এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৮৬০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ০৮ জানুয়ারি ২০১০ ১৩:৫৪438805
  • কল্লোলদা, চাপ সামলে নিন, তাড়া নেই, আপনার সময় হলে পড়ে দেখবেন, উরিষ্যাতে ভূমিকা নিয়ে লিখিনি, কিন্তু এখানকার ভুমিকা নিয়ে লেখাদুটোতে আছে। ঠিক নিয়ে না লিখে ভুল টা নিয়েই লিখেছি, তাতেই পরিস্কার হয়ে যাওয়া উচিত। অপেক্ষায় থাকবো।

    রঞ্জনদা, অ্যাট গান পয়েন্টটা অক্ষদাকে বলা .... যাগ্গে মাওবাদীদের সাথে কোন মানুষ নেই বা ছিলনা এরকম ব্যপার নয় সেটা লালগড় নিয়ে আমার ইপিডাব্লিউ তে প্রকাশিত লেখাটা পড়লেই বুঝতে পারবেন, কিন্তু যত দিন যাচ্ছে তত ওরা মানুষের সমর্থন হারাচ্ছে এটাও ঠিক। আর তা ছারাও বেশ কিছু জায়গাতেই মাওইস্টরা ভীতি প্রদর্শন করেই লোক টানছে।

    সাধারন মানুষের স্বাভাবিক চাহিদা কখনই, কোনদিনই হিংসা নয়, আপনারা যারা নক্সাল আন্দোলনের সাথে ছিলেন তারা তো সেটা খুব ভালই জানেন। তাই দলে দলে মানুষ সমর্থন জানাচ্ছে এটাও ঠিক নয়, আবার জনসমর্থন একদমই নেই সেটাও ভুল। লালগড় সম্পর্কে বলতে পারি জনসমর্থন আপাতত নিম্নমূখী।

    হঠাৎ মনে পরলো, আপনি বা কল্লোলদা একবার রোটান্ডা বৈঠকের কথা বলেছিলেন, পড়ে দেখলাম তাতে জোগ দিয়েছিলেন জ্যোতি বোস আর হরেকৃষ্ণ কোঙ্গার। সিপিআইএমের পক্ষ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, লিখিত, এবং সেটা ডকুমেন্টেড। এটা নিয়ে কোন লুকোচুরি তো কেউ করেনি, আপনাদের অভিযোগ মতো।

    মূল অভিযোগ সবকটাই কংগ্রেসের বিরুদ্ধে, বলা হয়েছিল কংগ্রেসী গুন্ডারাই খুন করছে, আর এই খুনী বাহিনীকে প্রোটেক্ট করছে পুলিশ-সিআরপি। পুলিশ-সিআরপি ও খুন করছে বিভিন্ন যায়গায়, কিছু ঘটনার উল্লেখ ও আছে। নক্সালদের নিয়ে কথাটা ছিল এইরকম, তারা গুপ্ত হত্যা চালাচ্ছে, এখন তারা সিপিআইএম কর্মি-সমর্থকদের খুন করছে পরে এরাই কংগ্রেসের বিরুদ্ধেই অস্ত্র ধরবে। দক্ষীনপন্থি কম্যুনিস্ট পার্টি (CPI) সহ বেশ কিছু তথাকথিত বাম দল আর কংগ্রেস এখন নক্সালদের মদত দিচ্ছে, এমনকি পুলিশের একটা অংশও সহানুভুতিশীল নক্সালদের প্রতি, কিন্তু এই ধরনের গুপ্ত হত্যার রাজনীতি তে সিপিআইএম বিশ্বাসী নয়, এবং সরকারের একটা অংশ আর কংগ্রেস দল এতে মদত দিয়ে ভুল করছে।

    দুটো ব্যপার খুব আশ্চর্য করলো। সিপিআইএম কর্মী সমর্থক দের না হয় আপনারা তখন শ্রেনীশত্রু ভেবে খুন করতেন, এখন যেমন মাওবাদীরা করছে, কিন্তু এটা কি ঠিক যে ১৯৭০ সাল পর্যন্ত, ১৯৭১ এর প্রথম দিক পর্যন্ত, যখনই সিপিআইএমের কম পক্ষ্যে সারে তিনশো কর্মী-সমর্থক খুন হয়ে গেছেন, ততদিন ও আপনাদের মতো নক্সালদের ওপর পুলিশি সন্ত্রাস নেমে আসেনি?

    মানে, আপনাদের অভিযোগ কি এই যে, রোটান্ডা বইঠকের আগে পর্যন্ত বা বলা ভাল সিদ্ধার্থশংকর কেন্দ্রের প্রতিনীধি হয়ে আসা পর্যন্ত সব ধরনের সন্ত্রাসের বলি হয়েছে শুধু সিপিআইএম? তখনও পর্যন্ত শ্বেত সন্ত্রাস বা কংগ্রেস / কংশালী গুন্ডাদের লক্ষ্য আপনারা হননি? এটাই ক্ষোভের কারন?

    যাস্ট জানতে চাইছি, সেই সময়টা আপনারা দেখেছেন, আমি শুধুই শুনেছি, পড়েছি ....
  • SB | 114.31.249.105 | ০৮ জানুয়ারি ২০১০ ১৪:২৯438806
  • একটু স্পস্ট করে বলতে হলে তথাকথিত রোটান্ডা বৈঠকের পরেই অ্যাটাকটা আপনাদের ওপরে বেশী করে শুরু হয়ে যায়, আগে যেটা সিপিআইএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ছিল, এটাই অভিযোগ ... বোঝার চেষ্টা করছি।
  • kallol | 124.124.93.202 | ০৮ জানুয়ারি ২০১০ ১৪:৫১438807
  • রোটান্ডা বৈঠকের আগে পর্যন্ত, আন্ত:পার্টি খুনোখুনিটাই বেশী ছিলো। তার বেশীরভাগটাই সিপিএম-নক্সাল। নক্সালরা, মূলত: সিপিআইএমএল, সিপিএম মেরেছে এবং সিপিএমও নক্সাল মেরেছে অজস্র। কংগ্রেসীরা খুনো খুনি শুরু করেছে অনেক আগে থেকে (৬৪-৬৫ সাল থেকেই) কিন্তু ঐ সময়টা(৬৯-৭১) পুলিশের চর হিসাবেই কাজ করতো। শত্রুরা যখন নিজেরাই ঝাড়পিট করছে, তখন আর কে ঝামেলায় যায়।
    রোটান্ডার বৈঠকে প:ব:'র সব মূলধারার পার্টি গেছিলো, সেটা লুকানোর কিছু নেই। মেমোরেন্ডাম নিয়েও বলার কিছু নেই। সিপিএম এর অনেক শত্রু ছিলো (এটা শুধু রাজ্য-রাজনীতি পর্যায়ে নয় - একদম স্থানীয় ক্ষেত্রেও) তাই সিপিআই/কং/ফব এরা অনেকেই নক্সালদের মদদ দিয়েছে সিপিএম মারায়। তেমনি যেখনে নক্সালরা আধিপত্য কায়েম করেছিলো সেখানে উল্টোটাও হতো।
    কিন্তু যে কথাটা কেউ বলতে চায় না - ঐ বৈঠকে কি আলোচনা হয়েছিলো আর কি সিদ্ধান্ত হয়। ঐ বৈঠকের পরেই পুলিশ এনকাউন্টারের গল্প শুরু করে। বারসত, বসিরহাট এবং শেষ পর্যন্ত বরাহনগর হয়। জেলহত্যা শুরু হয়, আলিপুর, দমদম ঘটে।
    এটা মনে করা হয় - ঐ বৈঠকে সিদ্ধার্থ সমস্ত পার্টিদের দিয়ে নক্সালদের সরকারী খুনের সিদ্ধান্তে শিলমোহর করিয়ে নেয়।

  • tatin | 70.177.57.163 | ০৮ জানুয়ারি ২০১০ ১৫:২৯438808
  • '৪। সমস্ত ভারতীয় সংবাদ মাধ্যম, যারা সিপিএমকেও নাক সিঁটকিয়ে সহ্য করে, দরকার হলে রাষ্টের্‌র মাও নিধনকে পুরোপূরি সমর্থন করবে।'

    পাব্লিক দেখছি সংবাদমাধ্যম-কে বেশ মাওবিরোধী করে প্রজেক্ট করছে। তবে কিঞ্চিৎ জেনারেলাইজেশন হয়ে যাচ্ছে না কী?

    আনন্দবাজার তো অন্তত: দেখছি বেশ বেশিরকমে সিম্প্যাথাইজ করে থাকছে
  • SB | 114.31.249.105 | ০৮ জানুয়ারি ২০১০ ১৫:৩১438810
  • কল্লোলদা, যেটা বল্লাম এক্ষুনি, রোটান্ডা বৈঠকের আগেই সিপিআইএমের কমপক্ষে সরে তিনশো কর্মী-সমর্থক খুন হয়ে গেছেন, যুক্তফ্রন্ট সরকার ভেঙ্গে দেওয়ার পর থেকে নিয়ে। তাই নক্সাল-সিপিএম হয়তো শুধু ছিলনা তার আগে, যদি না নক্সালরাই অত সিপিআইএম কর্মী-সমর্থক খুন করে থাকে, যেটা আপনি হয়তো বলতে পারবেন। আমার ধারনা, এবং তথ্য / ইতিহাস বলে সিপিআইএমের সারে তিনশো কর্মী-সমর্থক খুনের বেশীরভাগটাই রাষ্ট্রিয় সন্ত্রাসের কারনে। সেই সময়ে বর্ধমান জেলাতে (আমি দুর্গাপুরের, তাই কিছু ব্যপার খুব ডিটেল্‌স এ জানি) যত খুন হয়েছে, তার মধ্যে বেশীরভাগই প্রকাশ্য দিবালোকে। নক্সালরা গুপ্তহত্যা করত, কংগ্রেসী গুন্ডাদের মত এরকম পুলিশ প্রোটেকশন নিয়ে দিনের বেলাতে রাস্তা / বাজারে, কোর্ট চত্তরে খুন করত না। মহাদেব মুখার্জীর খুন যদিও রাতের গভীরে, মনে আছে নিশচই কালনা স্টেশনে ট্রেন থেকে নামার পরেই আড়াল থেকে বেরিয়ে এসে খুন করলো ওনাকে।

    যাগ্গে, এসব তো ঘটনা, ইতিহাস, সেক্ষেত্রে যেটা দাঁড়ায়, রাষ্ট্র সন্ত্রাসের শিকার সিপিএম আগে থেকেই ছিলো, রোটান্ডার পরে নক্সালরাও তার বলী হল।

    আর সেই বৈঠকে লিখিত বিবৃতির বাইরে গিয়ে, পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য কী বলেছিলেন বা কিছু বলেছিলেন কিনা জ্যোতি বোস বা হরেকৃষ্ণ কোঙ্গার তা জানিনা। বাকিদলগুলোর কথা বলতে পারবো না।
  • Suvajit | 59.177.192.182 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:০৩438811
  • ধন্যবাদ তাতিন। গানগুলো শুনে ব্যপক আবেগতাড়িত হয়ে ভাবছিলাম যে যদি সুমনকে মমতা বহিস্কৃত করেন আর সরকার ইউপিএতে গ্রেফতার করে, জামিন না দিয়ে সুমনকে পুলিশি হেফাজতে রাখা হয়, বহুদিন, বহুমাস, তার পর জেল, তখন তাহলে, সুমনদার সমালোচকরা আমাদের সুমনদাকে কি বলবেন? ন্যাকা? বোকা? হঠকারী? পাগল? সেয়ানা?
    না: এ সবই আবেগের বশে কথাবার্তা।
  • SB | 59.93.221.52 | ০৯ জানুয়ারি ২০১০ ১১:৩১438812
  • সুমন এখন আস্তে আস্তে তার ভুল বুঝতে পারছেন। মমতা এবং তার দল যে শাসক শ্রেনীর প্রতিনিধি, তার সাথে সুমনের গানের যে ফিলোজফি, তার কোন মিল নেই।

    সুমনের গানই এখন সুমনের তৃনমূলী রাজনীতি পরিপন্থি হয়ে উঠেছে, এই ক¾ট্রাডিকশন ওনাকেই সামলাতে হবে।

    এক কথায়, মমতা পন্থি হয়ে, তৃনমূলকে রাজ্য সরকার চালাবার জন্যে চেয়ে কখনই বামপন্থি থাকা যায় না, সুমন আগে বুঝেছেন, বাকিরাও বুঝবেন। তবে সুমন নিজের গানের সাথে কম্প্রমাইজ করবেন, না রাজনীতির সাথে, এটা একন্তই তাঁর ব্যপার!
  • Suvajit | 59.177.199.207 | ০৯ জানুয়ারি ২০১০ ১২:১৪438813
  • মুস্কিল হলো সুমনের গান যে কথা বলে তা ভূভারতের কোনো দলেরই অ্যাজেন্ডার সংগে মিলবে না।
    তৃনমূলের সঙ্গে থেকে হয়ত (হয়ত কেন ধরে নিলাম নিশ্চয়ই) বামপন্থী থাকা যায় না। না যাওয়াই উচিৎ কেননা তৃণমূল ঘোষিত বামপন্থী দল নয়।
    কিন্তু সুমন এটা অন্তত বুঝেছেন যে বামফ্রন্টের সঙ্গে থেকে কোনোভাবেই বামপন্থী থাকা যায় না।
    "যার সাথে খুশি থাকব এখন, বিরুদ্ধতাই থাক।
    যাখুশি হবার হোক গিয়ে, আগে বামসরকার যাক।
    যাক আগে ঐ বড় শরিকটা উদ্ধত কানকাটা।
    ঝেঁটিয়ে বিদেয় করুক ওদের গ্রামবাংলার ঝাঁটা।"
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১২:২৭438815
  • এই স্ট্যান্ডটা এখানে অনেকেরই - আর সেটা নিয়েই কোশ্চেন ছিলো - সেই সেনমশাইয়ের লেখা, কাকার লেখা থেকে তুলেছিলাম। লাদেন আসুক কি বাদেন, তালিবান কি ভগবান - কেয়ার করি না, আগে আফগানিস্তান থেকে রাশিয়া বিদেয় হোক - একই স্ট্যান্ড। ফল কি হয়েছে অজানা নয়। এর উত্তর কেউ দেবে না অবশ্য...জানা কথা।
  • Arpan | 112.133.206.20 | ০৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৯438816
  • সুমনের স্ট্যান্ডটা সরকারবিরোধী বা বলা ভাল রাষ্ট্রবিরোধী। এই ইস্যুতে। তার সাথে তৃণমূল বা সিপিয়েম কারোরই এজেন্ডা মিলবে না।
  • Arpan | 112.133.206.20 | ০৯ জানুয়ারি ২০১০ ১৩:৫২438817
  • অরিজিত, তুলনাটা মোটেও ঠিক হল না। খাল কেটে যদি মুমীরই ডেকে নিয়ে আসি, ব্যাপারটা যদি তাই দাঁড়ায়, বছর পাঁচেক পরে আবার ব্যালটের মাধ্যমেই তাদের তাড়ানো যাবে। এর সাথে আফগানিস্তানের পরিস্থিতি কোনভাবেই মেলে না।
  • Arpan | 122.252.231.12 | ০৯ জানুয়ারি ২০১০ ১৩:৫৩438818
  • * কুমীর
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:০০438819
  • সে আমি যেটা বল্লুম সেটাতে ব্যালটের কথা ভাবেনি ঠিকই, কিন্তু ভেবেছিলো পুতুল তো - হাতেই থাকবে। থাকেনি।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:০৩438820
  • এবং আমার মেইন কনসার্ন হল এই কে আসছে সেটা কেয়ার করিনা মনোভাবটা নিয়ে। এটাকে এক্সট্রাপোলেট করা যায়, এবং সেটা করলে অনেক ভয়াবহ সমস্ত সিচুয়েশন মাথায় আসে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:২০438821
  • আফগানিস্তান বদলে ইরাক বলা যেতে পারে? সেখেনে তো গণতন্ত্র আনা হল। বা এই মুহুর্তে আফগানিস্তান? সেও গণতন্ত্র। আম্রিকান ডেফিনেশনে।

    মোদ্দা কথাটা হল যদি একটা বিকল্প নীতি, ব্যবস্থার কথা বলা হত এত কথা হত না। একটা কংক্রীট রূপ দরকার ছিলো। যে প্রবলেমটা অনেকেই বিকল্প অর্থনীতির ব্যাপারে বলে থাকেন - যে বামদলগুলো বিকল্প অর্থনীতির কথা বলে বটে, কিন্তু কংক্রীট রূপরেখা নেই। শুধু উল্টে দাও পাল্টে দাও বলে সিস্টেম পাল্টায় না - পাল্টে কি হবে এবং কি ভাবে হবে সেটা বলতে হবে তো।

    বাই দ্য ওয়ে - বাইপাসের ধারে (চিংড়িঘাটার মোড়ে) এবং গড়িয়াহাট ফ্লাইওভারের কাছে একটা নতুন হোর্ডিং দেখলাম - সবুজ বোর্ডে বুদ্ধবাবুর একটা কার্টুন (বুদ্ধবাবুই মনে হল) - লেখা "রোজ "পরিবর্তন' আসছে, আমি ক্লান্ত, চলো "বদলাই'" - এটা কে, কি, কেন, কবে কোথায় - কারো জানা আছে?
  • Arpan | 112.133.206.20 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:৩৫438822
  • বিকল্প? বিকল্পের কথা ভাবতে গেলে আরো বত্রিশশো বছর কেটে যাবে। তার থেকে এই ভাল। দাদাগিরি আউট। দিদিগিরি ইন। আর এইটা প্রত্যেক পাঁচ বছর অন্তর পাল্টে যাক।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:৪৩438823
  • তার সাথে সাথে পলিসিও পাল্টাবে? ধরা যাক কোনো রাজ্যে পালা করে প্রতি পাঁচ বছরে হুগো শাভেজ আর কন্ডোলিজা রাইস ক্ষমতায় এলো। বা প্রতি পাঁচ বছরে আমানুল্লা খান আর বচ্চায়ে সকাও। কি হবে?

    দাদাগিরি/দিদিগিরি বলে আমি স্পেসিফিক কোনো কেস বলছি না। ইন জেনারেল, এই "কি হবে জানি না, কে আসবে ভাবার দরকার নেই' এই মনোভাবটা কতটা গণ্ডগোলের সেটা বলার চেষ্টা করছি।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:৪৯438824
  • এর মধ্যেও আবার দাদাগিরির বদলে দিদিগিরি - মানে সিপিএমের বদলে তিনোমুল, বা সিপিয়েমের বদলে {(বামফ্রন্ট - সিপিয়েম) + সুসি + ...} - এগুলো কম্প্যারাটিভলি মোর কংক্রীট দ্যান "কে আসবে জানি না, সেসব নিয়ে ভাবার দরকার নেই' - এই শেষেরটাকে যুক্তি/তক্কো-র মধ্যে ফেলতে পারছি না - এটাই আমার বলার।
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৪:৫১438826
  • কোনো রাজ্যে প্রতি ৫ বছর অন্তর মায়াবতী আর মূলায়ম সিং আসে। রাজ্যটা খুব খারাপ বোধ হয় নেই। অথচ দুটোই সমান খচ্চর।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:১০438827
  • লোকে যুক্তিতে ঠেকে গিয়ে কি সব বলে ফেলছে আজকাল। দুদ্দুর।
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:২৫438828
  • দুদ্দুরের কী আছে? আমি তো বলি নি মমতার দল সিপিয়েমের থেকে কম খচ্চর হবে? কিন্তু এক খচ্চরের মনে যদি ভয়টা থাকে যে আমি মাত্রাছাড়া খচরামি করলে আরেকটা খচ্চর এসে আমাকে হারিয়ে দেবে, তবেই খচরামিটা টোন্‌ড ডাউন হয়, অন্তত রাজ্যের উপকার হয়, বৃহত্তর সেন্সে গণতন্ত্র ফুলফিল্‌ড হয়। কিন্তু এক খচ্চর যদি বছরের পর বছর ধরে দ্যাখে অন্য খচ্চরটার মধ্যে গাধার জিন বেশি, তার পক্ষে কোনওদিনই আমাকে হারানো পসিবল নয়, তা হলে প্রথম খচ্চর লাই পেয়ে যায়। তার খচরামি মাত্রা ছাড়িয়ে যায়। যেটা সিপিয়েমের গেছে। এখানেই মার খায় গণতন্ত্র। :-)
  • AB | 117.200.83.253 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:২৭438830
  • যুক্তিতক্কের দরকার নেই।শমিকবাবু বরং partyarrangement করে ফেলুন।জ্যোতি বোসু আর থাকবেন না মনে হচ্ছে।কল্লোলবাবু আর ranjanবাবুও নিশ্চিত সে মোচ্ছবে যোগ দেবেন।mmuবাবু না হয় তরল পানীয় sponsor করবেন।NRI বলে কথা।আর কে কে আহ্লাদ করলেন এখানে লিখে দেবেন তারপর।তৃনমুলী strength বাড়ছে অবিশ্যি করে বলা যায় এখন।
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:২৭438829
  • তোমার অমর্ত্য সেনের বক্তব্যটা খুব মনে ধরেছে বুঝতে পেরেছি :-), আমার ধরে নি সেটা আলাদা কথা। তা অমর্ত্য সেনের কথা অনুযায়ী তোমার অলটার্নেটিভ সল্যুশন কী? আবার সিপিয়েমকে ফিরিয়ে আনা?

    উত্তর জানা, তবু জাস্ট জানতে চাইছি :-)
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৩৫438831
  • মোচ্ছবটা আপাতত পেন্ডিং থাক। জ্যোতিবাবু থাকলে বিশেষ কিছু সুবিধে হত বলে মনে করছেন কি?
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৩৬438832
  • এবি সেই বহু পুরনো টিপিক্যাল ছেঁদো যুক্তির অবতারণা কল্লেন। আমোদিত হলাম।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৩৯438833
  • অমর্ত্য সেন বলার ঢের আগে থেকে আমি বলছি - নেহাত আমি নোবেল পাইনি বলে কেউ শোনেনি। আমার চোখে অল্টারনেটিভটা কি সেটা বড় কথা নয়। কেউ অল্টারনেটিভ না দিয়ে "আমার কোনো দায় নেই - কে আসবে সেটা আমি কেয়ার করি না' বলে ছেড়ে দিলে তাকে আমি ছাড়তে পারছি না - দু:খিত।

    Date:09 Jan 2010 -- 02:49 PM - এখানে খুব স্পষ্ট করে বলা আছে যে সিপিয়েম বদলে তিনোমুল আসুক কি ওই ইক্যুয়েশনের মতন কিছু আসুক - এটা বলা অনেক বেশি কংক্রীট দ্যান "আমি কেয়ার করি না'। পারলে সেটা বলো। তখন তর্কটা অন্যরকম হবে। তখন "কেন' সেটা জিগ্গেস করবো - যেখানে তোমার কারেন্ট উত্তর দিতে পারো। কিন্তু কোনো আউটলাইন ছাড়া "পরিবর্তন চাই' বলে গলাফাটানো আমার কাছে অযুক্তিই থাকবে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৪১438834
  • আবার বলছি - "কে আসবে আমার জানার দরকার নেই, পরিবর্তন হলেই হল' - বক্তব্যটা এটা নিয়ে। পরিবর্তন শব্দটা বদলে বলো "আমি চাই সিপিয়েম সরে তিনোমূল আসুক বা ওই ইক্যুয়েশনটা আসুক' - তর্কটা পাল্টাবে - তখন নীতি/কাজ নিয়ে হবে।
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৪438837
  • কিন্তু আমরা মনে হয় লুপের বাইরে বেরোতে পারছি না কিছুতেই। সুতোটাকে বরং দু হাজার এগারো পর্যন্ত পেন্ডিং রাখা হোক।
  • Samik | 219.64.11.35 | ০৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৪438835
  • তোমার চোখে অল্টারনেটিভ কি সেটা বড় কথা নয়। আমার চোখেও তাই, প্রায়। একটা দুটো কেসেই আমার বক্তব্য ফেল করে যাবে যদি বিজেপি কিংবা শিবসেনা টাইপের কোনও দল পবঙ্গে জিতে ক্ষমতায় আসে। সে ক্ষেত্রে আমি বলব, না ভাই, আমার সিপিয়েমই ভালো। আদারওয়াইজ, কংক্রিট কিছু নেই আমার হাতে। মমতাকে আমি দুচক্ষে দেখতে পারি না, সে অনেকেই পারে না, কিন্তু মমতা আপাতত রেসে অনেকটা এগিয়ে আছে, এটা এক, আর দুই, মমতার দলের শাসক হিসেবে কোনও পাস্ট ট্র্যাক রেকর্ড নেই। এই দুই নং পয়েনটাতেই আমার, হয় তো বাকি অনেকেরই মনে হচ্ছে, দিয়েই দেখা যাক না তিনোমূলকে একটা সুযোগ। সিপিয়েমের তো ট্র্যাক রেকর্ড জ্বলজ্বল করছে জীবন জুড়ে।

    ডি:, আমি তিনোমূল সাপোটার নই। (এবির জন্য)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন