এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | 172.69.34.209 | ২৩ জানুয়ারি ২০২০ ০১:০৯429450
  • শেষকালে সঞ্জীব ত্রিপাঠিকে রেফার করলেন? :-)

    https://en.wikipedia.org/wiki/Sanjeev_Tripathi

  • aka | 108.162.219.209 | ২৩ জানুয়ারি ২০২০ ০১:০৩429449
  • ওঃ করো নি, তাইলে ভুল বুঝেছি। ঃ)
  • aka | 162.158.63.143 | ২৩ জানুয়ারি ২০২০ ০১:০২429448
  • আর এইতো পলিটিকাল ডিবেটের মান হয়ে দাঁড়িয়েছে ভারতে, হয় ভক্ত না হয় ভাম, যুক্তির দৈন্যতা ঢাকতে শুধু নেম কলিং। তো সে দেশ ডিজার্ভ মোদী-শা। সোশ্যাল ডিবেট থেকেই রাজনৈতিক ন্যারেটিভ তৈরী হয়। সেখানে শুধুই পার্টিজন গালাগাল।
  • T | 162.158.165.173 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৫৬429447
  • কীই আবার ব্যক্তি আক্রমণ কল্লাম।
  • aka | 162.158.62.48 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৫৩429446
  • টি হে, ওসব ব্যক্তিগত আক্রমণ করে আমাকে লাভ নেই। একদম মোটা চামড়া। অনেকদিন গুরুতে হল। বহু লিবারাল দেখলাম। মতে না মিললেই ভক্ত টাইপ লিবারাল থিংকিং দেখে দেখে বুড়ো হতে চললাম। ঃ)

    একক এইটা পেলাম।

    https://carnegieindia.org/2016/06/29/illegal-immigration-from-bangladesh-to-india-toward-comprehensive-solution-pub-63931
  • এলেবেলে | 162.158.154.60 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৫২429445
  • এক দেশ এক আইনের প্রবক্তারা আসামে এক আইন আর বাংলায় আরেক আইন চালু করতে চাইছেন - এটাই সবচেয়ে হাস্যকর ব্যাপার। আসলে ইস্যুটাকে জিইয়ে রাখা। যেমন ৩৭০বিলোপ হলেও তার উপধারাগুলোকে বিলোপ করা হয়নি।

  • এলেবেলে | 162.158.154.60 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৪৮429444
  • ধাপে ধাপে বুঝুন।

    ১. ক্যা আনতে হল কেন?

    আসামে এনার্সির ফলে দেখা গেল ১৯ লাখ অ-নাগরিকের মধ্যে ১২ লাখ হিন্দু। বিজেপির ভোটব্যাঙ্কে ধস নামল। বাংলার তিনটে উপনির্বাচনে তারা হারল। অবস্থা বেগতিক বুঝে আনা হল ক্যা। মূলত মতুয়া ও নমঃশূদ্র ভোটারদের বিজেপির প্রতি আস্থা ফিরিয়ে আনতে (বাংলায়) এবং হিন্দুদের কোনও সমস্যা হবে না এনার্সিতে (দেশে) সেটা বোঝাতে। 

    কিন্তু ক্যা-তেও গণ্ডগোল। কারণ প্রথমত, তাঁদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় হিংসার কারণে তারা এই দেশে অবৈধ ভাবে প্রবেশ করেছেন এবং তাঁরা ভারতের নাগরিকত্ব চান। এক্ষেত্রে তাঁদের সামনে সবচেয়ে বড়ো যে সমস্যা দেখা দেবে সেটা হল, এই নতুন আইনের এক খোঁচায় তাঁরা ‘নাগরিক’ থেকে ‘শরণার্থী’ হবেন। 

    দ্বিতীয়ত, তাঁরা যে ধর্মীয় অত্যাচারের কারণেই এ দেশে আসতে বাধ্য হয়েছেন তার প্রমাণও ‘আবেদন’-এর সঙ্গে দাখিল করতে হবে। ফলে এতদিন যে সহায়-সম্বলহীন মানুষগুলো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি কাগজের সাহায্যে ন্যূনতম নাগরিক অধিকারটুকু পাচ্ছিলেন, এই বারে তাঁদের সেই সুযোগও যাবে। নিজভূমে পরবাসী হবেন তাঁরা, প্রত্যেকে রাতারাতি পরিগণিত হবেন দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে। 

    ফলে ক্যা-তে কারা আবেদন করবেন সেটাই স্পষ্ট নয় কারণ সাধ করে কেউ নিজের পায়ে কুড়ুল মারতে চাইবেন না।

    ২. এনপিআর - এখানে অতিরিক্ত প্রশ্ন হিসেবে জুড়ে দেওয়া হয়েছে বাবা-মায়ের জন্মস্থানের উল্লেখ। যাঁরা তা উল্লেখ করবেন না, তাঁরা সন্দেহভাজনদের তালিকায় পড়বেন। যাঁরা জন্মস্থান হিসেবে পূর্ব পাকিস্তানের উল্লেখ করবেন, তাঁরাও সন্দেহভাজনদের তালিকায় পড়বেন।

    ৩. এই সন্দেহভাজনদের জন্য এনার্সি যাতে করে দেশটাকে অনুপ্রবেশকারীমুক্ত নয়, মুসলমানমুক্ত করা যায়।

    আমার বিশ্বাস কোনওটাই হবে না। হয় সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে নতুবা ২৪ সালের লোকসভা ভোটের মুখ্য ইস্যু হবে এই ধর্মীয় মেরুকরণ। ততদিন সরকার তার যাবতীয় অপদার্থতা এর আড়ালে ঢাকবে।

  • T | 172.68.146.253 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৪৫429443
  • তবে খনুদা বৃথাই সুগার কোটিং কচ্চিল মনে হয়।
  • T | 172.68.146.253 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৪৪429442
  • আসামে করেচে আসাম অ্যাকর্ডের জন্য। ওঁয়াদের কৃষ্টি সংস্কৃতি নাকি বিপন্ন হয়ে যাচ্চিল। সারা দেশে করতে কেউ মাথার দিব্যি দেয়নি। লোকে দাবীও করেনি। আর কোনো রাজ্যে বিশেষ নিয়ম কিশু অ্যামন গ্যালো গ্যালো ব্যাপার নয়, যেমন উত্তরপূর্বের রাজ্যগুলিতে বিবিধ নিয়ম চলে যা দেশের অন্যত্র খাটে না।
  • S | 108.162.246.112 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৩৯429441
  • কে নাগরিক আর কে নাগরিক নয় ঠিক করতেই তো আধার-্প্যান সব হয়েছিলো। এখন বলছে যে ওসবে অনেক গন্ডগোল থেকে গেছে। একমাত্র উপায় হল কে কে জয় ছি রাম বলতে রাজি আছো হাত তোলো।
  • T | 172.68.146.253 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৩৮429440
  • একটা দেশ সবাইকে অ্যাকোমোডেট কত্তে না পারলে সেই একই যুক্তিতে একটা রাজ্যের পক্ষেও সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। এদিকে বিহার ইউপিতে গত কয়েক দশকে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশী। ন্যাচারেলি এরা পাশের রাজ্যগুলোতে ঢুকছে। রিসোর্স নিয়ে টানাটানি হতে বাধ্য। ভূমিপুত্তুর রা কোথায়ই বা যাবে! তো, বাংলাদেশী আটকাতে আর মুসুলমান তাড়াতে এনারসি কল্লে খোট্টা আটকাতে এনারসিপ্লাসপ্লাস চাই। জয় গর্গ। :)))
  • aka | 162.158.62.152 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:৩৭429439
  • কিন্তু আসামে করব আর অন্য রাজ্যে করব না এমন করা যায় নাকি? সেটা ডিসক্রিমিনেশন হবে না?
  • একক | 162.158.158.166 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:২৬429438
  • রাজ্য গুল বল্লেও ঠিক বলা হয়না। থাকে সীমান্তের জিলা গুলতে এবং কিছু অঞ্চলে। বংা তে ধুলিয়ানে। সেখানকার মানুশ রা এই জনসনখ্যা ব্রিদ্ধির চাপ সহ্য করেন। কেন এই অবস্থা? কারন ভারতের কন লেবার ওয়ারকিং ভিসা ইস্যু করার ব্যবস্থা নেই.। একদিকে বিএসেফ দুহাতে পয়সা খায় আরেকদিকে মানুশ গুল সামান্য ঠিকে শ্রমিকের কাজ পাওয়ার জন্যে ঘটি বাটি বেচে বসে থাকে। এনারসি কীভাবে এর সমাধান করবে?

    জদি পারসেন্টেজ এলারমিং হয় তবে বাকি সমস্ত লোকের হয়রানি মেনে নেব।

    জদি সমস্যা সরকারের গাফিলতির হয় জাতে এলকেশনের কারনে, সীমান্তবরতি এলাকায় লকজন হয়রান হছছেন, তাহলে এই দেশ শুদ্ধু কামান দাগার হুজ্জুতি মানব কেন
  • গবু | 172.68.146.73 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:২৩429437
  • কিন্তু তাহলে সেই একই যুক্তিতে ব্যাঙ্গালোরের লোকদের বাংলাদেশীতে ভরে গেল, বস্তি ভেঙে দাও করা উচিত নয়। সেটা তো হচ্ছে। তাহলে তো জেনফোবিয়ার কারণ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না।
  • aka | 162.158.62.152 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:১৭429436
  • তবে এখন আর লোকে বাঙলাদেশ থেকে কেন আসবে তাও বুঝি না। এখন বাঙলাদেশ ভারতের থেকে বেটার। উল্টো মাইগ্রেশন হতে পারে।
  • aka | 162.158.62.48 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:১৩429435
  • আরে সেরকম ডেটা থাকার মানে হল তো জানা হয়েই গেল কে ইল্লিগাল কে নয়? মানে এনপিআর। সেটা নেই, জানাই নেই। তবে বহুলোক যে বাংলাদেশ থেকে আসে এবং ইল্লিগালিই আসে, সে তো দেখেইছি। তারমধ্যে মুসলমানও আছে, হিন্দুরাও আছে। মুসলমানরা মূলত আসে ইকনমিক বেটার অফের জন্য। আর হিন্দুরা আসে ওদেশে ডিসক্রিমিনেশনের স্বীকার হয়ে। বেশির ভাগ হিন্দু যারা বাংলাদেশ থেকে আসে তারা বিজেপির সমর্থক আর চূড়ান্ত মুসলিম বিদ্বেষী। আমার ডেটা, কোন সেন্সাস নেই।

    সমস্যাটা আঞ্চলিক, ১২০ কোটির হিসেব করলে হবে না। যারা মাইগ্রেট করে তাদের বেশিরভাগই থাকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে।
  • একক | 162.158.158.8 | ২৩ জানুয়ারি ২০২০ ০০:০০429434
  • না আগে ডেটা দেখি, সেন্সাস সেরম কিচু বলে কিনা। জন্মহারের সংে তুলনা করে কন আনিউজুয়াল স্পাইক আছে কিনা বরধমান জন্সনখ্যায়। অনেক দিন ধরে এই " নিজে খেতে পাইনা আবার শনকরাকে ডাকে" লজিক শুনছি। এরকম শনকরা আনুমানিক কত, তার ইকনমি অ জব মারকেটে ইম্পলিকেশন কী সেসব নিয়ে এক্টু কথা বলুন না। অপিনিওন হাওয়ায় ভাসিয়ে ত ফেসবুক হয়া চলছে। গুরুতে বেটার তরক আশা করি। জান্তে অ শিখতে চাই। কান পেতে আছি।
  • lcm | 172.69.33.112 | ২২ জানুয়ারি ২০২০ ২৩:৫৭429433
  • প্রায় দেড়শো বছর আগে ব্রিটিশরা যখন আসামে চা বাগান খুলেছিল, তখন অন্য জায়গা থেকে লেবার না আনলে, শুধু লোকাল লোক দিয়ে টি-প্লান্টেশন ইন্ডাস্ট্রি চালানো যেত না। তখন থেকে শুরু হয় বাইরের লোক আসা ।
  • lcm | 172.69.33.112 | ২২ জানুয়ারি ২০২০ ২৩:৫৩429432
  • আকা,

    প্রথম কথা হচ্ছে, কে ইলিগ্যাল আর কে লিগ্যাল সেটা জানার যখন কোনো সহজ উপায় নেই, তখন সবাইকে কাগজ দেখাতে বলার প্রস্তাবের মানে হল - কোটি কোটি লিগ্যাল লোককেও হ্যারাস করা হচ্ছে।

    সুতরাং, যারা ঢুকে পড়েছে তাদের নিয়ে স্পেশাল কিছু করবার নেই, তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া কোনো সহজ উপায় নেই।

    আর কম্পিটিশন ! ১৩০ কোটি লোকের মধ্যে ২০ লাখ লোক সরিয়ে দিলে বাকি ১২৯.৮ কোটির জীবনযাত্রা যে কতটা কম্পিটিশন-হীন মধুর হয়ে উঠবে, এটা তো সবাই জানে।
  • একক | 162.158.158.8 | ২২ জানুয়ারি ২০২০ ২৩:৫২429431
  • আকাবাবুর কাছে কি এমন কন সেন্সাস ডেটা আছে জা ইংগিত দেয় ইমিগ্রেশনের ফলে এতটা জনসনখ্যা ব্রিদ্ধি হয়েছে জা মোর দান অপটিমাম? সেরকম কিচু থাকলে কথা হক, নইলে এটা জাস্ট প্যারানইয়া নয় তা জানব কী করে ☺
  • S | 162.158.106.101 | ২২ জানুয়ারি ২০২০ ২৩:৪০429430
  • প্রথমতঃ ইল্লিগাল ইমিগ্র‌্যান্ট কাকে বলে? আনডকুমেন্টেড লোকেরা ঠিক ব্যবস্থা করে টাকা পয়সা খরচ করে কাগজ তৈরী করে নেবে। মুশকিলে পড়বে গরীব লোকেরা যারা সকলেই নাগরিক। ডিমনিটাইজেশনের সময় যা হয়েছিল। আর বিজেপির রাজ্যগুলোতে খুব চালাকি করে মুসলিমদের টার্গেট করা হবে সে তো বলাই বাহুল্য।
  • aka | 173.245.52.216 | ২২ জানুয়ারি ২০২০ ২৩:৩৭429429
  • কিন্তু ল্যাদোষ দা, এটা যেমন যারা এদেশে এসেছে তাদের জন্য মানবিক, আবার দেশের জনগণের জন্য অমানবিক। তাদের এখন অন্যদেশের লোকজনের সাথে রিসোর্স নিয়ে কম্পিটিশনে নামতে হবে।

    আসামের লোকজনের ঠিক তাতেই আপত্তি।
  • lcm | 162.158.58.222 | ২২ জানুয়ারি ২০২০ ২২:৫৬429428
  • সল্যুশন -
    যারা অলরেডি ঢুকে পড়েছে, বা যারা এখন দেশের মধ্যে আছেন কিন্তু প্রপার ডকুমেন্টেশন নেই, তাদের সবাইকে সিটিজেনশিপ দিয়ে দাও। নো সেগ্রিগেশন বাই এন্ট্রি ডেট, নো ডিটেনশন সেন্টার এসেটরা । আর ভবিষ্যতের জন্য বর্ডার সিকিউরিটি আরও টাইট করে দাও যাতে আর কেউ ঢুকতে না পারে। কিন্তু যারা অলরেডি দেশের মধ্যে রয়েছেন তাদেরকে হ্যারাস করা অমানবিক।
  • aka | 162.158.62.64 | ২২ জানুয়ারি ২০২০ ২২:৩৮429427
  • তবে বিজেপি যে পাকে পড়েছে এতে এইটা বেশ ভালো হয়েছে।
  • aka | 108.162.219.209 | ২২ জানুয়ারি ২০২০ ২২:৩৭429426
  • সবই বুঝলাম কিন্তু এনসিআর না হলে ইল্লিগাল ইমিগ্র‌্যান্ট ধরবে কি করে? বহু লোক তো ইল্লিগাল, তারা দায়ে পড়েই এসেছে, হয় অর্থনৈতিক কারণে বা অন্য কোন কারণে কিন্তু একটা দেশ তো আর সবাইকে অ্যাকোমোডেট করতে পারে না।

    আসামের লোকজনও ক্যা র বিরুদ্ধে কিন্তু কারণ সমস্ত অন্য। তারা মনে করে এতে করে প্রচূর বাঙালী হিন্দু বাংলাদেশ থেকে আসামে এসে থাকতে শুরু করবে, তাতে অসমীয়াদের অসুবিধা হবে।
  • aka | 108.162.219.221 | ২২ জানুয়ারি ২০২০ ২২:৩২429425
  • একিরে, কটা প্রশ্ন করলাম তাতেই মোদী সাপোর্টার বানিয়ে দিল, এই দুঃখে আমি রিটায়ার্ড হার্ট।
  • tester | 172.68.141.141 | ২২ জানুয়ারি ২০২০ ২১:৪৫429424
  • শুধু টাইটেল/শিরোনাম এর ওপর একটা সার্চ দিতে হবে, এখন আছে টাইটেল এবং কন্টেন্টের ওপর - কমন ওয়ার্ড দিয়ে, যেমন রবীন্দ্রনাথ দিয়ে সার্চ করলে অনেক রেজাল্ট আসছে যার বেশির ভাগ আসছে কন্টেন্ট এর মধ্যে ম্যাচ থেকে, যদিও সেই লেখার মূল বিষয়বস্তু রবীন্দ্রনাথ নয়।
  • আমি | 162.158.167.23 | ২২ জানুয়ারি ২০২০ ২১:৩৬429423
  • সিদিনে ত কে একজন ভাটেই কইল সার্চাতে গেলে কিওয়ার্ডের আগেপরে ডবল কোট দিতে হবে। তাতে ত নাকি হচ্ছেও কইল।
  • অর্জুন | 162.158.167.139 | ২২ জানুয়ারি ২০২০ ২০:২৬429422
  • রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ওপর একটি টই ছিল। সেটা পেলাম না। আগে মূল কিছু ওয়ার্ড বা বাই-ওয়ার্ড দিয়ে সার্চ করেই পেয়ে যেতাম। @Icm
  • | 172.69.135.51 | ২২ জানুয়ারি ২০২০ ১৫:০৩429421
  • টিম এর লেখা খুঁজে দিলে বলে ধন্যবাদ। গ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত