এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জীবনে প্রথম চুমু খাবার এক্সপেরিয়েন্স নিয়ে লিখুন,একদম লজ্জা না করে:-)

    jay
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০০৯ | ৯৬৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • chumu | 237812.69.3467.130 | ১৯ আগস্ট ২০১৯ ০১:৫৯431359
  • কোনটা বেশি ভাল - চুমু খাওয়া না খাওয়া না-খাওয়া চুমুর কথা নিয়ে ভাবনা?
  • Amit | 236712.158.23.211 | ১৯ আগস্ট ২০১৯ ০৩:০৪431360
  • সবথেকে ভালো হলো - বয়স থাকতে থাকতে যত পারা যায়, প্রাণ ভরে খেয়ে নেওয়া আর তারপর এক্কেবারে বুড়ো হলে সেই সব খাওয়ার কথা নিয়ে ভাবনা।
  • খুকখুক | 236712.158.566712.143 | ১৯ আগস্ট ২০১৯ ১৪:০৩431361
  • চুমু-র চেয়ে বেশি ভালো জিনিস হল চুরমুর। কে যেন লালা থুথু বোটকা গন্ধ এড়াতে চাইলে বিবাগী হতে বললেন, তো সেই পথে গিয়ে কোনো বিকেলবেলা ফুচকাওলার কাছ থেকে এনে একা একা বেশ অনেকটা এনে খাও, যতদিন সেই তিনি না আসছেন, (কিন্তু অন্য লোকে তোমার সেই সুখ সহ্য করবে কেন?) আর একদিন সেই তাহাকে চুমু খাওয়ার সুন্দর সিচুয়েশন আবহ কল্পনা করো। দেখবেন সত্যি চুমু-র চেয়ে সেই ভাবনা অনেক মনোরম।
  • dc | 236712.158.676712.162 | ১৯ আগস্ট ২০১৯ ১৪:৩৯431362
  • সবচাইতে ভালো হলো চুরমুর খেয়ে চুমু খাওয়া।
  • রঞ্জন | 236712.158.895612.214 | ১৯ আগস্ট ২০১৯ ১৪:৪৫431363
  • ভোর ভোর অন্ধকারে দাঁত না মেজে?
    চুলোয় যাক স্বাস্থ্যবিধি!
    যদিও বাংলা ফিলিমে 'চুম্বন এসে গেল' দিনের গোড়ায় মহানায়ক ইন্টারভিউয়ে সাংবাদিকদের বলেছিলেন-- আগে নায়িকার মেডিকেল সার্টিফিকেট দেখতে চাইব।
    সালটা বোধহয় ১৯৬৯।
    প্রথম চুমুর ( হোক না সিনেমায়) এমন আন-রোম্যান্টিক কথা ? আমি শিবির বদলে সৌমিত্র'র কট্টর পাখা হয়ে গেলাম।
  • dc | 237812.69.563412.123 | ১৯ আগস্ট ২০১৯ ১৪:৫১431364
  • চুমু খাওয়ার কোন সময় নেইকো, সে ভোররাতই হোক কি রাতভর।
  • PM | 237812.68.674512.61 | ১৯ আগস্ট ২০১৯ ১৪:৫৪431365
  • কেনো ? সৌমিত্র বাবু কি নির্বিচারে চুমু খেতেন সেই সময় ?
  • খুকখুক | 237812.69.453412.176 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:০৬431366
  • সৌমিত্র-র ঘরে বাইরের চুমু অতি আড়ষ্ট ছিল, আমি একদম ছোটবেলায় টিভিতে ঘরে বাইরে দেখতে গিয়ে ভাবতাম একি বিমলার ঘোমটা পটাং করে খুলে দিয়ে ওটা কী কচ্চে, দম আটকে যাবে তো !

    উত্তম বুদ্ধিমান লোক, ঠিক কায়দা করে কাটিয়ে দিয়েছিলেন ঝামেলার প্রশ্ন। আর সুচিত্রা নাকি একই প্রশ্নে বেশ কয়েকদিন বাড়ি নেই সময় নেই করে টালবাহানা করে শেষে আরো ধোঁয়াশা ছড়িয়ে বলেছিলেন - "চুম্বন নিয়ে কি এত সহজে উত্তর দেয়া যায়?" বলে সেই রহস্যময় হাসি। সুতরাং আর কোনো প্রশ্ন নয়।

    আপনারা উত্তমকে এসব বলচেন, আর মিস শেফালি বলেছিলেন, আগে আমি দাঁতের গড়ন দেখব, মুখে গন্ধ কিনা দেখব, আরো কী কী ক্রাইটেরিয়া যেন, মাইরি কাগজে দিয়েছিল বানাচ্ছি না। সে বেলা? খালি উত্তম সৌমিত্র বাওয়াল বাঁধানো।
  • রঞ্জন | 236712.158.895612.202 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:০৮431367
  • সৌমিত্র এই সব বাতেলায় সাংখ্যের পুরুষ হয়েছিলেন। নির্বিকার। কোন কথা বলেন নি । কিন্তু অমন আন-রোম্যান্টিক মহিলাবিরোধী কমেন্ট তোঁ করেন নি ।
  • রঞ্জন | 236712.158.895612.202 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:১২431369
  • @খুকখুক,
    আমার একটু পরে পরেই টই ডিরেইল্ড করতে ভাল লাগে।
    যেমন মোদীজি! দুম করে লম্বা লেকচার দিলেন--জনসঙ্খ্যা বিস্ফোরণ!
    লাও ঠ্যালা! ভুলে যাও ৩৭০, বেরোজগারি বাওয়াল!
  • খুকখুক | 236712.158.566712.247 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:১৩431370
  • আর ভোর ভোর অন্ধকারে যদি বলেন তো ঘুমন্ত প্রেমিকার গালে চুকুৎ করে দিয়ে ওর ঘুম ভাঙিয়ে দেয়াই অনেক বেটার, শিল্পগত দিক থেকে। তার পর যদি অর্ধেক পাশ ফিরে আড়মোড়া ভেঙে জিগেস করে ঘুমজড়ানো গলায় "কী হয়েছে?" তার চেয়ে স্বর্গীয় আর কিছু...কল্পনায় কতদূর যাওয়া যায় সত্যির থেকে।
  • খুকখুক | 236712.158.566712.247 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:১৫431371
  • রঞ্জনদা জমে গেছে কিন্তু। ডিরেইলড হোক না মাঝেমাঝে তবেই তো মজা। আমরা সকলেই এনজয় করিতেছি।
  • dc | 237812.68.454512.144 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:২২431372
  • আচ্ছা চুমু নিয়ে যখন এতো কথা হচ্ছেই তখন এটাও থাকঃ

  • রঞ্জন | 236712.158.455612.204 | ১৯ আগস্ট ২০১৯ ১৫:৪১431373
  • @ডিসি,
    সাধু! সাধু !

    @খুক খুক,
    'কেন যামিনী না যেতে জাগালে না'?
  • খুকখুক | 237812.68.454512.138 | ১৯ আগস্ট ২০১৯ ১৬:০২431374
  • 'কেন যামিনী না যেতে জাগালে না'?' শুনলে এখন মনে হয় সদ্য শ্বশুরবাড়ি আসা নতুন বৌমার গান, একটুই দেরি হয়ে গেছে উঠতে, শাশুড়ি কী ভাববে কেস খেয়ে যাবো এইসব ভাবছে সে আর এই গানটা বাজছে মনের মধ্যে।
  • রঞ্জন | 236712.158.455612.204 | ১৯ আগস্ট ২০১৯ ১৮:৩৯431375
  • @খুকখুক,
    গানটা আমাদের সময়ে প্রাসংগিক। ছেলে নতুন বৌকে উঠতে দিচ্ছে না । কিন্তু যত দোষ নতুন বৌয়ের। শ্বাশুড়ি ডেকে বলবেন-- তোমার শ্বশুরমশাই বলছিলেন বৌ মানুষ বেলা করে উঠলে ভাল দেখায় না ।
    বৌ স্বামীকে বলে --তোমার জন্যে আমাকে এসব শুনতে হোল । বদনাম হোল।
    ছেলে ফচকে হেসে বলে -- যাক , এই প্রথম আমার জন্যে কোন মেয়ে বদনাম হোল।

    এটা আজকের সময়ে ঘটে না । এখন শ্বশুর এবং বৌমা হয়ে গেছেন বাবা ও মেয়ে। শ্বশুর নিজেই ইলেক্ট্রিক কেটলে চা করে খবরের কাগজ পড়তে পড়তে গিন্নিকে বলেন--আহা! ডেকো না । মেয়েকে একটু ঘুমুতে দাও।
  • খুকখুক | 237812.69.453412.176 | ১৯ আগস্ট ২০১৯ ১৮:৫৭431376
  • সে তো আছেই, কিন্তু ধরুন শুরুর দিকে শাউড়ী চাইছেন বউ একটু নিয়মে থাকুক, তারপর সে নিজেই অ্যালার্ট আছে দেখলে ঠিকঠাক থাকবে। এটা তো শউর শাউড়ীর দিকটা। কিন্তু বউ তো সেটা জানবে না, তার একটু ভাবনা থাকবেই উঠেই একটা চুপচাপ গম্ভীর মুখ দেখার।

    এ আবার অন্য দিকে ঘুরে গেল টই।
  • বৈবাহিক | 237812.68.674512.199 | ১৯ আগস্ট ২০১৯ ২০:৪১431377
  • কবিদের কি ডাইভার্স কল্পনা।

    আর জিভ খেয়ে ফেলার ইউটিউব ভিডিও দেখে কী হবা।
  • অর্জুন | 237812.69.453412.176 | ২০ আগস্ট ২০১৯ ০১:০২431378
  • ওপরের কমেন্ট শুনে মনে পড়ল একটা পারিবারিক গল্প। আমার বড়পিসির একটু বেশী বয়েসেই বিয়ে হয়েছিল। বিয়ের সময় আম্মা (আমার ঠাকুমা) ও অন্যান্য আত্মীয়ারা বলেই দিয়েছিল শ্বশুরবাড়ি গিয়ে ভোরে উঠতে অর্থাৎ সবাই ওঠার আগে উঠে চা করতে। পিসি খুব বাধ্য মেয়ের মত ভোরে উঠে ঢুলতে ঢুলতে কদিন চা বানিয়েছে। একদিন বোধহয় চায়ের জল গরম করতে দিয়ে সোফায় ঢুলে এলিয়ে পড়েছে এমন সময় সেখানে শাশুড়ির প্রবেশ। ঘরে না শুয়ে সোফায় ঢোলার কারণ শাশুড়ি জানতে চাইলে পিসি আমতা আমতা করে বলে বাপের বাড়ির নির্দেশ। শাশুড়ি শুনে বলে 'তোমায় কি বাসন মাজতে হবে না উঠোন নিঙতে? আমাদের বাড়ির কেউ এত ভোরে ওঠে না আর চা'ও খায়না। যাও ঘরে গিয়ে ঘুমাও।' ঃ-) ঃ-)
  • খুকখুক | 237812.68.454512.84 | ২০ আগস্ট ২০১৯ ১৪:০০431380
  • আচ্ছা অন্য কথা মনে পড়ল একটা। ধরুন আশিতে আসিও না-র ভানু-র মত আপনি হেব্বি কাব্যিক মুডে বলছেন (অবশ্য আমার একটু হাস্যকর লেগেছিল একটু ভানুর ওই বলাকার মত পাখা মেলতাম ইত্যাদি, আট্টু কম, সিরিয়াসলি আর্টিস্টিক কথা), আর রুমা ময়দা মাখতাম বিলিতি বেগুন টেগুন ভাবতাম বলছেন টোটাল কাব্যের মুডের পিন্ডিপাত করে, ওরম বউ কারুর হলে সত্যি সত্যি কেমন লাগত? সত্যি কইরা কইবেন।

    মানে যে বাংলা অত জানে না, বঙ্গদেশের বাইরে থাকে বলে বাঙালি হয়েও মরচে খুব বাংলায়, রবিবাবুর গান গাইলেই ওরেবাবা বুইদেই পাল্লুম না করে কেটে পড়ে, এরকম, কিন্তু এমনি খুব ভালো।
  • Amit | 236712.158.23.211 | ২১ আগস্ট ২০১৯ ০৮:৩০431381
  • খুকখুক এর Date:20 Aug 2019 -- 02:00 PM পয়েন্ট টা বুঝতে পারলুম না।

    আমার বৌ ই তো প্রবাসের বাঙালি, কোনোদিন কলকাতায় থাকেও নি , বাংলা সেরকম পড়তেও পারে না, কাব্যচর্চা, রবিবাবুর গান তো দূরে থাক। দিব্যি তো চলছে, কারোর কোনো অসুবিধা তো হয়নি তো। জোর করে ওরকম গান বা পদ্য শোনানোর দরকার ই বা কি বাপু-? আমার নিজের এদিকে গান বাজনার ভালোই শখ, কিন্তু তার জন্য অন্য সার্কলে আছে।
    হ্যা , শুরুতে দু একজন কলকতার আত্মীয় হয়তো একটু নাক কুঁচকে ছিলেন, কিন্তু আমাদের থেকে বিন্দুমাত্তর পাত্তা না পেয়ে তেনারা আর বেশি ঘাটাতে আসেন নি। ওতো গুষ্টি গুষ্টি লোকেদের সন্তুষ্ট করতে গেলে আর নিজের কাজ হবে না কিছু।

    ও হ্যা, চুমু ও জোর করে খাওয়া একদম উচিত নয়। ইন ফ্যাক্ট, কোনো কিছুই জোর করা উচিত নয়, তাহলে একেবারে কেস কাশ্মীর হয়ে যাবে। :) :)
  • dc | 237812.69.563412.69 | ২১ আগস্ট ২০১৯ ০৮:৪২431382
  • আমার বৌও প্রবাসী বাঙালি। ইন ফ্যাক্ট আমার বৌ রবিবাবুর গান গাইলে আমিই সেখান থেকে ছুটে পালাতাম।
  • খুকখুক | 236712.158.895612.202 | ২১ আগস্ট ২০১৯ ০৯:০৯431383
  • আমি বোঝাতে পারিনি, সমস্যা সেটা নয়। সে তো অনেকেই বোঝে না, তাতে কিছু না। পোস্ট করেই দেখলাম ক্লিয়ার করতে পারিনি। আপনি যখন বললেনই, গুছিয়ে বলি। আসলে সাইকোলোজিকালি ব্যাপারটা কেমন আমি নিজেই আগ্রহী সেটা বুঝতে। সে জন্যেই লিখছি ডিটেলস। বেশি টইটা ঘাঁটব না। কেউ বিরক্ত হবেন না প্লিজ।

    সে জোর কে করতে যায় মাথাখারাপ? আমি বলতে চেয়েছি কিছুই যদি না বলতে পারে? একঘেয়ে কথার বাইরে কিছুই যদি না তার মাথায় আসে? একটু রসিকতা করলাম ওই একটু আর্টিস্টিক কায়দায়, তেমন কিছু না, সে যদি তার উত্তরে একটু পাল্টা রসিকতা না করতে পারে ছোট্ট করে, খালি চুপ নয়ত স্মাইলি, কী যে বলি ভেবেই পাইনা টাইপ প্রতিক্রিয়া সবেতেই, তখন কেমন লাগে? কথার বৈচিত্র্যই তো রিলেশনে মাধুর্য আনে, সময়কে নিজের মত বইয়ে নিয়ে যেতে দেয়। এর জন্যে খুব কি বিশাল বাংলা জানতে হয় না খুব আর্টের বোধ লাগে? নয় ইংলিশ হিন্দি কিছু একটা বলো। এমনি যে হস্টাইল টাইপ তা একদমই নয়,
    পছন্দ করে না তাও নয়, কিন্তু নতুন কথা যেন মাথাতেই আসে না এত উচ্চশিক্ষিত হয়েও। এক্সপ্রেস করতে যেন অপারগ একদম। এমনিতে তো পড়াশুনোতেও বেশ ভালো ছিল।
  • উচ্চদর | 236712.158.786712.149 | ২১ আগস্ট ২০১৯ ০৯:২১431384
  • সমস্যাটা আপনার বোঝাতে পারানোয় নয় তো? এই ক্ষেত্রে যেমন হলো? রসিকতাগুলি কি বেশি ‘আর্টিস্টিক’ হয়ে যাচ্ছে?

    এছাড়া এমনিতে পার্টনারদের মধ্যে ভিন্নরুচি হয়েও ভালোই জীবন কেটে যায়, আবার সমরুচি হয়েও ধুন্ধুমার হয়।
  • মাঝখানে | 236712.158.895612.138 | ২১ আগস্ট ২০১৯ ০৯:২৮431385
  • তাছাড়া কারো কাছে ঝিঙের দর, কারো কাছে রেশমগুটির ফলন, কারো কাছে উচ্চগণিত, কারো কাছে জীবনানন্দ, কারো কাছে দীননাথ বাত্রা, কারো কাছে শেয়ার বাজার, কারো কাছে ঝোলাগুড় উৎসাহব্যঞ্জক বা একঘেয়ে।
    চুমু আর চালাক চালাক কথা বলার দায়, এই দুটো ভাগ্যিস আলাদা বিষয়।
  • খুকখুক | 236712.158.455612.132 | ২১ আগস্ট ২০১৯ ০৯:৩২431386
  • এক্ষেত্রে তো অল্পে বোঝাতে গেলাম নিজের কথায় আনব না বলে। তাই ক্লিয়ার হল না।

    আমার নিজের মুরোদ কত যে বেশি "আর্টিস্টিক" করব? যা বলি বুঝতে পারে, কিন্তু নিজে সেটা বেশ এগিয়ে নিয়ে যাওয়া, ওইটাতেই মুস্কিল ওর। খালি বলে তুমি কী সুন্দর ডেসক্রাইব করো গুছিয়ে। তারপরের মেসেজ থেকে চুপ নয়ত স্মাইলি। সারাক্ষণ কি এই হল ঐ হল কী খেলে বিষ্টি হল ভাল্লাগে? সেতো একদিন আসবেই আলু পটল মাসকাবারির দিনরাত্রির মধ্যে। পরাধীন জীবনে তো ঐসবই আছে। তার বাইরে এগুলো একটু না থাকলে তো ক্লান্ত লাগে।
  • খুকখুক | 236712.158.455612.132 | ২১ আগস্ট ২০১৯ ০৯:৩৪431387
  • মাঝখানে,

    না সেগুলো এক নয়। কথার রিয়্যাকশন নিয়ে বলছি। এতো বিশাল কিছু নয়।
  • dc | 236712.158.566712.143 | ২১ আগস্ট ২০১৯ ০৯:৪৪431388
  • ইয়ে আমার মনে হয় এগুলো বিয়ের আগে ক্লিয়ার করে নেওয়া উচিত। মানে যে আমার কথা শুনে মজা পায় আর যার কথা শুনে আমি মজা পাই তার সাথেই তো আমার মনের মিল হবে, তাইনা? আর যদি এমন কারুর সাথে আলাপ হলো, যাকে জীবনানন্দ কোট করলে ঝিঙের ক্রমবর্দ্ধমান দাম নিয়ে উষ্মা প্রকাশ করে, তার সাথে তো এমনিতেই আর কথা বাড়ানো যায় না। উভয়পক্ষেই।
  • একক | 236712.158.565612.67 | ২১ আগস্ট ২০১৯ ০৯:৫৮431389
  • এগুলো অনেকে প্রত্যাশা করে , মিথ্যে নয় । আসলে অনেকেই নানারকম ফিকশন -গান-কবিতা এসবের মধ্যে বড় হয় । সো লেটার অন , স্পীকিং অফ ফিকশনাল ক্যারেক্টারস বিকামস দেয়ার মোড অফ কনভারসেশন । এতে দোষের কিছু নেই কিন্তু যারা এসব পড়ে টরে নি , বা পড়লেও সেই জগতে মানসিকভাবে বাস করেনা তাদের হুলু চাপ হয় ।এটা জানি কারণ আমাকে এটা ফেস করতে হয়েছে , হয় । দুম করে কেও এই গল্পসেই উপন্যাস থেকে রেফার কল্লে মাথামুন্ডু বুঝতে পারি না । এরা কারা - এই কথার মানে কী এসব বলে বিরক্ত করি ।
  • Amit | 236712.158.23.215 | ২১ আগস্ট ২০১৯ ১০:৩৫431391
  • ওকে, এবার বুঝেছি খুকখুক র বক্তব্য।

    এটা বেশ চাপের সাবজেক্ট কিন্তু। মানে দুজনের মধ্যে যদি একেবারেই হাসি ঠাট্টার সম্পর্ক না থাকে, কিস্সু কমন ইন্টারেস্ট না থাকে, শুধু সারাক্ষন সিরিয়াস ভাব, তাহলে এক সাথে সারা জীবন কাটানো বেশ ডিফিকাল্ট মনে হয়।

    যাক গে, এটা বেশ হালকা মুডের টোয়ি ছিল , এতো সিরিয়াস করে দিলে চাপ হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন