এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ১৫ নভেম্বর ২০০৯ | ৪৯৯৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anandaB | 170.35.224.65 | ১৪ মার্চ ২০১০ ১২:২২430668
  • কৃষ্ণকলি, sorry আমার খেয়াল করা উচিৎ ছিলো যে আপনার আরো একটি লেখা রয়েছে... হ্যাঁ আমি 3 idiots-এর অনুবাদের ব্যাপারেই বলেছিলাম

    অক্ষ,ধন্যবাদ
  • kallol | 115.184.46.194 | ১৪ মার্চ ২০১০ ১২:২৮430669
  • অরণ্য - আপনি মাসুমের সাথে যুক্ত হতে চান জেনে খুব ভালো লাগছে।
    মাসুম প:ব: ভিত্তিক মানবাধিকার সংগঠন। আমাদের অপিস হাওড়া শহরে গুইটেন্ডাল লেনে।
    আপনি [email protected] এ মেল করুন। কিরীটি মাসুমের প্রাণপুরুষ। ও-ই বলতে পারবে আপনি কিভাবে মাসুমকে সাহায্য করতে পারেন।
  • Tim | 71.62.121.158 | ১৪ মার্চ ২০১০ ১২:৪০430670
  • কলিদির লেখাদুটো ভালো লাগলো। থ্রি ইডিয়েটস নিয়ে টইতে এই নিয়ে আরো খানিক আলোচনা হতেই পারে।

    এদিকে আবাপ খুলেই এই লিংটা পেলাম। :-)
    http://www.anandabazar.com/14bdesh1.htm
  • nyara | 122.172.38.48 | ১৪ মার্চ ২০১০ ১২:৫৩430671
  • কণিষ্ক লাহিড়ীর রিভিউ পড়ে দুটো ঘটনা মনে হল।

    প্রথমটা অ্যানেকডোটাল। সত্যতার গ্যারান্টি নেই। সত্যজিতের নায়ক ছবিতে একটা সিকোয়েন্স এরকম ছিল যে নায়ক চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে মদ খাচ্ছে। পরের শটে চলন্ত ট্রেন থেকে লাইন দেখা যাচ্ছে। আবার ব্যাক টু নায়ক। তো বাঙালী আঁতেলরা ভেবে আকুল। তাদের মানিকদা কী বোঝালেন। দিস্তে দিস্তে সিগারেট পুড়ল, প্যাকেট প্যাকেট প্রবন্ধ জমা হল। কিন্তু সুরাহা হল। তখন আঁতেলরা তাদের মানিকদাকে জিগেস করলেন। মানিকদা মুচকি হেসেছিলেন।

    অন্যটা শম্ভু মিত্রর জবানীতে ও লেখনিতে। উনি বলেছিলেন তথাকথিত অশিক্ষিতরা নাটক ভাল উপলব্ধি করে, কারণ তাদের প্রিটেনশন নেই।

    লাহিড়ীবাবুর রিভিউ পড়ে কেন এগুলো মনে হল? কারণ ওভার-অ্যানালিসিস। এরকম ওভার-অ্যানালিসিস পড়ে বেশি করে মনে হয় আমাদের আর্ট অ্যাপ্রিসিয়েশনের ফর্মাল কোর্স আরও বেশি অ্যাক্সেসেবল হওয়া উচিত। নইলে ওভার-অ্যানালিসিসের আঁতেলপনা বেসিক আর্ট অ্যাপ্রিসিয়েশনের বারোটা বাজিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরাও এরকম ব্রেনডেড আঁতলামো পড়ে বড় হয়েছি। নিজেরাও করেছি। ভেবেছি মানিকদার পরেই আমি। কাজেই পরে যখন নিজেদের এই আঁতলামোর ব্যপারটা উপলব্ধি করেছি ও করছি, তখন দেখছি ঠেকায় পড়ে প্রচুর আনলার্নিং করতে হচ্ছে।

    ব্যক্তিগতভাবে দেখেছি এই করতে গিয়ে নাটকের কি গানের কি ছবি দেখার আনন্দ ও উপলব্ধি অনেক বেড়ে গেছে।
  • h | 121.242.108.34 | ১৪ মার্চ ২০১০ ১৩:১১430672
  • এতদ্বারা কি থ্রি ইডিয়টস আর নায়ক এক-ই মানের ছবি হইল?

  • Sibu | 68.29.193.69 | ১৪ মার্চ ২০১০ ১৯:৫২430673
  • মনে হয় না। থ্রি ইডিয়টস দেখে পয়সা বেশী উসুল হল তো।
  • tatin | 70.177.57.60 | ১৪ মার্চ ২০১০ ২০:৩৪430674
  • হ্যাঁ, নায়কের থেকে থ্রি ইডিয়ট্‌স দেখতে বেশি ভালো লাগলো
  • aka | 24.42.203.194 | ১৪ মার্চ ২০১০ ২১:০৫430675
  • হ্যাঁ কোথায় কাপুর আর কোথায় ঠাকুর।
  • SS | 131.193.196.148 | ১৫ মার্চ ২০১০ ০০:০২430676
  • কৃষ্ণকলির লেখায় বেশ কতকগুলো ইংরেজী নাম ভুল লেখা দেখলাম। গুরু কমিটি, পারলে এগুলো ঠিক করে দিন।
    একেবারে শেষের দিকের একটা প্যারাগ্রাফে (বাঁদিকে টাইপো আর ডানদিকে ঠিক উচ্চারণ) :
    *নেয়িত্রি--- (Neytiri) নেইতিরি/নেইটিরি
    *মাইকেল--- (Michelle) মিশেল (মাইকেল তো ছেলেদের নাম! )
    *সিজার্নী--- (Sigourney) সিগর্নী
    *রিবিচি--- (Ribisi) রিবিসি

    ডি:- উচ্চারণগুলো টিভি/ইউ টিউব থেকে শোনা।
  • saikat | 202.54.74.119 | ১৫ মার্চ ২০১০ ১২:১৮430678
  • ন্যাড়াদার গল্পটা কি 'নায়ক' নিয়ে নাকি 'মহানগর'-এর শেষ দৃশ্যের জোড়া বাল্বের মধ্যে একটা নিবে থাকা নিয়ে?

    তবে লাহিড়ীবাবুর লেখাটা খারাপ না তো, যখন লেখাটার শিরোনামেই 'সমালোচনা' শব্দটা আছে। সিনেমাটা রিলিজের পরে তো কাগজের লেখাগুলোতে আমীর খানকে মোটামুটি শিক্ষাসংস্কারকের ভূমিকায় দেখা হচ্ছিল - প্রথমে 'তারে জমিন পর' তারপর এটা। সেই রকম লেখা পড়েই হয়ত এই লেখাটিও।
  • Blank | 170.153.65.102 | ১৫ মার্চ ২০১০ ১৩:০৪430679
  • অবতার নিয়ে কলিদির লেখাটা খুব ভালো লাগলো। সিনেমাটা আগা থেকে গোড়া বোর লেগেছে 2D তে দেখে। 3D টা দেখতে যাবো, শুনেছি 3D টা নাকি 'দেখার মতন'। অবশ্য সে তো তাজমহল থেকে গ্র্যান্ড ক্যানিয়ন, অনেক কিছুই দেখার মতন।
    পুরো সিনেমাটাই সেই হলিউডি ধাঁচে তৈরী সাদা কালো সিনেমা একটা। ভালো রা সবাই খুব ভালো, খারাপরা সবাই খুব খারাপ। এমনকি তাদের মুখে অব্দি হিংস্র কাটা কুটি দাগ। এদিকে ভালো রা এমন ভালো যে তারা একদম engels এর বই থেকে উঠে আসা সমাজ বানিয়ে থাকে। সবাই তাদের চারপাশের প্রকৃতির সাথে ভয়ানক ভাবে যুক্ত। কারন প্রকৃতিবাদ এখন লোকে ভালো 'খায়'। তারা আবার শিকার করে সেই শিকার করা প্রানীর আত্মার কাছে ক্ষমা চায়। একদম মহঙ্কেÄর চুড়ান্ত !! অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতির মতন সৎ। খালি উনি খানিক দেরী করে ফেলেছিলেন আর কি। আর সবশেষে দুষ্টের দমন শিষ্টের পালন মার্কা মহাভারত।
    ক্যামেরনের একটাই নতুন ধরনের লাগলো, তা হলো প্রেক্ষাপট হিসেবে একটা অন্য গ্রহ বেছে নেওয়া। হয়তো অন্য কিছু বেছে নেওয়ার মতন দু:সাহস ছিলো না।
  • Blank | 170.153.65.102 | ১৫ মার্চ ২০১০ ১৩:০৬430680
  • থ্রি ইডিয়টস নিয়ে লেখা গুলো পড়ে ফেলবো কাজের ফাঁকে ফাঁকে।
  • Blank | 170.153.65.102 | ১৫ মার্চ ২০১০ ১৪:৪২430681
  • 3 idiots নিয়ে কনিষ্ক বাবু অনেক কিছু লিখেছেন, প্রচুর খেটে খুটে। অত কিছু লিখে একটা ঝুল সিনিমাকে ঝুল প্রমান করার কোনো দরকারই ছিলো না। তবে লেখাটা বেশ হয়েছে ...
  • h | 203.99.212.54 | ১৫ মার্চ ২০১০ ১৫:৫১430682
  • আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য আছে। আমার ধারণা আমেরিকা (মানে ইংরেজি বলা মার্কিন যুক্তরাষ্ট্র) দেশটায় রূপকথা ব্যাপারটা স্লাইট ঘাঁটা। মানে প্রায় নেই। ইন্ডিয়ান দের রূপকথা ডকুমেন্টেড থাক বা না থাক, 'হারিয়ে' গেছে বলাই যায়। দুইটা রূপকথা বেঁচে আছে, প্রথমটা হল আমেরিকান ড্রিম ইত্যাদি, রূপকথার তুলনায় একটা টডলার টাইপের, বয়সে বা পলিটিক্সে সবসময়ে কুলায় না, আর বাকি একটা রূপকথা যেটাকে হয় ইন্ডিটারমিনেট সময়ে, নয় ইনডিটারমিনেট স্পেসে, প্লেস করে বিভিন্ন ভাবে তৈরীর একটা চেষ্টা চলছে, হলিউডে, স্পেকটাকল তৈরীতে এই কনটেন্টের জুড়ি কম। এই কথাটা আমার লর্ড অফ দ্য রিংস দেখার সময়ে মনে হয়েছিল।
    মহার্ঘ কিসু না, অনেকেরি হয়তো অতি সংক্ষেপে এটা মনে হয়েছে।
  • h | 203.99.212.54 | ১৫ মার্চ ২০১০ ১৫:৫২430683
  • অভাতার দেখে আবার মনে হল।

    এমনিতে কমপ্লিট বলক্স। আলোচনার মত কিস্যু নাই। স্পেকটাকল তো দেখার জিনিস, বলার না।

  • kk | 67.187.111.178 | ২৩ মার্চ ২০১০ ১৯:৫৬430684
  • 'অন্য যৌনতা' নিয়ে আমার একটা কথা বলার আছে। কিন্তু সেটা এবারের অন্য যৌনতায় বেরোনো লেখা নিয়ে নয়। কোথায় লিখবো বুঝতে পারছিনা ব'লে এখানেই লিখলাম। এতদিন অব্দি অন্য যৌনতায় যত লেখা বেরিয়েছে তার মধ্যে গে পুরুষের বলা কথা পড়েছি, শরীরে পুরুষ কিন্তু মনে নারী এমন মানুষের বলা কথা পড়েছি কিন্তু উল্টো দিকটা? কোনো লেসবিয়ানের মনের কথা, কোনো পুরুষ মনের শরীরে নারীর মনের কথা একবারও দেখতে পাই নি তো। আমি এঁদের কথাও শুনতে চাই। সম্ভব কি?
  • pi | 72.83.210.50 | ২৩ মার্চ ২০১০ ২০:১৩430685
  • লেসবিয়ানদের বেশ কিছু অ্যাকাউন্ট আছে। সেগুলো আসবে বৈকি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, নারী শরীরে পুরো পুরুষ মন এবং তাঁরা সেক্স পরিবর্তনের কথা ভাবলেন, এরকম ঘটনা প্রায় শোনাই যায়না। আমি অন্তত এটা আমার ও অনেকদিনের প্রশ্ন। নাকি, তাঁরা লেসবিয়ান হয়েই কাটান, জানিনা।

    আমাদের সমাজে, পুরুষেরা মেয়েলি হলে খোরাক হন, চরম ক্ষেত্রে এদের হিজড়ে বা লউণ্ডা না কোথি হয়ে যেতে হয়, কিন্তু মেয়েরা পুরুষালি হলে , পুরুষের মত পোষাক আশাক পরলে সেভাবে হাস্যাস্পদ হন না, সেটাই কি একটা কারণ ?
  • kk | 67.187.111.178 | ২৩ মার্চ ২০১০ ২১:৫৪430686
  • হতে পারে সেটা কারণ। কিম্বা হয়তো বায়োলজিক্যাল কোনো কারণে এই রকম মেয়ের সংখ্যা কম্পারেটিভলি অনেক কম। কিম্বা,এঁরা হয়তো খুলে বলতে স্বচ্ছন্দ নন। কি জানি? প্রশ্ন গুলোর উত্তর অনেকদিন ধরে খুঁজছি। আমার কিছুটা চেনা একজনকে এই নিয়ে লেখার জন্য অনেকদিন ধরে খুঁচিয়েও যাচ্ছি। দেখি।
  • Guruchandali | 72.83.210.50 | ২৪ মার্চ ২০১০ ১০:২৮430687
  • ----------------------------------------------------
    এবারের বুলবুলভাজায় রইলো 'পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মাওবাদী আন্দোলন : কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ'।

    'অন্য যৌনতা' বিভাগে এবার 'খিল্লির খতিয়ান'।
    প্রকাশিত হয়েছে দুটি লেখা।

    'হাসতে লেডিস! হার্টে যদিও সাচ্চা' ও 'শয়তানের ওকালতি'।
    -------------------------------------------------------
  • Shuchismita | 71.201.25.54 | ২৫ মার্চ ২০১০ ১৭:৩০430689
  • "অন্য যৌনতা"য় সোমনাথ রায়ের যুক্তিগুলো অদ্ভুত লাগল। কোন মানুষের গয়ের রঙ, উচ্চতা, ক্লিনিকাল সমস্যা ছাড়াও হাস্যরসের অনেক উপাদান আছে। এটা ঠিক যে খুব কম লোককেই আমি এটা নিয়ে রাগ করতে দেখেছি। কিন্তু তার কতটা সত্যি করেই স্পোর্টিংলি রসিকতাকে অ্যাকসেপ্ট করা আর কতটা নিজেকে "কুল ডুড" প্রমান করার চেষ্টা তা নিয়ে সন্দেহ আছে। আর এগুলোকে স্পোর্টিংলি নেওয়ার তো কোন কারনই নেই। পুরো ব্যাপারটাই প্রচন্ড আনস্পোর্টিং আর নিম্নমানের রসিকতা।
  • kd | 59.93.192.199 | ২৫ মার্চ ২০১০ ১৯:২৭430690
  • ঠিক বলেছো। এই যে কেউ কেউ যখন আমার মাথাটা কর্পোরেশনের ফুলবাগান বলে, তখন মুখে হাসি থাকলেও অন্তরে কি ব্যথা লাগে না?
    :)
  • kanti | 125.20.14.30 | ২৫ মার্চ ২০১০ ২০:২৫430691
  • আমি সুচিস্মিতার সংগে সম্পূর্ন সহমত। কিন্তু আমার আরও মনে হয় , যে সব পুরুষেরা বাহ্যিক ভাবে পোষাকে বা
    রূপসজ্জায় নারী সুলভ,তারা যেন ভিতরের এক তীব্র তাড়নায় এমন আচরন করেন যার উপর কোন নিয়ন্ত্রন তার সাধ্যের বাইরে।
    এদের চোখে-মুখে আমি এক ধরনের অসহায়তা ফুটে উঠতে দেখতে পাই। উধাহরন : ঋতুপর্ন ঘোষ। অবশ্য এটাএকান্তই
    আমার ব্যক্তিগত অবজারভেশন।ও মত।
  • vikram | 193.120.76.238 | ২৫ মার্চ ২০১০ ২০:২৭430692
  • কিন্তু আমাকে নিয়ে লোকে নানা খিল্লি করে এবং তাতে আমি দুর্ধর্ষ রাগ করি, এটা ঘটনা। চেনো না আমায় হুঁ হুঁ বাওয়া। আমার নাম, তুল কালাম।

  • vikram | 193.120.76.238 | ২৫ মার্চ ২০১০ ২০:২৮430693
  • আর আমি?আমি যে গত দু বছর থেকে তিন বছর যাবৎ পোয়াতি, তার কি হবে?

  • aka | 168.26.215.13 | ২৫ মার্চ ২০১০ ২০:৪১430694
  • সোমনাথের লেখাটায় মাঝে দু একটা এন্টার পড়লে ভাল হত। অত বড় প্যারাগ্রাফ তায় ছোট ছোট ফন্ট, পড়তে বড় অসুবিধা হচ্ছে।

    আর বন্ধুকে নিয়ে ইয়ার্কি আর যাকে তাকে নিয়ে প্রফিট মেকিং প্রোগ্রামে ইয়ার্কি এক নাকি। বিদেশ হলে ঋতুপর্ণ শ্যু করতে পারে মনে হয়। তবে সেদিন যা ভাব দেখলাম তাতে তো মনে হচ্ছে গটাপ কেস।
  • a x | 99.165.170.39 | ২৫ মার্চ ২০১০ ২০:৫৩430695
  • ধুর মশাই, কত কত লোক বাইরে সারাজীবন "ম্যাচো" ইমেজ বজায় রেখে বৌ বাচ্চা নিয়ে সংসার করল, অনেক পরে একদিন জানা গেল সে ক্রস ড্রেসার, মেয়েদের মত জমা কাপড় পরার ইচ্ছেটাকে গোটা জীবন দমন করে এসেছে। শুধু জামা কাপড় পরা না, পুরো লাইফ স্টাইলটাই সাজিয়ে রাখতে বাধ্য হয়েছে।
  • vikram | 193.120.76.238 | ২৫ মার্চ ২০১০ ২১:১৩430696
  • আমারও তাই। জিভ আর পকেটএর কোনও সাযুজ্য নাই। জোর করে অন্যরকমভাবে থাকি।
  • tatin | 130.39.149.5 | ২৫ মার্চ ২০১০ ২২:৪১430697
  • ভারতে মেল-ফিমেল রেশিও ১৫-৬৪ বছরের জন্যে ১.০৬১

    পলিঅ্যান্ড্রি ও পতিতাপল্লীকে বাদ দিলে প্রায় দেড় কোটি পুরুষ যৌনেচ্ছা দমন করে রাখছেন
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ২০:৩৬430698
  • akaবাবুর মত আইট গাইএর কাছে এই ছোট ফন্টের অভিযোগ আশা করিনি।

    না জানা থাকলে জেনে নিন, কীবোর্ডে, ক®¾ট্রাল ধরে রেখে প্লাস বাটনটা প্রেস করুন, ফন্ট সাইজ বেড়ে যাবে :)
  • aka | 168.26.215.13 | ২৬ মার্চ ২০১০ ২০:৪৪430701
  • আর এন্টারটা? ওটা দেওয়া যাবে নি। :))

    দুটো প্রবলেম, এক এন্টার, দুই, ছোট ফন্ট। ফন্ট চেঞ্জ করতে জানি, কিন্ত সেটিংস চেঞ্জ করে করে পড়া কি আর যায়। আবার ভাট বা টইতে গেলে সেটিংস চেঞ্জ করতে হবে। এইসব আর কি। ঠিক ইউজার ফ্রেণ্ডলি নয়। গুরুর ফন্ট সাইজ টা একটু বাড়ালে ভাল হয় প্রকাশিত লেখাগুলোর ক্ষেত্রে। ভাট বা টই ঠিকাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন