এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অন্ধ্র বনাম তেলেঙ্গানা

    o
    অন্যান্য | ০৯ ডিসেম্বর ২০০৯ | ৩৮৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:০১425084
  • এই হিন্দির কেসটায় কী একটা গুপি আছে। কাকে রাষ্ট্রভাষা করা হবে তাই নিয়ে ভোটাভুটি হয়েছিল। তাতে কে একজন হিন্দিভাষী কাস্টিং ভোট দিয়ে হিন্দিকে জিতিয়ে দিয়েছিল।
  • lcm | 69.236.163.114 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:০৬425085
  • ঈশান-এর পোস্ট পড়ে একটু হাসি পাচ্ছে---
    ১) সোভিয়েত জমানায় ইউক্রেন ইচ্ছে করলেই আলাদা হতে পারত... --- হে, হে
    ২) পোস্ট পড়ে মনে হবে যেন, হিন্দি-হিন্দুস্তানি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ফটাফট রাজ্যের দাবী উঠছে -- হে হে (ডিডিদাদা অবশ্য এ নিয়ে বলে দিয়েছেন)
    ৩) ... জনজাতিগুলিকে ভারতীয় কাঠামোর মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, ভাষার অধিকার, অধিকতর ক্ষমতা... অবিলম্বে দেওয়া উচিত... এবং এর জন্য একটা কমিশন বানাও --- এবং, তাদের রিপোর্টের আশায় বসে থাকো, হা হা হা

  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:১০425086
  • হিন্দি রাষ্ট্রভাষা (Nationallanguage) নয় । কোনদিন ছিলও না । যে ভোটের কথা বলছেন, সেটা বোধহয় সুনীতি চাটুজ্জের । Officiallanguage ঠিক করতে ।

    http://www.merinews.com/article/hindi-our-national-language/126953.shtml

    TheConstitutionofIndiacameintoexistenceonJanuary26, 1950.ItsaidthatHindiandEnglishwouldbethe "officiallanguages" oftheCentralgovernmentofIndiatill1965 (foraperiodof15years);subsequently, Hindiwasexpectedtobecomethesole "nationalandofficiallanguage" ofIndia.ThisappliedtoCentralaswellasStategovernments.HindiandEnglishbecamethe "officiallanguages" ineverydepartmentcontrolledbytheCentralgovernment.ThisexplainswhyHindiisprominentintheIndianRailways, thenationalisedbanks, etc, whichcomeunderthepurviewoftheCentralgovernment.

    AsJanuary26, 1965neared, someinthenon-Hindibelt, particularlytheTamils, startedvoicingtheirapprehensionsopenly.TheideaofmakingHindithesolenationallanguagewasblasphemoustothestudentsasitinvolvedthesimultaneousandcompletewithdrawalofEnglish, evenasamediumforcompetitiveexaminationsforjobsandeducation! Thismeantthatthenorthernregionwouldbaggovernmentjobsanddominatethefieldofeducation, giventheproficiencyinHindiofthepeopleoftheregion.Sincegovernmentjobswerethemostsoughtafterinthepre-1991era, themeasurewasseenasanindirectattempttodenyjobstotheEnglish-educatedSouthIndians.Thenon-Hindi-speakingpeoplefromSouthIndiafearedthattheywouldbediscriminatedagainstingovernmentemploymentandinotherpossibleways.Between1948and1961, onanaverage, everyyear, closeto24%ofCentralgovernmentofficialshadbeenselectedfromtheStateofMadras (thepresent-dayTamilNadu).UttarPradeshcamesecondbest, accountingforabout16%.

    The1940s, 1950sandthefirsthalfofthe1960switnessedmanyanti-Hindipro-testsintheformofpublicmeetings, marches, hungerstrikesanddemonstrationsbeforeschoolsandCentralgovernmentoffices;blackflagdemonstrationsgreetedCentralgovernmentministers.MostofthesewereorganizedeitherbytheDKortheDMKandthegeneralpublicsupportedthemfully.TherewerehundredsofsuchprotestsfromTamilNaduandthousandswerejailed.Severalhundredswereinjuredwhenpoliceusedlathi-chargetodispersethepeacefulprotesters.LalBahadurShastri, thethenPM, eventhoughsupportiveofthepro-Hindigroup, cameupwithasetofcompromisesthatdeniedHindithe "solenationallanguage" status, realisingtheseriousnessoftheissue.
  • Ishan | 173.26.17.106 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৩৮425087
  • পয়েন্ট এক। হিন্দি আপিশিয়াল ল্যাঙ্গুয়েজ। রাষ্ট্রভাষা নয়। টেকনিকালি খাঁটি কথা। কিন্তু আপামর জনতাকে জিজ্ঞাসা করুন, তারা জানে, এবং ঠিকই জানে, যে, হিন্দি রাষ্ট্রভাষা। হ্যায় কৈ মাইকা লাল, যে এটা অস্বীকার করবে? এই সেই একই পদ্ধতি, যে পদ্ধতিতে সারে জাঁহাসে আচ্ছা ভারতের জাতীয় সঙ্গীত। অর্থাৎ সেমি এবং/অথবা আন অফিশিয়ালি।

    পয়েন্ট দুই। দক্ষিণে এবং আসামে দুই জায়গাতেই হিন্দি বিরোধিতা প্রবল। সেটা ভুলে গেলে চলবেনা। তার সঙ্গে অন্যান্য জিনিস জুটেছে। সেগুলো হল ঐ জাতিসত্বার ভাবনার পরিবর্তিত এবং কিঞ্চিৎ বিকৃত রূপ। সোজা রাস্তায় না বেরোতে পারলে জমা বাষ্প তো যেদিক দিয়ে খুশি ফেটে বেরোবেই। নাকের অভাবে নরুনকে বানাবে টার্গেট।
  • dipu | 207.179.11.216 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪৮425088
  • ভারত সরকারের অফিসিয়াল নীতি হল গোটা ভারতে হিন্দির ব্যবহার প্রোমোট করা। স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট থেকে টুকে দিই .....

    “WHEREAS under article 343 of the Constitution, Hindi shall be the official language of the Union, and under article 351 thereof it is the duty of the Union to promote the spread of the Hindi Language and to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India;

    This House resolves that a more intensive and comprehensive programme shall be prepared and implemented by the Government of India for accelerating the spread and development of Hindi and its progressive use for the various official purposes of the Union and an annual assessment report giving details of the measures taken and the progress achieved shall be laid on the Table of both Houses of Parliament and sent to all State Governments;

    2. WHEREAS the Eighth Schedule of the Constitution specifies 14 major languages of India besides Hindi, and it is necessary in the interest of the educational and cultural advancement of the country that concerted measures should be taken for the full development of these languages;

    The House resolves that a programme shall be prepared and implemented by the Government of India, in collaboration with the State Governments for the coordinated development of all these languages, alongside Hindi so that they grow rapidly in richness and become effective means of communicating modern knowledge;

    3. WHEREAS it is necessary for promoting the sense of unity and facilitating communication between people in different parts of the country that effective steps should be taken for implementing fully in all States the three-language formula evolved by the Government of India in consultation with the State Government;

    This House resolves that arrangements should be made in accordance with that formula for the study of a modern Indian language, preferably one of the Southern languages, apart from Hindi and English in the Hindi speaking areas and of Hindi along with the regional languages and English in the non-Hindi speaking areas;

    4. AND WHEREAS it is necessary to ensure that the just claims and interest of people belonging to different parts of the country in regard to the public services of the Union are fully safeguarded:

    This House resolves –

    (a) that compulsory knowledge of either Hindi or English shall be required at the stage of selection of candidates for recruitment to the Union services or posts except in respect of any special services or posts for which a high standard of knowledge of English alone or Hindi alone, or both, as the case may be, is considered essential for the satisfactory performance of the duties of any such service or post; and

    (b) that all the languages included in the Eighth Schedule to the Constitution and English shall be permitted as alternative media for the All India and higher Central Services examinations after ascertaining the views of the Union Public Service Commission on the future scheme of the examinations, the procedural aspects and the timing.


    হিন্দির সঙ্গে অন্য ভাষাগুলোরও উন্নতি হলে খুশিই হব, তবে আমাদের ধ্যান-জ্ঞান-চিন্তামণি হিন্দি ....এই হচ্ছে আপিসিয়াল স্ট্যান্ড।
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৫০425089
  • 'রাষ্ট্রভাষা' লেখাটা ঠিকঠাক আসছে না কেন ? অথচ লেখার সময় ঠিক দেখছি ।
  • dipu | 207.179.11.216 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৫৩425090
  • কী ভুল এলো?
  • Rajdeep | 125.22.62.70 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১১:০২425091
  • হাবঢ়া জ্যাবার গাড়ি দো নাম্বার প্লাটফারমে অ (যফলা)সছে
    মাঝেমাঝে তো মনে হয় ""জ্যানাগান "" মাইকে বসে

    বর্ধমান ষ্টেশনেই যদি এরকম ঘোষণা হয় , তাও বেশিরভাগ সময় পিওর হিন্দিতে ;কেন লোকে খচবে না ? অন্যত্রও সিওর এরকমই হচ্ছে
  • dukhe | 122.160.114.84 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১১:০৩425092
  • র-ফলা টা ভ-এর তলায় চলে যাচ্ছে । ফাফ ৩ এ দেখছি আমি ।
  • dipu | 207.179.11.216 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১১:০৬425094
  • অ। ফাফ তে এর আগেও কী একটা বাংলাপ্লেনে লেখার কয়েক জায়গায় উল্টোপাল্টা দেখাচ্ছিল। এর ওষুধ জানি না।
  • 0 | 194.3.18.6 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:১৮425095
  • শুধু ভারতের মধ্যে কথা-বলিয়ের পারসেন্টেজের হিসেবে নেপালি আছে ১৬ নম্বরে (0.28%), কাছাকাছি র‌্যাংকে আছে সিন্ধি (১৭ - 0.25%) , কোঙ্কনি (১৮ - 0.24%)।
  • SB | 114.31.249.105 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৩০425096
  • http://tinyurl.com/ydpmswh হিন্দি আমাদের রাষ্ট্রভাষা একটি মিথ, তাই নিয়ে দা উইকের কভার স্টোরি
  • Samik | 219.64.11.35 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৩৪425097
  • এইটা নিয়ে অনেকবার কচলানি হয়েছে। আমার বউয়েরও দৃঢ় বিশ্বাস হিন্দি রাষ্ট্রভাষা, মানে তাকে সেই রকমই জানানো হয়েছে হিন্দি ক্লাসে। ওদের হিন্দি পরীক্ষায় পাশ করতে হয়। প্রমাণ জিজ্ঞেস করাতে বলেছিল, সংবিধানে লেখা আছে। হাতের কাছে সংবিধান উপস্থিত না থাকার কারণে আর কথা বাড়াতে পারি নি।

    এটা কয়েক বছর আগের কথা। তারপরে রিসেন্টলি মহারাষ্ট্র বিধানসভায় ঐ আবু আজমির কেসটা দেখে, কাগজে পড়ে, আবার সুতোটা কিলবিলিয়ে উঠল। ইন্টারনেটে এখন পুরো সংবিধান পাওয়া যায়। ইন্টারনেটে একটা সুবিধা এই যে, সরাসরি ক®¾ট্রাল এফ মেরে দরকারি জিনিস সার্চ করে বের করে নেওয়া যায় পাতা থেকে। যদিও সংবিধানের সাইটে অনেক, অনেক পাতা, সব পাতা সার্ফ করা সম্ভব হয়ে ওঠে নি। তবু মোটামুটি ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ মেরে যা যা পেলাম, তাতে করে কোথাও পেলাম না যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। অফিশিয়াল ভাষা লেখা আছে, সংযোগকারি ভাষা লেখা আছে, রাজভাষা বা রাষ্ট্রভাষা লেখা নেই। ঐ নিয়ে কোনও কথাই খুঁজে পাই নি।

    তা হোক, সংবিধান অনেক বিশাল জিনিস, হতেই পারে আমি পুরো খুঁজি নি ঠিক করে। হিন্দুস্তান টাইম্‌সের এডিটোরিয়াল পেজে কেউ একজন আর্টিকল লিখলেন তার পরের দিনই, ঐ আবু আজমির কেসটার ওপরে। তাতে ঘুরিয়ে ফিরিয়ে বার বার বলা ছিল, এটা রাজভাষার অপমান, এমেনেস কী করে হিন্দি ভাষাকে অপমান করতে পারে এটসেট্রা এটসেট্রা। লাস্ট লাইনে এমনও লেখা ছিল, আফটার অল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও এটা অস্বীকার করার ধৃষ্টতা করতে পারেন না, যে, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা।

    হিন্দুস্তান টাইমসে চিঠি লিখলাম, অনলাইন যেখানে খবরটা আছে, সেখানেও ফীডব্যাক সেকশনে লিখলাম, ক্যান ইউ কাইন্ডলি শো মি আ প্রুফ হোয়্যার হিন্দি ইজ মেনশনড অ্যাজ আ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া? ইন হুইচ সেকশন, হুইচ আর্টিকল অফ কনস্টিট্যুশন অফ ইন্ডিয়া, অর এনি আদার গভর্নমেন্ট সার্কুলার?

    সে চিঠি ছাপাও হয় নি, কোনও উত্তরও আসে নি। :-)
  • SB | 59.93.196.84 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৯:২৭425098
  • শমীক, বউকে এই সপ্তাহের উইকটা প্রেজেন্ট করে দিন, যেখানে ঐ মিথটা নিয়ে লেখাটা আছে :)

    সংবিধানের ৩৪৩ নং ধারাতে আছে হিন্দি ভারতের অফিসিয়াল ভাষা, ব্যাস।
  • kd | 59.93.198.168 | ২৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫425099
  • মজার কথা, ইংরিজি আমেরিকার (USA) অফিসিয়াল ভাষা নয়। ওদের এখনও পর্যন্ত কোন অফিসিয়াল ভাষা নেই (যদিও অনেকবারই চেষ্টা করা হয়েছে)।
  • ranjan roy | 115.184.125.161 | ২৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১425100
  • অফিসিয়াল কাজকম্মের বাংলা হল সরকারী কাজ, হিন্দিওলারা করেছে রাজকাজ। খেয়াল করুন বাজপেয়ী সেইসব দিনে মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন।
    সংবিধান ইংরেজিতে লেখা। তাই অফিসিয়াল ল্যাংগুয়েজ হল রাজভাষা। এ'পর্য্যন্ত ঠিক আছে।
    কিন্তু রাজভাষাকে ""রাষ্ট্রভাষা'' করে ""রাষ্ট্রগীত'' বা ""রাষ্ট্রগান'' এর মত স্যাক্রোস্যান্‌কট করে তোলাটা আদপে হাত কী সাফাই!
  • Samik | 122.162.75.142 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৮:১২425101
  • ঠিক। সরকারি, মানে গভর্নমেন্ট স্কুল কলেজ হাসপাতালের নাম হিন্দিতে রাজকীয় বিদ্যালয় মহাবিদ্যালয় অস্পতাল।

    রাজা থাকুক বা না-ই থাকুক।
  • pi | 172.129.44.87 | ০২ আগস্ট ২০১৩ ০১:১৬425102
  • এটা তুল্লাম।
  • b | 24.139.196.8 | ০২ আগস্ট ২০১৩ ১৬:২৮425105
  • আসামের আপডেট (কারণ মেনস্ট্রীম ভারত এদিকে দেখে না)
    ১।গতকাল থেকে কার্বি আংলং স্বশাসিত এলাকায় মারামারি শুরু হয়েছে।
    ২। বোড়ো স্বশাসিত অঞ্চলে আজ বারো ঘন্টার বন্ধ, সমস্ত ট্রেন, মালগাড়ি বন্ধ, এর পরে ইকনমিক ব্লকেড শুরু হবে।
    ৩। ওদিকে কামতাপুর রাজ্যের দাবীতেও বন্ধ ডাকা হচ্ছে বা হবে। মুশকিল। কারণ কামতাপুর আর বোড়োল্যান্ড একই অঞ্চল দাবী করছে।
  • siki | 132.177.93.203 | ০২ আগস্ট ২০১৩ ১৭:১৫425106
  • অসম দার্জিলিং সমেত গোটা উত্তর পূর্ব ভারত এই মুহূর্তে অশান্ত। ওদিককার প্রায় সমস্ত ট্রেন আটকে গেছে। অসমে দুজন মারাও গেছে পুলিশের গুলিতে।
  • ranjan roy | 24.99.75.81 | ০৩ আগস্ট ২০১৩ ০১:১২425107
  • মজার ব্যাপার।
    দার্জিলিং কে কিছুতেই বঙ্গ থেকে আলাদা হতে দেওয়া হবে না-- এই স্ট্যান্ডে দিদির দল-দাদার দল একমত।
    ডিবেটে যখন গোর্খা আন্দোলনের প্রতিনিধি বললেন যে সিপিএম সরকারের শ্বেতপত্রেই ছিল যে অমুক সালে বৃটিশ -সিকিম- নেপালের মধ্যে চুক্তির ফলে দার্জিলিং বঙ্গের অন্তর্ভুক্ত হয়, আগে ছিল না এবং কয়েক দশক আগে অবিভক্ত সিপিআই দার্জিলিং এর স্বতন্ত্র হওয়ার দাবি সমর্থন করেছিল তখন প্রাক্তন বাম মন্ত্রী অশোক বাবু স্বীকার করলেন যে এটাই ফ্যাক্ট, কিন্তু ওসব তো এখন ইতিহাস!
    আর তেলেঙ্গানা নিয়ে বিল বিতর্কে বামেরা দিদির সঙ্গে থাকবেন জানিয়েছেন।
    কেন্দ্রীয় পুলিশ দিয়ে আন্দোলন দমনের ব্যাপারে দুই দলাই ঐক্যমত। মজার ব্যাপার- দুই দলই নিজেদের সমর্থকরা ভাঙচুর করলে বলেন --- আমরা করিনি ,জনগণ অন্যায়ের প্রতিবাদে নিজেরা করেছে।কিন্তু বিরোধীরা এসব বা ধর্ণা-অবরোধ করলে আইন-শৃংখলা ভেঙে পড়ার কথা তোলেন।

    এদিকে তেলেঙ্গানার পক্ষে সিপিআই ও ফব আর অবিভক্ত বঙ্গের পক্ষে সিপিএম ও আর এস পি!

    স্বতন্ত্র দার্জিলিং হলে লাভ-লোকসান কি হবে সে নিয়ে দুপয়সা হোক না!
    আমি তো স্বতন্ত্র ৩৬গড়ের অভিজ্ঞতায় লাভই লাভ দেখছি, লোকসান এখনো চোখে পড়েনি।
  • pi | 118.12.168.34 | ০৩ আগস্ট ২০১৩ ০১:১৫425108
  • রঞ্জনদা, ফেবুর ঐ থ্রেডটা একটু দেখুন। অনন্য, শতদ্রুর পোস্টগুলো। ব্যাপারস্যাপার বড়ই জটিল ঃ(
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৩ ০৭:৫৭425109
  • RR
    "এই স্ট্যান্ডে দিদির দল-দাদার দল একমত"

    GNLF-এর সঙ্গে বাম সরকারের সঙ্গে যে চুক্তি হয় তাতে পরিষ্কার লেখা ছিল যে GNLF গোর্খাল্যান্ডের দাবী বাতিল করছে.......। আর পরিবর্তনের সরকারের সঙ্গে GJM-এর যে ত্রিপাক্ষিক চুক্তি হয় তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে গোর্খাল্যান্ডের দাবী মেনে নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে...... কালকে বিভিন্ন আলোচনা চক্রে এই দুটো চুক্তির ফারাকটাকে অনন্তঃ হাফ ডজন বার পড়ে শোনান হয়েছে।

    তাহলে দাদা-আর দিদির স্ট্যান্ড এক কি করে হয়?
  • b | 135.20.82.166 | ০৩ আগস্ট ২০১৩ ০৮:৪২425110
  • ১। স্ট্যান্ড তো এক-ই। দার্জিলিং অবিচ্ছিন্ন অংশ এবং তাকে আলাদা হতে দেওয়া হবে না। মমতা এখন যা বলছেন। বুদ্ধদেব এর আগে যা বলতেন।

    ২। আইডেন্টিটি পলিটিক্সকে উন্নয়নের পলিটিক্স দিয়ে চাপা দেওয়া যাবে না, মগনবাবু।

    ৩। মাঝে মধ্যে মনে হয় ব্রিটিশগুলোকে ধরে এনে পরের পর ডি পি এল দিয়ে যাই।

    ৪। উচিৎ ছিলো, দার্জিলিং বহু আগেই, স্বাধীনতার পর পর দিয়েই, ইউনিয়ন টেরিটরি করে দেওয়া। এখন টু লেট।

    ৫। ম্যাপ বড়ই সর্বনাশা জিনিস। সিলেবাস থেকে তুলে দিন।
  • ladnohc | 37.62.242.86 | ০৩ আগস্ট ২০১৩ ১৩:০৪425111
  • কার্বি আংলং তে ডিফু ও নৈলালং স্টেশনের মাঝে প্রায় ৬০০মিটার রেললাইন খুলে দিয়েছিলো কার্বি অ্যাক্টিভিস্টরা।
    আজ রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেণ্টের তরফ থেকে ট্রাক ফিট দিলেও সিক্যুরিটির তরফ থেকে চলাচলের পার্মিশন দেওয়া হ​য় নি, ফলে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ র​য়েছে।
  • sch | 126.203.180.73 | ০৩ আগস্ট ২০১৩ ১৩:৩৭425112
  • রঞ্জন দা ছত্রিশগড়ের অভিজ্ঞতা বললেন - আপনার কি ঝাড়খন্ড সম্বন্ধে একই মতামত ? লাভই লাভ? হলে একটু জানান প্লিজ
  • . | 37.62.242.86 | ০৩ আগস্ট ২০১৩ ১৩:৩৮425113
  • *৬০০০মিঃ
  • PT | 213.110.243.23 | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১৩425114
  • এই ব্যাপারটা কাঁচের মত পরিষ্কার - ঘোলা করার কোন স্কোপ নেইঃ

    The Darjeeling Gorkha Hill Council was the result of the signing of the Darjeeling Gorkha Hill Council Agreement between the Central Government of India, the West Bengal Government and the Gorkha National Liberation Front in Kolkata on August 22, 1988.......The signatories to this tripartite agreement were: C.G. Somaih, Union Home Secretary (on the behalf of the Central Government of India), R.N. Sengupta, the State Chief Secretary (on the behalf of the Government of West Bengal) and Subhash Ghisingh (on the behalf of Gorkha National Liberation Front as the representative of the people of Darjeeling District). The Union Home Minister, Buta Singh, and the West Bengal Chief Minister, Jyoti Basu, also put their signatures on the agreement.

    এই accord-এ লেখা ছিল যে GNLF গোর্খাল্যান্ডের দাবী বাতিল করছে। কাজেই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত এই চুক্তিই কার্যকর ছিল। সেই হিসেবে বুদ্ধবাবুর মুখের কথা আর চুক্তির কোন তফাৎ নেই।

    কিন্তু মমতা যে নতুন চুক্তি করেছেন তাতে গোর্খাল্যান্ডের অস্তিত্বকে মান্যতা দেওয়া হয়েছে। ডুয়ার্স তরাই ইত্যাদি জায়্গায় ভোটে জেতার জন্য মমতা গুরুঙ্গের সঙ্গে হাত মিলিয়েছিলেন। গুরুঙ্গ তাই ত্রিপাক্ষিক চুক্তি করে তার প্রাপ্য pound of flesh (গোর্খাল্যান্ডের স্বীকৃতি) লিখিত ভাবে আদায় করেছে। মমতা মাওদের সঙ্গে তিনোদের ভ্ড়িয়ে দিয়েছিলেন-তারপরে খুন জখমে হাত-পাকানো লোকগুলো তিনোতে ফিরে এসেছে আর কিষেণজীকেও বিদেয় করা গেছে। কিন্তু জঙ্গলমহলের এই খেলাটা মমতা পাহাড়ে (এখনো) খেলতে পারেননি। তাঁর মুখের কথা এখন ফাঁকা আওয়াজ-কেননা তিনি লিখিত ভাবে গোর্খাল্যান্ডকে মেনে নিয়েছেন।
  • Anirban Gangopadhyay | 24.99.102.195 | ০৪ আগস্ট ২০১৩ ০০:২৪425116
  • আলাদা গোর্খাল্যান্ড দাবীর বিরুদ্ধে কথা বলার সময় সমতলের বাঙালীদের যুক্তির চেয়ে আবেগ ও অধিকারবোধ বেশি কাজ করে। পশ্চিমবঙ্গের মাথায় শৈলরানী দার্জিলিং এই মানসিক সুখানুভুতিই অধিক মাত্রায় ক্রিয়াশীল থাকে। মনে রাখা দরকার যে দার্জিলিং কালিংপং সমেত সমগ্র ডুয়ারস মাত্র ১৯৩৫ সালে বৃটিশ সরকারের আদেশে তৎকালীন অভিভক্ত বাঙ্গালা প্রদেশের অন্তর্ভুক্ত হয়। এর আগে ১৯১৯ সালে ভারতীয়রা প্রাদেশিক সায়ত্বশাসনের অধিকারী হয়ে বঙ্গীয় প্রাদেশিক সমিতি নির্বাচিত করেছে। কিন্তু সেই সমিতিতে পাহাড়ের কোন প্রতিনিধিকে গ্রহন করার কোন ব্যবস্থা ছিলনা। পাহাড় Governor (ছোট লাট সাহেব) দ্বার শাসিত হত। বাংলা প্রদেশের অঙ্গ ছিল না। মাত্র ১৯৩৫ সালে বৃটিশ সরকার পাহাড়কে বাংলা প্রদেশের অন্তর্ভুক্ত করে। এর সাথে মনে রাখা দরকার যে ১৮৩৫ সালে সিকিমের মহারাজের সাথে এক চুক্তির দ্বারা দার্জিলিং পাহাড়ের ২৪০ বর্গমাইল জমি ইষ্ট ইন্ডিয়া কোম্পনির সরকারের দখলে আসে। আর কালিংপং সমেত সমগ্র ডুয়ারস ভুটান রাজ্যের অন্তর্গত ছিল। ১৮৬৫ সালের ইংরেজ-ভুটান যুদ্ধে ভুটান রাজ পরাজিত হলে এই ভুখন্ড ইংরেজদের করায়ত্ব হয়। পরবর্তী কালে দারজিলিং পাহাড়ের সাথে যোগ করে দারজিলিং জেলার উৎপত্তি হয়। এবং এই জেলা ১৯৩৫ সালে পাকাপাকি ভাবে বাংলা প্রদেশের অঙ্গ করা হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধ আন্দোলনে যখন বাংলা আলোড়িত হয়েছিল তখন সেই বাংলায় দারজিলিং পাহাড় সমেত ডুয়ারসের কোন অস্তিত্ব ছিল না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন