এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ডাইনোসরদের শেষ ক'টি দিন

    Debayan Chatterjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৬ এপ্রিল ২০২১ | ৩১৬২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)

  • বুদ্ধ বললেন - তুমি এক কাজ করো, গোতমী। এমন একটা বাড়ি খুঁজে বের করো, যে বাড়িতে কেউ কখনো মারা যায়নি। সেই বাড়ি থেকে, বেশি নয় - পাঁচ-ছ'টা সর্ষের দানা নিয়ে এসো। এতেই কাজ হবে। বেঁচে উঠবে তোমার ছেলে।



    - ভালো করে ধরে তোল, ভালো করে ধরবি কিন্তু


    - মাথাটা হেলে যাচ্ছে, মাথাটা হেলে যাচ্ছে রে ভাই


    - ভালো করে আলতা দিন না। এই কেউ সিঁদুরটা আন


    না, বিজয়ার দিন ঠাকুর তোলা হচ্ছে না ট্রাকে। বডি নিয়ে শ্মশানে যাওয়ার আগেকার দৃশ্য সব।



    হাসপাতালের লম্বা করিডোরের শেষে দেয়ালের ওপরদিকে লেখা -


    সর্বে ভবন্তু সুখিনঃ


    সর্বে সন্তু নিরাময়াঃ


    কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কথাগুলো? আমার মনে হলো যেন এই "সর্বে"-র মধ্যে সবাই পড়ে না। এই "সর্বে" একটা সম্পূর্ণ অন্য ক্লাস। এরা পেশেন্ট।


    এরা আমাদের মতন ঘোরতা-ফেরতা, মস্তি করতা বিশেষত্বহীন সুস্থ মানুষ নয়। এরা আলাদা। এরা আজ পেশেন্ট, আর কাল মরলেই বডি।



    হ্যাঁ, ইনফেকশন ছড়াচ্ছে। এটাই সত্যি।


    আমার শহরে ছড়িয়েছে। আমার দেশে, হ্যাঁ। পৃথিবীতে? ছড়িয়েছে। আমার বাড়ি থেকে দু' কিলোমিটার দূরের হাসপাতালে মারা গেছে পেশেন্টরা। দু'-তিন ঘণ্টার ফ্লাইটের দূরত্বে থাকা আমার দেশের প্রায় প্রত্যেকটা শহরে মারা গেছে, এবং এই মুহূর্তে মারা যাচ্ছে পেশেন্টরা।


    অবশ্য গোটা বিশ্বের যা জনসংখ্যা, সেই অনুপাতে মারা গেছে অনেক কম জন। একটা ভিডিও-য় শুনলাম, যারা মারা যাচ্ছে তারা অধিকাংশই বয়স্ক মানুষ।


    হ্যাঁ, এতোটাই দূরে সরিয়ে নিয়েছি নিজেকে। নিজেকে বোঝাচ্ছি বারবার - প্রতিদিন, এর চেয়ে বেশি লোক হার্ট অ্যাটাক বা ক্যান্সারে মারা যায়।


    এভাবেই সইয়ে নিচ্ছি নিজেকে। আদর করে ইগনোর করছি একটা স্বচ্ছ, সুন্দর ইন্এভিটেবিলিটি-কে।



    ইতালির বের্গামো শহর। বহুদিন ঘরবন্দী থাকার পর ফ্ল্যাটের বাইরের বেঞ্চে এসে বসেছেন এক বৃদ্ধ-বৃদ্ধা। আজকাল আর বার-তারিখ মনে থাকে না।


    রোদ এসে পড়ছে ওনাদের ওপর। আজকাল আর রোদ মনে পড়ে না। বের্গামোর প্রত্যেক বাসিন্দা অন্তত একজন এমন লোক-কে চেনেন, যিনি করোনা-য় ভুগে মারা গেছেন।


    বের্গামো-র রাস্তাঘাটে মৃত্যু ঘুরে বেড়ায়। মৃত্যু ঘুরে বেড়ায় এখানেও। তবে শুধু আজকাল নয়। চির-টা কাল ধরে মৃত্যু ঘুরে বেড়ায় প্রত্যেকটা শহরে। প্রত্যেকটা মফঃস্বল, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা জঙ্গলে।


    আমার মতে পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস জিনিস হলো ফ্যান। যেকোনো মুহূর্তে খুলে মাথায় পড়তে পারে। আমার মতে, যিনি ফ্যান আবিষ্কার করেছিলেন তিনি পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। যেকোনো মুহূর্তে খুলে মাথায় পড়তে পারে জেনেও নিচে আরামে শুয়ে থাকতে পারা, শুধুমাত্র আরামের জন্য - এ জিনিস পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দর্শন।


    এই বন্দিদশা একদিন শেষ হবে। দু'দিন হুল্লোড় হবে খুব।


    তারপর আমরা আবার বেরোবো বাড়ি থেকে, স্কুল যাবো, কলেজ যাবো, চাকরি করতে যাবো। সব জায়গায় যাবো, একটা কনভেয়ার বেল্টে চেপে। যন্ত্র হয়ে, যন্ত্রের সামনে বসে কাটাবো রোজকার দশ'টা-পাঁচটা। ভুলে যাবো বাঁচার জন্য এই হাঁকপাঁকগুলো। ভাববো, সময় আছে তো।


    ভুলে যাবো গুরুজীর কাছে বসে গান শেখার ইচ্ছেগুলো। ভুলে যাবো পাহাড়ে না যেতে পারার কষ্টগুলো। ভাববো, সময় আছে তো এখনো।



    ১৯৪৭। প্রকাশিত হলো ৩৪ বছর বয়সী এক ফরাসি লেখকের একটি ফরাসি ভাষায় লেখা উপন্যাস। নাম - লা পেস্তে। ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় - দ্য প্লেগ। লেখকের নাম - আলবেয়ার কামু।


    এক শহরের গল্প। ইঁদুর থেকে শহরে ছড়িয়ে পড়লো প্লেগ। মারা গেলেন বহু মানুষ। গল্পের নায়ক, ডাক্তার রিউ, ফ্রন্টলাইনে থেকে সবটা দেখলেন।


    তারপর, একদিন বিদায় নিল প্লেগ। গোটা শহর মেতে উঠল আনন্দে। ঘরে বসে সবটা দেখলেন গল্পের নায়ক, ডাক্তার রিউ।


    "রিউ জানেন, যে এই গল্প কোনো চিরকালীন জয়ের গল্প নয়। এরকম একটা পরিস্থিতিতে যা করা উচিত ছিল - এ শুধু তার একটা গল্প। এ বিপদ আবার ফিরে আসবে - এ জিনিস আবার করতে হবে। শহরবাসীর আনন্দের আর্তনাদ শুনতে শুনতে রিউ-র বারবার মনে পড়তে লাগলো সেই এক কথা - এ আনন্দ চিরকালীন নয়, এ আনন্দ ক্ষণস্থায়ী। ডাক্তারি বইয়ে লেখা আছে, এই প্লেগের জীবাণুর মৃত্যু নেই। এ প্লেগ লুকিয়ে থাকে, অসীম ধৈর্য্য এর - এ অপেক্ষা করে থাকতে পারে হাজারো বছর। আমাদের বেডরুমে, সেলারে, ট্রাঙ্কে, ছেঁড়া রুমালে কিংবা পুরোনো কাগজের দিস্তার ভেতর। আবার কোনোদিন, এ প্লেগ তার ইঁদুরদের ঘুম থেকে জাগিয়ে তুলবে। মরতে পাঠিয়ে দেবে এরকমই কোনো একটা সার্থক শহরে।"



    বুড়োরা বেশি বকে কেন? তারা জানেন তাদের হাতে বেশি সময় নেই বলে।


    একেবারে ছোট বাচ্ছারা কেন কথা বলতে পারে না? কি দরকার, এখনো তো সময় আছে অনেক।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৬ এপ্রিল ২০২১ | ৩১৬২ বার পঠিত
  • আরও পড়ুন
    একক - Debayan Chatterjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৬ এপ্রিল ২০২১ ২১:০৬105208
  • খুব ভালো লেগেছে। দু'বার পড়লাম।

  • Debayan Chatterjee | ২৬ এপ্রিল ২০২১ ২৩:০৬105210
  • রঞ্জনবাবু, আপনি যে লেখাগুলো পড়ছেন, মন্তব্য করছেন, এটাই আমার পাওনা।

  • তাতিন | 203.110.242.23 | ২৭ এপ্রিল ২০২১ ০৮:০৬105212
  • ভালো লাগল। ভালো পরিবেশনা। বক্তব্যে আরেকটু কিছু থাকতে পারত যেন।

  • শমিতা ব্যানার্জী | 2402:3a80:a88:4b3c:e3ab:f8b5:c3e8:4a31 | ২৭ এপ্রিল ২০২১ ১৫:১৮105224
  • সুন্দর ব্যান্জনা—মন খারাপ ছুঁয়ে যায়—তবে ঐ যে—'আপনার কথা"সময় আছে তো"—


    ঠিক , কষ্টটুকু পাওয়ার জন্য সময় আছে তো —সেটা ভেবেই দিন কেটে যাচ্ছে৷ 

  • Debayan Chatterjee | ২৭ এপ্রিল ২০২১ ১৭:২৩105226
  • সকলকে ধন্যবাদ।


    দুঃখের ব্যাপার এই, যে লেখাটা আমি লিখেছিলাম গত বছর, ঠিক এই সময়েই। এবছরও লেখাটা সমান প্রাসঙ্গিক!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন