এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বাংলা (যখন তিনোমুল ছিলোনা, এমনকি সিপিয়েম ও না)

    Blank
    অন্যান্য | ২৪ মার্চ ২০১০ | ২১৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.204.102 | ২৪ মার্চ ২০১০ ০০:৪০442679
  • তেমন important কিস্যু না। এই টই টা না খুললেও চলতো, কিন্তু এক ঘেয়ে টই গুলো দেখে দেখে হেব্বি বিরক্ত হয়ে গিয়ে খুলেছি
  • Blank | 59.93.204.102 | ২৪ মার্চ ২০১০ ০০:৪৪442790
  • মাঝে সাঝেই, পুরনো দিনের বই পত্তর পড়ার সময় অনেক জায়গা, অনেক ঘটনা, অনেক সময়ের রেফারেন্স পাই যেগুলো হয়তো আমাদের আশে পাশেই ঘটেছে, কিন্তু লৌকিক ইতিহাসে অতি কাঁচা বলে ম্যাপ করতে পারি না বা পারছি না। তো তেমন কিছুর প্রশ্ন এখানে আমি করবো, যে বা যারা জানবেন, তারা দয়া করে দু কথা লিখে দিন।
    প্রশ্নও করতে পারেন, কেউ না কেউ নিশ্চয় উত্তর দিয়ে দেবে। উত্তর না পেলে ঠোঁট ও ফোলান। খালি সময়কাল বিধান রায়ের জন্মের আগে অব্দি, তার পরে হলে খেলবো না।
  • Blank | 59.93.204.102 | ২৪ মার্চ ২০১০ ০০:৪৯442901
  • কুমার পালের সময় ওড়িশার রাজা অনন্তবর্মা বাংলা জয় করতে এসেছিলেন। তো উনি মিথুনপুর এবং আরল্য নামে দুটো দুর্গ জয় করেন। এর একটা মেদিনীপুর, অন্যটা আরামবাগে।
    যারা এসব জায়গা চেনেন, তারা এবারে বলুন যে দুর্গ দুটোর কোনো কিছু কি আস্ত আছে? আগে কখনো কি ছিলো? লোকাল কোনো জনশ্রুতি কি চলে? কেমন ছিলো ও দুটো?
  • tatin | 130.39.149.5 | ২৪ মার্চ ২০১০ ০০:৫৬443007
  • নুনি ছিল কিন্তু
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ০৮:৪৪443018
  • এগারো শতকের শেষে মেদিনীপুর জেলার সমস্ত অংশ অনন্ত বর্মা চোড় গঙ্গের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মেদিনীপুর দীর্ঘকাল উড়িষ্যার রাজাদের দখলে ছিল। ১৫৬৮ সালে বাংলার আফগান রাজা সুলেমানের ছেলে মেদিনীপুর দখল করেন।

  • Jhiki | 124.81.82.83 | ২৪ মার্চ ২০১০ ০৮:৫৫443029
  • তখনকি বাংলাও ছিল? গৌড় রাজ্য ছিল, আর দক্ষিণ দিকটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ০৯:৩১443040
  • এটা মজার:
    আর্য্যরা বাঙালীদের ""ধর্মজ্ঞান শুন্য ও ভাষাশুন্য পক্ষী"" বলতেন। খ্রীস্টজন্মের ৩০০০ বছর আগেও নাকি তমলুক নগরে তারা বাস করত! (রেফ: প: হরপ্রসাদ শাস্ত্রী)
  • Sibu | 70.7.156.109 | ২৪ মার্চ ২০১০ ০৯:৫৭443051
  • পিটির কথা শুনে মনে পড়ে গেল। তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি। ধোবিঘাট থেকে লঞ্চে পাড় হয়ে শ্রীরামপুর যাব। লঞ্চের যাত্রীদের মধ্যে এক বৃদ্ধ। খালি গা, পরনে ধুতি, হাতে তেলের শিশি আর গামছা। গঙ্গা পার হয়ে বৃদ্ধ শ্রীরামপুরের দিকে জলে নামলেন। স্নান করে আবার ফিরতি লঞ্চে ফেরত গেলেন।

    তো এই ব্যাপারটিতে পোচ্চুর কৌতুহল হল। সঙ্গে ছিলেন সুনীল জ্যেঠু। ওনাকে জিজ্ঞেস করে জানা গেল - প্রাচীনপন্থী ঘটিরা নাকি গঙ্গার পূর্বকূলকে পবিত্রতায় খাটো বলে মনে করেন। গঙ্গার পশ্চিমপাড় নাকি পবিত্রতায় বারানসীর সমান। তাই ঐ বৃদ্ধের মত কেউ কেউ গঙ্গা পাড় হয়ে তবেই গঙ্গাস্নান করেন।

    ভাবছিলাম বাংলা ও বাঙালীকে ছোট করার যে চলন/ফ্যাশন এই সাইটে দেখতে পাই তার মধ্যে কতটা সেই আর্য্যামির পা চাটার মনোবৃত্তি থেকে উদ্ভুত।
  • Arijit | 121.242.15.238 | ২৪ মার্চ ২০১০ ১০:০০443062
  • শরদিন্দুর যে ঐতিহাসিক গপ্পোগুলো আছে সেখানে প্রায়সই একটু উদ্ভুটে বাংলা দেখা যায় - অনেকটা "তুমিং কেমং আছং'-কে সংস্কৃত বল্লে যেমন লাগে তেমন। যেমন "লপ্সিকা' - জেলে লপ্‌সি খাওয়ায় বটে, কিন্তু সেটাকে কি সাধু ভাষায় "লপ্সিকা' বলে আদৌ?
  • Blank | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১১:১৯442680
  • এদিকে আরামবাগের দুর্গের খপর কেউ দেয় না। যাগ্গে আমি আরো পোশ্নো করবো কাজের ফাঁকে ফাঁকে। আবার সেগুলোর উত্তর খুঁজতে গিয়ে ইন্টারেস্টিং কিছু পেলে লিখে ফেলবো।
  • dipu | 61.12.12.83 | ২৪ মার্চ ২০১০ ১১:২৭442691
  • আরামবাগ দুর্গ তো ২০০৪এও ছিল। অনিল বসু ছ'লাখে জিতেছিল :-D
  • Samik | 122.162.75.168 | ২৪ মার্চ ২০১০ ১১:৩৬442702
  • আবার গরুর রচনা। খিখিখিখি ...

    হ্যাঁ শিবুদা, এ তো কথাতেই আছে, গঙ্গার পশ্চিমকূল, বারানসীর সমতুল।

    আরামবাগের দুর্গের খবর একেবারে পড়ি নি। একটা বই পড়েছিলাম তিনখণ্ডে, কার লেখা ভুলে গেছি, হুগলি জেলার ইতিহাস। সেখানেও কোনও উল্লেখ ছিল না।
  • Blank | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১১:৪৭442713
  • লোকাল লোকেরা এই সব ইনফো দিতে পারবে। হয়তো কোথাও কোনো মাটির ঢিপি এখনো পরে আছে।
  • Jhiki | 124.81.82.83 | ২৪ মার্চ ২০১০ ১১:৪৯442724
  • মাটির ঢিপি কি পরে আছে?
    এইসব মাটির ঢিপির নীচে দুর্গ থাকুক না থাকুক প্রচুর সাপ থাকে!
  • rabaahuta | 203.99.212.54 | ২৪ মার্চ ২০১০ ১২:১০442735
  • কেউ একটু বড় করে লেখো না? গড়িয়া, গড়িয়াহাট, রাজা প্রতাপাদিত্যের কাকা(কি যেন নাম)-র গড়, বৈষ্ণবঘাটা, বাঘাযতীনের ভেতরদিকে ধ্বংসাবশেষ টাইপের ব্যাপারগুলো, ওদিকে ডিহি ভুরশুট বা ভুরিশ্রেষ্ঠ, ইছামতীর ধারে বিভুতিভূষনের লেখা জায়গাগুলো...
  • Blank | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১২:৫০442746
  • ওগুলোতে আসবো পরে :)
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ১৩:০৯442757
  • আরামবাগ থেকে বাসে গোঘাট যাওয়া যায়। সেখানে আফগানদের রাজত্বকালের ফোর্টের ধ্বংসাবশেষ আছে। বঙ্কিমচন্দ্রের দূর্গেশনন্দিনী উপন্যাসে এই ""গড় মান্দারনের"" উল্লেখ আছে। এই কি আরামবাগ দূর্গ?
  • Blank | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১৩:১৪442768
  • এই দুর্গ গুলো বাংলায় মুসলিম শাসনের অনেক আগে। তাই আফগান দুর্গ গুলো হওয়া সম্ভব নয়।
    আমি গুগল ম্যাপ ঘেঁটে কিছু পেলাম না।
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ১৩:৪২442779
  • কুমারপালের শাসন কাল ১১২০-১১২৫। ১২০৫-এ বখতিয়ার খিলজি লক্ষণসেনকে হারিয়ে রাজধানী নবদ্বীপ (বাংলা) দখল করেন। কিন্তু ১১৯৩-এ তিনি বিহার দখল সেরে ফেলেছেন। কাজেই এদের শাসনকালের ফারাক বিরাট কিছু নয়। আর অন্যের তৈরি দূর্গ নিজের নামে চালানো অজানা কিছু নয়।
  • SB | 114.31.249.105 | ২৪ মার্চ ২০১০ ১৫:০৮442791
  • ব্ল্যাঙ্কির IP Address : 59.93.204.102 Date:24 Mar 2010 -- 12:49 AM সোর্স কী? লিং চাইনি :)
  • Blank | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১৫:১৪442802
  • বিএসেনেল তো
  • kd | 59.93.247.231 | ২৪ মার্চ ২০১০ ১৫:২২442813
  • ব্ল্যাংকির উত্তরের জওবাব নেই!!!
  • SB | 114.31.249.105 | ২৪ মার্চ ২০১০ ১৫:২৫442824
  • :-)
  • SB | 114.31.249.105 | ২৪ মার্চ ২০১০ ১৫:২৯442835
  • ইসে, বৃহৎবঙ্গে এই মিথুনপুর আর অরল্য দূর্গ নিয়ে তথ্য আছে নাকি অন্য কোথাও?

    বৃহৎবঙ্গ পড়িনি। প্রথম ভাগ কোন সময় থেকে কোন সময় আর দ্বিতিয় ভাগ কোন সময় থেকে কোন সময়? ব্ল্যাংকি একটু জানাবে প্লীজ?
  • dd | 122.166.135.181 | ২৪ মার্চ ২০১০ ১৯:৫০442846
  • আরামাবাগের দুর্গ ?
    মানে ,তাইলে ওটা গড় মান্দারন হবে।
    ইয়েস,ইয়েস, সেই বংকিম বাবুর।

    আরামবাগ শহর থেকে আট মাইল দুরে ছ্যালো গড় মান্দরন, এখন কিসুই নাই। সারা বংগেই কোনো দুর্গের এমন ক্ষি একটা ভালো মতন ধ্বংশস্তুপ ও নেই।

    পত্তে পারেন - বাংগালার সামরিক ইতিহাসের গোড়ার কথা। লেখক প্রিয়দর্শন সেনশর্মা। পশ্চিমবংগ রাজ্য পুস্তক পর্ষদের প্রকাশনা।
  • Blank | 59.93.210.166 | ২৫ মার্চ ২০১০ ০০:২৪442857
  • ডিডি দা
    আমার মনে হয় না দুর্গটা গড় মান্দারন। সময়এর মিসম্যাচ, নামের ভয়ানক মিসম্যাচ। গড় মান্দারন মনে হয় অনেক পরে তৈরী।
    বৃহৎ বঙ্গে এই নিয়ে কোনো তথ্যই নেই। কুমার পাল, দীনেশ বাবুর কথা অনুযায়ী মহা পরাক্রম শালী ছিলেন। ওনার সাথে সমুদ্রের তুলনা করা হতো। খালি একটাই সমস্যা ছিলো, সমুদ্রকে বাঁধ দিয়ে আটকেছিলো রামচন্দর, কুমারপালকে আটকাতে পারে নি কেউ।
    কিন্তু অনন্তবর্মার বাংলা জয় এই কুমারপালের সময়ে।
    মেদিনীপুরের দুর্গটাই বা কোথায়? ওড়িষ্যার রাজাদের ব্যপারের জানার জন্য বই পত্তর চাই, রেফারেন্স চাই। মাদলা পাঁজি টাইপের বই নয়।

  • Blank | 59.93.210.166 | ২৫ মার্চ ২০১০ ০০:২৬442868
  • শৈবাল দা
    বক্তিয়ার খিলজির সময় থেকে এপিসোড ২ শুরু
  • dri | 117.194.227.67 | ২৫ মার্চ ২০১০ ০০:৫০442879
  • এই টপিকটা ভাল্লগছে। এই দুটো দুর্গের টাইমটা কিরকম বল তো? এগুলোর রেফারেন্স কোথায় পেলি?

    আমি শুনেছিলাম, বৃটিশরা আসার কিছুদিন আগে পর্য্যন্তও নরঘাটের ব্রিজের ওপারটা (কংসাবতী নদী?) উড়িষ্যার রাজার দখলে ছিল। আলিবর্দী খান মেদিনীপুরের ঐ পার্টটা বাংলার আন্ডারে আনেন।

    পুরীর পান্ডাদের কাছ থেকে আমি একটা কনস্পিরেসি থিওরি শুনেছিলাম। বাংলার মুসলিম রাজারা নাকি উড়িষ্যার হিন্দু রাজাদের আন্ডারমাইন করার চেষ্টা করে যাচ্ছেন বহুদিন থেকে। তার মতে চৈতন্যদেব হলেন বাংলার মুসলিম রাজার ক্রিয়েশান। তার আগে উড়িষ্যার বহু প্রতাপশালী রাজাগজারা ছিলেন। রাজা নরসিংহের বহুৎ ঘ্যাম ছিল, কোনারকের মন্দির বানিয়েছিলেন। কিন্তু চৈতন্যপ্রবাহ এসে উড়িষ্যার মিলিটারি মাইট একেবারে নষ্ট হয়ে গেল। বর্ডার অঞ্চলের সব আর্মি ফ্যামিলিরা চৈতন্যপ্রেমে বিভোর হয়ে অস্ত্রত্যাগ করলেন এবং খুবই ন্যাতপ্যাতে হয়ে পড়লেন। উড়িষ্যারাজশৌর্য্য ভোগে গেল।
  • santanu | 82.112.6.2 | ২৫ মার্চ ২০১০ ০৭:৪৯442890
  • 'রবিবার প্রতিদিন' এ এই থিওরির ওপর একটা উপন্যাস ছাপছে।
  • PT | 203.110.246.230 | ২৫ মার্চ ২০১০ ০৮:৫৭442902
  • কেশিয়াড়ির (কেশিয়াড়ি-বেলদা রাস্তার ধারে) কুরুমবেড়া দূর্গ উড়িষ্যার কপিলেন্দ্র দেবের রাজত্বকালে (১৪৩৫-১৪৭০) নির্মিত হয়। এটা কি মেদিনীপুর দুর্গ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন