এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রশ্ন

    Du
    অন্যান্য | ১২ মার্চ ২০১০ | ৭০৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 74.125.57.33 | ১৭ জুন ২০১১ ১৪:১৮444208
  • গাড়ীর লাইটার থেকে জ্বালিয়ে নাও না।
  • Lama | 203.132.214.11 | ১৭ জুন ২০১১ ১৪:২৩444209
  • শিবুদা, আপিসে গাড়ি নিয়ে আসি না তো। অফিসের বাসে আসি।

    তবে বিড়ি ধরানোর উপায় পেয়ে গেছি- সিকিউরিটির ঘরে ঢুকে ধরিয়ে বেরিয়ে আসতে হয়। তারপর বাইরে দাঁড়িয়ে ফোঁকা যায়
  • achintyarup | 59.93.244.5 | ১৮ জুন ২০১১ ০৫:৪১444210
  • কিন্তু কেন?
  • Du | 117.194.197.92 | ১৯ জুন ২০১১ ১১:২৬444211
  • xbox 360 দেশে এনে চালানোর অভিজ্ঞতা কারো থাকলে জানাবের পাওয়ার সাপ্লাই কোথা থেকে কিনলেন ? এছাড়া আরো কিছু করণীয় থাকলে জানাবেন প্লীজ।
    আগাম ধন্যবাদ।
  • ranjan roy | 122.175.139.60 | ২০ জুন ২০১১ ১১:৫৪444212
  • দেবনাগরী লিপির উদ্ভব?
    --------------------------
    রায়পুরের রবিবাসরীয় বাঙালীন আড্ডায় এক বন্ধু দাবি করলেন--- সংস্কৃতের অথেন্টিক লিপি দেবনাগরী এটা মিথ। ওই ভাষাটি আগে শ্রুতিনির্ভর ছিল , পরে বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে। যেমন বঙ্গের সমস্ত মন্দিরগাত্রে বা প্রাচীনপুঁথিতে সংস্কৃত নামক ""সুসংস্কৃত'' ভাষাটি বাংলা লিপিতে লেখা। দাক্ষিণাত্যে বিভিন্ন আঞচলিক লিপিতে লেখা(ব্রাহ্মী-খরোষ্ঠী নয়?)(তেলেগু, তামিল?), তেমনি আসলে দেবনাগরী হল উত্তর ভারতের আঞ্চলিক লিপি!
    সংস্কৃত ভাষার কোন স্ট্যান্ডার্ড লিপি নেই, অথচ সাঁওতালিদের অলচিকি আছে।
    আমি বুঝভুম্বুল! তাহলে সংস্কৃত সাহিত্যের মহাগ্রন্থগুলো কোন লিপিতে প্রথম লেখা? ভাষাটাই বা কোন অঞ্চলে প্রথম জন্মালো? তাহলে তো সেই অঞ্চলের লিপিই ওর স্ট্যান্ডার্ড হওয়া উচিত।
    আমি বুঝলাম যে আমি এ'ব্যাপারে কিস্যু জানিনা। কিন্তু মেরে পাস মেরী গুরুচন্ডালী হ্যায়।
    কাজেই আমার ইচ্ছে আপনারা কিছু জানান।
    আগামী রোববার চা-পাঁপড় খেতে খেতে সব ব্যাটাকে দেখে নেব!
  • ranjan roy | 122.175.139.60 | ২০ জুন ২০১১ ১১:৫৫444213
  • দু'দিদি দ্যাশে ফিরতাছ নাহি? সুস্বাগতম্‌!!
  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১২:০৮444214
  • রঞ্জন দা, সেদিন আপনার সেলে কল করলাম একজন গম্ভীর গলায় রং নাম্বার বলে ধমকালো। সেই ব্যক্তি আপনি নন তো? কলকাতায় এসে গেছেন?
  • dd | 124.247.203.12 | ২০ জুন ২০১১ ১৫:১৮444215
  • আমার প্রশ্চেন একটাই, ওনলি ওয়ান।
    যতোবার ল্যাপী অফ করি ততোবার দেখি কয় "ইনস্টল আপডেট অ্যান্ড সুইচ অফ"। আমি ভদ্রতার খাতিরে সেই অনুরোধ নিলে মিনিট তিন চার ধরে গোল গোল হয়ে ঘুড়ে তারপর নিজেই সুইচড অফ হয়ে যায়। একটা বা দুটো আপডেট থাকে, একদিন শুধু ক্ষেপে গিয়েছিলো, গুনে গুনে উনিশটা আপডেট করেছিলো একাসনে।

    এখন মাই প্রশ্চেন ইজ, কে বা কারা এতো আপডেট পাঠায় আমাকে? এইসব আপডেট নিয়ে গেরস্থর ক্ষি উবগার হয়? না নিলেই বা ক্ষেতিটা কিসের? বা কার? এগুলো কি ঠাট্টা বা কোনো বাগ টাগ গোছের কিছু? ডাক্তার ডাকবো না সে ভাববে আমি কিছু বুঝি না? কেউ নেই যে অল্প কথায় ঠিক ঠাক উত্তর দিতে পারে?
  • Sibu | 74.125.57.33 | ২০ জুন ২০১১ ১৫:২৩444216
  • ডিডিদা,

    সাধারনত: মাইক্রোসফট এই সব আপডেট পাথায়।

    আপডেট অনেক রকম থাকে, সাধারনত: বাগ ফিক্স। না নিলে, ওয়েল, আপুনের পিসি কোন ভাইরাসের সাথে প্রেমে পড়ে যেতে পারে। নিলে কি আর পারে না? তাও পারে। তবু মনের সান্তনা।

    কখুনো কখুনো নিলে অপকারও হয়। যেমন ধরেন আগে আপনে কপিরাইটের তোয়াক্কা না করে গান বাজাতেন। আপডেটের পর সেটি বন্দো হয়ে গেল। এমুনটা হতি-ই পারে।

    কি করবেন? জানালা ফেলে দিয়ে লিনাক্ষ কিনুন। কি কইলেন? লিনাক্ষ ভারী কঠিন? তয় আর কি, ভুগে মরুন গে।
  • siki | 123.242.242.16 | ২০ জুন ২০১১ ১৫:২৪444218
  • ডিডিদা,

    ওটা উইন্ডোজ আপডেট। মাঝে মাঝে পাঠায়। সবসময়ে পাঠায় না তো!

    ওগুলোকে পাত্তা না দিলেও চলে। বারবার বলবে আপডেট ইনিস্টল করে সুইচ অফ করুন। আপনি বার বার সেগুলোকে পাত্তা না দিয়ে সরাসরি সুইচ অফ করে দেবেন।
  • ranjan roy | 122.175.130.151 | ২১ জুন ২০১১ ০১:২১444219
  • দু,
    আপনার মামা-মামীর খবরটা আনন্দবাজারে "" মমতা দেখুন'' কলামের জন্যে পাঠাতে পারেন? জানিনা, ছাপবে কি না। টেলিগ্রাফে কথা বলে দেখতে পারেন।
    আর মামীমা যখন বল্লেন যে আমরা ওদের বাড়িতে ঢুকিনি, ওরাই সপরিবারে আমাদের বাড়িতে মারতে এসেছিল তখন ব্যানার্জি দম্পতি কি বল্লেন?
    আচ্ছা, যদি মামা-মামী বলেন যে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে আপনাদের সঙ্গে কথা বলব। বা, এখন দিনের বেলায় ক'জন মিলে কাউন্সিলার দম্পতির সঙ্গে কথা বলতে চান?

    ব্রতীন,
    কোন কারণে রং নাম্বার লেগে গিয়ে থাকবে। না, আমি এখনো কোলকাতায় আসতে পারিনি। আমার কোর্ট কেসগুলো এমন বাঁক নিয়েছে যে আপাতত: নভেম্বর অব্দি পিছিয়ে দিতে হয়েছে।
    তোমার ঠেকে খাওয়া ডিউ আছে।:))))))
  • Du | 117.194.194.117 | ২১ জুন ২০১১ ০৫:৫৯444220
  • না: রঞ্জনদা, মমতা , স্বাতী কাউকেই দেখুন বলার ইচ্চে নেই, আপাতত: পুলিশ , আদালত -- ভারতের সংবিধান যা দিয়েছে তারই ভরসায়। দেখি কদ্দুর হয়।

    ব্যানার্জী দম্পতি পুলিশকে বলেছেন - মামীর মাথা খারাপ। মামীমা ওদের ইন্টারফিয়ারেন্স চান না, তিনি একজন নাগরিকের প্রাইভেসি এবং অধিকার নিয়েই থাকতে চান।

    এখানে লেখা যায় তাই লিখলাম। আপডেট জানাবো। সব লিখছি না, মিটে গেলে লিখতে পারবো।
  • RATssss | 63.192.82.30 | ২১ জুন ২০১১ ০৭:১৯444221
  • যা: তারা! ছেনাল মানে তো আমি জানতুম ন্যাকামো! তাইতো ন্যাকামোর গল্প লিখলুম।
  • Arpan | 202.91.136.71 | ২১ জুন ২০১১ ১০:২৫444222
  • রঞ্জনদা, আপনার ফোন্নংটা মেল করে দেবেন আমাকে? choudhury.arpan অ্যাট জিমেল।

    আর প্লিজ জানাবেন সন্ধের দিকে (ন'টা থেকে দশটা) ফোং করলে অসুবিধা আছে কিনা?

    আগাম ধন্যযোগ।
  • ranjan roy | 122.175.130.151 | ২২ জুন ২০১১ ০১:৩৯444223
  • অর্পণ,
    আমার ফোন নং হল ০৯৯৮১০৮৩৭৩৬। আর শুধু ওই সময় কেন রাত এগারোটা অব্দি সহজেই আমাকে ফোনে পাবে।
    কিন্তু কোলকাতা যাওয়া কয়েকমাস পিছিয়ে গেল। বিলাসপুরের ফ্ল্যাটটা বেচে দিয়ে কিছু পহা কড়ি নিয়ে কোঅল্কাতা আসাই উচিৎ হবে।
  • dd | 124.247.203.12 | ২৮ জুন ২০১১ ১৬:২৯444224
  • আর এই যে আপনেরা সবাই ব্লগ ল্যাখেন, ঠিকাছে? কিন্তু সেগুলোর সুযোগ সন্ধান কোথায় পাওয়া যায়? গুগুল টাইপের কিছু আছে, যে জিগাইলেই লিস্টি ধরিয়ে দেয়?

    অনেক ব্লগই তো নিশ্চয়ই থিমাটিক? রাইট? মানে ধরুন আমি সেকেন ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ব্লগ খুঁজছি, সেগুলো খোঁজার কোনো সহজ উপায় নেই?

    টুইটার নিয়েও আমি সম্পুর্ণ অজ্ঞ কিন্তু উৎসাহ এতো কম যে আদখানা প্রশ্নও নেই।

  • Sibu | 184.195.140.131 | ২৮ জুন ২০১১ ১৮:৪৫444225
  • ডিডিদা, আপনে ব্লগ সার্চ নিয়ে ইন্টারেস্টেড। এট্টু আমায় মেল করবেন? siburay জিমেলে?

    প্রাইমারীলি আপনের অসুবিধের কতা শুনতে চাই। এই নিয়ে খোলা পাতায় কতা কইতে আমার অসুবিধা আছে।
  • Netai | 121.241.98.225 | ২৮ জুন ২০১১ ১৯:৫৮444227
  • ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে
    দহীন সংসারে -
    তারা বলে গেল 'ক্ষমা করো সবে', বলে গেল 'ভালোবাসো -
    অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'।
    বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে
    আজি দূর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।

    আমি যে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি-ছায়ে
    হেনেছে নি:সহায়ে।
    আমি যে দেখেছি - প্রতিকারহীন, শক্তের অপরাধে
    বিচারের বাণী নীরব নিভৃতে কাঁদে।
    আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
    কী যন্ত্রণায় মরেছে পাথরে নিস্ফল মাথা কুটে।অ।

    কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,
    অমাবস্যার কারা
    লুপ্ত করেছে আমার ভূবন দু:স্বপ্নের তলে।
    তাই তো তোমায় শুধাই অশ্রুজলে -
    যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
    তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
  • hu | 12.34.246.72 | ২৮ জুন ২০১১ ২০:০৬444230
  • "মনে কর না ফুটল সাঁঝের তারা
    মনে কর না আঁধার হল যেন
    রাতের বেলা দুপুর যদি হয়
    দুপুর বেলা রাত হবে না কেন?"
  • siki | 122.162.75.163 | ২৮ জুন ২০১১ ২১:২৯444231
  • ****
    মনে কর্‌ না সন্ধ্যে হল যেন
    ****
  • hu | 12.34.246.72 | ২৮ জুন ২০১১ ২১:৫৪444232
  • ঐ দ্যাখো! আমার মন বলছিল - মনে কর না সন্ধ্যে হল যেন। তারপর ভাবলাম সাঁঝ আর সন্ধ্যে কি পরপর থাকবে! ল্যাদ খেয়ে আর চেক করলাম না।
  • siki | 122.162.75.163 | ২৮ জুন ২০১১ ২১:৫৮444233
  • আরে, আরেন্টি স্যারের প্রশ্ন পেয়ে গেলে ওসবের কিছু খ্যাল থাগতো না। অন্য প্রশ্নটাতেই দ্যাখো না, কীরকম গুরুচণ্ডা৯ দোষ:

    তুমি কি তাদের ক্ষমা "করিয়াছো'
    তুমি কি "বেসেছো' ভালো?
  • hu | 12.34.246.72 | ২৮ জুন ২০১১ ২২:০০444234
  • এই লাইনদুটো নিয়ে দীপাংশু-সায়নের একটা স্পুফ ছিল। কিছুতেই মনে পড়ছে না।
  • dd | 124.247.203.12 | ২৯ জুন ২০১১ ০৯:২৪444235
  • ইয়েস অপ্পন। এরম ই একটা কিছু চাইছিলাম। এটা খুঁজতে খুঁজতেই হাত পাকা হয়ে যাবে।

    দ্যাখো কান্ডো, গুগুলদা ঠিক ই ব্যবস্থা করে গেছে। আমি খামোখাই বেচারাকে দোষ দিছিলাম।
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৪:৪৬444236
  • সুশান্ত ঘোষ কোথায়?
  • siki | 123.242.248.130 | ০৬ জুলাই ২০১১ ১৫:২৮444237
  • লোকে তো বলছে ত্রিপুরায়।
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৫:৩৫444238
  • কিন্তু তিনি কেন পালিয়ে গেলেন? গ্রেফতার হবার আগেই তিনি কেন জামিন চাইলেন? তার বাড়ির আশপাশ থেকে এত কঙ্কাল পাওয়া গেল কেন? কেন এই সব লোকেরা সিপি এম নামক মহান দলটির মন্ত্রী? (৩+২+২+৩ = ১০)
  • de | 203.197.30.2 | ০৬ জুলাই ২০১১ ১৫:৩৫444239
  • জেনুইন প্রশ্ন --

    অয়ি ভূবনমনমোহিনী গানটার এই লাইনে --

    অয়ি নির্মল সূর্য্যকরোজ্বল ধরণী, জনকজননিজননী -- "জনকজননিজননী" এইভাবে একসাথে লেখার কি মানে, "জননি" (নী নয়) মানে কি?
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৫:৩৯444241
  • নদীর শব্দরূপ মনে কর। সম্বোধনে নদী হয়ে যায় নদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন