এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৮৩৬৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.215.135 | ০৪ নভেম্বর ২০১০ ০০:৩৯440255
  • :-)))
    সাম্পান ছোটোবেলায় বলত "ইউ উইল পুড় ইন মাই টামি", অর্থাৎ আমার টামিতে ঢুকলে তুমি পুড়ে যাবে।
  • Samik | 122.162.75.184 | ০৫ নভেম্বর ২০১০ ১১:১৪440256
  • সোনি টিভিতে চলছে কৌন বনেগা ক্রোড়পতি। অমিতাভ বচ্চন কোশ্চেন করেছেন, ওমুক সালে ঝাঁসি কা রাজা ইন্‌মে সে কিস্‌কে সাথ শাদি কি থি ... এ মণিকরণ, বি জোধাবাই, সি নূরজাহান ইত্যাদি।

    কন্যা প্রচন্ড অবাক হয়ে বলল, ঝাঁসি কা রাজা তো ঝাঁসি কি রানির সাথেই শাদি করেছিল!
  • A | 99.183.185.250 | ০৫ নভেম্বর ২০১০ ১৯:৫৪440257
  • অণিকরণ নাক্কো...অপশন ওয়াজ মণিকর্ণিকা
  • Samik | 122.162.75.83 | ০৫ নভেম্বর ২০১০ ২০:৪৪440258
  • সরি, হ্যাঁ, মণিকর্ণিকা।
  • Samik | 122.162.75.184 | ০৮ নভেম্বর ২০১০ ২০:১৬440259
  • সফররত ওবামাকে দেখিয়ে কন্যেকে শেখানো হল এইটা অ্যামেরিকার রাজা, একে প্রেসিডেন্ট বলে। কালোকুলো রাজা-রাণী দেখে মেয়ে খুব একটা খুশি হল না, খানিকক্ষণ ওবামাকে নিরীক্ষণ করে তার প্রশ্ন,

    মা মা, এই রাজাটার মাথায় কি চুল আছে না নেই?
  • Shn | 123.201.130.118 | ০৯ নভেম্বর ২০১০ ১৬:২২440260
  • তানের ন্যাড়া মাথায় একটু একটু চুল গজিয়ে এখন একেবারে ওবামা স্টাইল। তাই বাবা শিখিয়েছেন "ওবামা বন্ধু"। সেই শিখে তান হাপিত্যেশ করে বসে থাকে আর কেবল জিগ্গেস করে, "ওবামা বন্ধু কখন আসবে আমাদের বাড়ি?" কচি মুখ শুকিয়ে যায় দেখে মা বুদ্ধি করে বলেছিলেন, "ওই তো তোদের বাড়ি ওবামা বন্ধু এসেছে, তোদের টিভির মধ্যে।" তান কিছুক্ষণ টিভি দেখে ফের জিগ্গেস করে, "তানকে কী বলবে ওবামা বন্ধু?"
  • Diptayan | 115.113.42.194 | ০৯ নভেম্বর ২০১০ ১৬:৩২440261
  • সদ্য মন্টেসরি তে যাচ্ছে আমার মেয়ে। পূজোর ছুটির আগে দেখি নিজের মনে ই বলছে ... 'দুগ্‌গা মাই কি জয়....' - আমরা বেশ মজা পেলাম -
    একটু পজ দিয়ে - 'অসুর মাই কি জয়...'
    আবার পজ, এবার -

    'অপু (নিজের নাম) মাই কি জয়....'

    আমার হাস্যবিম্বিত মুখ মিলিয়ে আসে.....

  • Samik | 122.162.75.128 | ০৯ নভেম্বর ২০১০ ১৭:২৭440262
  • আমার খুড়তুতো ভাই তখন খুব ছোটো, চার বছর বয়েস। পুজোর ছুটিতে আমরা হুগলি এসেছি, পরের দিন সদ্যবিবাহিত জাঠতুতো দিদি ও জামাইবাবুও এসেছে। সেই বছরেই জুনে বিয়ে হয়েছিল।

    ছোটো ভাই নতুন জামাইবাবুকে দেখতে পেয়ে তার পাঞ্জাবি ধরে সে কী আনন্দ : "জামাইবাবু মাই কি জয়, জামাইবাবু মাই কি জয়।'
  • pi | 72.83.80.136 | ০৯ নভেম্বর ২০১০ ১৭:৫১440263
  • জামাই আর মা শুনলে আমার এক অন্য কথা মনে পড়ে যায়। এই অধমের শিশুটক। কিন্তু সে স্মৃতি মোটেও সুখের না। :(
  • Tim | 198.82.26.31 | ০৯ নভেম্বর ২০১০ ২২:২৮440265
  • এইটা সাঁঝ হেব্বি দিয়েছে। :-))
  • Arpan | 122.252.231.10 | ১৭ নভেম্বর ২০১০ ১৫:০৫440266
  • আজ মেয়ে দোকানের আইকার্ডটা নিয়ে বানান করে পড়ছে।

    মেয়ে: "আই-জি-এ-টি-ই'
    আমি: "আইগেট?"
    মেয়ে: "না না, আই-জি-এ-টি-ই। এইটা হল অফিস।"
  • rimi | 168.26.215.135 | ১৭ নভেম্বর ২০১০ ১৯:৪৯440267
  • অর্পন, :-))))
  • Arpan | 204.138.240.254 | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৫440268
  • গুরুস্পেশালে লেখা বেরিয়েছে বলাতে মেয়ের কোন হেলেদোল নেই। বরং মৈত্রেয়র আঁকা ছবি দেখে খুব খুশি এবং অবধারিতভাবে প্রশ্নের ঝুলি সাজিয়ে বসল।

    মেয়ে: (বাচ্চা বেড়ালগুলোকে দেখিয়ে) এরা জুস খাচ্ছে?

    আমি: না না, জুস কোথায়! ওরা ছোট্ট বেবি তো। দুধ খাচ্ছে। (কী কুক্ষণেই বলেছিলাম)

    মেয়ে: ওরা গ্লাসে করে দুদু খাচ্ছে? কেন? ওদের মা ওদের দুদু খাওয়ায় না?

    আমার একগাল মাছি!!
  • Bratin | 122.248.182.16 | ১৮ নভেম্বর ২০১০ ১৫:৪৪440269
  • একেবারে গোলা :-))
  • Tim | 198.82.17.30 | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৬440270
  • অপ্পন,
    :-))))
  • aka | 168.26.215.13 | ১৮ নভেম্বর ২০১০ ২২:২৭440271
  • গেছে গিয়ে আমার হাসিমুখ উড়ে। :))
  • Moitreyor maa | 122.172.0.100 | ১৯ নভেম্বর ২০১০ ০৮:৩২440272
  • গতকালই লিখেছিলাম অদ্রিজার প্রশ্ন শুনে মৈত্রেয়র প্রতিক্রিয়া। তা, মামুর কল তো উড়িয়ে দিল সে পোস্ট। আবার লিখতে এলাম। সাথে মৈত্রেয়র প্রশ্ন।

    মৈত্রেয়কে যেই বললাম অর্পণের মেয়ের প্রশ্ন, সে খচেমচে গিয়ে বলল - এই জন্য বলেছিলাম লিখে দিই ওরা স্ট্রবেরি মিল্ক খাচ্ছে, তুমি বললে অত লিখলে ছবিটা নষ্ট হয়ে যাবে। আর ও যে বুঝতেই পারল না ওরা কী খাচ্ছে, তাহলে আমার পিংক রঙ করার মানে কী হল?

    যাই হোক, অদ্রিজার প্রশ্ন থেকে তার মনে ঘোরতর সন্দেহ জেগেছে, তার বাকি ছবিগুলোর কে কী মানে করেছে। সবচেয়ে চিন্তিত ক্রিকেটের ছবি নিয়ে। আজ সকালে উঠেই বলল - তুমি সবাইকে একটু জিজ্ঞেস কোরো তো, ওরা ফিল্ডিং সাজানোটা বুঝতে পেরেছে কিনা? আর বলে দিও যে ছবিটায় আম্পায়ার নেই আর বল নেই কারণ আম্পায়াররা পিচের থেকে একটু সরে গিয়ে ডিসকাস করছে বলটা চেঞ্জ করা উচিৎ কিনা।

    আমি মাধ্যমের কাজ করে দিলাম, ফিল্ডিং সাজানো নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বোলো কিন্তু।
  • aka | 24.42.203.194 | ১৯ নভেম্বর ২০১০ ০৮:৫৫440273
  • ব্যাং মৈত্রেয়কে বলিস, ফিল্ডিং সাজানো দেখেই বোঝা যাচ্ছে কেন ৬০০/১। উইকেটকিপারের পজিশন দেখে মনে হচ্ছে স্পিন চলছে তাহলে স্লিপ রাখব না। ওটাকে থার্ডম্যান করে দিতে হবে। আর গালি না রেখে ডিপ গালি রাখতে হবে। মিড উইকেট না রেখে ডিপ মিড উইকেট। আর বোলারকে দেখে মনে হল লেফট আর্ম, তাহলে মিড অন না রেখে একটা শর্ট ফাইন লেগ রাখলে ভাল হবে। :))))
  • byaang | 122.172.0.100 | ১৯ নভেম্বর ২০১০ ০৯:৫১440274
  • বাপ রে! এতো অঙ্কর থেকেও কঠিন!
  • Tim | 173.163.204.9 | ১৯ নভেম্বর ২০১০ ১১:০৭440276
  • না না মিড অনটা তুলে দিলে স্লিপটা রেখে দিতে হবে তো। এজ নেওয়ার চান্স বেশি অন ড্রাইভ মারলে। একটা শর্ট পয়েন্ট বা সিলি পয়েন্ট আছে নাকি? স্পিনারটা একহাত করে বল না ঘোরালে ওটাও ফালতু। :-))
  • Arpan | 204.138.240.254 | ১৯ নভেম্বর ২০১০ ১১:৩৩440277
  • ধুর, শর্ট থার্ডম্যানে ফিল্ডার আছে তো। ঐটাকে স্লিপে নিয়ে আসা হোক। আর পোয়েন্টের ফিল্ডারটাকে সরিয়ে ডিপ পয়েন্ট আর ডিপ গালির মাঝামাঝি দাঁড় করিয়ে দিতে। শেহবাগের মত উঁচু করে মারলেই ধরা পড়বে। আর দিলস্কুপ মারলে ফাইন লেগটাকে আরো ফাইন করতে হবে।
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০১:২২440278
  • কেন দিনরাত বড়োরা বলে চলে ভূত নেই, ভূত বলে কিছু হয় না?
    ললিপপ পরিষ্কার ভূতেদের কথা শুনতে পেয়েছে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে শোনে , কারা যেন কথা বলছে। ঘরে আলো জ্বলছিল, কিন্তু কেউ নেই, বাবা মাও নেই। এই পরিস্থিতিতে কে না ভয় পাবে? লালিপপও ভয় পেয়ে চিৎকার করে কেঁদেছিল। কিন্তু এতেই পরিষ্কার প্রমাণ হল যে ভূত আছে।

    পরেরদিন সকালে অনেক ভেবেচিন্তে বলল, "মামি, ভূত সত্যিই আছে। দু:খের বিষয়, ওদের দেখা যায় না, তাই মানুষ বোকার মতন ভাবে ভূত নেই।"
  • I | 14.96.50.165 | ৩০ নভেম্বর ২০১০ ০১:৩২440279
  • :-)))))
    ভাগ্যিস আমার পোলা বাংলা পড়ায় এখনো সড়গড় নয় !
  • Paramita | 202.3.120.9 | ৩০ নভেম্বর ২০১০ ০২:১৪440280
  • গুঞ্জা, তোমার কোন্‌ গান শুনতে ভালো লাগে?

    - ফোম্বলের গান।

    পুপের গান? ভালো লাগে না?

    - ফোম্বলের গান আর পুপের গান ভালো লাগে।

    আর কি কি গান ভালোবাসো তুমি?

    - ফোম্বলের গান আর পুপের গান আর রবীন্দোনাথ ঠাকুরের গান।
  • Tim | 198.82.25.92 | ৩০ নভেম্বর ২০১০ ০২:২৮440281
  • দুটোই ব্যাপক। :-))
  • rimi | 168.26.215.135 | ৩০ নভেম্বর ২০১০ ০২:৩৫440282
  • ওরে বাবারে হাসতে হাসতে মরলাম গো। আর ফোম্বল নামটা তো ব্যপক। আর কিছুদিন আগে জানলে ললিপপের নাম ফোম্বলই রাখতাম :-)))))
  • mita | 173.73.20.133 | ৩০ নভেম্বর ২০১০ ০৪:০০440283
  • তব্বে! মায়ের গা-ও দেখা সার্থক।
    ফোম্বল টা just too much!

  • Sibu | 66.102.14.1 | ০৮ ডিসেম্বর ২০১০ ০১:৪৩440284
  • এখানে টীন-টক বলে কিছু নেই। তাই শিশু টকেই এলাম।

    তোর্ষাকে সকালে ইস্কুলে পৌঁছে দিচ্ছিলাম। স্প্যানিশ ক্লাস নিয়ে কথা হচ্ছিল।

    -- স্প্যানিশে আলু আর ড্যাডি প্রায় একই শব্দ।

    -- তাই নাকি?

    -- হ্যাঁ তো। পাপে হল ড্যাডি। আর একটু টেনে , পা-পে করে বললে সেটা হল পোট্যাটো।

    -- তাই নাকি? বেশ মজা তো।

    -- বাট ইংরাজীতেও কিন্তু একই রকম।

    -- কিরকম?

    -- পোট্যাটো হল আলু। আর কাউচ পোট্যাটো হল গে ...

    ডি: আমি স্প্যানিশ এক্কেরে জানি না। তাই মেয়ে যা বুঝিয়েছে তাই সম্বল।
  • rimi | 168.26.215.135 | ০৮ ডিসেম্বর ২০১০ ০২:০০440285
  • :-))))

    কিন্তু, তোর্ষা? নাকি তোর্সা?
  • Sibu | 66.102.14.1 | ০৮ ডিসেম্বর ২০১০ ০২:০৪440287
  • :((((।

    ওটা তোর্সা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন