এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতি বসু - একটি অন্তহীন অধ্যায়

    eshhaa
    অন্যান্য | ১৭ জানুয়ারি ২০১০ | ১০৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ২৬ জানুয়ারি ২০১০ ২০:২৮436363
  • কৌশিক লিখেছিলেন। মনে হয় ভাটে।
  • pi | 72.83.210.50 | ২৬ জানুয়ারি ২০১০ ২০:৩৬436364
  • মানে, ওটা ভাট ? :)
  • Bratin | 59.94.11.208 | ২৬ জানুয়ারি ২০১০ ২০:৪৫436365
  • ২২ তারিখে প্লেনে আসতে আসতে Times of India তে দেখলাম সমস্ত খরচ আমরী কে আলিমুদ্দিন এ পাঠাতে বলা হয়েছে। দূর থেকে দেখলাম। খবর টা পড়তে পারি নি । কেউ যদি আলোকপাত করেন....
  • Du | 65.124.26.7 | ২৬ জানুয়ারি ২০১০ ২১:১৫436366
  • কেন জানিনা মনে হচ্ছে, নিউরোলজিক্যালে দশ দিন থেকে আমার আশি বছরের দিদিমা মারা গেছেন আর আমরা নিয়ম না মেনে বন্ধুর বাড়ি ঢুকতে গিয়ে শুনতে পাচ্ছি তারা আলোচনা করছে - ওখানে তো এতো খরচ কে আর দিয়েছে - ঐ ওনার অমুক ছেলে পি ডব্লু ডির ইঞ্জিনিয়ার ঘুষের টাকা - ঐ দিয়েছে হবে -
    মনে হচ্ছে ভাগ্যে নিয়ম মেনেছিলাম - বাড়িতে বসে ছিলাম কটা দিন - তা না হলে এরকমই সব কথাই শুনতে পেতাম --

    বেচারী দীপার ভাগ্য ভালো যে তাঁর স্বামী কংগ্রেস করেছেন - নইলে তিনি প্রাণ ভরে চিকিৎসা করার সাহস পেতেন না - গণ আদালত বসে যাওয়ার ভয়ে।

    কেউ চুটকির ঝুলি নিয়ে আসুন আর স্মাইলির ভীড়ই আসুক পিছুপিছু - এইটা বলতে হলোই- পল্লীসমাজের সেই শ্রাদ্ধবাড়ির থেকে একটুও দুরে আসিনি আমরা ( আমাদের কাগজ আমাদের সংস্কৃতি সব)।
  • de | 117.98.149.19 | ২৬ জানুয়ারি ২০১০ ২১:২৫436367
  • শ্রাবনীর লেখার পর থেকে এখানে লিখছিলাম না, আজ Du কে একটা ডিট্টো দিতে না এসে পারলাম না।
  • a x | 143.111.109.1 | ২৬ জানুয়ারি ২০১০ ২২:০১436368
  • ও আচ্ছা, যখন "আমাদের" পরম শ্রদ্ধ্যেয় কাউকে নিয়ে কথা হবে, তখন সবাই সাতহাত দূর থেকে পরম ভক্তি, শ্রদ্ধা, দেবতা জ্ঞানে চক্ষু স্ফীত করে পুজা ফুজা করবে। তখন পাব্লিক অ্যাকাউন্টিবিলিটি, বা হিসেব চাওয়া হচ্ছে এসব হল ছি ছি কি অমানবিক, কি রুচিহীন, কি অশিক্ষিত।

    এগুলো দেখলে রিয়াকশন আরো বেশি হয়। ফালতু।
  • a x | 143.111.109.1 | ২৬ জানুয়ারি ২০১০ ২২:০৩436369
  • মমতার বিয়ে হলনা কেন, মমতা কোন ভাষায় কথা বলে এইসব নিয়ে আলোচনায় তখন আবার তথাকথিত বামপন্থীদের পল্লীসমাজের সংস্কৃতি নিয়ে ক্ষেদোক্তি শোনা যায়না।
  • Du | 65.124.26.7 | ২৬ জানুয়ারি ২০১০ ২২:৩০436370
  • অক্ষ, কী উদ্দেশ্যে যে এইসব সাপোর্ট করার জন্য ঝাঁপাচ্ছো জানি না, তবে অন্য সুতোয় জীবজগতের স্বার্থহীনতার উদাহরণ নিয়ে লড়ছো কিনা , তাই সেটা মাথায় রাখলে ভালো হয়। মানুষের স্বাভাবিক ভদ্রতাবোধের সাথে সেগুলোও ফালতু হয়ে যাচ্ছে। অবশ্য যদি হায়েনাকে না ধরো।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:২৬436371
  • না না মানুষের "স্বাভাবিক" সৌজন্যবোধ, ভদ্রতাবোধ হঠাৎ হঠাৎ সময় বিশেষেই চাগিয়ে ওঠে কিনা। আর উঠলই যখন তখন সবাই তাতে সায় না দিলে তারা খুবই রুচিহীন। হ্যাঁ সেটাও খুব স্বাভাবিক।

    আর এই আমার কি উদ্দেশ্য নিয়ে একটা মৃদু খোঁচা দিলে, এবার আমি যদি বলি এই সিম্প্যাথি ওয়েভ কি ২০১১ অবধি টানতে পারবে? তখনই আবার রুচি শিক্ষা হ্যান্ত্যান আরবিট জিনিস চলে আসবে, তাই না? খুব "স্বাভাবিক"।
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৩৫436373
  • এইজন্যেই আবাপ আর তুমি একসাথে ! অত ভয় পেয়ো না। ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন আমরা সারাদিন বসে টিভি দেখেছি - তাঁর জন্য কেঁদেছি - তাতে ভোট চেঞ্জ হয় না। মানুষকে যদি গরু ছগল না ভাবো আর ইঞ্জিনিয়ার্ড দিন বদল করানোর জন্য যদি মিথ্যের সহায়তা না নিয়ে থাকো তাহলে দুটো অত আতংকিত না হয়ে দিন চুপ থাকতে পারো - কিছু ক্ষতি হবে না।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৩৯436374
  • অমা গরু ছাগলের মত মানুষ মারল যারা তাদেরকে গরু ছাগল ভাবা কি যে সে কথা! আর চুপ করেই ছিলাম। এখনও কিছু বলিনি জ্যোতিবাবুকে নিয়ে। সেটা বোধহয় উত্তাল আবেগে খেয়াল করনি। কিন্তু কেউ কিছু বললেই তাকে ক্রমাগত খোঁচা দিয়ে চলা, এটা করাটাই যদি খুব শ্রদ্ধা প্রকাশের ভঙ্গী হয়, তাইলে উল্টো খোঁচাও খেতে হবে। বিশেষ করে দ্বিচারিতাটা যখন স্পষ্ট।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৪১436375
  • আর কারাই যেন উল্টো ভোট হলেই "মানুষকে আমরা বোঝাতে পারিনি" বলে? কিম্বা সংবাদ মাধ্যমের মিথ্যে অপপ্রচারের জন্যই এই হাল, ভোটের এইধরণের অ্যানালিসিস করে?
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৫০436376
  • তোমাকে কিছু বলাও হয়নি। কাগজের কাগজে যা চলছে সব কিছু নিয়েই আমার পোস্টে ছিল। এখানে কেনেডির সীট রিপাবলিকানরা পেয়েছে - তার জন্য তার মৃত্যুর পর তারা ঝাঁপিয়ে পড়ে নি। সে যাকগে - যেখানে এত বিদ্বেষ - সেখানে কোন কথা বলে লাভ কি - পড়বে তো না-ই বরং যুক্তি বানানোর জন্য - ঘটনা বানিয়ে নেবে।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৫৩436377
  • যাকগে, লাভ কি ইত্যাদি বলার পরেই "ঘটনা বানিয়ে নেবে" গোছের মন্তব্য করলে তো আবার বলতে হবে, কি ঘটনা বানালাম পরিষ্কার করে বল। নাকি এটাও আসলে আমাকে বলা না, আসলে কোনো কাগজকে বলা?
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০০:৫৫436378
  • "চুটকির ঝুলি", "পেছন পেছন স্মাইলির ভীড়", এগুলোও নিশ্চয়ই খবরের কাগজের উদ্দ্যেশ্যেই বলা হয়েছিল?
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:০০436379
  • না তোমাকেই বলা। আমার কথার এক ও একমাত্র পয়েন্ট ছিল মৃত্যুর জন্য একটু অবকাশ রাখা ও একটু সৌজন্য রাখার অনুরোধ। তাতে তুমি কী কী প্রশ্ন ও প্রসঙ্গ তুলেছো নিজেই পড়ে দেখো।
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:০৮436381
  • রোকেয়া, তোমাকে পার্সোনালি দু:খ দেওয়ার আমার কোন ইচ্ছে নেই , জেন্নারেলি বলেছি - ঘটনাচক্রে আগেও একবার বেচারা তোমারই একটা কথার পরে বাণী দিয়েছিলাম - নিজেরই খারাপ লেগেছিল এত কমবয়সী কারোকে জাজ করতে। সেবারে বলবো ভেবেছিলাম বলিনি, এবারেও খেয়াল করে খারাপ লাগলো তো বলেই দিই।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:০৮436380
  • না এটা আমার প্রশ্নের উত্তর না। আমি কি "ঘটনা বানিয়ে" নিয়েছি, সেটা জানতে চাই।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:১০436382
  • আর ঐ মৃত্যুর জন্য সৌজন্য ও অবকাশের দাবী বোধহয় তোমাদের দলেরই যাঁরা রেড ফ্ল্যাগ না ন্যাশনাল ফ্ল্যাগ, স্টেট হনার ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের জন্যও আছে তোমার? তাঁরাও কি ইকুয়ালি রুচিহীন, হ্যানত্যান?
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:১৪436384
  • আমি কি দ্বিচারিতা করেছি সেটাও আমি আগে জানতে চাই।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:২০436385
  • সেটা তো আগেই লিখেছি। মৃত্যুর পর মানুষের নিন্দা করলে খুব হ্যাক থু ব্যাপার আর জীবিত মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কুৎসাতে কোনো আপত্তি নাই।

    এবার আমার উত্তরটা? পরিষ্কার করে?
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:২২436386
  • কোন জীবিত মানুষের ব্যক্তিগত ব্যপার নিয়ে কুৎসা করেছি আমি অথবা প্রশ্রয় দিয়েছি ?
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:২৪436387
  • কি অদ্ভূত, আগেই তো গোটা গোটা করে লিখেছি। তখন "ঝাঁপিয়ে পড়ে" আপত্তি করতে দেখিনি। মমতার বিয়ে নিয়ে, মমতা কি ভাষায় কথা বলে।

    আরও অ্যাড করছি। সুমনের কটা বিয়ে, সুমন মারিয়াকে ধরে পিটিয়েছে কিনা।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:২৬436388
  • আর এখানে তো পাতি পাব্লিক অ্যাকাউন্টিবিলিটির কথা বলা হয়েছে। সেটা তো কুৎসাও না।

    এরপর মোদী, সোমেন মিত্তির, রুনু গুহনিয়োগী, সিদ্ধার্থ শঙ্কর এরা মরলেও এদের নিয়ে ভালো ভালো কথা বলতে হবে দেখছি। রুচি বোধ মাই ফুট।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:২৮436389
  • ও বিরক্তির চোটে অলরেডি যে একজন মৃত ব্যক্তিকে নিয়ে বলে ফেলেছি খেয়ালই নেই! ছি ছি।
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৩৩436390
  • সেইটাই তো তোমার নির্মাণ - আমি কোনওদিনও সুমনের কি মমতার কি কারো ব্যক্তিগত কথা নিয়ে কুৎসা করিনি। খুব কম ক্ষেত্রে নিজে প্রতিবাদও করেছি ( দ হয়তো মনে করতে পারবে) - কিন্তু কেউ না কেউ করেইছে - আর তার চেয়েও রেলেভ্যান্ট - যে যে প্রতিবাদ করেছে তাকে থামাতে যাইনি - যেটা তুমি করছো।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৪১436391
  • না, মিথ্যে ঘটনা আমি বানাইনি। প্রতিবাদ করতে দেখিনি। এখনও ঐ ছত্রধরের বিরুদ্ধে কোটি টাকার বীমার মিথ্যে প্রচারে, তখনও দেখিনি। এই লিস্ট চলতেই থাকবে। মিথ্যে বেচেই একটা পার্টি কে যখন এখন খেতে হচ্ছে, তখন তার সমর্থকদের প্রতিবাদ করা ততটাই অলীক হয়ে উঠবে। সিপিএম ভিত গেঁথে গেছে, তৃণমূল লেগাসি ফলো করবে।

    আর ঐ প্রশ্নটারও উত্তর পেলাম না। এসবি লিংকও দিয়েছেন। পার্টির নিজের লোকেরা যখন প্রশ্ন তুলছেন স্টেট হনার নিয়ে, তখন তারাও খুব কুরুচির পরিচয় দিচ্ছেন, তাঁদেরকেও একটু মৃত্যুর জন্য ক'দিন চুপচাপ থাকা উচিৎ হল?

    তাও ঐরকম কেউ কেউ আছে বলে, মনে হয় এখনও আশা থাকতেও পারে সিপিএমের। কোনো একদিন ফিরে আসার। তোমরা যারা অন্ধের মত সমর্থন করে যাও, অন্ধের মত বিশ্বাস কর আর সবাই মিথ্যে বলছে, সমস্ত ষড়যন্ত্র, তারা ক্ষতিই করবে।
  • a x | 143.111.109.1 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৪৬436392
  • আর এ এক অদ্ভূত দাবী। আমার শ্রদ্ধা আমি মনে মনে জানালে হবেনা, সবাইকে তার সাথে সুর মেলাতে হবে, নয় চুপ থাকতে হবে, কোনো সমালোচনা চলবেনা। জ্যোতি বাবুরও একটা ব্যক্তিগত জীবন ছিল, অনেকেই সেটা জানেন। সেটা নিয়ে অন্তত কেউ কিছু বলেনি এখানে। যা বলেছে তা কেন ইররেলেভ্যান্ট? ইন্দিরা ভবন সিপিএমের অফিস না, সেখানে কে থাকবে সেটা লোকে জিজ্ঞেস করতে পারে। বামপন্থী নেতার চিকিৎসার খরচ পাব্লিকের টাকায় কিনা সেটাও জিজ্ঞেস করতেই পারে। পাব্লিক ফিগার হলে এগুলো একটু সইতেই হয়, কি আর করা। শুধু স্কচ খেলেন না ফেসিয়াল করলেন এর বাইরেও প্রশ্ন ওঠে।
  • Mmu | 78.236.153.102 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৫৫436393
  • IP Address:117.200.81.221
    আপনাকে কি বলিয়া সম্বোধন করিব জানি না।
    আকা বাকা,
    আনন্দ বাবু,
    ---নাকি
    অর্ধেন্দু বাবু ??

    নিজের নাম আপনিও লেখেন নাই। অবশ্য না লিখিবার কোনো কারন দেখিতে পাই না আপনার ক্ষেত্রে। কারন যে ধরনের কাজ আপনি বরাবর করিয়া থাকেন এই বারেও তাহাই করিয়াছেন। "তৈল মর্দন (কাহাকে এবং কোথায় বুঝিয়াছেন নিশ্চয়) "। হয়তো কিছু পাইবার আশায়। পাইবেন পাইবেন অবশ্যই পাইবেন। আপনাদের মতো মানুষের তৈল মর্দন ব্‌থা যায় না। কোনো একটা বড় পারমিট অথবা চাকুরিতে পদোন্নতি কিছু একটা পাইবেন অবশ্যই।
    আমার নাম না লিখিবার কোনো কারন নাই, আমি সিপিএমে ভীত নই,আর তাহা ছারা আমি তাহাদের হার্মাদ বাহিনীর নাগালের বাহিরে থাকি । আপনি জানেন না হয়তো (নবাগত হইলে)।
    লিন্‌ক দেওয়া টা আমি নূতন শিখিয়াছি। তাই সবাই লিন্‌ক দিলে আমিও দিতে বাধ্য। আপনার আপত্ত্যি থাকিলে আপনি আমার লেখা পড়িতে বাধ্য নন। বর্ষাকালে গাড়ী যাইবার সময় কাদা ছিটাইয়া যায় তখন গাড়ী দেখিতে পায়না কে দাড়াইয়া আছে ? - জ্যোতি বাবু, বুধ্ববাবু নাকি AB বাবু।
    পুন: বর্তমানের বিরুদ্ধ্যে মামলা করুন আপত্ত্যি থাকিলে।
    ******************************
    PT দা কোন রঙ্গের সংবাদ পত্র পড়াটা জরুরি মনে করেন, লাল রঙ্গের (আজকাল, গনশক্তি)?
    দেশে ফিরে অবশ্যই আপনার সাথে দেখা হবে যাদব পুর অথবা ধর্মতলায়। রাজ্‌নীতি ছারাও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে।
  • Du | 65.124.26.7 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৫৬436395
  • আচ্ছা, প্রতিবাদ করতে দেখনি - প্রতিবাদের প্রতিবাদ করতে দেখেছ ? একজনের একটা কথাকে কাটতে গিয়ে বিশ্বব্রহ্মান্ড লিখতে শুরু করতে পারো - আমার উৎসাহ নেই ওতে। ছত্রধরকে দালাল বলা নিয়েও কোন প্রতিবাদ শুনিনি কাজেই ওকেও ছাড়ো। নিশ্চিন্ত থাকো - সাংবিধানিক গণতন্ত্রে এত জড়িয়ে পড়ো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন