এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অন্ধ্র বনাম তেলেঙ্গানা

    o
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ৩৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 62.133.112.201 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১১:৪৬425228
  • অরিজিত এই প্রশ্নটাই করেছিলাম অন্যভাবে। আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আর কত টুকরো হবে। আমাদের রাঢ়বঙ্গের অবস্থা দেখলে তাদের বিচ্ছিনতা বাদের দাবীর প্রতি সহানূভুতি জাগে কিন্তু অন্য রাজ্য হলেই কি সমস্যার সমাধান হয়?
    ঝাড়খন্ডকে দেখুন রাঁচি, বোকারো, জামশেদ্‌পুর আর ধানবাদের মত শিল্পনগরী থাকা সত্তেও রাজ্যে উন্নতি হয়নি। আগে শুনেছি যে 'বিহারী আর বাঙ্গালী'রা কুক্ষিগত করে রাখায় ভুমিপুত্ররা বঞ্চিত। কিন্তু এখন সেই একই ব্যাপার চলছে,'এলিট' বিহারী আর বাঙ্গালীর পরিবর্তে 'এলিট' ভুমিপুত্র হচ্ছেন একদল, জনগণের উন্নতি :(
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১১:৪৮425229
  • আরো দুটো কোশ্চেন জুড়ে দিই - মহারাষ্ট্রে বাল ঠাকরে সায়েবের মহারাষ্ট্র শুধু মারাঠাদের জন্যে বা আগে অসমে বঙ্গাল খেদাও - জাতিসত্বা/আত্মনিয়ন্ত্রনের অধিকারের দিক থেকে দেখলে এগুলো কোন জায়গায় দাঁড়ায়?
  • Blank | 59.93.211.245 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১২:০১425230
  • একটা রাজ্য বানানোর জন্য তো প্রথম দিকে বিশাল খরচ। প্রচুর। তো সে টাকা দেয় কে? কেন্দ্র? তাহলে গোর্খাল্যান্ড বানাবার টাকা কি আমার ট্যাক্সের পয়সা থেকে আসবে !!!
  • bb | 62.133.112.201 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১২:০৫425231
  • আর যে রাজ্য থেকে ভাগ হচ্ছে তাদের ক্ষতিপুরণের টাকাটাও আমরাই দেশবাসীরা দিয়ে থাকি, করের টাকায়।
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১২:১৯425232
  • bb 'বঙ্গভঙ্গ' কথাটা এক্ষেত্রে একটা পুরোনো ইমোশনকে রিলেট করতেই আপনি ব্যবহার করেছেন। যদিও আপনি ভালো করেই জানেন সেই বঙ্গভঙ্গের সাথে আজকের গোর্খাল্যান্ড হওয়া কোনওভাবেই তুলনীয় নয়। সেই বঙ্গভঙ্গটি মানুষের দাবীতে হয় নি। শাসকের ইচ্ছেয় হয়েছে। আর আজকের গোর্খাল্যান্ড গোর্খা জনজাতির চাহিদা। তারা বাঙ্গালী নয় মোটেই। বাংলায় তাদের জোর করে ধরে রাখা আছে। অথচ আপনি তার ভাগ্য, তার ভালো মন্দ - এগুলো তার হাতে না ছেড়ে দূর থেকে সেটিকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। কেন? আগে সেটা ক্লিয়ার করুন? গোর্খাল্যান্ড হলে কটা বাঙালীকে "নিজভূমে পরবাসী' হয়ে থাকতে হবে? আর আজকে যে ঐ এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাঁরা নিজেদের আদৌ বাঙালী ভাবেনই না, বাংলায় কথাই বলেন না, তাঁরা যে দিনের পর দিন নিজভূমে পরবাসী হয়ে রয়েছেন - তার বেলা? ভেবে দেখেছেন?

    আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। এই ধরণের দাবী যৌক্তিক কি অযৌক্তিক - সেটা কে ঠিক করে দেবে? আপনি? নাকি ঐ অঞ্চলের মানুষ? তেলেঙ্গানার ভাগ্য কি হবে - সেটা কে ঠিক করবে? তেলেঙ্গানার অঞ্চলের মানুষ? নাকি অন্ধ্রের বাকী অংশের মানুষ? কাশ্মীরের ভালো কিসে হবে - সেট কে ঠিক করবে? কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ? নাকি দিল্লী?

    একটা উগ্র আঞ্চলিকতাবাদী আবেগ ছাড়া, আমাকে যুক্তি দিয়ে আগে বোঝান - গোর্খাল্যান্ড হলে কটা বাঙালীর প্রবল ক্ষতি হয়ে যাবে আর কেন? যেসব মুষ্টিমেয় বাঙালী ওখানে থাকেন চাকরি বা ব্যবসার সূত্রে, তাঁদের কি গোর্খারা ওখান থেকে চলে যাওয়ার দাবী করেছে? সেরম কিছু শুনে থাকলে জানান। অন্যভাবে ভাববো। চাকরিসূত্রে আপনি অন্য রাজ্যে থাকেন না? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়? ওখানে যে বাঙালীরা থাকেন তাঁদের তো এমনিতেই অন্য ভাষার পরিমণ্ডলে থাকতে হয়। তাঁদের কাছে এলাকার নাম পাল্টে গোর্খাল্যাণ্ড হলে তফাৎ কি হবে? সমস্যা হতে পারে ডুয়ার্সের মানুষের। এবং একমাত্র গণভোট হলেই এটা প্রমাণ করা সম্ভব ডুয়ার্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ গোর্খাল্যান্ডের অংশ হতে চান না। কিন্তু গণভোট করে ডুয়ার্সকে বাদ দিতে গেলে আসলে একই ভাবে গণভোটের রায়ে ডুয়ার্স বাদে বাকী অংশের গোর্খাল্যান্ড হওয়ার দাবীকেও মেনে নিতে হয়। কাজেই ঐ অপ্‌শনটা সরকার নিচ্ছে না।

    অরিজিৎ দা, একটা বিতর্কিত এলাকাতে গণভোট করলেই একমাত্র বোঝা সম্ভব সেই দাবীর পিছনে জনসমর্থন আছে কি না। যেকোনও দল যেকোনও দাবী তুলতেই পারে। কিন্তু তুল্লেই সেই এলাকার মানুষ সেই দাবীর প্রতি একাত্মতা অনুভব করবে - এমন তো নয়। সেক্ষেত্রে একাত্মতা আছে কি না - সেটা বোঝার উপায় কি? আমার মতে গণভোট। তুমি যে বিতর্কিত জায়গাগুলোর কথা বলছ, সেখানকার মানুষ কি ভাবছে - সেটা প্রথমত: জরুরী। একটা এলাকার মানুষ সবসময় আলাদা সংস্কৃতি হলেই আলাদা রাজ্য করতে চায় না। কারণ আলাদা রাজ্যের যেমন সুবিধে আছে, অসুবিধেও তো আছে। যেমন ডুয়ার্সের উদাহরণ দিলাম। জনমুক্তি মোর্চা যতই দাবী করুক, ডুয়ার্সে সংখ্যাগরিষ্ঠই তাদের দাবীর পক্ষে দাঁড়াবে না। তোমার উদাহরণগুলোতেও অধিকাংশ ক্ষেত্রে সেরকমই আউটকাম হবে হয়তো। কিন্তু সেই মতটাকে গুরুত্ব দেওয়ার বিষয় রয়েছে। "যেকোনও মূল্যে বাংলা ভাগ রুখছি রুখব" টা যেমন আধিপত্যবাদী, ঠিক একই ভাবে যে কোনও মূল্যে ডুয়ার্সকে গোর্খাল্যান্ডে ঢোকাতেই হবে - এটাও একই রকম আধিপত্যকামী। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে এলাকার জনগণের মতটা উঠে আসবে - সেটাকে এনসিওর করাটাই দূর থেকে আমাদের ভূমিকা হতে পারে। নিজেদের ভালোলাগা বা ইচ্ছাটা চাপিয়ে দেওয়াটা নয়।
  • bb | 80.101.236.40 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩425233
  • আমার মনে হয়না এখানে কেউ দাবি করেছে যে আমাদের অধিকার আছে এই বিষয়ে? আশাকরি কয়েক বছর আগের সার্ব আর স্লোভাকদের যুদ্ধ ভুলে জাননি এই আত্মনিয়ন্ত্রণ নিয়ে? অথবা কার্ডিশ জাতির কথা। সমগ্র আফ্রিকার একটি বৃহৎ অংশ এই অধিকার নিয়ে বিগত ২০ বৎসত ধরে লড়ে যাচ্ছে।
    জানিনা এটাই নকশালরা চান কিনা যেমন ৭০ এর শুরুতে তারা করার চেষ্টা করেছিলেন।এটাই তাঁদের বিপ্লব তরাণিত্ব করার 'স্ট্র্যাটেজি' হতে পারে।
    এখনি বিহারে তিনটি রাজ্যের দাবি উঠেছে, যা পরস্পর বিরোধী। তাই আমার প্রশ্ন এই বিভিন্ন রকম দাবীর মোকাবিলাকি শুধু ভোট বা plebscite দিয়ে হবে? তাহলে আর মোদির ভোটে জেতা সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন? ৩২ বছর ধরে জেতা বামেদের বিরোধিতা কেন। ২৩৫ তো তাদের সাথে? একটু consistency থাকুক লজিকে।
  • dipu | 207.179.11.216 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৩:২৪425234
  • সার্ব আর স্লোভাকদের যুদ্ধ??
  • dipu | 207.179.11.216 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৩:২৯425235
  • স্লোভেনিয়া, ম্যাসিডোনিয়া আর মন্টেনেগ্রো মনে হয় বেশ শান্তিতেই আলাদা হয়েছিল। ঝামেলা হয়েছে ক্রোয়েশিয়া, বসনিয়া আর কসোভো নিয়ে।
  • bb | 80.101.236.40 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৩425236
  • দিপু ছড়িয়েছি। আমি বসনিয়ার মুসলমানদের সম্বন্ধে বলতে চেয়েছিলাম। ধন্যবাদ :)
  • PT | 203.110.246.230 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৮425028
  • pinaki

    গণভোটের ব্যাপারটা একটু clarify করুন। পুরো বাংলাতে গণভোট হবে না শুধু গোর্খাল্যান্ড বলে গুরুংদের মাথাতে যে মানচিত্রটা আছে শুধু সেইখানে হবে?

    "".....লড়কে লেঙ্গে পাকিস্থান"" বলে যে সংখ্যাগুরুরা '৪৭-এ পুর্ব পাকিস্থান বার করে নিয়েছিল তারাই আবার ,৭১-এ, কি ভুল করেছি বলে পাকিস্থান থেকে বেরিয়ে এল। তাজ্জব! তার মানে তো এটাই যে মানুষ উন্মত্ত অবস্থাতে ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারেনা।

    ""পালঙ্ক"" ছবিতে একটি মুসলমান পরিবারে এরকম বাক্যালাপ আছে:
    স্ত্রী: তুমি যে বলেছিলে পাকিস্থান হলে সব দু:খ ঘুচে যাবে?
    স্বামি: গরীবের হিন্দুস্থানও নাই পাকিস্থানও নাই। তার আছে শুধু গোরস্থান।

    প:বঙ্গ সরকার শোষণ করেছে, গুরুংদের এই যুক্তিটা যদি মেনেও নিই, বাঙালীদের থেকে ''হামলোগ ভিন্ন হ্যায়""- যেন সেই পুর্ব পাকিস্থান সৃষ্টির কথা মনে করিয়ে দিচ্ছে। বাঙালীদের থেকে ভিন্ন গোর্খারা যশবন্তের কত আপন সেটাও জানতে ইচ্ছে করছে। এবং এই ভারত নামক দেশটির প্রেক্ষাপটে গুরুংরা গোর্খাল্যান্ডের কি উন্নতি করবেন সে তো এখনি বলে দেয়া যায়। অ-গ-প সেই সব বিপ্লবী নেতারা আসামের কি উন্নতি করেছিলেন সে তো সবাই দেখেছে!!
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:০২425029
  • গণভোট খুব ভালো জিনিস - কিন্তু ওই যে আগে লেখা আছে - আমি চাইলে আমার বাড়ি আর সামনের রাস্তাটাকে আলাদা দেশ বলে দাবি করতে পারি কিনা...এখানে যদি শুধু আমার বাড়ির ছয়জনকে নিয়ে প্লেবিসাইট হয় তাইলে হইহই করে আলাদা দেশ হয়ে যাবো - লোকনাথ মন্দিরের লোকটা ওর কুকুরকে আমাদের বাড়ির সামনে ইয়ে করাতে আনতে পারবে না। কিন্তু শুধু আমার বাড়ির ছয়জনই কি অ্যাফেক্টেড পার্টি?
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:১৬425030
  • bb এবার লাগামছাড়া ভাট দিচ্ছেন :-)। গণভোট ছাড়া আর কি উপায়ে আপনি এই বিষয়ের মীমাংসা করতে পারেন? একটা অঞ্চলের মানুষের রায় আর কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠে আসা সম্ভব? এক যদি না আপনার মতই জনতার মত - এভাবে ভেবে থাকেন। সেটাকেই আধিপত্যকামী মনোভাব বলা হয়ে থাকে। আর ভোটে কেউ জিতে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? গোর্খারা গণভোটের রায়ে গোর্খাল্যান্ড পেয়ে যাওয়ার পরে ওখানকার যাঁরা গোর্খাল্যান্ড চাননি - তাঁরা প্রতিবাদ জারি রাখার সুযোগ পাবেন না? কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে সরকার গড়ল মানে সিপিএম প্রতিবাদ করা বন্ধ করে দেবে? এটা লজিক না ম্যাজিক ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে দিলে বাধিত হই। সংখ্যাগরিষ্ঠ হলেই কেউ সঠিক নাই হতে পারে। ভোট দিয়ে সেটা প্রমাণ হয় না। কিন্তু তার মতটা যে তখনকার মতো সংখ্যাগরিষ্ঠের মত সেটা তো বোঝা যায়।

    আর এখানে নক্সাল ইত্যাদি ছাপ্পাগুলো অকারণ বারবার টেনে আনছেন কেন? এরপর আমি যদি ""সিপিএমের লাইন না জানা অশিক্ষিত সিপিএম"" বলে একটি কাল্পনিক ক্যাটেগরি তৈরী করি আর ভাববাচ্যে ঘুরিয়ে ফিরিয়ে সেই ক্যাটেগরিটির উল্লেখ করতে থাকি অপ্রাসঙ্গিকভাবে - সেটা কি আলোচনার মান বাড়াবে? :-)
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫425031
  • অরিজিৎদা, এই বাড়ীর লোকজনকে নিয়ে আলাদা হয়ে যওয়ার যুক্তিটার চট্‌জলদি কিছু ব্রাউনি পয়েন্ট স্কোর করা ছাড়া কোনও ভূমিকা নেই। কাজেই এটাকে ইগনোর করছি। :-) আর ছোটো দেশ যদি বলো, ভ্যাটিকান সিটির লোকসংখ্যা কত জানো কি? ২০০৭ সালের হিসেব মত ৮২১। :-) কাজেই ক্ষুদ্রতাটা এখানে ইস্যুই নয়।

    PT, আলাদা হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে - এইটা কেউই দাবী করছে না। দাবী এটুকুই যে আমার কিসে ভালো হবে - সেটা আমাকে ভাবতে দেওয়া হোক। নিজের কিসে ভালো হবে সেটা আমি ভুল ভাবতেই পারি, কিন্তু আমার ভালোটা আপনি ভেবে দেবেন - এটা মানতে আপত্তি আছে।
  • SB | 114.31.249.105 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৩২425032
  • ঠিক ঠিক! ভাটিকানের মত ভাট যখন হতে পারে, বাংলা রাষ্ট্র হোক, আর হোক গ্রেটার নেপাল।

    ঐসব সামান্য রাজ্য ফাজ্য তে কি হয়, রাষ্ট্র না হলে রাষ্ট্রক্ষমতা পাবে কি করে পিনাকি? ভেবে দেখ :-)
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৬425033
  • আমার কিসে ভালো হবে সেটা আমারই ভাবা উচিত, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার সিদ্ধান্তে অন্য কেউ অ্যাফেক্টেড হল কিনা। সাইজটা আমার কাছেও ইস্যু নয় - ইস্যুটা ইকনমিক ফিজিবিলিটি, প্র্যাক্টিক্যালিটি, সাইড-এফেক্টস, মোটিভ এবং আশেপাশে বাকিদের সুবিধা/অসুবিধা। বাড়ির উদাহরণটা এই জন্যেই জাস্ট ব্রাউনি পয়েন্ট নয়।
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৮425034
  • আচ্ছা, আর একটা দিলাম। গ্রীনল্যান্ড। একটু বেশীর দিকে। ৫৬,৩৭৫। এনি ডে গোর্খাল্যান্ডে এর চেয়ে বেশী লোক হবে। :-) নাকি এটাও ভাট?
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২425035
  • হ্যাঁ, আশেপাশের লোকের অ্যাফেক্টেড হওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সেটা কিভাবে প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক ডুয়ার্সের বেলায়। সেটা অবশ্যই খেয়াল রাখা উচিৎ। কিন্তু পাহাড়ে এই দাবীর পিছনে সুইপিং সাপোর্ট। মানে ভোট হলে পাহাড়ে ৬০-৪০ নয় গোর্খাল্যান্ডের সাপোর্টে ৯৫-৫ হবে।
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪425036
  • ওরে দাদা সাইজ আর জনসংখ্যাটা কি খুব বড় ইস্যু? আমার তো মনে হয় না। সে তো ফিনল্যান্ডেও ৫০ লাখ লোক (আর ২ লাখ লেক) - তো? অনেক ছোট রাজ্য আর একটা খুব বেশি শক্তিশালী কেন্দ্র - এই ব্যালেন্সটা (বা ব্যালেন্সের অভাবটা) কি খুব স্বাস্থ্যকর মনে হচ্ছে?
  • pinaki | 67.43.241.179 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৭425037
  • এইটা তো তুমি অন্য যুক্তিতে চলে গেলে। ওখানকার বা আশেপাশের লোকের ভালো মন্দের বাইরের যুক্তি। কেন্দ্র দুর্বল হোক এটা তোমার আমার চাহিদা হতে পারে। কিন্তু এই মুহুর্তে ওখানকার মানুষের প্রায়োরিটিতে তা নেই। যেমন বিপ্লব হোক, শ্রমিক শ্রেণী জাগুক - এসব তোমার আমার চাহিদা। কিন্তু এই মুহুর্তে শ্রমিকশ্রেণী মাম্মাম্মার সাপোর্টে। তো কি করা যাবে? তুমি কি দাবী করতে পারো যে প্রতিক্রিয়াশীলদের হাত শক্ত হতে পারে বলে ২০১১ তে ইলেকশনই করতে দেবো না?

    যাকগে, ঘুনু করতে যাই। পরে হবেখন।
  • PT | 203.110.246.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:১১425039
  • উত্তরটা পেলাম না যেন মনে হচ্ছে। আলাদা হওয়াটা তো একার ভালর জন্য নয়-একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উপকারের জন্য। সেই জনগোষ্টীর যদি বিশেষ কোন উপকার না হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? একবার ভাগ হলে আবার জুড়ে যাওয়া যে বড়ই কঠিন। বাংলা থেকে আলাদা হলাম explotation-এর গপ্প ফেঁদে, আর নিজে মুখ্যমন্ত্রী হয়ে, মনে করুন লুটে-পুটে খেলাম (ঝাড়খন্ড)-তারপর?

    ১৯৪৬-এ ভারত ভাগের পক্ষে-বিপক্ষে গণভোট প্রসঙ্গে একটি চিঠি ছাপানো হয়েছে। পড়লে দেখবেন যে এই সংখ্যার হিসেব নানারকম ভাবে manipulate করা যায়।
    http://www.anandabazar.com/15edit5.htm
  • PT | 203.110.246.23 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:১৩425040
  • *exploitation
  • SB | 114.31.249.105 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৩০425041
  • বেশ কিছু স্টেটমেন্ট চোখে পড়ল:

    ১। প্রায় সবাই গোর্খাল্যান্ড চায় ওখানে
    ২। অবাধ নির্বাচন হয় ওখানে, তাই গনভোট হলেই সমস্যার সমাধান হয়ে যাবে
    ৩। ওখানে যারা থাকেন, তারা আলাদা জাতি, তারা বাঙ্গালী নন।

    ইত্যাদি

    ১। সুইপিং সাপোর্টটা চোখে পড়ল না এই কদিন আগে যখন ঐ পুরো অঞ্চলটা চষে বেড়ালাম। ওখানে তিনটে ব্লক আছে, তিনটে ব্লক এলাকাতেই ঘুরেছি, কোথাও সুইপিনং সাপোর্ট দেখলাম না। ওরা বেশীরভাগই একটা কথাই বলল, গোর্খাল্যান্ড হলেই সমস্যার সমাধান হবে না, এবং সেটা হোল কি না হোল তাতে তাদের কিস্যু এসে যায় না।

    ২। ওরা যেটা চাইছে তা হোল পঞ্চায়েত আর অটোনমাস কাউন্সিলের নির্বাচন। প্লেবিসাইট বা রেফারেন্ডাম এর দাবী চোখে পড়েনি। ওখানকার সাধারন মানুষের মনে এই বর্তমান লিডারশিপ সম্পর্কে ধারনা ভাল নয়, ব্যাপারটা ভয়ে ভক্তি।

    ৩। ঐ অঞ্চলে কম পক্ষ্যে তিন ধরনের যাতি আছে, গোর্খারাই একমাত্র যাতি নয়। ওখানে ভুটিয়ারা প্রচুর। আদিবাসী ও প্রচুর, যারা একটা সময়ে চা বাগানে কাজ করতে গেছিল। বাঙ্গালী'র কথা বাদই দিলাম নয়।

    সত্যি সত্যি যদি প্লেবিসাইট বা রেফারেন্ডামের কথা কেউ উত্থাপন করে, তাহলে তা করা উচিত গ্রেটার নেপালের পক্ষে / বিপক্ষে। সেটা হলে হয় একটা আলাদা রাষ্ট্র। তাছারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নেপালের প্রক্তন রাজার সুগৌলী চুক্তি (১৮১৫) তো নাল এন্ড ভয়েড হয়ে যাওয়ারই কথা, দুটোর কারোরই অস্তিত্ব নেই, এবং জোর করে এই চুক্তি করানো হয়েছিল।
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৬425042
  • অনেকটা এরকম অবজারভেশন আমারও। মোর্চার অ্যাক্টিভিস্ট এক ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে।

    দ্বিতীয় কথা - সিপিয়েম তাড়ানোর মতন ভাবছো হয়তো - কেটে দেখাই যাক না কি হয়। এখানে কিন্তু পরে ভুল হয়েছে মনে হলে ফের জোড়া দেওয়া মুশকিল। কাটতেও খচ্চা, জুড়তেও - এবং সেটা শুধু ফিনান্সিয়াল নয়।
  • SB | 114.31.249.105 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৫১425043
  • আরেক জাতির কথা লিখতে ভুলে গেছিলম, দ্রুক্‌পা, এরা তিব্বতি।

    এইসব জাতির ভাষাও আলাদা, খাদ্য খাদক ও আলাদা, পোশাক আলাদা, ধর্ম ও অনেক সময় আলাদা।
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৬425044
  • @পিনাকি - আশেপাশের লোকের ভালোমন্দের যুক্তির বাইরে কিন্তু যাইনি - খেয়াল করে দেখো।
  • . | 198.96.180.245 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:০৮425045
  • ১৯৫১ সালের সেন্সাসের পর থেকে আজ অবধি প্রতি সেন্সাসে দার্জিলিং জেলায় বিভিন্ন জনজাতির শতকরা ভাগাভাগির পরিসংখ্যান কি কেউ দিতে পারবে?
  • bb | 122.248.176.193 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৩১425046
  • Pinaki ভাটাচ্ছেন তো আপনিও :)। সংখ্যাগরিষ্ঠতাই সব কিছু বোধহয় নয়। যেকোন ভোটেই বিরোধী থাকে, এইটা কিভাবে ঠিক করা হবে যে তাদের বিরোধিতার কোন দাম নেই?
    আপনি সেই একই সলুশানের কথা বলে চলেছেন কিন্তু মানতে চাইছেন না যে সবসময় ভোট কোন সমাধান নয় কেন না বৃহত্তর স্বার্থে তা দেশের জন্য ভালো নাও হতে পারে।
    উপরের অনেকগুলিই উদাহরণ তার প্রমান।
  • SB | 114.31.249.105 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৪০425047
  • আরে bb দু:খ পাচ্ছেন কেন :)

    পিনাকিদের এখন সিপিএমের সেই আমরা ২৩৫ ওর ২৯ অবস্থা হয়েছে, মতের মিল না হলেই সেটা ভাট। এরে কয় reflected glory ;-)
  • Arijit | 61.95.144.122 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৫২425048
  • "এই মুহূর্তে ওখানকার মানুষ কি চায়'

    স্কুল, হাসপাতাল, রাস্তা - বেসিক নেসেসিটির অভাব আছে অনেক জায়গায় - ফ্যাক্ট। লোলেগাঁও থেকে ছোট ছেলেমেয়েরা হেঁটে লাভায় ইস্কুলে যায় - কারণ দিনে একটা বাস চলে, ভাড়ার গাড়ি সকলে অ্যাফোর্ড করতে পারে না। অ্যাক্সিডেন্ট/এমারেজেন্সী সবচেয়ে কাছে হল শিলিগুড়ি বা কালিম্পং। জঙ্গলের মধ্যে ইলেক্ট্রিসিটি লাইন উড়ে গেলো তো চার পাঁচ দিনের ধাক্কা। আর চায় স্টেডি ইনকাম - বা চাকরি - বা ব্যবসার স্কোপ। আলাদা রাজ্য হলে এগুলো সব হয়ে যাবে এরকম সে লোকটা বলেনি - বরং বলছিলো গুরুং এরকমটা বোঝায়। ওর পুলিশ ফোর্সে এত অল্পবয়সী ছেলেমেয়ে কেন? কারণ তাদের আর কিছু করার নেই। মোর্চার তরফ থেকে কখনো কখনো হাজার-বারোশো টাকা দেয় (সেই টাকাটা ওঠে "তোলা' থেকে)। শুধু ট্যুরিজমের ওপর নির্ভর করে একটা রাজ্য সেল্ফ-সাসটেইনড হতে পারে কি?

    মানে যেটা আমার বলার সেটা হল ডিভোর্সটা একদম শেষ অপশন। তার আগের অপশনগুলো এক্সপ্লোর করে শেষ হয়ে গেলে তবেই...
  • Blank | 59.93.168.138 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৮:০৪425050
  • এমনিতেও জনসংখ্যার ৫৭% হলো গোর্খা। তো পিনাকি দার হিসেব মতন ৯৫-৫ না হওয়ার চান্স টাই বেশী। তবে হ্যাঁ, ৯৫ % লোক কিন্তু ভয়ানক ভয় পায়।
    আর এদ্দিন ধরে উত্তর বঙ্গ ঘুরে যা মনে হয়েছে, গোর্খা ল্যান্ড হলো কি না হলো, সেসব নিয়ে ছাপোষা লোকেদের খুব বেশী মাথা ব্যথা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন