এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪৭439374
  • কিম্বা সেচ? আহত মাওবাদীদের চানের জন্য, বলেনি?
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৫৪439375
  • জল নিয়ে কিছু বললে তখন জানিয়ে দেবো।
  • a x | 143.111.22.23 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৫৯439376
  • যখন জানতে যাবে, তখন না, ঐ গেরিলা ওয়ারফেয়ারে স্কুলকে শেল্টার করা নিয়েও একটু জিগিয়ে নিও :-)
  • Blank | 59.93.203.70 | ০৭ জানুয়ারি ২০১০ ০০:০১439377
  • সে ইস্কুল এমনিতেই ভালো স্ট্র্যাটেজিক পজিসান। ইস্কুলের দিকে গুলি ছুরলে আর দেখতে হবে না, ওখানেই সর্ব শিক্ষা শেষ
  • Du | 65.124.26.7 | ০৭ জানুয়ারি ২০১০ ০০:৩২439378
  • কল্লোলদা, অক্ষ দুজনেই আমার লেখাতে 'শুধু পার্টিদের' মধ্যে শুধু কথাটা খেয়াল করোনি/করেননি। 'শকুনের মত' ইত্যাদি বিশেষণে পার্টিদের ভুষিত করতে হলে একটা আঙুল যে নিজেদের দিকেও পয়েন্ট করা উচিত এইটা ছিল আমার বক্তব্য। ধরুন গুজরাট গণহত্যার সময় বিজেপির শরিক ছিল ব্যাংআলোরের কৃষ্ণের ( নাম্‌টা ভুল হয়তো) দল। তারা ৯২ তে বাবরি ধ্বংশ ও দাঙ্গা দেখেও বিজেপির শরিক , কিন্তু গুজরাট গণহত্যা হয়তো তাদের বিবেকে আঘাত করলো তো তারা সরকারের থেকে সমর্থন তুলে নিয়ে নির্বাচনে ফিরলো। কার কাছে ফিরলো? না ভুতোর কাছে। এদিকে ভুতো বসে আছে কৃষ্ণ দলের রাজ্য সরকারের 'ঔদ্ধত্যের' সমুচিত শিক্ষা দিতে, লোকসভা ভোট হলেও। তো কৃষ্ণ দলের এই প্রতিবাদে নিজের ইস্যু মিলছে বলে কি ভুতো আর কি সে শিক্ষা দেওয়া মুলতুবি রাখবে? রাখবে না। কাজেই পার্টিরা যাদের প্রতিনিধিত্ব করে গণতন্ত্রে তারা যে পাখি পার্টিরাও সেই পাখি।
    এইবার হেরে যাওয়া কৃষ্ণ পার্টির সঙ্গে ডিভ্যালুড হয়ে যাবে তার প্রতিবাদও --- বিজেপিও মেসেজ পাবে -- দাঙ্গার সমর্থন রয়েছে জনমানসে।
  • Ishan | 12.163.39.254 | ০৭ জানুয়ারি ২০১০ ০০:৪৯439379
  • রোজই এসব কাগজে পড়ি। সেই থেকেই এই লিস্টিটা বানিয়েছিলাম। এ বছরের প্রথম হপ্তার লিস্টি।

    জনুয়ারি ৬ : যৌথবাহিনীর হাতে তিনজন গুলিবিদ্ধ
    জানুয়ারি ৫ : মাওবাদীদের হাতে তিনজন খুন
    জানুয়ারি ৪ : মাওবাদীদের হাতে তিনজন খুন
    জানুয়ারি ৩ : যৌথবাহিনীর গুলিতে মৃত তিন আহত চার
    জনুয়ারি ২ : যৌথবাহিনীর হাতে দুই মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ
    জানুয়ারি ১ : মাওবাদীদের হাতে দুজন খুন, যৌথবাহিনীর হাতে দুজন গুলিবিদ্ধ

    হ্যাঁ, এর মধ্যে গ্রেপ্তার, বাড়ি ভাঙচুর, আগুন জ্বালানো, ট্রাক পোড়ানো এসব নেই। মৃত্যুই এখন জলভাত। মরা এখন সংখ্যা। আর এই চক্রাকার ভায়োলেন্সে আমরা এখনও তুই বিড়াল না মুই বিড়াল করে যাচ্ছি।
  • a x | 143.111.22.23 | ০৭ জানুয়ারি ২০১০ ০৩:২৮439380
  • দু আমি কিছুই বুঝলাম না কি বললে। ভুতো ফুতো না লিখে পরিষ্কার করে লিখলে হয়ত বোঝার সম্ভাবনা আছে। আর নিজেদের দিকে কি আঙ্গুল দেব সেটাও বুঝলাম না। মানে যাঁরা ভোট দিয়ে সেই পার্টিকেই আনছে, সেই তাঁরা = নিজেরা? নাকি অন্য কিছু?
  • Du | 65.124.26.7 | ০৭ জানুয়ারি ২০১০ ০৪:১৪438782
  • ঠিকই ধরেছ, নিজেরা মানে আমাদের কথাই বলছি। আমরা যেমন আমাদের পার্টিরাও তেমন, খুব কিছু বেশি আলাদা নয়।
  • Arijit | 61.95.144.122 | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৪৫438783
  • ইশানকে ক। মাওবাদী-যৌথবাহিনী শুধু নয়, এটা অন্যান্য জায়গাতেও চলছে - হ্যাঁ, নামগুলো অন্য।
  • PT | 203.110.243.21 | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০৩438784
  • @ Ishan

    মাওবাদিদের হাতে কোন একটি দলের লোক মরছে। সেটা তাদের দাবি/পোস্টার থেকেও পরিষ্কার। কিন্তু যৌথ বাহিনীর হাতে যারা মরছে তারা মাওবাদি সেকথা হলফ করে বলা যাচ্ছেনা। এমনও তো হতে পারে যে মাওবাদীরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। কাজেই যৌথবাহিনীকে আপনি যদি ""রাষ্ট্রীয় সন্ত্রাস"" হিসেবে দেখেন তাহলে মাওবাদিরা নিছক কাপুরূষোচিত কাজ করছে। তাদের কর্মকান্ড নিছক নৈরাজ্যবাদ ছাড়া আর কিছু নয়। এই রাজনীতি দিশাহীন এবং সত্তরের নকশাল আন্দোলনের মত এই রাজনীতিরও সলিল সমাধি হবে। কেননা দেশটা ভারত - নেপাল নয়।
  • Du | 65.124.26.7 | ০৮ জানুয়ারি ২০১০ ০০:৩৭438785
  • সুমনের ইউটিউবটা দেখলাম। - ' যদি আমার টাকা থাকতো - তবে বিদ্যাসাগরের একটা মন্দির বানাতাম আর ওর পুজো করতাম' - তা, স্ট্যালিন, চে, কম্বোডিয়া সমাজতন্ত্রের মন্থনের সব গরলই তো আমাদের ভাগে পড়ে, এবার কি বিদ্যাসাগরের মূর্ত্তি ভাঙাটাও আমাদের দিকে পাস আসছে নাকি :)
  • a x | 143.111.22.23 | ০৮ জানুয়ারি ২০১০ ০১:৪৫438786
  • PT এই কথাটা একটু বোঝাবেন - "দেশটা ভারত, নেপাল না"? মানে ভারতের কি চরিত্রগত গুণের জন্য এখানে মাওইস্ট রাজনীতি কাজ করবেনা, যা নেপালে করবে?
  • a x | 143.111.22.23 | ০৮ জানুয়ারি ২০১০ ০১:৫৮438787
  • হ্যাঁ আর এই সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার এই কথাটা এত ক্লিশে যে লোকে প্রায় নি:শ্বাস নেবার মতই বলে যাচ্ছে।

    এর মানে আদিবাসী গরীব জনতা বেসিকালি নিজেদের ব্যপার নিজেরা বোঝেনা, ওরা "আহারে বেচারী", মানে আমার পুরো সিম্প্যাথি ঐদিকে, কিন্তু আমিই জানি কি ঠিক, ওরা হল দাবার বোড়ে। বা ধার করে বলতে গেলে "প্যাসিভ ভিক্টিম" এবং আপনার সাথে রাজনৈতিক চিন্তায় সমকক্ষ হবার ক্ষমতা তাদের নেই।

    সালওয়া জুডুম ক্যাম্প থেকে হাজারে হাজারে পালিয়ে জঙ্গলের আরও গভীরে কেন চলে যায় সেই প্রশ্নও করার দরকার হয়না।

    এই প্রশ্নও করার দরকার হয়না, যারা সালওয়া জুডুমের হয়ে SPO হচ্ছে, তারা, তাদের কি রাষ্ট্র বন্দুক মাথায় ঠেকিয়ে বানিয়েছে, কেউ তো করেনা সেই প্রশ্ন। তখন তো মেনেই নি, যে এরা স্বেচ্ছায় সালোয়া জুডুমে যোগ দিয়েছে। কাজেই রাষ্ট্র দিকে যখন যাচ্চে তখন সচেতন ভাবে বেছে নিতে পারছে, কিন্তু মাওবাদীদের দিকে গেলে তাদের ভুল বুঝিয়ে বা বন্দুক ঠেকিয়ে বা সরল পেয়ে করানো হয়েছে? এটা মানতে খুব অসুবিধে হয় যে দুটোই এরা নিজেরাই বেছে নিচ্ছে? সবটা না হলেও অন্তত কিছুটা?
  • Ishan | 173.26.17.106 | ০৮ জানুয়ারি ২০১০ ০১:৫৯438788
  • মাওবাদীদের হাতে, তাদের দাবী অনুযায়ী "রাষ্ট্রের দালাল' বা "পুলিশের চর' রা মরছে। আর যৌথবাহিনীর দাবী অনুযায়ী তাদের হাতে মাওবাদী আর গণমিলিশিয়ার লোকেরা মরছে বা গ্রেপ্তার হচ্ছে।

    সবই দাবী। কিন্তু খুনোখুনি চলছেই।

  • Ishan | 173.26.17.106 | ০৮ জানুয়ারি ২০১০ ০২:০১438789
  • আগেরটা পিটিকে লিখেছি। অক্ষর সঙ্গে মোটামুটি ক।
  • pi | 72.83.210.50 | ০৮ জানুয়ারি ২০১০ ০৪:২৪438790
  • ছত্রধরের গান।

    http://dl.btjunkie.org/torrent/Chhotrodhorer-Gaan-By-Kabir-Suman/37785e757d62eb86f51cf4205ae4675679da897378bd/download.torrent


    গায়ক নিজেই এটা জানিয়ে দিয়েছেন, অতএব কপিরাইট ভায়োলেশনের কোনো প্রশ্ন নেই।
    These songs that I have recently done for my new album 'Chotrodhorer Gaan.'I wrote 'Chotrodhorer Gaan' about one and a half months ago. Then I felt a strong urge to write more. I wrote seven songs in 2 days and then put them to tune and recorded them in 3 days and nights last week. Feel free to make copies or forward them to your friends. It is copyleft. As you can imagine I am facing serious problems because of these songs, but I am not scared. I feel just tired. I am ageing fast.

    Stay well, all of you.

    Power to the people!
  • pi | 72.83.210.50 | ০৮ জানুয়ারি ২০১০ ০৪:৩৪438791

  • SB | 59.93.211.37 | ০৮ জানুয়ারি ২০১০ ০৯:৫১438793
  • কল্লোলদা, কিছু বল্লেন না তো?

    অক্ষদা, হাসি কমলে একখান কতা ছেল। আর আদিবসীদের তো জোর করে ঢাল হিসেবে ব্যবহার করছে মাওবাদীরা, অ্যাট গান পয়েন্ট।
  • Ri | 121.241.218.132 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:০০438794
  • ব্ল্যাংকি ,
    চুপ চুপ।
    (মাও) ভগবান নিদ্রা গিয়েছেন
    গোলযোগ সইতে পারেন না।

    স্বাস্থ্যকর্মী সমেত ভ্যান উড়িয়ে দেওয়া ভুলে যা।বৃহত্তর বিপ্লবের স্বার্থে ওরকম কোলেটারাল ড্যামেজ হয়ে থাকে।আরে নতুন রিক্রুটরা একটু বোমা বন্দুক মাইন গ্রেনেড হাতে পেলে একটু টিপ প্র্যাকটিস করেই থাকে,নইলে শিখবে কিকরে?
    হুঁ হুঁ বাওয়া বন্ধ হাসপাতাল খুলেছে। বন্ধ ইস্কুল ও খুলেছে । বেশ কয়েকটা স্কুলবাড়ি বোম মেরে উড়িয়ে দিয়েছে এটা ভুলে যা , ওসব বুর্জোয়া প্রতিক্রিয়াশীল জনমাধ্যমের খবর। মাওদের পছন্দ নয় যে খবর তাকে মিথ্যে অপপ্রচার বলতে শেখ। । ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে নাশকতা টাও কার্পেটের তলায় ঢোকা। আরে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধু বলে কথা , তো কিছু ছাপোষা মানুষ তো দাবার বোড়ে হবেই। আর সংগ্রামী জনগনের কমিটি গ্রামের ডাক্তার, স্বাস্থ্য কর্মী ,প্রাথমিক শিক্ষক দের ওপর যে ট্যাক্সো বসিয়েছে সেটা তো বিপ্লবের স্বার্থে মেনে নিতেই হবে। আরে তারা তো রাষ্ট্র কেও ইনকাম ট্যাক্স দিতো, তার বদলে মাও নেতাদের দেবে। হ্যাঁ তারা যদি মাওদের যুদ্ধুর সমর্থনে লিখতো তাহলে তাদের যত রুপি ডলার পাউন্ড ই ব্যাংকে থাক না কেন ট্যাক্সো মকুব হত।কেন পড়িস নি "বিদ্বান সর্বত্র পুজ্যতে"?
    বেদবাক্য মনে রাখ - সরকার কোন উন্নতি কোনকালে করেনি শুধু মাওবাদীরাই মানুষের কল্যাণ করে। মাওবাদীরা ভগবানের মত, ওরা ভুল করতে পারেনা। এটাই যেন মনে থাকে নইলে বিপ্লবের শত্রু হিসেবে নিকেশ করে দেওয়া হবে। "গণতন্ত্র" আবার কি অ্যাঁ ? এয়ার্কি ! এটা কি রামরাজ্য , বামরাজ্য না গান্ধীবাবার আশ্রম? মাওরাজ্যে বিরুদ্ধ মত থাকা উচিত নয়। থাকলে খতম।
  • kallol | 124.124.93.202 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:২৪438795
  • এসবি - একটু চাপ যাচ্ছে। সময় করে উঠতে পারিনি। একবার চোখ বুলিয়েছি মাত্র দুটো লেখাতেই। তবে প্রাথমিক ভাবে মনে হয়েছে আমার প্রশ্নের উত্তর নেই। কেন উড়িষ্যায় উ:প্র:তে সিপিএমের উল্টো ভূমিকা - কৃষিজমি নিয়ে শিল্প গড়ার বিষয়ে।
  • a x | 76.254.114.82 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:২৬438796
  • ছত্রধরের গানটা ইস্নিপসে তোলা যায়না?
  • kallol | 124.124.93.202 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:৪৫438797
  • পিটি - আপনার যুক্তিটা বেশ অন্যরকম। বেশী গরীব মানুষের জমি নিলে বেশী গরীব মানুষ ক্ষতিপুরণ পাবে, তাতে গরীবের উপকার হবে। এটা গরীব মানুষ মানবে তো? আমি আপনি, যাদের রুটি রুজি চলে যাবে না, বরং আমাদের বা আমাদের ছেলে-মেয়েদের চাকরী হলেও হতে পারে - তাদের কাছে বেশ যুক্তিপূর্ণ যুক্তি। কিন্তু যাদের রুটি-রুজি-ভিটে-জমি আর তার সাথে জড়িয়ে থাকা আবেগ হাওয়ায় উড়ে যাবে - তারা যে মানবে না। তাই সিপিএম - এরকম ভাবতে সাহসও করবে না।
    ট্রিকল ডাউন তঙ্কÄ আমেরিকাতেই নিন্দিত। তাই আজকের শিল্পে ও তার অনুসরী শিল্পে খুব বেশী মানুষের কাজ পাবার সম্ভাবনা নেই। তাছাড়া - এখন আর শিল্পে সেই unskilled labourএর যায়গা নেই যা আজ থেকে ৩০ বছর আগেও ছিলো। এখন কারখানায় আবার্জনা সরাতে গেলেও একটা ইলেক্ট্রিক গাড়ি চালানোর যোগ্যতা থাকতে হয়। সংখ্যার কথা বাদই দিলাম।
    ক্ষতিপূবণ পাওয়া লোকগুলো কি করবে ? মাথা প্রতি জমির পরিমান ছোট হয়ে গেছে (ভূমিসংষ্কারের ফলে), তাই মাথা প্রতি ক্ষতিপূরণও কম হবে। এতো গেলো জমির মালিকদের কথা। যারা ভাগে চাষ করতেন, যারা ক্ষেত মজুর হিসাবে কাজ করতেন, তাদের কি হবে? কতো মানুষ সিকিউরিটি গার্ড হবে? কতো চা-ঘুগনীর দোকান হবে? ঐ কারখানাগুলোয় automationএর ফলে খুব বেশী মানুষ চা-ঘুগনী খেতে আসবে না। অন্তত যত চা-ঘুগনীর দোকান বসবে, তার তুলনায়।
    আর উ:প্র:তে বা উড়িষ্যায় সিপিএম - আগে ভূমিসংষ্কার পরে শিল্প - এরকম কোন অবস্থান নেয় নি। ওসব জায়গায় সিপিএমের অবস্থানের সাথে নন্দীগ্রাম-সিঙ্গুরে তৃণমূলের অবস্থানের কোন পার্থক্য নাই।
  • ranjan roy | 115.184.89.233 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:৫২438798
  • একটু মাওবাদীদের গপ্পো করি?

    এখানে রোজ ট্রেনে আপ-ডাউন করতে করতে দেখচি---- সমানে প্যারামিলিটারি ফোর্স যাচ্ছে, হাতে অটোমেটিক,পরণে জাঙ্গল-ফ্যাটিগ। আমার পাশে কেউ বসলে ভয়ে ভয়ে জিগাই-- লোডেড্‌? সেফটি ক্যাচ লাগানো আছে তো?
    কেমন যেন সত্তরের দশকের কোলকাতার বা আশেপাশের রেলস্টেশনের ছবি।
    রায়পুরে এসে অনেক খবর পাচ্ছি।
    বিনায়ক সেন এখন একটু নিষ্ক্রিয় হয়ে গেছেন, সম্ভবত: ওনার নিজের এবং স্ত্রী ইলিনার চিকিৎসায় ব্যস্ত।
    অপারেশন গ্রীণ হান্টের পরিচালক ডিজিপি ছত্তিশ্‌গড় বিশ্বরঞ্জন আবার মার্কসবাদী কবি প্রয়াত প্রমোদ বর্মার নামে মেমোরিয়াল ট্রাস্ট বানিয়েছেন!
    পরশু দন্তেয়াড়ায় বনবাসী চেতনা আশ্রমের হিমাংশুকুমারের ১৭ বছর ধরে চালানোআশ্রমভবনটি ভেঙে দেবার প্রতিবাদে মেধা পাটকরের পদযাত্রায় স্থানীয় ব্যবসায়ীদের আদিবাসী স্বাভিমান মঞ্চের লোকেরা হামলা চালায় ও উগ্র প্রদর্শন করে। ফলে মেধারা থানার সামনেই ধর্ণায় বসে পড়েন।
    বিরোধীদের বক্তব্য: এই সব গান্ধীবাদী নেতারা আসলে উন্নয়ন বিরোধী, এরা মাওবাদীদের গুপ্ত ফ্রন্ট মাত্র।
    ( বক্তব্যটা বেশ চেনাচেনা লাগলো।)

    আবার সিপি আই ( এম-এল), রেডফ্ল্যাগ দলের নেতারা বলছেন--- আজকের মাওবাদীরা (PWG+MCC) নকশালবাড়ীর পবিত্র আদর্শ থেকে পথভ্রষ্ট নৈরাজ্যবাদী সংগঠন। এটা একধরণের রবিন হুডিজম্‌। আরও বলছেন--- মাওবাদী দমনের নামে প্রতিবছর কেন্দ্র থেকে ১০০০ কোটি টাকা আসছে। অনেকটারই জমিনী হিসেবকিতেব রাখা যায় না।
    প্রশাসন-পুলিশ ও মাওবাদী নেতাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা আছে। সমস্যা জিইয়ে রাখা হবে। দুপক্ষেই মাঝে মাঝে কিছু লোক মরবে।

    ব্ল্যাংকিকে:
    তুমি বোধহয় জানো না যে মাও ও গুয়েভারার আত্মা মাঝেমাঝেই প্ল্যানচেটে আমার বাড়িতে আসে। বলে-- রঞ্জন, একুশ শতাব্দীতে কেবল তুমিই আমাদের গেরিলা ওয়ারফেয়ারের তঙ্কÄটি ঠিকমত বুঝেছো। আর ক্লসউইজ ইত্যাদি ট্রাডিশনাল সমরবিশারদের থিওরীও তুমি গুলে খেয়েছো।:))))
    কাজেই, এই ছোঁড়াটাকে একটু বুঝিয়ে দাও।
    বুঝিয়ে দাও যে এখন স্তরটা হল""Strategic Defensive'', এর পরে হবে""strategic Status quo'', শেষে Strategic Offensive''.
    প্রথম স্তরে গেরিলারা কোন স্টাটিক লড়াই লড়বে না। রিংয়ের মধ্যে দৌড়বে, পালিয়ে বেড়াবে। শক্তিশালী উন্নত হাতিয়ারের শত্রুকে কোন স্টাটিক লক্ষ্য দেবে না।
    কাজেই স্কুলবাড়িকে ঘাঁটি করে গেরিলা যুদ্ধ? আত্মহত্যা!
    কজেই সিপি এম বা কোন এম যাই বলুক। নেতাজিনগরে ড্রাম দিয়ে ব্যারিকেড করে পাইপগান চালানো তো ঠিক গেরিলাযুদ্ধ নয়:)))))।
    স্কুলবাড়ির স্ট্র্যাটেজিক অ্যাদভান্টেজ আসবে ফাইনাল স্টেজে-- অফেন্সিভ এর সময়।
    তদ্দিন যদি বাঁইচ্যা থাকি:)))))

    অক্ষকে:
    কেন বৃথা চেষ্ট করছো? উনি কিছুই বোঝাবেন না। করণ ওনার বক্তব্য স্বত:সিদ্ধ। না বুঝলে তোমার দোষ।
    --- কলিংগনগর-বস্তারে টাটা-পস্কোর বিরোধ, আবার
    সিঙ্গুরে স্বাগত:।
    কেন?
    ---উত্তর উনি দিয়েছেন তো। যেখানে ভূমি সংস্কার হয়েছে এবং যেখানে হয় নি সেখানে আলাদা নীতি হবে।
    ( আ মোলো যা! সেটা হতেই পারে। কিন্তু ওটাই কি করে এই ব্যাপারে লজিক্যাল স্টেপ হয় সেটা দেখানোর কোন দায়িত্ব ওনার নেই। ওনার বলাই যথেষ্ট। এমনকি উনি এটাও জানেন না যে সিপিএম আদৌ ওনার চিন্তা অনুযায়ী কাজ করছে না অন্য কোন লাইনে। তবু বলবেন। SEZ নিয়ে সিপিএম এর উৎসাহ নিয়ে জিগাইলে বল্লেন-- উনি SEZ এর ব্যাপারে জানেন না। বেশ , জানার দরকার নেই নাকি?
  • ranjan roy | 115.184.89.233 | ০৮ জানুয়ারি ২০১০ ১১:০৬438799
  • SB,
    বুড়ো বয়সে ব্যক্তিগত কারণেই ইদানীং কিছু উচ্চস্তরের পুলিশ অফিসারের সংস্পর্শে আছি।
    কাজেই দায়িত্ব নিয়ে বলছি--- অ্যাট গান পয়েন্ট? ওটা খুব বড় ঢপ।
    সেই আই পিএস অফিসারের কথায়--- আদিবাসীরা মাওবাদীদের সঙ্গে আসছে মূলত : ইনস্ট্যান্ট জাস্টিসের আশায়। বস্তারের বিস্তীর্ণ ভূভাগে ল্যান্ড রেকর্ডের যা অবস্থা কল্পনাও করতে পারবে না।
    ফলে সামান্য চুরির অভিযোগে কেউ অ্যারেস্ট হলে জামানত করানো কঠিন। অধিকাংশেরই জমির কোন ডকুমেন্ট নেই। তারপর রেপ হলে কোতাহ্য যাবে শিকায়ত নিয়ে? কতদূরে দূরে একটি থানা? কোথায় উকিল? কোথায় আদালত? পয়সা কোথায়?
    সেখানে মাওবাদীদের ক্যাঙারু কোর্টেই--।
    তবে আমার প্রশ্ন অক্ষকে, দীর্ঘকালীন পরিপ্রেক্ষিতে?
    আমরা কি বেশ করেছে বলে সেই দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ-- ব্যবস্থাকেই গ্লোরিফাই করবো? নাকি ব্যাপক অর্থে মিনিংফুল আইনের শাসন, সিভিল সোসাইটির জন্যে চেষ্টা করবো?
  • PT | 203.110.243.21 | ০৮ জানুয়ারি ২০১০ ১৩:০৬438800
  • @ ranjan

    আপনাকে একটু জানিয়ে রাখি যে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আমি একসঙ্গে উচ্চারণ করিনা। আমি নন্দীগ্রামের মৃত্যুর বিপক্ষে, কিন্তু সম্ভব হলে সেখানে শিল্প গড়ার পক্ষে। নন্দীগ্রামে আদৌ জমি নেওয়া হয়নি সেটাও আপনি জানেন, কাজেই ""জমি-বাঁচাও"" আসলে মাও-তৃণর রাজনৈতিক জমি দখলের লড়াই ছিল। সিঙ্গুরে আমি-ন্যানোর পক্ষে ছিলাম এবং এখনো সম্ভব হলে আছি।

    আরো একটা কথা। এই ফোরামের অনেকের মত আমি SEZ থেকে শুরু করে পরমাণু-বিদ্যুত সব বিষয়ে পন্ডিত নই এবং যা জানিনা সেটা স্বীকার করতেও দ্বিধা করিনা। তবে আপনি যদি সেরকম কোন তথ্য দেন যেটা প্রমাণ করতে পারে যে ভারতে SEZ-এর শোষণ, SEZ-এর বাইরের অসংগঠিত শ্রমিকের শোষণের থেকে অনেক বেশী, তাহলে সেই আলোচনাটা অর্থবহ হবে।
  • kallol | 124.124.93.202 | ০৮ জানুয়ারি ২০১০ ১৩:১১438801
  • পিটি - ওটাই তো বোঝার। সম্ভব হলে নন্দীগ্রাম, সিঙ্গুরে শিল্প হোক। কিন্তু কলিঙ্গনগরে, পারাদ্বীপে, উ:প্র:তে, ছত্তিশগড়ে নয়। কেন?
  • PT | 203.110.243.21 | ০৮ জানুয়ারি ২০১০ ১৩:২৭438802
  • @ ax

    ১। মাওবাদীরা এই লড়াইটা যদি ১৯৪৭-এর আগে করত তাহলে আমি ভারত/নেপাল বিভাজনটা করতাম না। তখন মানুষকে শত্রু চেনান সহজ হত।

    ২। ভারতের ভীষণ রকম অসম উন্নয়নের ফলে, গত ষাট বছরে মানুষের রাজনৈতিক অবস্থানও বিভিন্ন রকম। অসংখ্য মানুষ (এমনকি ""শোষিত"" নিম্ন-মধ্যবিত্তরাও) যে কোন রকমের কম্যুনিষ্ট ভাবধারাকেই সাধারণ ভাবেই অপছন্দ করে। যদি ""অবহেলিত, ক্ষুধার্ত মানুষ"" সত্যি সত্যি বন্দুক তুলে নিত তাহলে ভারতে বিপ্লব বহু আগেই সারা হয়ে যেত। কাজেই মুলস্রোতের ভারতীয়দের কাছে মাওবাদীদের গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। বোধহয় মাওবাদীরাও সেটা জানে এবং সেইজন্য ২০১০ সালেও ""পার্লামেন্ট শূয়োরের খোঁয়াড়"" তত্বের আড়ালে আশ্রয় নিচ্ছে।

    ৩। ভারতের সামরিক শক্তি যে জায়গাতে পৌঁচেছে, সেখানে কোন কালেই মাওবাদীরা রাজ্যের রাজধানীগুলো দখল করতে পারবে না। আর ঐ ""গ্রাম দিয়ে শহর ঘেরার"" কাজ শুরু হলে দরকার হলে আকাশ থেকে আগুন-বৃষ্টি হবে।

    ৪। সমস্ত ভারতীয় সংবাদ মাধ্যম, যারা সিপিএমকেও নাক সিঁটকিয়ে সহ্য করে, দরকার হলে রাষ্ট্রের মাও নিধনকে পুরোপূরি সমর্থন করবে।
  • PT | 203.110.243.21 | ০৮ জানুয়ারি ২০১০ ১৩:৪২438804
  • @ Kallol

    এতদিন তক্ক করার পরে আপনার মতে কি কি ভুল বা করা ""উচিৎ"" না সেটা বুঝেছি। আপনার মতে কিভাবে কিছু করা যেতে পারে তা যদি একটু বলেন (তত্ব কম) তাহলে তক্কটা একটু এগোতে পারে। নাহলে সেই একই রাস্তাতে চক্কর খেতে থাকব........

    কলিঙ্গনগর...... ইত্যাদি প্রসঙ্গে আমি একই কথা আবার বলছি-(যতক্ষণ না বিপ্লব হচ্ছে বা মাওবাদীরা দিল্লী দখল করছে!!) -আগে জমি বিতরণ পরে শিল্প। মানুষ পরে জমি দিতে না চাইলে কিছু করার নেই। সেই না বোঝার কারণেই তো আমরা জনসংখ্যাতে চীনকে টপকে যাব কিছুদিন পরে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন