এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জীবনে প্রথম চুমু খাবার এক্সপেরিয়েন্স নিয়ে লিখুন,একদম লজ্জা না করে:-)

    jay
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০০৯ | ৯৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :& | 237812.68.233412.70 | ২১ আগস্ট ২০১৯ ১২:১৭431392
  • চুমু বা হহপাপ্রে (যেটা এখানে আলতো ভাবে আছে) — কোনওটাই ‘হাল্কা’ বেপার না। অত্যন্ত ছিরিয়াছ কাজ।
  • খুকখুক | 237812.69.563412.233 | ২১ আগস্ট ২০১৯ ১৬:৫৪431393
  • না না এককদা, উপন্যাসের চরিত্র রেফার করব কী, আমি নিজেই পড়েছি কতটুকু? ওসব বলি না তো।

    মনের মিল তো ভালোই, মিষ্টি সোজা সরল মেয়ে, ওর স্নিগ্ধ বুদ্ধিদীপ্ত চোখ দেখে ওকে সাধারণ ভাবতে পারি না বলেই এত মুস্কিল। আসলে আমার রসিকতাটা বড্ড বেশি, কে এত তালে তাল দেবে? আমি আসলে ভাবতাম প্রেমিকারা এমনিতেই সুরসিকা হয়, আমি একটা বলব, ও তার ওপর আরেক প্রস্থ দিয়ে দেবে অপাঙ্গে অবলোকন করে "আচ্ছা-আ-আ তাই বুঝি" টাইপ নিষ্ঠুরতায় খেলিয়ে খেলিয়ে মাছ ডাঙায় তোলার সেই অপার্থিব মহিমা, আহা ! এইসব সুপ্ত বাসনা তো ছিলই। তো সবই ফুলফিল হতে হবে নাকি? অত দাবি মোটেই নেই। পরে ঠিকই হবে, বেশি তাড়া মাইরি।

    আসলে এই সময়কার দূরত্বটা চিঠি লেখার দূরত্ব, সুভাষ মুখোপাধ্যায়ের সেই কবিতা ছিল না? মৃণালিনী দেবীর তিন লাইনের চিঠির হাতের লেখা দেখিয়ে বললাম এরকম লেখো না ছোট্ট একটা। কিন্তু চিঠি তো লিখল না, বললাম বাংলায় না পারো ইংলিশে লেখো আরোই ভালো, ২ সপ্তাহ ঘুরিয়ে ঘুরিয়ে বলে আমি এত এক্সপ্রেস করতে পারি? অন্ততঃ হাতের লেখাটুকুও দিল না। আমি লিখলাম তো বলল কী পিওর বাংলা আর রানিং হ্যান্ডরাইটিং কী করে পড়ব? একটু একটু বুঝলুম। এই পার্টিকুলার দুষ্টুমি ছেলেমানুষিগুলো মোটেই প্রোমোশনের পর আর থাকবে না। আলু পটল ঝিঙে ঢুকে পড়বে। কথার ভাঁজে ভাঁজে এই অতীন্দ্রিয় আলো সময়কে পেরোতে দেয় না, আমি সেটাই হলে ভালো হত এরকম চেয়েছিলাম। সে না হল তো কী হল, দ্রুত বাসের ফাঁকা রাস্তার হাওয়ায় সুধীন দাশগুপ্ত ভাসিয়ে দিয়ে যান সব আর এইসব তুচ্ছ চাওয়া মনে হয় ধুস কী সব।
  • dc | 237812.69.563412.69 | ২১ আগস্ট ২০১৯ ১৭:০৬431394
  • দুর, বিয়ের পরে সব দুষ্টুমি হারিয়ে যাবে আর শুধু আলু পটল ঝিঙের চাষ হবে এরকম কে বললো? দ্যাখো খোকা, বিয়েটা স্রেফ একটা উপলক্ষ, করলেও হয়, না করলেও হয়। আসল কথা হলো লাইফ ইস আ জার্নি আর সেই জার্নিটা তুমি একা ট্রাভেল করবে না পার্টনারের সাথে করবে? যদি পরেরটা চাও তো তোমার স্ত্রীকেই পার্টনার বানিয়ে নাও, অ্যান্ড দেন এনজয় দ্য রাইড। (স্ত্রী না থাকলে গার্লফ্রেন্ডও হতে পারে, যেমন ইচ্ছে)।
  • San | 124512.101.780112.23 | ২১ আগস্ট ২০১৯ ১৭:২৪431395
  • খুকখুককে চেনা গেল এইবার :) খুবই সুখবর , অনেক শুভেচ্ছা !
  • খুকখুক | 236712.158.676712.124 | ২১ আগস্ট ২০১৯ ১৮:০১431396
  • এই মরেছে আবার চেনাচিনি কেন? আমি তো আপত্তিকর কিছু করিনি। আসামী কদিন আগেও তিনোমুল নিয়ে উৎপাত করে গেছে, তবে আর ওসবে নেই। ধরে ফেলেচেন যখন, এ তাহলে আপনাদের সেই কিসমিস, আপনারা কবে থেকে কিসমিস হোক আশীব্বাদ করে করে অবশেষে হল। কিসমিস নাম ওর খুব পছন্দ হয়েছিলও বটে, অগণিত ডাকনামের একটি ওই নাম বলেই রেখেছি অনেক আগে। তবে #ধরতেপারবেননা আমার অধরাই রহিয়া গেল।

    করব না-র দিকেই তো যাচ্ছিলাম। একেবারে সেই সেদিন চৈত্রমাস সিনেমার "আমি তো ছিলাম বেশ নিজের ছন্দে" (আহা প্রিয় গান, স্বাগতালক্ষ্মী অ্যাট হার বেস্ট ফর্ম, ওটা বেশ মনে ধরেছে তাঁর)। তো এ তো হঠাৎ এসে পড়ল। কত phase গেল, প্রথমে কনেদেখা আলো হল, তারপর fiancee হল, তারপর বান্ধবী হল, তারপর প্রিয়বান্ধবী হল, তারপর প্রেমিকা হল, তারপর দিন রাত্রি চরাচর হল, তারপর এখন Boss হবার দিকে।
  • . | 236712.158.1256.161 | ২১ আগস্ট ২০১৯ ২২:২৭431397
  • কাজু বাবু ফিরে এলেন
  • Kaju | 236712.158.455612.192 | ২১ আগস্ট ২০১৯ ২২:৩৭431398
  • আমি তো চিরকালই আছি। উৎপাত করি, চুপ থাকি, আবার আসি। নাঃ আর সেসবে নেই। মন অশান্ত হয়।
  • Kumu | 236712.158.895612.202 | ২১ আগস্ট ২০১৯ ২৩:২৯431399
  • অতি সুসম্বাদ।আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • Amit | 236712.158.23.209 | ২২ আগস্ট ২০১৯ ০৪:০৯431400
  • দেখো কান্ড। এতো ভালো খবর। তাতে এতো গুচ্ছের চিন্তা কেন বাপু। সব ভালো হবে, শুভেচ্ছ রইলো।
  • Atoz | 890112.162.893423.46 | ২২ আগস্ট ২০১৯ ০৬:৪৫431402
  • একটা আইডিয়া। অ্যাডভেঞ্চার এর। পালিয়ে গিয়ে বিয়ে। কোথাও একটা রেজিস্ট্রি করে নিতে হবে। দুপক্ষের সবাই হন্যে হয়ে খোঁজ করবে তখন ইন্দোনেশিয়ার সাগরসৈকত থেকে ফোন করে বরবৌ বলবে," আরে ক্ষেপছো কেন? আমরা এখন মধুচন্দ্রে। "
    ঃ-)
    পরে লোক খাইয়ে দেওয়া হবে। ঃ-)
    (আইডিয়ামাত্র, করতে যে হবে তেমন কোনো কথা নেই। ঃ-) )
  • বেঙ্গলী | 236712.158.8990012.183 | ২২ আগস্ট ২০১৯ ০৭:৩৫431403
  • আহ্হঃ, টইয়ের মতো টই। কতকিছু হয়ে গেল। নিরুদ্দেশ প্রাপ্তি, কাজু কিসমিস। অনেক অনেক শুভেচ্ছা। এই বিষয়ের আরেক মাস্টারপিস টই 'বিয়ে কোরা জিন্দেগি সেশ'তেও আপডেট হৌক।
  • Atoz | 236712.158.678912.221 | ২২ আগস্ট ২০১৯ ০৭:৩৮431404
  • "কাজু আর কিসমিসে গেল পরমান্নে
    সবে মিলে দশদিকে খুঁজে হল হন্যে"
    ঃ-)
  • dc | 236712.158.676712.162 | ২২ আগস্ট ২০১৯ ০৭:৪৩431405
  • এই জন্যেই কবি বলেছেন, চুমুর আমি চুমুর তুমি চুমু দিয়ে যায় চেনা।
  • Atoz | 890112.162.893423.52 | ২২ আগস্ট ২০১৯ ০৭:৫২431406
  • "খেতে খেতেই খাওয়ানো, খাওয়াতে খাওয়াতেই খাওয়া, কিছুতেই একটা বাদ দিয়ে আরেকটা হবে না" এইরকম জটিল ধাঁধার কথা শুনে শিব্রামের মা জিগ্গেস করলেন, "কিসের কথা বলছিস তুই?
    শিব্রাম কইলেন, "কিসের কথাই তো বলছি মা।"
    ঃ-)
  • | 236712.158.566712.141 | ২২ আগস্ট ২০১৯ ১৪:১৯431407
  • হে আটোজ তুমি আর বিটিং আরাঊন্ড দ্য বুশ কোরো বা। টুক করে নিজের ফাস্ট কিসের গল্প টা বলো ফেলো। আর স্যান, এলা পাই কাম অন। শুধু কি ছেলেরাই বলবে? ধিক নারী স্বাধীনতা।

    দ দি কে ভয়ে, দু দি, ইন্দ্রানী দি আর সামরাম কে প্রবীন জনতা হিসাবে ছাড় দেওয়া হলো
  • | 237812.69.563412.111 | ২২ আগস্ট ২০১৯ ১৪:২৬431408
  • / সামরান
  • বেঙ্গলী | 237812.68.454512.198 | ২২ আগস্ট ২০১৯ ১৪:৩২431409
  • প্রবীণ হিসেবে ছাড় কেন? অন্য জেন্ডার থেকে তো প্রবীণরা দারুণ সব শতাব্দীপ্রাচীন অভিজ্ঞতা বলে গেছেন।
  • Ela | 236712.158.786712.167 | ২২ আগস্ট ২০১৯ ১৫:৪৪431410
  • নারী স্বাধীনতার জোরে ব্যক্তিগত কথা গোপন রাখার স্বাধীনতা বজায় রাখলাম।
  • | 237812.68.454512.84 | ২২ আগস্ট ২০১৯ ১৬:৪০431411
  • ১৪০ কিমি বেগে ধেয়ে আসা বাউন্সার হুক না করে এলা ডাক করলেম
  • রঞ্জন | 236712.158.895612.152 | ২৩ আগস্ট ২০১৯ ২১:০৯431413
  • এতোজের এই শিব্রামি পান বেশ ভাল লাগল; বন্ধুমহলে ছাড়বো।
  • Atoz | 236712.158.678912.47 | ২৩ আগস্ট ২০১৯ ২১:১৬431414
  • ব্রতীন,
    বিটিং অ্যারাউন্ড দ্য বুশ? হুইচ বুশ? বাবা বুশ না ছেলে বুশ?
    ঃ-)
  • Kaju | 236712.158.895612.202 | ২৩ আগস্ট ২০১৯ ২২:৫০431415
  • সবাইকে ধন্যবাদ। ছিল কিস নিয়ে টই, টেনে এনেছি কিসমিসে না চাইতেই। কিস ই তো মিস হয়ে যাচ্ছে। টই গেটিং ডিসমিস ফর কিসমিস।

    আপিসজীবন এত চাপযুক্ত হয়ে পড়ল হঠাৎ, তাই দেরিতে দেখলাম।
  • | 236712.158.8990012.149 | ২৩ আগস্ট ২০১৯ ২৩:৪০431416
  • বেটা কাজু নেমোতন্নো টা পাতি মেরে দিল। অথচ গুরুভাই নিতাই আর সুদীপ্ত র বিয়ে আমি দায়িত্ব নিয়ে খেয়ে এসেছি আর গুরু তে ডিটেইলস মেনু ডিক্লেয়ার করেছি।
  • Kaju | 236712.158.455612.204 | ২৪ আগস্ট ২০১৯ ০৯:০১431417
  • দেখছ ৩ মাস বাকি, কোথায় সেদিকে মন দেব, তা না আপিসে প্রড এ বাজ পড়ছে সেই নিয়ে কালঘাম দিনরাত্তির এক হয়ে গেছে, কিসমিসের সঙ্গে দুটো কতা কইব তার ফুরসত নাই। আপনারা বড় নজর দিলেন। একটু আশীব্বাদ তো করতে পারেন যেন আমি এইসব সামলে উঠে নির্জনে তাহার কাছে ফিরতে পারি।
  • | 236712.158.8990012.147 | ২৪ আগস্ট ২০১৯ ০৯:১২431418
  • পুরো টই টা আবার পড়লাম। রিমি, স্যান আর কিকি সত্যি কারের সাহসী মেয়ে। কুডোস!!
  • Kaju | 124512.101.89900.207 | ২৪ আগস্ট ২০১৯ ০৯:১৮431419
  • এ টইটা ডুবুক এবার। যাচ্ছেতাই হল, স্রেফ আমিই দায়ী।
  • dc | 237812.69.563412.233 | ২৪ আগস্ট ২০১৯ ০৯:২৩431420
  • আমি কিন্তু কোন নজর টজর দিইনি। আর প্রাণ ভরে আশীর্বাদ করলাম, কাজু কিশমিশ পেস্তা আখরোট সব যেন ঝুড়ি ভর্তি করে হয়।
  • বেঙ্গলী | 237812.68.454512.186 | ২৪ আগস্ট ২০১৯ ০৯:২৮431421
  • কাজু তো এট্টু বিয়ে কোরা মনে জিন্দেগি সেশ-এ লিখতে পারেন। ওখানে ওই তিন মাস পরের ঘটিতব্য ব্যাপার নিয়ে অনেক টেকনিক্যাল আলোচনা ছিল। সেই সুযোগে পুনরাবৃত্তি হয়ে যেত।
  • মানিক | 236712.158.565623.225 | ২৪ আগস্ট ২০১৯ ১০:০৭431422
  • প্রথম চুমু একটা জঘন্য ব্যাপার। মুখের ভেতরে একটা কিরকম জিভ, আঁশটে গন্ধ, চিবুক বেয়ে লালা, দাঁতে দাঁতে ঘষাঘষি। ম্যাগো।

    একটা পাঁচ বছরের ছেলেকে চেপে ধরে একটা সাত বছরের মেয়ে যদি ক্লাসের দিদিদের কাছে শোনা কায়দা প্র্যাকটিস করে, তাহলে যা হয়।

    তারপরে অবিশ্যি চুলের মুঠি ধরে গুপ গুপ কিল, মুখেচোখে খিমচে দেওয়া, চিৎকার, চোখের জলের শেষে স্বীকারোক্তি, দিদিগুলো যে কিসব শেখায়। একদম বিচ্ছিরি। পুরো মুখটা এঁটো হয়ে গেল।
  • | 236712.158.8990012.147 | ২৪ আগস্ট ২০১৯ ১০:২৯431424
  • জিন্দেগী শেষ তো ঐশিকের টই। দু দিন আগেই চ্যাট হল। লুরু ছেড়ে তিনি এখন কলকাতাবাসী। বর্তমানেে ফ্রান্সে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন