এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবু তুমি সুন্দরী কত- কলকাতা

    bb
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০০৯ | ৬২৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 88.128.80.148 | ০৭ জানুয়ারি ২০১০ ১১:০২439868
  • আশির দশকে আমরা ঢাকুরিয়া থেকে হেঁটে জেতাম লেকের সাঁতার কাটতে। ফিরবার সময় বুদ্ধমন্দিরে গিয়ে নকুলদানার প্রসাদ নিয়ে আসতাম।
    আজকের দক্ষিণাপণ ছিল জলাভুমি। তার পাশে ছিল ১৬নং বাস স্ট্যান্ড। সেই বাসের দু তলায় বসে দেখতাম জলায় মোষ চরছে।
    সেই সময়ের দুটি দিনের স্মৃতি মনে আছে, সঞ্জয় গান্ধীর মৃত্যুদিন। কিছু মানুষকে উল্লাস করতে দেখে ভেবেছিলাম কারু মৃত্যুতে কি করে আনন্দ পাওয়া যায়?
    আর ১৯৮৪এর ৩১শে অক্টোবরের কলকাতা। পুরো শহর অচল হয়ে গিয়ে ছিল। আমাদের প্রতিবেশী 'শ'ওয়ালেশে' অফিশার হালিশহর (?) থেকে হেঁটে বাড়ী ফিরে ছিলেন।
    রেডিও আর টিভি নির্ভর সেই সব দিনে খবরের চেয়ে গুজব বেশী ছড়িয়ে ছিল। বিবিসি নাকি বেলা ১২টা নাগাদ বলে দিয়েছিল যে ইন্দিরা গান্ধী আর নেই।
  • Manish | 117.241.228.216 | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৩৩439869
  • সুপ্রভাত কোলকতা,(ব্রতীনের নীশ্চয় আর কোনো আপত্তি নেই।)

    @ bb ১৬ ন: বাস কি দোতলা ছিলো,যেই বাস শিবপুর পর্যন্ত যেতো।
  • Manish | 117.241.228.216 | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৩৭439870
  • নিশ্চয়
  • Manish | 117.241.228.216 | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৪৪439871
  • Mchhuti কে এই সুতোয় miss করছি। কোনো post নেই কেনো।
  • chhuti | 117.194.66.93 | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৫৭439872
  • কল্লোল্‌দা,সম্পর্ক অবশ্য ই আছে।পাগলদের সংখ্যা কলকাতাতেই একটু বেশি মনে হয়।আর পাগল মেয়েগুলো যেহেতু কলকাতার ,তাই তারা বলল যে কলকাতাকে সবারি ভালোবাসতে হবে।(যেমন সবাই বলে,আমার মা ই সবচেয়ে ভাল।) এম,তখনতো ফোন ছিলনা, ভাই(যে সাধারণত দূত হিসাবে কাজ করতো,)খবর দিতে রাজী হলনা।তাই তোকে খবর দেয়া হয়নি।ভাগ্যিস যাসনি।মাত্র দশ্‌খানা চাদর দিতেই অমাদের যে চিরুনি-তল্লাসী চালাতে হয়েছিল!
  • Manish | 117.241.228.216 | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০৭439873
  • Ranjan Babu কোথায়?
    রঁদেভ্যূর কি হলো?
  • chhuti | 117.194.66.93 | ০৭ জানুয়ারি ২০১০ ১২:২৬439874
  • তো টেন্‌শানের চোটে মেয়েগুলো বিকেলবেলাতেই বেড়িয়ে পড়্‌ল।কিন্তু তাদের ঢাউস ব্যাগ দেখে সবাই এমন সন্দেহের চোখে দেখতে লাগল (বোধ হয় ছেলেধরা ভাবছিল)যে, তারা ১৪নংবাসস্ট্যান্ডের আর্চিস গ্যালারিতে ঢুকে পড়ে কার্ড ঘাটা-ঘাটি করতে লাগলো(সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবেতো!) যাইহোক,সন্ধ্যা বেলা তারা ট্রামে উঠে পড়ল। তারাতলা মোড়ে নেমে ইলেক্ট্রিক সাপ্লায়ের অফিসের সামনে ওরা দেখলো ময়লা সাদা কাপড় পড়ে একটা বুড়ি ফুচ্‌কা খাচ্ছে।ওরা ভাবলো আহারে,খিদে পেয়েছে,তাই ফুচ্‌কা খেয়ে পেট ভরাচ্ছে।এটাই বোধ্‌হয় ওর ডিনার। বুড়িটার খাওয়া হলে ওরা একটা চাদর বের করে বুড়িটর হাতে চালান করে দিল, যুদ্ধকালীন তত্‌পরতায় (কেউ যদি দেখে ফেলে!)
  • chhuti | 117.194.66.93 | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪১439875
  • মনীশ,(দা লাগাবো কিনা বুঝতে পারছিনা।আমি ৩৫) মিস করার জন্য ধন্যবাদ। গাছের পরিচর্চা করছিলাম।(শীতকালে পাতায় বড্ড ধুলো জমে।ভেজা কাপড় দিয়ে আস্তে করে পাতাগুলো মুছে দিতে হয়।স্প্রে ও করা যায়,কিন্তু আমার হাত ব্যথা হয়ে যায়)

  • Manish | 117.241.228.216 | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৪০439876
  • @ছূটি
    আমার নামের পরে দা লাগাতে পারো।
  • chhuti | 117.194.65.59 | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:০১439878
  • ফুচ্‌কা খেতে এসে চাদর প্রাপ্তিতে বুড়িরতো বিষম লাগার অবস্থা। আর বুড়ির মুখের এক্সপ্রেসন দেখেতো মেয়েগুলোতো বেশ দমে গেলো। বুড়িকে পিছনে ফেলে ওরা হন হন করে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে ওরা এসে পৌঁছাল মিন্টের সামনে।সেখানে দেখলো একটা মাঝবয়সী বউ বসে আছে , আর তার সামনে একটা কাপড় পাতা।কাপাড়ের উপর বেশ কিছু খুচরো পয়সা ফেলা। মেয়েগুলো ঠিক করলো আসল সত্য জানতে হবে। বউটা কি সত্যি নিডি? ওরা একট কয়েন কাপড়ে ফেলে জিজ্ঞাসা করলো-এই শীতে এখানে বসে আছো, তুমি থাক কোথায়? সে বলল-এখানে অজন্তার কাছে থাকে,দেশ বিহার। ওখানে মরদের চাষ-বাস অছে। আশ্চর্য! ভিক্ষা করাটা ওর প্রফেশন! ব্যাগের চাদর ব্যাগেই রেখে ওরা আবার হাঁটা দিল। খুব হতাশ হল ওরা। তবেকি একটাও ঠিক-ঠাক লোককে খুঁজে পাওয়া যাবেনা? এই প্রচন্ড শীতে যারা রাস্তায় কুঁক্‌ড়ে শুয়ে কাঁপছে ,এমন একটা মানুষের কষ্ট ও কি তারা কম করতে পারবেনা?
  • M | 59.93.244.109 | ০৭ জানুয়ারি ২০১০ ১৯:০২439879
  • হেইয়ো! আমি মোট্টে সে নিয়ে ভাবিত নই, আর এখন কুলকুলিয়ে হাসছি বাকি ঘটনা মনে পরে যাওয়াতে।তাতাড়ি লেখ।
  • Manish | 117.241.229.6 | ০৮ জানুয়ারি ২০১০ ১০:১৭439880
  • সুপ্রভাত কোলকাতা,
    আমি যেখানে আছি সেখানে গতকাল সর্বনিন্ম তাপমাত্রা ছিলো 7.00 ডিগ্রী।
    একেই বলে হুলিয়ে ঠান্ডা।
  • kd | 59.93.176.115 | ০৮ জানুয়ারি ২০১০ ১১:৩৭439881
  • ৭ ডিগ্রী ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা। মানে ফারেন্‌হাইটে তো?
  • Manish | 117.241.229.6 | ০৮ জানুয়ারি ২০১০ ১৬:১৮439882
  • @kd
    বোঝেন না ক্যান,ভেজা তো পুরা খালি ,বেশী লেখলে ভারারে টান পরে তাই টুকু খেজুরি কইর‌্যা কাউন্ট বাড়াই।
  • ranjan roy | 115.184.110.193 | ০৮ জানুয়ারি ২০১০ ১৮:১৩439883
  • মনীশ,
    রঁদেভ্যু হবে ১৭তারিখ রোব্বার, সকাল দশটা হইতে আপনাদের আগমন তক।
    স্থান: ভবানীপুর পূর্ণ সিনেমার কাছে, কেডিদার বাড়ি। এইটা টেনটেটিভ, ফাইনাল পরে জানানো হবে। গুরু'র ইভেন্ট ম্যানেজমেন্ট টিম অ্যাকটিভ হয়েচে, খবর পেলাম।
    তবে আমরা ওদের হেল্পাতে পারি এমনিভাবে: যারা যারা ঐসময়ে, ঐস্থানটিতে রাজি-- তারা এইপাতায় জানিয়ে দাও। আয়োজকদের সুবিধে হবে। ফোন নং ও দিও।
    আমি রাজি!!!!
  • SB | 114.31.249.105 | ০৮ জানুয়ারি ২০১০ ১৯:৫১439884
  • খ্যাটন হবে? :-)
  • ranjan roy | 115.184.110.193 | ০৮ জানুয়ারি ২০১০ ১৯:৫৯439885
  • বিলকুল হবে, ডিটেলে কেডিদা জানাবেন। আরও একজন কেউ কাল আমাকে ফোন করেছিল। ট্রেনের দোলায় নামটা ঠিক বুঝতে পারিনি। তাতে কি ? গুরু আর ঠেক শুনেই হ্যাঁ --অ্যা।
  • chhuti | 117.194.64.210 | ০৮ জানুয়ারি ২০১০ ২০:৪৫439886
  • মেয়েগুলো তারপর হাঁটতে হাঁটতে অজন্তা কোয়াটারের কাছে দেখে একজন মা তার দুই ছেলেকে নিয়ে ফুটপাথে বসে আছে।বাচ্ছা গুলো শীতে কাঁপছে ঠক্‌ ঠক্‌ করে।আর মা টা প্রায় ছেঁড়া একটা চাদর দিয়ে দুটো বাচ্ছাকেই ঢাকার চেষ্টা করছে। মেয়ে গুলোর মুখে আলো ফুটলো। পাওয়া গেছে! ওরা তাদের তিনজনকে তিনটে চাদর দিল। তারপর ওরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল ,থানার মোড় পর্যন্ত চলে এলো কিন্তু কোন লোককেই আর খুঁজে পাওয়া গেলনা। হঠাৎ দেখলো কালী মন্দিরের সামনের চাতালে কে একটা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। আপাদমস্তক চাপা দেয়া বলে কোনটা মাথা ,কোনটা পা কিছুই বোঝা যাচ্চে না। ওদের মধ্যে একজন (সুমনা) ডাক ছাড়লো -দাদা! শুন্‌ছেন!
    লোকটি- বলুন! সুমনা ঘাবড়ে গেলো। ও যেদিকে দাঁড়িয়ে, তার উল্টো দিক থেকে সাড়া আসলো। মাথার দিকে গিয়ে বলল- আমরা না,একটা চাদর দিতে চাই আপনাকে। লোকটা- অ! তা দিয়ে দিন! সঙ্গীতা-কোথায় দেব? লোকটা- এই চাদরটার উপর। অগত্যা ওরা লোকটার চাদরের উপরেই আরেকটা চাদর চাপিয়ে চলে এলো।(চাদর শেষ করার জন্য মরিয়া ছিল।) অবশেষে বাকী চাদর নিয়ে ওরা বাড়ি ফিরে এলো। সেই বান্ধবীর মামা (বতন মামা) হাওড়া স্টেশনে গিয়ে বাকী চাদর বিলিয়েছিল।
  • M | 59.93.243.177 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:২২439887
  • আমাদের PDPC তে একদিন ক্লাস চলছে,মানে প্রদীপদার পোÒট্রী সেন্টারে।আমাদের স্যার মানে প্রদীপদা ঘ্যাম লোক ছিলেন।ওনাকে সেই নকশাল আমলে যদু বা শিব কোনো এক পুর থেকে রাস্টিকেট করা হয়েছিলো বলে প্রচারিত ছিলো।তাপ্পরে উনি রাগ করে আর পড়াশুনা করেননি, কেবল গাধা , ওহ! না, মুর্গী পিটিয়ে মানুষ করার চেষ্টা চালিয়ে গেছেন।আমরা সেই পোÒট্রীর উঙ্কÄল সন্তান সন্ততিরা তখন সভা আলো করে থাকতাম, কেবল নিÖপ্রভ ছেলেপুলে গুলো বইয়ে মুখ গুঁজে থাকতো আর তারা আজ জীবনে সুপ্রতিষ্ঠিত।আর স্যারের বৈশিষ্ট হলো গে তিনি কখন ও সময়ে আসতেন না। আর দীর্ঘ এক দু ঘন্টা আমরা প্রবল রকবাজি করতাম।স্যার খালি এসে বলতেন চাপদাড়িতে হাত বোলাতে বোলাতে, এহে তোমরা আমার মান সন্মান ডোবাবে গো।
  • M | 59.93.243.177 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:২৩439889
  • এগুলো কলকাতাতে ঘটেছিলো তাই এই পোষ্টে যাচ্ছে। খিঁক!
  • M | 59.93.243.177 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:২৮439890
  • এ হেন একদিনে স্যার হঠাৎ পড়া ধরেছেন, আর এই ধরাটা এত অস্বাভাবিক যে আমরা ঘাবরে কিছুই উত্তর দিতে পারছি না।(অ্যাজ ইফ না ঘাবরালে খুব পাত্তাম)স্যার ও রিলেটিভিটির সেই বাজে কোচ্চেনটা কল্লেন, তোমরা কিছু ঠিক কতদিন তোমাদের মাথায় রাখতে পারো বলো দিকি।ভীষন ফ্রাস্টু দিষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে,শেষে বলেই ফেললুম, স্যার কটাক্ষ করছেন কেন? ওনার চোয়াল কেমন ঝুলে গেলো। তাপ্পর কি গম্ভীর হয়ে বল্লেন হ্যাঁ তোমার আর আমার সেই সম্পক্ক কিনা! বলেই খুব রাগ করে বেরিয়ে গেলেন।
  • M | 59.93.243.177 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:৩০439891
  • আমি ঠিক ঠাহর কত্তে পাল্লাম না কি হলো, না হয় একটা কঠিন বাংলা বল্লাম, তা বলে উনি রাগ করবেন?
  • M | 59.93.243.177 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:৩৫439892
  • আমাদের কোচিনের ব্যবস্থা এরম;একটা চেয়ারে স্যার বসতেন আর তাকে ঘিরে অশ্বক্ষুরাকৃতি একটা বেঞ্চ টাইপ টেবিল থাকতো, তার বাইরে চেয়ারে আমরা। তো আমার ঠিক কোনাকুনি ছুটি বসে আছে।আর ও এট্টু পাকু বেশি, পোচ্চুর বই পড়ছে,এসেফাই কচ্ছে,কবিতা লিখছে, বাধ্য হয়ে জিগালাম এই কটাক্ষ মানে কিরে? ছুটির চোখ দুটো ভারী সুন্দর, সেই চোখ নেড়ে বললো এমনি এমনি করে তাকানো, কি কেলো।এদিকে স্যার তো বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন,ফিক ফিকিয়ে হাসতে হাসতে আবার ফিরে এলেন।
  • chhuti | 117.194.64.210 | ০৮ জানুয়ারি ২০১০ ২৩:২৮439893
  • এম,স্যর হয়তো কটাক্ষের প্রত্যুত্তর চেয়েছিলেন! হি:হি: রাগ করিসনা। একটা মেয়ে পূজোর সময়ে মা বাবার সাথে হোটেল থেকে খেয়ে বেড়োচ্ছে , দেখলো ফুটপাথে কতোগুলো বাচ্ছা মাংসের নাড়িভূড়ি ঘাটাঘাটি করছে।ওদের মুখ উদ্ভাসিত। মেয়েটা বাবাকে জিজ্ঞাসা করলো ওরা ঐ নাড়ি-ভূড়ি কি করবে? বাবা বললেন-রান্না করে খাবে। ঐ নাড়ি-ভূড়ি নিয়ে কুকুরকে টানা-টানি করতে দেখেছে মেয়েটা,কিন্তু কোন মানুষ তা খেতে পারে ও ভাবতেও পারেনি। বাবা বললো--ওরা দেখতে মানুষের মত মা, বাঁচে কিন্তু পশুর মত। জীবনে মেয়েটা এমন আশ্চর্য আর কখনো হয়নি।সেই ১০ বছরের মেয়েটার বিস্ময় ৩৫ বছরেও কাটেনি। ---এটাও কলকাতা!
  • chhuti | 117.194.64.210 | ০৮ জানুয়ারি ২০১০ ২৩:৩৭439894
  • ও: কলকাতাকে ভালোবাসার প্রথম ও প্রধান কারণ-রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর আর কোন শহরে জন্মালেও কলকাতাই প্রিয় শহর হোতো ,কারণ এই শহর আমার প্রিয়তমের শহর।
  • chhuti | 117.194.64.210 | ০৮ জানুয়ারি ২০১০ ২৩:৪৬439895
  • মনীষদা,মাঝে মাঝে "খেজুরি" ভালৈ লাগে। সবাই এত্তো বেশী কাজের কথা বলে!(সবাই মানে কিন্তু এই "টই"-এর লোকজন নয়।কেউ ভুল বুঝবেননা প্লিজ!)
  • Ishan | 12.163.39.254 | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪১439896
  • খেজুরি? সব্বোনাশ সে তো পলিটিকাল কথা। :)
  • Suvajit | 59.177.192.182 | ০৯ জানুয়ারি ২০১০ ০০:৪৭439897
  • না না এখন অ্যা-পলিটিকাল হয়ে গেছে। খুব শান্তিপ্রিয় এলাকা।
  • Blank | 59.93.254.213 | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৪৬439898
  • আর এদিকে ঐ রবি স্যার কোলকাতা বেচে মাওবাদী হতে চেয়েছিলেন।
    দেওয়ালে দেওয়ালে শ্লোগান দিয়েছিলেন, 'দাও ফিরে সে অরন্য, লহ এ নগর'
    বেচারী ছুটি ম্যাম :(
  • Blank | 59.93.254.213 | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৪৭439900
  • খেজুরি !!! সেতো শহীদ ও স্বরাজ দ্বীপ হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন