এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৮৬৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | 125.22.62.70 | ০৬ জানুয়ারি ২০১০ ০৯:৫৮439341
  • অর্পণ :) আর কি কাকতলীয় ! লেখক শ্যামল কুমার মিত্র সিঙ্গুরেরই লোক!!!

    শ্যামল মিত্রকে চিনি - পাক্কা বনেদী কংগ্রেসী এখন বোধহয় তৃণ হয়েছে
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:০৭439342
  • সুমন এটা করতে পারে কারন সুমন মনে করে সে যেটা অন্যায় মনে করবে তার প্রতিবাদ তার মতো করে করবে। তার মানেই এই নয় যে সুমন মহাপুরুষ হয়ে গেলো। সব সাধারন মানুষ এভাবেই দেখে - সকলে হয়তো, আমরা প্রতিবাদ বলতে যা যা বুঝি, সেভাবে প্রতিবাদ করে না।
    আর। একটা বিষয়ে একজন প্রতিবাদ করলো মানেই সে অন্য কোন ব্যাপারে ভুল বা অন্যায় করতে পারে না - এমন কখনই নয়।
    আর। অন্য কোন ব্যাপারে সে অন্যায় করলেও তার আগের প্রতিবাদটা নাকচ হয়ে যায় না।
  • Rajdeep | 125.22.62.70 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:০৮439343
  • না: কসু নিয়ে কোন দ্বিধা নেই - ভাড়াটে খুনীদের সর্দার ছত্রধরকে নিয়ে গান গাওয়া ওঁকেই মানায় , ""রোজ পাঁচটা"" করের সাথে দারুন মিলে যায়
  • a x | 76.254.114.82 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:০৯439344
  • খাদ্য আন্দোলনের মৃতদের নাম বেরিয়েছিল না? কোন একটা বইতে? এই ব্যাপারে বেশ সেমিনাল কোনো একটা বইতে।
  • Arijit | 61.95.144.122 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:২২439345
  • না: আমার অনেকদিন থেকেই কনফিউজন আছে - গানের কথা, আচারব্যবহার, লাইফস্টাইল, কানোরিয়া জুট মিল, জয় মমতা, দিনে পাঁচটা সিপিএম মারুন, পার্লামেন্ট নিয়ে ক্ষোভ, নতুন গান - সব মিলেমিশে একটা কি যেন বলে - জ্যাডাপহ অথবা কিছু একটা...কোনটা আসল লোক?
  • Arpan | 204.138.240.254 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:৪৯439346
  • দুদির পোস্টের সূত্র ধরে আরো একটা কথা বলা যায়। ২০০২-এ গুজরাতের গণহত্যার সময় তৃণমূল এনডিএ-র শরিক ছিল। তার মাশুল তাদের চুকোতে হয়েছে। ২০০৪ সালের লোকসভা এবং ২০০৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় ফলাফলেই তার প্রমাণ। এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন তারা পায়নি। এই হিসেবটা মমতার তৎকালীন অপরিণত রাজনৈতিক মস্তিষ্ক করে উঠতে পারেনি। অবশ্যই পরে সেই "ভুল' সংশোধনের জন্য তিনি কোন প্রয়াস বাকি রাখেননি। রিজওয়ানুর, নন্দীগ্রাম, সাচার রিপোর্ট ইত্যাদি নানা ইস্যুতে তিনি তাঁর হঠাৎ করে উথলে ওঠা সংখ্যালঘু প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন। তার ফলও মিলেছে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে। অনশ্য এর সাথে আরো একটি ব্যপার আছে। গত পাঁচ বছরে কংগ্রেস ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের আস্থা অর্জন করতে সমর্থ হয়। তার কারণ অবশ্যই ছিল আঞ্চলিক দলগুলির শক্তিহ্রাস। মমতার কাজটা সোজা হয়ে যায় এই রাজ্যে কংগ্রেসের সাথে জোট বাঁধায়।
  • Arpan | 204.138.240.254 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:৫১439347
  • * অবশ্য
  • a x | 76.254.114.82 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:৫২439348
  • "ভাড়াটে খুনীদের সর্দার ছত্রধর" এটা কি ঐ জীবনবীমার গুলটার আগের তকমা না পরের?
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ১০:৫৮439349
  • অরিজিত - কথাটা হয়তো পোমো শোনাবে। তা পোমো বলেই ফ্যালনা এমনতো নয়। পোমোরা বহু প্রশ্ন তুলেছে যা সত্যিই ভাবার মতন।
    মানুষ কি একটা ? মানুষ কি একরকম ?
    ধরো সুমন। ওকে আমি চিনি ৭৭ থেকে, ও আমায় চেনে ৮৮ থেকে। সঙ্গীতে খুব সৃষ্টিশীল মানুষ। ওর সঙ্গীত জ্ঞান (উত্তর ভারতীয় মার্গ সঙ্গীত থেকে ইউরোপীয় ধ্রুপদী) অসাধারন। একই সাথে ওর সঙ্গীত দর্শন খুব সংকীর্ণ। ও মনে করে ৬০এর বাংলা আধুনিক গানের মেলডি নির্ভর গানই শ্রেষ্ঠ গান। ওর সুরেও তার ছোঁয়া থাকে ভীষন রকম।
    ও রাজনীতির লোক নয়। কিন্তু রাজনীতি নিয়ে আগ্রহ আছে আর পাঁচটা সৃষ্টিশীল মানুষের মতই। ফলে ওর সব রাজনৈতিক পদক্ষেপই যে খুব প্রচলিত মতে যুক্তি যুক্ত তা নয়। সে ক্ষেত্রে বরং ও আবেগে চলে। একসময় বামফ্রন্টের নির্বাচনী সভায় গান গেয়েছে। তখনই এপিডিআরএর সভায়ও গেয়েছে - বিরোধীদের বলতে দাও। কিন্তু যতদিন ওকে চিনি - ওর নারী সংক্রান্ত ভাবনা ভীষন একবগ্গা রকম পুরুষতান্ত্রিক।
    তার পরেও ও অনেক সংবেদনশীল গান লিখেছে।
    একটা মানুষ এরকমই হয়। নানা রংএর। হ্যাঁ, কালো-ও।
    এর সবটাই একদম আমার মত। এবং কোন ভাবেই সুমনের সম্পর্কে শেষ কথা নয়।
  • Rajdeep | 125.22.62.70 | ০৬ জানুয়ারি ২০১০ ১১:০০439351
  • প্রথম থেকেই ..... সেই যে চারটে বডি রাস্তার ধারে যবে থেকে পচতে দিল দাহ করতে না দিয়ে , একটা বাচ্চা মেয়েকে মৃতবাবার পরিণামের পোষ্টার সাঁটিয়ে ঘুরতে হল , ধনপতি মুর্মুর বডি গেরামে ঢুকতে দেওয়া হল না ইত্যাদি ইত্যাদি

  • Arpan | 204.138.240.254 | ০৬ জানুয়ারি ২০১০ ১১:০৪439352
  • সে তো ঠিক আছে। কিন্তু "ভাড়াটে' কেন?
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ১১:৪৬439353
  • পিটি আর এসবি আমার Date:05 Jan 2010 -- 10:20 PM পোস্টের উত্তর পেলাম না।
    পোস্টটা কি ছিলো, যদি ভুলে যান তাই আবার দিলাম।
    পিটি লিখেছিলেন - যেখানে ভূমি সংষ্কার হয়েছে আর যেখানে ভূমি সংষ্কার হয়নি - দু জায়গায় ভূমি সংক্রান্ত আন্দোলনে দুরকম অবস্থান হবে। কথাটা এসেছিলো উ:প্র: আর উড়িষ্যায় শিল্পের জন্য জমি দখলের বিরুদ্ধে আন্দোলনে সিপিএম এর ভূমিকা - জমি দখলের বিরুদ্ধে। একই issueতে প:ব:তে জমি দখলের পক্ষে। এটা কেন।
    আমার বলার ছিলো :
    যে রাজ্যে ভূমি সংষ্কার হয়েছে, যেমন প:ব: - অর্থাৎ গরীব লোকের হাতে। সেখানে তাদের জমি সরকারী আইনবলে দখল করে শিল্প বানানো ঠিক
    আর
    যে রাজ্যে ভূমি সংষ্কার হয়নি, যেমন উ:প্র:, উড়িষ্যা - অর্থাৎ যেখানে জমি জোতদার-জমিদারদের হাতে। সেখানে তাদের জমি সরকারী আইনবলে দখল করে শিল্প বানানো বেঠিক।
    একটু খোলসা করবেন। এড়িয়ে যাবেন না।

    আর এসবি লিখেছিলেন পস্কো, কলিঙ্গনগরে সিপিএমএর ভূমিকা ভালো। তাই আমার প্রশ্ন ছিলো - তাহলে সিঙ্গুর, নন্দীগ্রামে সিপিএমএর ভূমিকা কি ছিলো?
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ১১:৪৭439354
  • আর হ্যাঁ, এসবি কে আরও একটা জিজ্ঞাসা ছিলো - বৃহত্তর বাম কারা কারা।
  • PT | 203.110.243.21 | ০৬ জানুয়ারি ২০১০ ১১:৫১439355
  • ..... ভুলি নাই। শীঘ্র আসিতেছে........
  • tatin | 70.177.57.163 | ০৬ জানুয়ারি ২০১০ ১৩:০০439356
  • বস, কেউ একটু ছত্রধরের গানগুলো এস্নিপ্সে আপ্লোড করে দেবেন?
  • SB | 114.31.249.105 | ০৬ জানুয়ারি ২০১০ ১৪:৩০439357
  • সুমন শুনলাম রাষ্ট্র মানেই গানটা শেষ পর্যন্ত সিডি/ক্যাসেট বন্দি করলেন এই অ্যালবামে সত্যি মিথ্যা জানিনা, হয়ে থাকলে খুব ভাল খবর। যদিও এই মুহুর্তে উনি নিজেই রাষ্ট্র ক্ষমতায় থাকা সাংসদ ;-)

    কল্লোলদা, সিঙ্গুর নিয়ে লিখেছি আগে, পড়তে চাইলে পড়ে দেখুন: http://www.countercurrents.org/bishnu190908.htm

    নন্দীগ্রামে শেষ পর্যন্ত মানুষ চাননি বলে কেমিকাল হাব হয়নি, এটার জন্যে বামফ্রন্টকে লাল সালাম! আর সিপিএমের বৃহত্তর ভূমিকা নিয়ে আগে ডিটেল্‌সএ লিখেছি, http://www.pragoti.org/node/1423 সময় পেলে পড়ে দেখবেন। সময় পেলে আরো কিছু লেখার ইচ্ছে রয়েছে।

    বৃহত্তর বাম = বামফ্রন্টের দলগুলো, বিভিন্ন নক্সালপন্তি সংগঠনগুলো, এসইউসিআই - আপাতত এই। তার সাথে মাওবাদীদের সাথে জোর কদমে কথাবার্তা চালানো দরকার, পারলে ওদেরকেও ভুল পথ থেকে ফিরিয়ে এনে সামিল করা উচিত।

    লক্ষ্য হোক একটা কর্মসুচী তৈরী করা, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, প্রো-ডেমোক্রেটিক, অ্যান্টি-কম্যুনাল, অ্যান্টি-লিবেরালিজেশন, এই ধরনের নুন্যতম মতাদর্শগত সামঞ্জস্যের ভিত্তিতে আন্দোলন গড়ে তোলা, মানুষের কাছে পৌঁছনো। পুরোটাই সংসদের বাইরে আন্দোলনের জন্যে। এদের মধ্যে যারা সংসদিয় গণতন্ত্রে ফিরে এসেছে, তাদের সাথে নির্বাচনী আঁতাত।
  • Rajdeep | 125.22.62.70 | ০৬ জানুয়ারি ২০১০ ১৪:৪৫439358
  • বৃহত্তর বাম ঐক্যকে শাসকশ্রেণী চিরকালই ভয় পায়

    শাসকরা অতীতে শিবসেনাকে লেলিয়ে মহারাষ্ট্রে দমন করেছে বাম ঐক্য আন্দোলন , এখন কতকটাই সেরকমই করছে জঙ্গলমহলের ভাড়াটে খুনে বহিনীকে লেলিয়ে
  • kallol | 124.124.93.202 | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:৪৬439359
  • এসবি - ধন্যবাদ। দুটো লেখাই আজ রাতে পড়বো।
  • PT | 203.110.243.21 | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:৪৯439360
  • @ Kallol

    আমার যুক্তিটা এই রকম:
    যেখানে ভুমিসংস্কার হয়েছে, সেখানে ১০ জন মানুষের কাছ থেকে জমি, মনে করুন ১০০০ মানুষের কাছে গিয়েছে। এইবারে জমি নেওয়ার সময় জমি বাবদ ক্ষতিপূরণের টাকা (বা অন্য যেকোন প্যাকেজ) ঐ ১০০০ জন মানুষই পাবে।

    কিন্তু যেখানে ভূমিসংস্কার হয়নি সেখানে ঐ ১০ জন জমির মালিক শিল্পের জন্য জমি বিক্রী করে বড়লোক থেকে আরো বড়লোক হবে। আধুনিক কারখানা গুলোতে যেহেতু untrained মানুষের চাকরি পাওয়ার সম্ভাবনা যেহেতু প্রায় শুন্য, সেক্ষেত্রে ভুমিসংস্কার হয়ে তার পরে শিল্পের দিকে গেলে অনেক মানুষ শুধু জমি দিয়েই উপকৃত হবে।

    কাজেই ""শিল্প/কারখানা করার আগে ভুমি সংস্কার হোক"" এই জাতীয় স্লোগান দিয়ে জোরদার আন্দোলন করা উচিৎ।

    অবশ্য সিপিএম ঠিক এই ভাবে ভাবছে কিনা সেটা আমার জানা নেই।
  • pi | 72.83.210.50 | ০৬ জানুয়ারি ২০১০ ২১:০৯439362
  • ও: 'জঙ্গলমহলের খুনে বাহিনী' তাহলে রাষ্ট্রে 'ভাড়াটে' ? :D
  • SB | 114.31.249.105 | ০৬ জানুয়ারি ২০১০ ২১:৪৬439363
  • মাওবাদীদের ভুল পথ নিয়ে আদিত্য নিগম: http://epw.in/epw/uploads/articles/14264.pdf

    পড়া যেতে পারে।
  • pi | 72.83.210.50 | ০৬ জানুয়ারি ২০১০ ২২:১১439364
  • *রাষ্ট্রের

    প্রশ্নটা রাজদীপবাবুর পোস্ট প্রসঙ্গে ছিলো।
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩১439365
  • হ্যাঁ তাইলে সেই প্রশ্নটা আবার করি। কদিন আগেই পাই করেছিল বোধহয়।

    সেই যে চুক্তির প্রস্তাব পাব্লিশ হল যে মাওইস্টরা দুটো টিউবওয়েল করলে সরকার ৫টা করবে, মাওইস্টরা একটা হাসপাতাল খুললে সরকার দুটো খুলবে, এইধরণের কিছু। এবং ততদিন সিজ-ফায়ার। সেই প্রস্তাবের কি হল? সরকার পক্ষ কি বললেন? মাস খানেক তো হল সেই কথার।
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৪439366
  • "নন্দীগ্রামের মানুষ চাননি বলে কেমিক্যাল হাব হয়নি??!! আর তারজন্য বামফ্রন্টকে লাল সেলাম?!! :-)))

    ওরে বাবারে পাশের মেয়েটা হাসি শুনে তাকালো!
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৫439367
  • মাওবাদীরা জনসাধারনের জন্য হাসপাতাল খুললো কোথায়?

  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৮439368
  • বন্ধ হাসপাতাল, যেখানে হাসপাতাল না হয়ে পুলিশের আড়ত হয়েছিল, সেখানে আবার ডাক্তার এনে চালিয়েছে। বহুবার লিংক দেওয়া হয়েছে তো। সেখানে গিয়ে যে ডাক্তার চিকিৎসা করেছেন তিনিও বয়ান দিয়েছেন।
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪১439369
  • ঠিক।এই উত্তর টাই চাইছিলাম।
    দুষ্টু লোকে বলে এবং শ্রেনী শত্রু ও সিপিয়েমরা বলে ওটা যুদ্ধে আহত মাওবাদী সৈন্যদের চিকিৎসার জন্য। যারা সাথে নেই, তাদের জন্য ওখানে দরজা বন্ধ।
    লিংক দিতে পারছিনা। এটা যখন পড়েছিলাম, ততদিনে এই টপিক গুলো চাপা পরে গেছিলো।
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪৪439370
  • অ। দুষ্টু লোকেরা কি এটাও বলেন যে যুদ্ধে আহত মাওবাদীদের "অ আ ক খ" শেখানোর জন্য বন্ধ স্কুলও খোলা হয়েছিল?
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪৬439373
  • টিউব ওয়েল বসানো নিয়ে অবিশ্যি কিছু বলে নি
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪৬439371
  • না, কিছু শেল্টার বানানোর জন্য :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন