এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৪৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ১৩ মে ২০১০ ১৭:২১441928
  • হিডকোকে ভোট দেওয়া যায় না?
  • Ishan | 122.161.165.43 | ১৩ মে ২০১০ ১৭:৪৪441929
  • দিবাস্বপ্ন দেখলে নিচ্চয়ই যায়। যেমন বামফ্রন্ট সরকারকে দিয়েও কাজ করানো যায়। সিপিএমকে দিয়েও জনগণতান্ত্রিক বিপ্লব করানো যায়। :)

    রাজদীপ, গত হপ্তার গপ্পোটা বোধহয় ঠিক। ভুলে গেছিলাম গত হপ্তায় তিনদিন বিষ্টি হয়েছিল। বিষ্টি পড়লে লোডশেডিং কম হয়। :) এ হপ্তায় খোঁজ নিন।
  • Sibu | 173.128.105.55 | ১৩ মে ২০১০ ১৭:৫১441930
  • এই এসবি, রাজদীপ, ফুটকি - এ সব কি হচ্ছে? পরিবর্তনের পথে বাধা দিচ্ছ কেন? মমতা যদি বামফ্রন্টের থেকেও ইনএফিসিয়েন্ট হয় তো কি আছে? নকুদের সিঙ্গুরে মঞ্চে বসিয়েছে তো! ব্যাস, তাতেই সব ঠিক হয়ে যাবে। বোঝ না কেন?

    আসল কথা কে মঞ্চে বসিয়েছে, কে টিভিতে ডেকেছে - এই সব।
  • . | 198.96.180.245 | ১৩ মে ২০১০ ১৭:৫৭441931
  • আমি কই বাধা দিলাম? পষ্টাপষ্টি কইলাম মমতাকে মুখ্যমন্ত্রী চাই। পষ্টাপষ্টি কইলাম বামফ্রন্ট অপদার্থ। নিউ টাউনের সমস্যাটা সমাধান করার চেষ্টা করতাসি। তার পরেও বুদ্ধিজীবী বইলা গাল শুনি। কুনো মানে হয়!
  • Samik | 219.64.11.35 | ১৩ মে ২০১০ ১৮:০০441933
  • শনি-রোববার ব্যান্ডেলে ছিলাম। ঐ, দিনে দু-ঘণ্টার বেশি লোডশেডিং পাই নি। শুক্রবার বিষ্টি হয়েছিল অবশ্য, কিন্তু শনিবার ফের বেজায় গরম ছিল। রোববার সন্ধ্যের দিকে একটু ঝড় হল, কিন্তু বিষ্টি হল না।
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৮:০০441932
  • ফুটকি ছোটবেলার কথা ভুলে গিয়েছে। বরাবর দেখে এলাম সিপিএমকে ভোট দিন কারণ ইন্দিরা গান্ধী চোর, তারপর হল গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। হ্যাঁ আর একটা কারণ অবশ্যি ছিল তাহল মার্ক্সবাদ বিজ্ঞান। চোরদের বিপক্ষে আর বিজ্ঞানের পক্ষে কেই বা ভোট না দিয়ে পারে। বহুকাল যাবত কংগ্রেস বা বিরোধী বস্তুটা প:ব: থেকে উঠে গিয়েছিল বলে চোখে পড়ে নি।
  • . | 198.96.180.245 | ১৩ মে ২০১০ ১৮:০৭441934
  • বুইলাম না। কি প্রসঙ্গে কইলি? তবে আমার ছোটোবেলায় সিপিএম ছিল না। সিপিআই ছিল- টিম্‌টিম্‌ করে। মূলত: কংগ্রেস, মুসলিম লিগ আর কৃষক প্রজা পার্টি।
  • saikat | 202.54.74.119 | ১৩ মে ২০১০ ১৮:০৯441935
  • আর শ্যামাপ্রসাদ মুখার্জী।
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৮:১১441938
  • ঐ যে কইলে না কে কত বাজে প্রমাণ করে ভোট চায়। এ বরাবরই তাই। মধ্যে ২৩৫-৩৫ সমীকরণে দরকার হয় নি। এখন আবার হইছে।

  • Manish | 117.241.229.40 | ১৩ মে ২০১০ ১৮:১১441937
  • বামবিরোধিরা সবসময়ই বামফ্রন্টের ভালো কাজ নজর এড়িয়ে যাবেন আর শুধু খারাপ কাজের সমলোচনা করবেন এবং বামপন্থীরা উল্টোটা করবেন। এটাই স্বাভাবিক। সুতরাং ঈশানবাবু আপনি যেমন বামবিরোধিদের ভোট দেবেন,
    আর আমি বামফ্রন্টকে ভোট দেবো।

    কোয়ি শ্‌ক।
  • . | 198.96.180.245 | ১৩ মে ২০১০ ১৮:১২441939
  • হ্যাঁ, শ্যামাবাবুও ছিলেন। সেরকম দেখতে গেলে শরৎবাবু ছিলেন, জয়প্রকাশের সোশালিস্ট পার্টি ছিল- এ সব ছোটোখাটো।
  • . | 198.96.180.245 | ১৩ মে ২০১০ ১৮:১৪441940
  • না, সবসময় ব্যাপারটা সেরকম ছিল না। ৬৭, ৬৯, ৭২, ৮২-তে বামফ্রন্টকে আমরা অন্যদের থেকে কম খারাপ বলে ভোট চাইতে হয় নি। তুই ছোটো, মনে নাই তোর। :-P
  • Ishan | 122.161.165.43 | ১৩ মে ২০১০ ১৮:৩৭441941
  • এমা বুদ্ধিজীবি বলে গাল কে দিল? বুদ্ধিজীবি তো কমপ্লিমেন্ট। :)
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৮:৫৪441942
  • http://leftfrontwb.in/node/69

    এটা হচ্ছে বিশিষ্ট জনদের লিং মানে স্থিকাবুদের লিস্টির লিং। কিন্তু কিছু ফাঁকা চৌক বাক্স ছাড়া কিছুই এল না। এটা কি প্রতীকি? মানে স্থিকাবু মানে ফাঁকা বাক্স?
  • Arpan | 122.252.231.10 | ১৩ মে ২০১০ ১৮:৫৮441943
  • কমরেড পরিবর্তন আনুন। মেশিনে ইউনিকোড বসান।

    আর ওটা লিস্টি নয়। ;-)
  • akar jonne | 114.31.249.105 | ১৩ মে ২০১০ ১৯:০০441944
  • ওঁরা সবাই "বিশিষ্টজন", ইচ্ছে মতন জবাই
    করতে পারেন। হুকুম দিলেই মান্য করিস সবাই!
    পদ্য লেখেন, নাটক করেন, ওঁরা আঁকেন ছবি।
    শবসাধনাও করেন, আছে দুরন্ত ভৈরবী।
    চাইলে পরেই ভৈরবী দেয় মৃতদেহের জোগান।
    বুদ্ধিবেচা তান্ত্রিকেরা, এ বাংলাকে ভোগান!
    মোদীর চেলা হাফ নকশাল, এদের অধিকাংশ
    কারণবারির সঙ্গে চিবোয় টাটকা মানুষ-মাংস।
    আবার যখন উঠল বেজে নির্বাচনের বাদ্য,
    "বিশিষ্টজন" মঞ্চে নামেন যার যে রকম সাধ্য!
    একাংশ খুব নাড়ান দাড়ি, করেন হুকুমজারি।
    গাঁ'য় মানে না, মোড়ল সাজার সংস্কৃতি-সর্দারি।
    অন্যগুলো মুখোসপড়া, বলেন মাথা চুলকে...
    লাভের নিমক খেলাম ... তোরা জেতাস তৃণমূলকে!
    চেঁচায় নানান রেলকমিটি, চেঁচায় কচিনেতাও ...
    অর্ধলক্ষ মাস মাইনে, ভৈরবীকে জেতাও!
    আখের গোছায় বিশিষ্টজন। কিন্তু এতক্ষণ যে
    অপেক্ষাতে ক্লান্ত বেকার, শহর গ্রামে গঞ্জে ...
    হতাশ হয়ে চাইছে হিসেব ... "করলে ন্যানো গায়েব
    শিলান্যাসের চাকরি কোথায় বাবু বিবি সায়েব?
    আমরা সবাই রাখছি খেয়াল, সমস্ত আর্টস একর।
    একসঙ্গেই উপড়ে ফেলব আগাছা আর শেকড়!"
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৯:১১441945
  • কমরেড অপ্পন, মেশিনে কত প্রকার ইউনিকোড লোড করিলে পরিবর্তন আসিবে?
  • Arpan | 122.252.231.10 | ১৩ মে ২০১০ ১৯:১৭441946
  • কমরেড দেখি চামচে করে খাইয়ে দেওয়ায় বিশ্বাস রাখেন। :-)

    তবে তাই হোক। ঐ পাতাতেই দেখুন বাঁদিকে লিং দেওয়া আছে - "Fonts problem?"। দেখেছেন? ঐখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন।
  • Samik | 219.64.11.35 | ১৩ মে ২০১০ ১৯:৩২441948
  • বড্ড বোকা বোকা, অপরিণত সাইট। একটা এত বড় পার্টির ভোটের প্রোপাগান্ডা সাইটে তেমন কোনও জৌলুশ নেই। অ্যামেচারিশ।
  • Ishan | 122.161.165.43 | ১৩ মে ২০১০ ১৯:৩৭441949
  • আম্মো দেখলাম। ঢপে ভরপুর।

    প্রথমে পড়ুন কলকাতার নিকাশি ব্যবস্থার সাফল্যের কথা:

    -----------------------------------
    কে আই পি-র সাফল্য

    ২০০৫ সালের পর ২৭৩ কিমি ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন বসানো

    ২৫ কিমি সিওয়্যার-এর নবরূপায়ণ সম্পূর্ণ

    ৪টি নতুন পাম্পিং স্টেশনের কাজ সম্পূর্ণ

    ২০১০ এর মাঝামাঝি সময়ের মধ্যেই বাকি ৯টি স্টেশন সম্পূর্ণ হবে

    ১৭ টি পাম্পিং স্টেশনের নবরূপায়ণ ও ক্ষমতা বৃদ্ধি

    ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত ৪৬ কিমি ময়লা জল নিকাশি খাল পলিমুক্তিকরণ
    -------------------------------------

    তারপরে খবরের কাগজ থেকে গতবছরের রিপোর্ট পড়ে মিলিয়ে নিন:

    -------------------------------------
    ৩০ ঘণ্টা পরে ধৈযের্‌র বাঁধ ভাঙল গেল কলকাতার। রাস্তায় নেমে পুরসভা আর বিদ্যুৎ দফতরের বিরুএদ্ধ ক্ষোভ উগরে দিলেন মহানগরীর মানুষ।

    কোথাও বিদ্যুৎ নেই ৩০ ঘণ্টা। কোথাও ২৪ ঘণ্টাতেও জল নামেনি। কোথাও আবার সোমবার সকালের পরে পৌঁছয়নি পানীয় জল। সিইএসসি-তে ফোন করে উত্তর মেলেনি। পুরসভার লোকেরা এলাকা পরিদর্শন করে গিএয়ছেন। তবু জল মেলেনি। নামেনি জমা জল। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বা উত্তরের হিঙ্গলগঞ্জ নয়। খাস কলকাতাকে এক দিনেও কেন স্বাভাবিক ছেন্দ ফেরানো গেল না, উঠল প্রশ্ন। দাবি উঠল সেনা মোতাএয়নেরও।
    -------------------------------------
  • PT | 203.110.246.230 | ১৩ মে ২০১০ ১৯:৪৬441951
  • বিশ্বব্যাপি জাল ঘেঁটে এত কষ্ট করার দরকার কি? মমতাকে ভোট দেওয়ার কথা কে একজন তো অনেক আগেই বলে দিয়েছেন।
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ১৯:৫৫441952
  • এই ভোটের যুক্তিটা হল হাফ দরজা খোলা দেখার যুক্তি।

    তারমানে সিপিএম পন্থী সমস্ত পোস্ট মানে সিপিএমকে ভোট দেবার কথা বলা হচ্ছে?
  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ১৯:৫৭441953
  • পুরসভা ভোটে যে জোট হলনা সেই গল্পটা নিয়ে আমার একটা কথা মনে হয়েছে, কদ্দুর জানি না। তবে, মনে হয়েছে।
    ২৫ এর জায়গায় ৩৪ টা সীট দিয়ে জোট করা গেলে কি ক্ষতি ছিল? ৯ টা সীটে কি আসত যেত - এ তো ৯ টা জেতা আসন নয়।

    মমতা বিজেপির সরকারে রেলমন্ত্রী থাকাকালীন বিধানসভা নির্বাচনের আগেই জর্জ নিয়ে পদত্যাগ করে কংগ্রেসের সাথে জোট করে লড়লেন - হেরে আবার ফিরে এনডিএতেই কয়লামন্ত্রী।

    জানি না, কিন্তু মনে হয় - ২০১০ বিধানসভার ইলেকশনে কেন্দ্রের ক্ষমতার এবং এতগুলো পুরসভায় সম্ভাব্য ফেইলিওরের দায় নিয়ে ইলেকশনে যেতে তিনি কি ভয় পাচ্ছেন? পুরসভায় তো কাজ করতে হয়। অন্যের টাকায় নিত্য নতুন ট্রেন ঘোষণা করে চমক নয় - তার চেয়ে অনেক বেশি ইন্টেন্সিভ কাজ। সেখানে জিতে যাওয়াকে তিনি না হলে কঠিন করলেন কেন?

    কালকের প্রশ্নের - কেন তৃণমূল - আমি একটা সম্ভাব্য উত্তর আশা করেছিলাম - লালগড়ের দাবী সেই নাকে খত তৃণমূল করাবে - সিঙ্গুরের জমি ফেরত দেবে - এইসব। একটাও এল না :(
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ২০:১৩441954
  • সব সিপিএমের কি এক ই রা হতে হয় ! টইটাতে সিপিএম সমর্থকদের রিঅ্যাকশনের এক ই প্যাটার্ণ !
    যেখানেই আর পাল্টা যুক্তি নেই, উত্তর দেবার মত কিছু নেই, তখনি গুচ্ছ সেন্টু খাইয়ে এক কথা , আরে কে বলেছে সিপিএম কে ভোট দিতে। মমতাই তো আসছেন। তাঁকেই আনছি। তবে আর অন্য কথা ক্যানো ইত্যাদি।

    SB অবশ্য তার উপরেও আরেক কাঠি গেছেন। যা বলিনি তা মুখে বসিয়েছেন। তৃণমূলের ( মানে আপনার কথামত ওয়াগন ব্রেকার ও মাফিয়া) হাতে ক্ষমতা এলে সব ঠিক হয়ে যাবে, এমন পোস্ট আমি কোথায় করেছি, একটু দেখাবেন :)
    সরকার ও পার্টির অপদার্থতা নিয়ে প্রশ্ন তুল্লে, আর জবার না থাকলেই এই এক ই স্ট্র্যাটেজি আর কদ্দিন চালাবেন ? :(
  • SB | 114.31.249.105 | ১৩ মে ২০১০ ২০:২০441955
  • অ! তিণোমূলী মাফিয়া বলে কিছু হয়ই না .... বেশ! আল ইz ওয়েল :-)
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ২০:২৮441956
  • যথারীতি, উত্তর নেই। তাই অর্থহীন রসিকতার চেষ্টা। :)
  • aka | 168.26.215.13 | ১৩ মে ২০১০ ২০:২৯441957
  • সেকি আমি তো ভাবলাম উল্টো, সিপিএমি মাফিয়া বলে কিছু হতেই পারে না। :(
  • na to | 61.12.12.83 | ১৩ মে ২০১০ ২০:৩১441961
  •  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন