এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৯৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.224.243 | ৩১ জুলাই ২০১০ ০৯:৩৭452948
  • কনস্পিরেসির টই মারা গেছে। উত্তরাধিকারী বলতে রয়ে গেছে শুধু ফাজিনেস। বা কনস্পিরেসি টু।

    সব কনস্পিরেটোরিয়াল আলোচনা এবার হোক এইখানে। তবে শুধু কাঁচা কনস্পিরেসি নয়। আরেকটু ব্রডেন করতে চাই এর স্কোপ। থাক সেইসব খবর (ও তার আলোচনা) যেগুলোর মধ্যে কোন কানেকশান থাকলেও থাকতে পারে, কিন্তু তা নিয়ে মেনস্ট্রীম মিডিয়ায় কোন আলোচনা হয় না।
  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১০ ০৯:৪২453059
  • হোক, হোক, চলুক। শুধু তার সাথে একটু ধরতাই চাই কেন কানেকশন থাকতে পারে বলে মনে হচ্ছে।
  • dri | 117.194.224.243 | ৩১ জুলাই ২০১০ ১০:৪৩453281
  • বিল ক্লিন্টন বললেন সারকামসিশন করলে এইড্‌সের সম্ভাবনা কমতে পারে! http://www.guardian.co.uk/society/2006/aug/16/health.aids1
  • dri | 117.194.224.243 | ৩১ জুলাই ২০১০ ১০:৪৯453392
  • অগাস্ট সমাগতপ্রায়। মনে হচ্ছে, আম্রিকায় পরবর্তী মাসে আরেক রাউন্ড আনেমপ্লয়মেন্ট ওয়েভ আসবে। স্টক মার্কেটও হোঁচট খাবে মাস দুয়েকের মধ্যে। কিন্তু তার জন্য চাই বড়সড় ক্যাটাসট্রফি। হতে পারে কি কোন ফল্‌স ফ্ল্যাগ অ্যাটাক, পৃথিবীর কোথাও? অথবা, বড় আর্থকোয়েক/সুনামি জাতীয় কিছু? সূর্য্যগ্রহণ আর আর্থকোয়েকের একটা ... রিমেমবার ফুটবল ফাইনালের দিন সূর্য্যগ্রহণ?
  • dri | 117.194.229.222 | ০৬ আগস্ট ২০১০ ২৩:০৩453527
  • জুলাইয়ের শেষদিনে ৫.৭ এবং ৫.৮ এর মৃদু ভূমিকম্প হয়ে গেল। কেউ মারা না গেলেও বেশ কিছু মানুষ আহত হয়েছেন। http://www.npr.org/templates/story/story.php?storyId=128879191। আর তার কয়েকদিনের মধ্যেই আখমেদিনেজাদের ওপর অ্যাসাসিনেশান অ্যাটেম্‌ট হল। নাকি ফায়ারক্র্যাকার?
  • dri | 117.194.229.222 | ০৬ আগস্ট ২০১০ ২৩:৩৪452960
  • এইটে রকাফেলার ফাউন্ডেশানের ১৯৬৮ সালের রিপোর্ট, http://www.rockefellerfoundation.org/uploads/files/1496d619-017d-4b13-8a64-fce8ed4f785d-1968.pdf। এর ৭২ পাতায় দেখা যাচ্ছে সেই আমলেই ফার্টিলিটি রিডিউসিং ভ্যাকসিনের কথা ভাবা হয়েছিল।

    Very little work is in progress on immunological methods, such as vaccines, to reduce fertility, and much more research is required if a solution is to be found here.

    এই রিপোর্টেই মর্নিং আফটার পিলের কথা বলা হয়েছে, যেটা ইন্ডিয়ায় এখন খুব পপুলার হয়েছে।
  • dri | 117.194.229.222 | ০৬ আগস্ট ২০১০ ২৩:৪০452971
  • অনেক অল্টারনেট মিডিয়া সোর্সই রিপোর্ট করছে যে টেক্সাস মেক্সিকো বর্ডারে কয়েকটি দামী র‌্যাঞ্চ নাকি লস জেটাস নামে এক মেক্সিকান টেররিস্ট গ্রুপ দখল করে নিয়েছে। http://www.thecypresstimes.com/article/News/National_News/BREAKING_MULTIPLE_RANCHES_IN_LAREDO_TX_TAKEN_OVER_BY_LOS_ZETAS/31835

    আম্রিকায় উত্তরোত্তর স্টেটগুলো নিজেদের অ্যাসার্ট করছে। অ্যারিজোনা অ্যান্টিইমিগ্র্যান্ট ল' পাস করেছে। সেই নিয়ে কেস হয়েছে। আবার এদিকে ২০টা স্টেট ওবামার হেল্‌থ কেয়ার বিলের বিরোধিতা করল। http://www.msnbc.msn.com/id/38588102/ns/health/
  • Jay | 90.200.14.89 | ০৭ আগস্ট ২০১০ ১৭:১৬452982
  • লকার্বি বোম্বিং নিয়ে কাজ নেই তাই খই ভাজছিলাম। উরিশ্লা এতো ক্যান অফ ওয়ার্ম! ঘটনা সাম্নে থেকে পিছনে-
    ১। ইউএস সেনেটররা স্কটল্যান্ড আসতে চান জেরা কর্তে কেন এক্মাত্র কনভিক্টেড অল-মেগ্রাহীকে ছাড়া হল? এর পিছনে British Petrolium (BP)-লিবিয়া অয়েল-ডিল? (সেই ঘুরে ফিরে তেল!)-কনস্পি
    ২। ডেভিড ক্যামেরন হ্যা হ্যা ফ্যা ফ্যা করে বলে দিল " না না আমরা নই, ঐ ওরা ছেড়েছে- ওরা মানে স্কটিশ গম্মেন্ট"। (স্কটল্যান্ডে কোন কনজার্ভেটিব এমপি নেই-কিনা-!)-কনস্পি
    ৩। হুসেন ওবামা বল্লেন -" আমরা বিস্তর চটেছি, কেন অল-মেগ্রাহীকে ছাড়া হল? নিশ্চই BP
    ( জুনিয়র পার্টনার(ক্যামেরনের নিজের ভাষ্যে)কে চাপে রাখা? / এই সুযোগে BPকে যতটা পারো দুইয়ে নাও-!)-কনস্পি
    সিবিআইকে কি লেলিয়ে দেওয়া হয়না আমাদের সোনার দেশে?
    ৪। BP বল্লল যদিচ আমরা লিবিয়ার সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি রূপায়নের ব্যাপারে এট্টু হুড়ো দিচ্ছিলুম (১৫ বিলিয়ন তেলের খনি না হলে লিবিয়া ছুঁতে দিচ্ছে না যে- আমরা অল-মেগ্রাহীর বেপারে কিচু জানি না। হতেই পারে M5 কোন কর্তা তখন BPর বোর্ডে -!)-কনস্পি
    ৫। এক্মাত্র কনভিক্টেড বুড়ো অল-মেগ্রাহীকে ছাড়া হল হার ম্যাজেস্টি প্রিজন থেকে। ২৭বছর কারাদন্ডের ৭বছর কাটিয়ে। কম্প্যাসনেট গ্রাউন্ডে। প্রোস্টেট ক্যানসার। তিন মাস টেঁকে কিনা। চার বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ধারনা- না না, অত বাড়াবাড়ি কিছু না। কিন্তু যার কথায় দশ দিনের মাথায় ছাড়া হল- তিনি কোন কেউ কেটা ডাগ্‌দার নন, সামান্য প্রিজন অফ্‌সর। তাঁর আইন মোতাবেক ডিসক্লোজ করা যাবে না -!)-কনস্পি
  • Jay | 90.200.14.89 | ০৭ আগস্ট ২০১০ ১৭:১৮452993
  • * তাঁর নাম
  • Jay | 90.200.14.89 | ০৭ আগস্ট ২০১০ ১৭:৫৬453004
  • ৬। অল-মেগ্রাহী, শেষ খবর পর্যন্ত, বছর ঘুর্তে চল্ল, মরেন্নি। লিবিয়ার হাসপাতাল থেকে নিজের "ভিলা"য় ফেরত এয়েচেন মাত্র।
    ৭। তাঁকে ছাড়া হয়েছে কম্প্যাসনেট গ্রাউন্ডে! সেখানেও কেলো! তা ছাড়া আর উপায়ও ছিল না- অল-মেগ্রাহী আপিল কর্তেই যাচ্ছিল। আর এবার আপিল কর্লে এবার তো ছাড়তে হতই। Scottish Criminal Cases Review Commission (SSCRC) কেঁচে গন্ডুষ করে বল্লে- মিসক্যারেজ ওফ জাস্টিস। বুধোকে জেলে পোরা হয়েছে। কম্প্যাসনেট গ্রাউন্ডে তড়িঘড়ি করে ছেড়ে রিট্রায়াল ঠেকান গ্যাছে। লিবিয়া যে তিন মিলিয়ন কম্পেন্সেসান দিয়েছে তা ফেরত দিতে হবে না। অল-মেগ্রাহীর সংগে ডীল- তিনি/বা কেউ আর কোন ট্যাঁ ফো ইয়ানি কি মামলা করতে পারবে না।
    ৮। লিবিয়া টাকা পয়সা দিয়ে হাত ধুয়ে ফেল্ল। বুশ খুশ। স্বাভাবিক কুটনৈতিক সম্পক্ক স্থাপিত হল। লিবিয়াকে উল্টে কোন গিল্ট স্বীকার করতে হল না। মধ্যস্থতায়- লিবিয়ার সর্বেসর্বা গদ্দাফির ছেলে সইফ কোদ্দাফির বন্ধুর বন্ধু, ব্রাউনের হলেও হতে পার্তো রক্ষাকর্তা, বানিজ্যমন্ত্রী পিটার মেন্ডেলসন। সইফ বিবিসিতে বসে আমেরিকান পরিবারগুলি ( যাদের আত্মীয়রা মারা গ্যাছেন- প্রায় দুশ) টাকা-খেকো টাকা-খেকো বলে বিস্তর খেউর করল।
    ৯। লিবিয়া আগেই নন- আম্রিগান (আরো ২১টা দেশের) পরিবারদের ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল।- কেন? তা না হলে কনস্পির কি হবে?
  • Jay | 90.200.14.89 | ০৭ আগস্ট ২০১০ ১৮:৫৫453015
  • ১০। ব্লেয়ারের সংগে গদ্দাফির মধুর সম্পক্ক। ব্লেয়ারের হাত ধরে লিবিয়া ইউ এন/ আম্রিগার সাসপেন্সন কাটিয়ে মুল ধারায় ফেরত আসার জন্য ছটফট কর্ছিল। আট বছর নজর বন্দী রাখার পর (তখন অল-মেগ্রাহী শিক্ষকতা করেন), প্যান আম জাম্বো জেট ১০৩ বিমান- বোমা বিস্ফোরনের এগার বছর বাদে এল-মেগ্রাহীকে স্কটল্যান্ডের হাতে তুলে দেয় লিবিয়া।
    ১১। হল্যান্ডে ক্যাম্প জেইস্ট নামে আম্রিগার এক পরিত্যক্ত এয়ার বেসে (নিরপেক্ষ/ আন্তর্জাতিক) বিচার বসল। বিচার চলাকালিন ওখানে ডাচ নয় স্কটীশ আইন বলবৎ ছিল। ৯/১১ আগের সব চেয়ে বড় আমেরিকান হত্যার তদন্তের দায়িত্ব পড়েছিল "ডাÏÇফ্রজ/ গ্যালাওয়ের মত ব্রিটেনের সব চাইতে ছোট কনস্টাবুলারির হাতে, যাদের মুল কাজ এতদ্দিন ছিল স্থানীয় ট্রাফিক ক®¾ট্রাল।
    ১২। ফ্লিমজি সুত্র এনে ফেল লিবিয়া/ এল-মেগ্রাহী কে তদন্তের কেন্দ্রে। একটি ছাতা, একটি নীল বেবিগ্রো ( বাচ্চাদের স্লিপিংসুট)র অংশ, তার ট্যাগ- মেড ইন মাল্টা ছিল এক্সিবিট। মেরীর হাউস বলে এক মাল্টার দোকানের মালিক টনি গসি অল-মেগ্রাহীকে সনাক্ত করে।
    ১৩। অল-মেগ্রাহী তখন লিবিয়া বিমানের সিকিউরিটি বস/ ত্রিপোলীর সেন্টার ওফ সিকিউরিটি স্টাডিজের ডিরেক্টের। লিবিয়ার বিদেশমন্ত্রী বিশেরির নির্দেশের সে মাল্টা যায়। বিশেরি কিছুদিন বাদে মিশরে পথ-দুর্ঘটনায় মারা যায়। মাল্টার টনি গসি সত্যি সত্যি মাল। বার বার বয়ান বদ্‌লালেও সেই ছিল এক্মাত্র সাক্ষী। পরে জাজ তাকে মোটা মাথা ( an apple short of picnic/ not quite a full shilling) বলে গালি। মোটা মাথা হোক আর যাই হোক সে আম্রিগান গম্মেন্টের কাছ থেকে গোপনে ২ মিলিয়ন পায়- এখন অস্ট্রেলিয়ায় থাকে।
    ১৪। তদন্ত এমন ভবে সাজায়- অল মেগ্রাহী গদ্দাফির নির্দেশে এমনটি ঘটিয়েছে। নিজে প্লেনে না উঠে একটি স্যামসোনাইটের ব্রিফকেসে বোমা পুরে দেয়। বোমাটা ঐ ব্লু বেবিগ্রো দিয়ে ঢাকে। মেবো বলে এক দুর নিয়ন্ত্রিত সিস্টেমের সাহায্যে বোমা ফাটানো হয়। টনির বয়ানে কেনাকাটার সময়ে অল-মেগ্রাহীর কোন আগ্রহ ছিল না সে কি কিনছে। বিভিন্ন মাপের বিভিন্ন পোষাক সে কেনে। কেনাকাটার শেষে বৃষ্টি হচ্ছিল বলে টনি তাকে একটা ছাতা গছায়। সে ছাতার ভগ্নাবশেষ পাওয়া যায়। আরো পাওয়া যায় একটি তোশিবা ট্রানজিস্টার যেটা কিনা ঐ সার্কিটের একটা অংশ। যে স্কটীশ বুড়ি রেডিওটা খুঁজে পান, তিনি জানান যে রেডিওর লিটেরেচার আর পরে কোর্টে দেখানো এক্সিহিবিট এক নয়।
  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২২:০০453026
  • গতকাল ছিল উইন্টার সলস্টাইস। উইন্টার সলস্টাইসের দিনেই আবার চাঁদের পূর্ণগ্রহণ। সেইটেই সেলিব্রেট করতে বুঝি ইরানে ৬.৫ (http://www.google.com/hostednews/afp/article/ALeqM5h_75qrMN30-fG4nPMe8b4DnnMLdA?docId=CNG.5e300c93ec9b464f061edc2145035df7.e11) আর জাপানে ৭.৪ (http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hi8mBQhgwQW929RYpDjaFyIHSDfw?docId=CNG.b09f63971213429cd871e0860adc30ae.281) ভূমিকম্প হল?

    উইন্টার সলস্টাইসের দিন চন্দ্রগ্রহণ খুব কমন নয়। শেষবার হয়েছিল ১৯৯১ এ। সেটা অবশ্য পূর্ণগ্রহণ নয়। সেবারে সলস্টাইসের দিন ইউ এস এস আরের ভাঙ্গা টুকরো দেশগুলো সব কমনওয়েল্‌থ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ফর্ম করে সই করেছিল। আর চার দিন পরেই ক্রিসমাসের দিন মস্কোতে শেষবারের মত ইউ এস এস আরের পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা ওড়ানো হয়।
  • omi | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১০ ২২:১৮453037
  • এতদিনে! এসেছেন দ্রি? কোথায় ছিলেন এতদিন? এখন কোথায় আছেন?
    আমি ইদানীং ওমিকান্ত বা ওমিক্রন। আমাকে চিন্তে পাচ্ছেন তো? :-)
  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২২:৫৬453060
  • আর ইকনমি? :-)

    লাস্ট উইকে অস্টারিটির প্রতিবাদে গ্রীক রায়টের ফুটেজ দেখুন।


    আর দেখুন কলেজ ফি বেড়ে যাওয়ার প্রতিবাদে ইউ কের ছাত্রবিক্ষোভ।
    ,


    লাস্ট কাউন্ট পর্য্যন্ত ২০১০ এ ১৫৭টি ব্যাঙ্ক ফেল করেছে। ওদিকে ইয়াহুর লোক ছাঁটাই হচ্ছে, সার্ভিস কাট হচ্ছে, রয়্যাল মেল বিক্রি হয়ে যাচ্ছে, বিগেস্ট স্লিপিং ব্যাগ মেকার ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাচ্ছে এই ধরণের নিউজ তো লেগেই আছে। ইউ এসে এখন ৪৫ মিলিয়ান মানুষ ফুডস্ট্যাম্পে আছেন। গেল নভেম্বরের শেষে তার মধ্যে দু মিলিয়ানের ফুডস্ট্যাম্পের কোটা শেষ হয়ে গেল। এই সংখ্যাটা এখন মাসে মাসে বাড়বে।
  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০০453071
  • নিউফাউন্ডল্যান্ডে শীত তো পড়বেই। কিন্তু এবারে সমুদ্রের ঢেউ পাড়ে বরফ হয়ে ভাঙছে। এরকম প্রতি বছর হয় না। দারুণ ইন্টারেস্টিং ভিডিও।

  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:০১453082
  • ওমিকান্তকে তো চিনলাম না।
  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:২১453104
  • আর আছে উইকিলীক। সেটা অবশ্য এতদিনে সর্বজনবিদিত। নতুন করে বলার কিছু নেই।

    বলার শুধু একটাই। এই যে রাশি রাশি কমিউনিকেশানের মধ্যে শুধু অল্প কয়েকটাই (সেনসেশানাল, কিন্তু বিনাইন) লীকড হয়েছে। অধিকাংশ কমিউনিকেশানের টেক্সট লীক্‌ড হয় নি। এর পরের উইকিলীকটা বিধ্বংসী হতে পারে।

    এছাড়া শোনা যাচ্ছে আনা আর্ডিন, যিনি অ্যাসেঞ্জের বিরুদ্ধে সেক্স চার্জেজ এনেছেন, তিনি নাকি সি আই এর হয়ে কিউবায় নানা রকম অ্যান্টি-কিউবা কাজকর্ম করেছেন। http://www.rawstory.com/rs/2010/12/assange-rape-accuser-cia-ties/
  • dri | 117.194.226.127 | ২২ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪453115
  • রিসেন্টলি নর্থ কোরিয়ার পেছনে লাগার জন্য সাউথ কোরিয়া আর আম্রিকা মিলে নর্থ কোরিয়ার খুব কাছে লাইভ ফায়ার দিয়ে ওয়ার গেমস খেলছে। মাস খানেক আগে নর্থ কোরিয়া খচে গিয়ে পিয়ংইয়ং দ্বীপে বোম মেরে দিয়েছিল। কয়েক দিন খুব ক্রাইসিস গিয়েছিল।

  • y | 61.12.12.83 | ২৩ ডিসেম্বর ২০১০ ১০:৫২453126
  • একটা কিউকিউ থ্রেড খুলে দ্রির প্রথম পোস্টটা রাখা হোক :)
  • dri | 117.194.232.94 | ২৭ ডিসেম্বর ২০১০ ২৩:১৩453148
  • তুতানখামেনের ডি এন এ টেস্ট থেকে নাকি দেখা যাচ্ছে উনি ওয়েস্ট ইওরোপিয়ানদের অ্যানসেস্টার! ওয়াই ক্রোমোজোমে নাকি ৯৯.৬% মিল। http://www.eutimes.net/2010/06/king-tuts-dna-is-western-european/
  • dri | 117.194.232.94 | ২৭ ডিসেম্বর ২০১০ ২৩:৪২453171
  • কারো কি মনে হচ্ছে জুলিয়ান অ্যাসেঞ্জ আসলে সি আই এর একটি সাইঅপ অপারেশান?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন