এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • similia similibus curentur - হোমিওপ্যাথি কী বিজ্ঞান? অপ-বিজ্ঞান? না নাকি অ-বিজ্ঞান?

    SB
    অন্যান্য | ১১ জানুয়ারি ২০১০ | ৭৯০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:২৯437110
  • একটা সময় ছিল যখন শান্তিনিকেতনে কেউ অসুস্থ হলে রবীন্দ্রনাথ খুব খুশী হতেন। বগলে ব্যাগ নিয়ে রোগীর কাছে ছুটতেন। তখন তাঁকে হোমিওপ্যাথিতে পেয়েছিল।

    অনেক বাঘা বাঘা জনতাকে দেখেছি হোমিওপ্যাথির স্মরণ নিতে বিভিন্ন সমেয়ে, যদিও তাদের কেউ আদ্যোপান্ত মার্ক্সিস্ট, কেউ নামজাদা বিজ্ঞানী, কেউ বা নাম ডাক পসার ওয়ালা সার্জেন!

    এমনকি হোমিওপ্যাথিক ডাক্তারদের বামপন্থী সংগঠন আছে। এই পাতার বাম জনতার মধ্যেও নিশ্চই অনেকেই আর্ণিকা, অ্যাকোনাইটাম, সাইলেসিয়া, বেলেডোনা, ব্রায়োনিয়ার ভক্ত আছেন।

    কোচ্চেন হোল, হোমিওপ্যাথির যে দর্শন, তাতে বিজ্ঞান কতটা আছে তাতে ঘোরতর প্রশ্ন ওঠে।

    ১। similia similibus curentur / like cures like বলছে যদি স্বাভাবিক সুস্থ মানুষের X খেলে মাথা চুলকায় তাহলে অসুস্থ মানুষ যার কিনা মাথা চুলকানো রোগ হয়েছে, তাকে খুব অল্প পরিমানে X খাওয়ালে তার মাথা চুলকানো রোগ সেরে যাবে। আমাদের শাস্ত্রে বলে যদি কারোর হাত টনটন করে তাহলে তার হাত কেটে ফেলা যেতে পারে (চমকাবেন না, হাতের বদলে দাঁত ভেবে নিন), মানে unlike cures like, উল্টো প্যাঁচ মারলে তবেই রোগ সারবে। তাহলে কী হোমিওপ্যাথির দর্শন ভুল?

    ২। আমাদের শাস্ত্রে বলে যার অল্প অসুখ তাকে কম পরিমানে অষুধ দাও, যার বেশি, স্বভাবতই তার বেশি লাগবে, বা যার ওজন বেশি তার ও বেশি অষুধ লাগবে। অথচ কিমাশ্চর্য, হোমিওপ্যাথি অনুযায়ী, যতো কম অষুধ তার ধার তত বেশি, তার জোর তত বেশি! কয়েক শো, বা কয়েক হাজার বার ডাইলিউশন করে করে হোমিওপ্যাথি ওষুধের 'পোটেন্সাইজেশন' কর হয়। মানে ধরুন এরকম এক বোতল আর্ণিকা যেখানে আর্ণিকা মোন্টানার একটা মলিকিউল ও নেই, সেই আর্ণিকাই সব থেকে জোরালো! হোমিওপ্যাথির ডাক্তারবাবুরা বলেন, জল (মানে যে মিডিয়ামে অষুধটা গোলানো হচ্ছে) নাকি অষুধের গুণটা মনে রেখে দেয়, তাই মানুষের অসুখ সেরে যায়।

    বড় বড় ফার্মাসিউটিকাল কোম্পানিগুলো এসব মানে না, তারা অনেক প্রমান বাজারে ছেরেছে যাতে প্রমান হয় হোমিওপ্যাথির কাজ হোল প্ল্যাসেবো এফেক্ট। মানে আপনাকে বলা হোল যে এই মাত্র আপনি একটা দারুন অষুধ খেলেন, আর যেটা খেলেন সেটা দামী অষুধের মতনই প্যাক কর, অষুধের মতনই দেখতে, আর যেহেতু আমাদের বেশিরভাগ অসুখই সাইকো-সোমাটিক, তাই সেই ভাল অষুধ খেয়েছেন ভেবেই আপনার অসুখ সেরে যায় অনেকটাই। যেকোনো অষুধই পরখ করা হয়ে থাকে এই প্ল্যাসেবোর বিরুদ্ধে পরিক্ষা করে।

    সে যাক। আসল কথা হলো, যে যাই প্রমান করুক, আমরা অনেকেই হোমিওপ্যাথিক অষুধ খাই, এবং খেয়ে ভালোও হই!

    ক্যং কোয়ে? একটু আলুচনা হতে পারে?
  • dipu | 61.12.12.83 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৪৪437240
  • যেখানেসেখানে আঁচিল হলে, ছুলি হলে, ঠাণ্ডা লেগে মুখের ভেতরে ফুস্কুড়ি হলে হুমেপাতি দিয়ে সারাতে হয়। আর কোনো কাজ নেই।
  • dipu | 61.12.12.83 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৪৭437251
  • ও হ্যাঁ, একটা হুমেপাতি পক্স প্রিভেন্টিভ পাওয়া যায়। সেটা কবার খেয়েছি বটে, তবে তার জন্যেই পক্স হয়নি এমন বলতে পারিনা।
  • SB | 114.31.249.105 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৫২437262
  • উৎসাহ থাকলে, গুগল বুকস থেকে Homeopathy: Science Or Myth? By Bill Gray, Kenneth R. Pelletier উল্টেপাল্টে দেখতে পারেন।
  • Arijit | 61.95.144.122 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৫৩437273
  • ব্যাখ্যা করছি না তো। এটা নিয়ে কাজ হচ্ছে সেটা বল্লাম। এই হরাইজনের রিপোর্টটা কি সেটা জানতে পারলে ভালো হত।

    বিলেতে হুমোপ্যাথি ডাক্তার দেখিনি কোথাও, তবে বটুবাবুর দোকানে ফার্মাসির বাইরে অল্টারনেটিভ মেডিসিনের তাকে কিছু ওষুধ দেখেছি।
  • dipu | 61.12.12.83 | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৫৭437284
  • ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের কী একটা অ্যাডে দাদ সারাতে ইউনানি চিকিৎসার পরামর্শ দেয়। সব সরকারী অ্যাডের মতই একটা অখেদ্য অ্যাড।
  • SB | 114.31.249.105 | ১১ জানুয়ারি ২০১০ ১৮:০৪437295
  • দুজন বাঙ্গালী ভদ্রলোক এই নিয়ে কাজ করেছিলেন: http://www.biomedcentral.com/content/pdf/1472-6882-2-4.pdf

    আশা করি কোনদিন সাম্রাজ্যবাদী বৃহৎ অষুধ কোম্পানি গুলোর মুখে ঝামা ঘষে দিতে পারে, অস্ত্র হয়ে উঠতে পারে হোমিওপ্যাথি :-)

    ফ্রি সফ্‌টওয়্যার মুভমেন্টের মতন কিছু একটা হলে হয় এই নিয়ে, কারন হোমিওপ্যাথির কিন্তু ব্র্যান্ডিং হয়না!
  • PT | 203.110.243.21 | ১১ জানুয়ারি ২০১০ ১৯:০৯437111
  • Dr. Batra-র হোমিওপ্যাথিতে টাকে চুল গজাচ্ছে শোনা যায়। চিকিৎসার শুরুতে ৮-১০ হাজার টাকা একবছরের জন্য একসাথে দিয়ে দিতে হবে। হোমিওপ্যাথি গরীবের ওষুধ কিনা সেটা একবার ভেবে দেখতে হবে। আর ইনি বা এনার চ্যালারা প্রায় সব রকমের test করে চিকিৎসা শুরু করেন।
  • PT | 203.110.243.21 | ১১ জানুয়ারি ২০১০ ১৯:৪১437122
  • বিলেতে রাজকুমার চার্লস হোমিওপ্যাথির একজন বিরাট সমর্থক এবং প্রচারক।
  • Boo | 203.189.230.2 | ১১ জানুয়ারি ২০১০ ২০:০৭437133
  • হোমিওপ্যাথি একটা ভ্রান্ত ধারমা! ~|~ , ^|^
  • db | 59.94.79.60 | ১১ জানুয়ারি ২০১০ ২০:২৭437144
  • কি করে সারে বলতে পারবনা। কিন্তু অসুখ সারে। আমি হোমিয়োপ্যাথিক চিকিৎসায় ফল পেয়েছি। এবং যতটা সম্ভব হোমিয়োপ্যাথী অষুধ ই খাই

  • sinfaut | 117.194.194.12 | ১১ জানুয়ারি ২০১০ ২১:১৪437155
  • অ্যালোপ্যাথি ওষুধে কী করে সারে এটা ক'জন জানি?
  • aka | 168.26.215.13 | ১১ জানুয়ারি ২০১০ ২৩:১২437166
  • এমনকি ডাক্তারেরাও জানে না।
  • a x | 75.53.204.181 | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৫৪437177
  • হ্যাঁ থুজা খেলে সবরকম গুটি ইত্যাদি নাকি সারে। নাকি মানে নিজে করিনি কিন্তু দেখেছি সারতে। সেটাও কি সাইকো সোমাটিক?

    আমি যখন ছোট ছিলাম রোজ রাত্রে কাশতাম। বাবা পেডিয়াট্রিসিয়ান, প্রচুর ওষুধ হ্যানত্যান দিয়ে কিসসু হয়নাই। সারারাত জেগে থাকতাম, ওদিকে বেলেডোনা দিলেই একঘন্টা বাদে ঘুমিয়ে পড়তাম। এই ২-৩ বছর বয়সে। চিনির দানা দিয়ে ক®¾ট্রালড এক্সপেরিমেন্ট করে নাই অবশ্য।
  • pi | 72.83.210.50 | ১২ জানুয়ারি ২০১০ ০০:১৩437188
  • আমিও দেখেছি দাদার মুখের ভিতরে একটা সিস্ট সারতে। যেটা অ্যালোপ্যাথ ডাক্তার রা অপারেশন বিনে গতি নেই বলে দিয়েছিলেন।
    আমার নিজের টনসিল ও তাই।
    কেমনে জানিনে।
    কেবল সাইকো-সোমাটিক ই যদি হবে তো অ্যালোপ্যাথ ওষুধ খেলেও কমে যাবার কথা।
  • rimi | 168.26.215.135 | ১২ জানুয়ারি ২০১০ ০১:৩১437199
  • আমার হাতের আঙ্গুলে একটা কেমন আঁচিলমতন হয়েছিল। হোমিওপ্যাথিতে এর অব্যর্থ ওষুধ পাওয়া যায় বলে এক নামী হোমিওপ্যাথের ওষুধ আমাকে দেওয়া হল। ফলে সেই আঁচিল ক্রমশ বাড়তে লাগল, আর সঙ্গে বাড়তে লাগল ব্যথা। হোমিওপ্যাথিতে নাকি "বাড়িয়ে কমায়", তাই সব্বাই আমাকে সান্ত্বনা দিতে লাগল যে এই বাড়ার পরেই কমার পর্ব আসবে। দু:খের বিষয় সেই পর্ব এলো না। আঙ্গুলের উপর সেই মাংসপিন্ড চন্দ্রকলার ন্যায় দিনে দিনে বর্ধিত হতে লাগল। এই নিয়েই দিল্লি হোস্টেলে এলাম, আর ট্যালার মতন চলতে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলাম, তাতে ঐ সিস্ট বা আঁচিল আধখানা খুলে গিয়ে ঝুলতে লাগল। ঝরঝর করে রক্ত পড়তে লাগল। দিল্লিতে হোমিওপ্যাথ তো দূরের কথা, অ্যালোপ্যাথ পর্যন্ত ঠিকমতন পাওয়া যায় না। গেলাম এক ওষুধের দোকানে। সেখানে ফার্মাসিস্ট মহিলা চোখ গোল করে বললেন "আরে ইয়ে ইনফেকশন তো হাড্ডি তক পহুচ গ্যয়া। ইয়ে ফিংগার আভি বাদ দেনা পড়ে গা, নেহি তো গ্যাংগ্রিন হো যায়ে গা।" আমার চোখের সামনে চারিদিক অন্ধকার হয়ে গেল, আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম - শুদ্ধু ভয়ের চোটে। তারপরে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে হোস্টেলে ফিরে এলাম। আমার ক্লাসমেটরা আমাকে তখন এসেসকেম হস্পিটালে ইমার্জেন্সিতে নিয়ে গেল। সেখানে লম্বা লাইন দিয়ে বেজায় নোংরা একটা ঘরে এলাম, এক "ডাক্তার" আমাকে কিছুই বলার সুযোগ পর্যন্ত না দিয়ে সোজা টান মেরে যেটুকু ঝুলছিল, সেটুকু খুলে নিলেন। আবার ঝরঝরিয়ে রক্ত পড়তে লাগল। এক মহিলা এসে ব্যান্ডেজ করে দিলেন। কোনো ওষুধ ছাড়াই সাত দিনে ঘা শুকিয়ে গেল। দু মাস বাদে কোনো দাগই রইল না। আর এখন একেবারেই ভুলে গেছি কোন হাতের কোন আঙ্গুলে হয়েছিল।

    তবে সেই থেকে আমার হোমিওপ্যাথিতে বেজায় ভয়। আর জায়গাবিশেষে অ্যালোপ্যাথিতেও। যেমন দিল্লি। অবশ্য কোল্কাতাও এখন আর কম যায় না।
  • aka | 168.26.215.13 | ১২ জানুয়ারি ২০১০ ০১:৩৯437210
  • এসএসকেএম??? দিল্লিতেও আছে? বাব্বা, গুরু পড়লে কত কি যে জানা যায়!!!
  • MR | 72.190.83.142 | ১২ জানুয়ারি ২০১০ ০২:০৯437219
  • Three's CompanySuzanne SomersGermany তে গিয়ে ওর cancer treatment করিয়েছে হোমিওপ্যথিতে। As she didn't want lose her gorgeous hair from chemotherapy. এ কারণে ওকে এখানকার ডাক্তারেরা বহুত criticise করে ছিলো। ওকে Larry King এ গিয়ে এটা ওর choice বলে আসতে হয়।
  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০২:২০437220
  • হোমিওপ্যাথি দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট আবার একটু বেশি হয়ে গেলনা? হোমিওপ্যাথি দিয়ে প্যলিয়েটিভ মানে ক্যান্সার জনিত কষ্ট গুলো হয়ত লাঘব করা যেতে পারে।
  • Debu | 170.213.132.253 | ১২ জানুয়ারি ২০১০ ০২:৫৫437222
  • কলকাতা র পি বেনার্জি-মিহিজাম এর ১৪ মিলিওন রুগী আছে।
    তারা কি চিনি খেয়ে ভালো হোচ্ছে? সব ই কি placebo ?
    level of dilution contradics with avogadro number??
    আমিও কিচু জানতে চাই।।।সব্‌টাই কি ইলুসন?
  • rimi | 168.26.215.135 | ১২ জানুয়ারি ২০১০ ০২:৫৫437221
  • উফ্‌ফ ছড়িয়েছি। এসেস্কেম নয়, সফদরজং।
  • tatin | 130.39.149.5 | ১২ জানুয়ারি ২০১০ ০৬:৪১437223
  • হোমিও দাদা-রা, বেশি তর্কে ঢোকার আগে একটু উইকি পেজটা পড়ে নিন। :D
    অবিশ্যি হাতের বাজুতে অশ্বত্থের শিকড় বা মধ্যমায় কালচে সবুজ পাথরটাথর পরে লোকে ক্যান্সার অবধি সারিয়ে ফ্যালে শোনা যায়। তার সবটাই কি ইলুশন?
  • kallol | 124.124.93.202 | ১২ জানুয়ারি ২০১০ ০৮:৪৬437224
  • হোমিওপ্যাথির থিওরীতে খুব সাংঘাতিক রকমের গন্ডোগোল আছে। ওঁরা যা দাবী করেন তা হলে ঐ গল্পটা গল্প থাকতো না। কলকাতার জলবাহিত মহামরী সেরে গেলো, হরিদ্বারের গঙ্গায় এক ফোঁটা ওষুধ ফেলা হয়েছিলো বলে (ডাইল্যুশনের চরম)।
    কিন্তু, আমার টনসিল। আমার ভাই আর বোনের অ্যাজমা সেরেছে হোমিওপ্যাথিতে। আজ অবধি কোন ঝামেলা নেই।
  • sinfaut | 117.194.194.102 | ১২ জানুয়ারি ২০১০ ০৮:৫৫437225
  • ধরুন ব্রায়োনিয়া, বা আর্নিকা বা থুজা। এদের সাথে বামপন্থার বিরোধ কোথায়? বক্তব্যটা কি এরকম: মার্ক্সবাদ বিজ্ঞান আর হোপ্যা Xবিজ্ঞান? :-)

    আর এর সাথে অশ্বত্থের শিকড় সবুজ পাথরটাথরের সম্পর্কটা কোথায়?

    যদি গাছগুলোর নাম না দিয়ে ডিরেক্ট কেমিকালের নাম দেওয়া হত, অ্যালোপ্যাথি ওষুধের মতন, তাহলে কি ভরসা পাওয়া যেত? শুধু কেমন যেন ঝোপঝাড় দিয়ে চিকিৎসা হয় বলে নাক সিঁটকানো?

    মানে, আমার দুটো কনফিউশন:
    ১) হোমিওপ্যাথি ওষুধের অবামপন্থী (বাজারপন্থী!! ) উপকরণে অসুবিধা?

    নাকি
    ২) মেমরী অফ ওয়াটার আর ঐ মিলিয়ন টাইম ডাইল্যুশন নিয়ে অসুবিধা?

    যদি প্রথমটি হয় তাহলে বুঝিয়ে দিন কেন।

    যদি দ্বিতীয়টি হয়, তাহলে ওক্কে। কারণ, আমি নিজেও (এবং মনে হয় এখনকার ৯০% হোমিও ডাক্তার) মনে করি ওগুলো ভাট। চিকিৎসা পদ্ধতি অনেক বদলে গেছে।

    আমি গত ২ বছরে, একটাও পেইন কিলার, অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক কিছুই খাইনি। আমার মাথা ব্যথা, জ্বর, পেটখারাপ সবের জন্যই হোমিওপ্যাথি খেয়েছি। অবশ্য, মিলিয়ন ডাইল্যুট না করে। বরং, এক গ্লাস জলে ৪-৫ ফোঁটা ওষুধ দিয়ে। ডাক্তারের পরামর্শ মত।
  • sinfaut | 117.194.194.102 | ১২ জানুয়ারি ২০১০ ০৮:৫৬437226
  • আমারও অ্যাজমা সেরেছে হোপ্যা তে।
  • pi | 128.231.22.89 | ১২ জানুয়ারি ২০১০ ০৯:০৩437227
  • সিঁফোর সাথে প্রায় ক।
  • Arijit | 61.95.144.122 | ১২ জানুয়ারি ২০১০ ১০:৩০437228
  • ক্ষেত্রবিশেষে ফল পাওয়া যায় দেখেছি। মাস দুয়েক ধরে সকাল থেকে মাথায় একটা ব্যথা হচ্ছিলো - একবার ভাবলাম চোখের প্রবলেম, চোখ দেখিয়ে কিছু হল না। পেইনকিলার খেয়ে লাভ হচ্ছিলো না। তিন দিন দুবেলা একটা হুমোপ্যাথি ওষুধ খেয়ে গত তিন মাস নো প্রবলেম। অবিশ্যি অ্যালোপ্যাথি দেখাইনি এক্ষেত্রে।

    ঋকের চামড়ার সমস্যা আর অ্যালার্জীর জন্যে হুমোপ্যাথি চলছে অনেকদিন হল - একটা ক্রীমে দেখলাম র‌্যাশগুলো খুব ভালো সেরে যায় - তার মধ্যে দেখলুম হাইড্রাস্টিস ক্যানাডেনিসিস আছে - মেটিরিয়া মেডিকায় দেখলুম এটা একটা গাছড়া, এবং অনেক নাকি উপকারে আসে। ঋকেরই খাওয়াদাওয়ার সমস্যা অনেক ভালো এখন রেগুলার ওই হাইড্রাস্টিস ক্যানাডেনিসিস খেয়ে। লিভার টনিকে কিস্যু হয়নি। এরকম কেসে শুনেছি কালমেঘও খুব ভালো কাজ দেয়। বড় ডার্মাটোলজিস্ট একটা ক্রীম দিয়েছিলো - তার চেয়ে দেখলুম প্লেন নিভিয়া আর ওই হুমোপ্যাথি ক্রীমটা বেশি কাজ দেয়। অবিশ্যি অ্যালার্জীটা সারেনি।
  • quark | 202.141.148.99 | ১২ জানুয়ারি ২০১০ ১০:৫০437230
  • তুমি যখন সম্পূর্ণ সুস্থ, এইরকম সময়ে হোমিওপ্যাথির চেয়ে ভালো মেডিসিন আর নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন