এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২১436876
  • আহা, ইহাদের কি তবে মামজোয়ানপুরেই ফিরিয়া যাইতে হইবে?
    মস্তিময় খিল্লিমুখর সাইকাডেলিক আলোর পেছনেই থাকুক, মুখচোরা মফস্বল, রঞ্জনদার শহুরে বসন্তকে কিঞ্চিৎ হাইজ্যাক করে!

  • kahiptaashaa | 203.99.212.53 | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২৩436887
  • সিনেমায় যেরকম হয়, সেরকম হয় নি কখনো
    ফুলে ঢাকা পথ, কুহু কেকা, তরুছায়া মধবীবিতান
    বরং দুপুরে গরম, একা ছাতে ঠাঠা পড়া রোদ,
    স্কুল ছুটি, উদাসী বালিকা, পোষালো না সলমন খান
  • Nina | 66.240.33.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৮436898
  • ভালবাসা এক আজব ব্যাথা,
    চিড়িক চিড়িক বুকে বাজে
    কে যে বামন আর কে যে চাঁদ
    এক্কেবারে বোঝে না যে--
    ডিরিডিরি ডা,ডিরিডিরি ডা,
    ডাডা ডিরিডিরি ডাডা ডিরিডিরি
    ভলবাসায় সব কুপোকাৎ,
    হায়, কি রাজা কি ভিখিরী।

    (আম্মো চেস্টা কল্লুম)
  • Nina | 66.240.33.39 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩১436909
  • ধ্যেৎ, লেখার পর কি করে delete করতে হয় কিংবা বানান ভুল শোধরাতে হয়?!কেউ প্লিজ হেল্পাও।

  • de | 59.163.30.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০১436920
  • এই ডিরিডিরির সুড়সুড়ির চাইতে কহিপ্তাশা(আদী) বেশী ভালো!
  • Nina | 66.240.33.41 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২436931
  • সেইজন্যই তো কইলাম, কি কইরা ডিলাইতে হয় , কেউ হেল্পাও :-((
  • Lama | 203.99.212.53 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪১436942
  • ডিলানো যাবে না। কবি বলেছেন , 'হুঁহুঁ যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ভেঙ্গে যাবে।।

    গু.. তে লেখো নাম, সে নাম রয়ে যাবে।'
  • dipu | 59.164.190.214 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪২436953
  • :-))
  • Tim | 71.62.121.158 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪২436964
  • এইটা আরেন্টির ""দোলে প্রেমের দোলনচাঁপা""র সুরে গাইতে হবে:

    দোলে প্রেমের কোলেস্টেরল হৃদয় আকাশে
    (দোলে দোলে)
    কোন বাছুরের স্বাদের লোভে, ক্ষুধায় একা সে।
    গোপন ঘরে বসিয়েছিনু নাজুক ফাহিতা
    গন্ধে তারি ছন্দে মাতে যক্ষী ললিতা
    কোমল স্যালাড, পাশে পা-আ-শে
    হাড়ের ফাঁকে অলিভ হা-আ-সে
    জামার বোতাম ছিটকে বেরোয়, মগজ ফ্যা-কা-সে।

  • Nina | 66.240.33.48 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:১০436976
  • এটা RAP

    ওরে বাবা কত মেঘ
    জমেছে আজ আকাশে
    চারিদিকে শুনি রব
    ঐ আসে, ঐ আসে
    সাদা সাদা ঝুরু-ঝুরু
    ঝরবে অক্লান্তে
    চারিপাশ ভরে দেবে
    শুভ্র সে ছন্দে

    কিন্তুক-----

    কঠিন শীতল ধরা
    গাড়ি যেই চালাবে
    গাড়ীতে ওঠার পথে
    বর দুই গড়াবে (নিজে)
    গাড়ীও করবে শুরু
    তার মনমানিটা
    বাঁইবাঁই ঘুরে যাবে
    মাঝে মাঝে সে ব্যাটা
    ঘরে বসে থাক যদি
    লেখ তবে কবিতা
    বাইরে বেরোতে হলে
    ভাল নয় ছবিটা!!

    হে হে, নিজের নামটি অক্ষয় করার লোভ সামলানো কি কঠিন কি কঠিন !!
    গু চ র জয় হো। :-))
  • ranjan roy | 115.184.95.195 | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৫436987
  • বাক্‌ আপ,বাক্‌আপ। লাইনে এসো বাবা।
  • M | 59.93.195.236 | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৯436998
  • ওয়াও!!!!!!!!!
  • Nina | 76.124.208.223 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫০437009
  • এ ভাই জরা দেখ কে চলো
    আগে ভি অউর পিছে ভি
    জিধর ভ দেখো
    বরফ হি বরফ

    এ ভাইইইই

    ঝিরিঝিরি ঝরছে তারা
    আমার চারিপাশে
    মনটা যে তাই ঝিলিক মারে
    তোমায় কাছে ডাকে
    ভালবাসার আসমানি রং
    মনটাকে আজ রাঙিয়ে নেব
    এক মুঠো এই ঠান্ডা দিয়ে
    সকালটুকু বদলে দেব
    লাল লা লাললা লাআআ
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭437020
  • ফুলে ফুলে ঢলে যায় পাড়া
    পড়াশুনো, পিতার পাহারা
    ফুৎকারে উড়ে যাবে, ধুলো,
    বাতাসে তুমুল কড়া নাড়া

    পাড়াগাঁয়ে, দেখা যায় খুব
    দেখা যায় মাছরাঙা পাখি
    দেখা যায় উদাসী ডাহুক
    চিলদের অগোছালো বাসা
    অংকের বইয়ে মনোযোগী
    কিরকম উদাস মেয়েরা

    পাড়াগাঁয়ে, গ্রীষ্মের শেষে
    হ্‌ঠাৎ তুমুল কড়ানাড়া
    ফুৎকারে উড়ে যায় ধুলো,
    ভেজা চুলে, ডাহুক, মেয়েরা
  • de | 59.163.30.5 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪০437030
  • বা:!!
  • Samik | 219.64.11.35 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৪437031
  • উরেন্না!!! একঘর! অ্যাটাচ্‌ বাথ! ব্যালকনি! দক্ষিণ খোলা !!!!!
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৯437032
  • বিস্কুটের কৌটাবাটি, স্টেশনের মোড়ে, ফিজিক্স ক্লাসেও কখনো
    স্বপ্ন আর ছটফটে প্রজাপতি, লঘুগুরু মানে না নিয়ম
    উপপাদ্য প্রতিপাদ্য ঘেঁটে যায়, ডুমুরের ছায়া,
    দীর্ঘতর হতে থাকে, বেলা গেল এদিকে ওদিকে।

    নদীপথে বহে গেছে সুতানুটি, রাঙামাটি, পুরান হাবেলী
    একমনে তবুও পাখালি, খুদকুঁড়ো, মাছ, খোঁজে; আর
    রোদ্দুরে ছায়া খুঁজে বসে বসে, বসন্ত কাল ছিল
    বছরে বারোটি মাস, সেই কালে, কেমন সবুজ ছিল ঘাস-
    পুরাতন প্রেম, এইসব বলে; আর বেলা যায় এদিকে, ওদিকে।
  • de | 59.163.30.5 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৫437033
  • থেমো না কহিপ্তাশা, ব্যাপক হচ্ছে!!
  • ranjan roy | 115.184.4.209 | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৫437034
  • যৌবনকে চৌকাঠেতে
    দাঁড় করিয়ে যেই মেয়েটি
    টেবিলেতে পিঠ বেঁকিয়ে
    পড়তে বসে, অংক কষে
    তখন একটা ক্যাবলামত
    ফচকে ছোঁড়া দামাল হাওয়া
    ফুটপাতেতে ছটফটিয়ে
    ঘুরে বেড়ায়, ধুলো ওড়ায়।
    আবার কখন শান্ত হয়ে
    শুকনো পাতা নেয় কুড়িয়ে
    ল্যাম্পপোস্টের আলোছায়ায়
    স্বপ্ন মোছে, স্বপ্ন আঁকে।

    কিন্তু যখন ফাল্গুনেতে
    টিনের চালা ওঠে তেতে
    নাম-না-জানা ভীষণ চেনা
    হাওয়াতে এক গন্ধ ভাসে।
    মেয়েটি তার চশমা খোলে
    ঘুম চোখে এক আঙুল ডলে
    পর্দা সরায় বাইরে তাকায়
    ফের টেবিলে ফিরে আসে।

    কিন্তু ওকে কেউ বলে দাও
    ক্যালকুলাসে যতই হ্যাজাও
    বেঁচে থাকার ইন্টিগ্রেশন
    শিখতে হলে দরজা খোল।
    দরজা খোল, ওরা আসুক
    ঘরেতে সেই গন্ধ ভাসুক
    ম্যাক্সিমা আর মিনিমাকে
    খানিকক্ষণের জন্যে ভোল।।
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৭437036
  • কলেজমাঠের ধারে দেবদারু বনে ছায়া নামে যখন, আর জোনাকিরা ঝকঝকে আলো জ্বালে, রেডিওতে ছায়াছবি গান, শিশির- বিন্দু এক দুটো, আর ঘন হয়ে ঘনায় কুয়াশা, শাঁখ বাজে পাড়ার কিনারে, লাল গেট, ফিঙে পাখি ওড়াউড়ি করে, পোকা খায়, ধানের গোলায় ঢলে রোদ, শান্ত, হলুদ বিষাদ ঢলে, গাভীগুলি আদরের আশে গলা নাড়ে টুং টাং কিশোরীর দিকে, জাব খায় কিশোরীর হাতে- তখনি সন্ধ্যে নামে, তারা ফোঁটে পুরান শহরে।
    সুপারির পাতা গুলি এলোমেলো মাথা নাড়ে
    কিজানি কি বিষাদ বিলাসে
    পনঘটে জলকেলি শেষে
    ডুবে যায় অবুঝ বিকেল
    আমাদের শ্রীরাধিকা
    চশমা, সেতারে
    মনোযোগী, পড়াশুনো করে

    তবুও শীতের শেষে
    অবুঝ বিকেলে, ছাতে যায়, একা একা,
    আমাদের শ্রীরাধিকা
    কিজানি কি বিষাদ বিলাসে-

  • PT | 203.110.243.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৫437037
  • বসন্তের গান কই? এত সব কবিতা........
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৫437038
  • তা কেন? সিন্ধু বাঁরোয়া কিংবা ঝম্পক চৌতাল লাগিয়ে দেখুন, দিব্যি গাওয়া যাবে। ঠিক ভাবে গাইতে পারলে দখিনা পবনও বইতে পারে, তবে গ্যারান্টি নাই।
  • kahiptaashaa | 203.99.212.54 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২৭437040
  • তখনো নিদাঘ নয়, অবশিষ্ট কোমলতা
    স্নান সেরে কিশোরীর এলোচুলে জল
    ঝরেনি তখনো, চিলেকোঠা
    একছিটে রোদের পিয়াসী, রোদ আসে
    ডানা মেলে, আর্দ্র বাতাসে।

    কিশোরীর চুলে ঝাউপাতা
    কিশোরীর এলো চুলে মেঘ
    এরকম হয় না কখনো,
    এই সবই সাজানো যতনে-

    একফোঁটা জল শুধু চুলে,
    অন্যপাড়ার একা ছেলে
    ঠাঠা রোদে, জল ছোঁবে বলে
    মিছিমিছি ঘোরে সাইকেলে
  • kahiptaashaa | 203.99.212.53 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭437041
  • ছায়াপড়া ছাতের আলিসা
    শ্রীকান্‌হ চিঠি লেখে মনে
    আনপড়া থেকে যাবে চিঠি
    বনতল পানের দোকানে

    এশহরে বড় সুবাতাস
    এশহরে দুই আনজানে
    গেটের পিছনে, বনতলে
    রাধিকা সারঙে ছড় টানে
  • de | 59.163.30.5 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭437042
  • ফাটাফাটি!! এত্তো ভালো হচ্ছে যে কি বলবো! কিন্তু খুব চেনা সুর, এটাও সত্যি! কহিপ্তাশা(আদী), আপনার সাথে শ্রীজাতরও বড় মিল!
  • kahiptaashaa | 203.99.212.53 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪০437043
  • হায়। মৌলিকতার শ্লাঘা ভেসে যায় বিধির বিধানে।
    তথাপি ধন্যযোগ,- ম্লান, পাঠিকার শাবাশির পানে।
  • de | 59.163.30.5 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০১437044
  • এমন কাব্যে-গানে ভাসাতে যে পারে প্রাণ
    হাসি ভরা থাক মুখে, কভু হয়ো নাকো ম্লান ,

    প্রশ্ন সুরেরে করি, মৌলিকতা-রে নয়,
    রাগিণী চিনিতে চাই, তাই তান চেনা হয় :))
  • kahiptaashaa | 203.99.212.53 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৮437045
  • বাক্যহারা! ক্ষি: কান্ড! থ্যাংকিউ! :)
  • kahiptaashaa | 203.99.212.53 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২437047
  • হঠাৎ বৃষ্টি নামে রাধিকার পড়ার টেবিলে
    আষাঢ়ের প্রথম দিবসে একা ফেলে
    নওলকিশোর গেছে কলিকাতা অলস বিকালে

    শহরতলীতে রেল ঘাট, সেরকমই হাওয়া
    সেতারের স্যার এলো, রাধিকা তুলবে আজ সিন্ধু বাঁরোয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন