এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৪৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 219.64.11.35 | ০৩ মে ২০১০ ২০:১৬441661
  • কোথায় পড়েছিলাম মনে নেই। আর্বান ট্র্যান্সপোর্ট সিস্টেমে ঐ স্টেজ ক্যারেজ আর কনট্র্যাক্ট ক্যারেজের একটা গল্প আছে। স্টেজ ক্যারেজ হল যেটা মাস ট্রানজিট করে নির্দিষ্ট রুটে, নির্ধারিত ভাড়ার বিনিময়ে। মেট্রো সিটিতে স্টেজ ক্যারেজ হিসেবে কেবলমাত্র বাস, মিনি, আরটিভি এইগুলো চলতে পারে।

    আর কনট্র্যাক্ট ক্যারেজ হল যার কোনও নির্দিষ্ট রুট নেই, কেবল শহরের চৌহদ্দির মধ্যে প্যাসেঞ্জারের কথায় কেবলমাত্র তার জন্য ভাড়া খাটে। এবং মিটারে বিল হয়। অটো, ট্যাক্সি এই বিভাগে পড়ে।

    তা, ভারত তো তিতিও বিস্‌সো। এখানে সবকিছুই মিলেজুলে চলে। কলকাতায় অটো চলে স্টেজ ক্যারেজে। বেআইনি ভাবে, কিন্তু চলে। আসলে মেট্রো সিটিতে অটোর কোনও রুটে চলাচল করার কোনও নিয়মই নেই। কিন্তু কলকাতায় চলে। পুণেতে দেখেছি চলে। পুণে অবশ্য মেট্রো শহর নয়। মুম্বইয়ের গল্পটা জানা নেই।

    দিল্লিতে চলে না। দিল্লিতে অটো কেবলমাত্র বুক করেই চাপা যায়। মিটার আছে, কিন্তু কোনও অটোই মিটারে চলে না, বা চলতে চায় না। এ নিয়ে গ্যাঁড়া এর আগে লিখেছে। দিল্লিতে স্টেজ ক্যারেজ কেবলমাত্র ডিটিসির বাস, প্রাইভেট ব্লু-লাইন, হোয়াইট লাইন বাস, আর চার্টার্ড বাস। আবার একটু সরে গিয়ে নয়ডা গাজিয়াবাদ গুরগাঁওতে এলেই দেখা যাবে ঐ একই অটো, প্লাস বিক্রম অটো দিব্যি সর্বাঙ্গে প্যাসেঞ্জারশোভিত হয়ে নির্দিষ্ট রুটে চলছে পাঁচ টাকা দশ টাকা পারহেডের বিনিময়ে। এখানে চলে, কারণ, এগুলো মেট্রো সিটি নয়, স্যাটেলাইট সিটি।
  • w | 59.161.182.49 | ০৪ মে ২০১০ ০৯:৪১441662
  • এই আইন সম্পর্কে কেউ বিস্তারিত জানাবেন? আমি জানতাম পরিবহণ রাজ্যের অধিকারভুক্ত বিষয়। সেখানে সব শহরের জন্য এক আইন হয় কি করে?
  • Samik | 122.162.75.247 | ০৪ মে ২০১০ ১২:১৯441663
  • একটা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক আছে। খুঁজে দেখতে হবে।

    http://morth.nic.in/
  • Blank | 170.153.65.102 | ০৪ মে ২০১০ ১২:৩৬441664
  • প্রতি স্টেটেই আলাদা পরিবহন মন্ত্রক থাকে। পারমিট মনে হয় স্টেট থেকে দেওয়া হয়
  • Arpan | 216.52.215.232 | ০৪ মে ২০১০ ১২:৪৮441665
  • চেন্নাই মেট্রো সিটি। দিব্যি অটো চলে। তবে নতুন পেয়ে মুর্গি করেছিল। মিটারে যায়নি। রুটে চলে কিনা জানিনা।
  • w | 115.117.222.120 | ০৪ মে ২০১০ ২৩:১৬441667
  • এটা JNURM ফান্ডেড এবং কেন্দ্রের আংশিক আর্থিক ভাগীদারি আছে বলে লাগছে। নইলে লাগে না।
  • Rajdeep | 202.79.203.59 | ০৫ মে ২০১০ ১০:০২441668
  • ওফ্‌ অনেকদিন পরে গতকাল চ্যানেলে চ্যানেলে একচোট তামাশা হল :-) মাঝে মাঝে এরকম এন্টারটেনমেন্ট না হলে ভাল লাগে !

    ১) লোকসভায় বনেদি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যো রাঢ় বাঁকুড়ার সাংসদ বাসুদেব আচারিয়াকে বললেন ""চোপ মাদারচো* "" , বাসুবাবুর অপরাধ তিনি মোটরম্যানদের স্ট্রাইক নিয়ে কিছু বলতে চাইছিলেন
    পরে স্পিকার থেকে শুরু করে বাকি সাংসদরা ক্ষমা চাইতে বলায় তিনি বলেন আমার নেত্রী ক্ষমা চাইতে বারণ করেছেন !

    ২) কলকাতা প্রেস ক্লাবে একগাদা রেল কমিটির লোকজন মানে সব পঞ্চাশ - সত্তরহাজারির সাংবাদিক সম্মেলন দিদিকে ভোট দিন উনিই আসল পরিবর্তনের প্রতীক , বাকিসব নকল-জালি-দুষ্টু ইত্যাদি আর ইস্পেসালি কংরেস খুব অসইব্য - জালিম ইত্যাদি। প্যাসেঞ্জার্স অ্যামেনিটিজ কমিটির সদস্য ব্রাত্য বসু জানালেন ''আমার এই পক্ষপাতকে কেউ যেন অসম্মান না করেন'' হেরিটেজ কমিটির সদস্য জয় গোস্বামী কইলেন ''মমতাই সব ঠিক করে দেবে'' আরও সব নানা কথা

    ৩) তবে সবচেয়ে মজা দিয়েছেন সুব্রত মুখার্জি , একজন সাংবাদিক যেই না জিগ্গেস করেছে এই নিয়ে কবার জার্সিবদল , মানুষ কি ভাববে ইত্যাদি ইত্যাদি সঙ্গে সঙ্গে প্রায় একটা লিষ্টি দিয়ে বললেন কংরেসের কে কবার জার্সি পাল্টেছে - ব্যাস সব্বাই চুপ
  • Sibu | 216.239.44.65 | ০৫ মে ২০১০ ১০:১১441669
  • কি ঔদ্ধত্য, কি ঔদ্ধত্য। সিপিএমও করবে, আবার "মাদারচো" বল্লে নালিশও করবে। কি পেয়েছে এরা, অ্যাঁ। আন তো দু-চাট্টে মানবাধিকার ধরে, আনতারা ফাচকলিয়ে দিক।
  • nyara | 203.110.238.17 | ০৫ মে ২০১০ ১১:০০441672
  • ২০১১-তে সত্যি তৃণমূল এলে কিন্তু তামাশা জমবে। প্রতিদিনই নৌটংকি! খুবই দু:খজনক - between a hard and a rock place
  • Arijit | 61.95.144.122 | ০৫ মে ২০১০ ১১:০২441673
  • ওল্টানোটা কি পান্‌? না টাইপো?
  • dukhe | 202.54.73.130 | ০৫ মে ২০১০ ১১:৪৪441674
  • শিশিরবাবু আবার সেই কাগজকে উকিলের চিঠি দিয়েছেন । গণশক্তির সেই লিঙ্কটা একটু দেবেন ?
  • dukhe | 202.54.73.130 | ০৫ মে ২০১০ ১১:৪৬441675
  • ঈস্বর জ্যোতিবাবুও শেষবেলায় কংগ্রেসকে ভোট দিতে আবেদন জানিয়েছিলেন । জয় ব্রাত্য সব দেখি তাঁকেও মানে না । ছ্যা ছ্যা !
  • Rajdeep | 202.79.203.59 | ০৫ মে ২০১০ ১১:৫৫441676
  • শিশিরবাবুর কি কোনো ইস্নিপ্স বা স্ক্রিবডের প্রোফাইল আছে ? ব্যাক্তিগত উকিলের চিঠি ওখানে আপলোড করলেও করতেও পারেন

    কেউ একটু সার্চিয়ে দেখবেন প্লিজ ?
  • dukhe | 202.54.73.130 | ০৫ মে ২০১০ ১২:২১441677
  • দ্যাহেন দিকি ! সেখানকার ব্যক্তিগত খাতা থেকেই কেনাবেচার খবরটা চাউর হল ?
  • 0 | 125.18.104.1 | ০৫ মে ২০১০ ১৪:২৫441678
  • মিটিঙে "পাছা দেখান" থেকে পার্লামেন্টে "মাদারচো"..- পরিবর্তন হচ্ছে না বললেই হল?
  • Rajdeep | 202.79.203.59 | ০৫ মে ২০১০ ১৫:৫৭441679
  • আজকে লোকসভায় স্পিকার আর প্রায় সমস্ত রাজনৈতিক দল সুদীপকে ধিক্কার জানিয়েছেন http://news.rediff.com/report/2010/may/05/apologise-or-lok-sabha-wont-function-cpim-tells-trinamool-mp.htm কিমাশ্চর্যম ! খালি প্রণববাবু সুদীপকে ডিফেন্ড করেছেন , য্যাতই হোক যুব কংরেসি কালচারে বেড়ে ওঠা ছেলেপিলে বলে কতা !

    তবে বঙ্গীয় ভদ্রসভ্য আবাপ-সুশীল-বিদ্বজনেরা এখনো সুদীপের কিছু দোষ খুঁজে পেয়েছেন বলে শোনা যায় নি
  • dukhe | 202.54.73.130 | ০৫ মে ২০১০ ১৮:৪৭441680
  • মাইরি - জিদান হলে সুদীপকে কখন গুঁতো মেরে দিত - লোকসভায় নেহাতই শিং এর অভাব !
  • SB | 114.31.249.105 | ০৫ মে ২০১০ ১৮:৫৭441682
  • ঠিক বলেছেন দুখেবাবু, মনমোহন (শিং) তো রাজ্যসভাতে
  • 0 | 79.174.195.80 | ০৫ মে ২০১০ ২২:২৭441683
  • ওপরের "0".. রঙ্গন? ফুটকি কি হলো? :-)
  • Du | 65.124.26.7 | ০৫ মে ২০১০ ২৩:৪৩441684
  • আরো মজার হল, রোজই উনি চেঁচামেচি করে বলতে বাধা দিয়ে থাকেন :)

    ফ্যাগিনের ছেলেপুলেদের দিনের শেষে দেখাতে হবে তো। এদিকে পার্থ এত ভালো ক্লোন হয়ে যাচ্ছে যাখুশি বলার পারদর্শিতায়, যে সুদীপ বেচারা একটু ক্যাচাপ করার চেষ্টা করছিল আরকি।
  • 1 | 219.64.145.43 | ০৫ মে ২০১০ ২৩:৪৮441685
  • টেলিগ্রাফ এই প্রেস কনফারেন্সের বিবরণ দিতে একটা ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছে- "ক্ল্যান"। কতটা ইচ্ছাকৃত জানি না। উইকির ভাষায়- "A clan is a group of people united by actual or perceived kinship and descent. Even if actual lineage patterns are unknown, clan members may nonetheless recognize a founding member or apical ancestor. The kinship-based bonds may be merely symbolical in nature, whereby the clan shares a "stipulated" common ancestor that is a symbol of the clan's unity. When this ancestor is not human, it is referred to as an animalian totem. "
  • bb | 117.195.167.96 | ০৫ মে ২০১০ ২৩:৫২441686
  • তথাকথিত বিদ্বজনেরাও এখন ঘোমটা ছেড়ে সরাসরি তৃণমূলের দালালী করতে নেমে পড়েছেন।
  • bhabuk | 198.80.144.187 | ০৬ মে ২০১০ ০১:১২441687
  • বেশ করেছেন। এত জ্বালা ক্যানো?
  • SB | 219.64.144.36 | ০৬ মে ২০১০ ০৯:০৮441688
  • ডিগবাজী ~ অনামিকা

    আর তো সুমন দুর্নীতিকে বলছেন না, “তিষ্ঠ”
    লোকসভাতে হুইপ মেনেছেন, বড্ড একনিষ্ঠ!
    বিষ নেই তার ফনায় শুধু কুলোর পানা চক্কোর ...
    এই অপবাদ দিচ্ছে কিছু ফাজিল এবং ফক্কর
    দিল্লিতে ভোট দাখিল করেন তৃণমূলের খাতায়
    তা নইলে টান পড়বে তো তাঁর সংসদীয় ভাতায়!

    কচিনেতার নচিকেতার আকাশছোঁয়া সাহস!
    ভক্তবৃন্দ কামড়ে দেবে, চুপটি যদি না হোস।
    রেলের ভুয়ো শিলান্যাসে গান গেয়ে পাস টাকা।
    জানিস সুমন নিত্য কাঁপায় কলকাতা আর ঢাকা?
    সুমন যদি আটলান্টিক, তুই ঘোলাজল দীঘার!
    রেলকামরার ভিক্ষুক তুই, সুমনদা’ পিট সিগার।

    পদত্যাগের পত্র? বারণ মহান মহাশ্বেতার।
    নইলে একাই সাধ্য রাখেন যাদবপুরে জেতার!
    গান ধরেছেন ভীষ্মলোচন, ভক্তরা বুক বাঁধো।
    ভয় কি বলো? ধর্ম আছেন, আছেন পুঁজিবাদও!
  • PT | 203.110.246.230 | ০৬ মে ২০১০ ০৯:৫৭441689
  • @bb
    আপনার কোন e.mail আমি পাইনি এখনও। তাহলে কি ""আমিই সে"" নই? আপনার কিছু পরিচয় দিন -- দেখি আমি চিনতে পারি কিনা!
  • dukhe | 202.54.73.130 | ০৬ মে ২০১০ ১০:৪৯441690
  • @SB, মনমোহনকে নিয়েই তো সেই গান - শিং নেই তবু...
  • bb | 117.195.177.143 | ০৬ মে ২০১০ ১৪:৪১441693
  • @PT আপনি কি একাগ্র মৈত্রকে চেনেন ( বা মনে রেখেছেন)?, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানাবেন আমি আপনাকে খুঁজে নেব।
  • PT | 203.110.247.221 | ০৬ মে ২০১০ ১৪:৪১441691
  • অনেককাল বাদে প: বঙ্গে এইজাতীয় পরিবর্তন আসতে শুরু করেছে:

    Thirty-six students of Hasimara High School (Higher Secondary), who had failed in the Class XI annual exams, were promoted by the teacher-in-charge on the “request” of the local MLA today.
    http://www.telegraphindia.com/1100506/jsp/siliguri/story_12417214.jsp


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন