এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতি বসু - একটি অন্তহীন অধ্যায়

    eshhaa
    অন্যান্য | ১৭ জানুয়ারি ২০১০ | ১০৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৩436542
  • বা:! এবার এই টইটা তৃ-৫ এ পরিণত হবে। বেশ, এবার তাহলে অন্যরাও নিজেদের ছোঁড়া থুতু প্রকাশ্যে চেটে নেওয়ার সাহস দেখান দিকি।
  • bb | 80.101.239.218 | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৫436543
  • যাঁরা কারুর মৃত্যুতে আনন্দ প্রকাশ করেন এবং স্বগর্বে তা ঘোষনা করেন তাদের কথা উপেক্ষা করাই বাঞ্ছনীয়।
  • dukhe | 122.160.114.84 | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৬436544
  • ঐতিহাসিক ভুলের ইঞ্জিরি মহামন্ত্র নাকি?
  • SB | 59.93.210.135 | ১৯ জানুয়ারি ২০১০ ১৫:০৬436545
  • ওনার নিজের কিছু কথা: http://pnachforon.blogspot.com/

    আত্মকথন।

    পড়ে তারপর মন্তব্য করলে ভাল হয়।
  • kallol | 124.124.93.202 | ১৯ জানুয়ারি ২০১০ ১৫:৫৯436546
  • একটা মানুষ আর নেই। তাকে নিয়ে সুস্থ আলোচনা চলুক। আমাদের ঝগড়ার জন্য তৃ-৪ আছে।
    ঈশানের লেখা ভালো লাগলো।
    ডিডি ও ঠিক ধরেছে - ওনার জীবনে (মুখ্যমন্ত্রী হবার পর)মিডিয়ার ""খাওয়ানো""র মতো নানা বিষয় ছিলো। কিন্তু মিডিয়া কোনদিন সাহস করে নি ওগুলো নিয়ে কেচ্ছা করতে। বোধহয় তার একটা বড়ো কারন উনি মিডিয়াকে একদম পাত্তা দিতেন না। এটা আমার সব সাংবাদিক বন্ধুদের থেকে শোনা। আর বোধহয় জীবন যাপনে স্বচ্ছতা। যা করতেন বুক ঠুকে করতেন।
  • ranjan roy | 115.117.219.219 | ১৯ জানুয়ারি ২০১০ ১৬:০০436547
  • আমি দুটো ঘটনার কথা বলছি।
    যখন তিয়েন আন মেন হয়, তখন পলিট ব্যুরো ( ওই দুজন ট্যাংকের তলায় পিষে যাওয়ার পরে) চিন পার্টির সমর্থনে খুব কড়া ভাষায় বিবৃতি দেয়। পার্টি মুখপত্রে বেরোনোর পর রাইটার্সে রজত জিগ্যেস করলো-- আপনার কি মনে হয় না পিবির ওই স্টেটমেন্ট বড্ড হার্শ?
    উনি খ্যাঁক করে বল্লেন-- কেন? পলিট ব্যুরো কি আপনাকে জিগ্যেস করে স্টেটমেন্ট দেবে?
    সবাই চুপ।
    ঠিক দুদিন পরে আর একটি প্রেস কন্‌ফারেন্সে উনি বল্লেন--- দু'দিন আগে একজন সাংবাদিক এটা নিয়ে কথা তুলেছিল। আমি পরে ভেবে দেখলাম, ঠিকই বলেছে-- ওখানে অনেক ইয়ং লাইফ চলে গেছে। অন্যভাবে বলা যেত। আমি পিবিতে কথা বলেছি।
    দু'দিন পরে পিডিতে একটি মাইল্ড ভার্সন প্রকাশিত হল।
    একবার প্রেস কনফারেন্সে ওনাকে জিগ্যেস করা হল---- রাজ্যের মুখ্যমন্ত্রী, ফ্রন্টের কনভেনর ছাড়াও আপনার আর একটি পরিচয় আছে--- আপনি একজন ট্রেড ইউনিয়ন নেতাও বটেন। কিন্তু আপনার ছেলে চন্দন বোস যেভাবে শিল্পপতি হিসেবে ক্ষমতায় উঠছেন তাতে কোন ক¾ট্রাডিকশন নেই কি?
    পিনড্রপ সায়লেন্স। উনি আগুনঝরা চোখে তাকালেন, উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বল্লেন--- নেক্‌স্‌ট কোশ্চেন?
    সবাই ভাবলো আজকের কনফারেন্স ভোগে গেল। স্যারের মেজাজ খিঁচড়ে গেছে।
    গোটাকয়েক প্রশ্নের উত্তর দিয়ে উনি প্রশ্ন কর্তার দিকে ফিরলেন। তারপর চোস্ত্‌ ব্রিটিশ ইংরেজিতে বল্লেন-- ইয়ং ম্যান, চন্দন তোমার বয়েসী। ও যা করে নিজের বিবেকবুদ্ধিতে করে। আমাকে জিগ্যেস করে করে না। আর আমি জ্ঞানত: কখনও ওকে কোন হেল্প করিনি।
    ( ইংরেজি বলার সময় কিন্তু উনি অ্যাঁ, উঁ, এটা-সেটা এসব বলতেন না।)
    শেষ গল্প।

    সেবার মন্ত্রী যতীন চক্রবর্তী প্রেসে খোলাখুলি সরকারের সমালোচনা করে বিপদে পড়লেন, পরে মন্ত্রিত্ব খোয়াতে হয়।
    তার আগে কোন একটি ছুটির বিদেশযাত্রা থেকে ফিরে জ্যোতিবাবু প্রেসকে বল্লেন--- এইকয়দিন ভালই ছিলাম। খবরের কাগজও পড়তে হয় নি, আপনাদের মুখও দেখতে হয় নি।
    কথায় কথায় বেরুলো অনেক মন্ত্রীরা এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন।
    --- কে কে এসেছিলেন?
    --- অনেকেই , নাম ধরে বলতে হবে না কি?
    --- যতীন চক্রবর্তী এসেছিলেন?
    --- হোয়াই? হোয়াট ইজ সো স্পেশ্যাল অ্যাবাউট হিম?
    -- কারণ আপনিই তো যাবার সময় এয়ারপোর্টে বলেছিলেন(যতীনবাবুর উগ্র স্টেটমেন্ট নিয়ে কথা উঠলে) যে ওনার আপনার ক্যাবিনেটে স্পেশ্যাল স্ট্যাটাস আছে!
    কড়া চোখে তাকিয়ে বল্লেন--- না, আসেন নি।
    দোষেগুণে মানুষ ছিলেন। তবে আজকে এইধরণের প্রশ্ন করলে ?
  • as | 195.229.242.52 | ১৯ জানুয়ারি ২০১০ ১৬:০৩436548
  • এক টা প্রশ্ন মাথায় এলো--জ্যোতি বাবু AMRI তে ছিলেন কেনো?--সর কারী hospital এ ভর সা নেই বলে?
  • ranjan roy | 115.117.219.219 | ১৯ জানুয়ারি ২০১০ ১৬:০৭436549
  • আমার অনুরোধ সবাই TOI তে এম জে আকবরের লেখা ওবিচুয়ারি পড়ুন। অনেক কম কথায় সুন্দর রুচিসম্মত ভাবে অনেক কথা বলা হয়েছে। ব্যক্তিপূজো নয়, আবার স্থুল রুচিহীনতা নয়, বড় ব্যালান্সড্‌ লেখা।
  • shrabani | 124.30.233.102 | ১৯ জানুয়ারি ২০১০ ১৬:৪১436550
  • শোক যদি সত্যিই হয়ে থাকে তাহলে নীরবে পালন হলেই বোধহয় ঠিক ছিল। কেউ মারা গেছে বলেই তাকে নিয়ে এখানে ভাল আলোচনা হবে বা হতে বাধ্য এটা ভেবে আলোচনা শুরু করতে যে কেউ পারে কিন্তু তার সেই ভাবনার সাথে তাল মেলানোর ঠেকা কারোর নেই।
    আমি এই টই খোলাতেই তাই দু:খ পেয়েছিলাম। এখানে সব প্রাপ্তবয়স্ক, জ্ঞানবুদ্ধি সম্পন্ন লোকেরা আসে, আমার মনে হয়না কারো কোনো কথাতে বা অজস্র লিঙ্কেও আমরা কেউ কারো অবস্থান থেকে সরে যাব। কেউ যদি আজ এই টইয়ে জ্যোতি বসুকে ভগবানও প্রমাণ করে দেয় তবুও সিপিএম বিরোধীরা সাইড বদলে সমর্থক হয়ে যাবে এটা অবাস্তব। সেইভাবেই নানা যুক্তি দেখিয়ে, বিদ্রুপ করে, ২০১১ র ভয় দেখিয়েও সত্যিকারের সিপিএম সমর্থকদের নড়ানো যাবেনা।
    যে যে পক্ষে আছে সেখানেই থাকবে, বলে বা কাদা ছোঁড়াছুঁড়ি করে তিক্ততা ছাড়া আর কিছুই বাড়বেনা।

    আজকের ঐ জনসমুদ্রের, ভীড়ের মধ্যে ডায়াসে উঠতে পারা লোকেদের মধ্যে আমি লক্ষ্য করছিলাম যে কাদের হাত জড়ো হয় আর কাদের হাত মাথায় ওঠে।

    এখানে শুধু নয়, নেট জনতা এখনও মাইনরিটী। যারা সত্যিকারের ম্যাটার করে এসব যুক্তি টুক্তি দিয়ে তাদের কিছু হয়না, তাদের পাশে দাঁড়াতে হয়, কাজ করে তাদের বিশ্বাস অর্জন করতে হয়। আজ কলকাতার রাস্তার ঐ সুশৃঙ্খল লাইন যাতে না ভাঙে, তিলে তিলে গড়ে ওঠা এরকম একটা দল যাতে শেষ হয়ে না যায়, সমর্থকরা সেই চেষ্টায় লাগলে ভদ্রলোকের প্রতি অনেক দরকারী শ্রদ্ধাজ্ঞাপন হবে।

  • Arijit | 61.95.144.122 | ১৯ জানুয়ারি ২০১০ ১৬:৪৬436552
  • এই টইয়ে আগে লিখিনি, পরেও লিখবো না। শ্রাবণীর পোস্টটা - বিশেষ করে শেষটুকু - এতটাই মনে ধরলো যে এক লাইন লিখে ফেল্লাম। থ্যাঙ্কু শ্রাবণী।
  • . | 198.96.180.245 | ১৯ জানুয়ারি ২০১০ ১৭:১৫436554
  • ধন্যবাদ শ্রাবণী।
  • Manish | 117.241.228.226 | ১৯ জানুয়ারি ২০১০ ১৭:২৬436555
  • শ্রাবনী, খুব সুন্দর লিখেছো,তাই আর এই টইয়ে লিখবো না।
  • ranjan roy | 115.117.217.106 | ১৯ জানুয়ারি ২০১০ ১৮:৪৬436556
  • থ্যংক ইউ, অর্পণ! এটাই।
    শ্রাবণীর মূল ভাবনার কুল লজিক ও সংযত আবেগের সঙ্গে সহমত হয়ে -----'
  • aka | 168.26.215.13 | ১৯ জানুয়ারি ২০১০ ১৯:৩৫436557
  • রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনীতির থেকে আলাদা করে গালাগালি করা ছোটবেলা থেকেই দেখে আসছি। সেই দর্শন থেকে ইন্দিরা গান্ধী এবং সমস্ত কংগ্রেসী খুনি, জোচ্চর, বা ধর্ষক হয়ে যান। সেই একই দর্শন থেকে শুনেছি রাজীব গান্ধীর মৃত্যুর পরে বামপন্থী উল্লাস। সেই একই দর্শন থেকে মমতা বন্দোপাধ্যায় কে তাঁর রাজনীতির থেকে আলাদা করে গালাগালি করা হয়। সেই একই দর্শন থেকে গোপালকৃষ্ণ গান্ধীকে গালাগাল দেওয়া হয়। সেই একই দর্শন বুমেরাং হয়ে ফিরে এলে খারাপ লাগতেই পারে কিন্তু হাহুতাশ করার কিছু নেই। এটা বাঙালীর নিজস্বতা নাকি বাঙালীর রাজনীতিতে বামপন্থার দান তা আমার জানা নেই।

    জ্যোতিবাবু মারা যাওয়াতে আমি বিন্দুমাত্র আনন্দ পাই নি। কিন্তু তিনি মারা গেছেন বলেই ওনাকে ভগবান জ্ঞানে পুজো করে ওনার ব্যর্থতা গুলো গিলে ফেলতে হবে সেই জায়গাতেও নেই। সেটা তখনি সম্ভব যদি ওনার সাথে কোন আবেগ তাড়িত সম্পর্ক জড়িত থাকে। আমার সেটিও নেই। আবার সেই সঙ্গে এটাও মনে করি ব্যর্থতা আলোচনা যদি করা হয় তাহলে রাজনীতির ব্যর্থতারই আলোচনা করা উচিত, ব্যক্তির থেকে আলাদা করে সরিয়ে। এপ্রসঙ্গে আবাপতে প্রকাশিত সিদ্ধার্থ শংকর রায়ের লেখাটি খুব প্রাসঙ্গিক।

    (ডি: আমার রক্তের রঙ লাল)
  • aka | 168.26.215.13 | ১৯ জানুয়ারি ২০১০ ২০:০৩436558
  • আর একটি প্রাসঙ্গিক লেখা।

    http://www.anandabazar.com/19edit1.htm
  • A | 128.103.93.242 | ১৯ জানুয়ারি ২০১০ ২১:৩০436559
  • ঈশেনের 2:46 AM এর পোস্ট টা গোলা হয়েছে। জ্যোতি বসু কে নিয়ে বলে না, মোদ্দা ব্যাপারটার জন্য বললাম। pseudo আঁতলামো নিয়ে যেটা লিখেছে, সেটার জন্য।
  • dd | 122.167.42.2 | ১৯ জানুয়ারি ২০১০ ২১:৪০436560
  • ব্রতীন
    জিগাইলা তাই কই কিন্তু পোবোন্ধো তো লিখতে পার্বো না।

    ৬৫ বছর আগে দ্বিতীয় বিশযুদ্ধ শেষ হয়েছে, প্রায় আড়াই প্রজন্ম আগে। সে সময়কার জাতীয় ও আন্তর্জাতিক কনটেকস্টে নেতাজীকে নিয়ে কমিউনিস্ট,গান্ধিজী,নেহেরু কি বলেছিলেন কি করেছিলেন সেই দায় রাহুল গান্ধী (বা মমতা) বা বর্তমান সিপিএমের(বা এস ইউ সি বা সি পিআই বা কিষেনজী) ঘাড়ে ফেলা - মানে এটা ভোট ধরবার জন্য একটা সুড়সুড়িমুলক স্লোগান হতে পারে,বড় জোর এই পর্যন্ত্য।

    আদার ওয়াইস একেবারেই প্যাথেটিক।
  • dd | 122.167.42.2 | ১৯ জানুয়ারি ২০১০ ২১:৪৬436561
  • সত্তরের দশকে উৎপল দত্ত নাটক কল্লেন "দু:স্বপ্নের নগরী"।

    তাতে একটি ক্যারাকটার, কমিউনিস্টদের গালি দেয় আর বক্তৃতায় কথা আটকে গেলেই (এবং সেটি প্রায়ই যায়) তাকে শিখানো হয়েছে "চীন" "চীন" বলে চেঁচাতে। তাহলেই হোলো। আর যুক্তির কোনো প্রয়োজন নাই।

    তবে এখন আর ঐ ফর্মুলা কাজ করে না। "চীনপন্থী" তকমাটাই অ্যাতো গুবলেট হয়ে গ্যাছে কার দিকে আঙুল দ্যাখালে কোথায় ঘুড়ে আসবে,তার ঠিক নেই।
  • dukhe | 117.194.228.135 | ১৯ জানুয়ারি ২০১০ ২২:২২436563
  • 'নবীন রবি ও কালো মেঘের দল' শুনেই তো ডিডির বিশ্বাস ফিরে আসার কথা ছিল । তোজোর কুকুরের কথা অবধি অপেক্ষা করতে হল কেন?
    শোক কথঞ্চিৎ প্রশমিত না হয়ে থাকলে অবিশ্যি বেয়াড়া প্রশ্নাদি ইগনোর করুন ।
  • Arpan | 112.133.206.20 | ১৯ জানুয়ারি ২০১০ ২২:৩৬436564
  • রঞ্জনদা, এম জে আকবরের লেখাটা প্রায় পুরোটাই ব্যক্তিগত সম্পর্কের দৃষ্টিকোণ থেকে লেখা। সুখপাঠ্য। তবে মনে হল বিশ্লেষনমূলক নৈর্ব্যক্তিক লেখা নয়।

    আমার পছন্দ হয়েছে এই লেখাটা।

    http://ibnlive.in.com/news/jyoti-basu-the-last-bhadralok-communist/108801-37-single.html
  • Somnath | 62.61.164.84 | ২০ জানুয়ারি ২০১০ ০২:১৮436565
  • 'অন্তরঙ্গ জ্যোতি বসু' ২০০৫-০৬- আকাশ বাংলার সাক্ষাৎকার। ৪ টে সিডি। বাংলা টরেন্টে পাওয়া যাচ্ছে। সাক্ষাৎকার দেবাশিষ ভট্টাচার্য ও অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেউ দেখেছে? / ভালো স্পীডওয়ালারা কেউ নামিয়ে দেখে বলবে নামানোর মত কিনা? ১.৮৩ জিবি। দুম করে নামাতে ভরসা পাচ্ছি না।
  • ranjan roy | 115.117.237.240 | ২০ জানুয়ারি ২০১০ ০৬:২১436566
  • থ্যাংক য়ু,অর্পণ। ঠিক বলেছো। দীপ্তোষ মজুম্‌দারের লেখাটা প্রায় নিয়র পারফেক্ট মূল্যায়ণ। তবে আকবরের লেখটাতে রীড বিটুইন দ্য লাইনস্‌ এর জায়গা আছে। এই খোঁজটা দেয়ার জন্যে ধন্যবাদ।
  • MR | 72.190.83.142 | ২০ জানুয়ারি ২০১০ ০৯:২১436567
  • Thank you, Shraboni. মনটা এক্টু ভালো হলো।
  • MR | 72.190.83.142 | ২০ জানুয়ারি ২০১০ ০৯:২৪436568
  • TOI তে এম জে আকবরের লেখা টাও পড়া যায়।
  • debu | 72.130.151.116 | ২০ জানুয়ারি ২০১০ ১২:২৮436569
  • মানুদা out অনেকদিন আগেই
    ও জ্যোতি দার মালের পার্‌ট্‌নার ছিলো
  • Bratin | 125.18.17.16 | ২০ জানুয়ারি ২০১০ ১২:৩৫436570
  • @ দীপ্তেন দা, বুঝলাম !!
  • dipu | 61.12.12.83 | ২০ জানুয়ারি ২০১০ ১৩:০৭436571
  • নামাতে দিয়েছি, দেখে বলব। গৌতম ঘোষেরটা পেলুম না।
  • lcm | 128.48.7.92 | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৫৬436574
  • Times of India-র প্রথম লিংকের আর্টিক্‌ল-টা - A Place Time Forgot-এ কিছু তথ্য রয়েছে, যেগুলো পড়ে একটু আশ্চর্য হলাম। যদিও তথ্যের সূত্র দেওয়া নেই।
    যেমন, এক জায়গায় রয়েছে,
    ... How successful was Basu in village Bengal? The state has 18 districts; 14 of these are among India's 100 poorest....

    এটা কি কারেন্ট ডেটা? কেউ জানে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন