এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবু তুমি সুন্দরী কত- কলকাতা

    bb
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০০৯ | ৬২৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.186.233 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৩০439968
  • অক্ষের কথার পিঠে, আমাদের সময়ে আমরা ধর্মতলা থেকে কি একটা ট্রামে চড়তাম সেই জোকা অব্দি । সেইটাতেই বসে থাকতাম আবার ফিরে আসার জন্য। মাঝে খিদিরপুরের জ্যামে যত দাঁড়াত তত ভালো :)।
    হুঁ আজ ছেলে ছোকরাদের পকেটে অনেক টাকা তাই প্ল্যানেটরিয়াম দুজনে যেতে পারে। আমাদের সময়ে ছিল সস্তায় স্বাস্থ্যকর :)
  • ranjan roy | 115.184.58.165 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৩৫439969
  • এই অক্ষদা একেবারে যাতা!হুগলী হল রোম্যান্টিকপ্রেমের যায়গা। তাই নদীর পাড়, গির্জের ধার ইত্যাদি।
    কোলকাতায় তো রোম্যান্স কবে মরে গেছে!
    লিলিপুল? ভিক্টোরিয়া?
    মাইরি বলছি-- জলের ধারে পিঠেপিঠ লাগিয়ে দুটো জোড়া বসে আছে, কোন প্রাইভেসি নেই, কোন সৌন্দর্য্যবোধ নেই।
    আর চিড়িয়খানা? যেভাবে একজোড়া পাঁচিলে উঠে খামচাখামচি করছিল--- ঠিক ওখানের বাঁদর-বাঁদরীর মতন।
    তাই রমণীয় ""ভারত প্রেমকথা'' দেখতে হলে হুগলী যান। রাজবলহাটে, যেখানে আপনার সামনে ময়ূর পেখম তুলে সহজ হয়ে নাচবে।
  • ranjan roy | 115.184.58.165 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৩৮439970
  • এইসব লিলিপুল, চিড়িয়খানা দেখেই বুদ্ধদেব বসু তিতিবিরক্ত হয়ে লিখেচিলেন-
    "" চর্ম সাথে চর্মের ঘর্ষণ
    একমাত্র সুখ যাহাদের
    তাহারা কি বুঝিবে প্রেমের?''
    উনি জানতেন আসল প্রেম বোঝে সুধু হুগলী জেলা।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪২439971
  • চিড়িয়াখানায় বসে চর্ম ঘর্ষন খুব টাফ হবে। অনুভব করেছি, তাই বলছি।

    তবে ময়ুরের মত পেখম তুলে প্রেমও শক্ত ব্যপার।
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪৩439972
  • আর ট্রামে ড্রাইভারের সিটের পেছনের সিটে বসে চর্ম ঘর্ষণ করলে তো পাব্লিক তুলে হুগলী পৌঁছে দেবে!
  • m | 173.26.17.106 | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪৯439973
  • :))
    কোলকাতায় কোথায় নিরিবিলিতে চর্ম ঘর্ষণ করা যায় অক্ষ? প্ল্যানেটোরিয়াম বা সিনেমাহল বাদ দাও।

  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ০১:২৮439974
  • কোত্থাও না। একমাত্র আশা নিজেদের বাড়ি। তক্কে তক্কে থাক কবে কোন বিয়ে বাড়ি যেটা তুমি কাটালেও কাটাতে পার। কিম্বা বাবা অফিস, মা কোনো আত্মীয় বাড়ি, এই সব দুর্মূল্য সময়ের অপেক্ষায় কত যৌবন ...
    তবে এই ব্যপারে অমার একটা বিশাল সুবিধে ছিল, কিন্তু সেটা বলা যাবেনা। সব ফাঁস হয়ে যাবে।
  • ranjan roy | 115.184.70.31 | ১২ জানুয়ারি ২০১০ ০৫:৩২439975
  • চালাও পান্সী অক্ষ, লড়ে যাও।:))))))
    আবার মাঈমা ফিল্ডে নেমেছেন। শ্বশুরবাড়ির ওপর পুরো খার হুগলী জেলার ওপর তুলছেন? কোলকাতার মেয়ে বটেক।
    হুগলী জেলার থেকে বৌ আনলে এমন দুর্ভোগ হত না।
  • dipu | 59.164.191.233 | ১২ জানুয়ারি ২০১০ ০৭:১৫439976
  • দোতলা বাস ১৫ বছরের পুরোনো বলে তুলে দিয়েছে।
  • ranjan roy | 115.184.19.107 | ১২ জানুয়ারি ২০১০ ০৮:০৬439978
  • bb,
    আপনি ট্রামে প্রেমের যে বর্ণনা দিলেন সেটা আমার স্বপ্ন ছিল। কিন্তু ১৯বছর বয়সে কোলকাতা ছেড়ে ৩৬গড়ে আসতে হল। এখানে হুড্‌তোলা সাইকেল রিকশাই সম্বল। ধ্যেৎ, হুগলীর কথা বলতে গিয়ে---।
    তবে অক্ষ, খেয়াল করো। তোমার কোলকাতার স্কুল তোমায় বেড়াতে কোথায় নিয়ে গেল? সেই অগতির গতি হুগলী জেলার ব্যান্ডেলেই তো? কোলকাতার কোথও নিয়ে যায় নি কেন?
    না:, তুমি এবার হুগলীর পক্ষেই ভোট দাও।
    আর ব্যান্ডেল শুনলেই কেমন প্যান্ডেল, হ্যান্ডেল, স্যান্ডেল মনে আসে না?
  • a x | 75.53.204.181 | ১২ জানুয়ারি ২০১০ ১৩:৩১439979
  • কোলকাতার প্রচুউউর জায়গায় নিয়ে গেছিল তো। তারপর হলদিয়া, ফলতা, ব্যান্ডেল এইসব।
  • kc | 213.132.250.2 | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৪439980
  • কলকাতায় প্রোলেটারিয়েটদের সবথেকে ভাল প্রেম করার জায়গা হল শিয়ালদা স্টেশন। আমি যেতাম যদুপুর থেকে, আর তিনি আসতেন এমজি রোডের হোস্টেল থেকে, দুটো প্ল্যাটফর্ম টিকিট কিনে চার নং প্ল্যাটফর্মের একটা সিট দখল করতাম। হাতের কাছেই টয়লেট, জল এবং কিছুমিছু। এক রবিবারে হায়েস্ট আট ঘন্টা কাটিয়েছিলাম। চর্ম ঘর্ষনের চান্স ছিলনা, কিন্তু হাত ধরাধরি করলে লোকে কিছু বলত না। বড় ভালো দিন ছিল সে সব।
  • de | 59.163.30.5 | ১২ জানুয়ারি ২০১০ ১৬:১২439981
  • আ-আ-আ-আ-আ-ট ঘন্টা!!! প্রেম করে??? উ: পায়ের ধুলো দিন! আমি ঘুমানো ছাড়া আর কিছু অতক্ষণ ধরে কত্তে পারিনা!

    আর হাতে কি চর্ম নেই নাকি?
  • phaajil | 121.241.218.132 | ১২ জানুয়ারি ২০১০ ১৯:১৯439982
  • চর্মঘর্ষন ও কি আ-আ-আ-ট ঘন্টা ধরে করা যায় ? ;-)
  • Samik | 219.64.11.35 | ১২ জানুয়ারি ২০১০ ১৯:৫৯439983
  • এজ্জন্য হুগলি আইডিয়াল। চুঁচড়োয় প্রেমনগরের মাঠ। আদর্শ জায়গা।
  • kd | 59.93.203.62 | ১৩ জানুয়ারি ২০১০ ১১:৪৮439984
  • লর্ডস রিচার্ডসনের সামনে, যেমন ওভাল উল্ফি/হিটনের সামনে। আগে সাহেবদের কলেজ ছিলো তো, তাই :)

    লর্ডসে ডুয়েলটা স্পেসিফিকালি আমাদের ব্যাচের ব্যাপার না ট্র্যাডিশন জানিনা তবে কোন একটা কারণ খুঁজে নিয়ে রাতে লেগে যেতো। একবার গণ-ডুয়েল হয়েছিলো মনে আছে কল্পনা আর পরভিন চৌধরি, কার ওপর ভগবানের বেশী আশীর্বাদ (সোজা-সাপটা বাংলা ছেড়ে সাহেবি সাংকেতিক ভাষা ব্যাভার করতে হ'লো) তাই নিয়ে - তারপর খোঁজা কলকাতায় কোথায় হচ্ছে তিন বছর আগে রিলিজ করা 'প্রফেসর' - দল বেঁধে গিয়ে দেখে সমস্যার সমাধান করা - মনে নেই সমাধানটা কী?
    :)

    সত্যি, আজকালকার ছেলেমেয়েদের তুলনায় বড়ই সরল ছিলুম আমরা।
  • lcm | 69.236.172.178 | ১৩ জানুয়ারি ২০১০ ১২:৩০439985
  • আড়াই তলা - এল৯, ৫, ৬, ১২ডি... --- ভীড় বাস, সে এক দেখার জিনিস ছিল। অফিস টাইমে পুরো স্ট্রাকচারটা সাংঘাতিক রকমের হেলে প্রায় শুয়ে পড়ার মতন অবস্থায়, কিন্তু মুভ করছে... এক বার চড়লে সেন্টার অফ্‌ গ্র্যাভিটি-র ফান্ডা ক্লিয়ার... একদম পেছনে দোতালার ওঠার দরজার কাঠের পাদানির শেষ প্রান্ত রাস্তার সারফেস্‌ থেকে বড়জোর ইঞ্চি দশেক ওপরে দুলতে দুলতে যাচ্ছে... এক তলার ভেতরে আবার মিনি একতলা/দোতলা, যেখানে দোতালায় শুধু বসা যায় - সেটা নাকি বই পড়ার পক্ষে আদর্শ জায়গা, নিরিবিলি... আর, ওপরের তলায় যে কজন বসে আছেন, প্রায় তত জনই সিঁড়িতে দাড়িয়ে... পেছনের পাদানিতে যারা আছেন তাদের অর্ধেক জন বাস পুরো থামার আগেই নেমে যান... আবার চলতে শুরু করলে একটু পরে উঠে পরেন... মাঝে মধ্যে বিশাল বপু বাহন প্রমাণ সাইজের ভস্‌ করে আওয়াজ দিয়ে ঢেকুর তুলে সামনের ট্যাক্সিকে ঘাবড়ে দিত, সাথে ধোঁয়া.... যখন নাইনটি ডিগ্রী টার্ন নিত, তখন ড্রাইভারের খোপটা কিরকম বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মনে হত... জেনারেলি এর ড্রাইভাররা খুবই নিরীহ টাইপের রোগাপাতলা লোক হতেন, সরু গোঁফ... পাঞ্জাবী ট্রাক ড্রাইভারদের মতন সম্ভ্রম জাগানো ছাতি বা গোঁফ থাকত না...

    কলকাতার দোতালা বাস - এক অদ্ভুত স্মৃতি। আর, দোতালায় একদম সামনের দু জোড়া সিট - ঐ আসন-এর জন্য টার্মিনাস থেকে লাইন দিয়ে একটা বাস ছেড়ে পরের বাসের অপেক্ষা করতে পিছপা হত না জনগণ।
  • ranjan roy | 115.184.79.37 | ১৩ জানুয়ারি ২০১০ ২১:০৬439986
  • কেডিদা, পায়ের ধূলো দিন। আমাদের সময়ের হিসেবে কি সঠিক এক্স্‌প্রেশন! ""কার ওপরে ভগবানের আশীর্বাদ বেশি''।
    এমন ইডিয়মেটিক বাংলা শেখার জন্যে আপনার কাছে ক্লাস করবো।
  • ranjan roy | 115.184.79.37 | ১৩ জানুয়ারি ২০১০ ২১:২২439987
  • স্মৃতিমেদুর হয়ে বসে আছি। কারণ, পরশু তিলোত্তমা কোলকাতার জন্যে ট্রেন ধরবো। যদিও ম্যাগ ফেয়ার শেষ হয়ে যাবে।
    মনে পড়ছে গার্লস স্কুলে পার্কসার্কাসে পড়ি, ক্লাস ফোর। আমার বন্ধু সমর্পণের বোন ভর্তি হল--- সমর্পিতা। প্রথম দিনেই আমি কাৎ। মার্বেলের মত চকচকে চোখ, পেপসোডেন্ট হাসি। আমাকে একটা প্যারডি গান শেখালো।
    "" গুনি আমি গুনি, সেই দিন গুনি।
    কবে হবে মোর সহধর্মিণী।""

    দ্বিতীয় অন্তরা ফাটাফাটি।

    ""তোমার বাবাকে তুমি বুঝিয়ে বলো,
    বেকার হলেও আমি ছেলেটি ভালো,
    প্রেম করে আমিতো গো কেটে পড়িনি।''
    শেষ পংক্তিটি আমার রহস্যময় এবং অনেস্ট লাগলো।
    বাড়ি ফিরে চেঁচিয়ে গাইতে লাগলাম।
    ছোটকাকা কানে মোচড় দিয়ে বল্লো-- এইসব ফালতু গান পিক আপ করলে তোর স্কুল যাওয়া বন্ধ।

    হায়ার সেকন্ডারি পরীক্ষার পর প্রেসিডেন্সি, যদুপুর ইত্যাদির অ্যাডমিশন ফর্ম নিয়ে দোতলা বাসে করে ফিরছি দেখি ভাইবোন সমর্পণ-সমর্পিতা। সমর্পণ চিনতে পারলো। খোঁজখবর দেয়া নেয়া হল। বল্লো -এই আমার বোন সমর্পিতা। তোর সঙ্গে পড়েছে।
    ত সেই চুলবুলে বাচ্চা মেয়ে ততদিনে "" তন্বী শ্যামা শিখরিদশনা পক্কবিম্বাধরোষ্ঠী। মধ্যে ক্ষেমা--''
    থাকগে, বুড়ো বয়সে ক্যাল খেতে চাইনে।
    তাসে মেয়ে আমার সঙ্গে আর কথা বলে?
    অপাঙ্গে --, না যাকগে।
    "" কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে?''
    এই তো কোলকাতা!
  • Arpan | 112.133.206.20 | ১৩ জানুয়ারি ২০১০ ২১:৪১439989
  • সেইসব ভিলেন ছোটকাকা আর নাই গো এই কলকাতায়।
  • Du | 65.124.26.7 | ১৪ জানুয়ারি ২০১০ ০০:১৬439990
  • ভিলেন বা ভালো, ছোটকাকা পোস্টটারই অবলুপ্তি ঘটতে চলেছে আর এক জেনারেশনে
  • Manish | 117.241.228.164 | ১৪ জানুয়ারি ২০১০ ০৯:৫৬439991
  • সুপ্রভাত বৃষ্টিস্নাত কোলকাতা
  • de | 59.163.30.5 | ১৪ জানুয়ারি ২০১০ ১২:২২439992
  • বৃষ্টি কখন হলো?
  • Manish | 117.241.228.164 | ১৪ জানুয়ারি ২০১০ ১৩:৩৫439993
  • গতকাল যে টিভিতে দেখালো সন্ধের সময় বৃষ্টি হচ্ছে আর ছাতা মাথায় জনগন হাটছে।
  • de | 59.163.30.5 | ১৪ জানুয়ারি ২০১০ ১৪:২৫439994
  • ও! টিভি দেখি নাই!
  • Manish | 117.241.229.18 | ১৫ জানুয়ারি ২০১০ ১০:২৪439995
  • সুপ্রভাত কোলকাতা
  • Manish | 117.241.228.96 | ১৮ জানুয়ারি ২০১০ ০৯:৫৫439996
  • সুপ্রভাত শোকস্তব্ধ কোলকাতা।
  • Manish | 117.241.228.226 | ১৯ জানুয়ারি ২০১০ ১০:১৯439997
  • সুপ্রভাত কোলকাতা।
    Ranjan Babu,
    Minutes of Rendezvous কোথায়?
  • Samik | 122.162.75.191 | ১৯ জানুয়ারি ২০১০ ১০:৩৫439998
  • সুপ্রভাত স্প্যামিংয়ে ভরা কলকাতা :-)
  • ranjan roy | 115.117.219.219 | ১৯ জানুয়ারি ২০১০ ১৫:০৯440000
  • মনীশ,
    ও তো ভার্চুয়াল ভাটের টইয়ে আছে।
    আর আমি বাবু নই, স্বভাবেই চাকর, পারফেক্ট ল্যালা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন