এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরনো বাংলা (যখন তিনোমুল ছিলোনা, এমনকি সিপিয়েম ও না)

    Blank
    অন্যান্য | ২৪ মার্চ ২০১০ | ২২৩০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ২৫ মার্চ ২০১০ ১০:০৯442913
  • এখানে কেউ একটু গঙ্গাহৃদি নিয়ে লিখলে খুব ভালো লাগবে।
  • dd | 122.167.10.5 | ২৫ মার্চ ২০১০ ১০:১৪442924
  • ব্ল্যাংকি
    পিয়োবাবু তো তাই ই কইলেন।
    তবে ওখানে প্রথম দুর্গটি উড়িষ্যার রাজা প্রথম নরসিংহদেবের এক সামন্তরাজার ছিলো। গল্প ছিলো দুর্গটিতে পিতলের চাদর ছিলো।

    পরে ১২৫৫ নাগাদ ইখতার ইয়ুদ্দিন নামে আরেক সামন্ত প্রভু ওটি দখল নেন।

    এর ও পরে হুসেইন শাহ ওটি দখল করে নেন।

    আর দ্রি, ঐ থিওরীটা অনেক দিনের পুরোনো। মনে হয় অনেকাংশই সঠিক।
  • Blank | 170.153.65.102 | ২৫ মার্চ ২০১০ ১১:৪৪442935
  • ডিডি দা
    আচ্ছা, গড় মান্দারনের ব্যপারে আমি আগের কথা ফিরিয়ে নিচ্ছি। কাল রাখালদাস বাবুর লেখায় পেলাম যে অনন্তবর্মা মন্দার এর রাজাকে পরাজিত করেছিলেন। তাহলে গড় মন্দারনই হবে হয়তো আরল্য। কিন্তু এই আরল্য নামটি কিসের নাম। এই শব্দটার অর্থই বা কি, সেটা পরিষ্কার হলো না।
  • Blank | 170.153.65.102 | ২৫ মার্চ ২০১০ ১১:৪৫442946
  • পিটিবাবু,
    কেশিয়াড়ির দুর্গটার ব্যপারে খোঁজ দেওয়ার জন্য ধন্য বাদ। আমি খুঁজে দেখবো আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা।
  • Blank | 170.153.65.102 | ২৫ মার্চ ২০১০ ১১:৪৯442957
  • দ্রি, আমি বাংলার কৈর্তব্য সমাজের ইতিহাস পড়ছিলাম। তাতে এই দুর্গ দুটোর উল্লেখ আছে।
    আর ঐ কন্সপিরেসি থিওরিটা উড়িষ্যার অনেক লোক মানে। ওড়িষ্যার রাজাদের ঘ্যামও ছিলো বহুৎ। নইলে অশোক কে থামানো (নাকি হারানো :) ) সোজা কথা!!
    আমি কংসাবতী নিয়ে ইনফো খোঁজার চেষ্টা করবো। আপাতত এই প্রশ্নটা ওপেন রইলো :)

  • Samik | 122.162.75.243 | ২৫ মার্চ ২০১০ ১১:৫৩442968
  • কৈর্তব্য? নাকি কৈবর্ত?
  • Blank | 170.153.65.102 | ২৫ মার্চ ২০১০ ১২:০৫442979
  • :-o এটা ইয়ে মানে, বানান বিপ্লব না। প্রিন্টিং মিসটেক :(
  • dd | 122.167.6.152 | ২৫ মার্চ ২০১০ ১২:১৩442990
  • প্রিয়বাবু যে কটি দুর্গের কথা কয়েছেন এখনকার পশ্চিমবংগে।

    (১)উত্তরবংগে দীনহাটার কাছে কামতাপুর দুর্গ
    (২) মালদায়, গৌড়ের দুর্গ, কদিন আগে অনন্দবাজারে দেখলাম ইঁটের পাঁচিলের কিছু ছবি। এবং লক্ষণাবতীর দুর্গ।
    (৩) (সম্ভবত:) দিনাজপুরের একডালা দুর্গ
    (৪) দিনাজপুরেই দেবকোট দুর্গ।
    (৫) এদিকে দমদম,বারাকপুরের কাছে মুকুন্দপুরের দুর্গ,সালকিয়ার কাছে সালিখা দুর্গ।কাঁকিনাড়ার কাছে জগদ্দল দুর্গ। বেহালার কাছে রয়গড় দুর্গ।
    (৬)সুন্দরবনে শিবসা দুর্গ।

    আর, ঐ গড় মান্দারণ। মিদনাপুরের কথা তো কিসু প্যালাম না।

  • shrabani | 124.124.86.102 | ২৫ মার্চ ২০১০ ১২:৩০443001
  • আমাদের বাড়িতে একখান ঘাটালের ইতিহাস টাইপের বই আছে, তাতে মেদিনীপুরের প্রচুর ইতিহাস লেখা আছে, অনেক আগে পড়েছি। তবে মনে টনে নেই বিশেষ।
    বইটা আমার একজন দাদাকে লেখক দিয়েছিল, আমাদের পরিবারের উল্লেখ, মন্দিরের ছবিটবি আছে ওতে। তাতে মেদিনীপুরের রাজাদের কথা, যুদ্ধ, গড় মান্দারনের কথা এসবও ছিল।
  • PT | 203.110.243.21 | ২৫ মার্চ ২০১০ ১২:৩৯443008
  • বড় বেদ্‌না পেলাম। গড় মন্দারনের প্রসঙ্গে (24 Mar 2010 -- 01:09 PM) আমাকে কেউ একটা শুকনো ধন্যবাদও দিলনারে.....
  • kd | 59.93.192.199 | ২৫ মার্চ ২০১০ ১৩:২৩443009
  • PT,
    দেখুন - IP Address : 170.153.65.102 Date:25 Mar 2010 -- 11:45 AM

    কতবার চান? :))
  • kd | 59.93.192.199 | ২৫ মার্চ ২০১০ ১৩:২৭443010
  • সরি। আপনি আগেরটার জন্যে চাইছিলেন? ঠিক আছে, আমিই দিয়েদিলুম।

    থামবেন না। এটা বড় ভালো টই।

    ব্ল্যাংকি, তোমাকেও ধন্যবাদ দিতে হবে নাকি? :)))
  • til | 220.253.187.47 | ২৫ মার্চ ২০১০ ১৩:৩৪443011
  • উত্তর চব্বিশ পরগণার (দ্য হেভেন অন আর্থ)ইতিহাসের কোন সুলুক সন্ধান দিতে পারবেন কেউ?
  • PT | 203.110.246.230 | ২৫ মার্চ ২০১০ ১৪:২২443012
  • কেডিকে ধন্যবাদের জন্য ধন্যবাদ!
  • Rajdeep | 202.79.203.59 | ২৫ মার্চ ২০১০ ১৪:৩০443013
  • গড় মান্দারণ এখন খুব ভালো পিকনিক স্পট - সিরিয়াসলি

    http://www.mustseeindia.com/Kamarpukur-Garh-Mandaran/attraction/14090

    আসছে শীতে একবার টেরাই করে দেখতে পারেন !

    আরো তথ্য

    http://www.thehindu.com/2005/10/28/stories/2005102801211000.htm

    ""In the17th century, only two events were reported from Kashmir. But, the Sadiya, Arunachal Pradesh, earthquake of 1696-97 should have been very severe, reaching Mercalli intensity of at least X, near its epicentre. Another report of a violent earthquake at a place called Mandran on June 4, 1669, is available in the book Mirat-e-Alam by Bhaktwar Khan. Mughal records locate this in Bengal consisting of present day Burdwan, Vishnupur, Bankura, and West-Hugli. Garh-mandaran was the centre of this region with a fort. This earthquake was very violent causing deep and wide fissures in the ground, which joined later to change the topography of the region all of a sudden. ""
  • aka | 168.26.215.13 | ২৫ মার্চ ২০১০ ১৮:১৭443014
  • ডিডিদা ব্যারাকপুর আর জগদ্দলের কাছে কি দূর্গ বললেন এতো শুনি নি।

    শ্যামনগরে গড় ছিল, রাজা কৃষ্ণচন্দ্রের - বর্গীদের হাত থেকে বাঁচার জন্য বানিয়েছিলেন। আমাদের বাড়ির পিছনেই সেই গড়। চারিদিকে পরিখা কাটা ছিল। আমাদের সময় সেখানে কোন গড় দেখি নি, মাটির ঢিপি দেখেছি, সাপের আড়ত। তাও খেলতে যেতাম। এখন লোকের বসত বাড়ি। পরিখার অনেকটাই মাটি ফেলে বাড়ি হয়ে গেছে। লোকমুখে কথিত আছে কৃষ্ণনগর থেকে শ্যামনগর অবধি নাকি সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। যদিও এর সপক্ষে কোন প্রমাণ পাওয়া যায় নি।
  • dd | 122.167.31.202 | ২৫ মার্চ ২০১০ ২১:৫৪443015
  • আজ্জো
    প্রিয়দর্শন সেনশর্মার যে বইটার থেকে টুকছি সেটাও exhaustive list নয়। মোটামুটি ইম্পর্ট্যান্ট আর পুরোনো নথি/পুঁথি/কিতাবে যে গুলির উল্লেখ আছে সে গুলো র একটা লিস্ট বানিয়েছেন।

    একডালা নামে একটা দুর্গের নাম বারবার এসেছে। কিন্তু এখনো কেউ নিশ্চিত নয় সেটি কোথায় ছিলো। বাংলাদেশের উত্তরভাগ থেকে আমাদের দিনাজপুর বা মালদায়। হয়তো একাধিক দুর্গ ছিলো। একই নামে।

    প্রত্নতঙ্কÄ হিসাবে খুবই ধোঁয়াটে।
  • dd | 122.167.31.202 | ২৫ মার্চ ২০১০ ২২:০৫443016
  • রিসেন্টলি অ্যাগটা বই পল্লাম, Hindu muslim relations in mughal bengal" - ড: শাহ নুরুর রহমান।(প্রগ্রেসিভ পাবলিশার্স)।

    বিভিন্ন পুঁথি,কাব্য,গীতিকা,পালা এইসব ঘেঁটেঘুঁটে লিখেছেন। ঐটা শেয়ার করুম খনে। কতগুনো যায়গা বেশ ইন্টেরেস্টিং।
  • PT | 203.110.246.230 | ২৫ মার্চ ২০১০ ২৩:৫৭443017
  • একডালা দূর্গ:

    From a close examination of the topography and archaeology of the site of Ekdala in the Dhanjar Pargana of Dinajpur district HE Stapleton holds that Westmacott's identification of Ekdala is acceptable. He also mentions that the Ekdala fort occupied an area of about 65 sq km, surrounded by a broad moat formed by the Chiramati river on the west and the Balia river on the east.
    http://www.banglapedia.org/httpdocs/HT/E_0031.HTM

  • . | 125.18.104.1 | ২৬ মার্চ ২০১০ ১৩:৪৬443019
  • বৈষ্ণবঘাটা থেকে গড়িয়া হয়ে বারুইপুর অবধি এলাকা ব্যাপক ইন্টারেস্টিং। প্রবাদে বলে চৈতন্যদেব নীলাচল যাত্রার সময় আদিগঙ্গার ঘাটে বসে সপার্ষদ নামগান করেছিলেন বলে এলাকার নাম হয় বৈষ্ণবঘাটা। একসময় বহু গৌড়ীয় বৈষ্ণব পন্ডিতের বাস ছিল এই অঞ্চলে। গড়িয়া ছিল আদিগঙ্গার ধারে বিশাল গঞ্জ। তখন কলকাতার পন্ডিতরা গড়িয়ার রাস্তা ধরে যেতেন "দক্ষিণের নবদ্বীপ" হরিনাভিতে। গড়িয়ার হাটের দিকে যে রাস্তা গেছে তার নাম হল গড়িয়াহাটের রাস্তা, এবং ক্রমে ক্রমে গড়িয়াহাট। বোড়ালের সেনদীঘি কাটা হয় সেনরাজাদের আমলে। কলকাতাত মেট্রোপলিটান এরিয়ার মধ্যে এই দীঘিই হল সর্বপ্রাচীন জলাশয়। সময় পেলে কখনও বিস্তারিত লেখা যাবে।
  • . | 125.18.104.1 | ২৬ মার্চ ২০১০ ১৩:৫৮443020
  • এখানে কিছু কিছু খবর পাওয়া যায়:

    http://www.historyofbengal.com/
  • SB | 114.31.249.105 | ২৬ মার্চ ২০১০ ১৪:০০443021
  • চৈতন্যদেব যেই রাস্তা দিয়ে গেছিলেন, তার নাম তখন ছিল দ্বারীর জাঙ্গাল। গড়িয়া থেকে যে রাস্তাটা বারুইপুরের দিকে চলে গেছে, বারুইপুর যাওয়ার পথে ডান দিকে অনেকগুলো জলাশয় এখনো দেখা যায়, এইটাই নাকি গঙ্গার আদি প্রবাহের অংশবিশেষ।

    ভাবতে বেশ শিহরণ হয় যে আমাদের বাড়িটা আসলে সেই আদি গঙ্গার প্রবাহের স্থানেই, মধুকর ডিঙ্গা নাকি এখান দিয়েই গিয়েছিল!!
  • dipu | 61.12.12.83 | ২৬ মার্চ ২০১০ ১৪:০৩443022
  • চৈতন্যদেব পুরী যাওয়ার সময় আন্দুলের ওপর দিয়ে গেছিলেন। বসন্ত চৌধুরীদের বাড়িতে নাকি রাত কাটিয়েছিলেন। ওতেই আন্দুলের পাবলিক আনন্দে ধুলোয় গড়াগড়ি খেয়েছিল (পারেও বটে!)। সেই সূত্রে আনন্দধূলি, কালক্রমে তাহাই আন্দুল। হুঁ হুঁ।

    পরেরদিন সকালে আবার যাত্রা শুরু। পাশের গ্রামের পাবলিক মস্তিতে হেব্বি পোঁ পোঁ করে শাঁখ বাজিয়েছিল। সেই থেকে শঙ্খরোল, ক্রমে সাঁকরাইল।

    উলবেড়ে নিয়েও এমন কী একটা আছে। ভুলে গেছি।
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৪:০৭443023
  • মুশকিলটা হল এখন সেখেনে লোহা আর সিমেন্টের গুদাম - হুতো বেচারা ঘুমুতে পারে না;-)
  • . | 125.18.104.1 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৩443024
  • প্রতাপাদিত্যের খুড়ো বসন্ত রায়ের ["আজ তোমারে দেখতে এলেম" খ্যাত :-)] রাজপাট ছিল বড়িষা-সরশুনা অঞ্চলে। এখনও ওখানে বসন্ত রায়ের দুই রাণীর নামাঙ্কিত দুই দীঘি রয়েছে।
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৪443025
  • শৈবাল - নাকি টাকি নয় - আদিগঙ্গা বলে যেটা পরিচিত - মানে যার ওপর দিয়ে এখন মেট্রো চলে - সেটা সত্যিই আদিগঙ্গা। আগে ওই ক্যানিং-এর ওদিকে কোথাও সমুদ্রে মিশতো - মণসামঙ্গলেও এই পথটার কথা আছে। আর এপাশে ছিলো সরস্বতী বলে একটা নদী। জলদস্যুর উপদ্রব এড়াতে আলিবর্দী খাঁ গঙ্গাকে সরস্বতীর সঙ্গে জুড়ে দেন - তাই ওই অংশটা "কাটাগঙ্গা' নামে পরিচিত।
  • rabaahuta | 203.99.212.53 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৬443027
  • না না, আমি পারি তো। লোহার গুদাম তো কি, আমি ভেঁপু বাঁশির টেস্টিং ল্যাবেও ঘুমোতে পারি।
    কিন্তু যে পারেনা সে আমাকে বিদ্বেষবশত: জাগিয়ে তোলে :)
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৬443026
  • এবং গড়িয়ার পরে পথটা বন্ধ হয়ে হয়ে মাঝে মাঝে কয়েকটা জলাশয়ে দাঁড়িয়েছে। আদিগঙ্গায় নৌকো চলতে আমার ছোটবেলাতেও দেখেছি।
  • Arijit | 121.242.15.238 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৭443030
  • আল্টি তো একই দাঁড়ালো ;-)
  • dipu | 61.12.12.83 | ২৬ মার্চ ২০১০ ১৪:১৭443028
  • কোথাও একটা পড়েছি সতেরোশোকতযেন সালে কলকাতায় যে ভূমিকম্প হয়েছিল, তার ফলে আদিগঙ্গা মজে যায় আর সল্লেক উঁচুতে উঠে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন