এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯০৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SB | 114.31.249.105 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:৪৮438872
  • quoteঈশ্বরের ৮ পাতার ফ্যাক্সটা কেউ আপলোডালে পড়তাম
  • PT | 203.110.243.21 | ১১ জানুয়ারি ২০১০ ১৬:৪৩438873
  • মমতা-কিষেণজী চাপান-উতোর হয়ত মাওব্যথী ও পথহারা বামপন্থীদের বুঝতে সাহায্য করবে যে-""এই সরকারের বদলে যে আসে আসুক""-strategy-র মধ্যে রাজনৈতিক বাস্তবতা বলতে বিশেষ কিছু নেই। মমতা বাঘের পিঠ থেকে নামার চেষ্টা শুরু করেছেন কিন্তু বাঘ তাঁকে ছাড়লে হয়!!
  • tatin | 70.177.57.163 | ১১ জানুয়ারি ২০১০ ২১:৪২438874
  • গ্রীনহান্টের বিরুদ্ধে সরব হলেন সুমন
    স্টারানন্দের বিতর্ক সভায় সুমন মুখ খুললেন। আলোচনায় ছিলেন ব্রাত্য, পার্থ চট্টোপাধ্যায়। রিটেলিকাস্ট হবে রাত সাড়ে দশটায়।

    কেউ একটু রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিন না!
  • ranjan roy | 115.184.90.113 | ১১ জানুয়ারি ২০১০ ২২:২২438875
  • ওটা তাতিনের ব্যক্তিগত মত। আমি ওভাবে ভাবিনা। গত বিশবছরে জ্যোতিবাবুর রাজনৈতিক স্ট্যান্ড যাই হোক, তাতে বঙ্গ তথা ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রদূতের সারাজীবনের কাজ নস্যাৎ হয় না। তার মানে এই নয় যে তাঁর লাইনঅন্ধ ভাবে অনুসরণ করতে হবে। আর নন্দীগ্রাম ঘটনার পরে ওনার স্টেটমেন্ট খেয়াল করার মত।
    উনি যদি শারীরিক ভাবে অসমর্থ হয়েও সক্রিয় রাজনীতির গদি আঁকড়ে থাকতেন ( যেমনটি নাম্বুদ্রিপাদ করেছিলেন) তাহলে তাতিনের কথার মানে হয়। উনিতো সরেই দাঁড়িয়েছেন, তালে আর শারীরিক মৃত্যু কামনা কেন!
  • Mmu | 78.236.153.102 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪৫438876
  • Ranjan দা ওনাকে ব্যক্তিহিসাবে, মানে একজন মানুষ হিসেবে রেস্পেক্ট করি । কিন্তু রাজনৈতিক ভাবে কখনই না। ক্ষমতায় থাকা কালিন কম জ্বালাননি।

  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০৪:১৬438877
  • Date:08Jan2010 -- 11:06AM

    "তবে আমার প্রশ্ন অক্ষকে, দীর্ঘকালীন পরিপ্রেক্ষিতে?
    আমরা কি বেশ করেছে বলে সেই দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ-- ব্যবস্থাকেই গ্লোরিফাই করবো? নাকি ব্যাপক অর্থে মিনিংফুল আইনের সোসাইটির জন্যে চেষ্টা করবো?"

  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০৪:১৯438878
  • উত্তর দেব বলে রঞ্জনদার পোস্টটা তুললাম।

    এই পুরো অলোচনা/বিতর্কটাকে ভাওলেন্স ভার্সাস নন-ভাওলেন্সে নামিয়ে আনতে আমার অসুবিধে আছে, তাতে একটা হ্যাঁ কিম্বা না উত্তর দিতে বাধ্য করা হয়, যেখানে আসল অবস্থা অনেক অনেক অনেক বেশি জটিল। খুব অল্প করে এই মুহুর্তে যা মনে আসছে তাই লিখছি। একটা একস্ট্রীম ভাওলেন্ট সিচুয়েশনে আদিবাসী, গরীব মানুষেরা অলরেডি আছে, সেখানে আর কি ভাবে এদের ন্যূনতম দাবী মেটার সম্ভাবনা? হিমাংশু কুমার পদযাত্রা, সত্যাগ্রহ ইত্যাদির ডাক দিলেন। পদযাত্রার জন্য কজন লোক এসেছিল জানেন? ৬ জন। এই ৬ জন প্রত্যেকে বাইরের লোক। একজন আমাদের বন্ধু। একজন AID India-র, এরকম বিভিন্ন শহুরে ভদ্রলোক। আদিবাসীরা নেই কেন? থাকলে আর পরেরদিন ভোর দেখতে হবেনা। জন সুনওয়াই তে কজন এসেছিলেন? সুধা ভরদ্বাজদের একটা দল কে আসতে দেয় নি, নন্দিনী সুন্দরকে প্র্যাক্টিকালি হাউস অ্যারেস্টের মত করে রাখা হয়েছিল। প্রতিটা হোটেল, প্রতিটা অটো, বাস এদেরকে রিফিউস করেছে। কি অদ্ভূত আতংক।

    আর দুনিয়ার অনেকগুলো গণতান্ত্রিক দেশ, ইনফ্যাক্ট বলব অনেক বেশি গণতান্ত্রিক এমন দেশ তো আর্মড স্ট্রাগলের মাধ্যমেই উঠেছে। আর আমাদের গণতন্ত্র? যেখানে কাশ্মীরে আজাদি আজাদি চিৎকার করে হাজারে হাজারে লোক রাস্তায় নামছে, তার পরের দিন ভোট হলে সেই ছবি পাল্টে যাচ্ছে কি করে? কি ভাবে ভুঁইফোড়ের মত ক্যান্ডিডেট গজিয়ে উঠছে? কারা টাকা দিচ্ছে? কোন মিডিয়া এই প্রশ্নগুলো তুলছে?

  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০৪:২২438879
  • NBAর আন্দোলন সুপ্রীম কোর্টের রায়ে গিয়ে ঠাঁই পেল। সালওয়া জুডুম তৈরি করে আদিবাসীর এগেনস্টে আদিবাসী দাঁড়িয়ে গেল। এই লিংকটা দেখুন - এখানে সালোয়া জুডুমের নেতাদের চেহারা তাদের বডি গার্ডদের দেখতে পাবেন।

    http://sanhati.com/excerpted/2041/
  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০৪:২৭438881
  • ওপরের লেখাটায় ডে-টু-ডে বর্ণনা পাবেন হিমাংশুর এই মুভমেন্টার কি হাল।

    এইটা - মহিলা অ্যাক্টিভিস্টদের দান্তেওয়ারা তে ঢুকতেই দেওয়া হয়নি -
    http://sanhati.com/uncategorized/1991/

    এছাড়া নন্দিনী সুন্দরের চিঠি যদি চান মেলে পাঠাব (কোথাও বেরিয়েছে কিনা দেখব, এখন পেলাম না)। তাতে কিভাবে জিপে রাত কাটাতে বাধ্য হয়, পরে ছেলেদের স্কুল ছুটি থাকাতে সেখানে যান, এবং মাঝ রাতে সালোয়া জুডুম বন্দুক ইত্যাদি নিয়ে ঘরে ঢোকে তার বিস্তারিত বর্ণনা আছে।
  • a x | 143.111.22.23 | ১২ জানুয়ারি ২০১০ ০৪:৩১438882
  • নন্দিনী সুন্দরের চিঠির অংশ পরে লিখে দেব, ওপরে তাড়াহুড়ো তে পরিষ্কার করে লেখা হয়নি। ছেলেদের স্কুলবাড়ি একটা, সেখানে স্কুল ছুটি আছে বলে থাকতে গেছিলেন।
  • kallol | 124.124.93.202 | ১২ জানুয়ারি ২০১০ ০৮:৫৯438883
  • এসবি - আপনার সিঙ্গুর নিয়ে লেখাটা পড়লাম। পুরোপুরি সিপিএমএর যুক্তি শৃঙ্খলার জায়গা থেকে লেখা। এমনকি ছাপ মারা পর্যন্ত (মেধা - নয়া লুডাইট)। নতুন কিছু পেলাম না, যেখান থেকে বোঝা যাবে কেন সিঙ্গুরে শিল্প হতে হবে, আর কেন কলিঙ্গনগরে বা পারাদ্বীপে (পস্কো) শিল্প হবে না। কেন অন্য রাজ্যে সেজ-এর বিরোধীতা করে প:ব:তে সেজ হতে হবে।

    অন্য লেখাটা পড়ে উঠতে পারিনি (সময় করে ওঠা হয় নি)।

    আপনি ইংরাজিটা বেশ ভালো লেখেন। একটু পুরোনো মিডিয়া ধারার (স্টেটসম্যানে আগে লেখা হতো)। আমার ভালো লাগে।

  • PT | 203.110.246.23 | ১২ জানুয়ারি ২০১০ ১০:১২438884
  • স্টার আনন্দে পার্থ-কসু-ব্রাত্যর আলোচনাটা শেষের দিকে একটা অত্যন্ত জরুরী এবং প্রকৃত রাজনৈতিক issue-র দিকে ঘুরে গেল। ব্রাত্য এবং পার্থ কসুকে বোঝানোর চেষ্টা করছিলেন যে কসুর দৃষ্টি ২০১১-তে সিপিএমকে তাড়ানোর দিকে নিবদ্ধ থাকা উচিত। সুমন তাতে সায় দিয়েও বললেন দেশের (ঠিক লিখেছি, শুধু প:বঙ্গের বলেননি) প্রধান শত্রু, ক্ষুধা, অপুষ্টি, রক্তাল্পতা, অশিক্ষা। এবং স্বরাষ্ট্র মন্ত্রী কেন সেগুলিকে নিষিদ্ধ না করে মাওবাদীদের নিষিদ্ধ করলেন? পার্থ পাথরের মূর্তি এবং ব্রাত্য অপ্রস্তুত!!
  • kallol | 124.124.93.202 | ১২ জানুয়ারি ২০১০ ১০:২৬438885
  • সুমনের সাথে একমত দেশের প্রধান শত্রু নিয়ে। তবে সুমন ভালো কথা বলে। তাই পার্থ-ব্রাত্য ঠুঁশে গেলো। আমি হলে জানতে চাইতাম - ওগুলো নিষিদ্ধ করার পদ্ধতি কি?
    ওসব চমকানো কথা বলা সহজ।
    তবে সুমন যা করছে - তার জন্য কোন সাবাশীই কম। সাংসদ হয়েও দলের অন্যায়ের বিরোধীতায় অপোষহীন। অন্যেরা শিখুক।
  • Rajdeep | 61.14.13.7 | ১২ জানুয়ারি ২০১০ ১০:৫৬438886
  • পার্থ না হয় একটা দলের নেতা - তার মুখে দলীয় আচারবিচারের স্তুতি , নেত্রীর জয়গান এসব খুব একটা বেমানান নয়

    কিন্তু কালকের গোটা প্রোগ্রামে ব্রাত্য বসু সঞ্চালক সুমনের সঙ্গে পাল্লা দিয়ে যে রেটে চামচাগিরি করে গেল তাতে বলতেই হল - ছি ছি , টিমসির করা যেকোন অপরাধমুলক কাজকর্মকে কিভাবে ২০১১র মুলো দেখিয়ে নির্লজ্জভাবে ডিফেণ্ড করতে হয় সে ব্যাপারে ব্রাত্য রীতিমত ""ইন্টালেকচুয়াল "" কোচিং ক্লাস খুললে পারে - ভিড় লেগে যাবে রাতারাতি
  • PT | 203.110.246.23 | ১২ জানুয়ারি ২০১০ ১১:২২438887
  • ঠিক, ঠিক!! আমিও ব্রাত্যর কথাবার্তাতে স্তম্ভিত হয়েছি। আর ব্রাত্য ভাল কথা বলতে পারে না এটা মানা সম্ভব নয়। কিন্তু কসুর কথার বিরুদ্ধে বলতে গেলে তাকে বলতে হত যে সিপিএম ক্ষুধা ইত্যাদির চেয়েও বড় শত্রু---হি--হি--সে বড় আমোদের বিষয় হত!!
  • Ri | 121.241.218.132 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:০০438890
  • আবার শয়তানের ওকালতি -
    তৃণমূলের ইস্তেহারে মাওবাদের বিরুদ্ধে লেখা ছিলো। সুমন সেই দলের প্রার্থী হয়ে ভোট চাইলেন কেন?নির্দল হয়ে কেন দাঁড়ান নি? দ্বিচারিতা তো সুমন দেখিয়েছেন। নক্সাল মাইন্ডেড ইন্টেলেক্‌চুয়াল সিম্প্যথাইসার দের তাঁকে মহান মনে পারে কিন্তু যাদবপুরের ভোটার দের নিজেদের কে প্রতারিত মনে হচ্ছে। তারা সুমন কে জেতান নি তারা তৃণমূল কে জিতিয়েছেন সিপিএম কে হারিয়েছেন।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:০৩438893
  • তা PT, আপনার ঐ কথাটা ঘুরিয়ে বলা যায় কি, সিপিএমের কাছে ক্ষুধা ইত্যাদির থেকেও বড় শত্রু মাওবাদী? তখনও হি হি খুবই আমোদের বিষয় কি? কারণ সুমন তো আদতে তাই বলেছে।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:১৩438894
  • ঐ পুরো ইন্টারভিউ তে মনে হয় একটা জায়গায় সবাই এগ্রি করেছে - সিপিএমের বিরোধীতা। নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালে অপজিশন ভোট গুলো ভাগ হবে, তাতে সিপিএমের সুবিধে, আর কিছু না। তো ঐ যাদবপুরের ভোটারদের এতে কি সুবিধে হত?
    দুই, মাওবাদের বিরুদ্ধে থাকা আর মাওবাদ নিষিদ্ধ হওয়া এই দুটোর দূরত্ব বেশ অনেকটা।
  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:২৮438895
  • @ a x

    ""হি-হি"" টা অন্য কারণে। কসু ভাল-মন্দ যাই করে থাকুন, গোটা ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন। অন্তত: কালকের আলোচনার বা মন্থনের শেষে ""পরিবর্তন"" কিসের বা কোথায় হওয়া দরকার, বা প্রকৃত ""পরিবর্তন"" বলতে কি বোঝায় সেই আলোচনাটা আবার ওপরে উঠে এসেছে। পার্থ বা ব্রাত্য যে এই ""পরিবর্তনের"" আলোচনাটা খুব একটা পচ্ছন্দ করছিলেন না সেটাও স্পষ্ট।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৩৫438897
  • পরিবর্তন মারো গোলি। স্থিতাবস্থাই থাকুক। সেই অবস্থায় ঐ প্রশ্নটা বিব্রত না হয়ে স্মার্টলি কি উত্তর দেওয়া যায় বলুন তো? প্রশ্ন - সিপিএমের কাছে কি ক্ষুধা হ্যানত্যানের থেকে মাওবাদী বড় শত্রু? মানে সুমনের স্টেটমেন্টকে নিজের সুবিধেমত ব্যবহার যখন করছেন তখন দুদিক ভেবেই করছেন তো?
  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৩৫438896
  • a x

    আরও একটা কথা। কসু যাই বলুন, তিনি যে সরকারের অংশ তারাই মাওবাদীদের নিষিদ্ধ করেছে। প:বঙ্গের সরকার কিন্তু করে নি এখনও। মমতার সঙ্গে সাংবাদিক বৈঠকে তিনি কেন বসেননি সেটাও ব্যাখ্যা করেছেন বিশদভাবে। কসুর অবস্থা বোধহয় -""ফান্দে পড়িয়া বগা কান্দেরে""-এর মত।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৩৭438898
  • হি হি এইবার আপনে আমোদের কথা বললেন। নিষিদ্ধ করেনি কিন্তু এই লোকজনকে এদিক সেদিক থেকে তুলে এনে একটু জেলে পুরে রেখেছে। এটাও ঐ সেজের মত। আমরা এসব একদম করতে চাইনা, কিন্তু কি করব আমাদের দিয়ে করাচ্ছে।
  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৩৮438899
  • তাহলে আপনি এবার একটু ব্যাখ্যা দিন যে মাওবাদীদের হাতে এত দলীয় কর্মী খুন হওয়ার পরেও, প: বঙ্গ সরকার কেন মাওবাদীদের নিষিদ্ধ করেনি?
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৪১438900
  • পরের পোস্টের পরেও কি এই প্রশ্ন?
  • PT | 203.110.243.21 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৪৪438901
  • না ধরে উপায় আছে? দলটিকে তো কবীর সুমনের সরকার নিষিদ্ধ করেছে!!
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৫২438904
  • এই নিয়ে প্রচুর আলোচনা এখানে হয়ে গেছে। খুঁজে দেখুন পুরোন থ্রেডে। আইন করেছে কেন্দ্র। ব্যবহার করছে বামফ্রন্ট সরকার। বা:ফ্র: সরকারের ডিস্ক্রেশন।

    ছত্রধরকে ধরার সময় তো তাড়াহুড়োতে ভুলেই গেছিল UAPA'র পাব্লিক নোটিফিকেশন আইনত দরকার। আর সদানন্দ সিংহ এবং স্বপন দাশগুপ্ত - পিপল্‌স্‌ মার্চের সম্পাদকদের ধরবার জন্য UAPA ব্যবহার করা হয়নি। ইন্ডিয়ান পেনাল কোডের সেডেশন আইনে ধরা হয়েছে।
  • Ri | 121.241.218.132 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৫২438902
  • তা কি করতে বলেন ? কিষেনজি হাল্লা রাজার মত "রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ" ঘোষণা করে গরম গরম বুলি ঝেড়ে যান মিডিয়া বাইটের আশায় , মাওবাদীরা হাজারে হাজারে গরীব মানুষ খুন করুক সিপিএম তৃণমূল বা ঝাড়খন্ডী হবার অপরাধে (বা বলা ভালো গণতন্ত্রে বিশ্বাস রাখার দোষে ) আর পুলিশ হাত পা গুটিয়ে দাঁত কেলিয়ে মজা দেখুক?

    মজার ব্যাপার কাল লালু মুলায়মের কথা বল্লেও মাওবাদী নিষেধাজ্ঞার বিরোধিতা সিপিএম সিপিআই ও করেছিলো সেটা কিন্তু ক সু জাস্ট চেপে গেলেন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন