এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮১২৬৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 342323.223.784512.60 | ২১ জুন ২০১৮ ২০:১৭434890
  • না না শরীর খারাপ ভালো বাড়ির সমস্যা সবার আগে। চাপ নেই, শুধু আসছোনা এইটা কমিউনিকেটেড হয়নি আমাদের কাছে। কেন কী ইত্যাদি নিয়ে আর চাপ নিওনা।

    সামগ্রিকভাবে অনুষ্ঠান নিয়ে দুয়েকটা কথা বলার ছিলো। সে এখন তো হবেনা, ফিরে গিয়ে ধীরেসুস্থে লিখে দেব।

    দমদির জন্য, সিদ্ধার্থবাবুর বইয়ের নামঃ

    কাশ্মীরঃ মুক্তিসংগ্রাম ও রাষ্ট্রীয় সন্ত্রাস - একটি সমকালীন ইতিহাস।

    একই লেখকের প্যালেস্টাইন নিয়েও একটা বই আছে, বেশিদিন আগের না। উল্টেপাল্টে মনে হলো বেশ ভালো বই।
  • h | 2345.110.9002312.104 | ২২ জুন ২০১৮ ০৯:৫৮434891
  • ওকে ফেরার আগে সময় পেলে একবার ফোন করিশ।
  • বিপ্লব রহমান | ২৩ জুন ২০১৮ ১১:২৫434892
  • ঢাকার কাঁটাবনের "বিদিত" এর মিন্টু দাকে কল্লোল লাহিড়ীর "গোরা নকশাল" তিন কপি আনতে বলেছি। উনি বললেন কলকাতা থেকে আনিয়ে খবর দেবেন। নিজেই আগ বাড়িয়ে বললেন, লেখকের সাথেও তার আলাপ আছে, অতি সজ্জন মানুষ!

    এখনো বইগুলো হাতে পেলাম না। মাঝে ঈদের ছুটি পড়ে গেল!
  • বিপ্লব রহমান | ২৪ জুন ২০১৮ ০৬:০৪434893
  • এখানেও বলে রাখি।
    ~~~~~~~~~~~~
    গুরুতে "ই-বুক" এর জন্য আলাদা ট্যাব হোক।

    সেখানে পুরনো চটিগুলো ই বুক আকারে প্রকাশ করা যেতে পারে।

    চটিতে চটিও না! :)
  • কাশ্মীর | 2345.110.892312.147 | ০৫ জুলাই ২০১৮ ১০:২৫434894
  • কাশ্মীর
    রাজনৈতিক অস্থিরতা,গণতন্ত্র ও জনমত
    মিঠুন ভৌমিক
    প্রকাশক- গুরুচণ্ডালী
    কলকাতা
    মুদ্রিত মূল্য -৬০/-

    কাশ্মীর শব্দটা শুনলেই মাথায় আসে বেশ কিছু প্রসঙ্গ। অস্থিরতা, সৌন্দর্য, যুদ্ধ, অবিশ্বাস আর দোষারোপ। মাথায় আসে দুটো রঙ। সাদা আর লাল। একটা গন্ধ। বারুদের।
    ভেসে চলে প্রচুর প্রচুর তথ্য। মিডিয়ার সহস্র কণ্ঠে, ইন্টারনেটে, ওয়াটসএপে, স্লোগানে, প্যাম্ফলেটে। সাধারণ মানুষদের জন্য সব তথ্য ছেনে বাস্তব পরিস্থিতি আর ভেসে চলা প্রশ্নদের উত্তর খুঁজে নেওয়া দুরূহ এবং প্রায় অসম্ভব।
    সেইখান থেকে এই বই একটা দারুণ প্রাইমার। প্রায় নিরপেক্ষ একটা অবস্থান থেকে লেখক তুলে ধরেছেন কাশ্মীর উপত্যকার ইতিহাসক্রম। '৪৭ এর আগে ও পরের। উঠে এসেছে সেই সব পরিস্থিতি যার ফলে তৈরি হতে হয়েছে JKLF এমনকি AFSPAও।
    একদম সাধারণ কাশ্মীরবাসী কী চান এবং ক্যানো চান - এইটা নিয়ে পাঠকদের যতদূর সম্ভব ওয়াকিবহাল করবে এই বই। কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের সীমাহীন দুরবস্থা, মুসলমান কাশ্মীরিদের নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি প্রবল প্রতিকুল পরিস্থিতির আর এক শিকার হয়ে ভারতীয় সেনাদের আত্মহত্যাস্পৃহা আলোচিত হয়েছে সমান গুরুত্ব নিয়ে।
    পাকিস্থান সরকারের কাশ্মীরকে স্রেফ সামরিক উচ্চাকাঙ্ক্ষার পরীক্ষাগার তৈরি করে রাখা এবং উলটো দিকে ভারত রাষ্ট্রের কাশ্মীরকে প্রায় কলোনি বানিয়ে রাখার ক্রমাগত চেষ্টা কাশ্মীরি নাগরিকদের করে তুলেছে ক্ষিপ্ত, সংকুল, নিরাপত্তাহীন এবং জঙ্গী মৌলবাদের সহজ শিকার। এই সবই যে একদিনে মিটে যাবে না তা জানিয়েছেন লেখক। দীর্ঘকালীন শান্তিপূর্ণ আলোচনার বাস্তব সমস্যা কী কী আর সেখানে মিডিয়া ও জনমত তৈরির প্রক্রিয়াদের গুরুত্ব কতটা - উঠে এসেছে সে সবও। সহজ ভাষায়। প্রায় নিরপেক্ষ ভঙ্গিতে। সব প্রশ্নের উত্তর লেখক দিতে পারেননি। এই পরিসরে হয়ত তা সম্ভবও নয়। তবে প্রশ্নগুলো উঠে এসেছে জোরালো ভাবে।
    উপরি পাওনা শেষের গ্রন্থ ও তথ্যসূত্র এবং ইন্দ্রনীল ঘোষদস্তিদারের ভূমিকা।
    সব মিলিয়ে আমাদের মতন সাধারণ পাঠকদের জন্যে কাশ্মীর সমস্যাকে নিজের ভাষায় জানার সুলভ সুযোগ। লেখক ও প্রকাশককে ধন্যবাদ।
  • pi | 785612.40.566712.81 | ১২ আগস্ট ২০১৮ ১৪:১৩434896
  • আজ আজকালের রবিবারের পাতাতেও এই বইটা নিয়ে বেরিয়েছে শুনলাম, কেউ লিনক বা ছবি তুলে দিতে পারেন একটু?
  • pi | 2345.110.674512.166 | ২৬ আগস্ট ২০১৮ ১৮:১১434898
  • এই বইটি বেশ কিছুদিন আউট অব প্রিন্ট ছিল, অনেকে চাইছিলেন। পরীক্ষামূলকভাবে এই প্রথম ছাপা চটির ইবুক গুরু থেকে শুরু হল। অন্যান্য ভার্শন ও আসবে। একটু দেখে ফিডব্যাক দিলে ভাল হয়।
    https://payhip.com/b/0jAp
  • র২হ | 7845.15.562323.25 | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪১434900
  • আজ শ্যামনগরের রবীন্দ্র ভবনে ‘মহীন এখন ও বন্ধুরা’ আয়োজিত রকবাজি, বেলা তিনটে থেকে।
    গুরুচণ্ডাঌর বইপত্তর থাকছে, কল্লোলদাও থাকছেন।

    ঘুরে আসুন উইকেন্ডের বাজারে। শ্যামনাগরিক কে আছেন?
  • pi | 7845.29.785612.181 | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭434901
  • আজ মহীনের নতুন সংস্করণ আসছে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭434902
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৯434903
  • এত ঝামেলায় ্ছিলাম, আআর সময়ই হয়নি এটার প্রকাশ অনুষ্ঠানের খবর দেওয়ার। ১২ তারিখ মৌলালি যুবকেন্দ্রে ডাক্তারদের সংযুক্ত মঞ্চের সভায় বইটি প্রকাশিত হল।
    ছবিও দেওয়া হয়নি।

    প্রচ্ছদ হুতোবাবুর। প্রচ্ছদের ছবিও কত দেওয়া বাকি ঃ(
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৯434904
  • pi | 7845.29.9006712.254 | ১০ অক্টোবর ২০১৮ ১০:৩৬434907
  • পুজোর আগে বইচইহইচই! আমাদের পুজো এম্নিভাবেই শুরু! শাক্যজিত ভট্টাচার্যের 'কুরবানি অথবা কার্নিভ্যাল' বইটির প্রকাশ হবে ১৩ তারিখ, বিকেল ৩-৫ টা, যাদবপুরের বিগ-ব্যাং ক্যাফেতে। সেই সঙ্গে সোমনাথ রায়ের 'ঘেন্নাপিত্তি' কবিতার বইয়ের দ্বিতীয় সংস্করণ বেরবে। আর থাকছে অনেকে মিলে ঠেক। আর ঠেকে থাকছে এই বইগুলোর সুতো ধরেই ছাত্ররাজনীতি থেকে কবিতা ইত্যাদি, ঘেন্না থেকে পিত্তি, ভালবাসা সবই।
    সবারই নেমন্তন্ন রইল।

    ও হ্যাঁ, প্রকাশের কিছুদিনের মধ্যেই হাজার কপি নি:শেষিত হয়ে যাওয়া 'অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দু:খিত' র দ্বিতীয় সংস্করণ ও আসছে ওইদিন।

    বিগ ব্যাঙ ক্যাফে-যাদবপুরের ৮ বি তে।

    বই দুটির প্রচ্ছদ: শ্রীতমা রক্ষিত ও অভীক কুমার মৈত্র।
  • pi | 7845.29.9006712.254 | ১০ অক্টোবর ২০১৮ ১০:৪৪434908
  • মিসিসিপি
    ====
    সজীব স্পর্ধা থেকে ক্রমশঃ প্রকাশে অহমিকা
    শিকারীর মত তার বন্দুকের নলমুখ থেকে
    ছেঁকে ন্যায় জলের অন্তিম বিন্দু, মাটি;
    কাঠির ডগায় ক’রে লেপে দেয় গর্জন তেল,
    এলবোয় ভর দিয়ে বারুদ আর সীসের ম্যাজিকে
    ফিকে হওয়া মৃত চোখমুখে
    ঝুঁকে পড়ে দেখেছে তখনও সজীব রয়েছে ত্রাস, অবিশ্বাস-
    শ্বাস বেরোনোর আগে অনন্তস্পর্শী কিছু কষ্টও
    স্পষ্টতঃ তখনও প্রকাশে-

    ঘাসের উপর থেকে সেই সব পাপের প্রদাহ
    আহরণ করে, সে, শিকারী, ফের
    বেরোয় আগুন হাতে, পরবর্তী প্রাণীটিকে দেখে
    সেখানে ছড়িয়ে দ্যায়, অনুরূপ যন্ত্রণা, অনুরূপ অবিশ্বাস থেকে-

    একে কেউ হত্যা বলিনি, চেনা ভাষ্যে এই সভ্যতা:
    কথা-অপলাপে শুধু নদী ব’লে কেউ ভুল করে।
    ----
    কলকাতা- প্রাগৈতিহাসিক

    যদি সব বিজ্ঞান মুছে ফেলি আজ
    যদি গুহাগর্ভে আজ বসি শূল্যমাংস মহাভোজে
    তমালিকা থাকবেই, সেইখানে, প্রস্তরের গায়ে
    বাইসন এঁকে যাবে তাহার রঙিন পেনসিল
    বিষাক্ত মদিরা লয়ে, মৃৎপাত্রে, সম্মুখে দাঁড়ায়েছি, আর-
    -আমাদের মাঝখানে কলকাতা শেষতম বাধা

    ---

    এক ব্যাগ ৯০ এ ' রেলিং জড়িয়ে প্লাস্টিক' এর কবি
    সোমনাথ রায়ের এইসব কবিতা ঘেন্না থেকে, পিত্তি থেকে, প্রথম বই ঘেন্নাপিত্তি থেকে, যে 'ঘেন্নাপিত্তি' ' প্রকাশের দু' বছরের মধ্যেই পাঁচশ' কপি নি:শেষিত হয়ে যায়, সেই বই আবার প্রকাশিত হচ্ছে, এই ১৩ তারিখ, বিকেল ৩ টেয়, যাদবপুরের বিগব্যাং এ।
    নেমন্তন্ন সবার। থাকছে কবিতা নিয়ে আলোচনা।
    থাকছেন অনেকেই।

    প্রচ্ছদ : অভীক কুমার মৈত্র
  • | ১৩ অক্টোবর ২০১৮ ১৫:১৬434909
  • এইখানে ঠেকের ঠিকানাটা দেয় নি। গেছোদাদা খুঁজছিল। আমি প্রচুর আকাশপাতাল হাতড়ে শেষে ঈশানের দেয়াল থেকে টুকে দিলাম।
  • | ১৩ অক্টোবর ২০১৮ ১৫:১৮434911
  • The Big Bang
    Jadavpur 8b
    20A Central Road
    Cal - 700032
  • গেছোদাদা | 342323.176.120112.32 | ১৫ অক্টোবর ২০১৮ ০৬:০৫434912
  • আরে ঐ ঠিকানা দিয়ে মোটেই খুঁজে পাওয়া যায় না।
    কার্যকরী ঠিকানা হল এইরকম :
    যাদপ্পুর টেলিফোন এক্সচেঞ্জের গেটের ঠিক উল্টোদিকের রাস্তা দিয়ে দু-চার পা গিয়ে ডানদিকে।

    বিগ ব্যাঙ বা ২০এ সেন্ট্রাল রোড, চায়ের দোকান/ পানের দোকানওয়ালারাও বলতে পারে নি।

    লামা, হুতো, রৌহিন, শাক্য, উৎসব... এদের সাথে খানিক গপ্প হল, দিব্বি লাগল।

    কাল সিংগল k -র সাথে কফিহাউসে+ এও প্রচুর আড্ডা হল। সিংগল মল্টের মতই স্বাদু সে আড্ডা।

    গুরুর জয় হোক।
  • গেছোদাদা | 342323.176.120112.32 | ১৫ অক্টোবর ২০১৮ ০৬:০৭434913
  • ঠিকানা কার্টসি, সায়ন্তনী।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৮ ০৬:১২434914
  • আর সায়ন্তনীর খোঁজ দিল কে?
  • গেছোদাদা | 342323.176.120112.32 | ১৫ অক্টোবর ২০১৮ ০৬:৫৮434915
  • সে আমাদের সিকিবাবু, আমাদেরই সিকি যে।
    তাঁকে ডবল কার্টসি।

    জ্জয়গুরু। :)
  • | 670112.193.7890012.223 | ১৫ অক্টোবর ২০১৮ ০৭:০১434916
  • অ। তা বেশ।
    আমাকে মিছিমিছি খাটালে কেন?
  • গেছোদাদা | 238912.66.898912.154 | ১৫ অক্টোবর ২০১৮ ০৭:১৬434917
  • আরে দু ভাঁড় চা খেয়েও ২০ সেন্ট্রাল খুঁজে পেলাম না যে। তারপরেই তো সিকি-সায়ন্তনী-এক্সচেঞ্জ-ব্যাঙ।
  • r2h | 785612.119.560112.50 | ১৫ অক্টোবর ২০১৮ ০৯:২৪434918
  • হ্যাঁ, গুগলে ২০এ সেন্ট্রাল রোড দিয়ে সার্চ করলে আশেপাশে পাঁচখানা ঠিকানা দেখায়। কাফে কর্তৃপক্ষ ডিরেকশনটা পরিস্কার করে দিলে ভালো হত। আমি অব্শ্য ঐ অঞ্চলটা চিনি, কিন্তু এমনিতে ঘাঁটা ব্যাপার। আর ক্যাফেটা যেহেতু নতুন তাই কেউই চেনেনা।

    তবে যাই হোক, গেছোদাদা আর কুশানদার সঙ্গে চমৎকার আড্ডা হলো; এই প্রসঙ্গে মনে হলো, পুজোর বাজারে যারা কলকাতায় আছে, একদিন কফি হাউসে বসা যায় কিন্তু। আমরা পাইয়ের সুস্বাস্থ্যের উদ্দেশ্যে দুপাত্র কফি পান করতে পারি।

    আর অনুষ্ঠানে চমৎকার আলোচনা হয়েছে, আমাদের মত মধ্যবয়সী লোক থেকে ওদিকে নিম্নসীমা ছিল উনিশ, একেবারে তরুণতম তুর্কী ক'জন।

    গদ্য এবং পদ্য, কবিতার উপকরণ ও উপন্যাসের তাগিদ, বাজারবান্ধব এবং শ্রমসাধ্য লেখা, ছাত্ররাজনীতি এবং যৌনতার পক্ষ এইসব নিয়ে চমৎকার তর্ক হলো।
    ফেরার সময় এইটবিতে দেখলাম সিপিআইএমের পুজোর বইএর স্টলের উদ্বোধন হচ্ছে।

    কুরবানি অথবা কার্নিভ্যাল পড়ে ফেললাম, চমৎকার লাগলো, এত ডিটেলে বর্তমান ছাত্ররাজনীতির ন্যুয়ান্স নিয়ে লেখা আমি তো অন্তত পড়িনি। খুবই টানটান, একবারে পড়ে ফেলার মত, এবং পরেও আবার পড়বো।
  • T | 342323.176.34900.32 | ১৫ অক্টোবর ২০১৮ ০৯:৪৭434919
  • পীড় য্যানো খবর দ্যান। আমি আছি।
  • র২হ | 238912.66.78.162 | ১৮ অক্টোবর ২০১৮ ২১:০২434920
  • টি, মেলা কমিটির আপিসে যোগাযোগ করুন।
  • গুরুচণ্ডা৯ | 781212.194.2312.38 | ২০ অক্টোবর ২০১৮ ১৩:০৮434922
  • এই পুজোয় গুরুর নতুন জামা না হোক, নতুন ঠেক হল বটে, যার ঠিকানা শান্তিনিকেতন। আগেই শান্তিনিকেতনের বইঘরে চলে গেছিল, Chandra Das Roy Maria Koel Sekhar Sengupta দাদের সৌজন্যে, এবারে Arpita Chatterjee দি, Ayaon Ghosh দের দৌলতে চলে গেল রামকৃষ্ণর বুক স্টোরেও, শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ে।

    আর হ্যাঁ, কলেজ স্ট্রীটে দেজ দে বুক স্টোর ধ্যানবিন্দু উবুদশ বইচিত্র বাদেও বই থাকছে রাসবিহারীর কল্যাণদা, যাদবপুরে স্টাডিজ, জনক রোডে আরশি বুটিকে আর গড়িয়াহাট মোড়ে কাফে স্ট্রিং সে। এগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইলে, Paramita Datta Anasuya Gupta di, Sankha Karbhaumik Rouhin Banerjee শুভদীপ গঙ্গোপাধ্যায় Pinaki Mitra দের পাকড়ান :)।

    সব্বাইকে বিজয়ার শুভেচ্ছা। জ্জয়গুরু!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন