এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ২৮৭৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.189.113 | ১৩ এপ্রিল ২০১২ ১১:১৪539275
  • কল্লোল- আমি এখনও মনে করি আপনাদের সিপিএম আগে যাক এই দাবীটা ভুল ছিল। বিকল্পের ব্যবস্থা না করে কিছু করাটাকে হটকারিতা বলে। এক দক্ষিণপন্থী দলের কাছ থেকে এরচেয়ে অন্যরকম যদি আশা করেছিলেন তাহলে সেটা ছিল ভাবের ঘরে চুরি।
    তাই আজকে আপনাদের এই আন্দোলনে নৈতিক সমর্থনের বেশি জানান যাচ্ছে না।
  • quark | 14.139.199.1 | ১৩ এপ্রিল ২০১২ ১১:২৭539276
  • বাধাহীন উন্নয়ন (তারানন্দ থেকে ধার করলাম) : http://tinyurl.com/7xoltw9
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১১:২৮539278
  • কবীর সুমন বা সুনন্দ সান্যাল কেউই নিজে থেকে ছাড়েননি - দুজনাই ঘাড়ধাক্কা খেয়েছেন। দুটোর ফারাক অনেক। কালকে এপিডিয়ারের কেউ একজন ২৪ ঘন্টায় ""এই রকম ব্যবহার"" প্রত্যাশা করেননি বলে কান্নাকাটি করছিলেন!!

    অম্বিকেশ মহাপাত্রের ঘটনা তারানন্দ-ও দেখাচ্ছে।

    তার মানে গুরুর এই টইগুলো-ও মনিটরিং হচ্ছে?
  • Siddhartha | 131.104.241.62 | ১৩ এপ্রিল ২০১২ ১১:২৮539277
  • না বিবি, আমার তা মনে হয়না। ভুল হোক ঠিক হোক তারা নিজেদের বিচার বুদ্ধি অনুসারে একটা স্ট্যান্ড নিয়েছিলেন। আজ আবার আরেকটা স্ট্যান্ড নিচ্ছেন। তার মানে এখনো তাদের প্রতিবাদের গলা নষ্ট হয়ে যায়নি। সেটাকে কাঁধ দেব না কেন?

    তারা প্রতিবাদ করেছেন আগের সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধেও। সেটুকু তো অবশ্য-ই টুপি খোলার যোগ্য। বাদবাকি যেটুকু, তৃনমুলকে সমর্থন, সেটা তো সবাই করেননি। বাম দলগুলোর অনেকেই করেনি। পিনাকি যেমন বলল। লিবারেশন, এমকেপি।

    অনেকে ইচ্ছা করেও করেননি। কিন্তু ভেবেছেন কার সাথে আছি বড় কথা না, কার বিরুদ্ধে আছি সেটাই আসল। সেই ভাবনায় তারা অনেস্ট। তাই আজকেও রাস্তায় নেমেছেন। তাদের সাথে সহমর্মীতা জানানৈ উচিত।
  • quark | 14.139.199.1 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৩৩539279
  • হুঁ হুঁ! উনি তো আগেই বলেছিলেন - "আমরা সব নজরে রাখছি"
  • b | 125.20.82.164 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৩৪539280
  • কল্লোলদাদের এতো পাওয়ার তা তো জানতুম না।

    কল্লোলদা, আমায় নেক্ষট মুখ্যমন্ত্রী করবেন তো? তখন ভুলে যাবেন না যেন!! বিকল্প হিসেবে দাবী জনিয়ে রাখলুম।
  • bb | 117.195.189.113 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৩৭539282
  • @সিদ্ধার্থ - কেউ নিজে স্টান্স নিলে আপত্তি নেই, কিন্তু তারফলে যখন অন্যরা affected হন তখনই মুশকিল।
    আর ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াটা আরও একটা ব্যাপার।
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৩৭539281
  • সিদ্ধার্থ। আমিও তোমাকে বলিনি। তুমি তো লিখেইছো, দ্যাখ কেমন লাগে বলার সময় এটা নয়। তোমায় আবারও ধন্যবাদ।
    প্রায়শ্চিত্ত - তুমি লিখেছো যারা তামুক খেয়েছেন তাদের জন্য। না বুঝে নিজের গায়ে নিয়েছি। দু:খিত।
    সুমনের কথা বলতে পারবো না। ব্যাক্তিগতভাবে বহুদিন ধরে চিনি, তাই ওর প্রতিবাদ বা তামুক খাওয়ার কোনটাতেই খুব আস্থা নেই। সে অন্য গল্প। কিন্তু সুনন্দ সান্যাল জাতীয় মানুষেরা মমতার আন্দোলনকারী ভূমিকায় ভুলেছিলেন এবং ভেবেছিলেন হয়তো ভালো কিছু হবে। সে তো আমরাও অনেকে ভেবেছিলাম কিছু হয়তো ভালো কাজ করা যাবে, তা নইলে গুরুতে প্রশাসনের উন্নতির জন্য, নানান অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য খসড়া তৈরী হবেই বা কেন। নাম করতে পারবো না, বুদ্ধ ভট্টাচার্যের খুবই কাছের মানুষ এই নির্বাচনে তৃণমূলের ম্যানিফেষ্টো লিখলেন কেন। আর একজনের নাম করতে পারি সুনন্দা মুখার্জি - এখন মহিলা কমিশনের প্রধান। একেও ব্যাক্তিগতভাবে চিনি বহুদিন। আমি জানি সুনন্দা তামুকখোর নয়। কিন্তু এখনকার ভূমিকা জানি না। তাই এদের সম্পর্কে কোন মন্তব্য করব না।
    কিন্তু মুসকিল হলো, অর্পিতা, শুভাপ্রসন্ন, দোলা, পূর্ণেন্দু আর সুনন্দ সান্যালের তফাৎ আছে, সেটা বুঝতে হবে এখন তাদের ভূমিকা দিয়ে। তাই দিয়ে বুঝতে হবে কে তামুক খেয়েছিলো আর কে সৎভাবে কিছু ভুল ভেবেছিলো। উপরের তামুক খাওয়া নামেদের মধ্যে শুভাপ্রসন্ন ছাড়া সকলকেই ব্যাক্তিগতভাবে বহুদিন ধরে চিনি। কিছুটা ধারনা আছে এরা কি কি করতে পারে সে সম্পর্কে। কিন্তু সে তো আমার ব্যাক্তিগত জানা আর তার ওপর করা ধারনা। তাই এই নিয়ে বেশী লড়তে পারবো না। অবশ্য সুনন্দ সান্যালের হয়ে আমি লড়ারই বা কে।
  • dukhe | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৪০539283
  • গুচ থেকে কাকে কাকে ধরবে মনে হয়?
    মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলে ধরছে কি?
  • bb | 117.195.189.113 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৫৪539286
  • দুখে বরং পুরুলিয়ার IT Hub এর জন্য একটা পদ দেখতে পারেন। কাশী মিশ্রের মৃত্যুতে বাঁকুড়া-পুরুলিয়ায় নেতৃত্বে একটা শুন্যতা হয়েছে।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১১:৫৪539285
  • অভিরূপ সরকার, সুগত মার্জিৎ, শাঁওলী মিত্র আর বিভাস চক্কোত্তির নাম বাদ গেল কেন তালিকা থেকে?
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১২:০০539287
  • বিভাসদা কাল প্রতিবাদে সামিল ছিলো বলেই জানি। অন্যদের কথা বলতে পারলাম না। তবে প্রতিবাদে না থাকলে তামুকখোর তো বটেই।
  • dukhe | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০১২ ১২:০৮539289
  • কিংবা ভাবছেন বিকল্প স্থির না করে আন্দোলনে যাওয়া ঠিক না।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১২:০৮539288
  • কাল বিভাস চক্কোত্তিকে কেউ সামিল হতে দেখেছেন? কিংবা কোন লিখিত বার্তা পাঠাতে শুনেছেন?
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১২:১০539290
  • এবার ওটাই হবে। "অমুকে যাক তার পরে দেখা যাবে" বলবে না আর কেউ: বলবে "বিকল্প খুঁজে পাই আগে তারপরে দেখা যাবে!"
  • cb | 192.193.160.10 | ১৩ এপ্রিল ২০১২ ১২:১৪539291
  • পিটিদা :)
  • dukhe | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০১২ ১২:২৫539292
  • তাহলে তো হয়ে গেল। জীবদ্দশায় সে বিকল্প কি পাওয়া যাবে? যদি না বিকল্পের নাম উন্নততর মমতা হয়।
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১২:২৭539293
  • বিকল্পের কথাই যখন উঠলো।
    তাহলে এখন কি করা। মমতার বিকল্প নিশ্চই সিপিএম নয়। দুজনেই প্রমানিত খারাপ। এই মুহুর্তে বিকল্প নেই। তাহলে মমতা যাই করুক, চুপ করে দেখে যাই। কোন প্রতিবাদ করা চলবে না। বিকল্প নেই যে!!!
    সিভিল সোসাইটির বা মানবাধিকার সংগঠনগুলোর কাজ বিকল্প তৈরী করা নয়। তারা প্রতিবাদযোগ্য কিছু হলে প্রতিবাদ করবে। সেই সরকারের অপসরণ চাইবে। পরে যে আসবে সেও যদি অমনই করে তার বিরুদ্ধেও প্রতিবাদ হবে। তাই তো হচ্ছে।
    এই যে সিপিএম এখনো কং ও বিজেপির বিকল্প খুঁজে পেলো না, তাহলে কি যতদিন না বিকল্প পাওয়া যায় বা নিজেরা বিকল্প হয়ে ওঠে ততদিন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে না। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বলবে না?
    বিকল্প থাক বা না থাক, অন্যায়ের প্রতিবাদ হবেই।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১২:৪৪539294
  • মানবাধিকার সংগঠনগুলোর কাজ যদি ""বিকল্প তৈরি করা"" না হয় তাহলে সুজাত ভদ্র কিসের জন্য একটি রাজনৈতিক দলের মিটিং-এ উপস্থিত থাকতেন? ওহ! তিনি তো তখন এপিডিয়ারের পোশাক গা থেকে খুলে ব্যক্তির পোশাক পরে নিতেন!! কাল দেখলাম অবিশ্যি বিপদ বুঝে তিনি আবার আগের পোশাকটি গায়ে চড়িয়ে আকাশ বাংলাতে হাজির হয়েছেন।

    এহ বাহ্য! মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা কল্লোল কি করে তাহলে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে মমতার বিকল্প সিপিএম নয়? নাকি সিপিএম যাক আর যেন কখনো ফিরে না আসে সেটাও পুর্বনির্ধারিত সিদ্ধান্ত ছিল?
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৪539297
  • ওটা আমার মত। মত জানানো আর বিকল্প তৈরী করায় তফাৎ আছে ভায়া, সেটা বোঝো।
    আমার মত হলো এই মুহুর্তে সিপিএম কোনভাবেই মমতার বিকল্প নয়। তাহলে আমি কি করবো? মমতার শত অন্যায় দেখলেও চুপ করে থাকবো?
    অন্য দিকে, সিপিএম তো মেনেই নিয়েছে আঞ্চলিক দলগুলোর সাথে জোট করে লাভ নেই। এরা কং বা বিজেপির বিকল্প হয়ে উঠতে পারেনি। তাই নিজেদের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে বলে মনে করছে। তাহলে যতদিন নিজেরাই বিকল্প না হয়ে ওঠে ততদিন মনমোহন সরকার যাই করুক, কিছু বলতে যাবে না সিপিএম, কেন না বিকল্প নেই!! এটা কোন কথা হলো?
  • quark | 14.139.199.1 | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৪539296
  • @ kallol 13 Apr 2012 -- 12:27 PM

    এই কথাটাই কি ওনারা এতদিন বলে এসেছেন? ভোটের ঠিক আগেই তো প্রায় সকলে মিলে বললেন "মমতাই বিকল্প, তৃণমূলকে ভোট দিন"। নাকি এটা মিথ্যে কথা বলা হ'ল।

    আসুন মেনে নিই অন্যায়ের প্রতিবাদ, শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদই।
  • Lama | 117.194.232.205 | ১৩ এপ্রিল ২০১২ ১২:৫৯539298
  • আহা, সবাই বাড়িতে কাঁথামুড়ি দিয়ে শান্তিতে ঘুমোন। আপনি তো আর সুজাত ভদ্র নন, কার্টুনও আঁকেন না। যাদবপুরে কেমিস্ট্রিও পড়ান না, নোনাডাঙ্গাতেও থাকতেন না। আপনার ঘরও ভাঙা পড়ে নি, উচ্ছেদও হননি। সুখে থাকতে কেন ভূতের কিল খাবেন?
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১৩:০৬539299
  • কোয়ার্ক।
    বিরোধীতার নানান মুখ থাকে। আপনার মনে থাকতে পারে, গুরুর ফোরামে কেউ কেউ বলেছিলেন, সিপিএম যাক মমতা আসুক। কেউ কেউ বলেছিলেন সিপিএম যাক যেই আসুক তখন দেখা যাবে। কেউ কেউ বলেছিলেন সিপিএম মমতা বাদ দিয়ে জোট হোক। কেউ কেউ বলছিলেন বামফ্রন্টি থাক, ওদের আরও সুযোগ দেওয়া হোক।
    এমনটাই প:ব:এর সিভিল সোসাইটিতে, মানবাধিকার সংগঠনগুলোতে, রাজনৈতিক দলগুলোতে নানান মত ছিলো।
    আপনার কি মনে হয় কিছু মানবাধিকার সংগঠন, কিছু বুদ্ধিজিবী, কিছু মিডিয়া সিপিএম বিরোধীতা করলো বলে, সারা প:ব:এর মানুষ সিপিএমএর বিরুদ্ধে চলে গেলো? এতৈ সহজ সরল সব কিছু। সাধারন মানুষের নিজের মতামত নেই?

    যারা বলেছিলেন সিপিএম যাক মমতা আসুক তাদের মধ্যে ছিলেন ব্রাত্য বসু, শাঁওলী মিত্র, অর্পিতা, কবীর সুমন, শুভাপ্রসন্ন ও আরও অনেকে। কৌশিক সেনের মতো অনেকেই বলেছিলেন সিপিএম যাক, তারপর কে আসবে জানি না। যেই আসুক দেখা যাবে। তারা তো প্রতিবাদ করছেনই। যারা বলেছিলেন মমতা আসুক, তাদেরও কেউ কেউ প্রতিবাদ করছেন। সেটা তো ভালো দিক। তারা তাদের প্রতিবাদের মধ্য দিয়েই তাদের পুরোনো অবস্থানকে খারিজ করছেন।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১২ ১৩:০৮539300
  • ভোটের আগে তো এইরকমই দেখছিলাম - মানবাধিকার সংগঠনের প্রায় অনেকেই আলাদা আলাদা ভাবে- ""এটা আমার ব্যক্তিগত মত, অমুক সংগঠনের নয়"" বলে বেশ চমৎকার একটা রাজনৈতিক ধুর্তামির লাইন নিয়েছিলেন।

    মানুষের কাছে মানবাধিকার সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতা ঠিক কি ভাবে এখন মাপা যায় কে জানে!!
  • quark | 14.139.199.1 | ১৩ এপ্রিল ২০১২ ১৩:১৮539301
  • কল্লোলদা,

    " আপনার কি মনে হয় কিছু মানবাধিকার সংগঠন, কিছু বুদ্ধিজীবি, কিছু মিডিয়া সিপিএম বিরোধীতা করলো বলে, সারা প:ব: এর মানুষ সিপিএম এর বিরুদ্ধে চলে গেলো? "

    এ কথা কিন্তু আমি বলি নি। কষ্ট ক'রে টাইপ করলাম এই জন্যেই, যে আজকাল প্রায়ই আপনার (বা আপনাদের) মুখে এই কথা শোনা যাচ্ছে। যুক্তি না থাকলে, কথা না থাকলে, আক্রমণই রক্ষণের সেরা পথ - এইটা আপনার কাছ থেকে আশা করি নাই।
  • lcm | 69.236.167.153 | ১৩ এপ্রিল ২০১২ ১৩:২০539302
  • আহা, কোথাও মানবধিকার লঙ্ঘন হলে মানবধিকার সংগঠনের লোকজন সেখানে যান। মঞ্চ থাকলেও যান, না থাকলেও যান। মঞ্চের ওপর লল্টু/পল্টু যেই থাকুক এনারা যান। এতে প্রবলেমটা কোথায়?
  • bb | 117.195.188.236 | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪৫539303
  • @quark যুক্তি তো নেই, নইলে মমতা বললেন যে "আপনারা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করুন"- এই কথাশুনে এত রাজনীতি করা মানুষ পরিবর্তন দেখলেন এটা আশা করি নি।
    আবার এই সঙ্গে কল্লোলের প্রতিবাদী সত্তাটাকে কুর্ণিশ করি, কারন আমরা কিছুই করছি না,উনি এবং আরও অনেকে মাঠে নেমে প্রতিবাদটা করছেন।
  • kallol | 119.226.79.139 | ১৩ এপ্রিল ২০১২ ১৪:১২539304
  • বিবি ও কোয়ার্ক।
    মানুষ বামফ্রন্টকে ভোট দেয় নি। এটা মানতে অসুবিধা কোথায়। এই যে বামফ্রন্ট বিরোধী হাওয়া, সেটা বামফ্রন্টেরই কাজের দায়। যে যাই বলুক না কেন, মানুষ তার নিজস্ব মতামত তৈরী করেই সিদ্ধান্ত নেয়। অনেক কিছুই তাকে প্রভাবিত করে, কিন্তু সিদ্ধার্থ একটা কথা বলে যাচ্ছে অনেকদিন ধরে, পরিবর্তনের অবজেকটিভ কন্ডিশন না থাকলে ও সব কোন কাজে আসে না।
    কাজেই আমার কথাটা যুক্তি নয় কেন তা বুঝলাম না। এমন তো নয় যে আমরা এখন বলছি, না না আমরা আসলে সিপিএমকে সরাতে চাইনি, ""গাধা জনগন"" না বুঝেই সিপিএমকে হঠিয়ে দিলো। আমরা তো এখনও বুক ঠুকেই বলছি, সিপিএম হঠে যাক, তাইই চেয়েছি। পরিবর্তে যেই আসুক, তখন বুঝে নেবো।
    ""আপনারা বড়ি গিয়ে স্নান খাওয়া করুন"" আমি এখনো মনে করি এটা একটা ব্যতিক্রমী স্টেটমেন্ট। আমি তো লিখেইছি, বড় অল্পেই খুশী হয়েছিলাম। যেমন সাম্প্রতিক সিপিএমের ব্রিগেড আর যাদবপুরের মিছিল দেখে আশা করেছিলাম ৭২-৭৭এর মত ঘাপটি মেরে বসে না থেকে সিপিএম এবার মাঠে নামবে। এবারও, বড় অল্পেই খুশী হয়েছিলাম।

    আসুন খারাপ কাজের প্রতিবাদ করি। এই ইন্টারনেটে প্রতিবাদের কোন দাম আছে কিনা জানি না (অবশ্য নইলে ইন্টারনেট কার্টুন আঁকলে পুলিশে ধরবে কেন?), তবু আসুন প্রতিবাদ করি একসাথে।
  • quark | 14.139.199.1 | ১৩ এপ্রিল ২০১২ ১৫:০৫539305
  • মানুষ বামফ্রন্টকে ভোট দেয় নি এটা মানতে আমার অসুবিধে আছে - এটাও আপনার স্টেটমেন্ট।

    আজকের দিনে ইন্টারনেটে প্রতিবাদের মূল্য অবশ্যই আছে, সেটা এই গ্রেফতারই প্রমাণ করেছে। তাই আবারও প্রতিবাদ রেখে গেলাম।
  • cb | 192.193.164.10 | ১৩ এপ্রিল ২০১২ ১৫:১৬539308
  • রেখে কোথায় গেলে বাওয়া? জেলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন