এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৩৮৪১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 117.194.101.100 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৬502715
  • ওয়ে সিকি ভুত,
    মামুর বক্তিমে আমার পিচ্চি ক্যাম-এ তোলা হয়েছিল, তাইতে অত্ত বড় ফাইল, কাল নেহাত বিনা নোটিশে কাকিমা শোনালেন, তাইতে হাতে যা ছিল। এই দুর্লভ সুযোগ আবার পাব কিনা কে জানে, তাই মিস করতে মন চাইল না প্লাস অন্যেরাও তো শুনবেন, দেখবেন।
  • kumu | 122.176.32.39 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১২:১৯502716
  • সিকি,আমি তোমাকে জন্মদিনে একটি অসাধারণ চটি উপহার দিয়েছিলাম।
    সেটি কি তোমার হাতে দিয়েছিলাম,না আমার ব্যাগেই ঢুকে গেছিল?
  • Kaju | 121.242.160.180 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৩৯502717
  • কুমুদি লাজবাব দিল্লি-টাই সিকিকে পেজেন করেছে? একেই কি কবি বলেছেন 'গঙ্গাজলে গঙ্গাপুজো'?
  • dukhe | 122.160.114.85 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৮502718
  • না না এটা অজ্জিনাল চটি। সেই রামবাবু যেটা ভরতকে দ্যালেন।
  • Jatayu | 121.242.160.180 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৬502719
  • হুউরিব্বাবা ! গায়ে কাঁটা দিচ্ছে মশাই !
  • Sam | 117.192.232.3 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৪502720
  • রাম পরতেন খাদিম নাকি মুগুরছাপ?
    জানতে গিয়ে সবাই করেন দৌড়ঝাঁপ.
    ভারত এসে দুর্দশায়,
    বলেন হেসে - "দূর মশাই",
    ওল্ড পাদুকা, brandname টা দেখা ই চাপ.
  • Netai | 121.241.98.225 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৫502721
  • হু হা
  • Kaju | 59.93.197.184 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২১:১৬502722
  • ছু ছা !
  • siki | 14.96.34.217 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৮502723
  • পটাশম্যাম, আমার কাছেই আছে সেই চটি। :)

    অন্যত্র, আপনার মেল পেয়েছি।
  • I | 14.96.211.101 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০502725
  • কততম যেন বইমেলার কততম যেন দিনে আজ আপডেটের আকাল। এবং আকাল স্মৃতির। কিংবা আমার মুখটা ক্রমেই আবছা হয়ে আসছে, এভাবেও বলা যেতে পারে। আজ সিকি আমায় চিনতে পারল না। তার আগেরদিন তাতিন। সে না হয় সামনাসামনি দেখেনি। কিন্তু, সিকি?

    সিকি একা। তখন দুপুর সাড়ে তিনটে। ঘনাদা আসবেন কিছুক্ষণ বাদে। আর যে সুন্দরী মহিলা টেবিলের সামনে দাঁড়িয়ে গপ্প করে যাচ্ছেন, তিনি ঝুমঝুমি-সেটা কফি কিনতে গিয়ে জানা যাবে। আর পয়লা ফেব্রুয়ারির কলকাতা গড়িয়ে যাবে গড় পঞ্চকোটে। ঝুমঝুমির পুরুলিয়ায় আর মাস দেড়ে-দুই বাদে পলাশ ফুটবে।
    যদিও ফুল ফুটবার দিন নয় অদ্য। মিছিল, মিছিল , আজ বইমেলা মিছিলে। ছোট্ট একটুকরো মিছিল। এক্সটেম্পোর এককুচি মিছিল। কেননা আজ তসলিমা নাসরিনের বই উদ্বোধনের কথা ছিল, আগে থেকে ভাড়াও নেওয়া ছিল অডিটোরিয়াম। শেষ মুহূর্তে কোনো কারণ না দেখিয়ে গিল্ড কর্তৃপক্ষ বাতিল করেছেন সে অনুষ্ঠান। তাই মিছিল, বইমেলা ঘুরে ঘুরে।
    সিকি-র মুখে খই ফোটে। সিকি থেকে থেকে জ্জয়্‌গুরু হাঁক দেয়। সিকি, এমনকি গানও গেয়ে ওঠে দুয়েক কলি। বলে, "হাতে না নিলে রস লাগবে না'। গুরুঅনিচ্ছুক পাঠকদের বলে। একে একে দুনম্বরে সানন্দ চন্ডালেরা জড়ো হয়। মিঠু, সুমিত, পাই, সামরানদি, রঞ্জনদা, ম্যাক্সিমিনদি, রাজদীপ। সব শেষে রাত্রি। ম্যাক্সিমিনদি একটাও চণ্ডালী বই কেনেন না, বরং আমায় ঘাড়ে ধরে নিয়ে যান রসাতল-এর টেবিলে। সেখানে টেবিল আলো করে বসে আছেন দোয়েলপাখি। "রুদ্ধসঙ্গীত'এর মঞ্জুশ্রী।
    আর ফিরে এলে পরে পাই আলাপ করিয়ে দেয় জয়া মিত্রের সঙ্গে। এসেছিলেন, গুরুচণ্ডালী'র টেবিলে। পাইয়ের ওজন সম্বন্ধিত জরুরী আলোচনায় মতও রেখে গেছেন। পাইয়ের জন্য উনি কেজি'র বাটখারা ব্যাভার করতে বারণ করে গেছেন। আমি যে অনেক ভেবেচিন্তে বললাম পাই আসলে ভরহীন একটি বিশুদ্ধ আইডিয়া , শুধু শাড়িটাড়ি পরে আছে এই যা, সেকথা শুনতে পেলেন বলে মনে হল না।
  • nk | 151.141.84.81 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩০502726
  • শাড়ী, শাল, মেকাপ আর গয়না আর মাথায় পরচুলা ক্লিপ ওড়না এসব দিয়ে অ্যাবস্ট্রাক্টকে তাইলে জলজ্যান্ত মূর্ত্তিমতী করা যায় বলছো বড়াই? ;-)
  • pinaki | 138.227.189.8 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৯502727
  • ভরহীন আইডিয়াটা গোলা লেগেছে। লাইকিয়ে গেলুম। :-D
  • I | 14.96.211.101 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৫502728
  • তাক বুঝে একটু আলগা দিয়েছি। চড়তে গেছিলাম। লিটল ম্যাগ প্যাভিলিয়ন ঘুরে দেখলাম। ছোট করে দিয়েছে মনে হল। বিভাব কি আর বেরোয় না? নতুন কোনো সংখ্যা নেই কেন? বিজ্ঞাপনপর্ব উঠে গেল? জলার্ক দেখতে পেলাম বলে মনে হল না। অনেক নতুন পত্রিকা, চিনি না তাদের-আমি ক'জনকেই বা চিনি। আসামের পত্রিকা, উত্তরবঙ্গের পত্রিকা। কিন্তু কৌরব নেই, কমল চক্রবর্তী? উবুদশ? অপর-রোয়াক?
    কে যেন আসে নি এবার। গীটার হাতে ছেলেমেয়েরা? বনফায়ারের লোকজন? তারা কি দল বেঁধে হেঁটে যাচ্ছে, ফোয়ারার সামনে গিয়ে কি তারা দুভাগে ভাগ হয়ে চলে যাচ্ছে দুই এক্সিটের দিকে? নতুন কলকাতার দিকে আর শালবনী-খয়রাশোলের দিকে? অথচ এখনো তো আসে সেই পুরনো মুখ, ঈষৎ ভাঁজপড়া কিনা তা আর খেয়াল করিনা। গান গাইতেন, এখনো গান কি? প্রেসিডেন্সিতে প্রতিবাদী ও লোকগানের আসরে ওঁর গান শুনেছিলাম-সেই ফুলেরা কোথায় বল !
    জয়া মিত্রকে বললাম-"আপনার ঐ লাইনটা এখনো মন্ত্রের মত লাগে : "নষ্ট' শব্দের মানে কী আমি জানি না।' হাসলেন, একটু। বললেন-সত্যিই তো।
    নতুন নতুন ফুলেরা আসছে তাই নষ্ট পেরিয়ে। কেননা বসন্ত আসবে। পুরুলিয়ায় আসবে। কলকাতায়। বাইপাসের ধারে একটা শিমূল গাছে অজস্র হরিয়াল দেখতে পেলাম আসার পথে। বসন্ত আসছে। নতুন মেয়েরা গান গাইছে বইমেলায়। খালিগলা। সামনে মাইক। সাবলীল।

    কাল কল্লোলদা'ও আসছেন। গান গাইবেন। ওঁর বইয়ের উদ্বোধন হবে আমাদের চণ্ডালী মতে। নিষাদ আমরা গান গাইবো, আমাদের বইবনে কাল কনচের্তো। আমরা ক'জন পাণ্ডববর্জিত বাঙালী।
  • siki | 14.96.34.217 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০০:৫৮502729
  • কৌরবের সম্পাদক আজ এসেছিলেন। আলাপ করে গেলেন।

    গীটার হাতে ছেলেমেয়েরা আছে তো! একটু এগিয়েই বসে গান গাইছিল যে সেদিন?
  • r2h | 198.175.62.19 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০০502730
  • ডাক্তার আমার তরফ থেকে একশিশি খাঁটি সরিষার তৈল স্বীকার করুন। তার লেখনী বড়ই মনোমুগ্‌ধকর।
  • siki | 14.96.34.217 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৫502733
  • ও হ্যাঁ, ডাকতারকে এক শিশি অলিভ অয়েল আমার তরফ থেকেও।
  • siki | 14.96.34.217 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৫502732
  • স্যান আজও এসেছিল। যথারীতি কারুর সঙ্গেই দেখা হল না।
  • I | 14.96.211.101 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০১:২৪502734
  • দূরদূরান্ত হেঁটেছি আজকে। সেই কোন প্রান্তে অবভাস-এর স্টলে গেছিলাম। লোকজন নেই। থাকার কথাও না। খুঁজে পাওয়াই দুষ্কর। অবভাস যে বলে ভালো বইয়ের জন্য ঘন ঘন বিজ্ঞাপন লাগে না, সেকথা সত্যি বলে মনে হল না। অন্তত ভালো বইয়েরা যে আছে, এবং অমুক জায়গাতে আছে, সে কথা মনে হয় জানানো চাই।
    পরিমল ভট্টাচার্য'র গদ্য আমার বড় প্রিয়। যাঁরা "ড্যাঞ্চিনামা' ও "দার্জিলিং: স্মৃতি, সমাজ, ভবিষ্যৎ' পড়েছেন, তাঁরা জানবেন এঁর হরকত। পরিমল একটি নতুন বই লিখেছেন । নাম-সত্যি রূপকথা। ওড়িশা'র নিয়মগিরি অঞ্চলে ডোঙ্গরিয়া কন্ধ উপজাতি'র বন-জীবিকা-দেবস্থান বাঁচানোর অসম লড়াই (বেদান্ত গ্রুপের নিয়মভাঙ্গা মাইনিংয়ের কথা বলছি) পরিমল স্বচক্ষে দেখতে গেছিলেন, এবং ফিরে এসে লিখেছেন সেই নতুন রূপকথা। পড়বো বলে জমালাম। অনেক বই জমিয়েছি আজকে। কোনটা আগে শুরু করবো, সেই সংশয়। প্রবলেম অফ প্লেন্টি।
    তবে আজকের সেরা সংগ্রহ বই নয়, গান। রণেন রায়চৌধুরী। মনে করুন মেঘে ঢাকা তারা। মনে করুন বাউলের গান। মন তরে কেবা পার করে। বহুদিন ধরে নেটে নেটে খুঁজে বেড়াই। পাই নি । আজ অবভাসের সৌজন্যে রণেন্দ্রবল্লভ রায়চৌধুরী আমার ঘরে এলেন।

    সিডি-র সূচনাপত্রে লেখা আছে :
    ".... প্রচারের খর আলো থেকে দূরে থেকে, নগরজীবনের কৃত্রিমতাকে সম্পূর্ণ উপেক্ষা করে এই আত্মভোলা শিল্পী নিজেকে লোকসঙ্গীতের শুদ্ধতার ভুবনে নিমগ্ন (রেখে)ছিলেন ।ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমলগান্ধার ও যুক্তি তক্কো গপ্পো ছবিতে গান গেয়ে রসিক সুধীমণ্ডলে একটি বিশেষ ভালোবাসার জায়গা করে নেন। এছাড়া শেখর চট্টোপাধ্যায়ের জন্মভূমি ছবিতেও গান গেয়েছিলেন রণেন রায়চৌধুরী ( সম্ভবত: শুরুর গান-তরা মানুষ কয়জনা-মন্তব্য আমার)। ১৯৮৫ সালের ২৭শে জুলাই সব "ভালোবাসার শিকল ছিঁড়ে' প্রায় নি:শব্দেই উড়ে গেলেন আপনভোলা শুদ্ধশিল্পী, স্ত্রী ও দুই কন্যাকে রেখে।'

    এতক্ষণে টের পেলাম। কে যেন নেই। নেই রণেন রায়চৌধুরী। সুরেশ বিশ্বাস। রেবা রায়চৌধুরী। বড় অনাদর, তাই নেই। "নেই বাংলাদেশ' , বলেছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তবে , এঁরা আলো তেমন ভালো বাসতেনও না। আর তাছাড়া নতুন মানুষেরা গান গাইছেন। নষ্ট শব্দের কী মানে, আমি জানি না।

    এত রাতে গান শুনছি। ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া।
  • achintyarup | 59.93.243.144 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৩:০৯502736
  • আহা, ডাক্তার, তুই রোজ বইমেলা যা
  • Somnath | 117.194.196.188 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৮502737
  • কৌরব আর উবুদশ আলাদা স্টল নিইছে। অপর-রোয়াক বিজ্ঞাপনপর্ব আমিই ও দেখি নাই। গী"টার হাতে ছেলেমেয়েদের দেখেছি। ধুলোনেই রাস্তার পাশে , মাঠঘাসে বসে। আজ যেতে পারি সন্ধ্যায়। কল্লোলদা কি আজ আসছেন?
  • tatin | 117.197.68.205 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৬502738
  • আম্মো মনফকিরা থেকে রণেণ রায়চৌধুরি কিনে হেভি মস্তি পেয়েছি

    মুক্ত নিকারাগুয়া মনে হয় এসে গ্যাছে
  • kumu | 122.176.32.39 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০০502739
  • ডাগদার,তুই মেলায় যা,
    বইয়ের,গানের মেলায় যা,
    হাসপাতালে মানাইছে না,
    অ্যাক্কেবারে মানাইছে না রে।
  • kumu | 122.176.32.39 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৩502740
  • আমিও যাব বিকেলবেলা,বইমেলাতে(মনে মনে)।

    ছাতার চাগরী/সংসার :-((
  • de | 203.197.30.4 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৮502741
  • আমিও রইলাম গুরুর স্টলে, মনে মনেই -- আরো বছর পাঁচ, তাপ্পরে যাবই যাবো!
  • jhumjhumi | 14.99.5.143 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১০502742
  • কাল বই মেলা থেকে ফিরে আর লিখতে বসা হয় নি। আজ তো দেখলাম ডাক্তার সবই প্রায় লিখে ফেলেছে। আমি তো গুরুর স্টলের সামনে দিয়ে বার চারেক যাওয়া আসা করলাম,দেখি একটি কমবয়সি ছেলে বসে আছে, আর কাউকে দেখতে পাচ্চি না। শেষে তার সাথে কথা বলে দেখি ,ও মা এতো সিকি। আমার কেন জানিনা ধারণা ছিল সিকি একজন গাঁট্টাগোট্টা ভীষণ গম্ভীর লোক(সিকি রাগ করবেন না প্লিজ)। সেখানে অমন হাসিখুশি, চোখে বুদ্ধির ঝিলিক ,ছেলেমানুষ টাইপের সিকিকে দেখে ভেবলে গেছি। কিন্তু অবাক হওয়ার আরো বাকি ছিলো। আমার পাশে দাঁড়ানো যে ভদ্রলোক সবাইকে চা অথবা কফি খাওয়াতে চাইছিলেন তিনিই যে ডাক্তার তাও জানলাম কফি আনতে গিয়ে এবং জেনে আমার ভোম্বল ভাব টা আরো বেড়ে গেল। আলাপ হল ঘনাদার সাথে,ম্যাক্সিমিনিদি,সামরান, রঞ্জনদা,রাজদীপের সাথে। পাইএর সাথে আলাপ করার ইচ্ছে ছিল কিন্তু পাইএর দেখা পাই নাই।
    সব শেষে বলি, বিকেল পাঁচটাতে বেরিয়ে দশ মিনিটের পথ এসেছি এক ঘন্টাতে।
    (আমি বোধ হয় কাল কাউকে কাউকে তুমি বলে ফেলেছি,কিছু মনে করবেন না, আমি বেশিক্ষণ আপনি টা চালাতে পারি না, সামনাসামনি।)
  • I | 14.99.65.12 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৭502743
  • যাই নি। সঙ্গীতার মুখে শুনতে পেলাম, প্রবল জমজমাট হয়েছে আজকের মেলায় গুরুচণ্ডালীর হৈ-হল্লা-গান-গল্প। কল্লোলদা জমিয়ে দিয়েছে। সঙ্গে মহীনের পুরনো ঘোড়ারা কয়েকজন। যাঁরা গিয়েছেন একটু আপডেটালে ভালো হয়। তবে সকলেই সদ্য ফিরলেন। সময় লাগবে হয়তো।

    গেলাম না বলে খুব আফশোষ হচ্ছে। আজকের দিনটা বইমেলা'র "গুরুচণ্ডালী দিবস' ঘোষণা করা হোক।
  • I | 14.99.65.12 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৩502745
  • বাবুরাম, অজস্র ধন্যবাদ !!!!
  • Ishan | 117.194.35.16 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২502747
  • ছোটো করেই লিখি।

    এসেছিলেন অতিপ্রাচীন ঘোড়া তাপস দাশ। সমবেত জনতা তখন গান ধরেছে "ফিরে আসব মাগো কেঁদোনা'। গানের জনক, দুজনের কাঁধে হাত দিয়ে হেঁটে এসে ঢুকছেন খোলা ময়দানে। তারপর তিনি ধরবেন "সময়'। সময়, কোন সময়, হায় সেই সময়। সময় গুনছিলাম। গন্ধে-গন্ধে এসে যাবেন রঞ্জন প্রসাদ। আর সাঁঝের ঝোঁকে তাপস বলবেন, আমি লিখতে চাই। তোমরা দেবে?

    এর আগেই প্রকাশ হয়ে গেছে কল্লোলদার বই। উদ্বোধন করলেন জয়া মিত্র। অর কে কে এসেছিলেন গুলিয়ে ফেলেছি। বাকিরা লিখবেন। তবে গৌতম ভদ্র হারিয়ে যাওয়ায় এসে পৌঁছননি এটা মনে আছে। আর বারীন ঘোষাল আমাকে বললেন, সৈকত, আমি বারীন। আমি বললাম, সে আর বলতে, বলুন আমি বিগ বি।

    এইসব হল আর কি। গুরু ও চন্ডালরা ছিলেন। রঞ্‌জ্‌নদা এক দফা খাওয়ালেন। জয়াদির মিষ্টি খেলাম। আর সুমিত ডাক্তারের। ব্যস। আর যাঁরা এসেছিলেন, নিজেরা লিখুন। আমার বড়ো ঘুম্পায়। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন