এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবু তুমি সুন্দরী কত- কলকাতা

    bb
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০০৯ | ৬২৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.254.213 | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৫২439901
  • আর ছুটি ম্যাম, নাড়ি ভুড়ি খাবার হিসেবে বেশ স্বীকৃত। সসেজ তো বানানো ই হয়, তা ছারাও কোলকাতার ই অনেক দোকানে পরোটার সাথে খাবার তরকারি বানায় ঐ দিয়ে। হেব্বি খেতে।
    আর মালের ছাট হিসেবে অসাধারন।
    'বিস্ময় আজো গেলো না আমার/স্বপ্নে এখন যৌথ Khmer' ...
  • Blank | 59.93.254.213 | ০৯ জানুয়ারি ২০১০ ০২:০০439902
  • *চাট
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ০৯:৪৪439903
  • সুপ্রভাত কোলকাতা।
    খেজুরি নিয়ে যদি আপত্তি থাকে তবে 'হ্যাজানো' শব্দটা ব্যবহার করতে পারি।
  • chhuti | 117.194.66.172 | ০৯ জানুয়ারি ২০১০ ১০:৪২439904
  • সরি ব্ল্যান্‌ক স্যার! অজ্ঞতার জন্য ক্ষমা চাইছি। কত কিছুই যে জানার রয়ে গেল বাকী! এম,স্যার তোর কাছ থেকেই শুধুমাত্র উত্তর আশা করেছিলেন।
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১০:৪৯439905
  • মুর্গির ভূনা পোটকলিজি তো অসাধারণ খেতে ,আরও ভালো লাগে যদি সাথে থাকে .........
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:২৫439906
  • @Bratin
    আমি কিন্তু এই গড় আগলাচ্ছি।
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:২৯439907
  • @Dipu
    নতুন ছবি পোস্ত করুন।
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৩১439908
  • মেলাটা যখন কোলকাতায় হচ্ছে, এই সুতোর মাধ্যমে অনুরোধ করাই যায়।
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৩২439909
  • * পোস্ট
  • Manish | 117.241.228.159 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৩৬439911
  • *Bratin
    অথচ সবার মেলায় ব্যস্ত থাকার কথা। সবাই ফাকি মারছে।
  • ranjan roy | 115.184.68.70 | ০৯ জানুয়ারি ২০১০ ১৯:৫৬439912
  • কেডিদাকে,
    আচ্ছা, স্নিগ্‌ধা বসু ( বেবি) ছিলেন শিবপুরে। আমার বন্ধুরা বলতো অ্যান্টিদি!
    SB মানে অ্যান্টিমনি, সেই সুবাদে।
    উনি কি আপনার জুনিয়র ছিলেন?
    প্রো আনারকলি চৌধুরি, মানে এসি চৌধুরি কি আপনাদের পড়িয়েছেন?
  • M | 59.93.193.70 | ০৯ জানুয়ারি ২০১০ ২৩:২৯439913
  • ছুটি,
    ইকিরে! তুই আমার বন্ধুক ই তো? হিঁক!!!!!!

    আর ব্ল্যাঙ্কোটা ওটা কি বলতে চাইলো? খামার না খমের? দ্বিতীয়টা হলে চাপ আছে বাপু।
  • kd | 59.93.254.119 | ১০ জানুয়ারি ২০১০ ০১:০৫439914
  • রঞ্জন, স্নিগ্‌ধা আমার আগের ব্যাচে ঢুকেছিলো, তারপর আমাদের সঙ্গে দু'বছর, তারপর আমাদের পরের ব্যাচে। মানে ও আমাদের সিনিয়র, ক্লাসমেট আর জুনিয়র, সব। এ'ছাড়া অনেকের দিল কা ধড়কন ইত্যাদি ইত্যাদি (আমার না কিন্তু, আমি তো ভালো ছেলে ছিলুম)।

    হ্যাঁ, আনারকলি, খানকি, লেগু, নাপিত সকলেই তো কী কী যেন ক্লাস নিতো আমাদের সময়ে। সেসব অবস্যই মনে নেই, তবে লেগুর মেয়েদের আর নাপিতের বউএর ভাইটাল্‌স ভালোই মনে আছে।

    (লেগু রিচার্ডসন আর খানকি পান্ডিয়ার সুপার ছিলো)
  • debu | 72.130.151.116 | ১০ জানুয়ারি ২০১০ ০৪:১৭439915
  • ক্রিং ক্রিং হেলও হেলো
    কি খবর বল
    অরে ভাই ভিষ্‌ন বেস্তো
    কেনো কি হোলো
    অরে দাদু তো হাসপাতালে
    ও আচ্ছা ত এতো হাইপ চলে্‌ছ কেনো দাদু কে নিয়ে?
    সেনচুরির জন্য?
    না রে ছুটি টা সোম বার হবে না শনি বার?
    ওপস যা ভিড় চলে্‌ছ সোনিআজি কে মানা কোরে দেওআ হলো
    কালকে দাদা আসবে ।।।
    ওর বন্ধু (partner) খান কি আসবে?
    জানিনা বস
    কাট
  • Nina | 68.45.145.174 | ১০ জানুয়ারি ২০১০ ০৪:৪৬439916
  • KD, রঞ্জন BE College শুনে আমার বর খুব excited তায় আবার অ্যান্টিদি ও বাকিসব নাম, তাই জানতে চাইছে তার ব্যাচের কোনো গুরুচন্ডাল কেউ আছে নাকি 73, batch, mechanical---আছে কি?

  • ranjan roy | 115.184.102.130 | ১০ জানুয়ারি ২০১০ ১৮:২৯439917
  • কেডিদা ও নিনা:
    আমি শিবপুরের না। ডিডির মত মৌলানায় অর্থনীতিতে '৬৭তে ঢুকেছিলাম। তারপর একটি মেয়ের প্রেমে পড়ে ড্রপ নিয়ে দীনবন্ধু এন্ড্রুজ কলেজে ম্যাথস্‌ নিয়ে মেয়েটির একক্লাস নীচে ভর্তি হলাম। আরও হ্যাটা খেলাম। তারপর ভাসতে ভাসতে ৩৬গড়ে ছ'বছর জুনিয়রদের সাথে পড়াশুনো করলাম। সে অন্য গল্প।
    কিন্তু কেডিদা,
    রজত সেন, আপনদের ও বেবিদির জুনিয়র, প্রেমে ব্যর্থ হয়ে শিবপুর থার্ড ইয়ারের পর ছেড়েদিয়ে মৌলানায় ইকনমিক্সে অ্যাডমিশন নিল। অ্যান্টিদির গল্প, প্রোফেসার শান্তিজীবন কে "" খানকিজীবন্ম বলা সব ওর থেকে শোনা।
    কেডিদা, সেসব কি দিন ছিল! আমার বা রজত সেনের মত ব্যর্থ প্রেমিক অলিতে গলিতে পাওয়া যেত।
    রজত সেন পরে নাকি ইকনমিক্সের জাঁদরেল অধ্যাপক হয়েছে। আমি হরিদাস পাল হয়েছি।
    আজকালকার ছোঁড়ারা পারবে প্রেমের জন্যে ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে?
    নিনা, ঈশান , অরিজিৎ এবং আরো অনেকেই বোধহয় শিবপুরের। বেশ বড় গ্রুপ। হয়তো তোমার বরের আশেপাশের ব্যাচ।
  • dd | 122.167.43.152 | ১০ জানুয়ারি ২০১০ ২০:৪৭439918
  • বউমা, বউমা,অ বৌমা।

    সেদিনে জিগায়েছিলে না আমাদের সময়কর পেমের কথা ? তো পড়ো রঞ্জনের পোস্টিং।

    কি গভীর ছিলো পেম। উ:। কেরিয়ার ফেরিয়ার জলাঞ্জলি তো নস্যি,পেমের জন্য লোকে আত্মহত্যাও করে ফেলতো ঘন ঘন।

    তোমাদের মতন ? "হলে তো ভালই, না হলে ও কিসসু না" টাইপের খেলো ব্যাপার ?
  • kd | 59.93.241.19 | ১০ জানুয়ারি ২০১০ ২২:১৭439919
  • রঞ্জন, ঈশান আর অরিজিত '৭৩এ বোধহয় হামাগুড়ি দিচ্ছে।

    ফাইনাল ইয়ারে আমার আর ত্বিশানপতির মধ্যে লর্ডসে ডুয়েল হয়েছিলো জুনিয়র একটি মেয়ের (গজদাঁত, উফ্‌:) পেছনে লাইন মারার ২১০ নম্বর পজিশনের জন্যে। শেষ পর্যন্ত আমি ২১১ নম্বরে।
  • ranjan roy | 115.184.123.108 | ১০ জানুয়ারি ২০১০ ২২:৩৩439920
  • আরে কেডিদা! ত্বিশানপতিমানে সেই দমদম সে¾ট্রাল জেলের ত্বিশানপতি দত্ত, হাওড়ার সিভিল ইঞ্জিনিয়ার?
    ওনার নাম শুনে বানানটা জিগ্যেস করায় কেউ বলতে পারেনি! আর নামের মানে কি?
    তবে আপনারও জবাব নেই!২১০নম্বরের জন্যে ডুয়েল! পারবে আজকালকার আইটি ওলারা?ওদের সার্ভার ফেল করেযাবে!
    আমি অবশ্য ডুয়েলের লাইনে নেই।
    মেয়েদের ব্যাপারে আমার আদর্শ ছিল--- ঘরে-বাইরের নিখিলেশ। আজকাল হুমায়ুন আহমেদের ""হিমুসায়েব''।
  • kd | 59.93.241.19 | ১০ জানুয়ারি ২০১০ ২২:৪৩439922
  • ঠিক। আমরা এক ব্যাচের। MS করতে ঢুকেছিলো - শুনেছি পরে নকশাল হয়ে যায় - আমি আম্রিকা যাওয়ার পর কোন কনট্যাক্ট নেই।
  • ranjan roy | 115.184.123.108 | ১০ জানুয়ারি ২০১০ ২২:৪৮439923
  • ডি: এইসব কোন একসময় কোলকাতা ও তার আশেপাশে ঘটেছে বলে এই সূতোয় যাচ্ছে। যে শহরে কোন গজদন্তশোভিতা গজগামিনীর লাইনে ২১০ নম্বরে স্থান পাওয়ার জন্যে ডুয়েল হয় সেই শহর কোলকাতা অবশ্যই সুন্দরীশ্রেষ্ঠা।
  • Du | 173.57.188.204 | ১০ জানুয়ারি ২০১০ ২৩:০৮439924
  • রঞ্জনদা, নিজেকে হরিদাস বলবেন না আর। দিদি বলেছেন - কে মাওবাদী, কে কিষাণ কে বিকাশ - সব হরিদাস
  • Bratin | 117.194.96.113 | ১০ জানুয়ারি ২০১০ ২৩:১১439925
  • ইয়ে, মেয়ে টি কোথাকার সেই ব্যাপার টা চেপে যাওয়া হচ্ছে...
  • debu | 72.130.151.116 | ১০ জানুয়ারি ২০১০ ২৩:১৩439926
  • come to kolkata
    http://vimeo.com/8647023
  • SB | 114.31.249.105 | ১১ জানুয়ারি ২০১০ ১৪:৫২439927
  • রঞ্জনদা, ১৭ তে হবে না, একটা বিরক্তিকর জায়গায় যাওয়ার আছে, সেখানে সেদিন সারাদিন কাটাতে হবে, উপায় নেই :-(

    চাকরের জীবন দাদা, বাঁধা পরে গেছি, মুক্তি যে কবে হবে .............

    ফোং ই-চিঠিতে পাঠান, কথা বলে নেব আপনার সাথে।
  • shrabani | 124.30.233.102 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:১৭439928
  • কাল আমার এক পরিচিতা চিড়িয়াখানায় গেছিল ছোটোবেলার পরে এই প্রথম। বাড়ি ফিরে ফোন করেছিল, কেন না ছোটোবেলায় আমরা দলবেঁধে যেতাম শীতের ছুটিতে মামাবাড়ি থেকে, ছোটর দল, এক বা দুই বড়র তঙ্কÄ¡বধানে। কমলা, ডিমসেদ্ধ, কেক আর সন্দেশ নিয়ে। ঘুরে ঘুরে শেষে এক জায়গায় রোদ্দুরে খবরের কাগজ পেতে খাওয়াদাওয়া, ছোটদের মিনি পিকনিক।

    চিড়িয়াখানা নাকি বদলায়নি, এখনো শীতের রবিবারে সেই ভীড়, সেই কাগজপাতা, কমলালেবুর গন্ধ, ডিমসেদ্ধর খোলা আর সেই নানান রঙীন নীল লাল হলুদ কমলা সোয়েটারে প্রজাপতির মত ঘুরে বেড়ানো কচিকাঁচার দল!

    কে বলে কলকাতা বদলেছে!
  • Arpan | 216.52.215.232 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:২০439929
  • চিড়িয়াখানায় এখনো খাবার নিয়ে লোকে ঢুকছে। বদলালেই ভালো হত।
  • Blank | 203.99.212.54 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:২৬439930
  • শুনলাম যে বন্ধ হয়ে গেছে খাবার নিয়ে ঢোকা
  • Arpan | 216.52.215.232 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:৩০439931
  • আমিও শুনেছিলাম এবং ভেবেছিলাম কিছু একটা অন্তত ভালো জিনিস হল। কিন্তু শুনলাম সে গুড়ে বালি। গত হপ্তায় আমাদের অফিসের এক পাব্লিক এক হপ্তার ছুটি কাটিয়ে এল। সে বলল কিছুই পাল্টায়নি। আরো বলল চিড়িয়াখানার অবস্থার বেশ খারাপ। সেও প্রায় একযুগ পরে গেছিল।
  • shrabani | 124.124.86.102 | ১১ জানুয়ারি ২০১০ ১৬:০৪439933
  • আমার সব শুনে যা মনে হল বদলায়নি, যাদের গিয়ে খারাপ লাগছে হয়ত তারা বদলেছে। এখনো এ¾ট্রী ফি (পাঁচ থেকে দশ হয়েছে) এমন যে এই একটা জায়গায় মাস যেতে পারে। এরকম জায়গা যারা শপিং মলে ঘোরে, মালটিপ্লেক্সে সিনেমা দেখে, তাদের ঠিক আর ভালো নাও লাগতে পারে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন