এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৮৩৯৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • takaai | 139.124.3.100 | ০৬ জানুয়ারি ২০১২ ০৮:১২440488
  • ছোট বাচ্চাদের দুনিয়াটা অন্যরকম আর তাদেরকে মনে হয় বাস্তবের দিক থেকে approach না করাই ভাল। ম্যারেজ মানে হল রান্না বাটি খেলা। ভাই আর বোন তো একই বাড়িতে থাকে তাহলে তারা তো এমনিতেই প্রচুর খেলা করতে পারে। যদি খোকার এমন কোন খুকুর সাথে দোস্তি হয় যে সে একদম জীবনভর একসাথে রান্নাবাটি খেলবে তাকেই ম্যারি করা যায়।
  • Jay | 90.209.32.154 | ০৮ জানুয়ারি ২০১২ ১৬:২৯440489
  • জারার গল্প: আই মেট আ পিঙ্ক জেলি ফিস। ইন দি পিন্‌ঙ্‌ক সি। শি হ্যাজ লাভলি স্মাইল আন্ড ওয়ান আই আন্ড ওয়ান আইব্রো। আই হ্যাড পার্পল সুইমিং ট্রাঙ্ক। আই সেড হাই। শি সেড ডু লাইক টু প্লে উইথ মি? হার নেম ইজ কেইটি। শি ওয়াজ জিঙ্গলিং জ্যাঙ্গলিং। শি হ্যাড আ পিঙ্ক টয়বক্স। উই প্লেড টেন্ট- টেন্ট। উই এট স্ট্রবেরী এন্ড পিৎজা এন্ড পেয়ার। আই সেড বাই। শি সেড বাই বাই।

    (জারা: তিন বছর ৯ মাস)
  • r2h | 198.175.62.19 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৪440490
  • রাত বিষয়ক ছড়ায় মায়ের পছন্দ চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আর বাবার পছন্দ বিদঘুটে রাত্তিরে ঘুটঘুটে ফাঁকা। শিশুটি দুজনেরই মন রাখতে চায়, সে বলে- "ঘুটঘুটেছে ফুল ফুটেছে...' ইত্যাদি।
  • aka | 168.26.215.13 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৫440491
  • :)
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৮440492
  • হুতো :-)) আরো আরো?
  • Tim | 198.82.27.250 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:০১440493
  • :-)))
  • Lama | 117.194.247.243 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১440494
  • শিশুটির পিতা এককালে "রবীন্দ্রনাকুড়ের তালগাছ" আবৃত্তি করতেন, আবছা মনে পড়ছে যেন- অনেকটা সেইরকমই ব্যাপারটা
  • byaang | 122.178.243.231 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৩440495
  • হ্যাহ্যাহ্যা
  • r2h | 198.175.62.19 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩০440496
  • :D
  • Tim | 198.82.27.250 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩২440498
  • :-))))
  • aranya | 144.160.226.53 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৫440499
  • ঘুটঘুটেছে .. শুনে প্রভূত আনন্দ পাইলাম।
    ঠাকুর to নাকুড় শুনেও :-)
  • pi | 128.231.22.249 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৭440500
  • দুই শিশুর টকই ভারি মিষ্টি :)
  • S | 99.26.200.89 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২৪440501
  • শিশুর কি চাপ - ডিপ্লোম্যাটিক ছড়া বলে দুপক্ষকে শান্ত করতে হচ্ছে।
  • kd | 59.93.201.12 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৩440502
  • আমার ছেলে (বছর দু'য়েক বয়স তখন মনে হয়):
    এই তোর বাবার নাম কী রে? নাম পদবী কারেক্ট।
    মার নাম? আবার কারেক্ট।
    তোর দাদাইএর নাম কী রে?
    বি--ভু--তি----ভী--ষণভালোছেলে।
    মনাইএর নাম?
    দু--গ্গা--রা--নী নম নম নম নম।
  • kk | 107.3.243.18 | ১৫ মার্চ ২০১২ ২২:৫৭440503
  • দেশে আমাদের পরিবারে একজন ক্ষুদে ভদ্রলোক আছেন। জিতসোম চট্টোপাধ্যায়। বয়স চার। জিতসোম গান খুবই ভালোবাসেন। যেখানে যাই গান শোনা যাক না কেন তিনি সেটি তুলতে এবং নিজে গাইতে পছন্দ করেন। সেদিন বিকেলে আকাশ কালো করে প্রচন্ড ঝড় এসেছে। জিতসোমের বাবা মনের আনন্দে গান ধরেছেন ''.... আসিছে প্রলয় ভয়ংকরো....''। খানিক পরে শোনা গেলো জিতসোম জানলার ওপর বসে খুব আবেগ দিয়ে গাইছেন '' আসিছে পোলাউ গরম গরম''।

    ছোটমাসী অনেকদিন পর বাড়ি এসেছে, দিদাকে জড়িয়ে ধরে আদর করছে। তাই দেখে জিতসোমের রাগ ধরে গেলো। দিদা শুধু তারই সম্পত্তি সেটা কে না জানে? সে রেগে মেগে ছোটামাসীকে 'ঐ ঘরে যাও, এক্ষুণি যাও' বলে দিলো। দিদা বলেন 'অমনি বলতে নেই বাবু, আমি তো লাল্লার (জিতসোম ছোটমাসীকে এই নামেই ডাকে)মা, তাই আদর করছি। তোমার মা যেমন তোমাকে আদর করে'।
    -- 'তাহলে আমার মায়ের তুমি কে?

    -- 'তোমার মায়েরও আমি মা'।

    -- 'আর পিয়ার?' (পিয়া হলেন বড়মাসী)।

    -- 'হ্যাঁ, পিয়ারও মা।'

    এই অব্দি শুনে জিতসোম খুব চিন্তিত ভাবে জিজ্ঞেস করেন -- 'সব ঝাঁকড়াচুলোদেরই তুমি মা?'

  • aka | 168.26.215.13 | ১৫ মার্চ ২০১২ ২৩:০২440505
  • :)))
  • Tim | 198.82.29.146 | ১৫ মার্চ ২০১২ ২৩:০২440504
  • :-)))
  • pi | 128.231.22.249 | ১৫ মার্চ ২০১২ ২৩:০৫440506
  • :)
  • kk | 107.3.243.18 | ১৫ মার্চ ২০১২ ২৩:২৫440507
  • আরেকটু বাকি আছে, বলে নিয়ে চলে যাই।

    বিয়েবাড়িতে মা জিতসোমকে সুন্দর শেরোয়ানি পরিয়ে দিয়েছেন। সেই দেখে ঘরভর্তি তুতো মাসী আর মামীরা কলকল করে উঠেছে 'ওমা, তোরই তো সুন্দর বরের জামা রে, তুই আমাকে বিয়ে করবি?',' না না আমাকে করবি', 'না: আমাকেই বিয়ে করবি" ইত্যাদি। কিন্তু জিতসোম শুনেছে যে যাকে বিয়ে করা যায় তার সাথেই সারা জীবন থাকতে হতে পারে। সে মা'কে ছেড়ে অন্য কারুর সাথে কি করে থাকবে? কাজেই সবার প্রস্তাবই নাকচ হয়ে যায়। শেষ অব্দি মা ভেবেচিন্তে বলেন 'এক কাজ কর, তুই লাল্লাকে বিয়ে কর। তাহলে আমিও গিয়ে তোর সাথেই থাকবো'। খানিকক্ষণ ভাবনা চিন্তার পর জিতসোম বিয়েতে মত দিলেন। কিন্তু সেই সাথে বরপণের লম্বা লিস্টও জানিয়ে দিতে ভুললেন না। লিস্টটি অতি সরল -- মাত্র সাতটি ফ্যান, তার মধ্যে দুটিতে আলো লাগানো ও একটিতে সেন্সর থাকা বাধ্যামূলক,একটি ছোট্ট সাদারঙের সুইফ্‌ট গাড়ি, ও আটটি ব্যাটারিচালিত টুথব্রাশ। জিতসোম ফ্যান ও ব্যাটরি লাগানো খেলনা বিশেষ পছন্দ করেন, এবং আট হলো তাঁ জানা সবচেয়ে বড় বাংলা সংখ্যা। যাই হোক, তারপরে তিনি হবু বৌকে বলেন 'আমি তো রান্না করতে জানিনা। তুমিই বিয়ের সব নেমন্তন্ন রাঁধবে তো?' বিয়ের দিনে অত কিছু রাঁধতে হবে শুনে ছোটমাসী ঘাবড়ে গিয়ে মেনু জানতে চায়। জিতসোম উৎসাহের সঙ্গে জানান 'ভাত আর রুটি আর (চারদিকে তাকিয়ে) অল-আউটের মাংস'। অল-আউট খেয়ে সব অতিথিরা পটল তুললে পুলিশ এসে ধরে নিয়ে যাবে কিনা এই সম্ভাবনার কথা উঠতেই তিনি অত্যন্ত খুশি হয়ে বলেন 'পুলিশ মামাদেরকে ঐ পটলগুলো ভাজা করে খাইয়ে দিলেই আর ধরে নেবেনা। বুঝলে?'

    এই বয়সেই উৎকোচতঙ্কÄ শিখে যায় বাচ্চারা?
  • Tim | 198.82.29.146 | ১৫ মার্চ ২০১২ ২৩:৪৭440509
  • ভারতবর্ষের পুলুসের চরিত্র সম্পর্কে ইনফোগুনো জিনেই চলে গেছে। সাঁতার জানার মত। :-)
  • aka | 168.26.215.13 | ১৬ মার্চ ২০১২ ০০:১৪440510
  • ইভোলিউশন। :))
  • rimi | 168.26.205.19 | ১৬ মার্চ ২০১২ ০০:৫২440511
  • ওফ্‌ফ ব্যাপক!!! "আসিছে পোলাউ গরম গরম" পড়ে একেবারে হাচোচোজএগে :-))
  • SS | 99.120.125.223 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২১440512
  • ভাট থেকে কিছু শিশু এবং বড়দের টক এখানে তুলে রাখলাম.....
  • Ben Arfa | 99.120.125.223 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২৪440513
  • কাল মাইয়াটা দুকুরে খাওয়ার সময় তার ঠামা, দাদাইয়ের সঙ্গে বসে সুবর্ণলতা দেখছিলো - তখন সুবর্ণর মেয়ের বে হচ্ছে। তো গোল গোল চোখ করে সাজানো টাজানো দেখলো, দেখে বল্ল "আমার করে বিয়ে হবে?'

    তো তার ঠামা বলেছে - তোমারও হবে যখন তুমি বড় হবে।

    মাইয়া বলে (ঠামাকে) - তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে?

    ঠামার উত্তর - হ্যা,ঁ হয়ে গেছে তো।

    মাইয়া (নিজেকে দেখিয়ে) - কিন্তু তোমার এই মেয়েটার বিয়ে হয়নি তো।

    তারপর স্বগতোক্তি - আমি তো রোজ শুতে যাওয়ার সময় ভাবি কবে আমার বিয়ে হবে।

    শুনে মাইয়ার দাদার মন্তব্য - বিয়ে হলে তো বরকে খালি পা দেখাবে আর শাহুড়ি কিছু বললেই বলবে "কাট্টি'

    (প্রসঙ্গত: এই দুটো নতুন আমদানি হয়েছে, সর্বক্ষণ ঠ্যাং দেখাচ্ছে, আর যার সঙ্গে পারছে কাট্টি করছে)

    বছর ছয়-সাতেকের ছেলে আছে নাকি?
  • Nina | 12.149.39.84 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২৫440515
  • আমিও একটা না বলে পারছিনা
    আমাদের কবি রবাহুতোর জন্মদিনের পার্টি---কবিপত্নী সুতো রকমারি সুস্বাদু রান্নাবান্না করেছেন এবং শেষপাতে সেদিনকার চমক
    Fried Icecream --নিঁখুত নামিয়েছে মেয়েটা--আমরা বড়রা অবাক হয়ে হাপুস-হুপুস খাচ্ছি
    একটি ছোট্ট অতিথির চোখ-নাক কুঁচকে প্রতিবাদ'
    ন্না:! আমি পোড়া আইসক্রীম খাইনা "
    :-))
  • ppn | 99.120.125.223 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২৫440514
  • আমার মেয়েরও উড়ু উড়ু ভাব। প্রায়ই গায় "তেরি মেরি মেরি তেরি'। ছেলেটা কে জানতে হবে। স্কুলের একটা গ্রুপ ফটো দিয়েছে ভাবছি সেইখান থেকে শুরু করব।;-)
  • aka | 99.120.125.223 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২৬440516
  • বোঝো!!!

    তা ছেলের এখন স্পিং ব্রেক স্কুলে ফলে অন্য একটা ডেকেয়ারে যেতে হচ্ছে। জিজ্ঞেস করা হল সেখানে তার বেস্ট ফ্রেণ্ড কে?

    উত্তর - আলেক্সা, বাট আই অ্যাম নট ইন লাভ উইথ হার

    মানে ইন লাভ উইথ হার মানে কি?

    উত্তর - কিসি,ং কিসিং ইজ সো স্টিংকি।

    বাপ মায়ের চোখ কপালে, জিভ ঝুলে পড়ল, কাঁধ ঝুলে পড়ল ইত্যাদি ইত্যাদি।
  • Nina | 12.149.39.84 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:২৭440517
  • @আকা
    হে: হে:
    হে: শিখিল কি করিয় ভাবিতে হইবে
    সাবোধান!
  • ppn | 216.52.215.232 | ০৫ এপ্রিল ২০১২ ১৯:৩০440518
  • আগে ভাটে একবার লিখেছিলাম।

    ওই গানটা গাইবার সময় রোজ একবার মাকে মনে করিয়ে দেওয়া হয় - "তুমি মুশকিল মানে জানো?'

    মা: "না:, কী মানে?"

    শিশু: "এতবার বলি, তাও ভুলে যাও! মুশকিল মানে ডেঞ্জারাস'।
  • Ishan | 202.43.65.245 | ১৫ জুন ২০১২ ২২:৪০440520
  • আজ পুত্রের সঙ্গে পিতার কথোপকথন।

    -- বাবান, আজ আটটায় নায়াগ্রা ক্রস করাটা দেখবে তো?

    -- সেটা আবার কি?

    -- একটা লোক নায়াগ্রা ক্রস করবে। টিভিতে দেখাবে।

    -- কিকরে ক্রস করবে? হেলিকপ্টারে?

    -- নানা (বিরক্ত হয়ে), দড়ি দিয়ে।

    -- ও। দড়ির ব্রিজ বানিয়ে?

    -- উফ। একটা সিঙ্গল রোপ থাকবে। সেটা দিয়ে হেঁটে বেরোবে। খুব ডেঞ্জারাস।

    -- সে কি? একটা দড়ি? আর কিছু নেই?

    -- নাঃ। খুব ডেঞ্জারাস বললাম তো।

    -- পড়ে গেলে কি হবে?

    -- পড়ে গেলে? (অনেক চিন্তা করে, চিন্তিতমুখে) তখন অন্য কিছু দেখাবে নিশ্চয়ই। খেলা আগে শেষ হয়ে গেলে যেমন হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন