এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • কি করে হিন্দুস্তানী ধ্রুপদী সঙ্গীত শুনতে হয়

    nyara
    গান | ০৮ এপ্রিল ২০১০ | ৬৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vikram | 193.120.76.238 | ০৮ এপ্রিল ২০১০ ১৭:৫৬441309
  • মূলত: সিডি তে । বেশির ভাগই মরে গেছেন কিনা, তাই।
  • nyara | 202.47.143.2 | ০৮ এপ্রিল ২০১০ ১৮:০১441320
  • ফান্ডা চাইছি। এখানে বহু লোক হিন্দুস্তানী ধ্রুপদী গান শোনার কান তৈরী করেছেন। আমিও করতে চাই।

    রাগ চেনা, তাল চেনা এগুলো বাইরে গিয়ে কী করে ধ্রুপদী গান শোনার অভ্যেস করা উচিত। কেন আমার নিখিল ব্যানার্জি শুনতে তেমন ভাল লাগে না, অন্যমনস্ক হয়ে যাই? কেন আমির খান শুনতে গেলেও একই ব্যাপার ঘটে? অথচ মল্লিকার্জুন মনসুর কি কিষানরাও শংকর পন্ডিত কি ভিমসেন যোশির বড়া খেয়ালে তেমন অন্যমনস্কতা ঘটে না?

    আমাদের গান শুনতে শেখানো হোক।
  • Manish | 117.241.229.199 | ০৮ এপ্রিল ২০১০ ১৮:৫২441331
  • সবচেয়ে ভালো বোঝাতে পারবে বাংলা সারেগামার তিন বিচারক ও বাবুল সুপ্রিয়। যদিও উয়াঁরা কেহই বাংলায় কথা বলতে পারে না।

    উয়াঁদের ভাষা এই প্রকার।
    অমিত -- bendi
    দিদি-- tamilish
    শান্তুনু--benglish
    বাবুল-- benhinlish
  • PT | 203.110.246.230 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:০৭441342
  • দিনকতক একজায়গাতে কমপক্ষে আধঘন্টা চুপ করে বসে থাকার অভ্যেস করুন। টিভি দেখবেন না, হেডফোনে কিছু শুনবেন না, বউ (থাকলে)-এর সঙ্গে খুনসুটি বা ঝগড়া করবেন না বা ধারে কাছে বাচ্চা-কাচ্চা থাকলে আন্তু-মান্তু করে আদর করবেন না। অর্থাৎ আপনাতে আপনি মগ্ন হওয়ার সাধনা করুন প্রথম প্রথম। আর গাড়ি চালাতে চালাতে ধ্রুপদি সঙ্গীত নৈব নৈব চ বা মুদ্‌গল দিদির পাড়া কাঁপানো সেমি-ধ্রুপদি একদম না প্রথম প্রথম। তারপর দিন কতক শুধু লম্বা লম্বা আলাপ শুনুন........

  • kc | 89.203.49.18 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৩৫441353
  • সবার আগে ন্যাড়াদা আমাদের বোঝাক সে যদি হিন্দুস্তানি গান শোনা নাই শিখে থাকে, তালে কী করে মেহেদি হাসানকে নোবেল দেওয়ার দাবী জানিয়ে দেওয়াল লেখে? :))
    ন্যাড়াদাটা খুব ইয়ে।
    হিন্দুস্থানি গান খুব ভাল জিনিষ, প্রথমে ভাল লাগান দরকার গানের মেলডিকে, সে জন্য আমাদের শোনা শুরু করতে এমন গানগুলো যাতে কিনা তানের কচকচি একটু কম, মীরখন্ডের ধাঁধা আরও কম, তবলা চলে একটু ঢিমে একতালে, শুনতে শুনতে যেন গুন গুন করে উঠি, এরম ব্যাপার।
    তা এরকম গানের ঘরানা হল জয়পুর। যদি সত্যি সত্যি শুনতে হয় তালে জয়পুরে গান দিয়েই শুরু করুন। উল্লাস কাশালকর, এনার গানের রেকর্ডিং কোয়ালিটি হাল আমলের, ফলে কানে রেশ থাকবেই, খুঁজুন আগে সন্ধের রাগ, বেশী নয়, শ্যাম কল্যাণ নয়তো ইমন বা বেহাগ, ভারিক্কি নাঅমের দিকে যাবেন না।
    আর মাঝে মাঝে লাগান মল্লিকার্জুন বুয়ার যা পাবেন তাই, আর কিশোরি আমনকরের ভূপ।
    আমাদের রশিদের প্রথম জেবনের রেকর্ড করা ২২ মিনিটের ইমনখানা, সেটাও সঙ্গে রাখুন। কিছুদিন পর আমির খান শুনতে হলে শুরু করুন নন্দ আর কেদার দিয়ে তারপর চালান সেই বিখ্যাত মারোয়া খানা, রবিশঙ্করজী যেটিকে এই গ্রহের সর্বশ্রেষ্ঠ ভোকাল রেনডিশন আখ্যা দিয়েছেন।
    কেম রেসপন্স পাই দেখি, তারপর........
  • nyara | 202.47.143.2 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৪৩441364
  • তুমি যখন ঘরেই চলে গেলে তো বলি, হ্যাঁ জয়পুর ঘরের গান শুনতে অসুবিধে হয় না। কিরানাও বা আগ্রাও নয়। পাতিয়ালা পোষায় না ঐ তানের কচকচির জন্যেই। কিন্তু ধর, মাইহারের বাজনা। রবিশংকর কি আলী আকবর এনগেজ করে রাখেন। কিন্তু নিখিলবাবুতে তেমন হয়না কেন? রবিশংকর যেসব ফ্রেজ তৈরী করেন, সেগুলোর জন্যে? অথচ অধিকাংশ লোকই নিখিলবাবুর বাজনা শুনে হায় হায় করেন।

    মানে মোদ্দা কথা, কারুর গানে এনগেজড হতে পারছি, কারুর গানে নয়। এরকম কেন হয়। টোনাল কোয়ালিটির ব্যাপার নয়।
  • Rajdeep | 202.79.203.59 | ০৮ এপ্রিল ২০১০ ২০:০৩441375
  • এই বিষয়ে পুরোপুরি নিরক্ষর , কিন্তু জানার বা শোনার কিছু আগ্রহ আছে

    জাষ্ট ফলো করব

    ন্যাড়াদাকে একটা বড় করে ধন্যবাদ
  • kc | 89.203.49.18 | ০৮ এপ্রিল ২০১০ ২০:১৮441386
  • রবিশঙ্করের বাজনা হল গিয়ে মেলডিগুলোর সারাৎসার। খুব কম সময় ওনার ফ্রেজ রিপিট হয়, যেন একেবারে ছেঁকে তোলা আর নিখিলবাবু হলেন সেই একই জিনিষের ভাবসম্প্রসারণ, মীরখন্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই আল্টিমেট জায়গা কীভাবে আসছে তা দেখান, যে রাগ রবিশঙ্কর দেখাতে সময় নেন দশ মিনিট সে একই ফ্রেজ নিখিলবাবু নেবেন পাক্কা চুয়াল্লিশ মিনিট ,সেটা যদি কেউ বলে তার ভীষন রকম ভালো লাগে তাহলে হয় তিনি পড়াশোনা করতে ইচ্ছুক লোক এবং খুব পন্ডিত অথবা সেরেফ আঁতেল।
    একজাম্পল হিসেবে নিন রবিশঙ্কর আলি আকবরের বিশ মিনিটের 'শ্রী', মিনিট দশেকের আলাপ, মিনিট দশেকের গৎ, 'শ্রী' মত এমন বেসিক রাগের সব ঘাঁতঘোঁত দেখিয়ে দেন বিশ মিনিটেই এই মহান লোকদ্বয়। এই এক বাজনা নিখিলবাবু নামালেন নব্বই মিনিটে। কোথাও কোনো খুঁত ছাড়া। বেশীরভাগ সময়েই সেটাতে এনগেজড হওয়া মুশকিলই হি নেহি, না মুমকিন হ্যায়।
    নিখিলবাবুর মধ্যে এই দীর্ঘসূত্রীতা ঢুকিয়েছিলেন আমির খান আর বিলায়েত খান, নয়ত মাইহারের বাজ আজকেও ঐ দুজনের বাইরেও আম আমাদের মুগ্‌ধ করে রাখত, এরম আমি না- লোকে বলে........
  • SB | 114.31.249.105 | ০৮ এপ্রিল ২০১০ ২০:৩৪441397
  • একমত হলাম না কৌশিক। রবিশঙ্কর ভাল লাগে ঠিকই, কিন্তু নিখিলবাবু অনেক বেশী ভাল লাগে, এবং আমি বছরে হয়তো এক / দুবার এঁদের শুনি, আঁতেল নই, তাছারা এসব হাই ফাই উচ্চমার্গ সঙ্গীত বুঝিনা, ফর্মাল ট্রেনিং ও নেই।

    বুঝতে পারছি না কিভাবে বোঝানো যায়, সিম্পলি বলতে গেলে রবিশঙ্কর শুনতে গেলে বেশ চাপ হয়, পুরোটা খুব মন দিয়ে শুনে যেতে হয়, সব সময়ই কিছু না কিছু হচ্ছে মনে হয়। নিখিলবাবুর ক্ষেত্রে, কি যেন বলে, ব্যপারটার বিস্তার অনেক বেশী, একটু আধটু অন্যমনস্ক হলে দোষ হয়না, কিন্তু মাধুর্য্যটা অনেকটাই বেশী, অনেক স্নিগ্‌ধ, অনেক কম কমপ্লিকেটেড।

    নিখিলবাবু হলেন বেলিফুলের মতন স্নিগ্‌ধ।

    যদি ধরা যায় রবিশঙ্কর হলেন রক্তজবার মত উঙ্কÄল :)

    বাজে বকলাম?
  • kc | 89.203.49.18 | ০৮ এপ্রিল ২০১০ ২১:৫৪441310
  • বাজে বকা কেন হবে? রেকর্ডগুলো লোকে পয়সা খরচ করে কেনে কি এমনি এমনি? এ হল আরো বেশী বেশী লোককে 'এনগেজড' করানোর ছল।
  • d | 219.64.72.127 | ০৮ এপ্রিল ২০১০ ২২:০৭441311
  • এদিকে আমি আবার ভেবেছিলাম নোবেল দেবার দাবীটা "অভ্র'র মেহেদি হাসানকে
    অ্যাল! (গানমূর্ঘ হলে যা হয় আর কি)
  • Blank | 59.93.247.80 | ০৮ এপ্রিল ২০১০ ২২:৩৫441312
  • নিখিল ব্যানার্জী নিয়ে শৈবাল দার সাথে ক। কিন্তু আমিও বেশ মুখ্যু। রাগ চিনে উঠতে পারি না
  • kallol | 115.242.234.185 | ০৮ এপ্রিল ২০১০ ২২:৫২441313
  • একটা ব্যাপার খুব অন্যরকম লাগছে। ভীষন ভালো লাগছে বল্লেও ঠিক বোঝানো যাবে না। এই যে রবিশঙ্কর-আলি আকবর-নিখিলবাবুর মধ্যে কেউ আলটপকা বিলায়েৎ বা আমজাদ এনে ফেলছেন না। এ যে কি আনন্দের তা বোঝাতে পারবো না।
    আমি অশিক্ষিত মানুষ। গানবাজনা স্রেফ ভালোবেসে শুনি। আজ অবধি তাল বুঝিনে। অনেক শুনে শুনে তবে একটাই রাগ চিনতে পারি, তাও, ইয়ে, মানে, শঙ্কর জয়কিষনের দৌলতে........শিবরঞ্জনী।
    রবিশঙ্কর আচ্ছন্ন করে দেন কেমন যেন বুঁদ হয়ে যাই। কিন্তু আলি আকবর শুনলে বিলকুল না হয়ে যাই। নিখিলবাবু বড় আনমনা করে দেন। খুব আনচান করে, মন দিয়ে শুনতে পারি না। কান্না পায়।
    তবে আমার পরম শোনা অন্য কোথা অন্য কোনখানে। তাকে শুনেছি সকাল-বিকেল দুপুরে-রাতে। যতো শুনতাম ততো-ই তাকে প্রণাম করতে সাধ হতো। কিন্তু তাকে তো তা বলা যেতো না। এক আশ্চর্য রাগের নামে তার নাম, যে রাগ শুধু অতিকথাতেই বেঁচে আছে। শুধু অতিকথাতেই। সেও তো আর নেই।

  • kc | 89.203.49.18 | ০৯ এপ্রিল ২০১০ ০১:১৫441314
  • এবং অতি অবশ্য অবশ্যই দত্তাত্রেয় বিষ্ণু পালুস্কর (হরি কে চরণ...)। সঙ্গে রাখুন বেগম আখতার আর ন্যাড়াদার অতি প্রিয় মেহদি হাসানের বড় গজ্‌লগুলো (ভুলি বিস্‌রি চন্দ উমিদেঁ....)। মাঝে মাঝে বাঙলাও, শুনুন জ্ঞান গোসাঁইকে। গ্র্যান্টি, দুমাসে আপনি কিছু একটা খুঁজে পাওয়া শুরু করবেন।
  • nyara | 202.47.143.2 | ০৯ এপ্রিল ২০১০ ০৬:০২441315
  • রবিশংকরের ভোকাল কাউন্টারপার্ট আমি কিছুটা হলেও পাই ভীষ্মদেবে। চেনা রাগ থেকেও এমন সব অচেনা ফ্রেজ বের করে আনেন, যে রাগটা চিনি-চিনি করেও ধরা যায় না। জ্ঞান গোঁসাই আমার অতি প্রিয়, কিন্তু ওনার গানে এই ব্যাপরটা নেই।

    আমীর খানের কেসটা কী? ওনারও কি নিখিলবাবুর মতন ব্যাপার?

    অন্যদিকে পালুস্কর আর বিলায়েত স্রেফ সুরের প্রয়োগ আর মিঠে আওয়াজ দিয়েই কাৎ করে দেন। ইমদাদের ঘরের লোকেদের এই একটা ব্যাপার - বড় মিঠে হাত।

    তবে এই ব্যাপারে শেষ কথা বোধহয় আব্দুল করিম খান। যখনই শুনি ধূর্জটিপ্রসাদের কথাটা মনে পড়ে, "Whatever he sang was music"

    মীরখন্ডের কনসেপ্টটা বড় করে বোঝা। মীরখন্ডের ব্যবহার কি শুধু ইনস্ট্রুমেন্টালে হয়, নাকি ভোকালেও মীরখন্ড হয়?

  • kallol | 115.184.46.114 | ০৯ এপ্রিল ২০১০ ০৭:২২441316
  • খেয়ালে মীড়খন্ড ব্যবহার হতো না। বা হলেও, খুব ব্যতিক্রম ছিলো। অজয় চক্রবর্তি খেয়ালের তান পর্যায়ে ব্যবহার করা শুরু করেন। স্বাভাবিক ভাবে কৌশিকীও করে।
    ওনার (কাছে) তালিমের প্রাথমিক দিকে একটা বড় অংশ মীরখন্ড রেয়াজ করা। উনি বাচ্চাদের (১০/১২ বছরের) নতুন মীড়খন্ড তৈরী করতে শেখান। ওনার (কাছে) তালিমের একদম প্রাথমিক মীরখন্ড - সারেগামা-সাগারেমা-রেসাগামা-গাসারেমা-গারেসামা-রেগাসামা এই ভাবে পাধানিসা-পানিধাসা ইত্যাদি করে ফেরা। ওরা এটাকে পাল্টা বলেন। ওঁর সব ছাত্রই তান পর্যায়ে এগুলো ব্যবহার করে।

  • nyara | 202.47.143.1 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:০৬441317
  • ও, পাল্টারই আরেক নাম মীরখন্ড? কেসি কী বলে?
  • pi | 137.187.177.247 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:১০441318
  • খেয়ালে পাল্টা অজয় চক্রবর্তীর আগে ছিলো না ? কিন্তু শুনেছি মনে হচ্ছে যে ।
  • anandaB | 76.104.141.15 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:১১441319
  • কল্লোল যেটা বল্লেন তাই যদি মীরখন্ডের definition হয় (মানে আমি নিজেও জানি না তাই ধরে নিচ্ছি ওটাই সঠীক), তাহলে ঐ জিনিস আমি চিন্ময় লাহিড়ী কেও হরদম করতে দেখেছি ১৯৭৮/৭৯ সালেই

    অজয় চক্রবর্তি যদি তার-ও আগে শুরু করে থাকেন তাহলে অন্য কথা
  • nyara | 202.47.143.1 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:১৫441321
  • ন, না - পাল্টা বহুদিন ধরে বড়া খেয়ালে আছে।
  • pi | 137.187.177.247 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:১৯441322
  • চিন্ময় লাহিড়ীর একটা বন্দিশ কিরকম পাগলা করে দিয়ে দিয়েছিল।বল যেতে পারে ভালোলাগা শুরু ই এর হাত ধরে। অনেক ছোটোবেলায়। মাত্র কয়েক বার ই শুনেচিলাম, কারুর থেকে মা একটা ক্যাসেট নিয়ে এসেছিলেন, কদিন বাদেই সেটি ঘরে ফিরে যায়। পরে পেলাম না খুঁজে। কথাগুলো ও ভাল করে মনে নেই। 'দ্রুম দ্রুম লতা লতা পাতা পাতা কলি কলি ...' এই কলি গুলো ই খালি কানে বাজে।
  • pi | 137.187.177.247 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:২৫441323
  • কল্লোলদা বোধহয় ছোটা খেয়ালের কথা বলছেন। বড়া খেয়ালে সেভাবে তানপর্ব কই ? ( হয়না বলছিনা)।
    কিন্তু ছোটা খেয়ালেও তো পাল্টা শুনেছি আরো আগেকার গাইয়েদের গানে।

  • pi | 137.187.177.247 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:২৬441324
  • তবে ভোকালে এটাকে মীরখণ্ড বলে জানা ছিলো না।
  • nyara | 202.47.143.1 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:৩২441325
  • 'দ্রুম দ্রুম লতা লতা ...' কি চিন্ময় লাহিড়ী? নাকি ওটা তারাপদ চক্রবর্তীর প্রথম বাংলা খেয়ালটা?
  • pi | 137.187.177.247 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:৩৫441326
  • এই রে , তা ও হতে পারে।
    আছে আপনার কাছে ? পেতে পারি ? আমার কাছে ঐ কটি শব্দ আর সুর গাঁথা হয়ে রয়েছে। ইন ফ্যাক্ট , ওর পরের শব্দ গুলো ই কিসব উল্টোপাল্টা মনে পড়ে... আবেরী সাবেরী এই সব। সেগুলো নিশ্চয় বাংলা শব্দ নয় :(
    পেলে বড় ভালো লাগবে।
  • Jhiki | 124.81.82.83 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:৪৪441327
  • ভীষন ভীষন ভালো টই। ধন্যযোগ ন্যাড়াদা।
  • nyara | 202.47.143.1 | ০৯ এপ্রিল ২০১০ ১০:০৬441328
  • তারাপদ চক্রবর্তীর বাংলা খেয়াল থাকার কথা। কিন্ত কোথায় আছে, বা আদৌ বেঁচে আছে কিনা সেটা দেখতে হবে মালপত্তর সব বের হলে।
  • kc | 89.203.49.18 | ০৯ এপ্রিল ২০১০ ১২:৩০441329
  • একটা স্বর থেকে আরএকটা স্বরে সোজাসুজি না গিয়ে ভাসিয়ে যে নিয়ে যাওয়া, সেটাই হল মীড়, আর একটা ফ্রেজের বিভিন্ন স্বরকে পার্ম্যুটেশন কম্বিনেশন করে মীড়ের সঙ্গে মিশিয়ে যে সুর, যাতে আবার মুল ফ্রেজের মাধ্যুর্য অক্ষুন্ন থাকে তাই হল মীড়খন্ড।

    তুমি একটা গান শুনছ, শুনতে শুনতে পরবর্তী ষ্টেপটা কি হবে সে নিয়ে তোমার মনের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়, কিন্তু তুমি দেখলে তোমার আশার রাস্তায় না গিয়ে অন্য ফান্দা দিয়ে শিল্পী এসে সেই একই সুরে দাঁড়ালেন, তোমার মনে ব্যাপক স্ফুর্তি এল, মীড়খন্ডের সার্থক প্রয়োগ হল বলা যায়। এর মধ্যে উল্লফন থাকতে পারে, দুএকটা বিবাদী স্বর থাকতে পারে, কিন্তু সবার উপরে স্রোতার মনে স্ফুর্তি জাগাতেই হবে।

    আমির খানের মীড়খন্ড বড়ই জটিল, কুটিলও বলা চলে। মীড়খন্ডকে ভাল লাগাতে গেলে ভাল করে শোনা দরকার আগে রোশনারা বেগম। তবে আমার নিজের মনে হয় এইসব দিয়ে রাগের প্রোলংগড বিস্তারে একঘেয়েমি আসার চান্স খুব বেশী। কিছুদিন আগে মান্না দে এক সাক্ষাৎকারে বললেন এক রাগ বেশীক্ষণ ধরে বিস্তার করলে রাগ ছিঁড়ে যায়। শুনে ব্যাপক লাগল, বৌ কে বললাম, ''দেখেছ মান্না দেও এই এক কথা বলছেন''
    শুনে তিনি মুখ ভেটকিয়ে চলে গেলেন।

    আবার কিছু রাগ দাঁড়িয়েই থাকে এই মীড়খন্ডের বিস্তারের ওপর, যেমন আলি আকবরের বানানো মালাশ্রী বা মালেশ্রী, এতে স্বর তিনটে, হ্যাঁ মশাই, তিনটে, সা, গা, পা। আর কিচ্ছু নাই। তা এই জিনিষকে দাঁড় করাতে হলে কিরকম প্রচন্ড ইমাজিনেশন দরকার তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। ২০০৬ না হলে ২০০৫ এ উনি ডোভার লেনে এসে এই রাগটা বাজানোর আগে রাগের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন ''রাগ হয়না -- তাও আছে''
  • nyara | 202.47.143.1 | ০৯ এপ্রিল ২০১০ ১২:৪৬441330
  • তাহলে যা বুঝলাম স্ট্যাকাটো না হয়ে তান লিগ্যাটো হলে তাকে মীড়খন্ড বলে।

    তিন স্বরে রাগ হবে কী করে? পাঁচস্বরের কমে রাগ হয়না তো! অ্যাকচুয়ালি মিউজিকোলজিস্টরা বোধহয় পেন্টটোনিকের কম টোনিকের স্কেলকে হয় রেকগনাইজই করেন না, আর নয়তো প্রিমিটিভ মিউজিকে ফেলে দেন - এথনোমিউজিকও নয়, একেবারে প্রিমিটিভ।

    আমীর খানের হংসধ্বনী কীরকম রেটিং পায়?
  • sinfaut | 203.91.193.7 | ০৯ এপ্রিল ২০১০ ১২:৫৭441332
  • তারাপদ চক্কত্তির দ্ধুম দ্ধুম লতা ফতা আমার কাছে। ;-)
    ছায়া হিন্দোল নাকি একটা রাগ। আর আছে "মহম্মদ শাহ কে দরবার মেঁ" । সঙ্গতে কেরামতুল্লা। কলকাতা এলে আর খাওয়ালে দিতে পারি। এছাড়াও আছে ওঙ্কারনাথ ঠাকুরের ছোটো খেয়ালের কালেক্সান।

    আচ্ছা, আলী আকবরের বাজানো দূর্গা আর মালায়লম শুনেছেন? ছোটবেলায় একটা সবুজ ক্যাসেটের এপিঠ-ওপিঠে ছিল। পরে মনে হয় এদুটো সিডিতে বেরিয়েছে ... সে যে কী অসাধারন।

    আর আছে (ছিল বলাই মনে হয় ভালো), আলাউদ্দিন এর বাজানো খুব ছোটো ললিতের ঝালা, এনায়েৎ খাঁ-র বাজানো কাফী-র দ্রুত ইত্যাদি প্রভৃতি। কিন্তু সে মাল আর চলে কিনা জানিনা, আর সে ক্যাসেটও ডিজিটাইজ্‌ড করা হয়েছে কিনা খবর নিই নি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন