এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • similia similibus curentur - হোমিওপ্যাথি কী বিজ্ঞান? অপ-বিজ্ঞান? না নাকি অ-বিজ্ঞান?

    SB
    অন্যান্য | ১১ জানুয়ারি ২০১০ | ৭৮৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ১৬ জানুয়ারি ২০১০ ১৬:৫৬437168
  • তুমি বললে মেনে নেব কেন? দুইরকম ভাবে লোকে মেনে নেয়। এক, বাজারে অনেকদিন চলতে চলতে লোকের মনে ক্লিয়ার ধারণা হয়ে যায়, দুই, প্রচূর অথেনটিক ইনফরমেশন থাকলে। কোনটাই নেই। যদি সত্যি প্রচণ্ড বিজ্ঞানভিত্তিক হয় তাহলে সরকারের প্রথম যেটা করা উচিত তাহল প্রচার। নইলে আমার মতন বাজে কমন সেন্স দিয়ে লোকে কাটিয়ে দেবে।

    আর কটা হাসপাতাল? একটা দুটো দিয়ে হবে কি? এবং সেটারও কোন প্রচার নেই। জানব কেমন করে?
  • Blank | 59.93.213.129 | ১৬ জানুয়ারি ২০১০ ২০:০৯437169
  • ধুর, সরকার আবার কবে প্রচার ট্রচারে মন দেয়, আর সরকার দেবেই বা কেনো? কোর্স চালু করেছে, নতুন এক গাদা কলেজ, এট্রান্স টেস্ট, আরো গুচ্ছ পরীক্ষা, সরকারী হাসপাতালে চাকরীর ব্যবস্থাও করে দিয়েছে।
    আর এমনিতেই হোমিও দের বাজার বেশ ভালো....
  • tuli | 131.95.30.233 | ১৬ জানুয়ারি ২০১০ ২০:৩২437170
  • এক অ্যালোপাথি ডাক্তারের স্ত্রীর অ্যালোপ্যাথি ওষুধ সহ্য হতো না। সারাজীবন ভদ্রমহিলা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতেন আর হোমিওপ্যাথি ওষুধ খেতেন। এখনও তাই চলছে। এখন তিনি আশির কাছাকাছি। মোটামুটি ভালৈ আছেন ।
  • tatin | 70.177.57.163 | ১৬ জানুয়ারি ২০১০ ২১:১৭437171
  • baps,
    আমি তো পাড়ার দোকান থেকে septilin কিনি, হিমালন ড্রাগস-এর ওষুধ, মাঝারি টাইপের যেকোনও ওষুধের দোকানে পাবেন। তবে আপনার মেয়ের বয়স বেশ খানিকটা কম হলে ডাক্তারকে জিগেশ করে নেওয়া ভালো
  • PT | 203.110.246.23 | ১৬ জানুয়ারি ২০১০ ২৩:০০437172
  • tuli

    উল্টো ঘটনাও আছে। সারা ভারতে শাখা আছে, এমন একটি অত্যাধুনিক হোমিও প্রতিষ্ঠানের ডাক্তার বর্তমানে ভেলোরে ভর্তি হয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন। এইজাতীয় ঘটনা দিয়ে বিশেষকিছু প্রমাণিত হয়না।
  • tuli | 131.95.30.233 | ১৭ জানুয়ারি ২০১০ ০০:২৮437173
  • PT,

    ঠিক। প্রমাণ কিছু হয় না। একটা চেনা ঘটনা তাই আর কি বলা! হয়তো ভদ্রমহিলার তেমন রোগব্যাধি বিশেষ ছিলো না, ছুটকোছাটকা যা কিছু এমনিতেই সারতো!

    আমাদের গোটা পাড়া হোমিওপ্যাথি নির্ভর ছিলো। বাচ্চা কাচ্চা থেকে বড়রা পর্যন্ত। প্রধান কারণ খরচ কম। পাড়ার লোকেরা নিম্ন থেকে মধ্য আয়ের লোক। একেবারে নিম্ন আয়ের লোকেরা সাধারণ অসুখের জন্য কোনো প্যাথিতেই যেতে পারতো না।

    হয়তো এমনিতেই লোকেরা সুস্থ সবল ছিলো, সেরে টেরে কিন্তু যেত সাধারণ অসুখ। অল্পবয়সী একজনের ক্রনিক অ্যাজমা পর্যন্ত সেরে গেছিলো। এখন বলতে পারেন এমনিই সেরেছিলো হয়তো শারীবৃত্তীয় পরিবর্তনে!
  • Abhyu | 97.81.103.70 | ১৭ জানুয়ারি ২০১০ ০০:৩৩437174
  • হোমিওপ্যাথি নিয়ে আমার নিজের অভিজ্ঞতা। পাঁছ বছর ধরে চর্মরোগে খুব কষ্ট পেয়েছিলাম। শেষে কলকাতার একজন অতিবৃদ্ধ্য চিকিৎসক একটি মাত্র ডোজে (১ মিলিয়ন!!!) সেটা সারিয়ে দেন। এক মাস অন্য কোনো ওষুধ খাওয়া বারণ ছিল।

    এটা ছাড়াও আরো কিছু উদাহরণ আছে। আটলান্টার (এবং কলকাতার) বড় অ্যালোপ্যাথ কিছু করতে পারে নি, শেষে হোমিওপ্যাথি
  • Abhyu | 97.81.103.70 | ১৭ জানুয়ারি ২০১০ ০০:৩৪437175
  • *বৃদ্ধ
  • Mmu | 78.236.153.102 | ১৭ জানুয়ারি ২০১০ ০১:৫৭437176
  • PT আপনাকে কিছু প্রশ্ন করছি, (আপনাকে প্রশ্ন করি কারন আপনি অনেক ব্যপারে জানেন তাই)।
    এখানে আমার এক বন্ধুর একটা সমস্যা হয়েছে। প্রচন্ড শীতে হাতের আঙ্গুল পাএর আঙ্গুল ফুলে যায় ব্যাথাও হয়।
    'পলি আর্থারাইটিস'
    অ্যালোপ্যাথি দেখিয়েও ঠিক হয় নি। আমি হোমিও কনসালট করতে বলেছি।
    ঠিক বলেছি কি ??
  • PT | 203.110.246.23 | ১৭ জানুয়ারি ২০১০ ১১:১০437178
  • MmU

    নিশ্চিত ঠিক কাজ করেছেন। কবরেজীও suggest করতে পারতেন। আমার চেনা একজনের টিউমার ভ্যানিস করে দিয়েছিলেন পুনার এক কোবরেজ।
  • PT | 203.110.246.23 | ১৭ জানুয়ারি ২০১০ ১১:১৩437179
  • abhyu
    ঐ চিকৎসককে কিভাবে যোগাযোগ করা যেতে পারে?
  • Abhyu | 97.81.101.221 | ১৭ জানুয়ারি ২০১০ ১১:৩৬437180
  • যোগাযোগ করা কঠিন হবে। উনি গত হয়েছেন।
  • a x | 75.53.204.181 | ১৭ জানুয়ারি ২০১০ ১১:৫৭437181
  • অভ্যু কি ভোলা চক্রবর্তীর কথা বলছে?
  • debu | 72.130.151.116 | ১৭ জানুয়ারি ২০১০ ১২:৪৯437182
  • সবুর কর এতো ওতলা কেন?
    রুগী দেখে্‌ত গিয়েছিলাম
    প্রায় ৩-৪ বছর পর আবার ডাক পরলো পাশের গ্রামে হরিহরপুরে
    রুগী দেখার পরে ঔষ্‌ধ দিলাম দক্ষিনা টা পকেটে রাখর পর দেখো এ ঝুরি আম (ফাউ?)
    বলি কি ব্যপার? এই অসময়ে আম?
    ডাক্তার বাবু ।।।আপনি ৪ বছর আগে পলুরামের বাবাকে বাঁচিয়ে দিয়ে ছিলেন
    ও তো মরেয় গিয়েছিলো ।।।আমরা আম গাছ কেটে খাটিয়া বানিয়ে শ্মশানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম।।
    আপ্নার ঔষে্‌ধ পালুরাম এর বাবা তো বাচলই আবার আপনার ঔষে্‌ধর এক্টা ফোঁটা এই আম কাঠ এ পরে ছিলো সেই আম গাছের ই আম আপনার জন্য
    আপনি সাক্ষাৎ ভগবান
    জয় দুর্গা চল ঝুরি টা তোল বারি যাই
  • Abhyu | 97.81.101.221 | ১৭ জানুয়ারি ২০১০ ২১:৪৩437183
  • অক্ষ, না। অন্য একজন। আমি নাম ভুলে গেছি (তখন ছোটো ছিলাম)। মামা অনেক কষ্ট করে মাস খানেকের চেষ্টায় অ্যাপো যোগাড় করে। আর ভদ্রোলোক আমাকে দেখার সপ্তাহ দুয়েকের মাথায় মারা যান। কিন্তু যে ওষুধ দিয়ে গিয়েছিলেন তাতেই কাজ হয়েছিল।
  • baps | 203.199.41.181 | ১৮ জানুয়ারি ২০১০ ০৯:৩৭437184
  • কলেজে পড়াকালিন পাকামো করতে TNT বানাতে গিয়েছিলাম। বানানো গেলে কি হত যানি না, মানে পার্কষ্ট্রিট এর ধারে SXC র তিন তলার কেমিষ্ট্রি ল্যাব টার কি হত :)) তা সে চেষ্টা চলাকালিন বাম হাতের বুড়ো আঙুলে এর নখে এক ফোঁটা ফিউমিং নাইট্রিক acid পড়ে যায়। বলা বাহুল্য নখ টি উধাও হয়ে যায়। পরে সেই যায়গায় নখ এর বদলে এক অদ্ভুৎ পাউডার মত জিনিস গজাত। অনেক ডাক্তার হোমিও alo বোথ, দেখিয়ে ও কিছু হয় নাই। পরে হাওড়ায় এক হোমিও প্যাথ পুরো কাহানি শুনে এক ডোজ ওশুধ মুখে দিয়ে বললেন যা: সেরে যাবে। সেরেও গেল দু মাসের মধ্যে। নখ টা আজও আছে বহাল তবিয়তে। আর ওষুধের নামটা ছিল acid naitric. :-8similia similibus curentur.
  • Jhiki | 202.79.203.43 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৪৫437185
  • হেনি্‌চ্‌ক তোল থামতে নাক্সভোমিকা খুব ভালো ওষুধ। চার্তে নাক্স-৩০ খাইয়ে একটু জল খেলে কিচুখ্‌খণের মধ্যেই হেনি্‌চ্‌ক থেমে যায়। অনেকবার সফল ভবে ব্যবহার করেচি, বচ্চাদের হেনি্‌চ্‌ক বেশি তারাতারি থামে।
  • Jhiki | 202.79.203.43 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৪৮437186
  • "হেঁচকি তোলা"

    "চার্টে"
  • Jhiki | 202.79.203.43 | ১৮ জানুয়ারি ২০১০ ১২:৪৯437187
  • উঅ

    "চারটে"
  • rimi | 24.42.203.194 | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:০০437189
  • হেঁচকি তোলা থামাতে ফেরমফসও কম কার্যকরী নয়। আমার হেঁচকি এককালে বিখ্যাত ছিল। হোস্টেলে একতলায় আমি হেঁচকি তুললে চারতলার লোকেরাও জানতে পারত। প্রথম যখন হোস্টেলে যাই, বাবা মা প্রায় দশ শিশি ফেরামফস সঙ্গে দিয়েছিলেন, যাতে নার্ভ ঠান্ডা থাকে আর ভালো ঘুম হয়। সেসবে তেমন কাজ না হলেও একবার ভয়ানক হেঁচকির সময় কি ভেবে এক মুঠো ফেরামফস খেলাম, আর অম্নি হেঁচকি বন্ধ!!

    পরে অবশ্য সুনীল গাংগুলির কি যেন একটা লেখা পড়ে জানলাম যে একমুঠো চিনিও হেঁচকি বন্ধ করার অব্যর্থ ওষুধ।
  • rimi | 24.42.203.194 | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:০৩437190
  • আর হ্যাঁ, "কেউ কম যান না" নামের এক গপ্পে (কার লেখা ভুলে গেছি) আছে নকুলবাবুর একদাগ নাক্সভোমিকা ৩০ দিয়ে একবার এক পাগলা হাতিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তাকে অন্য কোনো রকম অ্যালোপ্যাথি ওষুধেই ঘুম পাড়ানো যাচ্ছিলো না।

    ফেরামফস আর নাক্সভোমিকা কি আসলে একই ওষুধের বিভিন্ন নাম? নাকি সব হোমিওপ্যাথিতেই ঘুমও ভালো হয়, আবার হেঁচকিও সারে?
  • Jhiki | 202.79.203.43 | ১৮ জানুয়ারি ২০১০ ১৪:১০437191
  • সব ওষুধ এক কিনা জনিনা! তবে চিনি=হোমিওপ্যাঠি গুলি ব্যাপার্টা চলে্‌ত পারে, আমি অবস্য চিনি দিয়ে হেঁচি্‌ক সারানো কখনও try করি নি!!
  • Arpan | 216.52.215.232 | ১৮ জানুয়ারি ২০১০ ১৪:২২437192
  • সুনীল গাঙ্গুলির লেখাটা আমিও পড়েছি এবং তারপর থেকে হেঁচকি থামাতে একমুঠো চিনিই ট্রাই করি। সাথে জল-টল খাওয়ার দরকার নেই। মিনিট দুয়েকের মধ্যে হেঁচকি থেমে যাবেই। গ্রান্টি!
  • de | 59.163.30.2 | ২১ জানুয়ারি ২০১০ ১৬:২৫437193
  • আমি হেঁচকি থামাই ব্রীদিং ক®¾ট্রাল করে, চিনির গপ্পো পড়েছি, সেই ভাস্কর নামের বন্ধুর গল্প, কিন্তু ট্রাই করতে সাহস হয়নি :) । নাক্ষ ভোমিকা ভালো ঘুমুবার জন্য আর বদহজম না হওয়ানোর জন্য।
  • baps | 203.199.41.181 | ২১ জানুয়ারি ২০১০ ১৬:২৯437194
  • আর বদ হজম হয়ে গেলে কি করুম?
  • de | 59.163.30.2 | ২১ জানুয়ারি ২০১০ ১৬:৩১437195
  • ঐ নাক্ষ ভোমিকা তেই কাজ দেয় বোধায় :) নাইলে জেলুসিল খান :)
  • SB | 114.31.249.105 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬437196
  • শুনলাম যে হোমিওপ্যাথিতে নাকি নাক ডাকার অব্যর্থ অষুধ আছে, ম্যাজিকের মত কাজ করে :))
  • a x | 75.53.204.181 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০437197
  • সে ওষুধ কি যার নাক ডাকে সে খায়, নাকি আশে পাশের লোকে?
  • Abhyu | 97.81.105.204 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১437198
  • দে, লীলা মজুমদারের খেরোর খাতা পড়ুন। হেঁচকি থামানোর মোক্ষম উপায় জানতে পারবেন!
  • suchetana | 122.172.57.115 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪437200
  • ওরে বাবা রে সেই জিভ ধরে হ্যঁচ্‌কা টান!! ও গপ্পো পড়ে থেকে আমর ভয়ে হেঁচকি ওঠাই বন্ধ হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন