এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৮৩৯২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.167.112.17 | ২৩ জুলাই ২০১২ ১৭:০৬440555
  • টিনটিনবাবু, দারুন ভাল গেয়েছ তুমি।
  • Abhyu | 141.220.115.241 | ২৩ জুলাই ২০১২ ১৭:৪৫440556
  • সুন্দর গান।
  • san | 24.99.238.169 | ২৩ জুলাই ২০১২ ১৮:১৫440557
  • খুবই ভালো গেয়েছে। কিন্তু কী গম্ভীর পরিবেশ।
  • Abhyu | 141.220.115.241 | ২৩ জুলাই ২০১২ ১৮:১৯440558
  • তা ঐ রকম কঠিন গানের জন্যে গম্ভীর পরিবেশই তো দরকার!
  • pi | 82.83.90.116 | ২৮ জুলাই ২০১২ ২০:০৭440559
  • তুলে দিলাম।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০১:০২440560
  • সেদিন কী একটা কারণে দুজনে একটু হাসাহাসি হচ্ছিল, উনি সেটা ঠিক ধরতে পারেননি। অতঃপরে গাল ফুলিয়ে -

    "এত হাসির কী আছে! এইটা কি জোকস নাকি?"
  • bubli | 118.23.96.4 | ৩০ জুলাই ২০১২ ২১:৩৮440561
  • বাবা গাড়ী চালাচ্ছে, পিছনে বসে থাকা মেয়ের চিত্কার - বাপী এই রাস্তায় প্লিজ ঢুক না, লেখা আছে , "ডেড এন্ড"। আমরা সবাই এখনই মারা যাবো!
    --সত্য ঘটনা
  • গান্ধী | 213.110.243.22 | ৩১ জুলাই ২০১২ ১১:৩১440562
  • ঃ)
  • মিলা | 134.155.204.47 | ০১ আগস্ট ২০১২ ০৯:০৬440563
  • এক চেনা শিশুর দু একটা বাণী লিখে যাই

    জেঠতুত দাদার বিয়েতে নিতবর হয়ে গেছে, সবাই প্রচুর খাতির করেছে তাকে, দাদার সশুর এসে একবার কোলে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা একেবারে পছন্দ হয়নি, কিন্তু হবু বৌদি একবারও দেখতে এলোনা তাকে, খানিকক্ষণ পরে দাদাকে গিয়ে বলা হলো, 'বৌদি-টা বেশ লাজুক আছে তো, একবারও এলোনা'

    বিয়ে ব্যাপারটা তার দারুন ভালো লেগেছিল, তাকে বলা হলো, নিতকনে কে পছন্দ কিনা, তার প্রশ্ন বয়েস কত ওর, চার বছর শুনে বক্তব্য, এত ছোট চলবেনা, আমার মাকে-ই তো খাইয়ে দিতে হবে তাহলে

    বৌদির বয়েস নিয়ে ওর মনে সবসময় অনেক প্রশ্ন, বারবার জিজ্ঞেস করায় শাশুড়ি ব্যতিব্যস্ত হয়ে একবার বলেছিলেন, তোর চেয়ে ২-৩ বছরের বড়, শুনে বলল, দাদাভাই কিন্তু এটা অনুচিত কাজ করেছে, বালিকা বিবাহ অন্যায়, জানেনা?
  • Rit | 213.110.243.21 | ০২ আগস্ট ২০১২ ১৯:৩৮440565
  • আমার পিসতুতো বোন। বয়স এখন ৮। আমি ২ বছর আগের কথা বলছি। একদিন খুব জ্বালাতন করছিল। তখন পিসেমশাই রেগে মেগে বললেন ' তোকে নিয়ে আর পারা যাচ্ছে না, একটা ভাল ছেলে খুঁজি, বিয়ে দিয়ে দেবো। তখন বুঝবি!'

    সাথে সাথে জবাবঃ '১৮ র আগে আমার বিয়ে দিলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। সারা জীবন আন্দামানে কাটাতে হবে'।
  • sp | 86.116.65.19 | ০৩ আগস্ট ২০১২ ০৭:৪৯440566
  • শিশুটির বয়স আড়াই বছর। মায়ের সাথে খেলাচ্ছলে a ফর, b ফর ইত্যাদি চলছে শিশুও উত্তর দিয়ে যাছে। z অবধি হয়ে যাবার পর শিশুর প্রশ্ন "হোয়াট নেক্স্ট? "ঃ)
  • sosen | 126.203.207.60 | ০৫ আগস্ট ২০১২ ০০:২৫440567
  • এটাতে আর কেউ লিকচে না কেনে! ও আকা ও রিমি ও তুষটুর বাবা !
  • aka | 85.76.118.96 | ০৫ আগস্ট ২০১২ ০২:০৮440568
  • আর মনে হয় এখানে লেখা যাবে না।

    আজ ছেলের মায়ের ফেসবুকে তার প্রিস্কুলের বেস্ট ফ্রেণ্ড ক্যাথারিনের মা লিখেছে - 'টেল সাম্পান দ্যাট ক্যাথারিন মিসেস হিম এ লট'। সেসব শুনে ছেলে বলল - 'টেল হার টু গিভ হার নাম্বার সো দ্যাট আই ক্যান টক টু ক্যাথারিন'। তারপরে একটু থেমে বলল - 'মে বি শি উইল বি মাই ফার্স্ট গার্ল ফ্রেণ্ড, শি লাইকস মি সো মাচ'।

    হায় হায় ছেলেটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।
  • su | 82.83.90.116 | ০৫ আগস্ট ২০১২ ০৯:০৫440569
  • মেয়ে (দু বছর বয়স) চিৎকার করে বাবাকে ডাকছে" বাবা আমকে বকতে থাকো" !!

    বাবা-" কেন?"

    মেয়ে - "আমি দুষ্টুমি করছি"

    বাবা- " কি দুষ্টুমি করছো! আমি তো দেখিনি!"

    মেয়ে-" আমি সোফা'র উপর দাড়িয়ে দাড়িয়ে লাফাচ্ছি- এইজন্য!"

    এইরকম সততা'র পরে বকা যায় কি!
  • pi | 82.83.90.116 | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪৪440570
  • সেই কন্যা দেখি আজ আর্তস্বরে আমার কাছে আবেদন জানাচ্ছেন, আমাকে ব-ও-কো।
    কেন জানতে চাইলে উত্তর এলো,আমি খালি জুতো খুলে ফেলছি। আমাকে বকো। আমাকে ব-ও-কো।
    এত সততা সত্ত্বেও আমি অবশ্য তাকে বকে দিয়েছি।
  • Lama | 127.194.244.58 | ০৫ আগস্ট ২০১২ ১১:২৪440571
  • "জেঠু, তুমি বাদাম খাও?"

    "খাই।"

    "স্কুইরেল বাদাম খায়। জেঠু বাদাম খায়। জেঠু কাঠবিল্লি।"
  • Rit | 213.110.243.21 | ০৫ আগস্ট ২০১২ ১১:২৭440572
  • তাও ভালো। জেঠু লামা (ক্যাপ্টেন হ্যাডকের মুখে জল ছেটানো লামা) বলেনি।
  • siki | 12.50.51.186 | ০৫ আগস্ট ২০১২ ১৩:২৬440573
  • বড় হলে দার্শনিক হবেই হবে।
  • sosen | 126.203.183.225 | ০৫ আগস্ট ২০১২ ১৩:৩৬440574
  • এবং গুচ তে লিখবেই!
  • Ishan | 60.82.180.165 | ২১ আগস্ট ২০১২ ০৯:২২440576
  • এখানেও দিয়ে দিইঃ

    শোবার সময় কথাবার্তা।

    -- বাবান, বেবি কিকরে হয় জানো?
    -- মায়ের পেটে।
    -- হ্যাঁ, কিন্তু কিভাবে হয়?
    -- বলেছি তো আমি বায়োলজিতে কাঁচা।
    -- আমি জানি।
    -- বল শুনি।
    -- অনেকগুলো স্পার্ম থাকে। দশকুড়ি মিলিয়ন।
    -- (রুদ্ধশ্বাসে) ও।
    -- আর এগ থাকে একটা।
    -- (শ্বাস চেপে) ও।
    -- স্পার্মরা মিনিটে এক দুই মিলিমিটার এগোয়।
    -- মোটে?
    -- হ্যাঁ। মিনিটে কিন্তু।
    -- তারপর?

    এরপর আমার আর ঠিক মনে নেই। একটাই আধটা স্পার্ম ফার্টিলাইজ করতে পারে, বাকিরা পারেনা, এগ কখন এমব্রায়ো হয়, কখন ফ্যালোপিয়ান টিউবে আসে, কোন মাসে মানুষের মতো হয়, কখন নখ গজায়, কখন ফুল টার্ম প্রেগন্যান্সি হয়, এইসব চলল। আমার আর তখন কোনো বিস্ময় নেই। বরং স্বস্তি আছে। যাক জন্মরহস্য আর আমাকে ক্লিয়ার করতে হলনা।

    এমন সময় সব গল্প শেষ করে তিনি বললেন, -- কিন্তু স্পার্ম গুলো ফিমেল বডিতে আসে কিকরে? ( লাইব্রেরি থেকে শিশুপাঠ্য গাদা গাদা বই আসে জানি, কিন্তু শিশুপাঠ্য বলেই আসল জিনিসটা বোধহয় তাতে থাকেনা)।
    -- (নীরবতা)
    -- বিয়ে হলে এমনি এমনি নিশ্চয়ই চলে আসেনা। ওরা জানবে কিকরে।
    -- (নীরবতা)
    -- তাছাড়া বিয়ে না হলেও তো বেবি হয়। তুমিও নিশ্চয়ই ভাবছ কি করে হয়।
    -- (নীরবতা, কি বলব ভাবছি)
    -- ভেবোনা। আমি পড়ে তোমাকে পরে বলে দেব। তুমি তো বায়োলজি ভালো জানোনা।

    সেশ।
  • | 75.255.37.165 | ২১ আগস্ট ২০১২ ১০:২১440577
  • শিশু দু বছর |
    মায়ের টিপ শেষ তাই পেনসিল দিয়ে এঁকে নিয়েছে |
    বাবা ফিরতেই,
    বাবা বাবা, মা বাহা তিপ(টিপ) পরে|
    কী?
    তিপ (মাকে দেখিয়ে) বাহা পরে|
    কে বাহা?
    টিবি টিবি(টিভি)
  • siki | 12.50.47.36 | ২১ আগস্ট ২০১২ ১০:৫২440578
  • বাহা কি লেটেস ক্রেজ টাইএর কিছু? এনাকে ইউটিউবে দেখা যায়?
  • | 75.255.37.165 | ২১ আগস্ট ২০১২ ১১:২৯440579
  • ইস্টিকুটুম সিরিয়ালের চরিত্র, পেতেও পারেন ইউটিউবে
    |
  • Suhasini | 132.167.7.190 | ২১ আগস্ট ২০১২ ১৮:০২440580
  • আমার কুচোটা বলে "বিষ্টিকুটু" ঃ)
  • Lama | 127.194.228.247 | ২২ আগস্ট ২০১২ ০০:২২440581
  • "বাহা" নামটা আজকাল খুব শুনতে পাচ্ছি। সিরিয়ালের চরিত্র সেটা জানি। কিন্তু বড়দের সিরিয়ালের চরিত্র বাচ্চাদের মধ্যে এত জনপ্রিয় কি করে হল?

    এদিকে তুষ্টু উবাচঃ

    কাল ছিল কান খালি, আজ দুলে যায় ভরে।
    বল দেখি তুই বাবা, হয় সে কেমন করে?
  • মিষ্টিকুটুম | 122.133.206.23 | ২২ আগস্ট ২০১২ ০১:০০440582
  • বলেন আমার ঘরের কন্যেটি।
  • Ananya | 160.148.218.189 | ২২ আগস্ট ২০১২ ০১:১৫440583
  • ছেলে এর বয়স তিন বছর চার মাস, মা আর ছেলে এর কথোপকথনঃ
    মা, পুরো গ্লাস এর জল খেয়ে নেবে, জানো ডাক্তার বলেছে বেশি করে জল না খেলে শরীর খারাপ হয়ে যায়।
    ছেলে এর গম্ভীর উত্তর এখানের ডাক্তার রা বাঙ্গলা তে কথা বলেনা।
    মা এর পুরো ভ্যাবাচাকা অবস্থা।
  • | 24.96.52.106 | ২২ আগস্ট ২০১২ ০৮:১৬440584
  • :-))) ঈশানের গল্পে 'ভেবো না আমি পড়ে তোমাকে বলে দেব'টা বেস্ট। :-))
  • aka | 85.76.118.96 | ২২ আগস্ট ২০১২ ০৮:১৮440585
  • ঈশান এই বইগুলোর নাম কি? আমাদের লাইব্রেরিতে ছোটদের জীবন বিজ্ঞান সেকশনে দেখতে পাচ্ছি না।
  • Ishan | 60.82.180.165 | ২২ আগস্ট ২০১২ ০৮:৪৬440587
  • ওই জঙ্গলে এখন কে ঢুকবে। কাল বলে দেবো। চোখের সামনে একটা বই দেখছি Wow Human Body, কিন্তু সেটা মনে হয় লাইব্রেরির না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন