এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ১৩ মে ২০১০ ০০:৩৩441827
  • পাই এদ্দিনেও বুঝলনা। আসল প্রশ্নের কোনো উত্তর পাবেনা। এ হল মহম্মদ আলির বক্সিং ম্যাচ, কাটিয়ে কাটিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া :-))
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০০:৪১441828
  • আমি তো অন্তত: উত্তরের আশা করতে পারি, এই থ্রেডের প্রথম কনভার্ট হিসেবে ।
  • a x | 143.111.22.23 | ১৩ মে ২০১০ ০০:৪৬441829
  • তোমার উত্তর SC দিল তো।
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০১:০২441830
  • SC তো চয়েস দেয় নি। পরিবর্তনের পক্ষে সওয়াল করলো শুধু। সেই সওয়াল খুব মেনে নিয়েছি।
    অবশ্য পরিবর্তন মানেই মমতা মিন করে থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি কারনটা জানতে চাই, কেন তৃণমূল বা কেন কংগ্রেস নয় ।
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০১:০৫441831
  • মানে কে মেন আর কে সাপোর্ট?
  • a x | 143.111.22.23 | ১৩ মে ২০১০ ০১:০৬441832
  • প: ব: তে কং আসবে ক্যামনে?
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০১:৩৯441833
  • সোনিয়ার কং মানে ঐ প্রণবের কং
  • SC | 128.2.55.50 | ১৩ মে ২০১০ ০২:২০441834
  • অঙ্কের হিসেবে প: ব: তে কংগ্রেস আসতেই পারে না। তার উপরে দলটার যা অবস্থা, যে কটা সিট পায় উত্তরবঙ্গে, সেগুলূ আর পাবে কিনা কে জানে।
    ঐ অনেক নাচানাচি করে মমতাকে শেষে সমর্থন দেবে।
    তৃণমূল ছাড়া আর কেউ নেই। আমার চাওয়ার হলে তো চাইতাম এস ইউ সি আই আসুক, বাকিদের থেকে বেটার। কিন্তু চাইলেই আর পাচ্ছি কই বলুন।

    পরিবর্তন হলে মমতা আসবেন, আর না হলে সিপিয়েম, এর বাইরে আর কোনো "নান অফ দি এবোভ" ওপশন নেই এই প্রশ্নপত্রে।

    আমি মমতাতেই টিক দেবো, পষ্ট কথা। :)
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ০২:৪৭441835
  • দুদি তো অনেক উত্তর পেলে, এবার আমার প্রশ্নগুলোর উত্তর দাও :)

    এই বিদ্যুৎ পরিস্থিতির জন্য রাজ্য সরকার মূল দায়ী করছেন কয়লা যোগানের ঘাটতিকে, আর ওদিকে এই রিপোর্ট গুলো বলছে, ঘাটতি না, চুরি হল একটা মূল কারণ। তো, এই চুরি র জন্য পুলিশ, প্রশাসন, পার্টির দায় আছে কি না ?

    অক্ষদা, উত্তর না পেলে এক ই কোশ্চেন ঘ্যানঘ্যানিয়ে করে যাবার ব্যাপারে আমার সবিশেষ কুখ্যাতি আছে :)
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০৩:০৮441837
  • তৃণকে ভোট দিন কারণ তৃণ ভোট পাবে? :O

    আরে পাই, তোমার সব প্রশ্নের উত্তর হ্যাঁ :) আর কটা তো দিন, তারপরই সব তোমাদের হাতে, আর কে দায়ী দেখতে হবে না , নিজেরাই ঠিক করে নেবে যত গন্ডগোল।
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ০৩:১০441838
  • আরে! এতো সেণ্টু দিলে। উত্তর না তো :(

  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০৩:১৩441839
  • সেন্টু কেন? একবছর তো বেশি দিন নয়।
    দায় আছে কিনা জিজ্ঞেস করলে - হ্যাঁ বল্লাম তো।
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ০৯:৫৩441840
  • কাল আমাদের গোটা ওয়ার্ডে তৃণমূল অটো নিয়ে প্রচার করে গেছে যে সিরিটি পাম্পিং স্টেশনের জল ১১৪ নম্বর ওয়ার্ডে আসবে না, কারণ ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর (তৃণমূলের) স্পষ্ট জানিয়েছেন যে ১১৫ ওয়ার্ডে জলের লাইন বসাতে দেওয়া হবে না।

    অন্য যে কোনো সভ্য দেশে এটা পলিটিক্যাল সুইসাইড হত। এখানে হবে না। প্রসঙ্গত: কর্পোরেশন যখন তৃণমূলের ছিলো তখন গার্ডেনরীচের জলও ওদিকে আসতে দেওয়া হয়নি। অনেক পরে এসেছে।
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ০৯:৫৪441841
  • এও নিশ্চয় এক ধরণের ঔদ্ধত্য হঠানো!
  • SB | 115.117.223.102 | ১৩ মে ২০১০ ০৯:৫৬441842
  • আরে কি মুস্কিল! চুরি ডাকাতি মাফিয়াগিরি যারা করে তাদের কে ভোট দিয়ে ক্ষমতায় আনলে চুরি ডাকাতি ওয়াগন ব্রেকেজ মাফিয়াগিরি বন্ধ হয়ে যাবে? হতে পারে, এটাও একটা উপায়। আল ইz ওয়েল ;-)
  • Sibu | 174.145.221.59 | ১৩ মে ২০১০ ০৯:৫৮441843
  • দায়ের প্রশ্নটা ইরেলেভ্যান্ট। নকুদের প্রধান দুক্ষু সিপিএম কেন বড় বাম তারা কেন নয়। সুতরাং তারা যে কেউ ভায়াবল ও অ্যান্টি-সিপিএম তারই সাপোর্টার। সে মমতা হোক আর যেই হোক।

    দায়ের প্রশ্ন যদি ইম্পর্ট্যান্ট হত তো মমতা এলে সমস্যার সমাধান হবে কিনা সে কথা উঠত।
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১০:০৫441844
  • এসব দেখেও দ্যাখবেন না কমরেড; এড়িয়ে চলুন

    এ হল গিয়ে পোরিবত্তনকে আটকানোর জন্য সিপিএমি চক্রান্ত , বরং রেল ষ্টেশনের কতো কতো উন্নতি হয়েছে , সম্মানীয় মহাপুরুষ ও মহামহিলারা কত কত সাম্মানিক পারিতোষিক পেয়ে শিক্ষা-দীক্ষা-ছমোছকিতি-কথ্যভাষার নবজাগরণ ঘটাচ্ছেন সেসব দিকে লক্ষ্য দিন

    আর রোজ সকালে ধুজ্জটি মনত্‌র জপান .... ওফ এখনো বলে দিতে হবে " গরব সে কহো হাম তিনোমুল হ্যায় "
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ১০:০৭441845
  • অ্যাকচুয়ালি খুব ভালো হত ওটা রেকর্ড করে ডিস্ট্রিবিউট করতে পারলে।
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১০:১৫441846
  • SB তা তো বটেই ! দেখছেন না যারা কাটোয়া-হরিপুরে বিদ্যুৎকেন্দ্র গড়তে গেলেই সর্বাগ্রে বাধা দেয় , রাজারহাটে তিন বছর ধরে খুঁটি পুঁততে দেয় না লোডশেডিং হলে তেনারাই বেশি চেঁচান

    যাই হোক কাটোয়ার নির্মাণ কাজ অবশেষে শুরু হয়েছে , হরিপুরে মনে হয় হতে দেওয়া হবে না
  • Ishan | 125.18.17.16 | ১৩ মে ২০১০ ১০:২৫441849
  • কি ভাগ্যিস সিঙ্গুর আর নন্দীগ্রামটা আটকানো হয়েছিল, নইলে আরো দুশো মেগাওয়াট ঘাটতি হত।

    আর হরিপুরটা করতে দিলে ২০১৫-২০ নাগাদ বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত। তদ্দিন লোডশেডিং এর মধ্যে একমাত্র আলো বাম সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হত। :)
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১০:৩১441850
  • ফর ইয়োর ইনফো নন্দীগ্রামের সেই কেমিকাল হাবের মধ্যে একটি গ্যাসটারবাইন বিদ্যুৎকেন্দ্রের প্ল্যানও ছিল :-)
  • Ishan | 125.18.17.16 | ১৩ মে ২০১০ ১০:৩৩441851
  • সেটাও ২০১০ এ হয়ে যেত নির্ঘাত?
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১০:৩৮441852
  • হলেও বা কি কোন লাভ হত ? বরং ১১য় হলে ভাল হত জননেত্রী উদ্বোধন করতেন !

    ব্ল্যাঙ্ক তো আসল কথাটা বলেই দিয়েছে "মমতাকে ভোট দিতে হবে তো? তো এত বার বলার কি আছে;-)
  • Arpan | 122.252.231.10 | ১৩ মে ২০১০ ১০:৫৫441853
  • আরে বারবার বলতে তো হবেই। চোখের মণি বলে কতা! ;-)
  • PT | 203.110.247.221 | ১৩ মে ২০১০ ১১:০২441854
  • কাল তারানন্দের ""আলোচনা সভাতে"" নির্বেদ রায় আর শুভাপ্রসন্নর ক্যামেরার সামনের পাতি গালিগালাজ আর খেউড়ের বন্যা উপভোগ করেননি কেউ? অরুণাভ ঘোষ আরও একপা এগিয়ে শুভাপ্রসন্নকে সরাসরি ""জালি"" করে সল্টলেকে জমি দখল করার জন্য দায়ী করলেন আর সুশীলরা (বিশেষত: নচিকেতা + শাঁওলী) রাজনৈতিক নেতাদের এঁঠো-কাঁটা খেয়ে বেঁচে আছে বলে খেউড় করলেন.......বেড়ে পরিবর্তন আসছে। এনারা যৌথ ভাবে ক্ষমতায় এলে বামফ্রন্টকে আর বিরোধীতা করতে হবে বলে মনে হচ্ছেনা।
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১১:৩০441855
  • তিনি তিনোমুলি পকাবু বলেই যে বলছি তা নয় , তবে ঐ শুভার মত ন্যাক্কারজনক মনোবৃত্তির ধান্দাবাজ বোধহয় পবঙ্গে এখন দুটি নেই। আজ থেকে তো নয় , গত তিন বচ্চর ধরে বিভিন্ন টিভি চ্যানেলে -কাগজে ওনাকে দেখে এবং ভাষা শুনে ওরকমই মনে হওয়াটা স্বাভাবিক

    কীর্তিমানের কতগুলি কার্যকলাপের উদাহরণ

    ১) সত্যজিত রায়ের বিনা অনুমতিতে তার নাম ভাঁড়িয়ে অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি এবং পুলিশি হস্তক্ষেপে প্রোগাম বন্ধ অত:পর টিকিট-অ্যাডের পয়সা নিয়ে তিনি হাওয়া , কিছুদিন পরে একটি ম্যাগাজিনের প্রবন্ধে লিখলেন ""সত্যজিত রায় অধ:পতিত""- ৮০র দশকের ঘটনা

    ২) এক তরুণ শিল্পীর আত্মহত্যা , নোটে নামোল্লেখ - ক্ষণিকের হাজতবাস

    ৩) সল্টলেকে বাড়ীর বেআইনী নির্মাণ - পুরসভা মানতে না রাজি হওয়ায় রাতারাতি তিনোমুলে যোগদান

    ৪) সর্বশেষ - রাজ্যে উত্তাল জমি আন্দোলন চলাকালীন খুদে-আরাবুলের সহায়তায় ভাঙড়ে নিকাশী খালসহ কৃষিজমি দখল ... না না কোন কোন শ্রমনিবিড় কারখানা করতে নয় , ফাইভষ্টার রিসর্টসহ ""শিল্পগ্রাম"" বানাবেন বলে

    ৫) আরও একটা নতুন ! দিদি আর উপমন্ত্রী জাটুয়াকে ধরে ১৪৬জনকে টপকে টিভি চ্যানেলের লাইসেন্স

  • Ishan | 125.18.17.16 | ১৩ মে ২০১০ ১১:৩১441856
  • তাইলে বিদ্যুতের হালের অবনতির কারণ সম্পর্কে যা যা জানা গেল, এট্টু সামাপ করি:

    ১। পুনাতেও লোডশেডিং হয়।
    ২। কেন্দ্রীয় চক্রান্ত।
    ৩। দুষ্টু আমলারা শিষ্ট মন্ত্রীদের ভুল বুঝিয়েছেন।
    ৪। রাজারহাটে পোল পুঁততে দেওয়া হয়নি।
    ৫। হরিপুর-কাটোয়ায় বিদ্যুৎকেন্দ্র হয়নি।
    ৬। দিদি কয়লা দেয়না।

    তবে নিরুপমবাবু কাল যা বলেছেন, তার সঙ্গে এগুলো ঠিক ম্যাচ করেনা। উনি বলেছেন, অন্য কিছু না, খালি কয়লার কোয়ালিটি খুব খারাপ বলে এই দুর্গতি।

    মন্তব্য নিÖপ্রয়োজন। :)
  • Arpan | 122.252.231.10 | ১৩ মে ২০১০ ১১:৩৮441857
  • বিশ্বজুড়ে খারাপ কয়লার কোয়ালিটি নিয়ে কয়েক গন্ডা লিংক এল বলে! : P
  • PT | 203.110.247.221 | ১৩ মে ২০১০ ১১:৫৪441858
  • একটি লোকাল ট্রেনের মধ্যে বসে যতই লাফালাফি করুন, ট্রেনটি তার সব বগিগুলো নিয়ে নিজস্ব গতিতেই যাবে। সেই ভাবেই ভারতের একটি রাজ্য হঠাৎ দেশের গড়পড়তা কার্যক্ষমতার বাইরে গিয়ে বিশাল কিছু করে ফেলবে সেটা প্রত্যাশা করাটা অবুঝ বাচ্চামো জাতীয় ব্যাপার। সেই জন্য ২০০৭-২০১০-এর বিদ্যুত সংক্রান্ত সুতো দেওয়া হয়েছিল। সেটা বামফ্রন্টকে defend -করার জন্য নয়। বোঝাই যাচ্ছে যে যে কোন কারণেই হোক না কেন জল, বিদ্যুত ইত্যাদি বড়সড় ব্যাপারে সারা দেশের টিকি এক জায়গাতে বাঁধা।

    মমতাকে ভোট দেওয়ার ইচ্ছে হলে দিন। কিন্তু তার জন্য এই issue -গুলোকে কারণ হিসেবে দাঁড় করানোর কোন প্রয়োজন নেই। কেননা তৃণমুলের জন্ম যে দলের গর্ভে, তারা বা তাদের সমতুল্য দলগুলো এই সমস্যাগুলোর সমাধান করতেও ব্যর্থ হয়েছে। কাজেই মমতা ক্ষমতাতে এলেও জল এবং বিদ্যুতের একই সংকট বহাল থাকবে।
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ১১:৫৭441860
  • যা: কি যে বলেন। তখন ঔদ্ধত্য থাকবে না। অটোয় চড়ে মিষ্টি করে বলে যাবে এই ওয়ার্ডে অমুক পাম্পিং স্টেশনের জল দেওয়া হবে না (কাল যেমন বলে গেলো), কারেন্ট দেওয়া হবে না। মিষ্টতার একটা দাম নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন