এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বসন্তের গান

    ranjan roy
    গান | ১৫ জানুয়ারি ২০১০ | ২৯২৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.172.52.34 | ১৭ এপ্রিল ২০১০ ০১:০০436667
  • সত্যি এই রাধিকা সিরিজটা দারুন ভালো হয়েছে।
  • Lama | 117.194.226.62 | ১৭ এপ্রিল ২০১০ ০১:৩৪436668
  • ইয়ে, মানে ডিডিদা, আমার ধারনা ছিল কিংখাব দিয়ে আলখাল্লা অথবা শামিয়ানা তৈরী হয়
  • d | 115.117.230.30 | ১৭ এপ্রিল ২০১০ ১০:৫৯436669
  • ৩ এপ্রিল, 12.05 এর কবিতাটা একেবারে চুপ করিয়ে দিল!!
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৯ এপ্রিল ২০১০ ১৪:৫৬436670
  • মধুর বাঁশি বাজলো ছায়ানটে
    বাহিরে খুব ক্লান্তি পথে পথে
    আকাশ ভরা চোখ ধাঁধানো রোদ
    লোহার গেট প্রহরা সচকিত
    বারণ আছে ছাতের সিঁড়ি ঘিরে
    বারণ আছে দোপাটি ফুল ক্ষীণ
    এসব নিয়ে রাধার সংসার
    পিতার খুব সাংগীতিক রুচি
    বৈশাখোহে, মৌনী তাপস
    রাধিকা খুব অধীরা সম্প্রতি
    ধূলায় লোটে সেতার, স্বরলিপি
    মনপবন, আকুল দরিয়ায়
    রাধিকা খুব সুরের ঢেউয়ে মাতে
    রাধিকা লেখে ধ্রুপদী স্বরলিপি
    ধ্রুপদী, তবু শাস্ত্র মতো নয়
    সেসব সুর বাহিরে পথে পথে
  • de | 203.199.33.2 | ১৯ এপ্রিল ২০১০ ১৫:২৫436671
  • গুরুর একটা চটি বেরোক না, রাধিকা সিরিজ নিয়ে -- এতো ভালো কবিতাগুলো হারিয়ে যেতো না তবে!
  • Nirbodh balak | 125.20.3.146 | ১৯ এপ্রিল ২০১০ ১৮:০৬436672
  • আচ্ছা, এই 'বারণ আছে দোপাটি ফুল ক্ষীণ' এর মানেটা কি?
  • vikram | 193.120.76.238 | ১৯ এপ্রিল ২০১০ ১৮:২১436673
  • ফঙ্গবেনে দোপাটি ফুল যেমন তেমন করে ধরলে ভেঙ্গে যেতে পারে, তাই সেটি করতে না করা হচ্ছে, কবি বোধ করি এমনই কিছুর দ্যোতনা করেছেন।
  • dd | 122.167.8.247 | ১৯ এপ্রিল ২০১০ ১৮:৫৫436674
  • ভিক্রমবাবু বোধহয় শব্দবন্ধের গভীরে না গিয়েই দু একটি আপাত স্মার্ট কিন্তু অস্বচ্ছ মর্মবোধী বাক্য রচনা করেছেন। ভালো নয়, ভালো নয়, এ শৌখীন অধ্যাপনা।

    মশাই, হেত্বাভাষকে জাপ্টে ধরুন। আত্মস্থ করুন,তার পরে লোক শিক্ষায় নামবেন।

    বারণ আছে= হাতি আছে। প্রবাসী হলে নিশ্চয়ই লিখতেন "হাতি হচ্ছে।

    কবি এখানে ম্যাজিক দেখিয়েছেন, একাধারে দেখিয়েছেন দিগগজেরা চিরকালই রয়েছেন এবং এর ফলে পেডেন্ডোদের এক হাত নিয়েছেন অক্লেশে, অন্য স্থলে একটু অ্যাজমার ভাব থাকলে আপনি পড়বেন "বা রণ আছে"। (বসন্তকালে শ্বাসকষ্ট থাকাটাও তো স্বাভাবিক।)

    ম্যাজিক ! ম্যাজিক !!
    চোখের সামনে খুলে গেলো এক নতুন উইন্ডোজ। আগামীদিনের রাধিকার বাবার সাথে যুদ্ধ ঘোষনার (চিরস্থায়ী) কাব্যিক দামামায় আমাদের অন্তরাত্মা দুলে গেলো,শংকায় ও নিছক খোরাকে।

    না কি? এটি একটি দ্বিভাষিক চাতুরী "বার অন আছে"? চরাচর ব্যাপী অ্যাবসার্ডিটির মুখোমুখী বিদ্রোহীর অমোঘ ঘোষনা। "বার অন আছে, অন আছে, অন থাকলেই মন আছে" ... ইত্যাদি।

    বাকীটা র বাবু লিখবেন।
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৯ এপ্রিল ২০১০ ১৯:৩৭436675
  • কিন্তু তারপর দোপাটি ফুল? আর ক্ষীণই বা রাধিকার পিতা বিষয়ক কী বার্তা নিয়ে আসছে, কবির মনন এবং ক্ষয়িষ্ণু সমাজের প্রেক্ষাপটে? আমরা এখানে রাধিকার পিতাকেই প্রোটাগনিস্ট হিসেবে দেখছি, যেহেতু আমরা অর্থ নিয়ে কথা বলছি, এবং এটা স্বত:সিদ্ধ হিসেবে ধরে নেওয়া যায় যে লাল গেট বানানো, সেতার কেনা, গান শেখানোর খরচ, ইত্যাদির পেছনে অর্থব্যায়, এবং তদুদ্দেশ্যে অর্থ উপার্জন, সেই ভদ্রলোককেই করতে হয়। অন্যহাতে, কবি পি ভিক্রম, পরবর্তীকালে তাঁর অ্যালেজেড গভীরতা অনুসন্ধানে নিরুৎসাহিতা তথা একদেশদর্শীতার কারনে সমালোচিত হলেও, এই সব গুলি বিষয়কে পাখির চোখে দেখার প্রচেষ্টা নিয়েছিলেন, সেই সত্য অনস্বীকার্য।
  • Nirbodh balak | 59.93.221.187 | ১৯ এপ্রিল ২০১০ ২১:০২436677
  • ডিডিদার ব্যাখ্যাটি অনবদ্য। কবি স্বয়ং বুঝাইয়া দিয়া এই অবোধ বালকের প্রতি যে কৃপাদৃষ্টি বর্ষণ করিলেন তাহার জন্য কৃতার্থ বোধ করিতেছি। আরো অপূর্ব কাব্যরস পান করিবার জন্য পিপাসার্ত রহিলাম।
  • kahiptaashaa | 203.99.212.53 | ২০ এপ্রিল ২০১০ ১১:০২436678
  • অন্যতর প্রস্তাবে, কবি কিছুই বোঝাননি, বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে নিজের পক্ষপাত বিচার করেছেন মাত্র।

    আর যদিও কবি বলেছেন হাম বোলেগা তো বোলোগে কে বোলতা হ্যায়, কিন্তু তবু পাছে না বলা বানী ঘন ভাটে হারিয়ে যায়, তাই বলার আকাঙ্ক্ষাকে অবদমন করা গেল না-
    পিপাসা, নেহাৎই যদি দু:সহ হয়ে ওঠে, তবে পদ্য অপেক্ষা মদ্যই কি তার আরামের উৎকৃষ্টতর উৎস নয়?
  • Nirbodh balak | 125.20.3.146 | ২০ এপ্রিল ২০১০ ১১:৩২436679
  • এ পিপাসা তো মদ্যে তৃপ্ত হবার নয়, এমন কাব্যরসের কাছে সোমরসও যে হার মেনে জায়। আর অবান্তর ভাট নয়, শুধু মন ছুঁয়ে যাওয়া রাধিকার কথায় ভরে থাকুক। কবি নিশ্চয়ই আর তৃষ্ণার্ত রাখবেন না।
  • Nirbodh balak | 125.20.3.146 | ২০ এপ্রিল ২০১০ ১১:৩৩436680
  • *হার মেনে যায়
  • kahiptaashaa | 203.99.212.54 | ২০ এপ্রিল ২০১০ ১৬:৪৬436681
  • ধামসা মাদল দাউ দাউ দাউ জ্বালা
    শালের বনে নিকষ কালো রাত
    তারায় তারা নক্ষত্রের জল
    শালের বনে আবেগ ঘনঘোর
    পাতায় ছাওয়া আকুল বনপথ
    মাটির বুকে গ্রীষ্মদিনের ভাপ
    বস্তি উঠে এসেছে রেলগেটে
    খালের ধারে বিষম কলরোল
    রেল ঝমাঝম ছুটছে কতদুর
    কাণ্‌হ গেছে মিলের বাঁশি শুনে
    গুঞ্জাফুল অমিল জনপদে
    রাধিকা ভোরে কাজের বাড়ি যায়
    এদিকে নাই কেঁদ মহুয়ার ফুল
    এদিকে খুব মানুষ বড় বেশি
    শরম হায়া লজ্জাবতী লতা
    রাধিকা ভোগে অসুখে অপমানে
  • Samik | 219.64.11.35 | ২০ এপ্রিল ২০১০ ১৮:৪২436682
  • এই পেজটা দেখে গুগল আমায় লিখল, দিস পেজ ইজ ইন মালয়, উড ইউ লাইক টু ট্রান্সক্রিপ্ট? আমি হ্যাঁ বলাতে এই রকম ট্রানস্লেট করল :

    বাংলা লেখার নতুন কল = ঠখাবালেখারনতু নকখ
    এই বিষয়ে আপনার মতামত দিন = এই ঐএঘ আপন য়োর মতামত ঐদন

    বাকিগুলো আর লিখলাম না। :-)
  • kahiptaashaa | 203.99.212.54 | ২০ এপ্রিল ২০১০ ১৯:১৯436683
  • অক্ষরে অক্ষর জুড়ে মিছিমিছি আদর, বাহানা
    বাইরে ঝড়ের মত উথালি পাথালি খুব হাওয়া
    সন্ধ্যে হল, এলো চুলে কেমন রাধিকা
    লিখেছিল পাতা ঝরা, মিছিমিছি পনঘটে যাওয়া
  • kahiptaashaa | 203.99.212.54 | ২০ এপ্রিল ২০১০ ১৯:৩৭436684
  • সন্ধ্যে হল, জোনাকির বাসা, জনপদ, জলাভুমি ঘিরে
    কেঁপেছে বাতাসে আর দৃশ্যগুলি ভালোবাসে রাধিকার ভুলপথে ফেরা।
    সন্ধ্যে হল, পুকুরের ঘাটে জলপাই গাছে আবছায়া
    সন্ধ্যায় রোজ ভাসে নিকষ নদীতে প্রদীপ
    ওপারে অন্য দেশ, পথ গিয়ে মেশে বন্দরে
    ওদিকে সন্ধ্যে হলে গাভীরা গোষ্ঠে ফেরে আজও
    আর রাধিকা স্বর্ণভ্রমে ঢেকেছে হৃদয় ভালোবেসে
    দৃশ্যগুলি বড়ো মনোলোভা, আলো আঁধারিতে বেশ ঢাকা

  • kahiptaashaa | 203.99.212.53 | ২১ এপ্রিল ২০১০ ১৯:৪৬436685
  • হর্ম্য এই গড়েছে প্রোমোটার
    মেঘের পারে নিকানো ব্যলকনি
    তিনকা জুড়ে দূরের দেশ থেকে
    খেয়ালখুশি বেঁধেছো বাসাখানি
    উদাস দিনে, শ্রাবণ রজনীতে
    গেঁথেছে মালা শহর হ্যালোজেনে
    নিঝুম রাতে ঘুমোলে সারা পাড়া
    তারারা খুব কাছে পিঠেই নামে
    হর্ম্য খুব আলোতে ঝলোমল
    সবাই খুবই থাকছে কাছেপিঠে
    রাধার খুব সঘন সংসার
    শিশুটি তার অবোধ ডানপিটে
    বাক্সে আছে আতর, ছেঁড়া চিঠি
    বাক্সে আছে কুয়াশা জলখেলা
    তারারা বসে দীঘির পাড় ঘেঁষে
    ব্যালকনিতে রাধার ঢলে বেলা
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৬ মে ২০১০ ১৪:১৩436686
  • খেলাচ্ছলে রাধিকা বলেছিল, ক্ষনিক মোহে বাচাল চাহনীতে
    এবম্বিধ দুকূলপ্লাবী দিনে, প্রগলভতায় ঝলমলানো মুখ
    অনেকে ছিল নীরব কবি কবি, কাহারো ছিল গীঠার- স্মার্টঅ্যাস
    সন্ধ্যে হলে পড়তে বসে কেউ, ভুলছিল খুব গণিত পরিমিতি
    এবম্বিধ দুকূলপ্লাবী দিনে, খেলার শেষে ঘরে ফেরার পালা
    অনেকে ছিল ঝলমলানো খুশি, অনেকে ছিল অন্ধকারে চুপ
  • kahiptaashaa | 203.99.212.54 | ১৩ মে ২০১০ ১৩:৫৭436688
  • চক্ষে বিজুরী থরথর হিয়া জলকেলী রুপটানে
    এরূপ মধুর দিন কেটে যায় আদরে জোয়ার টানে
    মেঘাড়ম্বরে নীলঅঞ্জনে ঢেকে যায় মাঝে মাঝে
    চুপচাপ পাড়া রাধিকা তখন ফেননিভ ধারাস্নানে
    হিসেব রয়েছে কখানা প্রলয় কটা হলো ভরাডুবি
    পরমের কাছে শিখেছে রাধিকা এই প্রেম প্রেম খেলা
  • kahiptaashaa | 203.99.212.53 | ১৪ মে ২০১০ ১৬:১১436689
  • বিস্মরণে রাধিকা বিচ্যুত
    কূটকচালে বেজায় ভীড়ের কোণে
    অনামিকায় ঝলক অঙ্গুরী
    হারিয়ে গেছে নাকছবিটা কবে
    বিকেল বেলা, হলুদ বনে বনে
  • kahiptaashaa | 203.99.212.54 | ২৬ মে ২০১০ ২০:০৫436690
  • আলুথালু হাওয়া দিলে, তীরে বাঁধা তরীটিতে দোলা
    রাধিকা বিপথে যায়, দিনেকালে মরিচার রং
    এবং নিশুতি রাতে, বয়ে এলে তারাদের উঠোনের জল
    রাধিকা অতল মোহে, একডুব ঘুমোক বরং
  • kahiptaashaa | 203.99.212.53 | ২৭ মে ২০১০ ১২:০৯436691
  • নই হুতো নই লামা দমদি বা স্যানিনী
    নই কানু বাঁকা ছোড়া রাধা অভিমানিনী
    রায়বাবু লিখেছেন, খুলে দেখো নোটবই
    আর কেউও নই আমি - আমি তবে কেউ নই :)
  • Nina | 64.56.33.254 | ২৭ মে ২০১০ ২১:২১436692
  • :-০ :-০
  • kahiptaashaa | 203.99.212.54 | ৩১ মে ২০১০ ১৮:০৮436693
  • **********************************

    যেসব মেঘলা দিনে মুখভার করে থাকে গোমতীর ভূয়োদর্শী জল
    হাওয়া বয়ে যায় ঘুরে ঘুরে গম্বুজে খিলানে বটের পাতায় বীতরাগে
    যেসব হারানো দিনে খেলেছে শৈশব বড় আকুল বাসনায় নিরিবিলি
    যেদিন গিয়েছে চলে, স্বজন, মোট নিয়ে কাঁধে, দূরদেশে কিসের আশায়
    যেদিন আমরা সব বসেছি পাশার আসরে, বাজি রেখে আমাদের দিন
    ধার করে চেয়ে চিন্তে আনা দিন, রৌদ্র ধোয়া, হাসিখুশি, অসুখে মলিন
    আমরা বসেছি সব হিসাব নিকাশে, পিতার অশ্রু আর হতবাক বধূটি পাথর
    এ ক্ষতি পুরণ হলো যেদিন টাকার তোড়ায়, হাতে হাতে শবের পাহাড়ে
    যেদিন বুঝেছি ভালো বিকোবে অশ্রু আর ক্ষোভ, ভালোবাসা, কাব্যে সঠিক-
    রাধিকা কেঁদেছে তার শিশুটির দিকে চেয়ে, হতবাক বধুটির কথা ভেবে খুব
    রাধিকা ধরেছে বুকে শিশুটিকে, অশ্রু চেপে রেখে- শিশুটি জানেনি এখনো
    তার পৃথিবীতে বড়ই কলুষ- বড় এলোমেলো হিসাব নিকাশ
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৮ জুন ২০১০ ১৬:৩৬436694
  • কড়াক্রান্তি বুঝে নিয়ে অবশেষে সূর্য গেল পাটে
    কানপেতে শুনে নিল কি রাগিনী গোধূলিবেলায়
    আজকেও হাওয়া দিল ঝরোঝরো বিকেলের স্তব্ধতা ভেঙে
    মুঠি খুলে ফেলে দিল স্রোতবতী নদীকে হেলায়
    কি করে কবিতা ভাবে কি করে নিদাঘ ভাবে কোন বই লেখে ভালোবাসা
    রাধিকা এসব ভাবে অহরহ বিকেলের ধারে
    মুঠো খুলে বয়ে গেল স্রোতবতী জল অবহেলে
    রাধিকা উপমা খোঁজে নিরিবিলি নদীর কিনারে
  • kahiptaashaa | 203.99.212.53 | ০৮ জুন ২০১০ ১৮:৪৩436695
  • ছন্দে ফেনিল দিনে এপাড়া ওপাড়া গলি ঘুঁজি
    কানাই বখাটে বড়ো, হররোজ ভ্রম পদে পদে
    ললিতা বিশাখা খুব স্লিম ট্রিম ফিটফাট বুঝি
    রাধিকা দুরের দেশে, হরদম আকুল বিষাদে

    কানাই রাত্রে ফেরে কফিখানা জিতে টলোমলো
    মগজে তঙ্কÄকথা, বিদগ্‌ধ ঠোঁটে নেভিকাট
    রাধিকা দুরের দেশে, হরদম আঁখি ছলোছলো
    দিনলিপি লিখে রাখে, চিঠিগুলি গোছায় নিপাট

    নওলকিশোর কানু, সদ্যযুবক বাঁকা ছোড়া
    নিওন মেজাজে তার, ভুলেছে জোনাকি দিত আলো
    রাধিকা দুরের দেশে, আজকাল বড়ো একাচোরা
    জানে শুধু স্বপ্ন আর অসহ যাতনাটুকু ভালো

    কানাই লিখেছে খুব পদাবলী, বিরহের গাথা
    প্রতিভা মেনেছে তার গুটিকয় পাঠক পাঠিকা
    রাধিকা দুরের দেশে, জড়ো করে সব আকুলতা
    তারিখে দাগিয়ে দেয় গড়ে তোলা কথা, পাদটীকা

    অবরে সবরে কানু রেলগেটে দেখে আসে বেলা
    ঢলে পড়ে মেঘের কিনারে, ওড়ে ফিঙে পাখি
    রাধিকা দুরের দেশে, গুণে গেঁথে রাখে দিনগুলি
    পুজোর ছুটির আছে এখনো অনেক মাস বাকি

  • kahiptaashaa | 203.99.212.53 | ০৯ জুন ২০১০ ১৪:১৭436696
  • আমরা চলেছি খুব দুরে, মুখভার, লুকনো চোখের কোনে জল
    আমাদের ভোরের উড়ান, পেছনে গোমতী নদী, ঝিকিমিকি বালি
    আমাদের পায়ে পায়ে আমাদের আদুরে শহর
    বেড়েছে ডাগর হয়ে, সেজেছে মুকুতাহারে, সেলোফেনে সব অলিগলি
    মুখচোরা আমার শহর, আকাশের থেকে আলো আলো
    বিমানসেবিকা বলেছেন, যাত্রা হবে শুভ আর দেখা হবে আবার কখনো
    গলায় কষ্টকাঁটা, বিষম স্মৃতিরা, শৈশব
    আমরা বেড়েছি তার সাথে, কিছু মনে পড়ে, অনেকটা কুয়াশায় ঢাকা।
    আমরা গড়েছি সব রঙে রঙ মুখোশ ও ঢিলা আঙরাখা
    আমাদের কোমল শহর শুধু মনে রাখে তখন রাধিকা
    কেমন বিনুনী করে স্কুলে যেত লাল সাইকেলে
    কেমন উতলা হতো, রাধিকা এমন দিনে এরকম ভিজে হাওয়া দিলে
    আমাদের একাকী শহর বলে আনমনে এখনো রাধিকা
    গোমতীর ধারে গিয়ে বসে, বিকেলে নিজের সাথে একা।
  • dd | 122.166.131.184 | ০৯ জুন ২০১০ ২০:৫২436697
  • এই সব পদ্দোগুলান.....চন্দোবিন্দু পেতো তো সুর টুর দিয়ে গান গাইতো। দীনু বাবু আর কই?

    ক্রমে হুতোসংগীত (পেম পর্য্যায়) খুব পপুলার হয়ে টয়ে অ্যাকসা। অনেক থিসীস জমা হতো। ডজন খানেক ডক্টরেট। বিদেশ ভ্রমন। হুতো পুরষ্কার।

    এই সব.....। ভাবি।
  • d | 115.117.245.242 | ০৯ জুন ২০১০ ২১:০৯436699
  • যা! আবার হুতোর অ্যাকাউন্টে ক্রেডিট চলে যাচ্ছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন