এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আধুনিক কবিতা আর আম জনতা

    shyamal
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০০৯ | ১৭৬০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.236.241 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৮421759
  • আমিও সেই সময়ে গাছ কবিতাটাকে নিয়ে প্রচুর খিল্লি করেছিলাম, সবার মতই। খিল্লিটা মনে রয়ে গেছে, কবিতাটা মনে থাকে নি। আজ আবার ফিরে পড়লাম, আর অতটা মানে বুঝতে অসুবিধে হল না।

    এটুকু বুঝলাম, সেদিন এই কবিতা পড়ার মত ম্যাচিওরিটি আমাদের তৈরি হয় নি।

    তবে এর থেকে আমার ঢের ঢের বেশি দুর্বোধ্য লেগেছিল জীবনানন্দের ১৯৪৬-৪৭। পুরো মনে নেই, কিন্তু জীবনানন্দ আমি আজও বুঝি না, ভদ্রলোকের কোনও কবিতাই আমার মাথায় কোনও বিশেষ বোধের জন্ম দেয় না।
  • Souva | 203.141.92.14 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩১421760
  • আসলে সমস্যা হল, বেশিরভাগ মনুশে
  • Souva | 203.141.92.14 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৩421761
  • স্যরি, আগের আধখ্যাঁচড়া পোস্টটা ভুলবশত: submit হয়ে গ্যাছে। কেউ মুছে দিলে বাধিত হই।
  • arindam | 202.56.207.56 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:২১421762
  • শমীক
    না-বোঝারও একটা আনন্দ আছে।
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭421764
  • মানে শৌভ কথিত পাথকদের।
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৭421763
  • শৌভর বক্তব্যগুলোকে আমি এককথায় বলে থাকি "নবকল্লোল টাইপ'। :)
    (এইটা পড়ে ভিকি ঠিক কিছু না কিছু লিখবে)
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩০421765
  • *পাঠকদের।
    (উফ্‌)
  • lcm | 69.236.160.74 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৭421766
  • পাঠক/লেখক দের এত ক্লাসিফিকেশন, এত গ্রুপ.... অমুক টাইপ, তমুক টাইপ... গোল-গপ্পো, দুর্বোধ্য... চারদিকে শুধু ওরা-আমরা... ধুর...

  • Arijit | 61.95.144.123 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৮421767
  • গাছ কবিতাটা ওমনাথ দেওয়ার পরেও আমার কেন জানি না মনে পড়ছে না।

    ওমনাথের একটা কথার সাথে এক্কেরে একমত - স্ট্রাকচার নিয়ে আমাদের প্রায় কিছুই পড়ানো হয়নি। আমাদের তো হয়ইনি, অন্য কোনো ইস্কুলে হয়তো আলাদা করে পড়িয়েছে। কিন্তু এটা জরুরী। ওই টিপিক্যাল মানেবই মার্কা প্রশ্নোত্তরের চেয়ে ফর্ম আর স্ট্রাকচার বুঝতে শেখা - অন্তত: প্রথম ধাপটুকু - খুব জরুরী।
  • Arijit | 61.95.144.123 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪০421769
  • আমাকে কেউ এই কবিতার ক্লাস বইটা এনে দাও না - মানে যারা কলেজস্ট্রীটে যাও-টাও।
  • tkn | 122.163.3.152 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৫421770
  • আমি কলেজস্ট্রীট খুব যাই। এর পরে যেদিন যাব তার আগের দিন জিগিয়ে নেব তুমি অলরেডি বই পেয়ে গেছ কিনা। না পেলে, পেয়ে যাবে :-)
  • Arijit | 61.95.144.123 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫২421771
  • থ্যাঙ্কু।

    মাধ্যমিকে আমরা কি পড়েছি আর কি লিখেছি তার উদাহরণ দিই - আরেন্টিস্যারের ওই কবিতাটা ছিলো না - "কোশল নৃপতির তুলনা নাই, জগত জুড়িয়া যশগাথা' - কমন কোশ্চেন ছিলো কে বেশি মহান - কোশলরাজ না কাশীরাজ? এবং মানেবইয়ের কমন উত্তর ছিলো কোশলরাজ, কেন ইত্যাদি ইত্যাদি। মোটামুটি কথা ও কাহিনীর সমস্ত পাঠ্য কবিতা নিয়েই একই ধাঁচের প্রশ্নোত্তর। ফর্ম বা স্ট্রাকচার নিয়ে কিসুই নাই। উমা-তেও প্রায় এক কেস। এবং এটা একটা রীতিমতন জেনেবুঝে ডিজেবিলিটি তৈরী করা।
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪421772
  • আমাদের ইস্কুলে আবার মানেবই থেকে না লিখলে অনেকেই খুব ক্ষেপে যেতেন।

    এই গাছ কবিতাটা আমি এই প্রথম পড়লাম। আমাদের সময় তো উমাতে সহায়ক পাঠে দেবী চৌধুরাণী ছিল। যাই হোক কবিতাটা খুব মারাত্মক কিছু দূর্বোধ্য লাগল না।

    আর শিলাজিতের ঐ গানটা কিরম লুচ্চাটাইপ লাগল। তাছাড়াও ভদ্রলোক দেখি চ, ছ আর স আলাদা করে উচ্চারণ করতে পারেন না।
  • Arijit | 61.95.144.123 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:১২421773
  • এবং র/ড়/ঢ় - সবই হয় ড়;-)

    ঝিন্টি তুই ব্‌ড়িষ্টি হতে পাড়তিস
    ...টুপটাপ কড়ে মাখতাম...
  • nyara | 64.105.168.210 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৩421774
  • শম্ভূ মিত্র বেশ কয়েকবার বলেছেন যে তাঁর অভিজ্ঞতায় 'শিক্ষিত'দের তুলনায় 'অশিক্ষিত'রা নাটক ভাল বোঝে। 'শিক্ষিত'দের প্রিটেনসন নাটকের ভেতরে ঢুকতে দিতে আড়াল করে। অবশ্যই প্যারাফ্রেজ করলাম। উনি বোধহয় শিক্ষিত-অশিক্ষিত শব্দগুলোও ব্যবহার করেননি। কিন্তু আমার বুদ্ধিতে, মোদ্দা কথা এই। অক্ষদিদির 'গ্রামে রক্তকরবী'র সূত্রে বললাম কথাটা।
  • Samik | 122.162.236.77 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৪421776
  • না। গানটা আমি শুনেছি। র / ড়-এর প্রবলেম শিলাজিতের নেই। কেবল ঐ শ/চ/ছ-গুলো টিপিকাল গড়িয়াহাটের ক্যাটখুকী কাটিং।

    কিন্তু শিলাজিতের প্রথম ক্যাসেটটা অরিজিৎ শুনেছো? প্রেম যেন ওয়েসিস?
  • tkn | 122.162.16.207 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৪421775
  • হুঁ, ওনাড় ড় খুব মাঢ়াত্মক এক এক সময় :-)

    আর ভদ্রলোক বড্ড জোরে হর্ণ বাজান গাড়ির, অকারণে। বিশ্রী।
  • b | 203.199.255.110 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৭421777
  • এটা কি সুমনের-ও না? নাকি আমারি কানের দোষ ( বিশ্ব কমল ফুটে চ্ছরণ চ্ছুম্বনে...) এরকম-ই লেগেছিলো।

    সে যাক। মদীয় পিতৃদেব গাছ কবিতাটি পড়িয়েছিলেন আমাকে। বৃক্ষের সমগ্রতা, যা কি না সমস্ত খন্ডগুলোর যোগফলের অধিক। পূর্ণস্য পূর্ণমাদায় ইত্যাদি আউড়ে। ভুল বুঝিনি খুব একটা।

    আরেকটা কবিতা খুব মনে পড়ছে এখন, ওর সাথেই পড়া, অরুণ মিত্রের জনম দুখিনীর ঘর।

    আর (হাতে গুনতি কয়েকজন কে বাদ দিলে) সব বাংলার শিক্ষক-ই তো নবকল্লোল টাইপ্স।

  • tkn | 122.162.16.207 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:২৮421778
  • ন্যাড়াদার কথায় একটা কথা মনে এল। আমাদের বাড়িতে কাজ করে বন্দনামাসী। ঠিক কাজ। আমি আজন্ম তাকে দেখছি। ছোটোবেলায় রেডিওতে নাটক হত যখন বন্দনামাসী তখনই কাজ করতে আসত বিকেলে। রবিবার ঐ সময়টাই আমরা খেতে বসতাম। মা বকাবকি করত মাসিকে অত তাড়াতাড়ি আসার জন্য। পরে বোঝা গেছিল মাসী আসলে নাটকটা শোনার জন্য তাড়াতাড়ি আসে। শুক্রবার রাত আটটাতেও একটা নাটক হত তখন। কলকাতা ক-এ বোধহয়। সেটা মাসী শুনতে পেত না, তবে আমি মাঝে মধ্যেই গল্পটা বলে দিতাম মাসীকে।
    শিক্ষার অধিকার সকলের আছে, কিন্তু কজন সে অধিকার অ্যাভেল করার সুযোগ পায়?
  • Arpan | 65.194.243.232 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩১421781
  • সত্যেন দত্তের একটি অতি ওঁচা কবিতা ছিল পাঠক্রমে। নির্জলা উপবাস না একাদশী কী যেন। ওই বয়সে কবিতা সম্পর্কে বীতরাগ তৈরি হবার জন্যে যথেষ্ট।
  • tkn | 122.162.16.207 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩২421782
  • গড়িয়াহাটের বেড়ালখুকীরা "মোট্টেই বাংলা বলতে প্পারেই না। বাংলা কি কঠঠিন!!!"

    শিলাজিৎ-এর গান আমি তেমন শুনিনি। কোনো একটা ইন্টারভিউ দেখেছিলাম আর একবার স্টার জলসার অফিসে। খুব কড়কড় করে উত্তর দিচ্ছেন মনে হয়েছিল। ওনার হর্ণের প্রতি এতো বিরাগ বলেই গান শোনার ইচ্ছাই হয় নি
  • nyara | 64.105.168.210 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪৩421783
  • আমাদের ইলেভেন-টুয়েলভের কবিতা সিলেকশন বেশ ঝাঁটের ছিল। 'পূর্বরাগ' দিয়ে শুরু (রাধার কি হইল অন্তরে বথা)। সত্যেন দত্তর ঢপের 'পোড়া কেন গা' বলে-শুরু একটা কবিতা ছিল। যেমন কবিতা তার তেমনি ছন্দ! তারপর ছিল আবেগ-গদগদ 'আঠারো বছর বয়েস'। তার উল্টোদিকে জীবনানন্দের '১৯৪৬-৪৭'। দী-র্ঘ এবং সেই বয়েসে অবোধ্য। চন্ডীদাস থেকে সুকান্ত। সেখানেই বাংলা কবিতার পরিক্রমা শেষ। ১৯৮০-র দশকে। কারা যে সিলেবাস তৈরি করে, ভগা জানে!
  • d | 144.160.5.25 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫০421784
  • অজ্জিতকে এসব বিষয়ে "দাদু' মেনে নিয়েও শিলাজিৎ সম্পর্কে অজ্জিতের মতই আমারও একটা প্রবল ভাল-না-লাগা আছে। আমি শুনেছি বেশ কিছু গান। ঐ কিন্টি'ও শুনেছি। প্রতিবারই শোনার পরে মনে হয়েছে সময়ের অপচয়।

    রূপঙ্কর শুনি নি, কাজেই মন্তব্য করতে পারলাম না।
  • pinaki | 131.151.102.250 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৩421785
  • উ: মা:র টেস্ট শুরু হবে। প্রথম পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার। সীটে বসার আগে সুদীপ্তবাবুর চোথায় (পড়ুন নোট্‌স-এ) শেষ বারের মত চোখ বুলিয়ে নেওয়া চলছে। হঠাৎ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো কৌশিক। ""এই পূর্বরাগটা নিয়ে প্লিজ কিছু একটু বল মাইরি। ওটা এলে কি লিখবো?"" কোশ্চেনটা ওপেন কোশ্চেন ছিল। মানে যে কেউ উত্তর দিলেই হয়। পাশ থেকে খুড়ো (কাঞ্চণ) খুব গম্ভীরভাবে চোথা থেকে মুখ না তুলে - ""লিখে দিবি রাধা যৌবনে যোগিনী। তাহলেই হবে।""
  • Arpan | 216.52.215.232 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৯421786
  • ন্যাড়াদা, ওই সিলেবাস আমাদের সময়েও ছিল। এখন পাল্টেছে কিনা জানি না।
  • Arpan | 216.52.215.232 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০১421787
  • রাবণের রণসজ্জা ছিল না? মাইকেলের?
  • dipu | 207.179.11.216 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০১421788
  • আমাদেরো ওই সিলেবাস ছিলো :-)

    আমাদের দুবছর পরে মোনয় পাল্টেছে।
  • nyara | 64.105.168.210 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৪421790
  • রোন্টি সিবিএসসি থেকে হায়ার সেকেন্ডারি বোর্ডে এসেছে ইলেভেন-টুয়েলভে। বাংলা নিয়ে খুব টেনশন। হাফ-ইয়ার্লি বাংলা পরীক্ষার দিন বিকেলে মাঠে একগাল হাসি নিয়ে হাজির।

    - কি রে কেমন হল?
    - ফাটিয়ে দিয়েছি মামা। প্রথমেই একটা সোজা প্রশ্ন পেয়ে কনফি পেয়ে গেলাম।
    - কীরকম সোজা প্রশ্ন?
    - জিগেস করেছে, 'রাধার কি হইল অন্তরে ব্যথা?' আমি মামা সটাসট লিখে এলাম, 'হ্যাঁ রাধার অন্তরে ব্যথা হয়েছে। ১৬ নম্বর কেউ আটকাতে পারবে না!

    রোন্টির দোষ নেই, সিবিএসসির ক্লাস টেনের বাংলা পরীক্ষায় দশ নম্বরে 'রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী কী ছিল' টাইপের প্রশ্ন আসত।
  • pinaki | 131.151.102.250 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৪421789
  • হ্যাঁ, রাবণের ফুলশয্যা নিয়ে পোচুর খিল্লী হত বটে। মানে দশটা মাথা থাকার সুবিধা অসুবিধা - ইত্যাদি। এখন মনে পড়ল।
  • dipu | 207.179.11.216 | ১৫ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১২421792
  • রাধার এই ব্যথা নিয়েও প্রচুর খিল্লি হত :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন