এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৮৩৭২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 122.252.231.10 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৮440421
  • কাল ছুটি ছিল। গাড়ি করে একটু বেড়াতে যাওয়া হয়েছিল। অনেকটা যাবার পরে এমন জায়গা এল যেখানে দারুণ ফাঁকা রাস্তা, রাস্তার দুধারের বড় বড় গাছ আর গাছের নুইয়ে পড়া ডাল ভরে আছে থোকা থোকা ফুলে। এমন সুন্দর দৃশ্য তো শুধু চোখ ভরে দেখারই নয়, সময়ে সময়ে তা গভীর অর্থবাহী কথোপকথনেরও জন্ম দেয়। যেমন :

    পিতা - রাস্তাটা কী সুন্দর! না রে?

    কন্যা - হ্যাঁ, অনেক ফুল উঠেছে।
  • ppn | 122.252.231.10 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬440422
  • - ওটা কী গাইছ?

    - আয় খুকু আয়! আ-আ-আ-য় খুকু আয়!

    - আরিব্বাস, এইটা কোথায় শুনলি?

    - কেন ওই যে টিভিতে সেদিন দিদিটা গাইছিল

    - যা-তা তো! খুকু মানে কী জানিস?

    - না তো। জানি না তো!

    - খুকু মানে হল ছোট্টো মেয়ে। তোর মত।

    - গার্ল?

    - হ্যাঁ, গার্ল।

    (কিছুক্ষণ নীরবতার পরে)

    - বাবা, তুমি খোকাবাবু মানে জানো?

    - না তো! খোকাবাবু মানে কী রে!

    - মা হচ্ছে খোকাবাবু।

    - অ্যাঁ! খোকাবাবু মানে মা!! কে বলেছে এইসব?

    - আমি জানি তো। (জুতোর র‌্যাকের দিকে দেখিয়ে) যাদের রেড কালারের শু থাকে তারা সবাই খোকাবাবু।
  • Du | 14.99.57.207 | ০২ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩২440423
  • :D :D
  • pi | 72.83.92.218 | ১০ সেপ্টেম্বর ২০১১ ২০:২২440424
  • ওদিকে সরভাজা নাকি সারাদিন কাব্লি কাব্লি বলে চলেছে ! :)

  • pi | 72.83.92.218 | ১০ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪440425
  • খুকু তো খোকাবাবুটা যা-তা দিয়েছে ! :)
  • pi | 72.83.92.218 | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৪440426
  • আমার তিন বছুরে দেওরপোর সাথে এবার গিয়ে অনেক ফাংশন করে এলাম। সন্ধেবেলা লোডশেডিং হলেই আমাদের প্রোগ্রাম শুরু হত।
    রুবানবাবুর রুল হচ্ছে, সবাইকেই পারফর্ম করতে হবে। কিন্তু যখন যে যা করবে, তার ঘোষণা অন্যজনকে করতে হবে। আর প্রত্যেকটি পারফর্মেন্সের পরেই প্রাইজ দিতে হবে। সে বোরোলিনের টিউবই হোক কি পেনের ঢাকনা।
    ও হ্যাঁ, হাতে মাইকও থাকতে হবে। সে বোরোলিনের টিউবই হোক, কি পেনের ঢাকনা।
    তাই সই।
    আমরা তো তাঁর বেলায় ঘোষণা করে দিলাম, এবার আপনাদের ছড়া শোনাচ্ছেন শৌর্য ভৌমিক কি এবার নাচ দেখাবেন শ্রীমান রুবান।
    হাততালি দিলাম। বোরোলিন দিলাম।
    তো আমার বেলায় ঘোষণার পালা তাঁর।
    বোরোলিনের টিউব হাতে তিনি ঘোষণা করলেন, এবার গান শোনাতে আসছে, জে-ম্মা ভৌ-মি-ক !
  • PM | 86.96.226.86 | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৪440427
  • এইটা ঠিক এই টই-তে আসার কথা নয়। নির্মল আনন্দের টই তে যাবার কথা। কিন্তু ঐ টইটা খুজে পেলাম না। পুরনো টই খোঁজার কোনো সহজ উপায় আছে কি ?

    যাই হোক বেশ শিশুসুলভ মজা বলে এখানেই বলছি

    আজ সকালে এসেই দেখি আমার project team এর কাছ থেকে একটা মেল এসেছে । টিম-এ একজন-ও বাঙালী নেই। কিছু দেশি ছেলে মেয়ে আছে। মেল-টা পুরো বাঙলা script-এ লেখা!!!!
    " তাই আপনাকে আনন্দের জন্মদিন..... অনেক অনেক দিনের আনন্দের প্রত্যাবর্তন"

    মেলটা পেয়ে বেজায় চমকে গেছিলাম.... পরে ভেবে বুঝলাম এটা Its your birthday, many many happy returns of the day এর গুগুল- কৃত বাঙলা অনুবাদ :)
  • ppn | 112.133.206.22 | ১১ অক্টোবর ২০১১ ২১:২১440428
  • লক্ষ্মীপুজোর সন্ধেয় দিদিমার পাঁচালি পাঠ শুনে শিশুটির কণ্ঠে তার অনুরণন:

    "ক্যাশোগো মা লক্ষ্মী, বসো গো ঘরে'!
  • pi | 128.231.22.133 | ১১ অক্টোবর ২০১১ ২১:২৬440429
  • লক্ষ্মীর সাথে ক্যাশের সম্পক্কো বুঝে ফেলেছে , যা তা তো ! :)
  • siki | 141.0.9.208 | ১১ অক্টোবর ২০১১ ২৩:৫১440432
  • PMkehappybirthday
  • maximin | 59.93.246.182 | ১২ অক্টোবর ২০১১ ০১:২১440433
  • একজনদের বাড়িতে গিয়েছিলাম। দরজা খোলাই ছিল, যার বাড়ি তার ছেলেটি বাইরেই দাঁড়িয়েছিল। বললাম বাবাকে বলো অমুক এসেছে। ভেতরে গিয়ে বলেছে বাবা ঐ এসেছে। কে এসেছে? একটু ভেবে উত্তর -- আমি।
  • maximin | 59.93.246.182 | ১২ অক্টোবর ২০১১ ০১:২৬440434
  • অতিথি তার namesake.
  • Tim | 198.82.23.156 | ১২ অক্টোবর ২০১১ ০১:৩২440435
  • সবকটাই ব্যাপক। :-)
  • rimi | 168.26.205.19 | ১৯ অক্টোবর ২০১১ ২১:৫৮440436
  • সাম্পানের একটা ছোট্টো খেলনা ট্যাক্সি হারিয়ে গেছে দুদিন আগে। গতকাল ঘরের মধ্যে একটা ভাঁজ করা কাগজ কুড়িয়ে পেলাম, সযত্নে স্টেপলার দিয়ে আটকানো। উপরে লেখা For taxi। স্টেপলার খুলে দেখি ভিতরে একটা বিরাট হার্ট চিহ্ন আঁকা, হার্টের ভিতরে লেখা Love taxi, আর নিচে আরো অনেকগুলো ছোটো হার্ট আঁকা। তার নিচে লেখা, Come back soon. We cannot find you. We miss you.

    আমি জানতে চাইলাম, weটা কারা কারা। সাম্পান বল্ল, "আমি আর ওর বন্ধুরা", বলে মেঝেতে সারি দিয়ে রাখা অন্য গাড়িগুলোকে দেখিয়ে দিল।
  • Tim | 198.82.17.199 | ১৯ অক্টোবর ২০১১ ২২:০০440437
  • :-))
  • pi | 72.83.90.203 | ১৯ অক্টোবর ২০১১ ২২:১২440438
  • :))
  • Netai | 121.241.98.225 | ২১ অক্টোবর ২০১১ ১৫:৪৪440439
  • আমার ভাগ্নি। এখন অনেক বড় হয়ে গেছে। ডিসেম্বর ২৪ এ দুবছরের হবে। হাতি, আপেল এসব বলতে শিখে গেছে অনেক দিন হল। এখন হিপোপটেমাস বলতে বললেই বলে হিপো-পতেমাস। ময়নাপাখীর মত। বলে খিলখিল করে হাসে।
    একদিন, ব্লক নিয়ে খেলতে খেলতে মুখ তুলে দেখে চারপাশে আমরা সবাই। এক একজনকে ধরে ধরে আঙুল দেখিয়ে বলে- এইটা বড়মামা, এইটা ছোটমামা, এইটা দিদা, এইটা দাদু, এইটা মা। তারপর নিজের দিকে আঙুল দেখিয়ে - আর এইটা সন্টু। সন্টু বাঙালী। ভাত তরকারি খেতে খেতে মাঝেমাঝেই বায়না ধরে- সন্টু মাছ খাবে সন্টুকে মাছ দাও।

    সন্টুর মা সন্টুকে বললো - সন্টু বল, আমি তোমার ময়নাপাখী। সন্টু তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে- মা, আমি তোমার ময়নাপাখী। বলে মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসে।
  • pharida | 61.16.232.26 | ২১ অক্টোবর ২০১১ ১৬:২৯440440
  • রিমি, বুঝলাম সাম্পানরা প্রায় একই রকমের হয়:))

    নিতাই, মজাদার।
  • kiki | 59.93.217.114 | ২৯ অক্টোবর ২০১১ ১৮:৩৮440441




  • পটকা গান।:P
  • Nina | 69.141.168.183 | ২৯ অক্টোবর ২০১১ ২৩:৩৯440443
  • সুপ্পার-ডুপ্পার :-)
    পটকা ফাটায়ে দেস্যে !
    মুখটা চেনা চেনা লগল--তাপ্পর বুইলাম পিসির মতন মুখটা :-)
  • ppn | 112.133.206.18 | ২৯ অক্টোবর ২০১১ ২৩:৫৮440444
  • বাবার মুখের একদিনের কাঁচাপাকা দাড়ি দেখে শিশুটির মন্তব্য - "বাবা, তোমার দাড়িতে গ্লিটার্স লেগে আছে'।
  • kc | 178.61.96.29 | ৩০ অক্টোবর ২০১১ ০০:১১440445
  • :-)))
  • dukhe | 122.160.114.85 | ০৯ নভেম্বর ২০১১ ১৪:২১440446
  • - কাকাও ক দিয়ে শুরু, কাকও ক দিয়ে শুরু, তাই না বাবা ?
    - হ্যাঁ, ঠিক বলেছিস তো ।
    - আর মুখ কী দিয়ে শুরু ? ক দিয়ে ?
    - না, ক তো নেই । মু কী দিয়ে হয় ?
    - ম ?
    - হ্যাঁ, ভেরি গুড ।
    - আর হাত ? ত দিয়ে ?
    - উঁহু - ত তো শেষে, শুরুতে হা না ?
    - তাহলে ? আ দিয়ে ?
    - না । হ দিয়ে শুরু ।
    - ও । (পজ) আর অন্য হাতটা ?

  • Bratin | 122.248.183.1 | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৩৪440447
  • :-))

    আমার ২ বছরের ভাগ্নী তিন্নি।খুব দুরন্ত।

    ১। প্রচন্ড বদমাইসি করছে বোন আর থাকতে না পেরে বলল

    বোন: এবারে তোমাকে ও ই লাঠি টা করে ঠেঙাবো

    তিন্নি: তাহলে আমি ভেঙে যাবো তো!!

    ২। সেদিন বোনের বাড়ি থেকে বেরোচ্ছি। তিনি ও যথারীতি বায়না ধরেছেন আমার সঙ্গে যাবেন। তা সঙ্গে সঙ্গে জামা জুতো পরে রেডি। হঠাং আমার জল তেষ্টা পেয়েছে। বোন দিল।জল খাচ্ছি।

    এমন সময় পেছন থেকে ' জল কে খায় কে খায়, অ্যাই অ্যাই ম্যাও পুষি টা আসছে, খেয়ে নাও খেয়ে নাও'
  • siki | 123.242.248.130 | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৫৮440448
  • সেদিন পিবির বাড়িতে এক ভদ্রলোক এসেছিলেন, নাটকের দল চালান, নাটক করেন সস্ত্রীক, সঙ্গে একটা দেড় বছরের বাচ্চা। এসে সাঁঝের সাথে আলাপ হয়ে ইস্তক তাকে "আমন' বলে ডাকছে। ব্যাপার কী? না ওদের বাড়ির পাশে ওর এক বন্ধু আছে, তার নাম আমন, সেই থেকে যার সাথেই ফ্রেন্ডশিপ হয়, সে-ই ওর "আমন' হয়ে যায়।
  • Bratin | 122.248.183.1 | ০৯ নভেম্বর ২০১১ ১৫:৩৭440449
  • আপিসে ফ্লু র ইনঞ্জেশন দিচ্ছে। নিয়ে এলাম।
  • ppn | 216.52.215.232 | ০৯ নভেম্বর ২০১১ ১৬:০৫440450
  • বাচ্চাদের দিচ্ছে বুঝি!
  • m | 117.194.38.231 | ০৯ নভেম্বর ২০১১ ১৬:১৫440451
  • টিনটিন স্কুলে বাংলা ক্লাশে কবিতা রচনা করেছেন,

    অরু
    ঐ দেখো একটা গোরু
    গোরুকই,এতো মরু
    দেখে্‌ছানা নেই কোনো তরু।

    বানাম অবিকৃত।
  • dd | 124.247.203.12 | ০৯ নভেম্বর ২০১১ ১৬:২০440452
  • ফাটাফাতি তো।
    অবশ্য না হবার কারন ও নেই। জেনেটিকালি স্ট্রং, গোরুর উপর যে কোনো সাহিত্য সৃষ্টিতে ।
  • Du | 117.194.203.174 | ০৯ নভেম্বর ২০১১ ১৭:৩১440454
  • এ তো গরুর রচনার চেয়েও যুগান্তকারী :)। অভাবনীয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন