এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জীবনে প্রথম চুমু খাবার এক্সপেরিয়েন্স নিয়ে লিখুন,একদম লজ্জা না করে:-)

    jay
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০০৯ | ৯৮১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 236712.158.566712.123 | ১৬ আগস্ট ২০১৯ ১১:০৯431325
  • আমারো।

    জীবনে দুটো সলিড প্রেম হল কিন্তু তাদের কারোর সাথে বিয়ে হল না!!
  • খুকখুক | 236712.158.565612.235 | ১৬ আগস্ট ২০১৯ ১৩:২৬431326
  • হাঁ করে দেখতে গিয়ে ছড়ানো একদমই ঠিক নয় সুন্দরীদের সামনে। ছদ্মগম্ভীর মুখে একপলক শুধু দেখে নিতে হয় তার আনমনা মুখখানি, সাইডে সিঁথে, হালকা হাওয়ায় অল্প অল্প উড়ে এসে এসে পড়া এলোমেলো চুল, ব্যস ওইটুকু মনে রেখে দিতে হয়। চোখে চোখ পড়তে দিতেই নেই। ওরা কক্ষনো ভালো ভাবে নেবে না ওই হাঁ করে গেলা।

    ব্রতীনদা যে কত দিলখোলা ভালো লোক সে ওই মেয়েটিও বুঝেছিল বলেই যেচে ওরম হাম্পু দিয়ে গেছিল। পুরো গুলুগুলু কিউট ব্যাপার, "হামি" সিনেমার মত পুরো। এতে মোটেই প্রগাঢ় চুম্বনের সেই রকম পঞ্চশরের বেদনামাধুরী নেই। মিত্তি মিত্তি। ওরম পেয়ে আনন্দ নেই শিশুকালের পর।

    যাই হোক, মূল প্রসঙ্গে - প্রথম চুমু হয়ত হয়নি এখনো, কিন্তু হবু-র সঙ্গে সেই নিয়ে আগাম ফিসফাস-ও নেহাত কম সুস্বাদু প্রাপ্তি নয়।

    - "মহারানী, ২৫০ ৪৫০ কোন Matte-টা কিনব বুঝতেই তো পারছি না"
    - "লিপস্টিকের অত তফাৎ তুমি কী বুঝবে এখন, পরে ভালো করে বুঝিয়ে দেবো"

    আমি তার চোখ দেখতে পাই না, কিন্তু স্পষ্ট বুঝতে পারি তার ভুরুভঙ্গিতে মেশা দুষ্টুমি ভরা ইঙ্গিত, বঙ্গদেশ থেকে সেই ৪৮২ কিলোমিটার দূরের কোনো শহর থেকে। এ কি সত্যি চুমু-র চেয়ে কিছু কম? তখন সত্যিই মনে হয়, দীর্ঘ ৮ মাসের কোর্টশিপ এসেছিল একদিন নিঃশব্দচরণে। আমরা অস্থির হইনি, শুধু বয়ে যাবার অলস ছলছলটুকু শুনে গেছিলাম প্রতিদিন একা এবং একায়।
  • dc | 237812.68.454512.138 | ১৬ আগস্ট ২০১৯ ২১:২৩431327
  • এই খুকখুকটা খুকি নাকি?

    যাই হোক, আমার প্রথম চুমুর এক্সপি খুব একটা ভালো হয়নি। অন্যজনেরও মনে হয় ভালো হয়নি, তারজন্য এখনও আমাকে গাল দেয় কিনা কে জানে! বরং দ্বিতীয় চুমুটা অনেকদিন মনে থেকে যাবে। সেটা হয়েছিল আউটরাম ঘাটের পাশে, তখনও সেখানটা এতো ডেভেলপড হয়নি। একটা খুব প্রাচীন গাছের নীচে বাঁধানো বেদিতে বসেছিলাম, আস্তে আস্তে সন্ধে নামছিল, সুন্দর হাওয়া, পাখিদের কিচিরমিচির। আমরা অনেকক্ষন গল্প করেছিলাম। আজ সে মুম্বাইতে সেটলড, এখনও মনে রেখেছে কিনা জানিনা। না রাখলেই ভালো।
  • 8-{|} | 236712.158.676712.162 | ১৬ আগস্ট ২০১৯ ২১:৪১431328
  • একটা খুব প্রাচীন গাছের নীচে বাঁধানো বেদিতে বসেছিলাম, আস্তে আস্তে সন্ধে নামছিল, সুন্দর হাওয়া, পাখিদের কিচিরমিচির। আমরা অনেকক্ষন গল্প করেছিলাম। আজ সে মুম্বাইতে সেটলড।

    এই অবধি পুরো মিলে গেল। তবে আউটরাম ঘাটে নয় কলেজেই।
  • dc | 237812.69.453412.176 | ১৬ আগস্ট ২০১৯ ২১:৪৭431329
  • সন্ধেবেলাটাই মাহেন্দ্রক্ষণ আর কি।
  • বেঙ্গলী | 236712.158.786712.23 | ১৬ আগস্ট ২০১৯ ২১:৫৭431330
  • সন্ধের চেয়েও আর একটা খুব ভালো সময় ছিল সকাল। ব্রাহ্মমুহূর্তে শহর কলকাতার পুরানো সব আভিজাত্যমাখানো জায়গায়, এক একটি নিবিড় আশ্লেষময় অভিজ্ঞতা। জগতে কেহ যেন নাহি আর। ভবানীপুরের রয়্যাল এয়ারফোর্স সিমেটেরি, দক্ষিণেশ্বরের বটগাছের তলায় গঙ্গার ধারে, জেমস প্রিন্সেপের সমাধির গায়ে, টালা পার্ক কি কলেজ স্কোয়ারে, সেন্ট জনস গির্জের চৌহদ্দিতে চার্নকের সমাধিসৌধের ভেতর। সে এক দশক ছিল।
  • খুকখুক | 236712.158.895612.118 | ১৬ আগস্ট ২০১৯ ২২:১৮431331
  • আরে না না, খুকি নয় খোকা। দেখলেন না হবুকে মহারানী বলে ডাকা হল। অবশ্য কার ডায়লগ কোনটা বোধায় পোস্কার বোঝানো হয়নি।
  • sm | 236712.158.565612.235 | ১৬ আগস্ট ২০১৯ ২২:২২431332
  • প্রেম কি মানুষ ইনফিরিওর কমপ্লেক্সসিটি থেকে করে থাকে?
    প্রেমের উদ্দেশ্য কি?
    প্রেম করা না চুমু খাওয়া ,কোনটা বেশি ইম্পরট্যান্ট?
  • বেঙ্গলী | 237812.68.674512.199 | ১৬ আগস্ট ২০১৯ ২২:৩৭431333
  • শেষ প্রশ্নের উত্তর দেওয়া যায়। ও দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, একটা অন্যের সাবসেট। আর প্রথম দুটো প্রশ্ন খুব জটিল। বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন তল পান নি।
  • | 236712.158.566712.141 | ১৬ আগস্ট ২০১৯ ২২:৪০431335
  • ডিসি, খুকখুক,বেঙ্গলীী, ৮ জমে গেছে!!
  • | 236712.158.566712.141 | ১৬ আগস্ট ২০১৯ ২২:৪৭431336
  • ওই ভাবে বলা চাপের। কবি কী বলেছে শুনুন

    " প্রেম কীসে হয় কেউ কি জানে, কখনো চোখে চোখেে কখনো ছবি এঁকে; কখনো মনে মনে কখনো আনমনে"

    তবে উদ্দেশ্য নিয়ে তিনিও নীরব
  • বেঙ্গলী | 236712.158.566712.143 | ১৬ আগস্ট ২০১৯ ২৩:০১431337
  • প্রেমের সংজ্ঞাই ঠিকঠাক খুঁজে পাওয়া যেত না আগে। তারপর কচি সংসদ পড়ার পর সে দুঃখ ঘুচেছিল। আপনাদের শাটুলবাবুর খুব পছন্দের বই, বিয়ার্সের ডেভিলস ডিকশনারিতেও একখানা জব্বর সংজ্ঞা আছে, কিছু ব্যাখ্যা সহ।
    LOVE, n. A temporary insanity curable by marriage or by removal of the patient from the influences under which he incurred the disorder. This disease, like _caries_ and many other ailments, is prevalent only among civilized races living under artificial conditions; barbarous nations breathing pure air and eating simple food enjoy immunity from its ravages. It is sometimes fatal, but more frequently to the physician than to the patient.
    তবে তিনিও উদ্দেশ্য বিধেয় নিয়ে কিছু বলেন নি। তার চেয়েও বড় কথা, এরকম একটা মিষ্টি মধুর টইতে তাত্বিক আলোচনা পরিহার করাই বিধেয়। বরং স্মৃতির অতল থেকে অভিজ্ঞতা তুলে এনে বন্টন করুন।
  • aka | 890112.162.9002323.195 | ১৬ আগস্ট ২০১৯ ২৩:২৫431338
  • চুমু খাবার পরে নাকে বোঁটকা কুকুরের গায়ে যেমন গন্ধ তেমন গন্ধ আসতে থাকে। কিছুদিন পরে সয়ে যায়।
  • একক | 236712.158.895612.202 | ১৬ আগস্ট ২০১৯ ২৩:৫২431339
  • বোঁটকা কুকুর সে ইয়াদ আয়া , একটা জোপচি আমাকে এন্টার চুমুখেয়েছিলো , নেশা করে টেবিলে ঘুমুচ্ছিলুম সেই সুযোগে । জোপচি বোলে তো তিব্বতী ম্যাস্টিফ । তার সেই অদ্ভুত গন্ধে ঘুম ভাঙা বেশ মনে রাখার মতো ব্যাপার !
  • ... | 236712.158.786712.149 | ১৭ আগস্ট ২০১৯ ০৯:২৬431340
  • ঠোঁট থেকে গড়িয়ে পড়া নেশা চেটে খাচ্ছিল ও বলা যায়।
  • বেঙ্গলী | 236712.158.566712.143 | ১৭ আগস্ট ২০১৯ ০৯:৩৬431341
  • একক একমেবাদ্বিতীয়ম। সাপের ঠোঁটে চুমু খাওয়ার অভিজ্ঞতা থাকলেও অবাক হবার কিস্যু নেই।
  • রঞ্জন | 124512.101.780112.221 | ১৮ আগস্ট ২০১৯ ০০:২৮431342
  • কোলকাতা থেকে ছত্তিশগড়ে আসা এক নকশাল বিপ্লবী ( মেডিক্যাল কলেজে থার্ড ইয়ার অব্দি) আমাকে আন্ডারগ্রাউন্ড এক ঠেকে বুঝিয়েছিলেন-- চুমু খাওয়ার একটা নেশা আছে বুঝলি, সিগ্রেট গাঁজা তার কাছে লাগে না ।
    কয়েক বছর আগে ওপরে চলে গেছেন। এই প্রসংগে তাঁর কথা হঠাৎ মনে এল।
    তবে আমার পচন্দ রবি ঠাকুরের 'প্রথম চুম্বন' কবিতাটি।
    সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে খাচ্ছিলেন। চারদিকের সব আওয়াজ পাখির ডাক --সব চাপা পড়ল। শুধু কানে এল যেন মন্দিরের ঘন্টাধ্বনি আর 'আমাদের চক্ষে এল অশ্রুজল ভরি'।
    আহা!
  • রামরাম আদিক | 236712.158.786712.7 | ১৮ আগস্ট ২০১৯ ০১:১১431343
  • দুই ব্যক্তির (মানব ও মানবী) কিংবা মানব ও মানবে কিংবা মানবী ও মানবীর, দানবে ও দানবীর ঠোঁটে ঠোঁটে জান লড়িয়ে দেওয়াকে চুমু বা চুম্বন বলে।

    Moonlight reaction of potassium iodide with two molecules of sulphur (KI+SS)।

    সমস্ত শিশুই চুম্বন সম্বন্ধে শৈশবাবধি অবহিত থাকে। চুমু যৌথ স্মৃতি-আশ্রিত।

    'চুমুতে কি চোখ বোজে'-শীর্ষক নবনীতা দেবসেনের আর্টিকল দ্রষ্টব্য। চুমুর সময় অন্তঃখরা অলকানন্দা সচল ও বেগবতী হয়। প্রভূত এড্রিনালিন সার্জ হয়।

    চুমু, বাংলার সঙ্গীত জগতে কবীর সুমন থেকে কুমার শানু অবধি ধাবিত। বিদ্রোহ আর চুমুর দিব্যি থেকে মমতা ও মেরী জান।

    সুকুমার রায় সম্বন্ধে প্রধান অভিযোগ এই যে খাই খাই তে চুমু ইনক্লুডেড নেই।

    হোক চুম্বন।

    আসলে চুমু খিদের চেয়ে বেশি তৃষ্ণা। তথাপি, বাংলায় সবই খাওয়া।
  • T | 236712.158.566712.143 | ১৮ আগস্ট ২০১৯ ০১:১৪431344
  • চুমু একটি মাছ। মাছের রাজা রুই।
  • এলেবেলে | 236712.158.676712.252 | ১৮ আগস্ট ২০১৯ ০১:১৪431347
  • @রামরাম, চুমুতে কি চোখ বোঁজে - শেখর বসুর গল্প না?
  • রামরাম আদিক | 237812.68.674512.199 | ১৮ আগস্ট ২০১৯ ০১:২০431348
  • @এলেবেলে গুলিয়ে ফেললাম কি? এমনটা হতে পারে এটা কোনো পুজো সংখ্যায় পড়েছিলাম। স্মৃতি দুর্বল। অনেক বছর আগের কথা। হতে পারে।
  • বেঙ্গলী | 237812.69.563412.233 | ১৮ আগস্ট ২০১৯ ০৪:৪২431349
  • রামরাম বাবুসাহেব, খাই খাইতে চুমু আছে, তবে কিনা সেক্ষচুমু না। সজোরে আছাড় খেয়ে খোকা ধরে কান্না,/ মা বলেন চুমু খেয়ে, সেরে গেছে আর না। এট্টু নলচের আড়াল থেকে বলেছেন। হাজার হোক, শিশুসাহিত্যিক হিসেবে নাম হয়ে গেছে সেই রৌদ্র ভিক্টরিয়ান ব্রাহ্ম সময়ে।
    কাঁদো রে মন, কাঁদো রে,
    আমার মনবাগানের শখের তরুর ফল খেয়ে যায় বাঁদরে।
  • Amit | 237812.68.6789.111 | ১৮ আগস্ট ২০১৯ ০৫:০৫431350
  • যে রকম চুমুই খাওয়া হোক, বাকি খাবার দাবার-এর থেকে তার স্বাদ অনেক ভালো যে কোনো সময়।

    :) :)
  • বেঙ্গলী | 236712.158.676712.252 | ১৮ আগস্ট ২০১৯ ০৬:২৫431351
  • স্বাদ, ক্যালোরি, হাইজিন ইত্যাদি নিয়ে এই আলোচনার প্রথমদিকে অনেক জ্ঞানগর্ভ কথা লেখা আছে।
  • খুকখুক | 236712.158.455612.204 | ১৮ আগস্ট ২০১৯ ০৮:৫৪431352
  • একটা ভিডিও দেখে ফেল্লাম সেদিন ফেবুর ফিডে, সে জিভ অব্দি চুষে খেয়ে ফেলছে অ্যাঃঃ !! রোগের জার্ম ভাগাভাগি করতে যার জুড়ি নেই। মাইরি পারে কী করে?
  • অর্জুন | 237812.69.563412.233 | ১৮ আগস্ট ২০১৯ ১০:৫৬431353
  • সকলে কি সুন্দর প্রথম চুমুর কথা লিখেছেন। আমার প্রথম চুমু ওই ১৫-১৬ বছর বয়েসেই, কিন্তু সেটার স্মৃতি খুব বিশেষ নয়।

    চুমুর সময় চোখ বুজতেও হয় আবার খুলতেও হয়। যাকে চুমু খাওয়া হচ্ছে তার চোখের দিকে তাকাতে হয়, অন্তত দীর্ঘদিনের চুমু খাওয়ার অভিজ্ঞতা তাই বলে ! ঃ-) ঃ-)
  • Amit | 237812.68.6789.99 | ১৮ আগস্ট ২০১৯ ১১:২১431354
  • হায় ভগবান। চুমু খেতে গিয়ে যদি এতো জার্ম ভাগাভাগি র কথা চিন্তা করতে হয়, তাহলে বিবাগী হয়ে যাওয়াই ভালো।
  • dc | 237812.69.563412.233 | ১৮ আগস্ট ২০১৯ ১১:৩২431355
  • জিভ অবধি চুষে খেয়ে ফেলা তো ফ্রেঞ্চ কিসি। ওতে শরীর ও মন দুইই ভালো থাকে।
  • অর্জুন | 236712.158.566712.247 | ১৮ আগস্ট ২০১৯ ১১:৩৭431356
  • চুমু মন আর শরীর খুব ভাল রাখে।
  • বেঙ্গলী | 237812.69.563412.51 | ১৮ আগস্ট ২০১৯ ১১:৪২431358
  • গুড ফর ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ডেন্টাল হেল্থ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন