এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৮৯৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.6 | ০২ মার্চ ২০১০ ১৭:৫৬437080
  • জ্জিও! কেয়া বাত!
  • Rajdeep | 202.79.203.59 | ০২ মার্চ ২০১০ ১৮:০৬437082
  • . মারহাবা মারহাবা, ওয়াহ তাজ বোলিয়ে !
  • . | 125.18.104.1 | ০২ মার্চ ২০১০ ১৮:২৭437083
  • অনুপ্রেরণা: জীবন, তোকে নিয়ে- শ্রীজাত
  • kahiptaashaa | 203.99.212.53 | ০২ মার্চ ২০১০ ২০:৪২437084
  • রাধিকার খুব সংসার
    রাঁধাবাড়া টিভি সিরিয়েল
    টেলিফোনে কনকলে জিমে
    আজিকালি ব্যস্ত বিকেল
    রাধিকার আপিসের পাশে
    হামেহাল ট্রাফিকের জট
    মাঝে মাঝে রাধিকাকে ডাকে
    পোড়া বাঁশি, লাল সাইকেল
  • dd | 122.167.51.165 | ০২ মার্চ ২০১০ ২০:৪৮437085
  • ছি:
    করিনা বুড়ী হলে রাধিকাও
    "করেছি" বলে যদি চিল্লায়
    ডোন্টো কেয়ার করি কাউরেই
    পারো তো কাঁচকলা যদি খাও

    না:,
    এ লক্ষন তো নয় খুব সুবিধের
    গোপন প্রেমে বড়ো বিধি বাম
    ফ্রাইডে হলে তবু রাম নাম
    মংগলে তোলা থাকে মদিরাও

    বা:
    কিন্তু এই টই তো দেখি খুব টুবুটুব
    নদীয়া ডুবুডুবু বসন্তে
    পেটখুলে জোরে হাসুন তো
    যাগ্গে নকু মাকু বিধুরে।
  • kahiptaashaa | 203.99.212.53 | ০২ মার্চ ২০১০ ২১:৪০437086
  • আজকে মদিরায় ক্ষতি কি
    সেই তো রাত নামে খাস্তা
    রাধিকা করিনা বা বিপাশা
    সকালে পড়োসিবে নাস্তা
    সেই তো কালিকাও আপিসে
    কাজের ফাঁকে ফাঁকে ধুমকি
    একটু ছিটে ফোঁটা মদ্যে
    রাত্রে কম হবে ঘুমকি

  • ranjan roy | 122.168.241.13 | ০২ মার্চ ২০১০ ২৩:২২437087
  • চেঁচাচ্ছে বাচ্চাটা,
    বাচ্চারা কেন চেঁচায়?
    বিঁধেছে মাছের কাঁটা?
    নাকি দুধ ওথলায়?

    আমরা কি করছিলাম,
    চিৎ শোয়া থেকে উপুর,
    আবার মুড়েছি হাঁটু,
    তখন রাত দুপুর।

    কেন যে হেঁচকি তোলে,
    গলাটা শুকনো বুঝি?
    শূণ্যেতে মুঠি ছোঁড়ে,
    ঐটুকু তার পুঁজি।

    আমরা যুদ্ধে ব্যস্ত,
    উপুর নয় তো চিৎ।
    আবার মুড়েছি হাঁটু,
    স্কোরবুকে হারজিৎ।

    ফোঁপাচ্ছে বাচ্চাটা,
    এবার একটু থামুক,
    কাঁদার শক্তি নেই,
    ঘুমপরী চোখে নামুক।

    আমি কি করতে পারি?
    উপুর নয়তো চিৎ।
    বসলাম হাঁটু মুড়ে,
    পিঠ বেয়ে নামে শীত।।

  • ranjan roy | 122.168.241.13 | ০২ মার্চ ২০১০ ২৩:২৩437088
  • সরি! এটা বোধহয় ""পর্বে পর্বে কবিতা'' থ্রেডে যাবে।
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৩ মার্চ ২০১০ ১১:১৭437089
  • ক্যাওড়া পদ্যের প্রলোভন
    রাধিকে, পারি নাই এড়াতে
    এমনি অনুতাপে দগ্‌ধ
    জানো?
    একটু ঘুম নাই সেরাতে

    হায় পরমনিধি ভুলিয়া
    বেপাড়া আনবাড়ি বেড়াতে
    রাধিকে, ঘটিয়াছে পরমাদ
    হায়-
    পারিনে প্রলোভন ফেরাতে

    রাধিকে, চলো ফিরে মথুরা
    চলোসে ট্রেনে উঠি অদ্য
    রাধিকে, সেথা আছে উপবন
    ফের
    লিখিবো পীরিতির পদ্য

    রাধিকা লিখিবো কসমসে
    মন্দাক্রান্তা বা পয়ারে
    ফিরিয়া যাই শুধু মথুরা
    টিকিটও এসি থ্রি টিয়ারে

    লিখিবো কতো প্রেম পীরিতি
    লিখিবো দেখে নিয়ো মাইরী
    যেরুপ ফুলে ঢাকে বনতল
    সেরুপ ঢেকে যাবে ডাইরী

    কূটে ও কচালিতে গুরুজন
    ঘাঁটিছে হেন মধু যৌবন
    রাধিকে ট্রেন ধরি রাত্রে
    দেখিবো মথুরার মৌবন
  • ranjan roy | 122.168.219.211 | ০৩ মার্চ ২০১০ ২৩:০৭436644
  • রাধিকা তুমুল নাচে,
    জ্যাজ বা ডিস্কোথেক,
    মায়াবী আলোর আঁচে
    খুঁজছে কানু'র ঠেক।

    ঝাঁকড়া-মাকড়ি- জীনস্‌
    রাখালবালক যত,
    বেতালে হাত-পা ছোঁড়ে,
    রাধিকা যে বিব্রত।

    সেই কবে কোন মাঠে
    কনে-দেখা ওই আলো,
    রাঙিয়ে কানুর ঠোঁটে
    সানগ্লাসে চমকালো।

    পরের গল্প চেনা,
    ঠোঁটে নিকোটিন ঝাঁঝ।
    রাইকিশোরীর তনু
    কাঁপিয়ে বাজলো জ্যাজ।

    কিন্তু সে প্রতারক,
    দেয়নি অঙ্গুরীয়।
    এস এম এস করে বলে
    -"আমারে ভুলিয়া যেও'।

    এখানেই শেষ নয়,
    ময়দানে-লিলিপুলে,
    ললিতা-বিশাখা সনে
    কানু রোজ হোলি খেলে।

    কখনও বা মনে জাগে
    -দুই মিলিগ্রাম ব্যথা।
    সিগ্রেটে গাঁজা ঠুসে
    ভাবে রাধিকার কথা।

    রাধিকা পাগলপারা,
    দুচোখে হরর-ড্রিমস্‌,
    বুঝতে পারেনি কানু
    বদলে নিয়েছে সিমস্‌।

    ঝিনচাক্‌ মিউজিক,
    - 'আউয়া, আউয়া, আইয়া'।
    আসলে নীরব গান,
    -- ফিরে এস কানহাইয়া।

    এস হে রাখালরাজ,
    এস কদম্বমূলে,
    ভুলছি রাম্বা-সাম্বা,
    সালসাও যাব ভুলে।

    আমায় শেখাবে তুমি
    শরীরী বর্ণমালা,
    মনে করব না কিছু,
    --শুনছ চিকনকালা?

    সরল-বক্ররেখা,
    সহস্রাধার মূলে,
    জলতরঙ্গ রঙ্গে
    পাসওয়ার্ড দেব তুলে।।
  • Du | 65.124.26.7 | ০৪ মার্চ ২০১০ ০২:৪৮436645
  • ওহ :))
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৪ মার্চ ২০১০ ১৫:৪৪436646
  • রাধিকার চিঠি গুলি পড়েছে রাধিকা
    বলেছে জলের কাছে রাতের স্বপ্ন অতল
    রাধিকার ডগোমগো স্কুলবাড়ি অ্যানুয়েল স্পোর্ট
    খুব ভোরে হাওয়া দিলে অচেনা চোখের কোলে জল

    রাধিকা সাঁতারে যায় পাড়ার পুকুরে সখী সনে
    রাধিকা বিষম ঠ্যাঁটা স্বপনকুমার পড়ে কিনে
    পরিপাটি রাধিকার খরচের হাত বড়ো বেশি
    বিকালে হারিয়ে যায়, সন্ধ্যায় ফেরে পথ চিনে

    রাধিকার দোলগতি, পরিমিতি, রাধিকার ইমরান খান
    রাধিকা ষোড়শী প্রায় তবু মন নাই সাজগোঁজে
    রাধিকার ধুলো পায়ে রাধিকার জট পড়া চুল
    নিবিড় ঘুমের ঘোরে অহেতুক ভৈরবী বাজে
  • Tim | 71.62.121.158 | ০৫ মার্চ ২০১০ ০৭:০৩436647
  • রাধিকার পরিবারে চিঠি চালাচালি
    লেংচে লেংচে আসা বিবাদ বিষাদ
    রাধিকার ঠোঁটকাঠি, নখের আঁচড়ে
    গালে কাটা দাগ নিয়ে চমকায় চাঁদ

    রাধিকার ইশকুলে জ্যামিতির ক্লাস
    বিন্দু বিন্দু করে যত সমাচার
    রাধিকার পরিমিতি খাতা বারোমাস
    বহুভূজে হাত রেখে হয়েছিলো পার

    রাধিকার অর্কুট, ফেসবুকে যেও
    শ্যাওলা, শিউলি আর অশোককাননে
    রাধিকার আঁকশিটা শাক দিয়ে ঢাকা
    আশনাই হবে আজ নীলনবঘনে।
  • tkn | 122.163.79.50 | ০৫ মার্চ ২০১০ ১৪:৪২436648
  • রাধিকা, তোহার বাজার এখন উত্তাল
    রাধিকা, এসব দিল্লগি তেরে ওয়াস্তে
    হা-হুতাশে ভারী ফাগুনা বাতাস, যদিও
    গ্রীষ্ম ঘনায়, হাতে রোদজ্বলা কাস্তে

    রাধিকা রে তোর প্রাইভেসি নেই এতটুক!
    সারাদিন চলে তোর দিনলিপি চর্চা
    হিসেবে রাখেনি কেউ গেলো কত ব্রেনওয়েভ
    ক'মেগাবাইট ফুটেজ হইল খর্চা

    কখোনো অফিসে কখোনো দুপুরে বাড়িতে
    কানুকবি দল খই ফোটাইছে বনময়..
    শ্রীরাধিকে আজ কটা মেল পেলি ইথারে?
    কেমনে কাহার কখন করিলি মন জয়?

    সবটুকু দেখ লিখে রাখা আছে আখরে
    গোপন পীরিতি এবং মদিরা অভ্যাস
    কন'রুমে নাকি কংকলে কত ব্যস্ত
    কোন পার্লারে করে এলি কেশবিন্যাস

    জেনেছে সবাই, আহা কি মধুর কাব্য!
    তোর দিনলিপি লিখছি আমরা সব্বাই
    স্থলে, জলে, রনে, ইস্কুলে, বিগ বাজারে
    তোকে ছাড়া আর বাকি সব হল দুচ্ছাই

    জানি তোর এই আদিখ্যেতায় প্রাণ যায়,
    (তবু)তোর নাম নিয়ে কানুকূল হয় চাঙ্গা
    বসন্তটুকু পার হয়ে যাক এভাবেই
    দোহাই রাধিকে, নিস নে এখনই পাঙ্গা
  • de | 59.163.30.4 | ০৫ মার্চ ২০১০ ১৫:১৯436649
  • টিকেন, দারুণ!

    সুকন্যা নিশ্চয়ই নয়ডা ফিরে গেছে -- তাই কহিপ্তাশার এতো বিরহকাব্য!
  • . | 125.18.104.1 | ০৫ মার্চ ২০১০ ১৫:২৪436650
  • মথুরার ট্রেন থামতে স্টেশনে
    জড়ো জনতার জয়ধ্বনি-
    এতকাল বাদে পা রেখেছেন
    নন্দগ্রামের নয়নমণি।

    ফুল ফুটেছে স্টেশনের গাছে
    নি:সন্দেহে বসন্ত;
    মেয়েবৌদের ঘোমটা লুটায়,
    ফেরাতে পারে না নয়ন তো।

    গোপিনীরা আজ প্রৌঢ়া রমণী,
    কানাই কিন্তু ঘোর যুবক-
    মাথার চুলের সামান্য সাদা
    সেলিব্রিটির আলতো শখ।

    এতদিন বাদে এইগ্রামে কেন
    এলেন মন্ত্রী কানাইলাল,
    সুদামসখাও জানে না সে কথা,
    সবাই ভাবছে জোর কপাল।

    গাড়ি চড়ে নেতা ঢুকতেই গ্রামে
    সামনে প্রাচীন কদমগাছ,
    মুচকি হাসেন বসুদেবসুত-
    ভোলেন নি তিনি রাসের নাচ।

    পাতা ঝরে গেছে, রোগা রোগা ডালে
    দিন চলে গেছে গোটা এক কুড়ি,
    নীচে মনে হয় বসে আছে কোনো
    ন্যাকড়াজড়ানো পাগলাটে বুড়ি।

    গাড়িতে বাকিরা কেউই চেনে না
    নোংরাটে বুড়ি অথবা গাছ,
    হঠাৎ কে জানে, কেনই বা নেতা
    চোখে পড়ে নেন রেব্যান গ্লাস।

    বুড়িরও কাউকে তোয়াক্কা নেই
    ঘেঁটে গেছে সব সাচ্চাঝুট,
    আয়ান মরার দু বছর পরে
    ঘরের বৌটি হলেন লুঠ।
  • Samik | 219.64.11.35 | ০৫ মার্চ ২০১০ ১৫:৪০436651
  • হ্যাট্‌স অফ!
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৫ মার্চ ২০১০ ২১:৫০436652
  • সেখানে মেয়েরা সব ঘুম থেকে ওঠে খুব ভোরে
    সেখানে অলস বেলা উঠোনের কোনে ঢলে পড়ে
    সেখানে রাধিকা রোজ দুখানি বিনুনি বেঁধে চুলে
    পাখিদের কাছে শেখে নীড় ছেড়ে প্রথম উড়ান

    সেখানে সন্ধ্যে নামে তাড়াতাড়ি পুকুরের ঘাটে
    সেখানে বৃষ্টি হলে মাটির অচেনা ঘ্রান ওঠে
    সে শহরে শ্রীরাধিকা একমনে স্বরলিপি খুলে
    শিখে নেয় মায়াভরা অনাবিল বৃষ্টিরে গান

  • kahiptaashaa | 203.99.212.54 | ০৫ মার্চ ২০১০ ২১:৫২436653
  • *বৃষ্টির
  • ranjan roy | 122.168.219.211 | ০৫ মার্চ ২০১০ ২২:০৪436655
  • আচ্ছা? রবাহুতোই কি কহিপ্তাশা?
    তাহলে আমি কাটলাম। এক রাধিকে নিয়ে
    দুই ময়মনসিংহের কাব্যি করা ভদ্রতা নয়:)))।
  • sayan | 59.164.226.25 | ০৫ মার্চ ২০১০ ২৩:০৬436656
  • রাধিকাশরীর জুড়ে কৃষ্ণদাগ এত
    পড়ে আছো স্থির বুঝি অহল্যাপাথর
    ভাবছ কখন তিনি কৌশল্যানন্দন
    ছুঁয়েই দেবেন আজ বিষন্ন জীবন

    রসিক পথিক দেখ বনপথে একা
    অন্য মনে ঘুরি ফিরি আবোল তাবোল
    আমি কি ভুলেছি সব সকল মরণ
    পরিত্রাণ প্রিয় ভেবে এই পলায়ন

    তুমি তো দিয়েছ এত সমূহ পূজায়
    আমি কি তেমন পাত্র নিতে পারি সব
    সহজ পুরুষ তাই দূর পরবাসে
    খুব একা পড়ে থাকি এই দিনশেষে

    ব্যস্ত থাকি আগুনে নিরক্ষর অথবা প্রয়োজনহীন
    কোনও ফুরসত নেই শুধু ডানা ঝাপটানোর খেলা
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৮ মার্চ ২০১০ ১৫:৫৭436657
  • ওখানে গভীর মেঘ পাতকুয়ো আনাচে কানাচে পোড়োজমি
    লেভেল ক্রসিংগুলো একফালি কুয়াশা চাদরে
    এলানো, বিষাদভরা রাধিকার তর্জনী ছোঁয় ভাটিয়ালি
    আরেকটু রাত হলে শেষ ট্রেন দখিনা সমীরে পার হবে
    প্রবাদপ্রতিম বনভুমি
  • kahiptaashaa | 203.99.212.54 | ০৮ মার্চ ২০১০ ১৬:১০436658
  • কদাচিৎ বইমেলা কখনো প্রবল বারিধার
    কখনো হাস্নুহানা কখনো রাধার বাড়ি মালি
    কোনোদিন পথে কাটে কোনোদিন ধুলোমুঠি সোনা
    বিষম সমরে জিতে কোনোদিন শিথিল পাহারা
    কোনোদিন বিকেলের উল্লাস ফেলে
    নিহিত সেসব কথা - কোনদিন কেউ শুনবেনা
  • kahiptaashaa | 203.99.212.53 | ১০ মার্চ ২০১০ ১৪:০২436659
  • নিঝুম খাদের ধারে রাধা আজ বেভুল বেবাক
    খর রোদে নিস্পৃহ অচেনা বিরল পথঘাট
    নিঝুম খাদের ধারে রাধিকাকে দুপুরের ডাক
    বসন্ত শেষ হলে বিগতস্পৃহাতে ধুধু মাঠ
    কড়া নেড়ে চলে গেছে ঘুঘু পাখি বিরনের চাল
    আর কোনো কাজ নেই সুখী গৃহে অচেনা সকাল
    আর কোনো কাজ নেই আর কোনো শ্রাবন, জোয়ার
    খাদের কিনারে রাধা চুপ করে দাঁড়িয়েছে
    কাজ কিছু নেই তার আর
  • kahiptaashaa | 203.99.212.54 | ৩১ মার্চ ২০১০ ১৮:৩৫436660
  • সাঁতরে গিয়েছে অগাধ রোদের দিন
    সাঁতরে গিয়েছে ছায়াচ্ছন্ন ঘুম
    বসন্তদিন পেরিয়ে আজকে খুব
    শান্ত সকাল ঝলমলে চারদিক
    আর কিছু নয় নিতান্ত ভোরবেলা
    খুব মনে নেই রাতের স্বপ্নগুলি
    খুব চেনা চেনা অস্ফুট কোলাহল
    ভৈরবী ছোঁয় রাধিকার অংগুলি
  • kahiptaashaa | 117.194.235.7 | ০৩ এপ্রিল ২০১০ ০০:০৫436661
  • শ্রীকান্‌হ উদাস পড়ুয়া
    আঁখিপাখি খুব খরসান
    ওষ্ঠে কমললীলা খুব
    রাধিকাও খুব আনচান
    রাধিকা ত্যাজিছে সুখ গেহ
    রাধিকা পিতার মুখে মুখে
    রাধিকার মায়ের অসুখ
    রাধিকার এস্রাজে ধুলো
    রাধিকা কিসের বিলাসে
    রাধিকা অবুঝ বালিকা

    কেউ তোকে বলেনি রাধিকা?
    বসন্ত অবসানে সোনা রূপা নহে
    বাপা এ প্রেম পিতল
  • kahiptaashaa | 203.99.212.54 | ১৪ এপ্রিল ২০১০ ১৯:২০436662
  • বেলা তো বহে এলো এখনো গেল না জলে কেউ
    ঢলে গেল শাম তবু এখনো ভীষন কোলাহল
    এখনো আকুল হাওয়া এখনো উথালি পাথালি দশদিক
    এখনো নদীর ধারে মিটিমিটি জ্বলেছে দীপালি
    এখন উদাস হাওয়া অবরে সবরে শুধু আসে
    এখনো চিত্রকর পটে লেখে কল্পকাহিনী
    বেলা তো বহে এলো এখনো দুয়ারে জলছড়া
    আঙিনার আলোটুকু জ্বলেনি এখনো আঁধার
    এখন রাধিকা শুধু তারার আলোর দিকে দেখে
    এখন রাধিকা শুধু মিল খোঁজে, পদ্মপাতায়

  • kahiptaashaa | 117.194.230.111 | ১৭ এপ্রিল ২০১০ ০০:১৩436663
  • অথৈ বাক্সে থাকে স্কুলবেলা, জ্যামিতির ক্লাস
    দেরাজে দেরাজে আঁটা নরম সুলেখানীল চিঠি
    কুড়ি কুড়ি বছরের পার,
    রাধিকা আবার দেখে লুকনো ফোটোতে
    মধুমাস, চাঁদ ফুল পাখি, ফুলে ঢাকা বিরহবিলাস
  • dd | 122.167.27.128 | ১৭ এপ্রিল ২০১০ ০০:২০436664
  • আমি যদি ট্যাকাওলা পোকাশক হোতাম, যদি হোতাম।

    যদি, ইফ।

    তাইল্লে এই রাধিকা সিরিজের পদ্দোগুনো নিয়ে একটা বিকট সুন্দর কিংখাবের মলাটে ছাবা কাব্যগ্রন্থ (নো ইলস্ট্রেসন, নো) বার কত্তাম।

    সুধীজনেরা পড়ে আরাম কেদারা থেকে পরে যেতো - টাপাটপ।
  • Du | 65.124.26.7 | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫৮436666
  • অসা অসা কবিতা সব। দারুন সব আইডিয়া।
    আলাদা করে বুড়ি রাধিকার জন্য সাধু সাধু দিয়ে যাই আজকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন