পতি পূর্ণতায় হয়েছে মগন।
    মর্মে বয় কার সে বারতা,
    প্রকাশের কোন শেষ কথা?
    মধ্যাহ্নের রিক্তপটে রৌদ্র লেগে
    ঐ দেখো বৃক্ষচ্ছবি আছে জেগে।
    ধ্যানের মতন
    বিশুদ্ধ তাকেই দেখো, যেন
    আলোয় রয়েছে ডুবে, হাওয়া তাকে যায় স্পর্শ ক'রে
    মন্ত্র লাগে তারাময় ভোরে
    নিগূঢ় সঞ্চারে তাকে মৃত্তিকার দান
    করায় প্রাণের রস পান।
    সর্বহীন
    আছে তবু সর্বমাঝে, চেতনায় হয়েছে সে লীন
    অস্তিত্বের গূঢ় যোগে পরম সত্তায়
    তাই আজ সবারে সে পায়।।
  • Somnath | 117.194.192.177 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৩৯421717
  • লোকে মন দিয়ে পাঠ সংকলন গাঁতাবে, আর সহায়ক পাঠ পড়বে না, তাইলে আধুনিক কবিতা শিখবে কি ভাবে? তাছাড়া ছন্দ জিনিসটাকে মাধ্যমিকের সিলেবাসে আনতে হবে, নইলে যে যার মত করে "ছন্দ ' শব্দটা কে ইন্টারপ্রীট করে। জাস্ট মানা যায় না।
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫০421718
  • বাপ রে!!!
  • Somnath | 117.194.192.177 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২০421719
  • নির্মাণ খেলা
    - সুনীল গঙ্গোপাধ্যায় (কাব্যগ্রন্থ: সুন্দরের মন খারাপ, মাধুর্যের জ্বর)

    "তালগাছের ডগায় শিরশির করছে মেঘলা বাতাস'
    না ঠিক হলো না
    চোখের সামনে একটা তালগাছ, আমি বারান্দায় বেতের চেয়ারে
    বাতাসে সমুদ্রের গন্ধ
    "ডগায়' না "মাথায়'? "শিরশির' না "ঝিরঝির'
    "তালগাছের মাথায় ঝিরঝির করছে সমুদ্র-বাতাস'
    না, ঠিক হলো না
    সমুদ্রের বাতাস কখনো ঝিরঝির করে না
    "তালগাছের শিখরে শোঁ শোঁ করছে সমুদ্র-বাতাস'
    অনেকগুলি স-ধ্বনি, বেশি বাড়াবাড়ি
    গদ্যের বদলে ছন্দেও ফেলা যেতে পারে
    "তালগাছটার শিখরে দুলছে অমৌসুমী সমুদ্রের হাওয়া'
    কলম নেই, খাতা নেই, হাতে কফির কাপ
    পায়ের কাছে পড়ে আছে খবরের কাগজ
    প্রথম পৃষ্ঠায় রক্তের ছড়াছড়ি
    "দেবদারু গাছটাকে ঝাঁকাচ্ছে ঝড়, যেন সে কাঁপছে
    কুঠারের ভয়ে'
    তালগাছ কী করে হয়ে গেল দেবদারু?
    সমুদ্রের হু হু হাওয়া কখন হয়ে উঠল ঝঞ্ঝা !
    আমি চেয়ে আছি প্রান্তরের দিকে, সরে গেছে মেঘ
    এক অলীক বিভায় বারবার বদলে যাচ্ছে রূপ
    মাথা-ভারী একলা তালগাছ মুহূর্তের জন্য সর্বাঙ্গ সুন্দর দেবদারু
    কয়েকটা ভুলো-মনা পাখি পাতা ছুঁয়েই উড়ে গেল
    ভয়ার্ত ধ্বনি রেখে
    সেই ধনির মধ্যে ঝড়ের আভাস
    এমনই সূচ-বেঁধা, যেন সমুদ্রের নয়, মরুভূমির
    রোদ্দুরে ঝলসাচ্ছে অজস্র নির্মম কুঠার
    মিথ্যে নয়
    'দেবদারু গাছের তুলিতে এখন আকাশে এক
    অসমাপ্ত ছবি'

  • dd | 122.167.35.97 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭421721
  • "গগনে গরজে মেঘ ঘন বরষা" এবং"কাটিতে কাটিতে ধান এলো বরষা"।
    হা হা হা। স্যার আরেন্টি কোনো চাষীভাই চোখেও দ্যাখেন নি?
    আরে বর্ষা কালে কেউ ধান কাটে না, সেটা ধান বোনার সময়।

    "একখানি ছোটো খেত.... চারিদিকে বাঁকা জল করিছে খেলা"।
    তা বেশ, কোনো দ্বীপ বা চরের উপর বসে আছেন । আবার দেখুন পরে লাইনেই এ পারেতে ছোটো খেত আমি একেলা"। ইই কি রে দাদা, আপনি কোনো আইল্যান্ডে না নদীর এক পারে, সেটা মনস্থির করে লেখুন।

    "তরুছায়ামসীমাখা, গ্রাম খানি মেঘে ঢাকা"। হো: হো: হো:।
    মেঘে ঢাকা থাকলে ছায়া আসবে কোথথেকে রে দাদুভাই?

    গান গেয়ে তরী বেয়ে কে আরে পারে? চমৎকার। আপনের দিকে আসছে, তরী বেয়ে। আর তার পরেই "ভরা পারে চলে যায়।" মানে তিনি পারের দিকে এসছেন না কি তরতরিয়ে উজানে চল্লেন?

    এরকম কতো তথ্য ভ্রান্তি। ডি এল রায়ের সমালোচনা। শ্যামলের ভাল্লাগবে।
  • Arpan | 122.252.231.12 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৭421720
  • সোমনাথের খাওয়া পাওনা রইল। যা চাইবে। অন দ্য হাউজ।
  • omnath | 117.194.192.177 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৪421722
  • রাঙাদার কাছে আরো লিস্টি আছে। সেই ভেঙে মোর ঘরের "চাবি' নিয়ে যাবি কে আমারে - ইত্যাদি।
  • Kaushik | 59.93.197.129 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৬421723
  • সোমনাথবাবু, আপনি কবিতার আর ছন্দের ঠিকঠাক definition নিয়ে একটা বই লিখে ফেলুন । আমরা যারা আপনার সামনে কবিতা লেখার চেষ্ট করে dare দেখাই, তারা কিছু শিখতে পারবো...নইলে আপনার ভাষায় "Trash" এর পরিমাণ বেড়েই চলবে...ঠিকঠাক কবিতা আর লেখা হয়ে উঠবে না...

    কিছু মনে করবেন না plz..."Sportingly" নেবেন ।
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৩421725
  • কৌশিক,

    রাগ কোরো না। মতামত যখন চেয়েছো, তখন পজিটিভ আর নেগেটিভ, যে কোনও রকমের মতামতের জন্য নিজেকে প্রস্তুত রেখো। এখানে কেউ তোমাকে চেনে না, তুমিও কাউকে চেনো না। কেউ শুধুমুধু কেন তোমার পেছনে লাগবে? তোমার লেখা আরও ভালো কী করে করা যায়, সেই চেষ্টা করতে পারো।

    মত আর অমত মিলিয়েই তো মতামত, না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন