এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ঐতিহ্যমন্ডিত বাংলা চটি সিরিজ

    sumeru
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৮২৩৬৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:০২434590
  • একটি বিশেষ ঘোষণাঃ
    ---------------------
    ৩০ জানুয়ারি, আগামী শনিবার, বইমেলায় গুরুচণ্ডা৯ রনুষ্ঠান। দুপুর দেড়টা থেকে তিনটে, কোলকাতা বইমেলা মুক্তমঞ্চ ( মূল মন্ডপ / তিন নম্বর গেট এর একদম সামনে )। তারপর ৫৪২ নংএ ( থিম বলিভিয়ার পাশে রূপা ও পত্রভারতীর মাঝের গলিতে) গুরুচণ্ডা৯ র স্টলের সামনে মোচ্ছব ।

    আসছেন আদি ঘোড়ারা, টাট্টু ও পক্ষীরাজরা সদলবলে। থাকছেন লেখকরা।হবে গপ্পোগাছা, আড্ডা,গান বাজনা। মোট পাঁচটি বইপ্রকাশিত হবে একযোগে।

    অ(ন)ন্য মহীন -- সংকলন
    ওই মণিময়, তার কাহিনি -- রবিশংকর বল
    আশালতা -- অমর মিত্র
    কঠপাতার ঘর, আগান কথা বাগান কথা - কুলদা রায় ( দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ)
    মহেঞ্জোদারো --সৈকত বন্দ্যোপাধ্যায়

    সক্কলের নেমন্তন্ন।
    আসুন, অন্যদের ও নিয়ে আসুন।
    জ্জয়গুরু !
    ---------------------------------------------------------------
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:১২434591
  • ২০১৬ র চটিঃ



    বিধিসম্মত সতর্কীকরণঃ এ কাহিনির সব ঘটনাই কাল্পনিক, কারণ, আয়নার মধ্যে কোনো জ্যান্ত মানুষ থাকেনা, আর মৃতের শহরে বেঁচে থাকে শুধু প্রত্নতত্ত্ব।

    প্রচ্ছদঃ সায়ন কর ভৌমিক
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:২৬434592

  • অমর মিত্রের যাত্রা শুরু ১৯৭৪-এ, গল্প- মেলার দিকে ঘর। ৪১ বছর পার করেও এই সংকলনে উঠিয়ে এনেছেন তাঁর নানা সময়ের গল্প। আবার ঘাড় বাঁকিয়ে ফেলে আসা পথের দিকে চেয়ে থাকেন। চাষি-বাসি মানুষ, গণ্ডগ্রাম থেকে আধুনিক নগর, মেট্রোপলিস, ফেসবুকের অলীক জগতও তাঁর গল্পের বিষয়। তিনি অনুসন্ধিৎসু। মানুষের বিপন্নতা, অসহায়তা, নিরুপায় জীবন নিয়েই তাঁর গল্প। জমি চেনেন, রাস্তা চেনেন, জমি হারানো মানুষ চেনেন। জানেন বাস্তবতা থেকে বেরিয়ে জীবনের জাদুতে প্রবেশের পথ। তাঁর গল্পের জাদু এই বইয়ে। লিখনের মায়াও এই বইয়ে। তাই বইটি হয়ে উঠেছে আশালতা।

    প্রচ্ছদঃ সুমেরু মুখোপাধ্যায়
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:৩১434593


  • ভয়াবহ ভালো লেখা। একমাত্র মেটাফর পেঁজা তুলোর মত উড়ন্ত- ভাসমান- তবু স্বাধীন নয়- নিজে উড়তে পারে না- মনে হয় নিজেই উড়ছে- আসলে নিজে উড়তে পারে না- হাওয়ায় ওড়ায়।
    --- সন্দীপন চট্টোপাধ্যায়
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:৩২434594
  • রবিশংকর বলের বইয়ের প্রচ্ছদ ঃ সুমেরু মুখোপাধ্যায়
  • গুরুচন্ডালি | ২৯ জানুয়ারি ২০১৬ ০২:৩৬434595


  • ...এ বস্তু আদতে এবড়ো খেবড়ো, কিন্তু নাড়াচড়া করলেই নানা প্রান্ত থেকেই নানা সুর বেজে ওঠে।
    পরিকল্পনা থেকে প্রকাশ পর্যন্ত এই লম্বা যাত্রার শেষে আমরা কেবল এইটুকুই বলতে পারি। এ যাত্রা অবশ্য এখনও শেষ হয়নি, বহু লেখা এখনও বাকি, যে কারণে এটি ‘অ(ন)ন্য মহীন’এর প্রথম পর্ব মাত্র। কারণ মহীনের ঘোড়াগুলি সম্পর্কে বাকি সবকিছু এখনও অজানা। কারণ সেই অজানা উড়ন্ত যানটিকে সত্তরের পর আর দেখা যায়নি, তার রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা। সমস্ত রহস্য নিয়ে ব্ল্যাকবাক্সোটি শুধু শুয়ে আছে, কোনো এক চৈত্রের কাফনে, ঝরা ফুলগুলি বসন্তের গান শোনাচ্ছে তাকে, দশকের পর দশক ধরে। আপাতত এই বইও সেই বহমান গানেরই অংশ।

    প্রচ্ছদঃ হিরণ মিত্র
  • rabaahuta | 149.72.158.28 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৬434598
  • চটির পূর্ণাঙ্গ লিস্টির পেজটা সারাই করা হোক।
  • rabaahuta | 149.72.158.28 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১০434600
  • আর চটি প্রকাশের গল্পগুলো। যতদূর পাই খুঁজেপেতে ফেসবুক থেকে কপি করে দিতে পারি এখানে আমিও। কর্তৃপক্ষের আপত্তি হবে না আশা করি।

    পুরনো বইমেলা সংক্রান্ত টইগুলোও খুঁজে বের করে পড়া হয় বইমেলার বাজারে। আমার মনে হয় সাইটে আসা লোকজনের স্বশরীরে প্রত্যক্ষ আনাগোনা কমই হয় বইমেলায়, তাই খুব একটা বক্তব্য থাকে না কারো। কিন্তু ফিরে পড়ার জন্যে ফেসবুক বড়ই গোলকধাঁধা।
  • bhabuk | 22.130.4.244 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫২434601
  • collegestreet.net এ গুরু'র চটি কেউ কিনেছেন আমেরিকা থেকে? ডেলিভারি ইত্যাদি তে কেমন Experience?
  • গুরুচন্ডালি | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৮434602
  • জয়া মিত্রের 'অবান্তর পাঠশালা' নিয়েঃ

  • গুরুচন্ডালি | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৪434603
  • এবারের ক্যালেণ্ডার।

    সায়ন কর ভৌমিকের করা।

  • ranjan roy | 24.96.3.249 | ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৬434607
  • পাই,
    শরীর সাথ দিচ্ছে না। কিন্তু যে করে হোক, রোববার আসবই। আমি দুটো ক্যালেন্ডারই কিনতে চাই। দুটো এক এক কপি লুকিয়ে রাখো, প্লীজ!
  • pi | 120.227.66.159 | ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৩434608
  • রঞ্জনদা, ঠিক আছে। চাপ নেবেন না। আমারও শরীর জবাব দিয়েছে মনে হচ্ছে, গেলে তুলে রাখবো, নইলে কাউকে বলে রাখবো।
  • গুরুচন্ডালি | ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৯434609
  • হাম্বার তৃতীয় সংস্করণ আর সাত আটটি পড়ে। খেরোবাসনা আর দুই কপি আছে। আমার যৌনতার চার কপি। খাণ্ডবদাহন গোটা সাত-আট। আসিফ মহিউদ্দীনের 'আমার কারাবাস, শাহবাগ ও অন্যান্য' , অসুখ সারান, প্রকল্প ভট্টাচার্যের বংগমঙ্গল ও শেষের পথে।
  • Abhijit Roy Chowdhury | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১৮434612
  • "এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গ ভরা"- ঈশ্বর গুপ্ত।
    বঙ্গভঙ্গ হওয়ার বহু আগে লেখা এই লাইন, ছিল একটা হিউমার নয়ার। কবি তখন নস্তারদামু ভবিষ্যৎ বলে দিতে পারছেন যেন। সাহিত্য-দর্পনে নগ্ন সমাজ, কবির মুখে হাসি ভাবেই এটা একটা সৃষ্টি।
    অন্যদিকে, বইমেলার লিটিল ম্যাগের দুই-মুখ একদিকে বিশ্বহিন্দু পরিষদ নিজেদের "ব্যাওসা" বাড়াচ্ছে অন্য-মুখে আল-কুরান দান চলছে ইসলামিক "ব্যাওসা" বাড়াতে। রাষ্ট্রচুপ ধর্মাবেগে আঘাত দেওয়া চলবে না, লিটিল ম্যাগ চুপ, আগুনে পুড়তে কে চায়? লিটিল ম্যাগ ছোট প্রকাশনা যেন আমাদের রঙ্গ-ভরা বঙ্গদেশ।
    সেই বঙ্গদেশের একটা অংশ থেকে কিনে ফেলেছিলাম, বইটা। দাম ৩০টাকা মাত্র।
    লেখক একজন ব্লগার, বড় প্রকাশনা হাউজ-দের তেল দিয়ে নয় লিখেছিলেন নিজের ফেসবুকের ওয়ালে। মুলত ধর্ম নিয়ে, আর তাতেই তাকে জেতে হয়েছিল জেলে। এটাকে ঠিক শাস্তি বলা চলে কিনা জানিনা, তবে যাদের ক্ষমতা আছে সত্যির জন্য লড়াই চালিয়ে যেতে
    যুক্তির তরওয়ালে ভাবাবেগ কে ফালাফালা করে দিতে এইটা তাদের উপহারের মতই। লেখক আসিফ মহিউদ্দিন আমাদের কাছে তুলে ধরেছে রাষ্ট্র ব্যাবস্থার সেই অন্ধকার দিক। কোথাও জেলে খানায় আল্লাহার জন্য যৌনাঙ্গ দেখিয়ে প্রতিবাদ করেছে আল্লাহার সন্তানেরা। মামলা জারি হয়েছে "নিজেকে আল্লাহ" বলে দাবী করার জন্য। জ্ঞান প্রসার করা, শিল্পসত্তায় যারা বারবার মেরেছে ধর্মের মেরুদণ্ড এই-বই তাদের জন্য।
    এই বই বাংলাদেশের নয়, এই বই প্রতিটা ধর্মান্ধ মানুষ আবেগ অন্ধ মানুষের লড়াইয়ের একটা পাণ্ডুলিপি।
    শহরের শান্তগলিতে দাড়িয়ে ঠোঙায় আলুর-চপ খাচ্ছিলাম, বইটা শেষ করে বারবার মনে হচ্ছিল আমরা ঠিক কতটা স্বাধীন। আদও কি?

    বইঃ- আমার কারাবাস শাহবাগ এবং অন্যান্য
    লেখকঃ- আসিফ মহিউদ্দীন
    প্রকাশনাঃ- গুরুচণ্ডালী
    দামঃ- ৩০টাকা

    পুনশ্চঃ- আমি খুব বাজে লিখি রিভিউ।
  • প্রতিভা সরকার | 11.39.37.76 | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৫434613
  • মহেঞ্জোদারোতে পর্দা ফাঁস। না,কনুই অব্দি অলংকারে বিভূষিতা নগ্নিকা নর্তকী আর গাল্পাপাট্টা সজ্জিত দ্বাররক্ষকের কোন কেচ্ছা নয় , ঢ্ল নামা গণতন্ত্রের ঢপবাজিতে আমাদের আন্তরিক ভন্ডামির পর্দা ফাঁস --এই রকম বলা যাক বরং। পালটে যাওয়া ব্যক্তি আর ব্যষ্টির সম্পর্ক -সমীকরণ আর সেই পরিবর্তনের ঝকঝকে আলেখ্য মহেঞ্জোদারো ।

    এখানে প্রতিবেশীরও পবিত্র গণতান্ত্রিক অধিকার অন্যের হেঁসেলে উঁকি মারার আর প্রবল ধান্দাবাজিই হল বন্ধুত্বের নামান্তর। বিপ্লব কেবল "জঙ্গুলে লাম্পট্য " যদিও নায়কের নাম বুনো । তার প্রবল চেষ্টা এক আপাত জটিল আয়াসসাধ্য মনস্তত্বের বঁড়শিতে গেঁথে তোলা ইচ্ছাধীন নিয়ন্ত্রণের নিজস্ব লোলুপতাকে।
    চমৎকার বৈপরীত্য জাল ছড়াতে থাকে অনায়াসে, সাথ দেয় তীব্র শ্লেষ আর হাস্যোজ্জ্বল বুদ্ধিদীপ্ততা।বিনি সুতোর মালা গাঁথায় সঙ্গত করে বহু চেনা আপ্তবাক্য আর জ্ঞাত উধৃতি ও পঙক্তির স্বচ্ছন্দ ব্যবহার । মিঠেকড়া চাবুক পড়ে সবার পিঠে---ঋতব্রত, জগা, অমৃতবঞ্চিত কর্পোরেটিয় মৈত্রেয়ী---সবার মাথাই হাঁড়িকাঠে। আর খোদ ন্যারেটরের অবস্থা সবচেয়ে করুণ! ঠিক মহরমের কেতায় পাতলা পাতের হিসহিসে চুম্মা সারা শরীরে। ভাগ পায় ভ্যানিলা স্কিল সম্পন্নরা আর নিউটনীয় বজ্জাতির উত্তরাধিকারী মার্কেট রিসার্চের বৈজ্ঞানিকরা।

    তবু পম্পেইএর লাভাস্রোতে ডুবতে ডুবতে মা যেমন সন্তানকে ধারণ করে উত্তোলিত দুহাতে, ঠিক তেমনি মরীয়া ঢঙএ উঁকি দিয়ে যায় কিছু অনবদ্য কবিতার মূহুর্ত আর তারাই অমোঘ হয়ে থেকে যায় শবের খোলা চোখের তারায় ! যেমন তিন নম্বরি অলৌকিক ঘটনাটি। বৃষ্টিচ্ছায়া অঞ্চলে রাজহংসীর গ্রীবা তুলে চিনির হেঁটে যাওয়া, অথবা কংক্রিট জঙ্গলের থিরথির ডানা কাঁপানো প্রজাপতিটি !

    তবু চিনির সিদ্ধান্ত বড় আকস্মিক ঠেকে ! সিদ্ধাইয়ের মূহুর্তেই এই বিচিত্র জগতের সব সোপান পেরিয়ে যাবার কি তাড়া ছিল সিক্তবসনা জলপরীটির ! অথবা এইই স্বাভাবিক হয়তো, নিঃস্পৃহতাই যখন বীজমন্ত্র, তখন চিনি কম পড়বেই জীবনে ।
    এই মহেঞ্জোদারোতে কার্য ও কারণ সম্পর্করহিত। শূন্য বিশাল রঙ্গমঞ্চে পাঠকের গলা ধরে পেত্নীর মত ঝুলে পড়ার জন্য গুঁড়ি মেরে এগিয়ে আসে নিঃসঙ্গতা , আর নির্দয়ের মত ঠেলে দেয় মৃত্যুর আর একটু কাছে । এই মৃতের নগরীতে এর থেকে আর বেশি কিই বা চাওয়া যেতে পারে !
  • বাবুরাম সাপুড়ে | 127.248.139.135 | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৪434614
  • গুরুর বইগুলো পড়ে কেমন লাগল জানানোর কথা ছিল.........মহেঞ্জদারো শেষ করেছি, যেদিন কিনেছিলাম তার পরদিনই, কিন্তু ঐ হয়ে ওঠেনি, হয়ে ওঠে না। আসলে আমার মত কুঁড়ের পক্ষে এই হয়ে ওঠাটা একটু চাপের। তবে ভদ্রলোকের এক কথা, অবশ্য এমনিতেই আমি ভদ্রলোক কিনা তাতে অনেকেরই সন্দেহ আছে, সে লিস্টি আর বাড়িয়ে লাভ নেই। তাই যাহোক করে শেষমেশ আজ দু-চার লাইন লিখে ফেললাম...... ,
    ঝরঝরে লেখা ইত্যাদি বলে ফালতু ফুটেজ খাব না। লেখকও জানেন, যারা আগে সৈকত বন্দ্যোর লেখা পড়েছেন তারাও জানেন...... বাড়তি যেটা বলার সেটা হল গল্পটা এই সময়টাকে ধরে রাখে অদ্ভুত নির্লিপ্ততায়......যে সময় পারিপার্শ্বিক নিয়ে এমনকি সম্পর্ক নিয়ে, তার ভাঙাগড়া নিয়ে বড্ড নিঃস্পৃহ, শীতল। কৌতুকের মোড়কে সেই শীতলতাই ধরা পড়েছে আগাগোড়া। মৃতের শহরের শৈত্য হয়তো এমনটাই হয়...... শেষটা এমন হবে পড়তে পড়তে মনে হয়নি কোথাও, তবে শেষ করার পর মনে হল এমনটাই তো হওয়ার কথা ছিল, বরং না হলে সেটাই হত আশ্চর্যের। কারন মৃতদের শহরে তো জীবনের উষ্ণতা থাকে না, বেঁচে থাকে শুধু প্রত্নতত্ত্ব......
  • pi | 192.66.26.124 | ০৯ মার্চ ২০১৬ ২০:৩৮434615
  • কৌস্তভ লিখেছিল গ্রুপে, এখানেও রইলো।

    ''"অ(ন)ন্য মহীন" এমন একটা বই যেটা পড়ার জন্যে আমি মাস দুয়েক অপেক্ষা করেছি। প্রাচীন ঘোড়াদের হ্রেষাধ্বনি শুনতে শুনতে গানের সুরে গা ভাসিয়ে বইটা পড়া শুরু করলাম। বইটা তিনটে খন্ডে বিভক্ত( জানতে চাইলে পরতে হবে)। পড়তে শুরু করলে বাড়ীতে গালাগাল খাওয়ার আগে অব্ধি থামার কথা মাথায় আসবেনা!! উঁ হু!! বই এর ভেতরে কী কী মালপত্তর আছে সেটা বলবো না!! গুরুচন্ডালীর স্টলে গিয়ে সংগ্রহ করুন না!! নিজে না দেখলে মজা পাবেন না
    ভাবতে পারছেন দাদা!! মহীনের ঘোড়াগুলি নিয়ে আস্ত একটা দু মলাটের বই জাতে ঘোড়াদের নিজের নিঃশ্বাসের গন্ধ মাখানো আছে!! ক্লাস ফাইভে দিদির দেওয়া ক্যাসেট আর ওয়াকম্যান টা(তখন সবাই এমপিথ্রি প্লেয়ার নিয়ে ঘুরতো আর আমি ওয়াকম্যান) থেকেই প্রথম গানের নেশা হয়েছিলো। একটা হলদে মার্কা বাক্সের অপর কালো কালি দিয়ে একটা বিদঘুটে এবং কিম্ভুত কারটুন আঁকা!! মনে সংশয় নিয়ে ক্যাসেট টা চালালাম (রবীন্দ্রসঙ্গীত ভেবেছিলাম যেটা কানে এলে চিরকাল অন্য রাস্তা দেখি *ব্যক্তিগত মতামত* )। আমি হলফ করে বলতে পারি, ঐ গানটার বদলে অন্য কোনো গান শুনলে হয়তো আর মহীন শোনা হয়ে উঠতো না কখনো। কিন্তু গানটা শুনে মনে হলো, "এ তো আমায় নিয়ে লেখা গান!!!" একদম ঠিক!! গানটার নাম "পড়াশোনায় জলাঞ্জলি" এরপর ক্রাশ (বাঙলা জানি না এটার ) কে গেয়ে শোনানো "ধাঁধার থেকেও জটিল তুমি"। স্কুলে গীটার বাজিয়ে "শহরের উষ্ণতম দিনে"। ভূগোলে কম নাম্বার পেয়ে "ক্রিকেট"। মোহরকুঞ্জে তনয়ার সাথে "তাকে যত তাড়াই দূরে"। অনিন্দ্যদার ঘরে ডূবকি শুনতে শুনতে "দরিয়ায় আইলো তুফান"। মহীন আমার শৈশব-কৈশোর আর এখন যৌবন.....সবেতেই এক ভাবে প্রভাব ফেলেছে!! তাই মহীনের ঘোড়াদের নিয়ে বই প্রকাশের খবর শুনেই দৌড়লাম। কিন্তু হতচ্ছাড়া জ্যাম **************** (ছাপার অযোগ্য) লেট করিয়ে দেওয়ার জন্যে যা তা জিনিস হাতছাড়া হলো!!
    ..... ওহ! হ্যাঁ!! কাল এলেন না তো??!!! কি মিস করলেন স্বপ্নেওভাবতে পারবেন না!!
    যাকগে .... ঘোড়ায় চড়ার স্বাদ যখন পেলেন না, ছবি দেখেই ইচ্ছপুরণ করুন। সেটাও না পারলে জাস্ট মরে যান!! ''
  • pi | 24.139.209.3 | ১৪ মে ২০১৬ ০৯:৩৮434616
  • যশোধরা রায়চৌধুরী, বিপুল দাসের বর্ণসংকর নিয়ে ঃ

    "আমরা গাড়োলের দল।.... আমরা স্কোয়ার ফুট দরে বাঁচি মরি। আর বৈশাখূ আকালু সাত্যকি পিলিপিলি আরতি বিড্ডু রা দিন আনে, দিন খায়। আমাদের নাগরিক জটিলতার আশপাশেই এই এদের মফস্বল জীবন ও জটিল হতে হতে যায়। প্রেম আসে রিফিউজির তেরপলের মত, আসে আর উড়ে যায়। মাঝে মাঝে সারমেয় ভূতেরা ককিয়ে ওঠে। সব নিয়ে বর্ণসংকর। গুরুচণ্ডালী থেকে প্রকাশিত বিপুল দাসের চটি। "

  • pi | 24.139.209.3 | ১৪ মে ২০১৬ ০৯:৪৩434617
  • Parthapratim Bhaumik লিখেছেন,
    'এবার একদিনই বইমেলায় গেছি আর বিপুলদার এইখানিই তুলেছি। আর সুন্দরের কমল কুমার ও স্বর্ণগোধিকা পড়ে একেবারে বোল্ড হয়ে গেছি।'
  • pi | 24.139.209.3 | ০৮ জুন ২০১৬ ১১:২৮434619
  • ধ্যানবিন্দু ছাড়াও কলেজ স্ট্রীটে দেজ আর কফিহাউসের তিনতলায়, রাসবিহারীতে কল্যাণদার কাছে গুরুর চটি পাওয়া যাচ্ছে। কেউ গিয়ে বই না পেলে সম্ভব হলে একটু জানাবেন।

    অনলাইনে চলে আসছে ফ্লিপকার্টেও।
    collegestreet.net আর rubanshop এ তো আছেই।
  • pi | 233.176.40.144 | ০৮ জুন ২০১৬ ১১:৪৩434620
  • * কফিহাউসের তিনতলায় বইচিত্রে
  • করুনা প্রকাশনী | 113.251.80.77 | ০৮ জুন ২০১৬ ১২:০০434621
  • অমর মিত্রের আশালতা বইটি দশ কপি দিয়ে যাবেন ভাই। অনেকেই খোঁজ করে।
  • pi | 233.176.40.144 | ০৮ জুন ২০১৬ ১২:০৮434623
  • করুণা প্রকাশনীতে তো গত হপ্তাতেই বই গেছে। সেটা অবশ্য লেখকের কাছে যাবার কথা।
    আপনি কে, একটু জানানো যাবে ? তাহলে পাঠিয়ে দেওয়া যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন