এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ১৫ নভেম্বর ২০০৯ | ৫০৭১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • suchetana | 122.172.106.160 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৫430602
  • রাত্তির কি গুরু ছাড়া আমার সাথে কথা বলবে না?
  • rimi | 168.26.215.135 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০২:৩১430603
  • সুচেতনার লেখা দারুণ লাগল। খুবই সরস লেখা। ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার গপ্পো পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলাম প্রায় :-))))))
  • suchetana | 122.172.52.74 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২০430604
  • রিমি :))। আরো যা সব মা দেখি না চারপাশে। আরেকটা বুলবুলভাজা হয়ে যাবে -- সন্তান, মা ও প্রতিযোগিতা ।
  • rimi | 24.42.203.194 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৬430605
  • সুচেতনা, প্লিজ লিখে ফ্যালো চটপট। এই নিয়ে আমারো অনেকদিনের জানার ইচ্ছা। আমার এক বন্ধুর কাছে খানিকটা শুনেছি, শুনে চোখ কপালে উঠেছে। আমার ছোটোবেলায় আমি এইরকম প্রতিযোগিতা একেবারেই দেখি নি।
  • tkn | 122.162.42.238 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮430606
  • রিমিকে ডিট্টো...
    সুচেতনা, শমীক, ইন্দোর লেখা তিনটেই খুব ভালো লাগল। ঝরঝরিয়ে পড়লাম... পড়ে ঝরঝরে লাগল :-))
  • Guruchandali | 59.164.190.208 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩২430607
  • -------------------------------------------------------------------------------------
    প্রকাশিত হল চারটি লেখা :
    ১। টুকরো খাবার - পিয়ুরসালা রানছো নি?
    ২। কূটকচা৯ - সিনে সিনেমা
    ৩। আলোচনা - বাঙালীর বই, বাংলায় মুদ্রণ
    ৪। বুলবুলভাজা - লা-জওয়াব দিল্লি : এক্সট্রা কোচ ২
    --------------------------------------------------------------------------------------
  • kc | 89.203.49.18 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:০১430608
  • অসাধারণ, অসাধারণ, সামরান হুদার লেখা অসামান্য। এই লেখা পড়ার জন্য নয়, পড়ে শোনানোর জন্য। পুরোনো দিনের গানের সঙ্গে মিলেমিশে এক অসম্ভব রকমের আনন্দদায়ক সঙ্গীত। শুধু কথা দিয়েও গান হয়.......
  • dipu | 59.164.190.208 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪১430609
  • আজকে পুরো ব্যাঙ্কোয়েট কেস। আলাদা করে যেটা বলার সেটা হল সিনে সিনেমা হুল্লাট ভাল লেগেছে। সঙ্গে অল্প অনামিকা সাহা বা রজতাভ দত্ত থাকলে একেবারে জমে ক্ষীর হয়ে যেত।
  • d | 117.195.41.176 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৫430612
  • *সম্পূর্ণ
  • d | 117.195.41.176 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৫430610
  • ভিকির লেখাটা এত ভাল, এত্ত ভাল যে কি বলব! অনে এ কদিন বাদে একটা কূটকচা৯ সম্পূর?ণ পড়লাম। পড়ে দিল একেবারে তর্‌র্‌র্‌র হয়ে গেল। দুই হাতের বুড়ো আঙুল উঁচু করে দেখিয়ে গেলাম।
    আর ভিকির কাছে রজনীকান্তকে নিয়ে লেখার দাবী জানিয়ে রাখলাম।

    এবারে বুনুকে:
    ১। স্বপন বসুর প্রবন্ধ প্রসঙ্গে, "তথ্য ও স্ট্যাটিসটিকস' না বলে তথ্য ও পরিসংখ্যান বললে বেশী ভাল হত। ঐ একই অনুচ্ছেদে "তালিকা' বানানটা তলিকা হয়ে রয়েছে। (বোধির শ্যেনচক্ষু এড়িয়েছে এই দুটো, কিন্তু আমার শকুনের চোখে ঠিক পড়ল। :-p )

    ২। "মুদ্রণের টেকনিকাল দিক' না বলে যদি বলতাম "মুদ্রণের প্রযুক্তিগত দিক' তাহলে কেমন হত?

    ৩। পথ-কবিতা ব্যপারটা আমার মনে হয় বটতলার সাহিত্যের চেয়েও অনেকটা বিয়ের পদ্য টাইপের বোধহয়। বিয়ের পদ্যও অমনি পিতপিতে কাগজে ছাপা হত, অবশ্য রঙীন, মূলত: গোলাপী। আর বটতলার ছাপা মানেই তো আর মোহন্ত-এলোকেশী সংবাদ' নয়, আরও বিভিন্ন জিনিষপত্র ছাপা হত। সুকুমার সেনের বইটার কথা মনে কর। তুই আর আমি তো প্রায় একই সময় বইটা পড়েছিলাম, কিছু আলোচনাও হয়েছিল।

    ইন্ডোর লেখাটা নিয়েও কিসব বলার ছিল, কিন্তু আর ইচ্ছে করছে না।
  • mita | 122.167.86.63 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২১:১০430613
  • ভিকিরাম is just too much! দুর্দান্ত লাগলো।
  • aka | 128.61.22.188 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৫430614
  • সিনে সিনেমা দুরন্ত। খুব ভাল লাগল।
  • Shuchismita | 71.201.25.54 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৮430615
  • সিনে সিনেমা দুর্দান্ত। আমি এই সিনেমাগুলো দেখতে চাই!!!!!!!

  • dri | 117.194.235.213 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩430616
  • ফুরালে ফেলা -- লেখাটির বিষয় ইন্টারেস্টিং লাগল।

    এসডেইলিকে চেপে দেওয়া হল কেন, এর যে ব্যাখ্যা রিভিউতে পেলাম সেটা কি ইন্দোর, নাকি লেখকের?

    এই ব্যাখ্যাটা আমার ঠিক বিশ্বাস হল না। হিপনোটিজ্‌ম বিষয়টা পাবলিকলি যতই প্রাচ্য কুসংস্কার, ভুডূ, আর তুকতাকের সাথে রিলেট করা হোক, ক®¾ট্রালিং পাওয়ারের এতে বরাবরই খুব ইন্টারেস্ট ছিল। বিশেষ করে মাস হিপনোটিজ্‌ম। বহু লোককে ক®¾ট্রাল করার মিন্‌স হিসেবে মাস হিপনোটিজ্‌মের চর্চা দীর্ঘদিন থেকেই হত, সব কালচারেই হত। যেটা আগে ছিল ড্রুইডদের ম্যাজিক ওয়্যান্ড, সেটা এখন এসে দাঁড়িয়েছে মাস মিডিয়ায়। টেলিভিশান, বিশেষ করে আধুনিক হাই ডেফিনিশান, ফ্ল্যাট স্ক্রীন টিভি ভীষণভাবেই হিপনোটাইজিং। মানুষের নর্মাল স্টেটে ব্রেন ওয়েভের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ টিভির রিফ্রেশ ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে দেওয়া হয় একটা রেজোনেন্সের জন্য। ইত্যাদি ...

    এনিওয়ে যেটা মোর লাইকলি, হিপনোসিসের এই স্পেশাল পাওয়ার নিয়ে খুব বেশী পাবলিক চর্চা হয়ত চায়নি ক®¾ট্রালিং পাওয়াররা।
  • ranjan roy | 115.184.126.228 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২430617
  • ভিকির লেখা পড়ে আজ থেকে ""আকাশ বাংলা'', ই-বাংলা ইত্যাদিতে রঞ্জিত মল্লিকের সিনেমা দেখা শুরু করলাম। প্রত্যেক রোব্বার দুপুরে দেখবোই।

    ইন্দো ডাক্তারের লেখা পড়ে মনে পড়ল বহু বছর আগে সম্ভবত: কক্কর( সুধীর কি?) এর লেখা বিভিন্ন কেস স্টাডি গুলো। ফকির-শামনস্‌ ইত্যাদি নিয়ে লেখা।
    কেন হিস্টিরিয়া বা মৃগীরোগীরা বিভিন্ন বাবার থানে গিয়ে বা ফকিরের ঝাড়ফুঁকে অনেক সময় ভাল হয়ে যায়।
    সেখানে উনি ইওরোপীয় মানস(ব্যক্তিকেন্দ্রিক, র‌্যাশনাল) ও এশিয়াটিক মানস( কৌমী, ইর‌্যাশনাল) নিয়ে ভাল আলোচনা করেছেন।
    এদিকে গত দুই রোব্বার ধরে সামরান-সুচেতনা-শমীক মিলে জমিয়ে ক্ষীর করে দিয়েছে।
    আর ব্ল্যাংকি? এত পড়ে কিন্তু আমাদের জন্যে এত কম লেখে! ছেলেটা কি যে করে!
  • Ri | 121.247.234.36 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০১:২০430618
  • ভিকিদার লেখা পুরো জমে ক্ষীর। চুমকি আর রঞ্জিতের সিনেমাজীবনের শেষে মানপত্রে এটা ছাপানো হোক
  • shrabani | 124.124.244.109 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৭430619
  • সিনে সিনেমা! দারুন, একটা সিরিজ বের করলে হয়না!
  • Blank | 203.99.212.53 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭430620
  • দম দি,
    দেখো বটতলার সাহিত্যের একটা বড় ধারা ছিলো কিন্তু সেই সময়কার পারিপার্শ্বিক ঘটনাবলী গুলো। জাল প্রতাপচাঁদ মামলা, ভাওয়াল সব ই এক সময় বটতলা থেকে বেড়িয়েছিলো।
    এই কবিতা গুলোকে আমার মনে হয়েছে সেই ধরনের। বই তে যে সব কবিতার উদাহরন দেওয়া ছিলো সেগুলো সবই এই ধারাতে পরছিল। বাংলা দেশের বন্যা, ঝড় থেকে শুরু করে বিভিন্ন কেচ্ছা সব ই এসেছে কবিতার বিষয় হিসেবে। বটতলার মতনই, কবিতা গুলোর বিষয় বৈচিত্র ছিল খুব বেশী।

    (আর বাকি বানান এবং অন্যান্য জিনিস নিয়ে আমার কোনো বক্তব্য নাই :( )
  • Blank | 203.99.212.53 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫430621
  • ভিকিদা পুরো ফাটাফাটি ...
  • Tim | 71.62.121.158 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৩430623
  • আজ খালি ভিকির ল্যাখাটাই পড়লাম। দুরন্ত! পাগলা!
  • . | 125.18.104.1 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২৩430624
  • লেখক জিৎ-হিরণ-দেব-শুভশ্রী-কোয়েল-প্রিয়াঙ্কা সম্পর্কে একটি বাক্যও ব্যয় না করায় লেখাটি অসম্পূর্ণতাদোষে দুষ্ট। অতএব আমি লেখককে কলকাতায় এলে "প্রেমী নম্বর ওয়ান", "চ্যালেঞ্জ", "চিরদিনই তুমি যে আমার" এবং "চাওয়াপাওয়া" দেখার অনুরোধ ও আমন্ত্রণ জানাচ্ছি।
  • aka | 168.26.215.13 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৬430625
  • রিভিউটাও ভাল লাগল। ব্ল্যাংকো বাবু বেশ খেটেখুটে লিখেছেন।
  • h | 121.242.109.18 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:১১430626
  • ব্ল্যাংকি সলিড লিখেছে। ছাপা বই গুলো বোধায় বিক্রি হয়ে গেছে, তাই এখানে ছাপা হয়েছে।

    ব্ল্যাংকি যে হারে কলেজ স্ট্রীটে ঘুরতো আর র বা সোমনাথের আর দমুর সঙ্গে আলোচনা করে বই কিনতো আর গাঁতিয়ে গৌতম ভদ্র/পার্থ চট্টোপাধ্যায় পড়ত আমার মনে হয়েছিল এইটায় ব্ল্যাংকি ভালো এফর্ট দেবে।

    তবে প্রিন্ট কালচারের বইয়ে ইউ রায় অ্যান্ড সন্স এর উপরে প্রবন্ধ নাই, এইটা আমার স্লাইট অবাক লেগেছে। হয়তো আছে খেয়াল নেই। এবং আরেকটা ছোটো ইয়ে-মত আছে বইটার। সেটা হল মুদ্রন সংস্কৃতির বইয়ে পুঁথির খবর কী করে জায়গা পায় বুঝিনি, তবে সংরক্ষনের জন্য বাজেটের আর্গুমেন্ট করা হয়েছে, সেই দিক থেকে হয়তো আছে, খেয়াল পড়ছে না। এবং বাংলা পর্ন নিয়ে ফুল ফ্লেজেড লেখা বোধায় নাই। (আছে ব্ল্যাংকি?) যেটার উপরে স্বয়ং গৌতম বাবুর ব্যাপক ফান্ডা। একটা হিলারিয়াস গল্প শুনেছি। সত্যতা যাচাই করার উপায় নেই। কোন একটা সভায়, পানু সোর্স নিয়ে কোন বিতর্কে, শোনা যায়, গৌতম বাবু আর শিবাজি বাবু দুজনে দুজনকে পাবলিকলি 'কটা (পানু) পড়েছেন মশাই কটা পড়েছেন' ইত্যাদি বলে ভয়ানক ডুয়েলে আহ্বান করেছিলেন। তাতে যাকে বলে ছেলের দল(মেয়েরা সহ) বড় আমোদ পেয়েছিল।

    অন্তত আমোদটিকে অসত্য ভাবি কি করে।

    আর দমু, আমি এই লেখা গুলো পড়ে দেখেছি, তবে ছুঁয়ে দেখিনি:-)
  • d | 117.195.36.231 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮430627
  • হ্যাঁ পুঁথি কেন? এটা আমারও খট্‌কা লাগল। তবে আমি তো বইটা পড়িনি। মনে হচ্ছে লেখক বোধহয় মাস-অ্যাপীলের কথা ভেবে জায়গা দিয়েছেন। মানে মুদ্রিত হবার আগে লোকের কাছে পৌঁছোবার জন্য হাতে কপি করা পুঁথিই ছিল মাধ্যম। তো, সেই হিসাবে হয়ত হিস্টরির আগে যেমন প্রি-হিস্টরিক এজ নিয়ে কথা হয়, সেভাবেই।
  • vikram | 193.120.76.238 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৭430629
  • ১) পিয়ারু সালায় ছবি কেন? মনে মনে দেখতেই বেসি ভালো লাগে।
    ২) কয়েক বছর আগে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপে একজন ডক্টরেট করতো বাংলা বই এর প্রচ্ছদ নিয়ে। এর একটি অতি ভালো লেকচার আমরা শুনেছিলাম। সেই কাজটা কি বই হয়ে বেরিয়েছে? এনার নাম কি কেউ জানে? সে কি একটি লেখা দিতে পারে? ইত্যাদি
  • h | 121.242.109.18 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৭430628
  • কখনো বুঝলি সময় সুযোগ পেলে, ব্ল্যাংকি, একবার পাটনায় খুদা বক্স লাইব্রেরী যাস আর উর্দু মুদ্রন সংস্কৃতির ইতিহাস নিয়ে বেশ কিছু লেখা বেরিয়েছে, পড়ে নিয়ে একটা প্রবন্ধ লিখিস। একদম আনএক্সপেকটেড কিছু বিষয়/ডিবেট পাবি, ব্যাপক লাগবে। বাংলায় খুব বেশি প্রবন্ধ নেই।
  • Du | 65.124.26.7 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮430630
  • উফ্‌হ, :))) জয়ন্তী, মঙ্গলাকালী ! ফাটাফাটি।
  • Nina | 66.240.33.44 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৩430631
  • সামরান--নামটা দেখলেই তক্ষুনি পড়ে ফেলি --কি লিখল। সামরুর লেখার মধ্যে দিয়ে কোথায় যে হারিয়ে যাই---"পিয়ুরসালা" জীবনে প্রথম শুনলাম কিন্তু এক ন দেখা জিনিষ ও সময়ের ছবি আস্তে আস্তে এত উঙ্কÄল হয়ে ফুটে ওঠলো যে সমস্ত কিছু মনে হল চাক্ষুস দেখছি, শুনতে পাচ্ছি, মিশে যাচ্ছি সেই সময়ের সঙ্গে, সেই ট্যাহানগরের মানুষগুলির সঙ্গে, তাদের গানের সুরে, তাদের চালে-বোলে ----শুধু পড়া শেষ হলে পর--- আফশোষ খেতে পেলাম না পিয়ুরসালা:-(

  • saikat | 202.54.74.119 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১430632
  • ব্ল্যাংকির আলোচিত বইটাতে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের যে লেখাটা আছে তাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে - মদনমোহন তর্কালংকার আর বিদ্যাসাগরের মধ্যে এবং তাদের লেখা দুটো প্রাইমারের মধ্যে আদান-প্রদান। মদনমোহন তর্কালংকার-এর লেখায় কাব্যভাব বিদ্যাসাগরের হাতে পড়ে কাঠখোট্টা হয়েছিল এরকম একটা ইঙ্গিত আছে। শিবাজীবাবুর নতুন বইটতে (আবার শিশুশিক্ষা) এ নিয়ে বিশদে আলোচনা আছে মনে হয়।
  • Ishan | 173.26.17.106 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০430634
  • ওতে বিদ্যাসাগর মশাইকে পোচ্চুর গাল দেওয়া আছে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন