এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবু তুমি সুন্দরী কত- কলকাতা

    bb
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০০৯ | ৬২৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 59.161.114.179 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩439843
  • বছরে একবার কলকাতায় আসি, প্রত্যেক বারই অনেক পরিবর্তন দেখি যার কিছু কিছু অভিপ্রেত কিছু অনভিপ্রেত। তবু প্রিয়জনকে দু:খ পেতে দেখলে যেমন কষ্ট হয় তেমনি কলকাতার অধ:পতন বুকে লাগে আর উন্নতি হলে মন খুশী হয়।
    গুরুতে অনেকেই আছেন যাদের কলকাতার অনেক জিনিষ ভাল লাগে আর কিছু জিনিষ না পসন্দ। লিখুন আপনার মতামত কি কি ভাল আর কি হতে পারে আরো ভালো।
  • Blank | 170.153.65.102 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:১৭439954
  • কোলকাতা ব্যপারটাই বেশ ভালো। অন্য কোথাও গিয়ে থাকতে হলে সময় কাটতে চায় না।
  • Rajdeep | 125.22.62.70 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৪440011
  • সবই ভাল - তবে লোকজন মোটেও সুবিধের নয়;)
  • emni | 121.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৯440022
  • কলকাতা .... সকালে যেন এক সদ্য তরুণ , নতুন উৎসাহ নিয়ে ছুটতে শুরু করে । নিত্যযাত্রী দের কাজের তাড়া, পড়ুয়াদের school - college, গড়িয়াহাটের traffic, সিঁথির মোড়ের যানজট ..... সবকিছুই কলকাতা। দুপুর আসে... অল্প ফাঁকা রাস্তাঘাট, Class পালানো বন্ধুরা, পাড়ায় দুপুর্বেলার ডাব-ওলা.... কলকাতা যেন হঠাৎ করে আমাদের খুব কাছের অলস বেলার মা ..(বাইরে গেলে এই কলকাতা সবথেকে বেশি কাছে ডাকে).. ঠিক বিকেল থেকে কলকাতা সেজে ওঠে, সুন্দর উঙ্কÄল এক তরুণী... রঙ্গিন আলোর রুপটানে ঢেকে যায় তার খুঁতগুলো , অবাক চোখে তাকায় সবাই, রাত বাড়ে। রাতের কলকাতা মাঝে মাঝে ভয়ও পাইয়ে দেয় , মনে হয় .. ভাল হও তুমি
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৬:০১440033
  • কেন? অন্য অনেক জায়গার থেকে ভালো কলকাতা। অন্য কোন জায়গা তে বাসে বেশী ভাড়া নিলে সহযাত্রী আপনার হয়ে ঝগড়া করবে?
  • kd | 59.93.198.168 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৬:৫১440044
  • কলকাতা থাকার জন্যে পৃথিবীর বেস্ট জায়গা, যদি কিছু কাজকম্মো না করতে হয়।
  • Rajdeep | 125.22.62.70 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৭:০১440055
  • ঠিক , ঐ ""হয়ে ঝগড়া"" করে বলেই তো মোটের সুবিধের নয় :))
  • Bratin | 125.18.17.16 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৭:১১440066
  • কাবলি দা, কলকাতা পৃথিবী র সেরা জায়গা; তার হাজার রকম if, then ..else নিয়েও :-))
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৭440077
  • যাই বলুন, কলকাতার জনতা কিন্তু বেশ খেঁকুড়ে টাইপের, কথায় কথায় খ্যাঁক করে ওঠে :(

    আমার মফস্বলি ছোটবেলাতে কলকাতার লোক দেখলে দূরে দূরে থাকতাম, সে ছিলো এক idyllic পরিবেশ!
  • aka | 168.26.215.13 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:০১439844
  • এ: কলকাতায় গেলে চোখ জ্বালা করে, হাঁফ ধরে, কান ব্যথা করে। কাজ ছাড়া যাওয়াই যায় না।
  • APARNA | 59.93.196.96 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:০৯439855
  • আআটা মানেই নারী। সে টো সুন্দার হাবেই।
  • Samik | 122.160.41.29 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:১০439866
  • অপর্ণা,

    ক্যাপ্‌স লকটা অফ করে লিখুন। কিছু বোঝা যাচ্ছে না নইলে।
  • attaram | 202.54.110.101 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২১:৫৮439877
  • কলকাতা আমার খুব প্‌চা typer লাগে - বিছিরি ঘাম গরম, ঠেলাঠেলি, ধাক্কধাক্কি, rampat ভিড় ! তাই এখ্‌ন Delhi পালিয়ে এসেচি - atleast weather টা ভালো। আর যতই লোকে বলুক - culture tulture এই সব, ওগুলো খলি ঐ nandan আর মধূসুদন মন্‌চ এই limited। কলকাতার আম জনতা মোটেই কিচু hifi cultured নয়
  • attaram | 202.54.110.101 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২২:০৬439888
  • লোকে র বড্ড বেশি উত্‌সাহ পরের সম্বন্ধে - বড্ড বেশি নাক- গলানো typer। আর যে কটা বেড়ানোর জায়্‌গা আচে , সব কটাকে ভোগে পাঠিয়ে দিয়েচে ! বেলুড় থেকে জোড়াসাকো - সব !! লোকে অকার ণে বক বক করে - কিন্তু কাজের কাজ কিচুই করে না - নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ best করতে জানে কলকাতার লোক
  • debu | 72.130.151.116 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২২:২৬439899

  • .. | 24.42.203.194 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২২:৪৮439910
  • পৃথিবীর সেরা জায়গা হল খড়দা। খড়দার কাছে কোল্কাতা হল চাঁদের কাছে জোনাকি।
  • M | 59.93.195.154 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫439921
  • বৃষ্টি ভেজা সন্ধেতে গোলপার্ক দিয়ে হেঁটে লেকের দিকে আসা।কলকাতার নিজস্ব গন্ধ,মন খারাপি, হালকা পলকা এট্টুস গরীব শহর আমার,এই গন্ধ আর কোথাও পেলামনাতো, যদিও আমার দেখা শহর খুব কম।কিম্বা ধর্মতলা চত্তরের নতুনের সাথে ঘেঁষাঘেঁষি করা পুরানো ম্যানসন গুলো,গ্রান্ডের ভিতরের আভিজাত্য একঝলক বেরিয়ে আসা দেখতে দেখতে বিরা আ আ আ ট ঝুলবারান্দার নীচের মিলমিশ কিলিকিচির পসরা আর মানুষের মিলমিশ আর মাথা তুলে তাকালে বারান্দার নীচের চৌখুপিগুলোর ঝুল আজীবসা ধুলোগন্ধের অনবদ্য ভালোলাগা আমার আমিটাকে বেশ মনে করিয়ে দেয় যাকে কিনা প্রায় ভুলতে বসেছি।

    সেরেছে ক্যামন সেন্টু খেয়ে গেছি য্যানো।
  • M | 59.93.195.154 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪439932
  • ইয়ে অনুভবটা হালকা পলকা, শহরটা নয়, এমন ই কিছু বলতে চাইলুম(ঘাবরে গিয়ে কাঁচুমাচু স্মাইলী)
  • Nina | 68.45.145.174 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৭:১৭439943
  • প্রবাসী বাঙালী আমি, প্রতি বছর দিন গুনতাম কবে ডিসেম্বর আসবে আর আমরা ছুটিতে কলকাতা যাব দাদুর বাড়ী---কলকাতায় পা রেখে একটা বড় নি:শ্বাস নিতাম--কলকাতা কলকাতা গন্ধটা কি যে ভাল লাগত! সারা দুনিয়া ঘুরেছি, অনেক দেশ দেখলাম কিন্তু আজও দিন গুনি কবে কলকাতা কলকাতা গন্ধটা প্রাণভরে নেব---বছরে একবার না গেলে কিচ্ছু ভাল লাগেনা। কলকাতা তার ভালমন্দ সব নিয়ে one of a kind সকল দেশের সেরা সে।

  • debu | 72.130.151.116 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৩439955
  • খরদাহ র সঙ্গে বেল্‌ঘরিআর অনেক মিল আছে কিন্তু সোদ্‌পুর যেন অনেকটাই আলাদা।
    অনেকে বলে সোদ্‌পুর এ ঘটি+বাঙ্গাল mixed
    খরদাহ আর বেল্‌ঘরিআর তে ১০০% বাঙ্গাল
  • Manish | 117.241.229.72 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:২৭439966
  • শীতের কোলকাতা আমার কাছে অনেক বেশী প্রিয়।
    গরমের কোলকাতা হাসফাস............
  • kallol | 124.124.93.202 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:০৭439977
  • আমাদের যে কলকাতাটা ছিলো, সেটা হারিয়ে গেছে, যেমন আর দশটা শহরেও হয়। সে কলকাতা আজও আমার বড় প্রিয়, তাই এখন আর যেতে ইচ্ছে করে না। তবু তো যাই। মন খারাপ করে। তবু যাই।

    টালিগঞ্জ থেকে ভবানীপুর হয়ে বিড়লা তারা ঘর থেকে সামান্য বাঁদিক চেপে ট্রাম ঢুকতো ময়দানে। তারপর গতি বড়িয়ে লিন্ডসে, মনোহরদাস তড়াগ। ওর একটা গোলঘরে সুনীল, শক্তি, তুষার, জ্যোতির্ময়, অসিত পালেরা মুক্তমেলা বসিয়েছে। কবিতা পড়ছে কবিতা সিংহ।
    সেই ট্রামের প্রথম বাঁদিকের সিটে জানালার ধারে বসার জন্য, আস্তো চারমিনার খাওয়াতে পারতাম।
    গোটা রাস্তাটা জুড়েই প্রায়, ট্রামের আলাদা ট্র্যাক। তাতে বিশাল বিশাল বনস্পতি (বেশিরভাগই শিরীষ)।
    হাজরা পেরোলেই সকালের যোগময়া বা মেটাল বক্স স্টপে বিকালে সাখওয়াৎ। ঝাঁকে ঝাঁকে হুরী-পরীতে ভরে যেতো কামরার শেষভাগ। কেউ কি দ্যাখে? কেউ কি ফিরে চায়? দীর্ঘশ্বাসও থমকে যেতো। আর কেউ যদি কখনো সত্যিই চোখে চোখ রেখেছে কখনো -
    আরে নেমে আয় - লিন্ডসে এসে গ্যাছে। দৌড় দৌড়, খিদিরপুর টেন্ট আর মনোহর দাস তড়াগের মাঝের মাটির পথ ধরে, পায়ের হাওয়াই হাতে - ইস্টবেঙ্গল মাঠ। মাউন্টেড পুলিশ। ঝালমুড়ি। বিড়ি। অলিম্পিক হতে সামনের ছেলেটার ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়া। কত বড় করে ছেপেছে রামবাহাদুর আর বাচ্ছা শ্যাম থাপা টুইস্ট নাচছে মোহনবগানকে হারিয়ে - জ্জিও।
  • kd | 59.93.210.189 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৩439988
  • ইস্‌স্‌ কল্লোল! বানাম্ভুল! মাউন্টেড পুলিস আবার কি কলকাতায়? মাউন্টেন পুলিস তো। :)

    আ: পুরোনো কত স্মৃতি মনে পড়িয়ে দিলে। ময়দানের পাশ দিয়ে ট্রামে যেতে যেতে গেটে দাঁড়িয়ে জামার কলার তুলে চার্মিনার ফোঁকার মত পুরুষত্ব দেখানো আর কোনদিন হ'লো না :(

    মুক্তমেলায় হল্লা - তুষার রায়ের কব্‌তে। মোহনবাগান মাঠে চেনা লোক খোঁজা ফিরিতে ঢোকার জন্যে। যোগমায়ার ছুটির সময় বনফুলের জালনা'র পাশের চেয়ার দখল নিয়ে ঝাড়পিট, যখন ফাইনালি পেলুম, ততক্ষণে সুন্দরীদের মিছিল শেষ। বিকেলে ট্র্যাঙ্গুলার পার্কের রেলিং - বাসন্তীদেবী খালি হচ্ছে, মুরলীধরের কেউ কেউও এদিক দিয়ে বাড়ী ফেরে। তারপর কসমোতে গিয়ে আড্ডা।

    হায়! এত কিছু! তাও প্রেম করাটা হ'য়ে উঠলো না :(

    রবিঠাকুরের সেই কবিতাটা - কী যেন?
  • kallol | 124.124.93.202 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:০০439999
  • রাসবিহারী মোড় তখন সদ্য যুবকের পরিস্কার করে কামানো গালের মতো উঙ্কÄল। দক্ষিণ-পূবে চন্দ্রকুমার স্টোর্সের আধা গোল শাড়ির দোকানে চোরা চাউনি। মায়ের সাথে প্রথম শাড়ী কিনতে....সামনে সরস্বতী পূজো। দক্ষিণ-পশ্চিমে বিশাল বারো হাত কালী - মা একবার তাকাতে বল, সারাজীবন তোর কেনা গোলাম হবো। উত্তর-পশ্চিমে ময়রার কচুরী-তরকারী। বারবার তরকারী চাওয়া আর কাউন্টারে বসা আমাদেরই বয়সী এক গোলগাল কালোকুলো - একগাল হেসে - আরও দেবো? উত্তরপূবে বাটা - পূজোয় মুখোশ চাইই সঙ্গে লাল চশমাও। টু-বির দোতলায় চেপে কলেজ স্ট্রিট।
    সদ্য তরুণ, আঁতেল হয়েছে। ফুটবলে মন নেই, হুরী-পরী বুর্জোয়া। কিন্তু মেলডিতে হেমন্ত-মান্না-শ্যামল-লতা-সন্ধ্যা-প্রতিমা রয়ে গেছে, এসে গ্যাছে কিশোর, আর আসি আসি করছেন রাহুল দেব বর্মণ। বাটার পাশেই অমৃতায়ণ। দক্ষিণের কফি হাউস। বলরাম বসাকেরা মুক্ত গদ্য আর হাংরী জেনারেশন। মুক্তাঙ্গনে পরবর্তী বিমান আক্রমন, লাল লন্ঠন, রাজা অয়দিপাউস।
    লিন্ডসেতে নেমে গন্তব্য পাল্টে যায়। নিউ এম্পায়ারে গ্লোব, এলিট, মিনার্ভার ৬৫র লাইন। ফেলিনি, ডি সিকা, ত্রুফো, শ্যাম বেনেগল, স্যত্থু। সত্যজিত বুর্জোয়া। মৃণাল সেন ভরসা, ঋত্বিক বনবাসে। আসছে কলকাতা ৭১, পদাতিক।
    আন্ডারগ্রাউন্ডে থাকা বন্ধুদের সাথে শ্রীমানী মার্কেটের খুপরী ঘরে বৈঠক।
    প্রথম চরস - প্রেসিডেন্সি আর মহম্মদ আলি পার্কের মাঝের রাস্তায়, খৈনীর দোকানের ওমর খৈয়াম সদৃশ বিক্রেতা।
    পূজোর সময় পুরোনো পাঞ্জাবী আর প্যান্টে অস্বীকারের ধ্বজা। আবার বকুলবাগানের পূজো দাদাদের ওস্কনো - প্রতিমা হোক ভাষ্কর্য।
    গড়িয়া স্টেশন থেকে হেঁটে আসা তখনও বহমান টলটলে টালির নালা ধরে।
    সে সব নেই আর। থাকে না। তবু মন খারাপ করে। তিরিশ বছর পরে কলেজের বেঞ্চ একসাথে। মেঝেতে থেবড়ে বসে স্মৃতি ও ভদকা।
  • Rajdeep | 125.22.62.70 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৮440006
  • কল্লোলদা একটু হাত চালিয়ে .... প্লিজ
  • kallol | 124.124.93.202 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৩440007
  • তখনো ১৫ আগস্ট, বারান্দার থামে বাঁশের কঞ্চিতে তেরঙ্গা। পাড়ার হেমদাদু রাস্তা থেকে উঠে এসে দরোজায় কড়া নাড়েন - অ্যায় ছ্যামড়া, ফতাকাডা উল্টা লাগাইছস। তরা আর মানুষ হইলি না।
    সকাল ১০টা নাগাদ পাড়ার মোড়ে অস্থায়ী ফ্ল্যাগ স্ট্যান্ড। দেববাবু পতাকা তুলছেন, বসাকাকু, দিলীপকাকু, বাবলীদা, রুনুগুন্ডা, ববিদারা আওয়াজ তুলছেন - বঁদে-এ-এ-এ-এ মাআআআতাআঅরাম। ওমনি কোথা থেকে গোটা তিনেক ছুঁচো বাজি সেই ভিড়ে এর পাজামা ওর ধুতিতে। একচোট হৈ হৈ। তারপর সামলে নিয়ে দেববাবুর বক্তৃতা - ভাঁরত এঁগিয়ে চঁলেছেঁ - নেঁহেরুজীর হাঁত ধঁরে........। বক্তৃতা শেষে গরম বোঁদে আর জিলিপী। ছুঁচোবাজিরাও লাইনে। পাশের বস্তির আসলাম বোঁদে জিলিপী শেষে রসভরা হাত চাটে আর বসাকাকুকে আশ্চর্য্য সরলতায় জিজ্ঞাসা করে - আবার কবে হবে কাকু?
    - হেই, ভাগ শালা।
    উল্টোদিকে বাসুদেবদার মিষ্টির দোকানে মস্তো গামলায় রস জ্বাল হচ্ছে। পাশের ছোট উনুনে রাবড়ী। সামনে কাঁচের কেসে থরে থরে সন্দেশ, পান্তুয়া আর হলুদ বোলতার ব্যাস্ততা।
    এ পাশে মন্টুদার দোকানে দু পয়সায় (তখন তিন নয়া পয়সা) চারটে তিলের লাঠি, কিংবা ল্যাকটোবনবন। ও দিকে বাবুলালের দোকনে চিনির মঠ। বিকালে হজমীওয়ালার সাথে আসবে লাল-সবুজ-সাদায় মেশানো, পাকা বাঁশের ডগায় জড়ানো চটচটে চিনির মন্ড। মেয়েদের ফুল আর ছেলেদের ঘড়ি বানিয়ে দেবে চেটে খাওয়ার জন্য। হজমীওয়ালার থেকে ফাউতে একটু কালো - জিভের ডগায় ইলেকট্রিক শক। সন্ধের মুখে আসবে কেকলা, মাথার কালো ট্রাংকে দু থাকে গোলাপী, সবুজ, সাদা, হলুদ পেস্ট্রি বারোমাস। শীতে আসেন জগাকাকু - জনগরের মোয়া, চন্দ্রপুলী, ক্ষীরের সন্দে-এ-এ-এশ। আর আসেন কমলদা, অজয়, পুষ্পেন - ইডেন গার্ডেন থেকে বলছি।
    কেন ব্যারিংটনের স্পোর্টসম্যানশিপ, আব্বাস আলি বেগের কভার ড্রাইভ। বড়দের রকের সান্ধ্য আড্ডায় - মুগ্‌ধ শ্রোতা - অ্যানুয়াল শেষের নিশ্চিন্দিতে কান পাতে।
  • SB | 59.93.210.40 | ৩০ ডিসেম্বর ২০০৯ ২২:২৫440008
  • দারুন!!

    আমাদেরও একটা ছোটবেলা ছিল, তবে তা এরকম শহুরে নয়, এত ফাস্ট নয়, এরকম নয়। মায়াময়, মফ:স্বলি, উদার, নিশ্চিত, গন্ডিবধ্য, কিন্তু একঘেয়ে কিছুতেই নয়!
  • M | 59.93.203.92 | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:১২440009
  • ব্রিগেডে প্যারেডের জন্য প্র্যাকটিস, দুপাশের ঘন সবুজ মাঠ থেকে শিশিরের সোঁদা গন্ধ, মাথা সোজা করে দাঁড়িয়ে থাকা মহীরুহরা, মাথা কখন ও নামাবে না।পা মিলিয়ে চলতে না পারলেই পা বুট দিয়ে চেপে ধরা,তারপর সব দল মিলে ওটা বোধহয় মোহনবাগানের মাঠটা সেখানে বিশ্রাম।কলা, পাঁউরুটি ,ডিমসিদ্ধ আর কাঠের গ্যালারির বিষন্নতা।

    আমার কলকাতা।
  • M | 59.93.203.92 | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪440010
  • কলেজস্ট্রীটের ছোট বড় বইয়ের দোকান,গাড়ীর জ্যাম,নতুন পুরানো বইয়ের গন্ধ।

    আমার কলকাতা।
  • M | 59.93.203.92 | ৩০ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫440012
  • উ: শমীকের সাথে পেস্টিজের লড়াই, দেখি আর কটা পোষ্ট দেওয়া যায়। কি চাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন