এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kahiptaashaa | 203.99.212.53 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৫437048
  • বেলা চলে গেছে, ঘোঁচেনি এখনো খেলা
    রিক্সা চলেছে অংক স্যারের বাড়ি
    রাধিকার ব্যাগে কেসিনাগ, বই খাতা
    স্কুল থেকে সোজা, বাসন্তী রং শাড়ি

    রিক্সা চলেছে অলিতে গলিতে ঘুরে
    রিক্সা চলেছে নির্জনে ভীড় ঠেলে
    রাধিকা শিখেছে ত্রিকোণমিতির প্যাঁচ
    লাল ফিতে দিয়ে বিনুনি বেঁধেছে চুলে

    রাধিকা চলেছে গোপনে স্যারের বাড়ি
    রাধিকার বোন একদম পিঠোপিঠি
    রাধিকার ব্যাগে কেসিনাগ বই খাতা
    রাধিকার ব্যাগে মলাটের ভাঁজে চিঠি
  • kahiptaashaa | 203.99.212.53 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৩437049
  • স্কুলের সামনে সোজা পথ, সহজেই নদীর ওপারে
    ওপারে বটের ছায়া, ঘুঘু পাখি, ফসলের ক্ষেত
    ধান কাটা হয়ে গেলে ভোরবেলা ভিজে থাকে শীতের শিশিরে
    ওপারে মাটির ঘ্রান, শান্ত পুকুরে মাছরাঙা
    কপোতাক্ষ নাম দেয় ভালোবেসে কিশোরী নদীকে

    নদীর ওপারে খুব বিকেলের মত নীরবতা
    ওইপারে কেউ নেই, ওইপারে বড়বেলা নদীর কিনারে
    চুপ করে বসে থাকে শেষ হলে অগোছালো কথা
  • Lama | 203.99.212.54 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৭437050
  • এগোচ্ছে ভাল। আণ্ডীব অন্ডফ্রায়েণ:
  • kahiptaashaa | 203.99.212.53 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৯437051
  • টজেগেন শকেডুএ
  • de | 117.98.182.88 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪437052
  • খুব মন দিয়ে পড়ছি!
  • kahiptaashaa | 203.99.212.54 | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৩437053
  • ভেক্টর চলরাশি মেনে
    রাধিকা বাড়িতে পরবাসী
    পিতার দেরাজে ঠাকুরালি
    বিরহের গাথা সাতবাসী

    কিনুদার খাটালের পথ
    আক্‌খুটে বরিষনে ভাসে
    কানু পড়ে আইটির পুঁথি
    মলহার বাজে পরবাসে

    কুড়ি কুড়ি বছরের পার
    আপিসে কানাই আনমনে
    রাধিকা ছড়ালো পাই চার্ট
    মলহার আষাঢ় গগনে
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৫437054
  • কোনদিন ধুঁয়াধার ধারা
    মাঝে মাঝে নবঘনে নীল
    কোনদিন রোদের পাহারা
    রাধিকার মনোযোগ ক্লাসে

    ঝপ করে শাম ঢলে রোজ
    রাধিকা অন্যদেশে থাকে
    পাঁচটায় স্কুল ছুটি হলে
    বাড়ি ফেরে রোদে জলে ভিজে

    রাধিকার আঁখো মে তুফান
    রাধিকার সিনেমে জ্বলন
    হয়না এখনো, কটা দিন
    রাধিকা নিজের মনে থাক
  • de | 59.163.30.6 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৯437055
  • বা:! আরো হোক!
  • kahiptaashaa | 203.99.212.54 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪০437056
  • অবহেলা সয়ে সয়ে মিজরাপ মলিন কাতর
    পরিপাটি বিড়ালির পায়েপায়ে বৃথা ন্যাকাপনা
    পিছনে প্রখর রোদে কুহুতানে খুব ঝালাপালা
    আধেক আঁখির পানে তাকানো শেখেনি আজো,
    রাধিকা এমনি তালকানা

    আলাপ না গৎকারী জোড় ঝালা সম বা তেহাই
    পষ্ট লিখেছে সব বাঁধানো খাতায় রুলটানা
    লেখা আছে ব্যাকরণ, লেখা আছে কূট গূঢ় কথা
    রাধিকা শেখেনি তবু, আপাতত বিকেলের দিকে
    রাধিকা ভীষন আনমনা
  • kahiptaashaa | 203.99.212.53 | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৫437058
  • দেখেছে রাধিকা তার খেলাঘরে গানের দখল
    দেখেছে চড়াই পাখি বাসা বাঁধে ঘুলঘুলি খুঁজে
    দেখেছে রাধিকা তার ছায়া ঘেরা শান্ত জানালা
    কিরকম মেঘে ঢাকে অহরহ তার সপ্তকে

    রাধিকার কপিবুক ভরে ওঠে শেষ পাতা থেকে
    আধেক আঁখির কোনে মহীনের ঘোড়ারা দাপায়
    রাধিকা মিলিয়ে দেখে বৈশাখ এপ্রিলে কত
    রাধিকার ঘুম চোখ সিলি হাওয়া ছুঁয়ে ছুঁয়ে যায়
  • kahiptaashaa | 203.99.212.53 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৫437059
  • সেই সব রাতে বালকের চোখে ঘুম
    সেই সব রাতে বালকের জাগরন
    সেই সব দিনে উল্লাসে রোদে রোদে
    সেই সব দিনে বর্ষায় ঘরকুনো
    সে সব বিকেলে অগোছালো হাওয়া দেয়
    সে সব দুপুরে হঠাৎ আগুন জ্বলে
    নীল নবঘনে একটু জায়গা নিয়ে
    সেই সব দিন দোলের আবীরে ধুলো
  • de | 59.163.30.2 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০437060
  • কহিপ্তাশা, আট্টু ফ্রিকোয়েন্টলি লেখেন না কেন? খুব সুন্দর হচ্ছে!
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৮437061
  • বালিকার মনে নাই সুখ, আদরের বিহনে কাতর
    দিনলিপি, ধুলোমুঠি, জলখেলা, লাল সাইকেল
    নাকছবি হলুদের বনে বালিকা হারিয়ে এল আজ

    ঘুম নেই অচেনা খেয়ালে, ঐপারে তুমুল বিষাদ
    দোলখেলা পাড়ায় পাড়ায়, পরিজন অচেনা অবুঝ
    পুরাতন স্বরলিপি ঘিরে কাঁচপোকা, মাঝ খাম্বাজ
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২১437062
  • নোবেল পেয়ে আমি দে কে আধাআধি বখরা দেবো, আকাশ বাতাস বসন্তকাল সোসন সার্ভার হৃদয়বেদনা গুরুচন্ডালি সব সাক্ষী।
  • de | 59.163.30.5 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৬437063
  • তাই!! আচ্ছা সে দেখা যাবে খ'ন -- আপাতত: ছবিটাই আঁকুন দেখি মন দিয়ে :)) -- মানে কবিতায় ছবি!
  • Manish | 117.241.228.137 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৯437064
  • 'নীল নবঘনে' কথাটার অর্থ কি?
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৬437065
  • কবিপত্নীর আদেশে কবি দুধ জ্বাল দিয়ে ঘন করে ক্ষীর বানাচ্ছিলেন ও নিজের খেয়ালে কবিতা লিখছিলেন, এমন সময় সদ্য কেনা নতুন কলমের নীল কালি চুঁইয়ে দুধে পড়ে কেলেঙ্কারির একশেষ।
    আহ, সেকি গঞ্জনা, সেকি লাঞ্ছনা, সেকি অশ্রুসজল গীতিকা।
  • . | 125.18.104.1 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৮437066
  • পুরাতন দাহ নিয়ে বসে থাকো
    নিঝুম চিতার মতো
    আজ বসন্তবিকেলে-
    খুঁটে যাওয়া পাখি আর পোকা
    নিয়ে ভরুক সংসার
    আপাতত:;
    মানুষের আগুনের প্রয়োজন ফুরিয়েছে।
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫০437067
  • পুরোনো দেরাজে রাখা আছে সেইসব কথপোকথন সাবধানে, রঙীন পোকারা
    চুপচাপ হাঁটে, দেখে জলের কিনারে স্বর, সবুজ কালির আঁচড়
    পুরোনো দেরাজে আছে ভালোবাসা, দীঘির গহীন জল, সেইসব মলিন শহর
  • dd | 122.166.81.77 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৬437069
  • ভয়ংকর, ভয়ানক ভালো হচ্ছে।

    ক্ষী আর কমু। ছোটোবেলায় এই পদ্দ গুলান পাইলে,পেম পত্তো ক্ষী: জোদ্দার হোতো তাই ভাবি। পুরো নদীয়া তো ডুবু ডুবু শান্তিপুরু ভাইস্যা যায় কেস।

    জ্জিও।
  • pharida | 122.163.97.147 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৮437070
  • চড়িভাতি সকাল রাধিকা আখেরে গোলাপি ঋতু
    প্রয়োজন ফিরে গেলে গেঁথে রাখা হৃদয়টুকু
    টুপ করে ভুল সুরে আনবাড়ি নিবিড় আঙিনা
    নিজের কাছে থাকা আর এ-জন্মে তোমার হলনা।
    তখনি গোধুলি যেন সাবলীল বংশ্‌পরম্পরায়
    রাধিকা ফিরে গেলে সান্ধ্য স্তব্ধতা চির হিরন্ময়।
  • pharida | 122.163.97.147 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭437071
  • তারপরে হেঁটে এলে শহর থেকে পোকাদের হাঁটা
    নিয়ে যাবে ওখানে আমাকে, সে রাতের কিছু অস্থিরতা
    ম্লান হয়ে থেমে আছে জল নিবিড় কোলাহল যত
    সেখানে রাধিকা আমার, এ হৃদয়ে সে একটিই ক্ষত।
    ছুঁয়ে যেয়ো পারো যদি, পতঙ্গের ক্ষণিক উড়ানে
    আঙুলে জড়িয়ে চুল শ্রীরাধিকে ছিলেন ধেয়ানে।
  • pharida | 122.163.97.147 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৮437072
  • সে বাড়িতে না'হক কিছু গোলবরান্দা দৌড় লাগাত
    সেই যে আমরা যারা উঠোন জুড়ে ঝরে পড়তাম
    চৌকাঠে কাঁধ ঝাঁকালে যে কামিনীর সুবাস ছিল
    রাধিকে, সে নির্জনে আর তোমাকে খুঁজব বল?
  • . | 115.117.238.156 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫437073
  • আসন্ন সকালে আলো মাখো দেহে,
    সময় সস্নেহে
    নগ্নতা ঢেকে দিক মুহূর্তের রঙে-
    এবার বরং ছেড়ে আসা যাক
    উন্মত্ত রক্তের আয়োজন সব-
    অন্য এক বসন্ত অপেক্ষা করে আছে।
  • kahiptaashaa | 203.99.212.54 | ০১ মার্চ ২০১০ ১৭:৩৭437074
  • অযথা বিকেলে খেলা ফেলে
    চলে যায় দুরে, খামারের সীমানা আকুল
    কোলাহল এখনো প্রবল
    বিকেলে খোলামকুচি হাওয়া
    রাধিকা চলেছে দুরে রাধিকার পথভরা ভুল

    বিকেলের খেলা ফেলে, স্নান শেষে, পাড়ায় পাড়ায়
    রাধিকা চলেছে দুরে, দোলখেলা সেরে
    রাধাচূড়া পিচ ঢালা পথে
    অযথা রেখেছে এতো ফুল
  • kahiptaashaa | 203.99.212.54 | ০২ মার্চ ২০১০ ১৭:১৯437075
  • পুকুরে নিজের ছবি দেখে
    রাধিকা শিখেছে ইতিহাস
    জোড় ঝালা শিখেছে বিকালে
    ভোরবেলা রোদের সুবাস
    রাধিকার চোখে চোখে ঘুম
    কেয়ারীতে বাগান বিলাস
    পরিপাটি পড়ার টেবিলে
    ভুলে যাওয়া এলোমেলো শ্বাস

    মেঘে ঢাকা আঙিনা, পুকুর
    ভীষন একাকী বারোমাস
    একমনে শুনেছে রাধিকা
    জল ছুঁয়ে চলেছে বাতাস
    কিজানি খুশিতে রাধিকা
    কিজানি কেন সে উদাস
    রাধিকার জলে লেখা চিঠি
    পড়ে নেয় মায়াবী বাতাস
  • subyaang | 122.172.104.14 | ০২ মার্চ ২০১০ ১৭:২৩437076
  • বা:, এটা বেশ ভালো তো!
  • de | 59.163.30.6 | ০২ মার্চ ২০১০ ১৭:২৪437077
  • আরে! প্রী-নিরাকার, ফরিদা, কহিপ্তাশা সব্বাই মিলে ফাটাফাটি কান্ড এক্কেরে!! আরো হোক!
  • . | 125.18.104.1 | ০২ মার্চ ২০১০ ১৭:৫৩437078
  • রাধিকা কম হলে করীনা,
    লিবিডো বেশি হলে পদ্য,
    কোথাও তবু ভারসাম্য
    বজায় রেখে চলে মদ্য।

    তাকালে পড়ে যাব নির্ঘাৎ
    ফাগুনে কত পাখি চারদিক,
    নাকের ফুটোতেও পাকাচুল-
    সেক্ষ ইদানীং হার্দিক।

    যেদিকে বেশি পাখি থাকে না
    সেদিকে চুপিচুপি মৃদু শিস-
    বিপদ তুই তোর কাছে রাখ
    আমাকে লাস্ট টান দিয়ে দিস।
  • kahiptaashaa | 203.99.212.54 | ০২ মার্চ ২০১০ ১৭:৫৬437081
  • জ্জিও: জ্জিও: জ্জিও:
    কমপ্লেক্স খেয়ে গেলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন