এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৩৮২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sushanta | 117.198.54.168 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৪464879
  • রূপঙ্কর এবং ডিডি আপনাদের ভালো লাগার জন্যে ধন্যবাদ। রূপঙ্কর দেখছি বেশ কাব্যই করে ফেললেন! নিয়মিত না পারলেও, মাঝে মধ্যে আসতে পারি। কিন্তু, এই যে মন্তব্যগুলো , এগুলো যদি সরাসরি আমাদের মেইল বক্সে চলে যায়, তবে ভালো হয়। আমি সম্পাদককে সেই অনুরোধ করব। যদিও তিনি নিজে এগুলো পাঠিয়ে থাকেন, কিন্তু সেটি সহজ উপায় নয়। বিবেচনা করবার অনুরোধ রইল।
  • rupankar | 117.194.228.46 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৬464880
  • এই-মন্তব্য ছিল শমীকের জন্য।-ফোকটে-ধন্যবাদ-পাওয়ার-জন্য-ধন্যবাদ।
  • kallol | 220.226.209.2 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৪464881
  • সুশান্ত - আপনি আরও লিখুন। এই বিষয়টা নিয়েই লিখুন। খুব ভালো লেগেছে, সেটা আরেকবার বল্লুম। দিপ্তেন যেমন লিখেছে - একটা সুতো খোলা যেতেই পারে। তবে প্রথম কথা আপনি যাতে স্বচ্ছন্দ।
  • siki | 122.162.75.216 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫০464882
  • নীনাদির জন্য:


    আমাদের দোতলা ব্যাক।

    সামনে বসে বাঁদিক থেকে --

    সৌমেন্দ্রনাথ কুইরি, টুপি পরে আমি- ল্যমিনেটেড জিনু, রঙবাজ সুমন দুয়ারি।

    পেছনে দাঁড়িয়ে, যাদের মাথা দেখা যাচ্ছে, পরপর:

    গৌতম লাহা ওরফে বীরু, শ্রীদীপ খাটুয়া , সৌম্যপ্রসাদ ওরফে দেঁতো, ইন্দ্রজিৎ অগস্তি, সঙ্কেতশুভ, গগলস পরে সুকুমার পতি, সামনে বঙ্কুভূষণ বা বিক্রমভূষণ, দর্শন কেশরী, পার্থজিত পাল, শৌর্য সমাদ্দার ওরফে দাদুসূর্য, আবীর মুখার্জি, পার্থ চ্যাট ওরফে মোটুজ্জে।
  • Nina | 68.84.239.41 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৭464883
  • কিন্তু কাকু কাকু দেখতে কে কে কই? টুপি আর কালো চশমার আড়ালে তুমি----আমি ভেবেছিলুম তার পাশেরটি তুমি, বেশ কেয়ারি করে চুল-টুল আঁচড়ানো----ভাল লাগল ছবি দেখে আরও রিলেট করা যায় কান্ডকারখানার সঙ্গে ;-))
    থ্যাকুভেরিমাচ
  • siki | 122.162.75.183 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:১৮464884
  • কেকে আগের ছবিটা তুলেছিল। ও ক্যামেরার পেছনে।

    এই ছবিতে ... সম্পূর্ণ দোতলা ব্যাক আছে। এটা আমাদের হস্টেলের টিরেস। ব্যাকড্রপে দেখা যাচ্ছে আমাদের হস্টেলের ফ্রন্ট উইং। এই টিরেসে বসেই দিনের পর দিন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতাম।



    সামনে পা ঝুলিয়ে যারা বসে:

    রমাবৌদি, বঙ্কুভূষণ, সঙ্কেতশুভ, ইন্দ্রজিৎ অগস্তি, ডন গ্যাঞ্জোরাস (সরোজ নাগ), আমি, মোটুজ্জে (পার্থ চ্যাট), দাদুসূর্য, সীতাংশু (ভালো রান্না করত)

    পেছনে যাদের দেখা যাচ্ছে, পরপর:

    ক্রিমিনাল সুখেন দাস, কে-কে, রংবাজ সুমন দুয়ারি, দর্শন কেশরী, কুইরি, জীবনভাই ক্ষুদিরাম (দেবদাস), বিবেক (একমাত্র এরই কোনও নিকনেম ছিল না), দেঁতো (সৌম্যপ্রসাদ), পার্থ বাড়া (পার্থসারথি বেরা :-)), পার্থজিৎ পাল, জুতোকুমার (shoeকুমার পতি), আবীর মুখার্জি, বীরু ওরফে গৌতম লাহা, ল্যাদ (অভিজিৎ), শ্রীদীপ খাটুয়া (খাটু)।

    এবার গানের সাথে মিলিয়ে নাও।
  • Nina | 68.84.239.41 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:২৬464885
  • আর ঐ পেছোনের লাল গামছাটা কি খাটুর ;-)) এই লেখাগুলোর সঙ্গে ছবিগুলো থাকলে একেবারে জমে ক্ষীর ।
  • Guruchandali | 122.162.75.12 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৬464886
  • অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণার প্রাক্‌মুহূর্তে প্রকাশিত হল একটি বুলবুলভাজা।

    চলচ্চিত্রচঞ্চরী - প্রবীরেন্দ্র সেনগুপ্ত

    বাকি বুলবুলভাজারা আসবে, একে একে।
  • Guruchandali | 72.83.77.65 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০২:২৭464887
  • * প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়
  • u | 61.12.12.83 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:১০464889
  • চলচ্চিত্রচঞ্চরী ভালো লাগলো।

    টেবিলে ২০০৪-এর রো-টা ঘেঁটে গেছে। Sideways আর Eternal Sunshine of the spotless mind - এইরম হবে।
  • suddhasatya | 117.194.240.92 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:২১464890
  • প্রবীরেন্দ্রর লেখাটি বেশ লাগছে।অহলিউডের এই প্যাটার্নাইজেশন নতুন তঙ্কÄ না হলেও খেটে তথ্য দিয়েই একে যুক্তিগ্রাহ্য করেছেন।অলেখার মধ্যে আছে সাবলীলতা,আছে আবেগ ও যুক্তির মিশেল।অটেনে রাখছে লেখা।অতবে দু-একটা বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই ওনার।

    ভাল চিত্রনাট্য বলতে কি বুঝবো আমরা?সাহিত্য নির্ভর,সোজাসুজি গল্প বলাই, না কি তার বাইরে আরো কিছু হয় যাকে চিত্রনাট্য বলা যায় আসলে।অসেখানে হলিউড নেই,টলিউড নেই আছে সিনেমা?নাকি সেখানেও আসলে কিছু কিছু ছক তৈরী হয়ে গিয়েছে এখন?কোনটা বার্লিন কোনটা কান ইত্যাদিরও ছক আছে কিছু?দর্শক বিপুল পরিমাণে দেখলেই কি সেই সিনেমার উপরে ভরসা রাখা যাবে?যেমন অঞ্জন চৌধুরীর চিত্রনাট্য কি আদৌ চিত্রনাট্য,নাকি শ্যামবাজারি থিয়েটারের ছবি তোলা চেহারা?পরের দিকে উনি যখন স্বপন সাহাদের 'অরিজিনাল'-এর কথা বলছেন তখন আমি যোগ করতে চাই,মন দিয়ে দেখলে দেখা যায় শর্ৎচন্দ্রের কাহিনী অংশকে।অপ্রায় সংলাপ সমেত তুলে এনে সিনেমায় ঢুকিয়ে দিচ্ছেন স্বপন সাহা।অসিনেমার নাম এখনই মনে পড়ছে না,তবে এটুকু মনে আছে ঋতুপর্ণা,প্রসেনজিৎ এবং অভিষেক ছিলেন ওতে।অগ্রামের জমিদার প্রসেনজিৎ এবং অভিষেক ডাক্তার হয়েছিলেন।অধর্ম গত বিভেদ ছিল।অএকজন হিন্দু আরেকজন মুসলমান।অএকে কি বলবো?চুরি,অনুপ্রাণিত হওয়া,ইন্টারপ্রিটেশন(সঞ্জয় যদি দেবদাসের ঐ বারোটা বাজাতে পারেন তাহলে স্বপনবাবু কি দোষ করলেন?),কি বলবো একে?এই সবগুলি কিছু কিছু মনে হচ্ছিল লেখাটি পড়তে পড়তে।অলেখকের কলমের আলো পড়লে এখানে,ভাল লাগবে।
  • Guruchandali | 122.162.75.136 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫১464891
  • প্রকাশিত হল আরও দুটি বুলবুলভাজা

    দেবকী বসুর কবি ... সপ্তম পর্ব : লিখছেন ত্রিদিব সেনগুপ্ত
    সবুজ বাঘের জন্য গল্প: কিম্পুরুষ: দি স্টোরি অফ দি গ্রেট বিয়ার : লিখছেন কুলদা রায়
  • Guruchandali | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০০:২৬464892
  • কিম্পুরুষ: দি স্টোরি অব দি গ্রেট বিয়ার
  • kulada roy | 74.72.144.174 | ০২ মার্চ ২০১১ ০০:৩২464893
  • #২৪৭৪;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৬৩;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৬০;#২৫০৩;#২৪৭২;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৮২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৮২;#২৪০৪; #২৪৫১;#২৪৬৮;#২৫০৭; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৪;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪০৪; #২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৭৮;#২৪৯৫;#২৪৬৮; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬১;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬১;#২৫০৩; #২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;#২৪৮৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৭২;#২৫০৩; #২৪৩৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৬৯;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৯৭;#২৪৭৪;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৫৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৫১; #২৪৮৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬;#২৪৫৮;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৩৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৭৬;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৬; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৪৭;#২৪৮৬;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৭২; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৯৬;#২৪০৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৮৯;#২৪৮২; #২৪৫১; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৮;#২৪৮৬; #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৫০৭;#২৪৭৭;#২৫০৩;#২৪৮২; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৫;#২৪৯২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৫;#২৪৭২;#২৪৮৬; #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৯৪; #২৪৫৩;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৯৫;#২৪৪১;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৩; #২৪৭৫;#২৫০৩;#২৪৮২;#২৫০৩; #২৪৮০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;
    #২৪৫১;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৫০৭;#২৪৬১;#২৪৯৪;#২৪৭২;#২৫০৭; #২৪৭৮;#২৪৯৭;#২৪৮৬;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪;

    #২৪৩৮;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬০;#২৫০৯;#২৪৬২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০; #২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫; #২৪৩৮;#২৪৩৩;#২৪৫৩;#২৪৯৪;#২৪০৪; #২৪৮৬;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৭৮;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৯;#২৪৫৪;#২৪৭২; #২৪৪৭;#২৪৮৮;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৭৬;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২; #২৪৮৮;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৩; #২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৬;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮০;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৩৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২; #২৪৭২;#২৪৯৫;#২৪০৪; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৭২;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৭৯;#২৪৯২;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭৪;#২৪৬৫;#২৪৯২;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫; #২৪৭০;#২৫০৭;#২৪৫৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬; #২৪৭০;#২৫০৩;#২৪৮২;#২৫০৭;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৮;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩;#২৪৬৩; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৪৬৮;#২৫০৭;#২৪০৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪০৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৭;#২৪৬০;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৩৭;#২৪৭৪;#২৫০৩;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৫৯;#২৫০৩; #২৪৫১;#২৪৮০; #২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৪৯৪;#২৪০৪;

    #২৪৫১;#২৪৮০;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৭;#২৪৬০;#২৪৭২; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৪৮৬; #২৪৭০;#২৪৯৮;#২৪৮০;#২৫০৩; #২৪৮৮;#২৪৮০;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৬৫;#২৪৯৭;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৫;#২৪০৪;

    -#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২;#২৪৭০;#২৪৯৪; #২৪৮০;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২;
  • kulada roy | 74.72.144.174 | ০২ মার্চ ২০১১ ০০:৩৬464894
  • #২৪৭৪;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৬৩;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৬০;#২৫০৩;#২৪৭২;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৮২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৮২;#২৪০৪; #২৪৫১;#২৪৬৮;#২৫০৭; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৪;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪০৪; #২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৭৮;#২৪৯৫;#২৪৬৮; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬১;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬১;#২৫০৩; #২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;#২৪৮৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৭২;#২৫০৩; #২৪৩৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৬৯;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৯৭;#২৪৭৪;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৫৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৫১; #২৪৮৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬;#২৪৫৮;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৩৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৭৬;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৬; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৪৭;#২৪৮৬;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৭২; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৯৬;#২৪০৪; #২৪৪৭;#২৪৫৩;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৮৯;#২৪৮২; #২৪৫১; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৮;#২৪৮৬; #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৫০৭;#২৪৭৭;#২৫০৩;#২৪৮২; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৫;#২৪৯২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৫;#২৪৭২;#২৪৮৬; #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৯৪; #২৪৫৩;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৯৫;#২৪৪১;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৩; #২৪৭৫;#২৫০৩;#২৪৮২;#২৫০৩; #২৪৮০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;
    #২৪৫১;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৫০৭;#২৪৬১;#২৪৯৪;#২৪৭২;#২৫০৭; #২৪৭৮;#২৪৯৭;#২৪৮৬;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪;

    #২৪৩৮;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬০;#২৫০৯;#২৪৬২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০; #২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫; #২৪৩৮;#২৪৩৩;#২৪৫৩;#২৪৯৪;#২৪০৪; #২৪৮৬;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৭৮;#২৫০৩;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৯;#২৪৫৪;#২৪৭২; #২৪৪৭;#২৪৮৮;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৭৬;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯২; #২৪৮৮;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৩; #২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৬;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮০;#২৪৭৯;#২৪৯২;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৩৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৮৯;#২৪৭৯;#২৪৯২; #২৪৭২;#২৪৯৫;#২৪০৪; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৭২;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৭৯;#২৪৯২;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৪;#২৪৩৩;#২৪৭০;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭৪;#২৪৬৫;#২৪৯২;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫; #২৪৭০;#২৫০৭;#২৪৫৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬; #২৪৭০;#২৫০৩;#২৪৮২;#২৫০৭;#২৪৭৯;#২৪৯২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৮;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩;#২৪৬৩; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৪৬৮;#২৫০৭;#২৪০৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪০৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৭;#২৪৬০;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৩৭;#২৪৭৪;#২৫০৩;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৫৯;#২৫০৩; #২৪৫১;#২৪৮০; #২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৪৯৪;#২৪০৪;

    #২৪৫১;#২৪৮০;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৭;#২৪৬০;#২৪৭২; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৪৮৬; #২৪৭০;#২৪৯৮;#২৪৮০;#২৫০৩; #২৪৮৮;#২৪৮০;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৬৫;#২৪৯৭;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৫;#২৪০৪;
  • Kulada Roy | 74.72.144.174 | ০২ মার্চ ২০১১ ০০:৪৯464895
  • পূর্বার গল্পটি আপনাদের পছন্দ হয়েছে জেনে ভাল লাগল। ওতো নিজের খেয়ালে লেখে। নিযমিত লেখে না। মাঝে মাঝে ম্যানহাটনে ইচ্ছে হলে একটা থিয়েটার গ্রুপে নাটক করে। ও হচ্ছে সবচেয়ে অল্পবয়েসী এবং এশিয়ান অভিনেত্রী। একবার মনে হল ও একটা পাঁচশ পৃষ্ঠার নোভেল লিখবে। সাড়ে তিনশ পৃষ্ঠা কম্পিউটারে লিখে ফেলে রেখেছে।
    ওকে বোঝানো মুশকিল।

    আর প্রজ্ঞার পছন্দ ছবি আঁকা। শান্ত মেয়েটির মনে আছে বাংলাদেশ থেকে যখন এসেছিল সেই ছোট্টবেলায় সেখানকার এক স্কুলে তার জীবনের প্রথম স্কুল পরীক্ষার খাতাগুলো রয়ে গেছে। সঙ্গে আনা হয় নি। খাতাগুলো নিশ্চয়ই কাঁদছে। আর তাঁর মনে পড়ে মুদি দোকানী দেলোয়ার কাকাকে।অতার কাছ থেকে চকলেট কিনতো। এই পর্যন্ত। এই দুজন তার জন্য অপেক্ষা করছে ওর ধারণা।

    ওরা দুজন স্মৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আর আমি স্মৃতির মধ্যে ডুবে যাচ্ছি।
  • Guruchandali | 72.83.87.140 | ০৭ মার্চ ২০১১ ১২:১২464896
  • এ সপ্তাহের বুলবুলভাজা প্রকাশিত হবে ৮ ই মার্চ।
  • Guruchandali | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৩:০৪464897
  • ৮ ই মার্চের বুলবুলভাজায় রইলো ছ'টি লেখা।

    আলোচনা :
    শ্যামাসুন্দরীর ডায়রি - শতরূপা বোস রায়

    বাঙালী মুসলমান নারীর ইতিহাস - জয়িতা বাগচী

    অপার বাংলা :
    গ্রামের মহিলাদের কোনো বন্ধু নেই - কাবেরী গায়েন

    অন্য যৌনতা :
    লওণ্ডা নাচের ইতিকথা - শুচিস্মিতা, ঈপ্সিতা

    আমাদের যৌনতাবোদ, আমদের রাজনীতি - আকাঙ্খা

    বুলবুলভজা :
    মেয়েরা যখন ... - শ্রাবণী

  • Guruchandali | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৩:০৮464898
  • 'লওণ্ডা নাচের ইতিকথা' লেখাটিতে বানান ও চাবি পরে ঠিক করে দেওয়া হবে।
  • Guruchandali | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৩:০৯464900
  • *ছবি
  • santanu | 82.112.6.2 | ০৮ মার্চ ২০১১ ১৪:৫৫464901
  • বা: বা: শ্রাবণীর লেখাটা খুব ভালো লাগলো। গত অনেক বছর ধরে দেশ বিদেশে Field Construction এ জড়িয়ে আছি। শুধু চায়নাতে দেখেছি ফিল্ডে মেয়েদের রমরমা। প্রায় ১৭ তলা উঁচু চারিদিক খোলা রিঅ্যাক্টরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একটি মেয়ের সাথে ওয়েল্ডিং নিয়ে আলোচনা - মনমেজাজ ভালো হয়ে যেত।

    তবে মেয়েদের সেফটি সু টা বুঝলাম না - সব ই তো এক, সেই লোহা ফোয়া ঢোকানো, কেবল ছোটো সাইজ গুলো মেয়েদের।
  • hu | 12.34.246.72 | ০৮ মার্চ ২০১১ ২০:৪২464902
  • শ্যামাসুন্দরীর ডায়েরীতে একটা খটকা লাগছে। পৃষ্ঠা তেত্রিশে শ্যামাসুন্দরী লিখছেন - 'আমার যেন মেয়ে না হয়, মেয়েদের বড় কষ্ট'। ধরে নেওয়া হচ্ছে তখনও তাঁর প্রথম সন্তান জন্মায় নি। আবার পৃষ্ঠা ছয়ে লিখেছেন - খোকাকে বলেছি মরার পর লাল বেনারসীতে সাজাতে। পৃষ্ঠা ছয়ের খোকা তাহলে কে?

    শতরূপাকে ধন্যবাদ এমন একটি ডায়েরী আমাদের পড়ানোর জন্য।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ২০:৫৫464903
  • আমারও শতরূপা আর কাবেরীর লেখা ভালো লাগলো।
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ২০:৫৮464904
  • মেয়েরা যখন আর শ্যামাসুন্দরীর ডায়রি ভাল লাগল। গ্রামের মহিলাদের কোনো বন্ধু নেই - ইন্টারেস্টিং লেখা।
  • hu | 12.34.246.72 | ০৮ মার্চ ২০১১ ২১:১৫464905
  • আমারো কাবেরীর লেখা ইন্টারেস্টিং লাগল।
  • Nina | 64.56.33.254 | ০৮ মার্চ ২০১১ ২২:৪৮464906
  • শতরূপার লেখাটি অন্য পাতায় পুরোটা পড়েছি--খুব ভাল লেগেছিল। এখানে কি পুরোটা দেয়া হবে?
    বাড়ী গিয়ে বাকিগুলো পড়ব।
  • Guruchandali | 128.231.22.150 | ০৮ মার্চ ২০১১ ২৩:১৫464907
  • কাবেরী ও শতরূপা, দুজনের লেখার ই পরের কিস্তিতে সমাপ্য।
  • Guruchandali | 128.231.22.150 | ০৮ মার্চ ২০১১ ২৩:২১464908
  • *লেখাই
  • shrabani | 124.124.86.85 | ০৯ মার্চ ২০১১ ০৯:৩৮464909
  • শান্তনু, ঐ ছোটো সাইজটাই যে পাওয়া যেতনা! :(
    মুচি কে দিয়ে বানানো ভারী কিন্তু উপযোগী জুতো পরে ঘুরতে দেখে এক বাঙালী দাদা একদিন ডেকে গম্ভীর সে বলল,
    -"শোন, তুই এইরকম জুতো পরিস, তোর মা জানেন?" :)
  • dd | 115.184.7.142 | ০৯ মার্চ ২০১১ ১৫:৫৯464912
  • শতরুপা আর কাবেরীর লেখা পড়ে গায়ে কাঁটা দেয়।

    জানতাম ই না এমন সব বিষয়ে এতো সিরিয়াস চর্চা হয়। সে ও নিজের পায়ে হেঁটে নিজের চোখে দেখে।

    দারুন লাগলো এমন প্রয়াস। আরো ফুল ফুটুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন