এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৪ এপ্রিল ২০১২ ০১:১৪ | 178.61.96.29
  • সাব্লাইম কোথায়? দিব্যি ধাক্কা মারছেতো। রাম বিহনেই বলে বোধহয় এত লাগছে। রাম থাকলে হয়তো ফেটেই যেতাম।
  • dd | ১৪ এপ্রিল ২০১২ ০০:৪৮ | 122.167.32.59
  • এই তো থেবেড়ে বসেছি উত্তর
    আজ মাঘমাসে বাঘের রাগ
    ডিমোট কত্তে চাও, বোলবো ধুত্তোর
    ছড়িয়ে দেবো প্রতিবাদের ফাগ

    সব্বুজ না রেড, কোনটা প্রতিরোধ
    কোনটা প্রতিবাদ ? আমি কি ব্রেভ?
    আমি কি সংসার ছেড়েছি কমরেড
    আমি কি মেনেছি চিতার ক্রোধ ?

    যাদের চোখে দেখি সমুহ ..........
    .......................................

    পাদপুরাণ , গোপনই থাক .....***

    *** ক্ষী সাব্লাইম ! উফ।
  • y | ১৪ এপ্রিল ২০১২ ০০:১৯ | 59.164.188.10
  •  
  • pi | ১৪ এপ্রিল ২০১২ ০০:১৬ | 128.231.237.5
  • আমরা বেশিরভাগই সেরকমই ভাবি। তবে ভাগ্যিস সবাই ভাবেনা। আজ শমীকদার বৌয়ের সাথে কথা হচ্ছিল। গ্রেপ্তার করার পর আজ এই প্রথম দেখা করতে দিল। প্রচুর ঝামেলা যাচ্ছে। এর মধ্যে এখনো নোনাডাঙা নিয়ে কাজ করে যাচ্ছে। করার চেষ্টা অন্ততঃ করছে।
    এই বাজারে, এই দিনেও হোলটাইমার হবার, এসব করার ধক কেউ কেউ অন্তত দেখায়। আমরা অনেকে পারিনি। কিন্তু কেউ কেউ পেরেছে।
    কেউ কেউ সেটা না পারলেও, যেভাবে যা পেরেছে, করেছে, এখনো করছে।
    সংখ্যাগুলো হয়তো কম ও কমছে।
    অবশ্য কমছে কিনা বলা যাবেনা। গত ক'দিনের ঘটনায় প্রচুর লোকজনের যা রেসপন্স, কাজকম্মো,ভাবনাচিন্তা দেখলুম, তাতে ১১ঃ১৪ র পোস্টের শেষ লাইনের প্রশ্নের উত্তর মনে হলঃ না, মুখ বুঁজে মেনে নেবে না।

    আর কিছু করলেও হয়তো কিছুই হবেনা। কিন্তু কিছু না করলে কিছু হবেনা, নিশ্চিত।
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৯ | 168.26.215.13
  • ডেমোক্রেসি কথাটা ভুলে গেছি। বাম রাজনীতি পঃবঃয়ের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। মানুষকে ভয়েস দেবার প্রতিশ্রুতির বদলে এখানে ভোটের আগে প্রমাণ করতে হয় কে কত বড় বামপন্থী। সুমন নাকি ত্রিণোমূল করতে ঢুকেছিল তার কারণ মমতার ভাষণ শুনে মনে হয়েছিল মমতা অনেক বেশি বামপন্থী। শালা বামপন্থা যেন কেসি দাসের রসগোল্লা।
  • kiki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৯ | 59.93.202.9
  • ১২ তে নয়, অনেক আগেই...............ঃ(

    থাগ্গে, আর দু মিনিট পর নতুন বছর।
  • kiki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৮ | 59.93.202.9
  • ওহ! ডিডিদাদার পোষ্ট টা দেখি নাই।

    ঃ)
  • sri | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৭ | 112.79.36.40
  • ekhon Poshchimbonger obostha jol e kumir r dangay bagh... sob haa kore bose achhe kokhon gilbe...
    amar koyekjon bondhubandhob bolchhen poshchimbongo sadharon manusher thakar ojogyo hoye uthchhe dinedine..
    2012 saale prithibi dhongsho houar kotha chhilo na??!! prithibi dhongsho na holeo Poshchimbongo to hoyechhei..
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৫ | 128.231.237.5
  • সিকি, তখন সেটার আবার প্রতিবাদ হয়। হচ্ছেও ঃ)
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৫ | 168.26.215.13
  • ধুস। কিস্যু হবে না। কমপ্লিট হেজেমনি। চাট্টি প্রতিবাদ করে কেও কারুর একটা চুলও বাঁকাতে পারবে না।
  • kiki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫৩ | 59.93.202.9
  • প্রতিবাদ নোংরামো নয়, নোংরামো অকারন অসুস্থ সমাজ বানানো। আর প্রতিবাদ করতে গিয়ে কত তাজা প্রানের অপচয় হয়েছিলো সেটা ডিডিদাদারা ভালো বলতে পারবেন। আমি তো জন্মাই নি তখন। গল্পে শোনা।একজন মা হিসেবে আমি চাইবো তাজা তাজা সুন্দর প্রান গুলো সৃষ্টির কাজে লাগুক।ক্ষতি না হোক তাদের।সিম্পল।
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৫০ | 168.26.215.13
  • যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা আর বিরোধী সিপিএম সেখানে সবই নোংরামো। পঃবঃয়ের কুত্তা লগ্নে জন্ম।
  • siki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৪৯ | 122.177.24.139
  • প্রতিবাদ কেন নোংরামো হবে? কিন্তু প্রতিবাদ আর হতে পাচ্ছে কোথায়? মিছিল এক পা এগোবার আগেই তো গ্রেফতার হয়ে যায় মিছিলের মানুষ। পুলিশ ভ্যানে উঠলেই মাওবাদীদের দোসর।

    প্রতিবাদের স্কোপ কোথায়? ঃ)
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৪৭ | 128.231.237.5
  • কোনটা নোংরামো ? প্রতিবাদ করা ?
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৪৫ | 168.26.215.13
  • আমারও সেরকমই ইচ্ছে। ফেরত যাবার বিন্দুমাত্র ইচ্ছে নেই, বাধ্য হলে অন্যকথা। ছিবড়ে হয়ে গেছে।
  • siki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৪২ | 122.177.24.139
  • সকল কথাই যাবে বলে ...

    ঘুনু করতে যাই। এখনও গ্রেফতার হই নি। বিছানাতেই ঘুমবো। ঃ)

    শুভ নববর্ষ সবাইকে।
  • dd | ১৩ এপ্রিল ২০১২ ২৩:৪২ | 122.167.32.59
  • কিকি যা কইলো - সেটা গভীর সত্য।
    অ্যাকদম ১০০%। মানলাম। পুরোপুরি।

    ঐ। আমার লিকুইড রাতের স্বপ্নবিলাস। আমিও চাই, একান্ত ভাবে, আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে। ভালো সুখে থাকুক আমার মেয়েরা। হুট হাট ঘুড়ে বেড়াক। বিদেশে থাকুক। আম্রিগা বা নরোয়েতে। ছবি পাঠাক। আমাকে নিয়ে যাক। আমিও দু চোখ ভরে দেখি বিলাস জীবন। ট্যাকা বানাক, উহারা ট্যাকা বানাক।

    বিন্দুমাত্র (লেস দ্যান ০.০০০০০০১% সার্কাসম, গ্রান্টীড) অন্য অর্থ নেই। ইহাই সত্য। আমার জীবনে। কোনো গলা কাঁপানো নেই। নো নাটক। নো মেরা নাম জোকার জনিত সিনেমাটিক বিকার। নো নো নো পদ্য।

    স্রেফ ফ্যাক্ট। ১০০% পিওর।
  • Du | ১৩ এপ্রিল ২০১২ ২৩:২৭ | 117.194.202.212
  • দিদির জমানায় সকল কথাই রবীন্দ্রনাথকেই কয়ে যেতে হবে ঃ)
  • kiki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:২৫ | 59.93.202.9
  • ডিডিদাদা, ভীষন সিরিয়াস ভাবেই বলছি, সাধারনতঃ আমার সিরিয়াসনেস নেই বললেই হয়। তাজা বাচ্চা গুলোকে কিছুতেই এই নোংরামোয় আর না ঢোকানো উচিত। তারা সবাই বেরিয়ে যাক এই দুচ্ছাই জায়গা থেকে। একদম ধু ধু ফাঁকা হয়ে যাক। কিন্তু প্লিজ আর অপচয় নয়।একদম নয়। কিছুতেই সেই সত্তর আর ফিরে না আসুক।একজন মায়ের দিক থেকে বলে গেলাম।বরং সেই দিনগুলো গল্পে রোমান্টিকতায় বেঁচে বর্তে থাকুক। এগুলো আমরা বুড়োরাই বরং দেখি। যাদের আর কিছু হবার নেই।
  • dd | ১৩ এপ্রিল ২০১২ ২৩:১৪ | 122.167.32.59
  • কে বা কারা জানি সন্দেহ প্রকাশ কল্লো।

    আশ্চজ্জি তো, আমি মান্দ্রাজে থাকি আর আমি জানি না। আমাদের ফেকটরি আজ ছুটি। ক্যানো? হোয়াই। বিকজ টুডে ইজ তামিল নিউ ইয়ার ডে।

    "এইসব অবিশ্বাসীদের মোটেই পাত্তা দিবেন্না " - কয়ে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ।

    অন এ ফাজলামি নোট - মমতার এই বাঁদরামি দেখে, টলোমলো রাতে ইচ্ছে করে চল্লিশ বছর আগে ফিরে যেতে। নেহাৎই এয়ার্কি। তাও মনে হয় এখনকার সতেরো আঠেরো কি মুখ বুঁজেই মেনে নেবে এসব ?
  • kiki | ১৩ এপ্রিল ২০১২ ২৩:১২ | 59.93.202.9
  • শুভ নববর্ষ
  • T | ১৩ এপ্রিল ২০১২ ২৩:০১ | 14.139.128.15
  • স্টার আনন্দের প্রতিপক্ষ শুনে টুনে মুকুল দিদির কাছে হাজির।
    মমঃ তুমি শুনেছ মুকুল ওরা কি বলছিল?
    মুকুলঃ না, পুরো শুনিনি, তবে... খালি বলছিল... 'মিসটেক'... 'মিসটেক'
  • Binary | ১৩ এপ্রিল ২০১২ ২২:২৬ | 198.169.6.50
  • সেটা আমিতভের গিরিফতার, নট দিদির গ্রেফতার ...
  • lcm | ১৩ এপ্রিল ২০১২ ২২:১৭ | 128.48.44.141
  • গ্রেফতার তো অমিতাভের সিনেমা।
  • Binary | ১৩ এপ্রিল ২০১২ ২২:০৭ | 198.169.6.50
  • আমিও ভয়ে ভয়ে আছি, কহন গ্রেফতার হই ।
  • Du | ১৩ এপ্রিল ২০১২ ২২:০২ | 117.194.202.212
  • কুমুদি তোমার অফিস কি পৃথিবীতে অক্সিজেন সাপ্লাই দেয় ? ঃ)
  • siki | ১৩ এপ্রিল ২০১২ ২১:৫৮ | 122.177.24.139
  • জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা

    আরে, খসড়া ধরেই তো এই সব হচ্ছে! মহামহিম তিনি সামান্য দু একটা ছোটোখাটো মিসটেক শুধরে নিতে বলেছিলেন খসড়ায়। সেই পরিবর্তনের জমানার পরিবর্তিত খসড়া অনুযায়ীই তো এইসব ছোটোখাটো সাজানো ঘটনা হচ্ছে। এসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। সকালে উঠে খালিপেটে শুধু মহামন্ত্র জপ করো ...

    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
  • a | ১৩ এপ্রিল ২০১২ ২১:৫০ | 65.204.229.11
  • এ কি গুরুর অফিসিয়াল লাইন পাল্টে গেল?

    সেই খসড়ার কি হল আজ জানতে বড় মন চাইছে। কারা যেন ইন্টারনেট দিয়ে মনিটরিং করবেন বলেছিলেন।
  • siki | ১৩ এপ্রিল ২০১২ ২০:২২ | 122.177.24.139
  • জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা
    জয় মমতা জয় মমতা জয় মমতা জয় মমতা

    মমতা কী ভালো, মমতা কী দরদী, মমতা কী মিষ্টি!
  • Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৯:৩০ | 117.194.243.214
  • আরেকটা ভুলে গেছিলামঃ হরিয়ানার রেওয়াড়ি শহরের উপকন্ঠে বাওয়াল চওকের পুলিশ চৌকিতে বসে রোজ সকালে হুঁকো খেতাম।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৮:২২ | 121.242.160.180
  • নাও ! ঝাঁকি দর্শনের ঝাঁকুনি না থামতেই থানা দর্শন !
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৮:২১ | 121.242.160.180
  • কিন্তু শাড়িফাড়ি দেখেই বা লাভ কী হল? যারা পেতে পারত তিনজনের কেউই তো পেল না। এমনকি সেই চশমাপরা শ্যামবর্ণাও না। ঃ(

    অবশ্য আমি দুখ্যু পাবো কেন? তারা কি আমায় চেনে না কথা হয় তাদের সাথে? তাহাদের সাথে?
  • Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৮:২১ | 117.194.240.166
  • আমার থানা দর্শনঃ

    ১) পাঁচ বছর বয়েসে বাবার সঙ্গে বড়বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
    ২) ক্লাস টেনে পড়াকালীন এনসিসির ক্যাম্পে উপযুক্ত নিরাপত্তার অভাবহেতু স্থানীয় থানার অস্ত্রাগারে রাইফেল রাখতে যাওয়া।
    ৩) কলেজ থেকে সদ্য পাস করার পর জনৈক টেলিসিরিয়াল অভিনেতার ওপর গনপিটুনির ঘটনায় সাক্ষী দিতে যাওয়া।
    ৪) প্রথম চাকরি জীবনে- বৈধ কাগজপত্রবিহীন একটি বাইকের পিলিয়ন রাইডার হয়ে মদ্যপ অবস্থায় বিনা হেলমেটে "নো এϾট্র' মার্কা রাস্তায় ঢুকে রাজ্যপালের গাড়ির মুখোমুখি পড়ে গ্রেপ্তার। তবে খাতাপত্রে আমার নাম ওঠে নি, যে বাইক চালাচ্ছিল তার নাম উঠেছিল। কিছুক্ষণ লকাপেও রেখেছিল।
  • sinfaut | ১৩ এপ্রিল ২০১২ ১৮:২০ | 121.241.218.132
  • না না এমন রাগ করলে চলবে? সাবঅল্টার্নের কথা তাহলে তো কেউ শুনতে পাবে না।
  • Netai | ১৩ এপ্রিল ২০১২ ১৮:১৯ | 121.241.98.225
  • এও হতে পারে, কাজু পড়ে নাই।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৮:১৮ | 121.242.160.180
  • টইতে? ধুর টইতে আমি ঢুকিই না, ওপরে কিস্যু পড়ে দেখি না। আমার লেখা কেউ পড়ে যে আমি অন্যের লেখা পড়তে যাব? হুঁঃ !
  • dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১৮:১৭ | 202.54.74.119
  • কাজুকে কী বলব বুঝি না। আরে কাল কতজন দুখের ভালো নাম ধ্যাবড়া ধ্যাবড়া করে লিখে দিল, আর কাজু আজও লড়ে যাচ্ছে।
    সারাদিন শাড়িফাড়ি দেখে মাথাটাই গেছে।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৮:১৩ | 121.242.160.180
  • ওঃ হো, সরি সরি। আসলে উহা মেল মারফত আসিয়াছিল। ঝাঁকি কথাটি হস্তলিখিত ছিল মোনয়। তবে এতদ্বারা পোমাণিত যে উহা আপনারই লেখা। সন্দেহ আগেও খানিকটা ছিল গত উত্তরের পর। এখন আর নাই।

    Moral কী?

    কাহারো রচিত বিষয়ের নাম ভুল লিখিলে সত্য কথাটি অনায়াসে আম্রের আঁটির ন্যায় ঠুস করিয়া বাহির হইয়া আসে।
  • dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১৮:০৫ | 202.54.74.119
  • কিন্তু বাঁকি নয়, ঝাঁকি।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৮:০২ | 121.242.160.180
  • ওক্কে, দেন শর্ট ফর্ম অব ইয়োর নেম ইজ অলসো 'চি-কু'।
  • dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১৭:৫৮ | 202.54.74.119
  • হ্যাঁ।
    তবে আমি সবসময় সত্যি কথা বলি না।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৭:৫০ | 121.242.160.180
  • আচ্ছা দুখেদা, 'বাঁকি দর্শন' কি আপনার রচিত? সইত্য কইবেন। কোনো চাপ নাই। ঃ))

    আমার পেছনের জমিদারবাবু ফাস পেরাইজ বাগাইলেন। এত সব সুবেশিনী, তাঁরা অন্যতম হলেন, কিন্তু বেস্ট ওই একজনই। পেরাইজ অবিশ্যি ১০ দিন পরে দেবে।
  • dukhe | ১৩ এপ্রিল ২০১২ ১৭:৪৭ | 202.54.74.119
  • আমাকেও লেক থানায় ঢুকিয়েছিল। সাইকেলে আলো নেই বলে।
    তবে কী নাম লিখিয়েছিলাম এখন মনে নেই।
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৭:৩২ | 122.248.183.1
  • না কাটি।

    সব্বাই কে নববর্ষের প্রীতি,শুভেচ্ছা আর ভালবাসা
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ১৭:৩১ | 168.26.215.13
  • বললে হবে? কলেজ স্ট্রীট থানার কাগজ ঘাঁটলে আমার নাম পাওয়া যাবে।
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ১৭:২৯ | 72.83.85.245
  • ওঃ, টই দেখিনি।
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ১৭:২৭ | 72.83.85.245
  • http://ibnlive.in.com/news/bengal-professor-arrested-for-antimamata-toons/248327-3.html

    এ কার্টুনটা যে কতজনে ছড়িয়েছে !! ঃ)

    মামাবাড়ি যেতে না হলে মামুকে দিয়ে গুচ থেকে পোস্ট মোছানোর বন্দোবস্ত করতে হবে দেখছি ঃ)
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ১৭:২৬ | 72.83.85.245
  • মমতাকে নিয়ে কার্টুন ছড়াবার জন্য জেউ প্রফ গ্রেপ্তার !
  • m | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৫৬ | 50.82.180.165
  • দোরগোড়া= লকাপ
    মামাবাড়ি=জেল
  • shrabani | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪৬ | 124.124.244.107
  • মিঠু, খাবারদাবার, পরিস্কার বিছানার চাদর...দরকারী জিনিস কী একটা!
    আমি ফেবু তে গেলাম লুকিয়েটুকিয়ে, সবাই প্রোফাইল চেঞ্জ করেছে দেখতে, দেখি আমার লিস্টে একজনই করেছে শুধু!ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত