এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮২৭৮২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sabyasachi | 115.187.48.161 | ০৩ মার্চ ২০১২ ২৩:২৯435031
  • Karagaar, bodhhyobhumiosmiritikothokotaboitisheskorlam...undoubtedlyektaosadharonpublication!!!...Amustread...agamidinearoerokomlekharjonnyoopekhhakorethakbo:)...
  • kallol | 115.184.81.122 | ০৪ মার্চ ২০১২ ০০:৪৩435032
  • ধন্যবাদ সব্যসাচী। আমি সম্মানিত বোধ করছি।
  • sda | 117.194.192.69 | ০৪ মার্চ ২০১২ ০৯:২৬435033
  • কল্লোলদা কি বাই এনি চান্স হিন্দমোটরের স্বপন দাসাধিকারী কে চেনেন ?
  • kallol | 115.184.58.24 | ০৪ মার্চ ২০১২ ১৬:৫৭435034
  • জলার্ক? তাহলে চিনি। খুব গাঢ় পরিচয় নয়। তবে ওনার ওখানে গেছি কয়েকবার, নানান আলোচনায় যোগ দিতে।
  • sda | 117.194.192.69 | ০৪ মার্চ ২০১২ ২১:২১435035
  • হ্যাঁ জলার্ক। আমার জ্যেঠু হন। কিছুদিন আগে আমার থেকে আপনার বইটা নিলেন পড়বেন বলে , তখনই শুনলাম যে আপনাকে চেনেন।
  • a | 65.204.229.11 | ০৪ মার্চ ২০১২ ২২:১৫435036
  • একটা কথা বলেই ফেলি। হয়তো বহু তর্কে কল্লোলদার বিপক্ষে থেকেছি, অনেক কমেন্টও করেছি নকশাল আন্দোলন আর তার পরবর্তী সময় নিয়ে। কিন্তু এই লেখাটা অসাধারণ, এবিষয়ে কোন দ্বীমত নেই। সত্যি বলতে কল্লোলদার মত মানুষকে চিনি আর তর্ক বিতর্ক করতে পারি ডিরেক্টলি, সেই জন্যে নিজেকে সৌভাগ্যবান মনে হয় (আবাপ অর নো আবাপ)
  • kallol | 115.184.65.97 | ০৫ মার্চ ২০১২ ০৬:৪৮435037
  • ধন্যবাদ এ।
  • siki | 155.136.80.36 | ০৫ মার্চ ২০১২ ০৯:২৬435038
  • অয়ন,

    পক্ষে থাকলে সেটা তো আর তর্ক হয় না, পিঠ চুলকানি হয়ে দাঁড়ায়। তর্ক বিতর্কে পক্ষ আর বিপক্ষ দুইই থাকে। চলুক না! অ্যাপোলোজেটিক হবার কিছু নেই। :-)
  • a | 65.204.229.11 | ০৫ মার্চ ২০১২ ১১:০২435039
  • আরে ক্ষমা তো চাইনি। মিউচুয়াল শ্রদ্ধা জানিয়েছি :)
  • dd | 110.234.159.216 | ০৯ মার্চ ২০১২ ০৯:২৪434501
  • কালকে এক ধাক্কায় কল্লোলের কারাগার শেষ করলাম। নামটা এতো বড় দিলে ক্যানো হে কল্লোল? লিখতেও অসুবিধে।

    তাহোক। দারুন লাগলো। আগে যখন টইতে বা ছাপাতে খাবলা খাবলা করে পড়েছিলাম তখন রসভংগ হচ্ছিলো। এবারে এক সাথে পড়ে ভীষণ ভাল্লাগলো।

    সত্তর আর তিয়াত্তরে আকাশ পাতাল তফাৎ। সেই সময়ে যারা বড় হয়েছিলো তারাই জানে। সত্তরে "নকশাল করছে" প্রায় সবাই। মরছে, মারছে, মার খাচ্ছে সবাই মিলে -প্রায় একটা গোটা প্রজন্ম।

    আন্দোলন হুড়মুড় করে ভেঙে যাবার পর ৭৩-৭৪ নাগাদ হাতে গোনা কয়েকজন শুধু পথে নামবার হিম্মত দেখিয়েছিলো। বাকীরা সবাই ভিতরে অথবা বসে গ্যাছে। সে সময়ে আন্দোলনের বজায় রাখা যে কি অসম্ভব সাহসের ও নিষ্ঠার ব্যাপার সেটা এখন আর অনুভব করা সম্ভব নয়। ঐ সময়ের আন্দোলনের এটা একটা দলিল।

  • dd | 110.234.159.216 | ০৯ মার্চ ২০১২ ০৯:২৯434502
  • হ্যাঁ, আরেকটা কথাও মনে পরলো। সত্তরে আমি তখন কালেজে পড়ি,ফার্স্ট ইয়ারে। তখন সেন্ট লরেন্সের কয়েকটি বাচ্চাদের নিয়ে বৈঠক করেছিলাম,একবার ওদের মাঠেই,যখন পাড়ার ছেলেরা ফুটবল খেলছিলো তখন আর একবার (বোধয়) মিলিটারী ক্যাম্পের একটা গলতায়।

    খুব অনুকম্পা হতো। ক্লাস টেন ইলেভেনের ছেলে - দুর দুর। নিতান্ত ছেলেমানুষ। দুধভাত।

    কে জানে তখন সেখানে কল্লোলও ছিলো কি না। মোট কথা চিবুকে দাড়ি,মাথায় ঝুঁটি আর পিঠে গীটার নিয়ে ছিলো না। তাইলে মনে থাকতো, চিনতেও পারতাম।
  • | 137.157.8.253 | ০৯ মার্চ ২০১২ ১০:১৭434503
  • গুরুচন্ডালির প্রকাশনায় যে সব বই এবারে, গতবারে, তার আগের বারে প্রকাশ হোলো/হয়েছে-সে সব কটির রিভ্যু - মুদ্রণ, কাগজ, প্রচ্ছদ, ব্লার্ব এবং লেখা -এ সব নিয়েই আলোচনা চাইছি গুণীজনের থেকে।
  • dd | 110.234.159.216 | ০৯ মার্চ ২০১২ ১০:৩৪434504
  • আর ইয়েস, আরেকটা কথা। মলাটগুলো খুব সুন্দর।
    ইশপেশালি ইন্দোদার বইটার। তবে কালার ব্লাইন্ড বলে সবুজে লালে উন্মনার "উ" আদ্যক্ষরটা খুঁজে পাই না।
  • kallol | 119.226.79.139 | ০৯ মার্চ ২০১২ ১০:৪৯434505
  • কয়েকবার স্কুলের মাঠে বসা হয়েছে। তাতে একজন খুব বকে দিয়েছিলো স্কুলে অ্যাকশন হচ্ছে না কেন - এই বলে। কিন্তু তখন তো গুরু ছিলো না, চিনবো ক্যামনে...............
  • pi | 128.231.22.249 | ০৯ মার্চ ২০১২ ১০:৫৯434506
  • অনেকেই মেইল করেন, অর্কুটে, ফেসবুকে লেখেন কিম্বা হাতে লিখে মতামত জানান। চটি ও গুরু নিয়ে। মেইলের কিছু দেওয়া যেতে পারে। কিছু লেখা দিতে গেলে টাইপ করতে হবে।
  • dd | 110.234.159.216 | ০৯ মার্চ ২০১২ ১৩:৫৯434507
  • আর ইন্দোদাকেও একটা প্রশ্ন ছিলো।

    তিনটে রোগা পাৎলা গল্পো নিয়ে কোনোক্রমে একটা এক ফর্মার বই হয়েছে। আমি তো খুলে অবাক। এ তো সব পুরোনো পুরোনো গল্পো।

    তাইলে? নতুন লেখা ছেড়ে দিয়েছিস? হোয়াই ?
  • ppn | 202.91.136.71 | ০৯ মার্চ ২০১২ ১৪:১০434508
  • হাতে লেখা মতামত কারা দেন? কীভাবে আসে সেগুলো?
  • pi | 72.83.76.34 | ০৯ মার্চ ২০১২ ১৮:০৩434509
  • মেলায় দিয়ে গেছেন ব পোস্ট করে পাঠিয়েছেন।
  • Nina | 12.149.39.84 | ১০ মার্চ ২০১২ ০০:৫৬434510
  • কল্লোলাদাদার বইখানি আমার বাড়ীর
    অ-গুরু কেও গুরু করে ফেল্ল
    :-)
    খুব মন দিয়ে পড়ছে--এখনও শ্যাশ হয় নাই --এক পতা চারবার করে--তার এত্ত ভাল লাগছে
  • গুরুচণ্ডা৯ | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১০:২৬434512
  • চটি বইগুলি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রীটে চক্রবর্তী এন্ড চ্যাটার্জীতে।
  • গুরুচণ্ডা৯ | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১০:৩০434513
  • প্রকাশিত হতে চলেছে কল্লোলের 'কারাগার, বধ্যভূমি ও স্মৃতিকথকতা' এবং দীপ্তেনের 'আমার সত্তর'এর দ্বিতীয় সংস্করণ।
  • কল্লোল | 125.184.117.13 | ১১ অক্টোবর ২০১২ ১২:০০434514
  • রাসবিহারী মোড়ে রাণার স্টলেও চটি পাওয়া যাবে। আপাততঃ আমার ৭০ ও কারাগারের ২য় সংষ্করণ।

    নিনিয়া। তোমার অ-গুরুরে আমার ধন্যবাদ জানিও।
  • Manish | 127.218.7.6 | ১১ অক্টোবর ২০১২ ১৩:১৮434515
  • রানার স্টল টা রাসবিহারির ঠীক কোনখানে
  • kd | 69.93.199.80 | ১১ অক্টোবর ২০১২ ১৭:১৯434516
  • প্রিন্টার বললো কাল বিকেলে রেডি হয়ে যাবে। চেষ্টা করবো কাল সন্ধেবেলা রাসবিহারীর দোকানে দিয়ে আসতে।

    অবিস্যি তার আগে কল্লোলের কাছ থেকে আমায় দোকানটার হোয়্যারঅ্যাবাউট্স আর কন্ট্যাক্ট জেনে নিতে হবে।
  • শিবাংশু | 127.197.235.107 | ১১ অক্টোবর ২০১২ ১৮:৩৯434517
  • কল্লোলদার বইটা সম্বন্ধে অনেক কথা বলা যায় আবার কিছু না বলে চুপ করে থাকাও যায়। স্বপ্ন ভেঙে পড়ে নিঃশব্দে, নির্ভাষ জলে মিশে যায় তার লাল-নীল-গেরুয়া স্মৃতি। ঐ সময়টা আমার বাল্যকাল। কিছু প্রত্যক্ষ, কিছু পরোক্ষ, মনে থাকা, ভুলে যাওয়া ঘটনার ঝাপসা মিছিল সত্ত্বার অনেকটা জুড়ে আছে। কল্লোলদা এখন আর লাল ঝান্ডার নীচে দাঁড়ান না, আমি অবসর পেলেই দাঁড়াই। কিন্তু মনে হয় আমাদের যাত্রা যেন এই মূহুর্তে সমান্তরাল পথে নেই আর, বৃত্তীয় কক্ষপথে পরস্পর দূরত্ব রেখে হাঁটি। একই বিন্দু ছুঁয়ে আসি বারবার, শুধু মূহুর্তগুলি আলাদা।

    কেন স্বপ্ন, আর কেন তার চিণ্হহীন ভেঙে পড়া সতত ত্যক্ত করে? কেন অন্ধের মতো শিকড় খুঁজতে চাই? চায়ের দোকানের আড্ডায় হাই তুলে, 'আগে সিপিএমকে ভোট দিতুম, আর পারা গেলোনা' জাতীয় বক্তব্য রেখে, যেখানে লোকে গায়ের জামার মতো বিশ্বাসকে ধোপার কাছে সাফ করতে পাঠিয়ে দিতে পারে, সেখান থেকে পায়ে পায়ে দূর চলে যাই।

    আসলে যেসব কথা কল্লোলদা বলেছেন তার সঙ্গে এতোটা ব্যক্তিস্তরের নৈকট্য রয়েছে যে প্রয়োজনীয় পরিপ্রেক্ষিতের দূরত্ব থেকে তাকে বিচার করতে পারিনা। তাই এ বিষয়ে মৌন থাকি। তবে গদ্য ও তার উপস্থাপনা নিয়ে তো বলতে পারি । এককথায় চৌম্বকীয় তার অভিঘাত আর মেদুর তার মনস্কতা।

    নিনার মতো আমার বাড়িরও যিনি 'অ'গুরু তিনিও রীতিমতো বিচলিত, এই রকম লেখা তিনিও আগে পড়েননি।
  • কল্লোল | 125.241.14.185 | ১১ অক্টোবর ২০১২ ২৩:২৫434518
  • শিবাংশু। তোমাকে ধন্যবাদ দিয়ে একটা অহেইতুকীতে পরার কোন মানে নেই। বৌঠানরে কয়ো, আমি ধন্য মনে করছি নিজেরে। কাছে থাকলে চলেই যেতাম এক শনি-রবিতে।

    কাব্লি। বই হাতে পেলে ফোং কোরো। আমি রাণাকে বলে রাখবো, আর তোমায় স্টলের হদিশ বাৎলে দেবো।

    ও, হ্যাঁ, সকলের জন্য। রাসবিহারী মোড়ের উত্তর-পূর্ব কোনে কল্যানের বা রাণার স্টল বল্লে যেকেউ দেখিয়ে দেবে।
  • কল্লোল | 111.63.229.23 | ১৩ অক্টোবর ২০১২ ০৬:১৭434519
  • রাসবিহারীর স্টলে বই পৌঁছে গেছে। আপাততঃ কারাগার ও আমার ৭০। অন্য চটিসকল পূজোর পর পাওয়া যাবে।
  • tapas | 123.21.70.161 | ১৩ অক্টোবর ২০১২ ১০:৩৪434520
  • আগে যেটা রমাপাতিবাবুর দোকান ছিল সেটাই কি এখন রানার স্টল?
  • তাপস | 123.21.70.161 | ১৩ অক্টোবর ২০১২ ১০:৩৭434521
  • রমাপতি হবে, দুঃখিত!
  • siki | 24.140.82.133 | ১৩ অক্টোবর ২০১২ ১১:৩০434523
  • ইহা কি তাপস কুমার সাহা? আমার পরিচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন