এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮১২৫৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.201.9 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬434998
  • তিনদশকেরও পরে গত বসন্তপঞ্চমীর দিন আমরা চারবন্ধু গেছলাম বরানগর রামকৃষ্ণ মিশনে। ওখানের গেটে ঢোকার আগে , সিঁথির মোড় দিয়ে পাড়ায় ঢুকে স্মৃতি বিভোর হয়ে ঘুরে বেড়ালাম-- নরেন্দ্র বিদ্যামন্দির( ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের নামে), নর্থ সুবার্বন হসপিটাল, সেই নবজীবন যুবক সংঘের ক্লাবঘর, তাদের একচ্ছত্র লীডর প্রয়াত নির্মল চ্যাটার্জি যিনি বক্সিং শেখানোর আখড়ার নামে অল্প বয়েসী ছেলেদের উদ্ধত আর গুন্ডা তৈরি করছিলেন। আবার উনি ছিলেন আমাদের কনিষ্ঠ সহপাঠী গঙ্গারামের জামাইবাবু। একটু মাথা গরম অল্প বুদ্ধির লোক ছিলেন।
    কুখ্যাত বরানগর হত্যাকান্ডের ছক কষা হল। সি্‌দন ওনাকে বলা হল কাশীপুর শ্মশানঘাট রোড এলাকা পায়ে হেঁটে ঘুরতে, কোন ভয় নেই। পুলিশ প্রটেকশন আছে।
    ওই পাড়াটা ছিল হার্ডকোর নকশাল বেল্ট, আর উনি ছিলেন ওদের হিটলিস্টে।
    মরার আগে উনি জানতেও পারলেন না যে ওনাকে নকশাল-শিকারের ভূমিকা হিসেবে
    খুঁটিতে বাঁধা ছাগলের মত টোপ বানানো হয়েছিল।
    ওনার একস্পেক্টেড মৃত্যু ছিল আসলে হুইসল্‌ ব্লোয়িং।
    তারপরের ঘটনা সবাই জানে। ঠেলাগাড়ি ভর্তি হাত-পা বাঁধা লাশ, কারো কারো মুখে আলকাতরা মাখানো।
    আমি শুধু খবর পেলাম চেনা একজনের যে কোন রকমে বেঁচে বর্তে এসে সারারাত ঠক্‌ঠক করে কেঁপেছে, গুঙ্গিয়েছে, কথা বলতে পারেনি, কাঁদতেও না।
    আমরা সময়ের নিরাপদ দুরত্বে ঘুরে বেড়ালাম, মুখে কথা নেই। কখনও অস্ফুট-- ওই খানটা, ওই জায়গাটা, তাই না? অন্যদের মৌন মাথানাড়া।
    চারদিকে অনেক দোকান পাট, ফাস্ট ফুড, কম্পিউটারের , টিউটোরিয়ালের হাতছানি।
    কিন্তু ওই ছায়াশরীর গুলো!
    পোল্যান্ড ক্রাকাউ যাইনি। গেলে অসউইজ দেখবো। কিন্তু আমার চেতনায় এটাই অসউইজ্‌।
    খালি আমার মাথায় একট লাইন গুণ গুণ করে ভোমরার মত ঘুরছে-- এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।
    হ্যাঁ, এই হননযজ্ঞ বন্ধ হোক। বরানগরে, জঙ্গলমহালে, দান্তেওয়াড়ায় সর্বত্র।
    ঠিক কাল রাত্রে ফোন এল--- দাদা, রাকেশ
    বলছি, রাকেশ যাদব।
    আমার নাটকের দলের খুব ভাল অভিনেতা। হিন্দি সাহিত্যে এম এ। পেটের দায়ে পুলিশের চাকরি।
    কথা বলছে বস্তারের হার্ডকোর মাওবাদী এলাকা কোয়্‌লীবেড়ার কাছে অন্তাগড় আউটপোস্ট থেকে।
    -- কি রে? তুইও অপারেশন গ্রীনহান্ট?
    --হ্যাঁ দাদা।
    --তুই না রাজ্য পুলিশ ? তুই ওখানে কি করছিস?
    -- রুটিন সার্চে আমরাও যাই।
    --- হ্যাঁরে? তোদের হাতিয়ার কি দিয়েছে? এ কে-৪৭?
    আমার মরবিড কৌতূহল।
    -- ইনশাস রাইফেল দিয়েছে দাদা।
    দাদা, চারমাসের কড়ারে এনেছিল, এখনো ফেরৎ পাঠাচ্ছে না। আমার কিডনিতে স্টোন। আমার ট্রান্সফারের অ্যাপ্লিকেশন যে কোথায় গেছে! পরের অনেকের ফেরৎ যাওয়ার অর্ডার এসে গেছে।
    --রাকেশ, তুই ফিরে আয়! তোর থেকে অনেক গল্পো শোনার আছে যে! ভালোয় ভালোয় ফিরে আয়! আমরা আবার স্ট্রীট কর্নার প্লে করব।
    হাসিমুখে রিহার্সাল দেয়া যে ছেলেটাকে কখনও কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি।
    আজ ও গেছে জঙ্গলে মারতে আর মরতে!
    বন্ধ হোক, বন্ধ হোক!
    কেন মানবসন্তানেরা টেন কম্যান্ডমেন্‌ট্‌স মানে না? কেন আবেল আর কেন, পান্ডব ও কৌরব, একে অপরের গলার নলীটা ছিঁড়তে ব্যস্ত!
  • Guruchandali | 72.83.210.50 | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯434999
  • চটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রীটে পাতিরাম, বইচিত্র ও অফবিটে।

    দেশের অন্যত্র ডাকযোগে পেতে হলে আপনার ঠিকানা জানিয়ে মেইল করুন, [email protected] এ।

    বিদেশে পেতে হলে :
    http://www.calcuttaweb.com/cgi-bin/booksrch.php?SRCHCAT=MISCELLANEOUS
  • Guruchandali | 59.93.203.193 | ১৯ জানুয়ারি ২০১১ ১৮:২০435000
  • ২০১১ বইমেলায় প্রকাশিত হতে চলেছে আরও চার পাটি চটি।

    সঠিক গেস করুন, চটি জিতুন। ঘরে বসে। মাপে হবেই, চিন্তা নেই !


  • Netai | 122.162.52.145 | ১৯ জানুয়ারি ২০১১ ২১:৪৮435001
  • একখান কি শ্রদ্ধেয় শমীকদার উত্তরবঙ্গ সিরিজ?
  • Manish | 59.90.135.107 | ২০ জানুয়ারি ২০১১ ১৫:২৬435002
  • একটা কি কল্লোল দশগুপ্তের কারার অন্তরালে বা ঐ জাতীয়। এই ব্যাপারে চটি বেরোলে বা রঞ্জনের গোয়েন্দা কাহিনীর চটির জন্য অগ্রীম বুকিং করে রাখলাম।
  • Manish | 59.90.135.107 | ২০ জানুয়ারি ২০১১ ১৫:৩৮435003
  • কেলোবাবুর লেখা?
  • byaang | 122.172.40.179 | ২০ জানুয়ারি ২০১১ ২১:৪৮435004
  • আম্মো গেস করবো। চাট্টে চটি - চার মহারথীর। কল্লোলদা, সামরান, ছোটাই, শমীক। কল্লোলদার কারাগার, আর শমীকের উত্তরবঙ্গ লিস্টি থেকে বাদ। কারণ ওগুলো ধারাবাহিক ভাবে বেরোচ্ছে, তাই মাঝপথে দুম করে ওগুলো চটি হয়ে যাবে না। শমীকের দিল্লীটা শেষ হয়ে গেছে, সুতরাং ওটা চটি হওয়ার হাই প্রোব্যাবিলিটি।
  • Nina | 64.56.33.254 | ২১ জানুয়ারি ২০১১ ০০:৪৭435005
  • আমি গেস করছি প্রত্যেকটা চটি ই হবে দারুণ আর আমি সবকটা চাইইই---শ্রাবণীরও একজোড়া নেই?
  • Manish | 59.90.135.107 | ২১ জানুয়ারি ২০১১ ১০:৫৭435006
  • সুমেরুর লেখা নিয়ে একটা চটি হবে মনে হচ্ছে ।
  • Guruchandali | 59.93.167.142 | ২৪ জানুয়ারি ২০১১ ১১:০৯435008
  • গেস করুন এখানে, কিম্বা মেইল করে দিন, [email protected] এ :)
  • nyara | 203.110.238.16 | ২৪ জানুয়ারি ২০১১ ১১:১৩435009
  • কী বেরোচ্ছে জানিনা, তবে নিশ্চিতভাবে একটা বুলবুলভাজা আর একটা কূটকচালী সংকলন পিরিয়ডিকালি বের করার দরকার আছে।
  • Guruchandali | 59.93.217.25 | ২৪ জানুয়ারি ২০১১ ২২:৫০435010
  • শেষ মুহূর্তে আসতে চলেছে গুরুচণ্ডা৯ র আরেকটি বিশেষ প্রকাশনা। সঙ্গে থাকুন।
  • r.h | 203.132.214.11 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৮435011
  • ২০১১।
    ভালো ছাপা ভালো পেজমেকিং।
    বন্দরে পরিচ্ছেদের মাঝে আরেক্টু জায়গা থাকলে দৃষ্টিনন্দন হতো। আর কাটিঙে ছড়িয়েছে। অবশ্য আমিও বোধয় ব্লিডের হিসেবে গোল পাকিয়েছি।
    কন্টেন্ট নিয়ে তো বলবেন পাঠকেরা- আমি চাক্ষিক হিসেবে আমার কথা বললাম।
  • siki | 123.242.248.130 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৩435012
  • দেখি নাই আমি দেখি নাই।

    তাই আমি কিছুই কব' না।
  • byaang | 122.172.40.172 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৮435013
  • চটি গেস করার জন্য পেরাইজের লোভ দেখিয়ে সবাইকে দিয়ে গেস করিয়ে নিয়ে এখন আর কোনো উচ্চবাচ্য নেই!! প্রাইজগুলো দেওয়া হবে না?
  • siki | 123.242.248.130 | ০৪ মার্চ ২০১১ ১২:০৩435014
  • এতদিন আমাদের ঈশেনের চটিটা পড়ে উঠি নি ল্যাদ খেয়ে। ভেবেছিলাম, সেই একই তো লেখা আগে পড়েছি। তা, কাল পরশু সময় করে পড়ে ফেললাম আরেকবার। দেখি, উরিত্তারা, এ তো অনেক অ্যাডিশন আছে! ফাটাফাটি লেগেছে জাস্ট। অত্যন্ত খেটেখুটে বানানো বই, পড়লেই বোঝা যায়। কিন্তু হায়, কেউ এক লাইনও লেখে নাই মামুর বই নিয়ে। আমিই তাই লিখে দিলাম।
  • siki | 123.242.248.130 | ০৪ মার্চ ২০১১ ১২:০৬435015
  • আমার বই নিয়ে ফীডব্যাক:

    যারা পড়ে উঠেছেন, সকলে বেশি করে উল্লেখ করেছেন মোটর সাইকেল চুরি যাবার এপিসোডটা। ব্যান্ডেলে আমাদের বাড়ির পাশের বাড়ির বাবুদা কাল বাবার থেকে নাম্বার নিয়ে ফোন টোন করে বেশ ভালো কথা টথা শোনাল।

    সবচেয়ে ভালো কথা শুনিয়েছেন আমাদের এখানকার এক প্রতিবেশিনী। গেঁড়িকে বলেছেন, তোমার বর সত্যি, কী ট্যালেন্টেড ছেলে, অ্যাঁ? নিজে বই লিখে ছাপিয়ে ফেলল, আমার দেখে এত ভালো লেগেছে, এত্ত সুন্দর লিখেছে, আমার অবশ্য বইটা পড়ার সময় হয়ে ওঠে নি এখনো, কিন্তু শমীক সত্যি এত্ত ট্যালেন্টেড ছেলে, কী বলব ...
  • Bratin | 122.248.183.1 | ০৪ মার্চ ২০১১ ১২:১২435016
  • ভেবে দেখো? পড়েন নি , তাতেই এত ভালো ভালো কথা বলেছেন। পড়লে কী না কী বলতেন :-))
  • kallol | 115.184.43.189 | ০৮ মার্চ ২০১১ ২০:২০435017
  • বন্দরের সান্ধ্যভাষা।
    ঈশেন - বাবা বেঁচে থাক। ওফ, কি একখানা নামিয়েছিস।
    মাত্র তৃতীয় বিকল্পে পৌঁছেছি। নেশা হয়ে গেলো রে! পুরো ধুমকিতে পড়ে যাচ্ছি।
    মিঠু - চটির উৎসর্গ মতে তুই মেরির গল্প শুনিয়েছিলি ঈশেনকে। দেখা হলেই বিরিয়ানি-রেজালা।
  • Kulada Roy | 74.72.54.134 | ২২ জুন ২০১১ ১৯:২৭435019
  • গুরুচণ্ডালীর থেকে বই পাইছি ফ্রি। শুনবার পাইছি--একটা নিলে আরেকটা ফিরি। বিফলে অমূল্য ফেরত। পরীক্ষা প্রার্থনীয় কাগুসগোল।
    -----------------------------------------------------
    গুরুচণ্ডালীদের অনেক বই বেঁচে আছে। বিক্রি হয় না। বাংলাদেশের পাঠকদের কাছে তারা বই পাঠাতে পারেন নি। কোনো এক বিশিষ্ট হবু বুদ্ধিজীবীর কাছে কিছু বই ওরা পাঠিয়েছিলেন। ভ্রাতা সেগুলো সময় পাননি নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার। ওগুলো কোথায় কেমন আছে--জানা যাচ্ছে না। ইহা এখন একটি গায়েব কাহিনী। শার্লক হোমসকে খবর দেওন লাগবে।

    আমাকে গুরুর লোকজন বাঙাল দেশের চণ্ডাল বিবেচনা করে কিছু গুরুচণ্ডালী প্রকাশনীর চটি সিরিজ গছিয়ে দিয়েছেন ডাক মারফত। নিশ্চিত করেছেন--বইগুলো ফ্রি। অমূল্য জ্ঞানে কেউ মূল্য দাবী করবে না। সে শর্তে আমি নিয়েছি। আর ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। উত্তরে পাহাড়। আমাকে দান করে তারা রৌরব নরক থেকে মুক্তি লাভ করবে। শুদ্র হিসাবে এই আশির্বাদ করছি। বৃথা যাবে না। দেইখেন। আরও কিছু বই পাঠালে সোজা বৈকুণ্ঠে প্রমোশন দেব। ১০১ % নিশ্চিত।

    চটি সিরিজের প্রাপ্ত বইয়ের তালিকা :. পূর্ব প্রকাশিতের পর :
    সুমেরু মুখোপাধ্যায়
    . আমার ৭০ :
    দীপ্তেন
    . আলোচাল :
    সুমন মান্না
    . হাম্বা :
    সৈকত বন্দ্যোপাধ্যায়
    . ঘেন্নাপিত্তি :
    সোমনাথ রায়
    .
    গুরুচণ্ডালী রিসেশন কি সেশন
    . গুরুচণ্ডালী ;
    এবার খালি বই-চই
    . গুরুচণ্ডালী :
    এক ব্যাগ ল্যাল্যা
    . গুরুচণ্ডালী : পাশবিক

    এই চটিপ্রদানের কথা শুনে আমার পাকিস্তানী বন্ধুবার তিনেক নওজুবিল্লাহ বলে ঝটঝট করে একখানা কোরান শরীফ দিয়ে গেছে। ওর ধারণা এইবার মশায়রে বাগে পাইছি। চটি পইড়ে মশায়ের নিজের ধর্মটর্ম ফুট্যা যাবে।আ। এই শূন্যতা পূরণে শফি আমার হাতে কোরাণ শরীফটি চালান করে দিয়ে গেছে। বলেছে--পড়ি আর না পড়ি, হাশরের ময়দানে যখন জিব্রাইল জিগাইবে--তুমি ধর্মের জন্য কি করিয়াছ ব্‌ৎস। তখন শফি আমাকে সাক্ষ্য মানবে। শফির হয়ে বলতে হবে, বাবা, জিব্রায়েল--শফি নিতান্তই গোবেচারা পোলা। অর কোনো দোষ নাই। কোরাণ শরীফটি আমাকে ঠিক ঠিক দিয়াছে। কোনো ভুল নাই। বিশ্বাস না হয়--হুজুরদের ডাক। তাগো সামনে আমি কয়েক পারা মুখস্ত কইয়া দেই। এই চ্যালেঞ্জের কারণে শফির বেহেস্ত নিশ্চিত হবে। আর আমি হিন্দু কোরাণ শরীফ পড়ছি এই অপরাধে আমার নরক কনফর্ম হয়েছে। সেখান চিত্রগুপ্তের সামনে শফিকে নেওয়া যাবে না। ওখানে অন্য ধর্মীদের প্রবেশ নিষেদ। আমাকে একাই যেতে হবে। ল্যাপটপটা নিতে পারলে সমস্যা থাকবে না। ওখান থেকেও গুরুর জন্য নরক থেকে স্বর্গ-বিপ্লব বেহাত হয়ে গেল লেখন করা যাবে। নরকের আগুনে লেখাগুলো শুধু কড়কড়া হবে। গিলতে একটু কেচাপ বেশী নিতে হবে। এইতো। সুতরাং ল্যালাগিরি পড়তে সমস্যা নাই। আশা করছি চটি পড়ানোর অপরাধে লেখকদের শুদ্রশাপ দেব। পরজনমে ওরা রাধা হইয়া কানবে। কৃষ্ণ হারামজাদা তখন কদম্বডালে পা ঝুলাইয়া বসিয়া থাকিবে। হাতে বাঁশি নহে --গুরুচণ্ডালীর পাশবিক সংখ্যা। কুরুপাণ্ডবের যুদ্ধু হওয়ার আর চান্স থাকেব না। কেবল রাসলীলা হবে।
    আসেন দেখি, ভান্ড বাসন লৈয়া আছেন, সেই রাসলীলা ছফাছফ ধইরা রাখুম। এই লীলা ভাইজা দিন পনের খাওন চালানো যাইবে।

    বলেন, দুনিয়ার মজনু, এক হও-- নড়াই কর, দুই হও-- বড়াই কর।
    http://www.youtube.com/watch?v=eZxLjAUG9zg&feature=related
  • r2h | 198.175.62.19 | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৯435020
  • ২০১২
  • aranya | 144.160.226.53 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪৭435022
  • থ্যাংকস পাই। আবাপ-র রিভিউ-টা পড়ে ভাল লাগল।
  • siki | 122.177.217.207 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৫435023
  • জ্জিও কল্লোলদা।

    এইবার আরেকটা পাট্টি হবে।
  • ranjan roy | 115.118.230.149 | ১৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৬435024
  • পাইকে থ্যাংক্স।
  • dd | 122.167.2.220 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৯435025
  • আরে কল্লোল ! এ তো দুর্দান্তো খপর। জ্জিও।

  • lcm | 69.236.174.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩১435026
  • আনন্দবাজারে কল্লোলদার বই (কারাগার, বধ্যভূমি ও স্মৃতিকথকতা, গুরুচন্ডালি প্রকাশনা, ৩০ টাকা) এর রিভিউ-এর সঠিক লিংক
    http://www.anandabazar.com/archive/1120218/18pustak2.html
    সংক্ষিপ্ত এবং সুন্দর রিভিউ। এই জন্যই আবাপ ইস আবাপ।

  • PM | 86.96.228.84 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪435027
  • আবাপ না লিখলেও কল্লল-দার লেখা অসাধারন-ই থাকতো। তবে হ্যাঁ , আরো অনেক বেশী লোকের কাছে পৌছতে পারবে কল্লোলদার লেখা, এটা একটা ভালো খবর।
  • lcm | 69.236.174.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৭435028
  • পিএম,
    একদম ঠিক কইসো।
  • pinaki | 85.231.136.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৯435030
  • কিন্তু তার মানে এ বই তো আরো কপি ছাপাতে হবে। সে ব্যাপারে কিছু প্ল্যান হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন